Krishak Bandhu has helped more than 66 lakh farmers

The Krishak Bandhu Scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, has provided financial benefits to over 66 lakh farmers across Bangla since its inception. State Finance Minister, Dr Amit Mitra shared this data at the inauguration of ‘Samabay Mela’ at Netaji Indoor Stadium on December 28.

The scheme has been so successful, he said, that many other States have expressed interest in replicating the scheme. Bangla is the only State to have such a comprehensive scheme for farmers.

The State Government has distributed Rs 1,031 crore among 66.2 lakh farmers since the scheme’s inception in 2018 – Rs 601 crore among 38.77 lakh farmers and share-croppers in financial year (FY) 2018-19 and Rs 430 crore among 27.43 lakh in FY 2019-20, with the latter number to increase over the last three months of the financial year.

Krishak Bandhu is a scheme meant to financially empower farmers by giving them a fixed amount per year based on their amount of landholding (a maximum of Rs 5,000 per annum – rabi and kharif season – for one acre or more, and a minimum Rs 2,000 per annum) and also to give a farmer’s family monetary aid (lump sum Rs 2 lakh) in the case of the farmer’s death within the ages of 18 to 60, both due to natural causes or unnatural causes.

Source: Millennium Post

 

Singur Dibas: Celebrating the victory of farmers

September 14 is celebrated as Singur Dibas in Bangla. On this day in 2016, Mamata Banerjee had handed over land deeds (parcha) and compensation cheques to farmers in Singur.

The reason for the celebrations was the passing of the historic verdict by the Supreme Court on the preceding August 31, when it declared that the land acquired in Singur by the erstwhile Left Front Government was illegal and unconstitutional.

Around 9,117 land deeds were handed over in 2016. About 800 compensation cheques were handed over by the Chief Minister and her Cabinet colleagues to those farmers who had to unwillingly part with their land.

Check dams have been constructed and tube-wells set up for irrigation in Singur. Soil testing was done and fertilisers for making the land fertile and cultivable made available for the farmers.

 

No farmers suicides have happened in Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee proudly claimed in the Assembly that under the rule of Trinamool Congress there have been no farmer suicides in Bengal (due to crop-related reasons), when, unfortunately, there have been over 12,000 suicides by farmers all over the rest of India.

This stark contrast is the result of the developmental projects being implemented, many of which are conceptions of the Chief Minister. A significant impact of these policies has been the increase by 3.2 times of the average annual income of farmers.

She went on to say that the Centre talks big on farmers’ insurance to cover crop losses due to natural disasters: the reality is that the State pays 60 per cent of the amount while the Centre pays only 40 per cent. A related point she raised: if the State pays the majority portion, why should the picture of the Prime Minister be there on the form?

Mamata Banerjee also said during her reply that the Bengal Government has given complete compensation of losses to 30 lakh farmers. The Government has set up cold storages and Krishak Bazars across the state, the latter helping in selling as well as storing of a farmer’s goods.

The Government has also removed the mutation fee for farmlands, and this should be model to be followed by the rest of the country, she said, to give some relief to the so many affected farmers.

Source: Sangbad Pratidin

 

Bengal Fisheries Dev Corp sets examples for other States

The Bengal Government’s State Fisheries Development Corporation (SFDC) has created a big impression at the recently-held two-day seminar-cum-fish festival organised by National Fisheries Development Board in Visakhapatnam.

The programme featured technical sessions, an exhibition, a fish festival and a cultural show.

According to the managing director of SFDC, the invitation itself was proof that the fish heritage of Bengal has attracted the attention of the whole country.

The managing director said that delegates were very impressed with the pond-based saline water fish culture that the SFDC has innovated. The fish cultivations are taking place in ponds on Henry’s Island.

At the exhibition, raw as well as cooked fish from the State were exhibited, and they proved very popular among the delegates. SFDC had taken chefs with them who rustled up the famous traditional fish dishes of Bengal.

This was a big step in making the well-known fishes and fish dishes as well as fish technologies of the State famous at a national level.

Over the years, under the patronage of Chief Minister Mamata Banerjee, the fisheries sector in Bengal has taken long strides to become one of the best in the country, at par or even better than the traditionally strong States in the south.

SFDC has also been invited to a meet on July 10 on the occasion of National Fish Farmers’ Day where officials from fish development bodies of various States, scientists, entrepreneurs and about 500 fish farmers from across the country would be present.

Source: The Statesman, Aajkaal

Image source

Bengal Govt to provide year-round training to farmers

The State Agriculture Department has initiated steps to ensure round-the-year training programmes for farmers at Mati Tirtha, located in the district of Purba Bardhaman.

The requirement for year-round training was felt to ensure that farmers keep getting regular updates on agricultural activities, including on the latest techniques, and are able to implement the same.

A team of senior officials from the Agriculture Department had visited Mati Tirtha on June 13 and prepared a detailed report on the sort of infrastructure required for round-the-year training of farmers.

Mati Tirtha is the permanent venue of Mati Utsav that takes place in January every year where, among other activities, Chief Minister Mamata Banerjee felicitates successful farmers from different parts of the State.

Source: Millennium Post

Bengal Govt setting up cooperatives to help farmers process spices, herbs

The State Micro, Small and Medium Enterprises (MSME) Department has started a major project in the Hills region of setting up cooperatives, comprising local farmers, for processing and packaging locally-grown herbs and spices.

The Department has been working for the past six months to rope in local farmers for the cooperatives. They mainly grow cardamom, basil (tulsi), turmeric and ginger.

The farmers will be provided with necessary machines and gadgets for processing and packaging herbs and spices. The products will be sold by the cooperatives themselves, so that the profits go back to them.

This venture will be one of the highlights of the Hill Business Summit to be held on March 13 and 14, which will be inaugurated by Chief Minister Mamata Banerjee. Top entrepreneurs are going to attend the summit.

The summit is expected to give a major boost to the economy of the region. It is for the first time that the people of the Hills will be exposed to such a big platform that is intended to showcase the potential of the region. Highlighting the forming of industrial cooperatives for the farmers in the Hills will help them get business.

According to a senior official of the MSME Department, there are a lot of forest and agro-based resources in the Hills. The project was taken after a market study revealed that there is a great demand for products like large cardamom, ginger, turmeric and basil.

Citing an example, the official said there is a huge demand for basil extract (‘tulsi arak’ in Bengali and ‘tulsi ark’ in Hindi), as it has high medicinal value. Suppose there are 100 families involved in growing basil plants in the Hills. They will be brought under the cooperatives and will be provided with machinery for processing and packaging the same, he said.

At the same time, dairy products of Kalimpong, the famous orchids grown in the region, local dresses and handicraft goods will also be highlighted at the business summit.

 

পাহাড়ের ঔষুধি গাছড়া ও মশলার বিপণনের উদ্যোগ রাজ্যের

রাজ্যের পাহাড়াঞ্চলে উৎপন্ন মশলা ও ঔষুধি গাছড়ার প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং করার জন্য স্থানীয় কৃষকদের নিয়ে সমবায় তৈরী করার সিদ্ধান্ত নিল ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তর।

এই সমবায় গঠনের জন্য সমস্ত কৃষককে একত্রিত করার কাজ গত ছয় মাস ধরে করছে দপ্তর। এরা মূলত তুলসী, হলুদ, আদা, ছোট এলাচ চাষ করে। কৃষকদের প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং-এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া হবে। এই সমবায় প্যাকেজিং করা দ্রব্য নিজেরাই বিক্রী করবে।

আজ থেকে অনুষ্ঠিত হতে চলা দুদিন ব্যাপী হিল বিজনেস সামিটের এক অন্যতম আকর্ষণ হতে চলেছে এই নয়া উদ্যোগ। এই সামিটের উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামী উদ্যোগপতিরা এখানে অংশ নেবেন।

এই সামিটের মাধ্যমে প্রথমবার পাহাড়ে বাণিজ্যতে জোর দেওয়া হবে। তাই, এই অঞ্চলের উৎপাদিত দ্রব্য বিপণনের জন্য তৈরী করা বাণিজ্যিক সমবায় গঠন নিশ্চয় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দপ্তরের এক আধিকারিকের মতে, পাহাড়ে অনেক কৃষিজ ও বনজ সম্পদের ভাণ্ডার আছে। সমীক্ষা করে দেখা গেছে বড় এলাচ, আদা, হলুদ ও তুলসীর ব্যাপক সম্পদ রয়েছে। সেগুলির বিচক্ষণ ব্যবহারের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি কালিম্পং-এর দুগ্ধজাত দ্রব্য, এই অঞ্চলের জনপ্রিয় ললিপপ, অর্কিড, স্থানীয় পোশাক, হস্তশিল্পকেও এই সামিটে তুলে ধরা হবে।

Source: Millennium Post

Trinamool Govt has done a lot for small and medium businesses, and farmers: Dr Amit Mitra

Finance Minister Dr Amit Mitra, while replying to a debate in the State Assembly, said that the Trinamool Congress Government has done a lot to help small and medium businesses, and farmers, among others, and elaborated on the statement.

He said that the government has done away with the requirement for businesses with an annual turnover of less than Rs 20 lakh to pay the goods and services tax (GST). This would benefit 1 lakh 27 thousand 45 small and medium-scale businesses.

And for those with an annual turnover of less than Rs 1.5 lakh, there is the single control system (SCS), which would benefit 1.87 lakh businesses. Additionally, there is the Composition Scheme for such businesses, through which businesses are being able to improve their bottomline by paying much less tax. This is benefitting 1.87 lakh businesses.

Dr Mitra then spelt out the measures taken for farmers by the Maa-Mati-Manush Government led by Chief Minister Mamata Banerjee.

The State Government has created a fund of Rs 100 crore for buying farmers’ products at the minimum support price (MSP) so that even when there is excess production, farmers do not suffer because of the fall in prices. He said that no other state has been able to create such a fund and that this would immensely help the farmers of Bengal.

Then, the government has also done away with the mutation fee paid by farmers to give them relief. This would benefit seven to eight lakh farmers.

 

২০ লক্ষ টাকার নীচে জিএসটি নয়ঃ অমিত মিত্র

২০ লক্ষ টাকার নীচে যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার, তাদের জন্য কোনও জিএসটি নয়। এর ফলে রাজ্যের ১ লক্ষ ২৭ হাজার ৪৫টি ক্ষুদ্র ও ছোট ব্যাবসায়ী প্রতিষ্ঠান লাভ করেছে এবং তারা ব্যাবসা করছে। বিধানসভায় একথাই জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ‘ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার।’ এছাড়াও অর্থমন্ত্রী জানান, কম্পোজিশন স্কিম চালু করা হয়েছে। অল্প ট্যাক্স দিয়ে ব্যাবসার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছেন ব্যাবসায়ীরা। এই স্কিমে উপকৃত হয়েছেন ৮০ হাজার।

এছাড়াও দেড় লক্ষ টাকার নীচে যাদের ব্যাবসায়িক টার্নওভার তাদের জন্য রয়েছে সিঙ্গল কন্ট্রোল সিস্টেম। এতে উপকৃত ১.৮৭ লক্ষ ব্যাবসায়ী।

মাঝারি ব্যাবসায়ীদের এন্ট্রি ট্যাক্স সুদ ও জরিমানা মুকুব, কৃষকদের মিউটেশনে ছাড় সহ রাজ্য সরকার সাধারন মানুষের জন্য যে সকল পদক্ষেপ নিয়েছে তা তিনি বিধানসভায় জানান।

কৃষকদের সহায়তায় বিশেষ তহবিল গঠন করা হয়েছে। অধিক ফলনে দাম পড়বে, এই অবস্থা থেকে কৃষকদের পাশে দাড়াতেই এই পদক্ষেপ। ১০০ কোটি টাকা আছে এই তহবিলে। অধিক ফলন হলেও যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান, তাই এই বিশেষ তহবিল গঠন। যা এই রাজ্যে একমাত্র আছে দেশের মধ্যে। মিউটেশন ফি মুকুব করায় লাভবান হয়েছে ৭-৮ লক্ষ কৃষক।

 

Bengal Govt to waive 10% of property tax for the elderly

The State Government has proposed to waive 10 per cent of the property tax for elderly citizens.

It may be mentioned that this comes at the time when Chief Minister Mamata Banerjee has stated that the state government will take many steps to extend all support to the elderly.

To bring this into effect, the State Government is going to bring two amending Bills in the Assembly – The West Bengal Municipal Corporation (Amendment) Bill, 2018 and The West Bengal Municipality (Amendment) Bill, 2018.
Waiving of 10 per cent property tax has some social implications as well.

Since coming to power, the Trinamool Congress Government has taken several steps for the benefit of elderly people and at the same time, ensured that the benefits reach the grassroot level.

It has also been proposed in the state Budget that the monthly pension of farmers will be increased to Rs 1,000 from Rs 750. At present, around 66,000 elderly farmers get the monthly pension.

In a bid to ensure social security of aged farmers, the State Government has decided to bring in 34,000 more elderly farmers under the scheme of old-age pension. With this increase in the number of beneficiaries, a total of 1 lakh elderly farmers are going to get the benefits.

 

প্রবীণদের সম্পত্তি করে ১০% ছাড় দিতে চলেছে রাজ্য

পুরসভা এলাকার প্রবীণ নাগরিকদের প্রদেয় সম্পত্তি করের উপর ১০ শতাংশ ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। আজ থেকে ফের শুরু হতে চলা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে এই বিষয়ে বিল আনছে পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার অধিবেশনের কার্য উপদেষ্টা (বিএ) কমিটির বৈঠকে এই বিল পেশের প্রস্তাব গৃহীত হয়।

১ এপ্রিল থেকে কলকাতা পুরসভার নতুন সম্পত্তি কর ব্যবস্থা চালু হচ্ছে। যেখানে বলা হয়েছে, নির্দিষ্ট কয়েকটি মাপকাঠির ভিত্তিতে আপনার সম্পত্তির কর নির্ধারণ করুন আপনি নিজেই৷যিনি যে এলাকার বাসিন্দা, নতুন ব্যবস্থায় তাঁকে সেই এলাকার নির্ধারিত কর দিতে হবে।

এলাকায় পুর পরিষেবার মান খতিয়ে দেখেই করের হার নির্ধারণ করা হয়েছে।

ক্ষমতায় আসার সময় থেকেই তৃণমূল সরকার প্রবীণদের কথা ভেবেছেন ও চেষ্টা করেছে সব পরিষেবা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে।

এবছরের বাজেটেও দেখা গেছে প্রবীণ কৃষকরা যারা পেনশন পান, তাদের পেনশনের পরিমাণও যেমন বাড়ানো হয়েছে ৭৫০ থেকে ১০০০ টাকায়, তেমন পেনশন প্রাপকের সংখ্যাও ৬৬০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করা হয়েছে।

Source: Millennium Post

Bengal Govt to encourage farmers to cultivate Chandramukhi potato for superior chips

The Chandramukhi variety of potato is well-known as being suitable for making superior variety of chips.

Hence, the Bengal Government’s Agriculture Department has taken up a project to encourage farmers, through the giving of subsidies, to cultivate the Chandramukhi variety of potato. At present, the variety is cultivated over 10 hectares in the state.

To achieve a higher production of the Chandramukhi variety, the department is also considering setting up soil testing centres in every subdivision. Currently, there are 18 soil testing laboratories in the state, of which 12 belong to the State Government.

The government would also set up workshops to educate farmers on this aspect, including training them on the aspects of cultivation.

 

চিপস তৈরীতে চন্দ্রমুখী আলু

চিপস তৈরীতে চাই চন্দ্রমুখী। সেই আলুর চাষ বাড়াতে তাই কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। গোটা রাজ্যে চন্দ্রমুখী আলুর উৎপাদন হয় ১০ হেক্টর মতো জমিতে। এই পরিস্থিতিতে চিপসের উৎপাদন বাড়াতে অনেক প্রস্তাব আসছে। জ্যোতি আলু চাহিদামতো সেই জোগান দিতে পারছে না, পাল্লা দিতে চাষিরাও চন্দ্রমুখীর ওপর ভরসা করছে।

এতে আখেরে লাভ চাষিদেরই, পাশাপাশি চিপস তৈরী করে খাদ্য উৎপাদনে জোগান বাড়িতে সরকারও রাজস্ব বাড়াতে আগ্রহী। তাই, প্রয়োজনে চাষিদের ভর্তুকি দিয়ে চন্দ্রমুখী আলু চাষে সহযোগিতার কথা জানিয়েছে রাজ্য সরকার।

মাটি ও চন্দ্রমুখী আলুর বীজ পরীক্ষাকেন্দ্র তৈরী করা হবে রাজ্য, জানিয়েছেন মন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে ১৮টি মাটি পরীক্ষাকেন্দ্র আছে, যার মধ্যে ১২টি সরকারি। মন্ত্রীর কথায়, প্রতি মহকুমায় একটি করে মাটি পরীক্ষাকেন্দ্র তৈরী করে চন্দ্রমুখী আলুর বাড়ন্ত চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা হয়েছে। কর্মশালায় চাষিদের এনে উৎসাহ ও প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনে দেওয়া হবে ভর্তুকিও।

Source: Sangbad Pratidin

Sunderbans farmers create seed bank – Bengal Govt pitches in with all possible help

The efforts of farmers in the Sundarbans region to bring back into reckoning varieties of rice of superior quality is bearing fruit, and the State Government’s Agriculture Department, realising the potential, is extending all manner of help.

The Agriculture Department, with the active encouragement of Chief Minister Mamata Banerjee, has been making a lot of efforts for reviving varieties of rice known for their taste or aroma or medicinal properties, which had almost become extinct due to pressure for commercially viable varieties. Proper marketing is enabling their fame to spread far and wide – both in India and around the world, be it in Europe, USA or the Gulf countries.

Now the farmers in the Sundarbans are taking personal initiatives to create a seed bank of these superior but almost-extinct varieties. Across the delta region, farmers are contributing to create the bank, and in the process, reviving the cultivation of these species. Most of these are hundreds of years old, and many are adapted for growing in soil types normally considered unsuitable for paddy.

The rule of building the seed bank is simple. Farmers need not pay to get the seeds. They get it for free. But what they have to do is, after cultivation is over, contribute one kilogram of rice grains back to the bank. Thus stocks keep getting replenished at little cost. Whatever the cost is, it is to do with the storage; the seeds are stored in clay containers – hnaris and kolshis.

The farmers have started selling the rice varieties online too, and as a result earnings are becoming viable to continue the cultivation of these species.

Among the varieties of rice being cultivated and stored in the seed bank are kalomota, sadamota, kumargarh, gopalbhog, nico, hogla, dheus, hamai, patnai, dudheswar, raniakanda, chamarmani, khara, kalabhat (black rice), talmugur, orashal, nonakshitish, uri, swarshal, lilabati, begunbichi, mohanbhog, badshahbhog, kabirajshal, bohurupi, kanakchur, and hundreds of others. A few are a slightly known, most are unknown, but one thing is common to them – their value, be it in terms of taste or aroma or quality or ease of cooking or medicinal value.

A few examples are being given here. Kalabhat or black rice is known for its taste and ease of cooking, kabirajshal is prescribed by ayurvedic doctors (or kabiraj) for getting back health after a long illness, bohurupi is rich in the mineral, iron, kanakshur is famous for being the main ingredient of Joynagarer moa (which recently got a geographical indication (GI) tag) while hamai and dheus are well-known for being able to be made into tasty muri (puffed rice, a staple of Bengalis).

 

হারানো ধান ফিরিয়ে সুন্দরবনের দ্বীপে সবুজ বিপ্লব

সুন্দরবনের মাটিতে কার্যত অসাধ্য সাধন করলেন স্থানীয় চাষীরা। নিঃশব্দে ঘটিয়ে ফেললেন আরও একটি ‘সবুজ বিপ্লব। কালের নিয়মে এ বাংলা থেকে হারিয়ে গিয়েছে বহু প্রজাতির ধান। বহু বছর আগে হারিয়ে যাওয়া ধানের বীজ সংগ্রহ করে ফের ফসল ফলিয়েছেন সুন্দরবনের চাষীরা। শুধু তাই নয়, কালোমোটা, সাদামোটা, কুমারগড়, গোপালভোগ, নিকো, হোগলার মতো বাংলার চিরাচরিত ধানের বীজ সংরক্ষণে ‘বীজ ব্যাঙ্ক-ও গড়ে তুলেছেন তাঁরা। চাষীদের এই উদ্যোগের তারিফ করেছে রাজ্য কৃষি দপ্তর।

বাঙালির প্রধান খাদ্য ভাত। তাই এ বঙ্গে যে হরেক প্রজাতির ধান চাষ হবে, তাতে আর আশ্চর্যের কি আছে! কিন্তু, ঘটনা হল, কনকচূড়া, কালাভাত, চামড়মণির মতো অনেক প্রকারের ধান হারিয়েও গিয়েছে। দীর্ঘদিনের চেষ্টায় বীজ সংগ্রহ করে সুন্দরবনে এমনই হারিয়ে যাওয়া ধানের চাষ শুরু করেছেন চাষীরা। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন ‘বীজ ব্যাঙ্ক’। এই বীজ ব্যাঙ্কে মিলবে হোগলা, ঢেউস, হামাই, পাটনাই, দুধেশ্বর, রানিআকন্দ, চামড়মনি, খাড়ার মতো নাম না জানা হরেক প্রকারের দেশি ধানের বীজ। মাটির হাঁড়ি, কলসিতে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে বীজ।

সুন্দরবনের গোসাবা, দুলদুলি, হিঙ্গলগঞ্জ এলাকার কৃষকরা জানিয়েছেন, একসময় দুর্বলতা কাটাতে রোগীদের বিশেষ এক ধরনের চালের ভাত খাওয়ার পরামর্শ দিতেন কবিরাজরা। ওই ধানের প্রচুর পরিমাণ আয়রন ও ফাইবার থাকার কারণে, দ্রুত সুস্থ হয়ে উঠতেন রোগীরা। এই চালটি কবিরাজশাল নামে পরিচিত ছিল। আবার জয়নগরের মোয়া তৈরির উপকরণ হিসেবে বিখ্যাত ছিল কনকচূড় ধান। কালাভাত ধান ক্যানসার প্রতিরোধক। বিদেশে এই প্রকারের চালের যথেষ্ট চাহিদা আছে। কিন্ত, এ রাজ্যে এখন আর সেভাবে চাষ হয় না। এরকমই নানা প্রকারের ধানের চাষ হচ্ছে সুন্দরবনে।

একসময়ে সুন্দরবনে বিভিন্ন প্রকারের দেশি ধানের চাষ হত। সাগরের নোনাজলেও সেইসব ধানের কোনও ক্ষতি হত না। উঁচু-নিচু যেকোনও জমিতে চাষও করা যেত। কিন্তু, পরবর্তীকালে বেশি লাভের আশায় উচ্চফলনশীল হাইব্রিডের ধান চাষের রেওয়াজ চালু হয়। কিন্তু, চাষের মাত্রারিক্ত খরচ ও প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামনে সেভাবে লাভের মুখে দেখতে পাচ্ছেন না চাষীরা। তাই বাংলার চিরাচরিত ধান চাষের দিকে ঝুঁকেছেন তাঁরা।

বস্তুত, চাষের খরচ কমাতে নিজেরাই ‘বীজ ব্যাঙ্ক’ তৈরি করেছে ফেলেছেন। চুক্তি মোতাবেক, এক বিঘা জমি চাষের জন্য কোনও কৃষক যদি বীজ ব্যাঙ্ক থেকে তিন কেজি বীজ নেন, তা হলে ফসল ওঠার পর তাঁকে ওই বীজ ব্যাঙ্কে এক কেজি বেশি অর্থাৎ চার কেজি বীজ ফেরত দিতে হবে। এভাবেই সংগৃহীত বীজের পরিমাণ বাড়ছে।

Source: Sangbad Pratidin