The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.
While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”
One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.
The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.
Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.
The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.
উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের
উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”
উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।
অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।
ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।
প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।