Soil is our inspiration, our ‘karmabhoomi’: Mamata Banerjee at Mati Utsav inauguration

Chief Minister Mamata Banerjee today felicitated 21 farmers with Mati Samman award for their extraordinary achievements in the agriculture sector, on the sidelines of Mati Utsav in Burdwan.

Mamata Banerjee had initiated Mati Utsav after coming to power to promote the agriculture sector of the state. This year it will continue from January 9 for the next five days at Mati Tirtha. This year around 116 stalls of different departments of the state government have been set up from where the farmers would get opportunity to showcase, promote and sell their produce.

Speaking on the occasion she said that the soil is “our inspiration, our karmabhoomi”. She said while Bengal started Mati Utsav in 2012, United Nations declared 2015 as the ‘International Year of the Soils’. She said, “What Bengal thinks today, the world thinks tomorrow.”

The Chief Minister announced that 14 March will be observed as Krishak Divas and ‘Krishi Ratna’ and ‘Krishi Samman’ awards will be given away on that day. Lyangcha Hub in Burdwan will also be inaugurated on that day.

The Chief Minister said, “I believe in constructive development. We must not engage in destructive politics.”

 

 

মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের কর্মভুমি: মাটি উ९সবের সূচনায় মুখ্যমন্ত্রী

আজ মাটি উ९সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কৃষিক্ষেত্রে অসাধারন নৈপুণ্যের পরিচয় দেওয়ার জন্য ২১জন কৃষককে আজ মাটি সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহর সংলগ্ন সাধনপুর কৃষিখামারে ‘মাটি তীর্থ কৃষি কথা’র স্থায়ী মঞ্চে ১৩০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষিক্ষেত্রকে আরও উন্নত করতেই এই মাটি উ९সবের সূচনা করেন। আজ থেকে শুরু হয়ে আগামী ৫ দিন ব্যাপী চলবে এই উ९সব।

এবারের উ९সবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১১৬টি বিপনন কেন্দ্র থাকবে এই উ९সব প্রাঙ্গনে যেখানে কৃষকরা সুযোগ পাবেন তাদের ফসল মানুষের সামনে তুলে ধরার ও পাশাপাশি বিক্রিরও।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • ২০১২ সালে আমরা প্রথম মাটি উ९সবের সূচনা করি, ২০১৫ সালে মাটি উৎসবের ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ
  • বাংলা আজ যা ভাবে সমগ্র বিশ্ব তা ভাবে আগামীকাল
  • মাটি তীর্থকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে হবে
  • মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের করমভুমি ভুমি, সংস্কৃতির ভুমি
  • চাষবাস ও কৃষিকাজে এক নম্বরে বর্ধমান
  • বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ নিয়েছি
  • বর্ধমানে কর্মতীর্থ, কৃষক বাজার, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • বর্ধমানে কৃষি বিশ্ববিদ্যালয়, মিষ্টির হাব (ল্যাংচা হাব, মিহিদানা হাব) তৈরি হচ্ছে
  • আগামী ১৪ মার্চ কৃষক দিবসের দিন ‘কৃষি সম্মান’ ও ‘কৃষক রত্ন’ পুরস্কার দেওয়া হবে
  • আগামী ১৪ মার্চ ল্যাংচা হাবের উদ্বোধন হবে
  • আমি গঠনমূলক কাজ পছন্দ করি, ধ্বংসাত্মক কাজের পক্ষে আমি নই
  • মুরগীর মত হাঁসের পোল্ট্রি করার পরিকল্পনা রয়েছে আমাদের, এর ফলে অনেক কর্মসংস্থান হবে

 

Prime Minister is blind to the sufferings of people: Mamata Banerjee

Maintaining her attack on the Centre over the issue of demonetisation, Bengal Chief Minister Mamata Banerjee today accused the Prime Minister of being blind to the sufferings of common people. She was addressing a public meeting in Bankura.

“Farmers are suffering. People do not have cash to buy supplies. Traders are also suffering but PM fails to see their woes. By the time realisation dawns on him, nation will be destroyed,” she said.

“There are long queues outside banks. Labourers are not getting wages under 100 days work. How will their families run?” the CM said. “Even Venezuela started demonetisation but when they saw people are suffering, the decision was withdrawn,” she added.

She also warned against attempts being made to disturb the peace in the State. “Bengal is a land of harmony, peace & progress. Hindus, Muslims, Sikhs, Christians all live together here,” she said.

The CM added that she will continue to work for the people as long as she is alive.

 

মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পাচ্ছেন না প্রধানমন্ত্রীঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল নিয়ে আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন সাধারণ মানুষ চরম দুর্ভোগে অথচ প্রধানমন্ত্রী নিশ্চুপ।

তিনি বলেন, “কৃষকরা ভুগছে, তারা চাষের জন্য বীজ কিনতে পারছেন না। সাধারণ মানুষের কাছে টাকা নেই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার। ক্ষুদ্র ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ব্যবসা বন্ধ, কিন্তু প্রধানমন্ত্রী এসব কিছুই দেখতে পাচ্ছেন না। যখন তিনি বুঝতে পারবেন ততদিনে দেশ ধ্বংস হয়ে যাবে”।

তিনি আরও বলেন, “ব্যাংকে লম্বা লাইন। ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছে না। তারা কিভাবে তাদের সংসার চালাবে? ভেনেজুয়েলা নোট বাতিল করেছিল, কিন্তু যখন তারা দেখেছে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন তখন তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে”।

তিনি বলেন বাংলার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও প্রগতির জায়গা। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকে”।

সবশেষে তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব”।

Modern agro-science technologies to be used for better cultivation in Singur

The State Agriculture Department will introduce modern agro-science-based technologies for better cultivation of the 997 acres of land in Singur, in consultation with farmers to develop a new arena of agro-economy.

The State Government will be providing all sorts of support to the farmers until the first crop is harvested.

The State Irrigation Department would ensure sufficient supply of water for agriculture in the entire area. The Panchayat Department will also be completing a set of work that needs to be done for the benefits of the farmers.

Initially, the farmers in Singur have been recommended to cultivate spinach and mustard as it would help in preparing the soil for cultivation of potato.

 

The image is representative

 

আধুনিক প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে সিঙ্গুরের কৃষকদের সাহায্য করবে রাজ্য

সিঙ্গুরের ৯৯৭ একর জমিতে ভালোভাবে চাষের জন্য এবং সিঙ্গুরের কৃষি-অর্থনীতির উন্নয়নের জন্য আধুনিক কৃষি-প্রযুক্তির মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য কৃষি দপ্তর।

রাজ্য সরকার কৃষকদের সবরকম সহায়তা প্রদান করবে যতদিন না পর্যন্ত প্রথম ফসল তোলা হয়।

রাজ্য সেচ দপ্তর ওই এলাকায় প্রয়োজনীয় জল সরবরাহ করবে। পঞ্চায়েত দপ্তরও কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু উদ্যোগ নিতে চলেছে।

প্রাথমিকভাবে, সিঙ্গুরে কৃষকদের পালংশাক ও সর্ষে চাষ করতে সুপারিশ করা হয়েছে।

Singur landowners to get back land after Durga Puja: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said landowners in Singur will get possession of land after Durga Puja festival.

“After Puja all land owners will get their land back. It will be fit for agriculture,” Chief Minister said after an administrative review meeting here in Hooghly district.

She said she was happy to be part of the fight of farmers who were getting back their land.

1,768 land owners have so far taken cheques from the government while 10,747 ‘parchas’ (land deeds) have been given so far, Partha Chatterjee said.

 

সিঙ্গুরের চাষীরা পুজোর পরে চাষযোগ্য জমি পাবেন:‌ মমতা

পুজোর পর সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার চূচূঁড়া ময়দানে এক সভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরের জমি চাষের উপযুক্ত করে তুলতে হবে। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে সব দপ্তরকেই কাজ জোরদার করতে হবে।

‘‌রাজনৈতিক স্থিরতা মানেই উন্নয়নে গতিশীলতা। আর সবাই ভাল না থাকলে আমি ভাল থাকি না’‌, বলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের মানুষ জমি ফিরে পেয়েছেন। তাঁরা পরচা পেয়েছেন, চেকও দেওয়া হয়েছে। পুজোর পরে জমিও ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তাঁরা চাষ শুরু করতে পারবেন।

Boost for infrastructure in Goaltore

A day after Mamata Banerjee offered 1,000 acre land for setting up of a factory either by Tata/BMW or any other car manufacturing company at Goaltore in West Midnapore, the district authorities have started chalking out places on war footing to develop the area.

Upbeat with the CM’s announcement, as many as 100 labourers working in the Goaltore state seed farm started clearing the shrubs in the area. Garbeta-II BDO went to visit the spot. “We are in the process of preparing the land,” the BDO said.

The Midnapore zilla parishad has already taken up a proposal to give a blacktop to the road leading to the project site. A proposal for setting up a 132 kV power substation has also been submitted.

 

 

গোয়ালতোড়ে জমি প্রস্তুতির কাজ শুরু হয়ে গেল

বৃহস্পতিবার সকাল থেকেই গড়বেতা-২ ব্লকের বিডিও নিজে উপস্থিত থেকে শ্রমিক লাগিয়ে ওই জমিতে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন৷  বিডিও জানিয়েছেন, এখানে পাশে জলের জন্য খাল রয়েছে৷ ১০ কিমির মধ্যে শিলাবতী ও কংসাবতী নদী রয়েছে, হাইওয়ে হচ্ছে, বিদ্যুতের সংযোগ শুরু হচ্ছে৷ সব মিলিয়ে শিল্পের উপযুক্ত জমি এটি৷ সেটাকেই শিল্পের জন্য তৈরি করা হচ্ছে৷

Mamata Banerjee chronicles her Singur andolan in a book

The historic Singur Andolan will now be chronicled in a book which has been written by none other than Mamata Banerjee, who had been at the helm of the mass movement. The movement had lent a voice to millions of the farmers and working-class people who have been fighting for their rights.

At the Singur Diwas rally, Mamata Banerjee said that she has already started penning a book on Singur.

It was the Singur Land Movement that started a nationwide debate on the draconian 1894 land acquisition act and finally forced the Centre to draft a new legislation.

The new book, which is expected to be released at the Kolkata International Book Fair 2017, will feature the leader’s experiences and thoughts relating to the Singur Movement.

Mamata Banerjee has so far authored 63 books, including ten in English, all of which have been bestsellers.

 

সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরের ১০ বছরের ঐতিহাসিক আন্দোলন এবার নথিভুক্ত হবে বইয়ের পাতায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ও শ্রমিদের অধিকার রক্ষার লড়াইয়ের বৃহত্তর আন্দোলন নিয়ে বই লিখবেন।

সিঙ্গুর দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ইতিমধ্যেই সিঙ্গুরের আন্দোলন নিয়ে তিনি একটি বই লিখছেন।

এটি সিঙ্গুরের সেই জমি আন্দোলন, ১৮৯৪ সালের ভূমি অধিগ্রহণ আইন যা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছিল এবং পরিশেষে কেন্দ্র একটি নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল।

২০১৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে নতুন বইটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তা সিঙ্গুর আন্দোলন নিয়েই রচিত হবে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬৩টি বই (এর মধ্যে ১০টি ইংরেজি) ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।

Farmers laud CM for bringing back their lands

Stating that people’s notion on present generation’s apathy in agriculture is a myth with youths realising that the state is awaiting a boom in the agriculture sector, farmers in Singur lauded the role of the Mamata Banerjee’s government in helping them get back their land within 14 days of the Supreme Court’s verdict.

Most of the farmers who received the compensation cheques and deed of land from Mamata Banerjee on the dais of Singur Diwas on Wednesday shared the same view saying that at present, the state government is taking several steps to help farmers augment their produce and at the same time stringent steps were taken to ensure maximum profit for farmers. The state government is opening up new avenues in the agriculture sector by introducing need based farming and setting up of more agro-based industries.

“There is no question of using the land that we have got back today (Wednesday) for any other purpose apart from cultivating crops. Earlier there used to be three to four crops a year on the plot that was acquired by the erstwhile Left Front government for setting up of Tata’s Nano project. It may take some time, but we are confident that the land will get back its characteristics,” said Alochaya Manna, who received the compensation and deed of land for her plot.

Manna said that her son, who was the lone earner of the family, had struggled a lot for the past few years in earning livelihood. He had to move from one place to another in search for a job. “So we are eagerly waiting for the day from when my son can start farming on our land for which we had been fighting for a decade,” she said.

A 30-year-old farmer Prosenjit Das, who also received deed of land on Wednesday, said that his father had 4 bigha land that was forcefully taken away by the erstwhile Left Front government.

“Today (Wednesday) I am getting it back. There can be nothing better than getting back the plot as it will help us earn our livelihood and at the same time we can go for tie-ups with agro-based industries,” he said that the Supreme Court’s verdict in favour of farmers is not only the victory of the people of Singur but it has also paved a way for better days for farmers in the entire nation.

 

জমি ফেরত পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সিঙ্গুরের কৃষকরা

বেশির ভাগ কৃষক যারা ঐতিহাসিক সিঙ্গুর দিবসে তাদের ক্ষতিপূরণের চেক ও জমির পরচা ফিরে পেলেন এ কথা মুক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছেন যে রাজ্য সরকার কৃষকদের সাহায্যার্থে অনেক পদক্ষেপ নিয়েছেন। রাজ্য সরকার।

কৃষিজীবী আলোছায়া মান্না বলেন, “এরপর আর কোনো বাধা রইলো না এই ফেরত পাওয়া জমিতে কৃষিকাজ করতে। আগে এই জমিতে বছরে তিন চার বার ফসল ফলত। আমরা আশাবাদী একটু সময় লাগলেও এই জমি আবার উর্বর হবে।”

জমির পরচা ফেরত পাওয়ার পর আরেক কৃষক প্রসেনজিত দাস বলেন তার বাবার চার বিঘা জমি ছিল যা আগের বামফ্রন্ট সরকার জোর করে কেড়ে নেয়।

“এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা আবার চাষবাস শুরু করতে পারি ও কৃষি-কেন্দ্রিক শিল্প গুলোর সঙ্গে চুক্তি করতে পারি,” তিনি বলেন।

 

We have 1,000 acres of land in Goaltore for industry: Bengal CM

Stating that industry and agriculture can coexist, Bengal Chief Minister Mamata Banerjee today said that the State has 1000 acres of land in Goaltore ready and any investor – whether it is Tata or BMW – is welcome to set up an automobile manufacturing unit there.

She was speaking at Singur Diwas rally. The Chief Minister said had procedures been followed and land not been taken forcibly, Tatas could have set up industry in Bengal.

“We have a land bank and a land use police. We can give 1,000 acres in Goaltore in West Midnapore. We also have land in Panagarh and Howrah. Our message is clear. We want more IT and manufacturing industries in Bengal,” she added.

Mamata Banerjee made it clear that she was not against industry and mentioned that Bengal has been organising Bengal Global Business Summit for the last few years.

 

সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বার্তা

শিল্প ও কৃষি একসঙ্গে সহাবস্থান করবে একথা জানিয়ে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য শিল্পের জন্য প্রস্তুত এবং কোনো বিনিয়োগকারী যদি ইচ্ছুক থাকেন তারা আস্তে পারেন। গোয়ালতোড়ে ১০০০ একর জমি আছে।  টাটা বা বিএমডব্লিউ যে কেউ সেখানে অটোমোবাইল উৎপাদন ইউনিট স্থাপন করতে পারেন।

এদিন সিঙ্গুর দিবসের সভামঞ্চ থেকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করছে সরকার। জোর করে জমি অধিগ্রহণের বিপক্ষে আমরা। টাটারা বাংলায় কারখানা স্থাপন করতে পারেন।

তিনি বলেন, “আমাদের ল্যান্ড ব্যাঙ্ক এবং ল্যান্ড পলিসি আছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ১০০০ একর জমি আমরা শিল্পের জন্য দিতে পারি। পানাগড় এবং হাওড়াতেও আমাদের জমি আছে। আমাদের বার্তা স্পষ্ট। আমরা বাংলায় আরো আইটি এবং উত্পাদন শিল্প চাই।”

গত কয়েক বছর ধরে সরকার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না এদিন সভা মঞ্চ থেকে এই স্পষ্ট বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee hands over land ‘parchas’, cheques to farmers in Singur

Mamata Banerjee on Wednesday handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur.

Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues.

“In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.

The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.

“We will provide Rs 10000 to all farmer families to aid them in farming,” she added.

A Customs Hiring Centre will be set up in Singur to help farmers get loans. A training and demonstration centre for farmers will also be set up here.

 

কথা রাখলেন দিদি, জমি ফেরত দিলেন সিঙ্গুরের কৃষকদের

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুধবার সিঙ্গুরের কৃষকদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন।

৯১১৭ জনকে জমির পরচা ও ৮০০ জনকে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সতীর্থরা।

“প্রথম দফায় ৯১১৭ টি পরচা তুলে দেয়া হবে। পুরো জমিটিকেই আগামী আট সপ্তাহের মধ্যে চাষযোগ্য করে ফেরত দেয়া হবে ” সিঙ্গুরে বললেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান সরকার চেক বাঁধ ও টিউবয়েল তৈরী করে দেবে সেচের জন্য। তিনি আরও বলেন যে জমি পরীক্ষার কাজ চলছে এবং সরকারের তরফে সার যোগান দেয়া হবে জমিকে চাষযোগ্য করে তোলার জন্য।

দিদি বলেন যে প্রতি কৃষক পরিবারকে ১০০০০ টাকা করে দেয়া হবে ও সহযোগিতা করা হবে।

তিনি সাথে সাথে ও বলেন যে সিঙ্গুরে একটি Customs Hiring কেন্দ্র স্থাপিত হবেও যেখান থেকে কৃষক রা প্রয়োজনীয় ঋণ পেতে পারবেন। এছাড়াও আরেকটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

Five things Mamata Banerjee said at Singur Diwas rally

Redeeming a pledge she made years back, Chief Minister Mamata Banerjee on Wednesday returned 9,117 land records to farmers and compensated 800 peasants from whom land had been taken against their will for the Tata Motors’ Nano project.

Amid chants and songs eulogising the state and the chief minister, thousands watched as Didi personally handed out the documents to many of the farmers who responded with warm smiles and touched her feet in gratitude at the Singur Diwas venue here at Sanapara.

It was the same spot of the Durgapur Expressway where Banerjee had held a 16-day sit-in protest in 2008. Intellectuals and activists were also present.

Here are five things Mamata Banerjee said at today’s mega rally:

Remembering the Singur Andolan

I am reminded of Hajar Churasir Maa – Mahashweta Devi on this joyous occasion. Had Mahashweta Devi been alive, she would have been very happy.

Singur andolan began in 2006 before Durga Puja. We still remember that midnight torture at BD office. Inhuman torture was carried out on women on 2 December, 2006. We were stopped our way here that day.

I was ready to sacrifice my life but I was determined to establish democracy. We thank Gopal Gandhi, who was the Governor in 2006, for mediating in the Singur case.

I salute the ‘unwilling’ farmers who stood up against the might of the govt back then. Historic struggles are never lost in time.

No forcible acquisition of land

This is a big victory. We have delivered on our promise of returning land. This is people’s victory. Soil is a big asset for humanity. This soil is purer than gold.

This land belonged to farmers. It will remain with them. If the villages are protected only then cities will survive. We will never deprive anyone of their rights. We are against forcible land acquisition. Bengal will become a model in the world. We believe actions speak louder than words. We will protect agriculture. We will build industry.

Facilities for farmers

There were 4 deep tube-wells which were demolished. We are setting up check dams and small tube wells for irrigation here. Bargadars are also getting compensation for land.

Soil testing is going on. All fertilisers for making this land fertile and cultivable will be provided. We will provide Rs 10000 to all farmer families to aid them in farming.

A Customs Hiring Centre will be set up in Singur to help farmers get loans. A training and demonstration centre for farmers will be set up here.

Survey and demarcation of 623 acres of land out of 997 acres is complete. We have set up Kisan Mandi, degree college, trauma centre in Singur.

Industry and Agriculture will coexist

There is no competition between industry and agriculture. Both will coexist. We want industry. We have been organising Bengal Global Business Summit for three years. We have a land bank and a land use policy. Had all procedures been followed Tata babus would have been able to set up industry.

Invitation to investors

We have 1000 acres of land in Goaltore. Whoever wants to set up automobile unit can approach us. We have land in Kharagpur, Panagarh. Our message is clear. We want more IT and manufacturing industries in Bengal.

কৃষি-শিল্প একে অপরের পরিপূরকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর দিবসের সভামঞ্চ থেকে তাঁর দেওয়া কথা রাখলেন। ৮০০ জন কৃষকের হাতে চেক ও  ৯১১৭ জনকে জমির পরচা ফেরত দেওয়া হল।

সিঙ্গুর দিবসের এই অনুষ্ঠানে সভামঞ্চ থেকে সকলের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্লোগান ও গানে গানে মুখরিত হয়ে রইল সভা মঞ্চ।

২০০৮ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ দিনের আন্দলন করেছিলেন সেখানেই তৈরি হয়েছিল সভামঞ্চটি। বুদ্ধিজীবীসহ সকল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আজকের এই বিশাল সভায় মুখ্যমন্ত্রী যে পাঁচটি বিষয় বলেছেনঃ

ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন স্মরণ

সিঙ্গুর, নেতাই ও নন্দীগ্রামের সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুর আন্দোলনের সময় আমরা মানুষের সমর্থন ও সহযোগিতা পেয়েছিলামআজকের এই আনন্দের দিনে আমি ‘হাজার চুরাশির মা’ মহাশ্বেতা দেবীকে স্মরণ করছি। উনি বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। ২০০৬ সালে দুর্গা পুজোর আগে শুরু হয়েছিল সিঙ্গুর আন্দোলন সেদিনের মাঝরাতে বি ডি ও অফিসের অত্যাচারের কথা আমি এখনও ভুলিনি। ২০০৬ সালের ২ সেপ্টেম্বর মহিলাদের ওপর মর্মান্তিক অত্যাচার করা হয়েছিল।

সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম।

২০০৬ সালে তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধিকে আমি ধন্যবাদ জানাই।

যেসব অনিচ্ছুক কৃষকরা সেদিন সরকারের কাজের প্রতিবাদ করেছিলেন তাদের আমি স্যালুট জানাই।

জোর করে জমি অধিগ্রহণ নয়

এটা মানুষের জয় আমরা যা কথা দিয়েছিলাম তা আমরা রেখেছি। এই জমি কৃষকদের, এটা তাদেরই থাকবে। গ্রাম বাঁচলে তবেই শহর রক্ষা পাবে আমরা কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। বাংলা একদিন সমগ্র বিশ্বের কাছে মডেলে পরিণত হবে। কথার চেয়ে কাজে আমরা বেশি বিশ্বাসী আমরা কৃষিকেও রক্ষা করব শিল্পও তৈরি করব।

কৃষকদের জন্য সুবিধা

সিঙ্গুরে সেচের জন্য চেক বাঁধ এবং ছোট নলকূপ স্থাপনকরা হবে। মাটি পরীক্ষার কাজ চলছে জমি চাষযোগ্য করার জন্য প্রয়োজনীয় সার ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। চাষ করার জন্য আমরা কৃষকদের ১০০০০ টাকা দেব। কৃষকরা যাতে ঋণ পেতে পারে সেজন্য একটি Customs Hiring Centre সিঙ্গুরে স্থাপন করা হবেবর্গাদাররাও জমির জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন৯৭৭ একর জমির মধ্যে ৬২৩ একর জমি সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সিঙ্গুরে কিষাণ মান্ডি, ডিগ্রী কলেজ, ট্রমা সেন্টার স্থাপন করেছিসিঙ্গুরে আমরা কৃষকদের জন্য একটি স্মারক তৈরি করব। 

কৃষি-শিল্প পরিপূরক

শিল্প ও কৃষির মধ্যে কোন প্রতিযোগিতা নয়। ওরা একে অপরের পরিপূরক। গত তিন বছর ধরে আমরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করছি।

আমাদের ল্যান্ড ব্যাংক ও ল্যান্ড পলিসি আছে। টাটা, বি এম ডবলু যে কেউ এখানে শিল্প করতে পারেন।

বিনিয়োগকারীদের আহ্বান

গোয়তোড়ে আমাদের ১০০০ একর জমি আছে যারা অটোমোবাইল কারখানা তৈরি করতে চান তারা আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসতে পারেন। খড়গপুর,পানাগড়েও  আমাদের জমি আছে আমাদের বার্তা স্পষ্ট আমরা বাংলায় আরো আইটি এবং উত্পাদন শিল্প চাই।