State power department is aiming to develop the state as the power hub of the country and provide surplus power to various neighbouring countries on a large scale, power minister Sobhandeb Chatterjee said in the Assembly on Monday.
He said that the production of power has gone up in the last few years and the state government has already started providing the surplus power to Bangladesh. Now, the power department is planning to supply the power to neighbouring countries including Nepal, Bhutan. The department is also eyeing an increase of power in state in the next few years.
The power minister also claimed that Bengal ranks second after Maharashtra in terms of production of electricity without the assistance of the Centre. Power minister, on Monday, once again told the house that rural electrification work is on the verge of completion. The Minister said that his department is committed to providing quality electricity to the distant villages.
Following the Chief Minister Mamata Banerjee’s order, the power department has taken up all possible steps to ensure that the villages get the same quality of electricity as the city. The minister mentioned in the Assembly that around 14 villages are yet to be covered. The electrification work is almost done at 10 villages. The minister also said that the rural electrification work in the state would be completed by this year.
The Minister also said in the Assembly that the Centre is not allotting more money in this sector as demanded by the state government. He told the house that despite lowering of central assistance to 60 per cent from 90 per cent, the government remained committed to electricity to all.
উদ্বৃত্ত বিদ্যুৎ পার্শ্ববর্তী দেশগুলিতে বিক্রি করতে চায় রাজ্য
গ্রামীণ বিদ্যুদয়নে সংযোগ দেওয়ায় ৯৯ শতাংশের বেশি সাফল্য এসেছে রাজ্যের। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দপ্তরওয়ারি বাজেট পেশের সময় উল্লেখ করেছেন, এগারোটি জেলায় গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ হয়েছে। চলতি অর্থবর্ষেই বাকি কাজ শেষ হয়ে যাবে। উদ্বৃত্ত বিদ্যুৎ রাজ্য বাংলাদেশ, ভুটান ও পূর্ব ভারতের রাজ্যেও বিক্রি করতে চায় বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি তথ্য দিয়ে জানান, ২০১১ সালে সর্বোচ্চ চাহিদা ছিল ৪০৪১ মেগাওয়াট। চলতি বছরের জানুয়ারিতে ৬২৩১ মেগাওয়াট। আগামী দুই-তিন বছরে আড়াই হাজার মেগাওয়াট আরও বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি দাবি করেন। মন্ত্রী সোমবার বাজেট আলোচনায় বলেন, “দীনদয়াল উপাধ্যায় বিদ্যুদয়ন প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ দেওয়ার কথা। কেন্দ্র বলেছে ২০১৮ সালের মধ্যে গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ করতে। আমরা বলছি, ২০১৭ সালের মধ্যে শেষ করে দেব। সুন্দরবনের দ্বীপেও বিদ্যুতের কাজ শেষের পথে।”
শহরের মতো গ্রামেও একই ভোল্টেজ থাকবে বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, ৫৯টি গ্রামে আংশিক বিদ্যুৎ ছিল। তার মধ্যে ৪০টি তে কাজ শেষের পথে। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সাগরদিঘিতে প্রথম ‘সুপার ক্রিটিকাল’ তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে কম কয়লা প্রয়োজন, ধোঁয়াও কম নিঃসৃত হয়।
আগামী অর্থবর্ষে দশটি সাবস্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মন্ত্রী সৌরবিদ্যুতে জোর দেওয়ার কথা জানিয়েছেন। রাজ্য ৫০০ মেগাওয়াট সোলার পার্ক তৈরিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছু জমি চিহ্নিত করেছে। জমিগুলি এই প্রকল্পের উপযোগী কি না, তা বিচার করা হচ্ছে বলে মন্ত্রী জানান। পাশাপাশি বিদ্যুৎ বণ্টন সংস্থা ইকো পার্কে সোলার ডোমও বানাচ্ছে।