State Govt giving Rs 8,000 cr loan to farmers

The State Cooperation Department is giving a total of Rs 8,000 crore as loan to farmers. This was announced by the State Cooperation Minister at a Government function in Bardhaman district recently.

He said that last year the amount loaned out was Rs 1,200 crore. Therefore, there will be a massive 45 per cent increase.

The State Cooperation Department has given a lot of help to farmers over the last few years, from giving loans to farmers to opening new cooperative banks to extend banking services to the far corners of the State through customer service points (CSP).

The minister mentioned that the 2,631 CSPs opened in the last two years by the State Government enabled basic banking services to be extended to rural regions.

Chief Minister Mamata Banerjee has been requesting the Centre for a long time for banking services for the rural population of Bangla, but many areas are still bereft of such services. Hence, it has been mainly her active effort that has enabled the opening of so many CSPs.

 

Source: Bartaman

 

200 pulse processing mills to be set up in Nadia, Murshidabad

The state government has decided to set up 200 pulse processing mills in Nadia and Murshidabad. The government had provided seeds including that of pulses to farmers in the region to undertake alternate farming after an outbreak of wheat blast.

Now, production of pulses in Nadia and Murshidabad has gone up and the necessity of setting up mills to process the same was felt. It will be of great help for farmers economically as well as they do not have to invest much for transportation of their yield to get the same processed.

It may be mentioned, in 2016-17, the production of pulses was 3.36 lakh metric tonnes, which is almost double of 1.76 lakh metric tonnes in 2010-11.

 

নদীয়া ও মুর্শিদাবাদে তৈরী হবে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র

রাজ্য সরকার নদীয়া ও মুর্শিদাবাদে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই জেলায় হুইট ব্লাস্টের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিকল্প চাষে উৎসাহিত করতে ইতিমধ্যেই রাজ্য সরকার ডাল ও অন্যান্য ফসলের বীজ বিতরণ করেছে।

এখন নদীয়া ও মুর্শিদাবাদে ডালের উৎপাদন খুব বেড়েছে, তাই প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে।

এই প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী হলে কৃষকরা অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন, কারন এতে তাদের উৎপাদন করা ডাল নিয়ে অন্য জেলায় যাতায়াত করতে হবে না। এর ফলে বাড়বে লাভ।

উল্লেখ্য, ২০১৬-১৭ সালে ৩.৩৬ লক্ষ টন ডালের উৎপাদন হয়েছে, যা ২০১০-১১ সালে ছিল ১.৭৬ লক্ষ টন।

Farmers’ income in Bengal has increased more than 2.5 times in 6 years

The condition of farmers in Bengal now is a far cry from the Left Front days. Over the last six years, the average annual income of farmers has increased by more than 2.5 times. From Rs 91,011 during financial year (FY) 2010-11, it has become Rs 2,39,123 during 2016-17 – an increase by 2.63 times.

This is the result of Chief Minister Mamata Banerjee’s thrust to the agriculture sector, a sector on which the majority of the people depend. For six years in a row, the latest being in 2017, the Bengal Government has received the Krishi Karman Award for highest production in different crops.

The biggest reason for the success in agriculture is the mapping of the soil introduced by the Trinamool Congress Government. As a result, farmers know exactly what to sow when. Then, the government is regular about buying at from farmers at minimum support price (MSP). It is building more warehouses, which is enabling much higher storage capacities of various crops, and hence higher buying capacities by the government.

Not just that, on Mamata Banerjee’s instructions, compensation is paid promptly to farmers whose crops are affected by natural disasters.

Source: Sangbad Pratidin

বাম আমলের তুলনায় রাজ্যে কৃষকের আয় বেড়েছে আড়াই গুণ

বিগত বাম আমলের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকের আয় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

আর্থিক সমীক্ষায় জানা গিয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে একজন কৃষকের বার্ষিক গড় আয় ছিল ৯১ হাজার ১১ টাকা। ছ’বছর বাদে অর্থাৎ ২০১৬-’১৭ সালে সেই কৃষকেরই বার্ষিক গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা।

কৃষকদের আয় বাড়ানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য। সেই কারণেই কৃষিজমিতে বহু ফসলি চাষের উপরে জোর দেওয়া হয়েছে। অনাবাদী জমিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিতে বিশেষ জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের বিনা পয়সায় বীজ, সার এবং যন্ত্রপাতি দিচ্ছে রাজ্য সরকার। আবার বাংলার ফসল বিমা যোজনায় কৃষকদের প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকার। যা আর কোনও রাজ্য করেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা শুরু হয়েছে। এ বছর বরাদ্দ হয়েছে ১,১৮১ কোটি টাকা। নানাভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে এই সরকার। তার ফলে কৃষকদের আয় বেড়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী দাবি করেন। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭১.২৩ লক্ষ কৃষক রয়েছেন, তার মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উৎপাদিত পণ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরপর ছ’বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ধান উৎপাদনে অগ্রণী ভূমিকায় রয়েছে এই রাজ্য। ডাল, ভুট্টা, তৈলবীজ উৎপাদনে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।

কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যই হল, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা। আর সে কারণেই গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার হাল ভালো করা হয়েছে। জমিতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন (এফএসএসএম) প্রকল্প চালু হয়েছে। এমনকী কৃষি যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্র চালুর জন্য কৃষি দপ্তরকে প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশ অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

Modern agro-science technologies to be used for better cultivation in Singur

The State Agriculture Department will introduce modern agro-science-based technologies for better cultivation of the 997 acres of land in Singur, in consultation with farmers to develop a new arena of agro-economy.

The State Government will be providing all sorts of support to the farmers until the first crop is harvested.

The State Irrigation Department would ensure sufficient supply of water for agriculture in the entire area. The Panchayat Department will also be completing a set of work that needs to be done for the benefits of the farmers.

Initially, the farmers in Singur have been recommended to cultivate spinach and mustard as it would help in preparing the soil for cultivation of potato.

 

The image is representative

 

আধুনিক প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে সিঙ্গুরের কৃষকদের সাহায্য করবে রাজ্য

সিঙ্গুরের ৯৯৭ একর জমিতে ভালোভাবে চাষের জন্য এবং সিঙ্গুরের কৃষি-অর্থনীতির উন্নয়নের জন্য আধুনিক কৃষি-প্রযুক্তির মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য কৃষি দপ্তর।

রাজ্য সরকার কৃষকদের সবরকম সহায়তা প্রদান করবে যতদিন না পর্যন্ত প্রথম ফসল তোলা হয়।

রাজ্য সেচ দপ্তর ওই এলাকায় প্রয়োজনীয় জল সরবরাহ করবে। পঞ্চায়েত দপ্তরও কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু উদ্যোগ নিতে চলেছে।

প্রাথমিকভাবে, সিঙ্গুরে কৃষকদের পালংশাক ও সর্ষে চাষ করতে সুপারিশ করা হয়েছে।

Bengal observes Singur Utsav

Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur (carried out by Left Front government in 2006).

Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

West Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and announced that an administrative review meeting for Hooghly district would be held at Singur on September 14, 2016, at 2 PM. On the same day a ‘Vijay Utsav’ would be held in Singur at 4 PM.

“I would expect everyone to celebrate this Singur Utsav, it’s like an invocation of the celebration to Durga Puja,” the Chief Minister had said.

 

রাজ্যজুড়ে পালিত হল সিঙ্গুর উ९সব

আজ সারা বাংলাজুড়ে ব্লকে ব্লকে পালিত হল সিঙ্গুর উৎসব। মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিরাট জয়কে পালন করলেন।

২০০৬ সালে টাটা মোটরের ন্যানো গাড়ির কারখানা স্থাপনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিএম সরকারের সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ – সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতেই এই উৎসব।

বিধানসভাতেও পালিত হো সিঙ্গুর বিজয় দিবস।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর হুগলী জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা সিঙ্গুরে অনুষ্ঠিত হবে, সময় দুপুর ২ টো। ওই দিনই বিকেল ৪ টেয় সিঙ্গুরে ‘বিজয় উ९সব’  অনুষ্ঠিত হবে।

Singur movement: A look back in time

On Wednesday, when the Apex Court of the country ordered the return of acquired land taken by the erstwhile Left Front government within 12 weeks, the chronicle of Singur beacons as the bright reminder of series of incidents. The Singur incident brought a socio-political change in Bengal.

2006

Tata Motors announced the small car factory in Singur on May 18, 2006.

Just after two months, on July 18, the Trinamool Congress chief Mamata Banerjee started protesting the issue. The ground of the protest was forceful land acquisition by an elected state government. Mamata Banerjee’s rally at Singur, as a sign of protest – started the historical movement.

The LF government acquired 997 acres of multi-crop farmland to allocate the Tata’s to construct their factory. The rule is meant for public improvement projects, and the LF government wanted Tata to build factory under this rule.

However, amidst the huge protest Tata started to set up their plant in Singur in January 21. By then, they had already promised to produce ‘Nano’ – the affordable car which would cost just above a lakh only.

Intellectuals

The protest had also turned turbulent as many of the internationally famed social activists, and Bengali luminaries had stood beside the movement led by Mamata Banerjee. The protesters – Anuradha Talwar, Medha Patkar, Arundhuti Roy, Mahasweta Devi and others were started to protest saying the location of Tata Motors site is the most fertile one in the whole of the Singur block. The local population depended on agriculture. Almost 20,000 farmers are making their livelihood from the multi-crop land.

Hunger strike

On December 3, 2006, Mamata Banerjee started her indefinite hunger strike for 26 days.

In the meantime, the rape case of Tapasi Malik had stunned the entire country. The fenced off area of the Nano-factory, which has been continuously guarded by the policemen, where allegedly guarded by cadres of the CPI (M) party as well. The girl, Tapasi malik, who was one of the protesters, was allegedly gang-raped and burnt to death by those CPI(M) cadres. Later, a CPI (M) leader, a zonal committee leader, Suhrid Dutta was arrested by CBI.

2008

On August 2008, Mamata Banerjee started indefinite dharna at Singur. Tata Motors suspended development work on Nano factory on September 2, 2008.

On September 3, 2008, then governor Gopal Krishna Gandhi agreed to play a mediator to resolve the issue between government and the Trinamool Congress but in vain.

Tata Motors decided to move out from Singur and conveyed the decision on October 3, 2008.

Maa Mati Manush government

In May 20, 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal and announced in her first Cabinet meeting that they will return the 400 acres land to the unwilling farmers for the Singur. An ordinance to that effect was promulgated but it was challenged in court.

Land in Singur will be returned within time frame set by court: Mamata Banerjee

Land in Singur will be returned within the time frame set by court, Bengal Chief Minister Mamata Banerjee said today.

The Supreme Court Wednesday set aside the land acquired the West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its plant for the Nano car. Calling it a landmark victory, Bengal Chief Minister Mamata Banerjee had said she stands vindicated.

 

A strategy meeting was held in Nabanna today to discuss the process of return of land. It was attended by various ministers, departmental secretaries, MLAs and advisors to the government.

The survey of the land in Singur will begin tomorrow and will be completed within two weeks, the Chief Minister said. She added that those who did not take the money for compensation will be given their dues, as per court verdict.

The land will be made suitable for agriculture, the Chief Minister said. “We have also decided to give possession to bargadars as per land records before acquisition,” she added.

 

Click here to read the 10 things Mamata Banerjee said on the Singur Verdict

 

সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেব: মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেওয়া হবে সিঙ্গুরে, জানালেন মুখ্যমন্ত্রী।

বুধবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ নয়। রাজ্য সরকারকে দ্রুত জমির দখল নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে।

বৈঠকে স্থির হয় যে কাল থেকে সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে যা আগামী ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যারা জমির কম্পেন্সেশন নেননি, তাদের আমরা কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেব, জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে। বৈঠকে ও ঠিক হয় যে জমি অধিগ্রহণের আগে বর্গাদারদের যেমন পসেশন ছিল, সেরম ভাবেই জমি দেওয়া হবে।

Landmark verdict, we have been vindicated: Mamata Banerjee on Singur verdict

“I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy,” this was the reaction of Mamata Banerjee after the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant.

We have been saying all along the land acquisition in Singur was illegal. We have been vindicated, she added.

 

Here are 10 things Mamata Banerjee said:

The farmers of Singur did not part with their land against all odds. We salute them.

I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy. Now I can die in peace.

We will organise a Vijay Utsav in Singur. On September 2, we will observe Singur Utsav in every block of Bengal.

We do not believe in forceful acquisition of land. We believe in negotiation.

CPI(M) committed historic suicide not ‘historic blunder’ in Singur.

People are the biggest pillars of democracy. They had given their verdict in 2011. Supreme Court has given verdict today.

We are missing Mahasweta Di today. She was a pillar of strength during Singur andolan. She would have been happy today.

Nandigram carnage happened right after Singur. Then there was Netai massacre. We salute all martyrs.

This (Singur verdict) is the first gift we got after renaming of our State. Bangla Ma is happy today.

Bengal is the final destination for industry.

 

 

ঐতিহাসিক রায়: সিঙ্গুর প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

“আজ খুব আনন্দের দিন। খুশির সাথেই চোখে জল চলে আসছে,” এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায় সম্বন্ধে।

আমরা বরাবর বলে এসেছি সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল বেআইনি। আজ সত্যের জয় হল, তিনি বলেন।

আজই সুপ্রিম কোর্ট ২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে।

 

সিঙ্গুর রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার অংশবিশেষ:

এটা গণদেবতার জয়, অনশনের জয়, মা-মাটি-মানুষের জয়।

আগামী ২ সেপ্টেম্বর সব ব্লকে ব্লকে আমরা সিঙ্গুর উ९সব পালন করব। সিঙ্গুরে আমরা বিজয় উতসব করব।

সবুজ ফসল যার অধিকার, যারা আমাদের ধান ফলায় তাদের জমি জোর করে আমরা অধিগ্রহণ করব না।

সিঙ্গুর সিপিএমের ‘ঐতিহাসিক ভুল’ নয় ‘ঐতিহাসিক আত্মহত্যা’।

গণতন্ত্রে মানুষই সব। ২০১১ সালে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আজ তাদের রায় দিলেন।

আজ আমরা মহাশ্বেতা দেবীকে মিস করছি। সিঙ্গুর আন্দোলনের সময় উনি ছিলেন আমাদের প্রেরণা।

সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের সমস্ত শহিদদের আমাদের শ্রদ্ধা জানাই।

রাজ্যের নাম বদলের পর এটি আমাদের প্রথম উপহার। বাংলা মা আজ খুশি।

বাংলাই এখন বিনিয়োগকারীদের গন্তব্য।

আমি এখন শান্তিতে মরতে পারবো।

Investment Bengal

Essar to invest up to Rs 1000 cr by FY18 in Bengal

West Bengal is set to get Rs 700-1,000 crore investment in ramping up coal-bed methane (CBM) production from Essar Oil at Raniganj, but it could jump significantly if shale opportunity opens up.

“We have invested Rs 3,300 crore at our Raniganj CBM block and already achieved one million scmd production. We will have to pump an additional Rs 700-1,000 crore to reach the peak projected production of three million scmd capacity,” Essar Exploration & Production CEO Manish Maheswari said.

The West Bengal Government is expected to reap a handsome Rs 2,500 crore as royalty from this CBM block.

 

২০১৮ আর্থিক বর্ষে বাংলায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে ‘এসার গ্রুপ’

পশ্চিমবঙ্গের রাণীগঞ্জে এসার অয়েল থেকে coal-bed মিথেন উ९পাদনের জন্য ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এর ফলে লাভের পরিমান উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এসার এক্সপ্লোরেশন ও প্রোডাকশান সিইও মনিশ মহেশ্বর বলেন, “আমরা রাণীগঞ্জে CBM ব্লকে ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং ইতিমধ্যে এক মিলিয়ন উ९পাদন হয়েছে।  তিন মিলিয়ন উ९পাদন ক্ষমতার শিখরে পৌঁছাতে অতিরিক্ত ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে”।

এই CBM ব্লক থেকে ২,৫০০ কোটি টাকার একটি রয়্যালটি পাওয়ার আশা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের।

Govt initiatives to issue caste certificates to turn life around for backward classes

The State Government initiatives to issue caste certificates to, along with the projects taken up for, people from SC, ST and OBC communities have created a major change in their lives. People belonging to such communities require caste certificates to get the benefits they are entitled to.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee ensured that there was no politics over the issuing of caste certificates.

From calendar years 2006 to 2010, during the Left Front rule, 13,58,883 certificates were issued to the SC, ST and OBC communities. In contrast, from calendar years 2011 to 2015, 89,85,614 certificates in total were issued, which is a massive improvement.

Hence, under the Trinamool Congress Government, the numbers have improved substantially.

In 2016, till June 17, 17,275 ST people, and 1,89,282 SC and OBC people, that is, a total of 2,06,557 have already got caste certificates.

These certificates have changed their lives. The jobs of kendu leaf collectors have been assured and they are getting pension on attaining 60 years of age. If they are injured during work they are getting accident benefits. These people come from society’s poorest of the poor.

SC and ST students are given coaching free of cost in Delhi to appear for the Civil ServiceExamination conducted by the Union Public Service Commission (UPSC). An Eklavya model school, run by the Ramakrishna Mission, has been set up at Jhargram in the Jangalmahal region to impart education to ST students.

A senior official of the Backward Classes Welfare Department said that changes in the lives of SC, ST and OBC people that have taken place in the past five years were remarkable, with more schemes coming for them are in the future.

 

 

Adapted from an article published in Millennium Post on July 15, 2016

 

অনগ্রসর শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাতি শংসাপত্র চালু করার উদ্যোগ সরকারের

রাজ্য সরকারের উদ্যোগের এসসি, এসটি এবং ওবিসি লোকেদের নিয়ে তাদের জীবনে একটি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে তারা এখন জাতি শংসাপত্র পেতে চলেছেন। তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেন যে  জাতি শংসাপত্র নিয়ে কোন রাজনীতি নয়।

২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে, বামফ্রন্টের রাজত্যকালে, ১৩,৫৮,৮৮৩ সার্টিফিকেট এস সি, এস টি এবং ও বি সি শ্রেণীর মধ্যে বিতরন করা হয়েছিল। তুলনায়, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ৮৯,৮৫,৬১৪ সার্টিফিকেট বিতরন করা হয়েছে।

সুতরাং, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়।

২০১৬ সালের ১৭ জুন পর্যন্ত, ১৭,২৭৫জন তপশিলি উপজাতির মানুষ এবং ১৮৯,২৮২জন তপশিলি জাতি্র ও ওবিসি জাতির মানুষ, অর্থাত সব মিলিয়ে ২,০৬,৫৫৭জন, সার্টিফিকেট পেয়েছেন।

এই সার্টিফিকেট তাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। কেন্দু পাতা সংগ্রহকারিদের জীবিকা সুনিশ্চিত করেছে এবং এখন তাঁরা ৬০ বছর বয়সের পর থেকে পেনশন পাবেন। কাজ করতে গিয়ে যদি তারা আহত হন তাহলে তারা অ্যাক্সিডেন্ট বেনিফিটও পাবেন।

তফসিলি জাতি ও উপজাতিদের শিক্ষার্থীদের দিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেওয়া হচ্ছে।

জঙ্গলমহলের  ঝাড়গ্রামে তফসিলি  উপজাতি ছাত্রদের শিক্ষাদান করতে রামকৃষ্ণ মিশন কর্তৃক পরিচালিত একলব্য মডেল স্কুল স্থাপন করা হয়েছে।

অনগ্রসর উন্নয়ন দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি মানুষের জীবনে যে গত পাঁচ বছরে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও তাদের জন্য একাধিক উন্নয়নমূলক স্কীম চালু হবে।