Bengal Education Dept to help teachers teach English better through mobile app

To help primary school teaches in government schools teach English better, the School Education Department is going to introduce a mobile phone app.

The app would contain lessons and other help topics for teaching English in Bengali. This way, even those who are more comfortable in their mother tongue would be able to get immediate help while teaching by just consulting their mobile phones.

The app would contain extensive explanations of all topics in the subject of English language from classes I to V. Each lesson would be explained through a four-to-five-minute audio presentation.

Stress would also be given on spoken English.

 

প্রাথমিক স্তর থেকে ইংরেজির ভিত শক্ত করতে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহার করবে

রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে।

শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে বলে মত আধিকারিকদের। আর তাই শিক্ষকদের প্রশিক্ষণের সময়ই এই পদ্ধতি কীভাবে অবলম্বন করা হবে তা শেখানো হবে।

Source: bengali.news18.com

Image is representative

Bengal Govt makes Bangla language compulsory from Class I to X in all schools

The Bengal State Education Minister Partha Chatterjee called an urgent press conference on Monday night and said that all schools in West Bengal irrespective of boards would have to have three languages from Class I to X, one of which would have to be Bengali.

“From now, every student would compulsorily need to learn Bengali in schools. English medium schools will have Bengali as an optional subject, either as a second or third language, from Class I,” the Education Minister said. Every student would compulsorily need to learn Bengali in schools, he said.

The seven languages offered in schools affiliated to the West Bengal board at present are Bengali, English, Hindi, Urdu, Nepali, Alchiki and Gurumukhi.

According to the new rule, students who have any other language other than Bengali as their first language, would have to opt for two more languages, one of which would have to be Bengali.

It has been decided because we have received complaints that Bengali language was not an option at several schools here,” the Education Minister said.

He also said that legalities of the decision were being looked into and he was hopeful that a clearance by the state cabinet would be good enough to put it in force.

 

Chief Minister Mamata Banerjee put up a post of Facebook today regarding the language issue, which is reproduced below:

Bengal respects all languages and languages of all States. Our three language formula shows how we really do…

India is a vast country and the strength of our nation is unity in diversity. We must respect every mother tongue and also give every regional language its importance. We believe in the freedom of choice and the three language formula.

Students have the freedom to take any language of their choice as a first language, second or third language.

If the student choses Bengali, Hindi, English, Urdu , Gurmukhi, Nepali, Alchiki as a first language, he/she may opt for two other languages of their choice. One of the three languages would have to be Bengali.The two other choices are completely dependent on what the students chooses.

This method would enable them to reach regional, national and international standards.

 

 

রাজ্যের সমস্ত স্কুলে দশম শ্রেণী পর্যন্ত ‘বাংলা’ বাধ্যতামূলক করল রাজ্য সরকার

সোমবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে রাজ্যে সব স্কুলে দ্বিতীয় বা তৃতীয় আবশ্যিক ভাষা হিসেবে পড়ানো হবে বাংলা। রাজ্যের সব মাধ্যম স্কুলের জন্যই চালু হচ্ছে ত্রিভাষা নীতি।

এদিন তিনি বলেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের শক্তি। প্রতিটি মাতৃভাষার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এবং প্রতিটি আঞ্চলিক ভাষার গুরুত্ব আছে। আমাদের বিশ্বাস, প্রতিটি ছাত্র ছাত্রীর নিজস্ব ভাষা চয়নের স্বাধীনতা আছে। ছাত্রসমাজের স্বাধীনতা আছে তারা তাদের মতো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে যে কোনও ভাষা চয়ন করতে পারবে”।

“বাংলা, হিন্দি বা ইংরেজি, উর্দু, নেপালি, গুরুমুখী কিংবা অলচিকিকে প্রথম ভাষা হিসেবে চয়ন করলে ছাত্র বা ছাত্রীটিকে আরও দুটি ভাষাকে তাদের পছন্দমতো চয়ন করতে হবেএবং ত্রিভাষার মধ্যে বাংলা ভাষা থাকতে হবে। এই প্রক্রিয়ায় ছাত্রসমাজের পক্ষে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মানে পৌছনো সহজ হবে” মন্ত্রী বলেন।

রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে যেখানে জানা গেছে অনেক স্কুলে বাংলা ভাষা চয়ন করার কোনও সুযোগ নেই বলে অনেক অভিযোগ এসেছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তের অনুমোদন দিলে, খুব শীঘ্রই এই নিয়ম চালু করা হবে।

এই প্রসঙ্গে আজ একটি ফেসবুক পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। 

 

 

primary education

Primary education – Bengal shows the way

West Bengal is steadily coming out of the shadows of the CPM misrule in every sphere, be it education, health or industries.

The Annual Status of Education Reports 2014 (ASER) states that in the fields of reading English and Bengali and solving arithmetic at primary level, students of the State are far ahead of the National Average.

The survey was conducted among 5.70 lakh students aged between 3 and 16, from 16 thousand 497 villages of 577 districts in the country.

In the criteria where third standard students could read books of the first standard, the national average in 2012 had been 40.4 while Bengal’s average was 45.6. In the 2014 survey, the national average is 40.3 whereas the State’s average is 56.2.

In the criteria where fifth standard students could read books of the third standard, the national average in 2012 had been 48.3 while Bengal’s average was 48.9. In the 2014 survey, the national average is 48.1 whereas the State’s average is 53.1.

In the criteria where third standard students could do arithmetic like subtraction, the national average in 2012 had been 19.8 while Bengal’s average was 25.1. In the 2014 Survey, the national average has fallen to 17.3 whereas the State’s average rose to 33.0.

Incidentally, the school dropout rate among girl students has also decreased in the State after the introduction of Kanyashree project in 2012.

 

Image courtesy: The Hindu