mati utsab

Krishi Melas to act as platforms for farmers to interact with govt officials

The Bengal Agriculture Department is going to set up a platform through which farmers can interact directly with government officials and convey the problems they are facing.

The department is going to organise Krishi Melas in every district from November 25 to December 25. At these fairs, among other things, officials will interact with farmers to know whether they are getting all sorts of benefits on time and whether they are facing any problems. In case a problem relates to any other department, it will be conveyed to the concerned department. Farmers can also give suggestions to the officials.

According to an official, it will be of great help for farmers as their problems will be solved within a short time span and they would not have to suffer due to lack of suggestions.

 

কৃষিমেলায় কৃষকদের সঙ্গে আলোচনার জন্য তৈরী হবে মঞ্চ

কৃষকের সঙ্গে আলোচনা করেই কৃষিকাজ এগিয়ে নিয়ে যেতে চায় কৃষি দপ্তর। সে কারণেই এবার ব্লকে ব্লকে কৃষিমেলায় কৃষকদের সঙ্গে আলোচনার জন্য মঞ্চ তৈরী হবে। যেখানে কৃষকরা তাঁদের মতামত দেবে। তাঁদের পরামর্শ, অভাব অভিযোগ, সমস্যা শুনেই সমাধানের পথ বের করবে কৃষিদপ্তর।

কৃষকদের প্রাধান্য দিয়েই কাজ করা হবে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ২৫ নভেম্বর থেকে ব্লকে ব্লকে কৃষিমেলা শুরু হবে। সেখানে কৃষকদের কাছ থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে। প্রতি মেলার জন্য খরচ হবে ২ লক্ষ ২০ হাজার টাকা। আমরা চাই, কৃষকদের মতামত নিয়েই বাংলার কৃষিক্ষেত্রে অগ্রগতি হোক। কৃষকদেরও উন্নতি চান মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত বছর এই মেলার জন্য খরচ ধরা হয়েছিল ১ লক্ষ ৮০ হাজার টাকা। এবার সেই বরাদ্দ বাড়ানো হয়েছে।

এবার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩২ লক্ষ ৯ হাজার কৃষক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১১৮১ কোটি ৩৯ লক্ষ টাকা ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে। সেই সঙ্গে বন্যায় দক্ষিণবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩১৪ কোটি এবং উত্তরবঙ্গের কৃষকদের জন্য ৬৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কৃষকদের সার, বীজ দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও গড়িমসি না হয়, তার জন্য নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী। কৃষকদের কৃষিকাজে যাতে ব্যাংকের তরফে সবরকম সাহায্য করা হয়, তার জন্য অনুরোধ করা হয়েছে।

Source: Millennium Post

 

 

Across Bengal, estimated loss due to floods across stands at Rs 14,000 Cr: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has said that the estimated loss due to the recent flood in 11 districts in Bengal stands at Rs 14,000 crore. The State Government has sent a report to that effect to the Centre, containing the estimated loss across the state.

According to an official at the state secretariat, Nabanna, over the last four years, the state has spent Rs 1,500 crore to give compensation and to fight the situation after any natural calamity. Unfortunately, despite the state administration writing to the Central Government several times, the Centre has not released any grant to support the State Government during times of such need.

With respect to the recent flood, the official said that while compensation packages were being announced for other states, not even a representative was sent to Bengal by the Centre to take stock of the situation.

However, the State Government had responded without any delay; it started providing all necessary support to the flood-affected farmers. The Chief Minister herself went to the heavily inundated areas across the state and took stock of the situation.

The official said that seeds worth around Rs 10 crore have already been distributed. Sowing of seeds in most of the flood-affected areas in south Bengal is complete and it is going on in North Bengal in full swing.

The official assured that despite the flood, there is nothing to panic with regard to the production of food crops. The target of rice cultivation of around 161 lakh tonne is most likely to be reached.

It may be mentioned that the flood in both north and south Bengal took place due to heavy rainfall from August 12 to 15 and from July 21 to 26. According to government sources, the flood in 11 districts had affected agriculture on around 10.67 lakh acres. Around three lakh houses were completely damaged, around 55,000 were heavily damaged and more than 52,000 were partly affected.

Source: Millennium Post

বন্যায় ক্ষতি ১৪ হাজার কোটি, কেন্দ্রকে চিঠি পাঠাল রাজ্য

রাজ্যে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মর্মে রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ’কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, চলতি বছরে প্রথমে দক্ষিণবঙ্গ এবং তারপরে উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে পড়ে। কৃষিক্ষেত্র ছাড়াও রাস্তা-ঘাট, ব্যক্তিগত সম্পত্তি সবই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়। যার মধ্যে কৃষিক্ষেত্রেই প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত ৪ বছরে রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, চলতি বছরে বন্যার কবলে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, অসম, বিহার পড়েছে। সেক্ষেত্রে কেন্দ্র ইতিমধ্যে গুজরাতকে ও বিহারকে ৫০০ কোটি টাকা এবং অসমকে দু’হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও বন্যার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল

 

Source: Bartaman, Aajkal

Bengal Govt introduces ‘Matir Katha’ app for farmers

The Bengal Government has introduced the ‘Matir Katha – Krishoker Katha’ app for the benefit of the State’s farmers. Through this app, all important farming-related information would be available at the tips of farmers’ fingers, literally. The app is available through Google Play Store.

Information relating to crop problems, natural calamities, government schemes, farmers’ registration with the Department of Agriculture and contact details of block Agriculture Department offices are available in the app.

The app also contains the toll-free number where farmers can call and talk to experts, and register their complaints as well. The number is 18001031100.

The app contains the link to the website of Matir Katha.

 

CLICK HERE TO DOWNLOAD THE APP

 

 

এবার কৃষকদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন “মাটির কথা” আনল রাজ্য সরকার

কৃষকদের সহায়তায় “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করল রাজ্য সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পাবেন। গুগল প্লেস্টোরে Matir Katha লিখে খুঁজলেই পাওয়া যাবে কৃষকদের সহায়তাকারী এই মোবাইল অ্যাপ্লিকেশন।

দেখে নেওয়া যাক কি কি ধরনের সহায়তা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনটি থেকে। এখানে পাওয়া যাবে চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর, প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট, সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণে। কৃষি দপ্তরে যোগাযোগও করা যাবে এই অ্যাপলিকেশন থেকে, সরকারি নানান প্রকল্পের বিবরণ মিলবে এখানে, আর সব কিছুতেই পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতামত।

এছাড়াও কৃষকদের সহায়তার জন্য খোলা হয়েছে টোল ফ্রি ফোন নম্বরও। মাটির কথা’তে সরাসরি যোগাযোগ করতে সোমবার থেকে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারবেন ১৮০০ ১০৩ ১১০০ নম্বরে।

এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইটেও তাঁরা যেতে পারেন।

 

এই লিঙ্ক-এ গিয়ে এপ ডাউনলোড করুন

 

Bengal Govt to pay compensation worth Rs 205 cr to farmers

The Bengal Government will be giving compensation totalling Rs 205 crore to farmers who have incurred heavy losses due to heavy rainfall and hailstorms before the monsoon set in this year. Crops in as many as 11 districts in the State were damaged due to hailstorm this year. Bardhaman remains the worst affected, with farmers there suffering significant losses.

The Government decided to compensate the farmers after carrying out a proper assessment. As per the existing norms, farmers who have suffered 33 per cent or more loss of their total crop are eligible for compensation.

The State Agriculture Department carried out the assessment of losses due to unpredictable rain in the Bengali months of Baisakh (mid-April to mid-May) and Jaistha (mid-May to mid-June). The assessment revealed that in these two months, farmers in 11 districts had incurred a total loss of Rs 205 crore.

Ever since the Trinamool Government took over six years ago, the State has distributed agricultural input subsidy worth Rs 1336.43 crore among 32.83 lakh farmers for crop damage due to natural calamities like hailstorms, unseasonal heavy rain, flooding, drought and other unforeseen situations from the State Disaster Response Fund (SDRF).

Bengal is the first state in the country to have waived land tax for farmers. It was announced by Chief Minister Mamata Banerjee after the Centre’s sudden decision to demonetise high value notes.

 

কৃষকদের ২০৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন রাজ্য সরকার

ব্যাপক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারনে যেসকল চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোট ক্ষতিপূরণের পরিমাণ ২০৫ কোটি টাকা। প্রাক-বর্ষার কারনে ১১টি জেলায় শস্য নষ্ট হয়েছে। সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্ধমান জেলার চাষিরা।

সঠিক মূল্যায়ন করার পরেই এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এখনকার নিয়ম অনুযায়ী, যে চাষিদের ৩৩ শতাংশ বা তার বেশী শস্য নষ্ট হয়েছে, তারা ক্ষতিপূরণ পাবেন।

রাজ্য কৃষি দপ্তরের মূল্যায়ন অনুযায়ী ১১টি জেলায় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ ২০৫ কোটি টাকা।

তৃণমূল ক্ষমতায় আসার পর গত ছয় বছরে রাজ্য সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছে মোট ১৩৩৬.৪৩ কোটি টাকা। এই ভর্তুকি পেয়েছেন ৩২.৮৩ লক্ষ চাষি।

রাজ্যগুলির মধ্যে বাংলাই প্রথম কৃষকদের জমির খাজনা মুকুব করেছে। কেন্দ্রীয় সরকারের হঠকারী ও অমানবিক নোট বাতিলের সিদ্ধান্তের পর এই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Bengal Govt to provide space to set up banks in rural areas

The Bengal government will help by providing basic infrastructure like space to set up banks in villages where they are yet to be established, the state Finance Minister Dr Amit Mitra has said.

Dr Mitra held a meeting with the top brass of all banks and chambers of commerce at Nabanna on Monday. Senior officials of the state government were also present at the meeting in which district magistrates gave their views on the matter through a video conference. Chief Minister Mamata Banerjee had expressed her concerns over the issue of villages in Bengal without banks while presiding over an administrative review meeting in Howrah on Friday. She had also expressed her wish to be present at the Finance minister’s meeting but couldn’t as she had to leave for Delhi before it was conducted.

Dr Mitra said that it was decided in the meeting that the state government will be providing basic infrastructure to set up banks. The government will provide space of around 300 to 400 square feet in panchayats and other office buildings where branches of nationalised banks could be set up. The first issue that came up at the meeting was that there are around 706 gram panchayats and 359 villages with a population exceeding 5,000 that do not have any bank.

The district magistrates have been asked to file a report stating the availability of space in such villages that can be given to banks to set up their branches. A detailed report on this issue has to be submitted within the next 15 days. The Chief Minister had recently also expressed concerns that farmers were not getting loans despite having Kisan Credit Cards (KCC). Both the issues came up during the meeting held at the state Secretariat on Monday. A decision has been taken to take the necessary steps to ensure that loans are sanctioned to KCC card holders.

At present, farmers having KCC are entitled to loans of Rs 37,091 and a new target has been set to give them a loan of Rs 50,000. Each of the SHGs gets loans of Rs 1.48 lakh. In 2016-17, a target was set to give a loan of Rs 3,263 crore to SHGs but Rs 3,417 crore was instead given as loan to the SHGs. In Monday’s meeting, issues like the Artisan Credit Card and the setting up of more micro ATMs and ATMs in rural areas have also been discussed.

 

রাজ্যের সব গ্রামে ব্যাঙ্ক তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যের সমস্ত গ্রামেই এবার ব্যাঙ্ক গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার।  সোমবার এই মর্মে অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,গ্রামাঞ্চলে ব্যাঙ্ক গড়ে তুলতে রাজ্য সরকার ৩০০ থেকে ৪০০ স্কোয়ার ফুট করে জায়গা দেবে। সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা করতে।

রাজ্যের যে ৭০৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও কোনও ব্যাঙ্ক নেই ,সেখানে ব্যাঙ্ক গড়ে তুলতে গেলে কি ধরণের পরিকাঠামোর প্রয়োজন তারই বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের। এছাড়া ও আর ও যে ৩৫৯ টি গ্রাম চিহ্নিত হয়েছে ,যেখানে জনসংখ্যা ৫ হাজারের বেশি ও আশপাশের ৫ কিলোমিটাররে মধ্যে কোনও ব্যাঙ্ক নেই সেই সমস্ত জায়গার রিপোর্ট আগামী ১০দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের।

গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকার সমস্যা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রামের সাধারণ মানুষের এই বাস্তব সমস্যার কথা তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের কাছে। গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকায় জন্য গ্রামের কৃষকদের কৃষাণ ক্রেডিট  কার্ডে ঋণ পেতে বা স্বনির্ভর গোষ্ঠীগুলো ব্যাঙ্ক ঋনের টাকা পেতে প্রতিনিয়তই সমস্যার মধ্যে পড়তে হয়।

এমনকি ক্ষুদ্র ও কুঠির শিল্পে সরকারি ঋনের টাকা পাওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সোমবারই অর্থমন্ত্রী অমিত মিত্র সমস্ত বণিকসভার প্রতিনিধি ,একাধিক ব্যাঙ্কের প্রতিনিধি ও রাজ্যের সমস্ত দফতরের সচিব ও প্রধান সচিবদের নিয়ে বৈঠক করেন নবান্নে। এদিন বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল করা হয়েছিল।

রাজ্যে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বতেও কিষান ক্রেডিট কার্ড ,স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋন প্রদান বা ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যের সাফল্য চোখে পড়ার মতো।

 

 

Mriganka Mahato makes a Zero Hour Mention on the need for cold storages to help farmers

FULL TRANSCRIPT

Thank you Madam.

Farmers of different parts of the country, particularly in my constituency Purulia, which is one of the remote districts of south Bengal, are facing severe problems regarding conservation of their vegetables and fruits due to the shortage of cold storages.

So my request to the Central government is to take immediate measures in this regard and take action so that in every district at least five cold storages will built to save the farmers and their vegetables and fruits, which have been destroyed due to non-availability of conservation.

 

Singur produces a golden harvest after a decade

Bengal Chief Minister Mamata Banerjee has always maintained that there is no competition between agriculture and industry. They complement each other.  Bengal is a perfect example where agriculture and industry exist side by side.

The farmers of Singur got back their land after 10 years with the help of the Trinamool Government. The soil has been made cultivable through modernized technologies and proper irrigation system. The farmers have received around Rs 10,000 as grants from the Government. The Government has also supported the farmers in order to receive agricultural loans.

Today, Singur is smiling. After the historic verdict of the Supreme Court, the farmers of Singur have been given back their land pattas, which were once taken away forcibly from them by the erstwhile Left Front Government. They have once again produced rich harvest on the same land.

Those who grew up on the soils of Singur, are once again free. With the support of DIdi, they have got back their own land, the soil that was harvested by their fathers and forefathers. They know the language of that soil, its texture,, its smell and its feel. And that have made them to produce a golden harvest, even after a decade.

 

সিঙ্গুর ফিরে এল শস্যের ভাণ্ডারে

রাজ্যের কৃষি এবং শিল্পায়নে অগ্রগতি নিয়ে বরাবর এক স্বচ্ছ ভাবমূর্তি দেশের কাছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যয়াপাধ্যায়।

‘কৃষি-শিল্প ‘ কারও সংগে কারও প্রতিযোগিতা নেই। ওরা একে অপরের পরিপূরক। নতুন বাংলায় তাই কৃষি ও শিল্পের সহাবস্থান যথেষ্টই তুলনাস্বরুপ।

১০ বছর পর রাজ্য সরকারের উদ্যোগে সিঙ্গুরের কৃষকেরা তাদের নিজ নিজ জমি ফেরত পেয়েছেন। এবং যথেষ্ট আধুনিক উপায়ে জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে সেচের জন্য তারা চেক বাধ এবং ছোট নলকূপ ও বসিয়েছেন। এবং রাজ্য সরকারের কাছ থেকে কৃষকগোষ্ঠী অনুদান মাফিক ১০ হাজার করে টাকাও পেয়েছেন। কৃষকরা যাতে ঋন পায় তারও ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আজ সিঙ্গুুর হাসছে। সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরে বুদ্ধবাবুর পুলিশ দিয়ে গায়ের জোরে কেড়ে নেওয়া জমি ফের পাট্টা ও দলিল সমেত ফেরত পেয়ে সেই জমিতে আবার সোনার ফসল ফলিয়েছেন সিঙুরের কৃষক।

মাটির স্পর্শে বেঁচে থাকা মানুষগুলি আজ স্বাধীন। মমতাময়ী দিদির প্রচেষ্টায় ফিরে পেয়েছেন বংশ পরম্পরায় মাটির সংগে তাদের সম্পর্ক।ওরা মাটির ভাষা বোঝে, মাটির গন্ধ খোঁজে, তাই তাঁরা এই স্বাধীন চেতা মন নিয়ে তাদের ফিরে পাওয়া জমিতে নতুন করে সোনার ফসল ফলিয়েছেন।

Development of farmers has been our focus since 2011: Mamata Banerjee on Krishak Dibas

On the 10th anniversary of the Nandigram Dibas, the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee felicitated 77 farmers from all the districts of the State with ‘Krishak Ratna’ awards at Nazrul Mancha, Kolkata.

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee observes 14 March – the day when police had opened fire on protesting farmers in Nandigram – as Krishak Dibas.

Speaking on the occasion, the CM said: Farmers are our pride. We are honouring farmers in every block today. The nation cannot run without farmers. The country stands on rural economy.”

She added that the government had set up Mati Tirtha and started the Mati Utsav, which was later picked up by the United Nations. She said that her government had fulfilled the promise by returning land in Singur to farmers.

 

Here are some achievements in agriculture and allied sectors:

  • Bengal has been receiving Krishi Karman award every years since 2011
  • Paddy production has increased in the State in the last 5 years to 1.78 lakh metric tonnes
  • 70 lakh Kisan Credit Cards have been distributed in the last five years
  • 166 Kisan Bazaars have been set up, 20 more are in the process
  • Bengal Govt is developing SPOs with farmers to enable them to be self-sufficient
  • MSP of paddy was Rs 1036 when we came to power. We have increased it to Rs 1436
  • The State Govt is conducting soil tests. 20 lakh farmers have received soil health cards
  • Government pays the premium for crop insurance
  • Bengal Govt has launched ‘Matir Kotha’ to answer queries of farmers regarding agriculture
  • Bengal Govt has overshot our target of creating ponds under ‘Jal Dharo Jal Bharo scheme’
  • Bengal Govt is focussing on pisciculture to increase production in the State
  • Bengal Govt has started onion cultivation in Bankura. Areas of chilli cultivation has also expanded
  • Bengal Govt will procure 28,000 metric tonnes of potato for mid-day meal scheme and Anganwadis
  • Bengal Govt will give subsidies for export of potatoes
  • Bengal Govt have started Swami Vivekananda Scholarship for meritorious students

 

২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে নিরীহ কৃষকদের ওপর গুলিচালনার দশম বর্ষপূর্তি উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মাটি, মানুষ সরকার ‘কৃষক দিবস’ হিসেবে উদযাপিত করে। আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষক রত্ন পুরস্কার বিতরণ করেন।

জমি রক্ষার লড়াইয়ে এবং অমর শহীদ স্মরণে ‘কৃষক দিবস’ পালন করা হচ্ছে রাজ্যস্তরে। কৃষি, উদ্যান পালন, প্রাণী পালন এবং মৎস্য চাষ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হল এই ‘কৃষক রত্ন’ পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • যারা আজ সম্মানিত হলেন তাদের ও তাদের পরিবারকে আমার অনেক শুভেচ্ছা
  • আজ এই ৭৭ জন কৃষককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত
  • ২০০৭ সালে নন্দীগ্রামে ১৪ জন কৃষক পুলিসের গুলিতে প্রাণ হারান। ২০১৩ সাল থেকে এই দিনটি আমরা ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছি
  • ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় আমি ২৬ দিন অনশন করেছিলাম
  • ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম
  • কৃষকরাই আমাদের গর্ব। আমরা আজ প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সম্মানিত করছি
  • কৃষকদের ছাড়া দেশ চলতে পারে না। দেশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল
  • আমরা মাটি তীর্থ তৈরি করেছি, মাটি উৎসব শুরু করেছি। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ একে স্বীকৃতি দিয়েছে
  • ২০১১ সাল থেকে প্রতি বছর কৃষি কর্মন পুরস্কার পাচ্ছে বাংলা
  • সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নেতাই এমনকি নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের আমার প্রণাম
  • আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের কথার দাম আছে
  • ২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য
  • গত ৫ বছরে রাজ্যের ধানের উৎপাদন বেড়ে হয়েছে ১.৭৮ লক্ষ মেট্রিক টন
  • গত ৫ বছরে ৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে
  • ১৬৬টি কৃষক বাজার তৈরী হয়েছে, আরও ২০টি তৈরীর কাজ চলছে
  • কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য SPO চালু করা হয়েছে
  • আমরা ক্ষমতায় আসার সময় ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১০৩৬ টাকা। আমরা এটা বাড়িয়ে করেছি ১৪৩৬ টাকা
  • আমরা মাটি পরীক্ষা করছি। ২০ লক্ষ কৃষক soil health card পেয়েছে
  • ফসল বীমা চালু করেছে বাংলার সরকার
  • কৃষকদের কৃষি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ‘মাটির কথা’ চালু করেছি
  • ‘জল ধর জল ভরো’ প্রকল্পের টার্গেট ছিল ৫০,০০০০। আমরা ১,৫০,০০০ পুকুর কেটেছি
  • রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা মাছ চাষের ওপর নজর দিচ্ছি
  • বাঁকুড়ায় পেঁয়াজ চাষ চালু করেছি। এখন আরও অনেক জায়গায় লঙ্কা চাষ হচ্ছে
  • জঙ্গলমহলের শুষ্ক এলাকায় আমরা চেক ড্যাম তৈরী করেছি, সেই এলাকা চাষের উপযোগী করে তোলা হয়েছে
  • বাম সরকারের ঋণের বোঝা আমরা বহন করছি, রাজস্বের পুরোটাই ঋণ মেটাতে চলে যাচ্ছে
  • মিড ডে মিল ও অঙ্গনওয়ারীর জন্য আমরা ২৮ হাজার মেট্রিক টন আলু কৃষকের কাছ থেকে কিনে নেব
  • আলু রপ্তানিতে আমরা ভর্তুকি দেব
  • মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছি আমরা
  • বাংলায় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। বিনামুল্যে শিশুদের হার্ট অপারেশন করা হয়
  • আমরা SNCUs, SNSUs, মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি
  • চিকি९সা একটি সামাজিক সেবা। চিকি९সার নামে রোগীদের লুঠ করা চলবে না
  • বিভিন্ন প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত এটা বাধ্যতামূলক করা উচিত নয়
  • কৃষক দিবসে আমাদের অঙ্গীকার বাংলাই হবে বিশ্বসেরা

Nandigram Dibas: 10th anniversary of the massacre during CPI(M) rule

Today is Nandigram Dibas. We remember the martyrs who fell to the bullets of police and cadres, under the instructions of CPI(M) on this day, ten years ago.

In January 2007, farmers in Nandigram erupted in protest against a proposed special economic zone (SEZ).

On March 14, the then Chief Minister Buddhadeb Bhattacharya sent 2,500 policemen to ‘recapture’ Nandigram, but unofficially, they were accompanied by CPI(M) cadres.

Officially, 14 farmers died in the firing, but over 100 were declared “missing”. A similar attempt in November by the cadres finally ‘recaptured’ Nandigram. Buddhadeb Bhattacharya showed no remorse as he said, “They (farmers and Trinamool activists) have been paid back in their own coin.”

In its final report, the People’s Tribunal on Nandigram had called the violence of March 14, 2007 a “pre-planned, state-sponsored massacre” carried out “to teach a lesson” to people opposing the SEZ project on their land.

The Tribunal report, handed over to Gopal Krishna Gandhi, Governor of West Bengal on August 8, also called for the re-arrest of the ten CPI(M) cadres taken into custody earlier by the CBI but let off on bail due to the deliberate laxity of the West Bengal State police in filing charges against them within the statutory period.

 

ফিরে দেখা নন্দীগ্রাম

২০০৭ সালের ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

শুধুমাত্র একটি টিভি চ্যানেলই সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ও মারপিটের লাইভ কভারেজ করেছিল। ঠিক দুদিন পরে অর্থাৎ ১৬ই মার্চ হাজারের উপর গ্রামবাসী সারা গ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আবার একত্রিত হয়েছিল। সেইসময় প্রিন্ট মিডিয়া ও অন্যান্য টিভি চ্যানেলগুলি গ্রামে ঢুকে গ্রামবাসীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ নিচ্ছিলো। কিছু তথ্যচিত্র পরিচালক ও সেইদিনের ঘটনাগুলি রেকর্ড করছিল। পরে অনেক সমাজসেবী সংস্থা সেইদিনকার ঘটনার প্রতিবাদ করেছে ,তারা গ্রামে ঘুরে আহত গ্রামবাসীদের আর্থিক সাহায্যও দিয়েছে।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নন্দীগ্রামের সেই নারকীয় গুলিচালনার ঘটনার পর আজ দশটি বছর কেটে গিয়েছে। নন্দীগ্রামের অমর শহীদদের আমরা ভুলিনি, ভুলবো না।

Full-fledged cultivation of Singur land by February end

Cultivation of crops on the entire 997 acre of land in Singur will start in full swing by the end of February.

The state government had returned the plots in cultivable condition to farmers in Singur following the Supreme Court’s verdict. The Apex Court had directed the state government to return the land within 12 weeks. The Mamata Banerjee government had completed the task much ahead of the deadline.

Mamata Banerjee government took elaborate schemes to ensure cultivation of crops on the acre of the land that had almost turned barren with construction of sheds and other facilities of the automobile factory. A total of 56 submersible pumps were installed and irrigation facility has also been restored. There was already full-fledged cultivation of mustard, potato and pulses on 500 acre of land and the growth of the crops in record time has removed doubts from the mind of the farmers who were brainwashed by some people with vested interest that cultivation would be next to impossible on the “barren land”. Sowing of paddy seeds has also started on the land.

Now, by the end of February, the remaining work to help farmers for a better cultivation would get completed.

 

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে হল উচ্চপর্যায়ের বৈঠক

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হল রবিবার। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান কৃষি উপদেষ্টা, পিডব্লুডি–র প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য কৃষি দপ্তরের সহকারী আধিকারিক, জেলাশাসক, পুলিস সুপার, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না প্রমুখ। কাজের অগ্রগতি ছাড়াও কোথায় খামতি রয়েছে, কীভাবে তা কাটিয়ে ওঠা যায় তা নিয়েই হয় এদিনের বৈঠক।

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, ‘‌রবিশস্য চাষ শুরু হয়েছে। ৫০০ একরের বেশি জমিতে চাষ হচ্ছে। চাষের জমি আরও বাড়ানোর কাজ চলছে। আগামী সপ্তাহে আলু তোলা হবে। সেই সময় আমি উপস্থিত থাকব।’‌

সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততার সঙ্গে যাতে সিঙ্গুরের জমিতে উৎকর্ষ মানের চাষ সম্ভব হয়, সে–ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০০ একরের বেশি জমিতে চাষ শুরু হয়েছে। ৫৬টি অগভীর নলকূপ বসানোর কাজও শেষ। একই সঙ্গে সেই নলকূপগুলি চাষের কাজে ব্যবহার শুরু হয়েছে। ধাপে ধাপে বাকি জমিতেও চাষ শুরু হবে।