Bengal Govt opens fair price fish shops

After the huge success of the fair price medicine stores, the Bengal Government has now opened fair price fish shops. With the eternal demand for fish among Bengalis and the fluctuating prices of the non-vegetarian staple, these outlets are expected to be another major success.Favourites like

Favourites like hilsa, bhetki, pabda, prawns, among other varieties, are available at the shops. The fish here are both fresh and reasonably priced. On an average, they are Rs 30 to 40 less per kg than the market prices.

The fair price stalls have been opened at Bidhannagar, Karunamayee, Captain Bheri, Chinar Park, AJ Block (Salt Lake), Entally and Jadavpur. Additionally, there are 21 mobile stalls. After Kolkata, such stalls have been opened in Shantiniketan, Siliguri, Digha, Memari and Frasergunj.

 

ন্যায্য মূল্যের মাছের দোকান – রাজ্য সরকারের নতুন উদ্যোগ

বাঙালির রসনাকে তৃপ্ত করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘ন্যায্য মূল্যের মাছের দোকান’। ইতিমধ্যেই জীবনদায়ী ওষুধ সঠিক দামে কেনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে সরকারি হাসপাতালগুলিতে তৈরি করা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখান থেকে বাজারের চেয়ে কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। এই সকল উদ্যোগগুলির বিপুল সাফল্য দেখে এবং সাধারণ মানুষকে নানা রকম মাছের আস্বাদ ফিরিয়ে দেওয়ার জন্যই এবার রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ।

শহরের জায়গায় থাকবে স্টল। সদ্য ধরা ইলিশ, পাব্দা, ভেটকি, চিংড়ি ইত্যাদি ঘুরবে ভ্রাম্যমাণ গাড়িতে। চলতি বাজার দরের চেয়ে কম দাম ও টাটকা।

রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে বাজারের চেয়ে কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কম দরে মাহ পাওয়া যাচ্ছে। বিধাননগর, করুণাময়ী, ক্যাপ্টেন ভেড়ি, চিনার পার্ক, এজে ব্লক, এনটালি বাজার, যাদবপুরেও এই মাছের স্টল খোলা হয়েছে। তাছাড়াও ২১ টি ভ্রাম্যমাণ স্টলেও থাকবে টাটকা মাছ। কলকাতা ছাড়াও শান্তিনিকেতন, দিঘা, শিলিগুড়ি, মেমারি ও ফ্রেজারগঞ্জেও শুরু হয়েছে এই রকম স্টল।

Source: Dainik Jugashankha