One the second day of the New Year Bengal received an investment to the tune of Rs 700 crore from Exide industries. Bengal Chief Minister Mamata Banrjee today inaugurated India’s first punch-grid storage battery plant at Haldia. She also inaugurated an IT Park at Haldia.
Speaking on the occasion, the Chief Minister said, “In Bengal no mandays are lost due to bandhs now. We have a new policy for industry. We have a land bank, land map.” She said that a new international convention centre will come up at Digha.
Highlighting the woes of demonetisation, the CM added: “The industrial scenario in the country has worsened in the last 2 months. The MSME sector is going through turmoil. Even in America, economy is only 40% cashless. In India, 92% rural areas have no banks.”
She said in a democracy the government is of the people, by the people and for the people.
হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড
ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে বাংলার জন্য সুখবর। হলদিয়াতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড। ভারতের প্রথম পাঞ্চ-গ্রিড স্টোরেজ ব্যাটারি প্লান্টের আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধনও করেন।
মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এখন বনধের কারণে শ্রম দিবস নষ্ট হয়না। রাজ্য সরকার নতুন শিল্প নীতি তৈরী করছে। ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপও তৈরী করা হয়েছে। তিনি জানান দিঘায় একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হবে।
নোট বাতিলের ফলে দেশের মানুষের কষ্টের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টালমাটাল অবস্থা। আমেরিকাতেও ৪০% অর্থনীতি মাত্র নগদহীন। ভারতের ৯২% গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবা পৌঁছায়নি।
তিনি আরও বলেন যে গণতন্ত্রে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ।