The inception of Trinamool Congress – Looking back at January 1, 1998

Mamata Banerjee had carried out numerous movements in the interest of the people over a period of time, but simultaneously she was realising that to take her movement ahead, she needed a separate platform to raise her voice against the barbaric rule of the CPI(M). Being with the Congress party was becoming a hindrance.

It was this idea and need which gave birth to the Trinamool Congress on January 1, 1998. In 1997, when the Congress convention was going on at Netaji Indoor Stadium, Mamata Banerjee organised an outdoor convention. She believed in working for grassroots people. She wanted to work for common people. That is why she and her compatriots chose the name Trinamool.

The time she chose was the end of the 11th Lok Sabha and the beginning of the 12th Lok Sabha. As a politician of much experience and stature, she understood that it was the right time to launch the party and feel the pulse of the electorate, as people were in admiration of her having seen her work.

Trinamool Congress was established on January 1, 1998. “A silent revolution is taking place in West Bengal. The people are on the verge of writing history… A new epoch will start”, said Chairperson Mamata Banerjee.

On the day of the inception of Trinamool Congress, Mamata Banerjee sketched the logo of the party which signifies ‘grass root’ (two saplings on the grass). She thought if the Election Commission approves the logo then she will achieve two goals: one, the launch of her party and two, of simultaneously taking the philosophy of the party and explaining to the people her deep thought behind the logo, which was the message of secularism, “Ek e brinte duti kusum, Hindu Musalman, ekjon tar noyonmoni onno ti tar pran” (two buds on the tree, Hindu and Muslim. If one of them is the eye, then the other is life).

The Election Commission did approve the logo but had also issued a stricture which read if the Trinamool Congress failed to get six-percentage of votes in the 12th Lok Sabha elections, then the pre-symbol will be cancelled. Trinamool Congress well passed the cut-off percentage and the party was born.

 

ফিরে দেখা ১লা জানুয়ারী, ১৯৯৮ – কি করে তৈরী হল তৃণমূল কংগ্রেস?

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের প্রথম থেকেই একের পর এক গণআন্দোলন করেছেন মানুষের স্বার্থে। তবে যত সময় গড়িয়েছে, তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে অত্যাচারী সিপিএম-এর নৈরাজ্য থেকে বাংলা ও বাংলার মানুষকে মুক্তি দিতে হলে তাঁর একটি পৃথক মঞ্চ চাই, যেখান থেকে তিনি তাঁর নীতি, সিদ্ধান্ত, বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যা তিনি কংগ্রেস দলে থেকে কিছুতেই করতে পারবেন না। এই চিন্তা থেকেই ১৯৯৮ সালের ১লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

১৯৯৭ সালে যখন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেস সম্মেলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন জনসমক্ষে এক পৃথক সম্মেলনের আয়োজন করেন। তিনি সবসময় তৃণমূল স্তরে সাধারণ মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী ছিলেন। এই জন্যই তিনি, ও তৎকালীন তাঁর সহ রাজনৈতিক যোদ্ধারা, নতুন দলের নাম রাখেন তৃণমূল।

১১তম লোকসভার সমাপ্তি ও ১২তম লোকসভার শুরু – এই সময়ের সন্ধিক্ষণের সময়টাই তিনি বেছে নিয়েছিলেন। অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি অনুধাবন করতে পারেন এটিই সঠিক সময় একটি নতুন রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার। তিনি এও বুঝেছিলেন, এটি সঠিক সময় সাধারণ মানুষের প্রবণতা বোঝার, কারণ অনেক দিন ধরেই প্রচুর মানুষ তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য উদগ্রীব ছিলেন।

তৃণমূল কংগ্রেস তৈরী হয় ১৯৯৮ সালের ১লা জানুয়ারি – “পশ্চিমবঙ্গে একটি নিঃশব্দ বিপ্লব শুরু হচ্ছে। মানুষ নতুন ইতিহাস তৈরির দোরগোড়ায়-এক নতুন কাল সৃষ্টি হবে”, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক আঁকেন – ঘাসের ওপর জোড়া ফুল। তৃণমূল দলটি যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেটিও প্রতিফলিত হবে এই প্রতীকে। ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।’ এই ছিল এই প্রতীকের বার্তা।

নির্বাচন কমিশন এই প্রতীকটি অনুমোদন করে, কিন্তু, একটি শর্ত দেয়, আগামী লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস যদি ৬শতাংশ ভোট না পায়, তাহলে এই প্রতীক বাতিল করে দেওয়া হবে। তৃণমূল খুব সহজেই এই বাধা অতিক্রম করে এবং জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

Present Budget after 8 March and pass it before 31 March: Trinamool Congress

Trinamool Congress, INC, SP, BSP, JDU, RJD and some other Opposition parties held a meeting with the Election Commissioner at 11am. The Subject of the meeting was that the Union Budget date too close to the Assembly polls in Uttar Pradesh, Manipur, Punjab, Uttarakhand and Goa.

Three MPs from Trinamool Congress including party Chief National Spokesperson and Leader of the party in Rajya Sabha, Derek O’Brien, Lok Sabha MPs Dinesh Trivedi, Saugato Roy were part of Opposition party delegation to meet Election Commissioner in Delhi.

Trinamool’s statement after the meeting:

Today an 11 member delegation of 15 to 16 Opposition parties met the Election Commission. The simple solution is to present budget after 8 March and pass it before 31 March. That is the fair way to do it.

– Derek O’Brien, Chief National Spokesperson and Leader of the Parliamentary Party, Rajya Sabha

 

 

৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়া হোকঃ তৃণমূল কংগ্রেস

আজ সকাল ১১টায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, এস পি, বি এস পি, জে ডি ইউ, আর জে ডি সহ বেশ কিছু বিরোধী দলনেতা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। সামনেই পাঁচ রাজ্যের (উত্তর প্রদেশ, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া) নির্বাচন। ইউনিয়ন বাজেটের দিন নির্বাচনের খুবই কাছে এই প্রসঙ্গেই তারা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন তিনজন সাংসদ – দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা ডেরেক ও ব্রায়েন, লোকসভার দলনেতা দীনেশ ত্রিবেদী, সৌগত রায়।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের বিবৃতিঃ

আজ আমরা ১৫-১৬ টি বিরোধী দলের মোট ১১ জন সদস্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি। আমাদের কাছে একটি সহজ সমাধান আছে। ৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়াই হল । এটাই সবচেয়ে ভাল উপায়।

– ডেরেক ও ব্রায়েন, দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা

 

BJP destroying culture of Bengal : Sudip Bandopadhyay

Leader of the party in Lok Sabha Sudip Bandopadhyay lashed out at the BJP during a press conference held at the Trinamool Bhavan on 24 May, 2016. He condemned the language used by the BJP State President and said that he is spreading canards, thus putting a black mark in the culture of Bengal.

He pointed out that the 46 AITC MPs in both the Houses of the Parliament are free to move at their will in the capital city and the Trinamool Congress will inform the Speakers of both the Houses about the threats made by the BJP State President. He said that the President of India will also be informed about the remarks made by the BJP State leadership.

Trinamool Secretary General Partha Chatterjee said that several BJP leaders in Bengal are trying to foment trouble in the State.

 

বাংলার সংস্কৃতি নষ্ট করছে বিজেপি: সুদীপ বন্দ্যোপাধ্যায়

গতকাল তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “উনি যে ভাষায় কথা বলছেন তাতে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে, বাংলার চারদিকে উত্তেজনা ছড়াচ্ছে”।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট ৪৬ জন সাংসদ রয়েছেন। তৃণমূল কংগ্রেস এই বিষয়টি লোকসভা ও রাজ্যসভার স্পিকারকে জানাবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ফিরলে তাকেও বিষয়টি জানানো হবে এবং তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন বিজেপির কিছু নেতারা বাংলায় উত্তেজনা তৈরির চেষ্টা করছেন।

Narada: Trinamool to dig out which political opponents plotted this vendetta, also starts internal probe

Statement by Partha Chatterjee, Secretary General of  West Bengal Trinamool Congress:

On Narada tapes

The EC has not yet reacted to the Narada sting operation. The manner in which a section of the media is indulging in a smear campaign, without verifying the authenticity of the tapes, only shows that they are trying to help the Opposition who have no mass support. The same media is running the tapes and then saying ‘they cannot verify the authenticity of the tapes.’ The timing of release of the tapes shows this is nothing but political vendetta by our opponents.

The party will conduct an internal inquiry and also probe the role of some senior leaders of the Congress, the CPI(M) and the BJP, who might have been involved with the sting operation. If anyone is found guilty, appropriate action will be taken against them.

Under the leadership of Mamata Banerjee, a surge of development has been unleashed in Bengal. Through these stings, our political opponents are trying to divert the attention of the people and influence the outcome of the elections. Without verifying the tapes how can they conduct discussions every evening? We strongly condemn such acts.

We have also received several sting tapes against Opposition leaders. But Trinamool does not believe in the politics of vendetta. We will not use them just to sail through the election season.

Flyover tragedy: CPI(M) General Secretary of CPI(M) must answer

The All India General Secretary of CPI(M) must clarify about his associations with the company that was constructing the flyover near Ganesh Talkies. Is it true that that company got the contract for this project because of those connections? Who are the associates of this company? Who manipulated the contract in favour of the accused company? We demand an answer.

On violence unleashed by CPI(M)-Congress

The manner in which Md Salim and Surjyakanta Mishra threatened to unleash violence in Bengal, the death of our party worker Jaydeb Jana in Sabang is a result of those threats. CPI(M) and Congress have jointly killed him in cold blood.

We have been informed by the district leadership that Manas Bhunia, who was once seen running away from CPI(M) cadres with his dhoti in hand, and who sought protection from Buddhadeb Bhattacharjee, is involved in this political murder. We demand the arrest of Manas Bhunia.

The CPI(M) and the Congress are trying to bring back the dark days of violence and terror but we will not allow them to succeed in their devious mission. We have witnessed bloodshed and violence in Singur, Netai, Nandigram and in many other places. They even attempted to assassinate Mamata Banerjee. But we did not give in. Even now we will not bow down to their tactics.

The people of Bengal have reposed their trust on Mamata Banerjee and we will fulfil our commitments to the people.

 

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি 

স্টিং অপারেশন

আমরা নারদা কাণ্ড নিয়ে নির্বাচনের কমিশনের কোন নড়াচরা দেখছি না। সংবাদপত্রের একাংশ যেভাবে নারদা কাণ্ড নিয়ে যেভাবে নোংরামি করছে তার প্রেক্ষাপটে এই কথা জানাতে চাই যে এই নারদা কাণ্ডের এপিসোড শুধুমাত্র নির্বাচনী বৈতরণিতে জনভীতহীন বিরোধীদের হাত কে শক্ত করার জন্য। যখন আমাদের দলের নাম ঘোষণা হয়ে গেছে, আমরা দল হিসেবে ব্যস্ত, ঠিক তখনই এই ধরণের একটি কাণ্ড নিয়ে বাজার গরম করার প্রবণতা দেখা দিচ্ছে।

স্টিং অপারেশনের সত্যতা যাচাই না করেই দেখানো হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে ব্যস্ত ছিলাম, আছি, আর ৫ই মে অবধি থাকব, তাই আমরা ঠিক করেছি দল হিসেবে আমরা দলের অভ্যন্তরীণ তদন্ত করব। কেউ যদি দোষী হয়ে থাকে তাহলে দল পদক্ষেপ গ্রহণ করবে।

এক পক্ষ টাকা নিয়েছে। আরও তিন পক্ষ আছে। এটাও আমাদের অভ্যন্তরীণ তদন্তে থাকবে। অনেকের নাম এর মধ্যে এসে পড়েছে – অন্যান্য দলের কিছু নেতারাও এর সঙ্গে জড়িত ছিলেন কিনা আমরা আমাদের দলীয় তদন্তে দেখব।

স্টিং অপারেশনের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিকে এই জাতীয় নারদ কাণ্ড দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সত্যতা যাচাই না করে প্রতিদিন সন্ধ্যায় নির্বাচনকে প্রভাবিত করার এই চেষ্টার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই।

আমাদের কাছেও অনেকে বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে স্টিং অপারেশনের সিডি পাঠিয়েছেন। আমাদের নেত্রী মনে করেন রাজনীতিতে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা উচিত। আমরা এ ধরণের নোংরা খেলা খেলব না।

উড়ালপুল

সিপিএমের সর্বভারতীয় সম্পাদক খোলসা করে বলুন,গনেশ টকিজের সামনে যে উড়ালপুল ভেঙ্গে পড়ল সেই নির্মাণকারী সংস্থার সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা এবং সেই যোগাযোগ থাকার ফলেই তাদের বরাত দেওয়া হয়েছিল কিনা। নির্মাণকারী সংস্থা কাদের দোসর? কাদের অঙ্গুলিলেহনে এই বরাত তাদের ভাগ্যে জুটেছিল?

সবং- কাণ্ড

যেভাবে মহম্মদ সেলিম, সূর্য মিশ্র-রা বদলার রাজনীতির হুঙ্কার দিয়েছেন, ইতিমধ্যেই বাংলাকে রক্তাক্ত করবার হুমকি দিয়েছেন, তারই ফল হিসেবে,কংগ্রেস-সিপিএম-এর যৌথ হুঙ্কারে আমাদের এক প্রিয় কর্মীকে সবং-এ নৃশংসভাবে খুন করা হয়েছে।

আমরা জেলাস্তর থেকে যা জেনেছি, এই ঘটনার পিছনে বুদ্ধবাবুর মানসপুত্র, যাকে ধুতি খুলে দৌড়তে দেখা গিয়েছিল, যিনি বুদ্ধবাবুর শরণাপন্ন হয়েছিলেন, তার নাম জড়িয়ে পড়েছে। মানাস ভুইঁয়া-কে কেন গ্রেপ্তার করা হবে না? আমরা এই দাবি জানাচ্ছি।

সিপিএম-কংগ্রেস, যারা খুনের রাজনীতি আবার শুরু করার চেষ্টা করছিলেন, যারা হুঙ্কার দিলেন, তাদের মদতেই জয়দেব জানা-কে প্রাণ দিতে হলো।

আমরা মানস ভুইঁয়ার গ্রেপ্তারের দাবি জানাই।  আমি নিজে সবং যাচ্ছি। জয়দেবের পরিবারের পাশে থাকব।

খুনের রাজনীতি ফিরিয়ে আনার যে চেষ্টা সিপিএম-কংগ্রেস করছে, তা আমরা প্রতিহত করব। ৩৪ বছরে নেতাই হয়েছে, সিঙ্গুর হয়েছে, নন্দীগ্রাম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়-কে খুনের চেষ্টা হয়েছে। আমরা মাথানত করিনি। খুনের কাছে মাথানত নয়।  মমতার উপর ভরসা করে বাংলার মানুষ রায় দিয়েছে। মানুষ সিপিএম-কংগ্রেস-কে সমর্থন করবে না।

 

Statement by Trinamool Congress at 11:15 AM

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson

Woke up to the sad news of the cold-blooded, political murder of my co-worker Joydeb Jana in Sabang. The CPI(M), Congress and the BJP have more blood on their hands.

Have spoken to my colleagues in West Midnapore district. They confirm that the murder was done without any provocation. The Congress, CPI(M) and the BJP know their campaign is having no impact on the ground. Hence they are resorting to ‘bloody tactics’ of vendetta.

Law and order is under the Election Commission. This is not the first murder. Eight Trinamool workers have been murdered in the last few weeks.

The local Congress candidate Manas Bhuniya lodged a complaint against Joydeb Jana a few days ago. Even as late as yesterday he was conducting enquiries, following up and plotting the murder. All evidence points to the fact. We demand he be booked as an accused in the case.

Suvendu Adhikary, Partha Chatterjee, Dev will be present for the last rites of Joydeb Jana.

For three decades CPI(M) did not allow free and fair elections. Many Trinamool (and Congress) workers were killed under their watch. Yet the Congress has entered into an alliance with them. They have no respect for democracy.

People of Bengal want free, fair and peaceful elections. That’s what Mamata Banerjee has given them since 2011.

 

জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বিবৃতি

সবংয়ে আমাদের দলের সহকর্মী জয়দেব জানার মর্মান্তিক মৃত্যুর খবরে আজ সকালে ঘুম ভাঙল। সিপিএম-কংগ্রেস ও বিজেপির হাত এখন আরও রক্তাক্ত।

আমি পশ্চিম মেদিনীপুর জেলার আমার সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা আমায় জানিয়েছেন বিনা প্ররোচনায় এই খুন করা হয়েছে। কংগ্রেস-সিপিএম-বিজেপি জানে যে তাদের প্রচার হালে পানি পাচ্ছে না। তাই তারা মরিয়া হয়ে ‘রক্তের রাজনীতি’ তে মেতে উঠেছেন।

রাজ্যের আইন শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের দায়িত্বে। এটাই প্রথম খুন নয়। গত কয়েক সপ্তাহে আমাদের ৮ জন দলীয় কর্মী খুন হয়েছেন।

কয়েকদিন আগে লোকাল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া জয়দেব জানার আগে একটি অভিযোগ দায়ের করেন। এমনকি গতকালও উনি খোঁজখবর নিচ্ছিলেন এবং খুনের পরিকল্পনা করছিলেন। সব তথ্য প্রমাণ অনুযায়ী অভিযোগের তির অনার দিকেই উঠছে। আমাদের দাবি এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ওনাকেই চিনহিত করা হোক।

শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জি, দেব এবং মুকুল রায় জয়দেব জানার শেষকৃত্যে উপস্থিত থাকবেন।

তিন দশক ধরে সিপিএম অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হতে দেয়নি। তাদের আমলে প্রচুর তৃণমূল (ও কংগ্রেস) কর্মী খুন হয়েছেন। আজ সেই কংগ্রেসই সিপিএমের সঙ্গে জোট করেছে। ওদের গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা নেই।

বাংলার মানুষ অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন চায়, যা মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে বাংলার মানুষকে দিয়ে এসেছে।

West Bengal polling dates announced

The polling dates for the 2016 Assembly elections in West Bengal were announced by the Election Commission at a press conference in New Delhi today. The current Assembly session ends on May 29.

The polling dates for all the 294 seats was announced by the Election Commission. As per the schedule announced, the election would be held in six phases.

The details of the phases are as follows:

Assembly_2016_Dates_Ed

 

According to the West Bengal State Election Commission, the State has over 6.5 crore voters. There has been a net addition of over 20.5 lakh voters, resulting in a 3.23% increase in their number.

The percentage of new voters in the 18-19 year age group is 3.17.

Significantly, the gender ratio in West Bengal has improved to 933, that is, 933 female voters for every 1000 male voters. The population-voter ratio stands at 0.68%.

The total number of polling stations to be set up is 77,247.

 

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা হল

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভার নির্বাচনের দিন ঘোষিত হল। আজ নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন ইলেকশন কমিশনার। ২৯শে মে শেষ হবে বিধানসভা নির্বাচন।

২৯৪ টি আসনের নির্বাচনী তারিখ ঘোষণা করলেন ইলেকশন কমিশনার। ৬ দফায় নির্বাচন হবে পশ্চিমবাংলায়।

তালিকাটি নিম্নলিখিত:

Assembly 2016_Dates_Bengali_Ed

 

ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলায় মোট ভোটার সংখ্যা ৬.৫ কোটি। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৩.২৩% বা নতুন ভোটার সংখ্যা ২০.৫ লাখ। ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার ৩.১৭ শতাংশ।

তাৎপর্যপূর্ণভাবে, পশ্চিমবঙ্গে নারী- পুরুষ অনুপাত এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩:১০০০ এবং জনসংখ্যা ও ভোটার অনুপাত এখন ০.৬৮%।

মোট ৭৭,২৪৭টি নির্বাচনী বুথ তৈরি করা হবে।

 

Trinamool thanks people for peaceful KMC polls

People of Kolkata today came out in large numbers to vote for the Kolkata Municipal Election 2015. Long queues could be observed in front of the polling booths of all the 144 wards.

59.2% polling was recorded till 3 PM; the figure is expected to rise as people were waiting in queues at several polling booths.

Trinamool Secretary General Partha Chatterjee, Trinamool Youth Congress President Abhishek Bandyopadhyay and Chief National Spokesperson & Leader of the party in Rajya Sabha, Derek O’Brien conducted at a post-poll press conference at Trinamool Bhavan.

 

Highlights of Partha Chatterjee’s statement:

• The polls today were peaceful, free and fair. We thank the people of Kolkata, we thank the administration for conducting peaceful polls.

• Few sections were trying to spread canards. The long queues at polling stations answered such propaganda.

• People have voted fearlessly. We thank them for that. Our aim is to further speed up the process of development.

• We have witnessed rigging and terror in the past elections. This time they were peaceful. Administration deserves credit.

• The Opposition was banking on a few stray incidents to paint a bad picture. Their hopes have been dashed by peaceful polls.

• The Opposition should work with us for the development of Bengal. But they want to derail Ms Mamata Banerjee’s agenda of progress.

 

Highlights of Derek O’Brien’s statement:

  • Thank you Kolkata for voting peacefully. Opposition parties know they are going to lose. So they are suffering from ‘excus-itis’.
  • Mentored by WB CM, a lot of good work has been done by KMC in the last 5 years. We are confident people will bless us abundantly.