Mobile app-based hired bicycle service to start in New Town

New Town is getting a new pollution-free public transport service – mobile app-based hired bicycles. The service will be launched on Christmas Day (December 25) by Housing Infrastructure Development Corporation (HIDCO) in collaboration with a private organisation.

This is the first time in Bengal that a State Government organisation will be running such a service. Environmentalists have welcomes this decision to introduce a green transport service.

Bicycle stands will be set up at 10 important spots in New Town, like Rabindra Tirtha, Akansha More, Narkelbagan More, Eco Park and others. Each bicycle will have a number. On the app, the hirer has to key in the starting point and the destination. The charge also has to be paid through the app, which is Rs 10 per kilometre.

As soon as a bicycle is booked, a message will come on the person’s mobile phone containing the number of the bicycle. After the vehicle is parked at the destination stand, it will automatically lock. The bicycles have to be drives on the specified bicycle lanes in New Town. Helmets have to be worn for safety, which would be provided to the riders.

Initially, 150 bicycles will be launched. The number will be increased in stages, depending on the demand. Two routes would be available initially – from gate number 1 to gate number 4 of Eco Park and from Technopolis Building to Nazrul Tirtha.

 

অ্যাপ -নির্ভর সাইকেল চালু হচ্ছে নিউ টাউনে

 

দূষণমুক্ত রেখে পরিবহণ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এ বার হিডকো একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় অ্যাপ নির্ভর সাইকেল চালু হতে চলেছে নিউ টাউনে৷ আগামী ২৫ ডিসেম্বর থেকে উপনগরীতে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। রাজ্যে নিউ টাউনেই সরকারি সংস্থার উদ্যোগে প্রথম এই ধরনের সাইকেল পরিষেবা চালু হচ্ছে বলে দাবি এক অধিকর্তার৷ এই উদ্যোগের প্রশংসা করেছেন পরিবেশবিদরাও।

ঠিক হয়েছে রবীন্দ্রতীর্থ, আকাঙ্ক্ষা মোড় , নারকেলবাগান মোড় , ইকো পার্ক-সহ ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় সাইকেল স্ট্যান্ড গড়ে তোলা হবে৷ সেখানে থাকবে সাইকেল৷ মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে৷ অ্যাপের মাধ্যমে সাইকেল বুক করা যাবে৷ দিতে হবে বুকিংয়ের জায়গা ও গন্তব্যের নাম৷ টাকাও মেটানো যাবে অনলাইনে৷ বুক হয়ে গেলেই সংশ্লিষ্ট সাইকেলের নম্বর যাত্রীর কাছে মেসেজ মারফত পৌঁছে যাবে৷ খুলে যাবে সাইকেলের লক৷ এর পরে সেই সাইকেলে যাত্রী গন্তব্যে পৌঁছলে নিজে থেকে সাইকেলটি লক হয়ে যাবে৷ প্রতি কিলোমিটারের জন্য ১০ টাকা ভাড়া বরাদ্দ করা হয়েছে৷

হিডকো জানাচ্ছে , প্রথম ধাপে ১৫০টি সাইকেল নামানো হলেও , ধাপে ধাপে এই সাইকেল সমগ্র নিউ টাউনেই চালানোর পরিকল্পনা রয়েছে৷ ইতিমধ্যেই নয়া উপনগরীতে সাইকেল চালানোর জন্য পৃথক লেন তৈরি করেছে হিডকো৷ ওই লেন দিয়েই চালাতে হবে সাইকেল৷ নিরাপত্তার স্বার্থে মাথায় পরতে হবে হেলমেট৷ তা দেওয়া হবে সংস্থার পক্ষ থেকেই৷ আপাতত ইকো পার্কের ১ থেকে ৪ নম্বর গেট এবং টেকনোপলিস থেকে নজরুল তীর্থ এই পরিষেবা মিলবে৷

Source: Ei Samay