Eggs to be sold at Rs 6 at ‘Sufal Bangla’ outlets

The state government is taking all possible steps to make eggs available at the government outlets of Animal Resource Development department and Sufal Bangla’s static stalls in the city.

The state has decided to sell eggs at a fixed price of Rs 6 per egg at all government stalls. Six static Sufal Bangla outlets in the city will start selling eggs from Monday.

It may be mentioned that the State Government is now focussing on becoming self-sufficient in egg production; the government has started an incentive scheme for the same.state government has given 60 lakh chicks as incentives.

‘সুফল’ স্টলগুলিতে ৬ টাকা দামে পাওয়া যাবে ডিম

ডিমের দামকে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷ পশ্চিমবঙ্গ সরকারের ‘সুফল’ স্টলগুলিতে ৬ টাকা দামে এবার পাওয়া যাবে ডিম ৷

সোমবার থেকেই রাজ্যের সমস্ত সুফল স্টলগুলিতে ৬ টাকা দামে ডিম মিলবে বলে জানিয়েছেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী৷

প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রে খবর, ভবিষ্যতে ডিম আমদানি কমিয়ে উৎপাদনে জোর দেওয়া হবে। ১০ হাজার মুরগির বাচ্চা পালন করলে ৮ লক্ষ টাকা ইনসেনটিভ দেওয়া হবে।

Nothing wrong with eggs in Bengal: CM

Following the anxiety of the public over the issue of “artificial eggs” having plastic-like quality, Chief Minister Mamata Banerjee has encouraged people of Bengal to consume eggs with any fear.

“I had a discussion with the Bengal poultry foundation. I have given them the responsibility to label eggs produced in Bengal. Bengal produces 80 lakh eggs. There is no problem with eggs produced in Bengal. Just check that they should be Bengal eggs,” she said.

The CM said action will be taken if something is discovered. “We will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens,” she said.

 

বাংলার ডিম নির্ভয়ে খান: মুখ্যমন্ত্রী

প্লাস্টিক ডিম নিয়ে রাজ্য তোলপাড়। এই অবস্থায় অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। সোমবার খড়্গপুরের জনসভায় তাঁর ঘোষণা, ‘‘বাংলার ডিমে কোনও সমস্যা নেই। বাংলার ডিম নির্ভয়ে খান।’’

মুখ্যমন্ত্রী বলেন, “আদৌ প্লাস্টিক ডিম হয় কি না, কোনটাকে প্লাস্টিক বলা হচ্ছে, এটা আমাকে একটু দেখে নিতে হবে। বাইরে থেকে যে ডিম আসছে তা একটু দেখে নিতে হবে। সব দিক দেখে নিতে আরও তিন-চার দিন সময় লাগবে।”

রাজ্যের ডিম যাতে সহজে চেনা যায়, সে জন্য দোকানিদের ‘বাংলার ডিম’ লেখা সাইনবোর্ড ঝোলানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ম্যাগি-বিতর্ক টেনে তিনি বলেন, “যখন ম্যাগি নিয়ে খুব অভিযোগ উঠল, সবাই ভয়ে ম্যাগি খাওয়া বন্ধ করে দিল। পরে জানলাম, রাজ্যে এ নিয়ে কোনও অভিযোগ হয়নি।“ তবে প্লাস্টিক ডিমের বিষয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সন্দিহান। তাঁর কথায়, “আমি জানতে চেয়েছিলাম, এটা কে রটালো? আমার কাছে যতদূর খবর, তাঁরা না কি বাংলার নয়।”