7.5 Lakh metric tonne of paddy procured till Feb 24: Food Minister

The state government has procured 7.52 lakh metric tonne of paddy till February 24, Jyotipriyo Mallick, state Food and Supplies minister said in the Assembly on Monday.

The Minister said the government had procured 38.59 lakh metric tonne of paddy in Kharif marketing season (KMS) of 2015-16. Altogether, 328 centralised procurement centres have been set up in the state. He said the state government would meet the procurement target ahead of its schedule, adding that 18 lakh farming families were benefitted in the last KMS. In 2017 so far, he said 3.2 lakh farmer have sold paddy.

The Food and Supplies department, along with Health and Family Welfare department, jointly run a programme to combat malnutrition. 4,000 children suffering from severe acute malnutrition (SAM), identified by the Health department, are unit wise (mother and SAM child) being provided 5 kg rice, 2 kg wheat, 1 kg masur dal and 1kg Bengal gram per month free of cost for six months. Introduced in October 2014, the project has been very effective.

The State Government had budgeted Rs 5,020 crore to implement Khadya Sathi programme. January 27 was declared as Khadya Sathi Dibas by Chief Minister Mamata Banerjee. The department had set up model fair price shops (FPS), run by self help groups in six closed tea gardens in the first phase. In 2016-17, a project to construct 126 FPS in 86 tea gardens has been taken up to ensure availability of food grains to the beneficiaries.

 

২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত ৭.৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে সরকার: খাদ্যমন্ত্রী

“রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা নিয়ে রাজনীতি নয়, বরং সহযোগিতা করুন,” বিধানসভায় নিজের দপ্তরের বাজেট পেশ করতে গিয়ে আবেদন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

তিনি বলেছেন, “যাঁরা ধান বিক্রি করেছেন তাঁদের নাম-ধাম তো বটেই, ফোন নম্বরও রয়েছে আমাদের কাছে। চাইলে মিলিয়ে দেখুন স্বচ্ছতার অভাব আছে কি না। সিপিএম কিন্তু এমন কোনও তথ্যভাণ্ডার করত না। করেনি। আমরা করেছি।”

তাঁর দাবি, রেশন কার্ডের হিসাবে জল মিশিয়ে গণবণ্টন ব্যাবস্থাকেই শেষ করে দেওয়া হচ্ছিল। একের পর এক দুর্নীতি হয়েছে। বাংলায় ১ কোটি ৩১ লাখ জাল কার্ড ধরা পড়েছে। নতুন সরকার তা ধরেছে। ব্যাবস্থা নিয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ দু’টাকা কেজি চাল পান। কিন্তু বাইরে থেকে আর চাল কিনতে হয় না। রাজ্য স্বাবলম্বী। ফলে বাংলায় আর আমলাশোলের অনাহারের মৃত্যুর মতো ঘটনা ঘটবে না। ঘটতে দেওয়া হবে না। রাজ্যে কেরোসিনের বরাদ্দ কমিয়ে দেওয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।