After hospitals, private educational institutions on Mamata Banerjee’s radar

After dealing with private hospitals, next on Chief Minister Mamata Banerjee’s radar are private educational institutions.

“There are a lot of good private schools, colleges and universities but some of them charge so much in terms of fees and donations. Those who can pay up, I have nothing to say but I believe there should be some control without interfering in their autonomy,” Mamata Banerjee said at the state Assembly on Friday.

She said that after the ongoing board exams were over, she would convene a meeting. “Madhyamik exams are on. Then there will be the higher secondary (exams), followed by the ICSE and the CBSE. After the board exams, I will ask the education minister to call authorities of the private educational institutions. They provide education to youngsters who are our future. I will ask authorities of these educational institutions to chalk out a plan so that we can formulate a policy based on that,” she said.

 

বেসরকারি হাসপাতালের পর এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নজর মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যের পর এবার মুখ্যমন্ত্রীর নজর বেনিয়মে চলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। বেসরকারি হাসপাতালের যথেচ্ছাচার নিয়ন্ত্রণে বিল পেশের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এ কথা।

শুক্রবার স্বাস্থ্য-বিল নিয়ে বক্তব্য রাখতে উঠে শিক্ষার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও মনে করি, অনেক প্রাইভেট স্কুল খুব ভাল। তবে কেউ কেউ এত বেশি চার্জ নেয়, এত বেশি ডোনেশন নেয়, কোথাও একটা নিয়ন্ত্রণ থাকা দরকার।” পরীক্ষা-মরশুম মিটলেই তিনি বেসরকারি স্কুল-কলেজের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাঁদের পরামর্শ নিয়েই নির্দিষ্ট নীতি তৈরি করতে চান তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, “এতে ভবিষ্যৎ প্রজন্মের ভাল হবে। ভাল ভাল ছেলে মেয়ে তৈরি হবে। মাধ্যমিক শেষ হয়েছে। উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই রয়েছে। পরীক্ষা শেষ হয়ে গেলেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। ওঁদের বলব, আপনারাই বলুন, কী করা উচিত। দেখতে হবে, কারও যেন অসুবিধা না হয়।” স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই নির্দিষ্ট নীতি তৈরি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা বা নেপালির মতো আঞ্চলিক ভাষাকে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই সমস্ত স্কুলে যাতে বাংলা বা আঞ্চলিক ভাষা পড়ানো হয়, সেদিকে নজর দেবে প্রশাসন।

Bengal to focus on girl, EWS students: Partha Chatterjee

Bengal government will lay special emphasis on progress and welfare of girl students and those coming from economically weaker sections of the society, state Education Minister Partha Chatterjee said.

“We will give special focus on girl students and those coming from the economically weaker sections (EWS). The government will also look into excellence in education as well as employability of the passing out students,” he said at the 10th convocation of St Xavier’s College.

He added, “I will also request all the universities to undertake a review of their curricula and to take steps to meet today’s requirements and also to interact with industrial houses.”

 

অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকারঃ পার্থ চট্টোপাধ্যায়

অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার অগ্রগতি ও কল্যানের জন্য তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেন্ট জেভিয়ার্স কলজের সমাবর্তন অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী বলেন, যেসকল ছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে (EWS) তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের দিকেও নজর দেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

তিনি আরও বলেন আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করব তাদের পাঠক্রম নিয়ে পর্যালোচনা করার এবং বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং শিল্প সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য।

 

Bengal Govt to give away Siksha Ratna awards today

With the inspiration of Mamata Banerjee, the Hon. Chief Minister of Bengal, on the occasion of Teachers’ Day, successful teachers will be conferred with Siksha Ratna awards.

The top school will be honoured with the ‘Best School 2016’ award.

Education Minister Partha Chatterjee will be present at the event to be held at Nazrul Mancha at 1 PM.

After coming to power in 2011, Mamata Banerjee started the tradition of honouring teachers on the occasion of Teachers’ Day.

It may be mentioned that in the last five years, 46 new colleges, 15 new universities have been set up by the Bengal government. Around 3 lakh seats have been created in higher education. 2500 primary and 3500 middle schools have been set up and 1815 high schools have been developed.

 

আজ ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দিল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষক দিবস উপলক্ষে আজ কৃতি শিক্ষক শিক্ষিকাদের ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দেওয়া হল।

শীর্ষস্থানে থাকা স্কুলগুলিকে ‘সেরা বিদ্যালয় ২০১৬’ সম্মাননা দেওয়া হল।

আজ নজরুল মঞ্চে দুপুর ১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষক দিবসে শিক্ষকদের পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, গত পাঁচ বছরে রাজ্য সরকার ৪৬ টি নতুন কলেজ, ১৫টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ৩ লক্ষ আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ২৫০০টি প্রাইমারি, ৩৫০০টি মিডিয়াম স্কুল স্থাপন করা হয়েছে এবং ১৮১৫টি উচ্চমাধ্যমিক স্কুল উন্নীত করা হয়েছে।

 

WB CM inaugurates Purulia Govt Engineering College

West Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative meeting at Purulia district today. During the meeting, she inaugurated a government engineering college at Purulia. This is the first government engineering college in the State in the last 20 years.

The college would have all the required infrastructure (academic block, administrative block, student activity centre, separate hostels for boys and girls among other things). Eighty one teachers and 31 non-teaching staff will be recruited for the college.

Affiliated to Maulana Abul Kalam Azad University of Technology, Purulia Government Engineering College will offer graduate-level courses in civil engineering, mechanical engineering, electrical engineering, Computer Science engineering, electronics and communication engineering.

Classes for the first batch will commence on 10 August with 300 students selected via West Bengal Joint Entrance Examination.

The Chief Minister addressed a press conference after the administrative revie meeting.

Highlights of her speech:

  • Major roads are being constructed in Bankura and Purulia at a cost of Rs 340 Cr, it will benefit people hugely
  • A major industrial corridor is coming up between Amritsar and Kolkata, this will connect Purulia and Bankura as well
  • Out of 12 Kisan Bazars, 6 are ready in this district which will be inaugurated tomorrow
  • We have started youth hostels, cottages and roadways in the Ayodhya Hills area, this will boost tourism in the region
  • We also held discussions on all the social schemes such as Kanyashree, Khadya Sathi, Shikshashree and other schemes

 

আজ পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আজ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠককালে তিনি পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। গত ২০ বছরে এটি রাজ্যের প্রথম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।

কলেজ সব প্রয়োজনীয় অবকাঠামো (একাডেমিক ব্লক, প্রশাসনিক ব্লক, ছাত্র কার্যকলাপ কেন্দ্র, ছেলেদের এবং অন্যান্য বিষয়ের মধ্যে মেয়েদের জন্য আলাদা হোস্টেল) রয়েছে। আশি জন শিক্ষক এবং ৩১ জন স্টাফ কলেজের জন্য নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩০০জন শিক্ষার্থী নিয়ে ১০ই আগস্ট প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

 

এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ৩৪০ কোটি টাকা ব্যয়ে অনেক রাস্তা তৈরির প্রকল্প নেওয়া হয়েছে, এগুলি সম্পূর্ণ হলে মানুষের অনেক উপকার হবে

অমৃতসর ও কলকাতার মধ্যে একটি শিল্প করিডর তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে বাঁকুড়া ও পুরুলিয়াকেও যুক্ত করা হবে

১২ টি কৃষক বাজারের মধ্যে ৬টির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, এগুলি আগামীকাল উদ্বোধন করা হবে

অযোধ্যা পাহাড় এলাকায় আমরা যুব আবাস, কটেজ এবং রাস্তা তৈরি করছি যার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে

শিক্ষাশ্রী, কন্যাশ্রী, খাদ্য সাথী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে

 

Bengal best in child care and education, says UNICEF report

The UNICEF annual flagship publication, ‘The State of the World’s Children Report,’ has lauded West Bengal yet again, this time for its effort to spread education among children.

The report has found the early child care and education in Bengal the best in the country. The state has also received applause for ensuring children’s access to school, through the different schemes and implementation of Right to Education Act. This is reflected in the near-universal enrolment in primary education and the steady decrease in numbers of out-of-school children in the state.

The UNICEF report has found the Kanyashree scheme of the state government (ensuring financial benefit to the poor families if the girl child is allowed to study till 18 years of age) particularly beneficial.

“Globally, cash transfers, for example, have been shown to help children stay in school longer and advance to higher levels of education. In West Bengal, Kanyashree has not only ensured that many more girls stay in school and complete their education but also have save many children from early marriages,” the report said.

Speaking at the launch of the report, Dr Shashi Panja, minister of state for women and child welfare and social welfare, said, “We talk about children, we say they are our future but when it comes to budget allocation we do not do much. Thankfully in Bengal, the government has political will. We are glad that 90% of children in Bengal are enrolled in schools what we needed to ensure is retention and education till they are adults. Thankfully, Kanyashree scheme has done that.”

“Be it right to education or right to food the laws are in place we now need to ensure that everyone gets access to them,” Dr Panja said.

 

ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী শিশু সুরক্ষা ও শিশু শিক্ষায় সেরা বাংলা

আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফের রিপোর্টে শিশুশিক্ষায় প্রথম স্থান দেওয়া হল পশ্চিমবঙ্গকে। ‘দি স্টেট অব দি ওয়ার্ল্ড চিলড্রেন ২০১৬—এ ফেয়ার চান্স ফর এভরি চাইল্ড’ রিপোর্ট অনুযায়ী শিশুদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় সফল পশ্চিমবঙ্গ।

রিপোর্টে অনুযায়ী, সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঠিক রূপায়ণ এবং শিক্ষার অধিকার আইনের মাধ্যমে সব স্তরের শিশুদের মধ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এ রাজ্য।

ভূয়সী প্রশংসা পেয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীও। বলা হয়েছে, আর্থিক অনুদানের ফলে শিশুকন্যাদের স্কুলশিক্ষা আরও বেশিদিন স্থায়ী হচ্ছে। তারা উচ্চশিক্ষার দিকে বেশি করে এগিয়ে যাচ্ছে। আরও বেশি বেশি করে মেয়েরা স্কুলে যাচ্ছে এবং বাল্যবিবাহের সংখ্যাও উল্লেখজনকভাবে কমে গিয়েছে। সবমিলিয়ে স্কুলে অন্তর্ভুক্তির হার প্রায় ১০০ শতাংশ ছুঁয়েছে। ড্রপ আউটের সংখ্যাও কমে গিয়েছে।

ডঃ শশী পাঁজা এদিন বলেন, আমরা শিশুদের সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা বলি তারা আমাদের ভবিষ্যৎ কিন্তু তাদের জন্য কোন বাজেট বরাদ্দ করা হয়। সৌভাগ্যক্রমে বাংলা  সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে এ ব্যাপারে।

আমরা আনন্দিত যে, বাংলায় ৯০% শিশু স্কুলে ভর্তি হয়েছে এবং তারা তাদের শিক্ষা সম্পূর্ণ করছে। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যাতে সকলে শিক্ষার অধিকার ও খাদ্য সুরক্ষা পায়।

primary education

Swings, see-saws to be installed in state-run primary schools in Bengal

The West Bengal Government has decided to provide swings to all primary schools that have a playground of their own. Schools without playgrounds, on the other hand, will be given sports equipments.

State Education Minister Partha Chatterjee made the announcement in the Assembly on Monday. The initiative has been taken to give opportunity to the students to have healthy physical activity, besides studying at the primary level.

It has been found that many students at the primary level tend to become obsessed about studies, as a result of which they do not participate actively in sports. The step taken by the state education department could help in promoting physical fitness among the students.

Facilities like swing sets and see-saws, which are usually available in private schools, will now be present in state-run primary schools as well. The move will encourage students to indulge more in physical activity during recess and also to be present in schools on all the working days.

Those schools which have their own playground may apply to get swings and see-saws and the education department will take necessary steps on an immediate basis. The education department has already started the process of procuring swings.

On the instructions of the Chief Minister Mamata Banerjee, the education department had given shoes to the students of state-run primary schools. On the way to Mati Utsav in Burdwan, the Chief Minister had seen from her car that some students were returning from school without shoes. After seeing this, she talked to the state Education Minister Partha Chatterjee over phone from the spot and enquired about the project under which students of all state-run primary schools were supposed to get shoes.

In the past five years, the state government has taken several steps to improve the basic infrastructure of the school buildings, besides giving stress on improving the quality of education in state-run schools. Around 35,940 toilets were constructed in schools in the past four years, of which around 9,246 are boys’ toilet and 26,294 are for girls.

Moreover, steps have also been taken to ensure cleanliness in schools, proper distribution of mid-day meals and cleanliness of students’ school uniform. A team will be formed which will visit the schools in the state for inspection to ensure the same.

প্রাইমারি স্কুল পড়ুয়াদের দোলনা, স্লিপ উপহার দিচ্ছে রাজ্য সরকার

প্রাইমারি স্কুল পড়ুয়াদের আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য  কন্যাশ্রী, জুতো, সাইলেকের পর এবার স্কুলেই বিনোদন পার্কের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ যে সমস্ত স্কুলে ফাঁকা জমি কিংবা খেলার মাঠ আছে সেখানে এই খেলাধুলার সরঞ্জামগুলি রাখতে পারবে কর্তৃপক্ষ৷

সোমবার বিধানসভায় একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও শরীর চর্চার জন্য রাজ্য সরকারের এই অভিনব পদক্ষেপ।

আর এই সমস্ত খেলার সরঞ্জাম শিশুদের কাছে খুবই আকর্ষণীয়৷ এগুলি স্কুলে আসার প্রতি শিশুদের আকর্ষণ ও পড়াশোনা করার উৎসাহ আরও বাড়াবে৷ কমবে স্কুলছুট৷

বেসরকারি স্কুলগুলির মত রাজ্যের প্রাথমিক স্কুলের মাঠ কিংবা ফাঁকা জমিতে এবার থেকে রাখা হবে দোলনা, স্লিপ কিংবা সি-স-র মতো একাধিক খেলাধুলার সরঞ্জাম৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে স্কুলশিক্ষা দফতর৷ জারি হচ্ছে নির্দেশিকা৷ দ্রুত ওই নির্দেশিকা প্রাথমিক স্কুলগুলির কাছে পাঠানো হবে৷

গত পাঁচ বছরে স্কুলের পরিকাঠামো এবং শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। গত পাঁচ বছরে স্কুলগুলিতে প্রায় ৩৫,৯৪০টি টয়লেট তৈরি হয়েছে এর মধ্যে ৯,২৪৬টি ছেলেদের এবং ২৬,২৯৪টি মেয়েদের।

তাছাড়া, ছাত্রছাত্রীদেরদের স্কুল ইউনিফর্ম, স্কুলগুলির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মিড ডে মিল ইত্যাদি বিবিধ ব্যবস্থা নেয়া হয়েছে। রাজ্যের বিদ্যালয়গুলি পরিদর্শনের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

Schools, colleges and universities to get virtual classrooms

The state government has decided to introduce “virtual classrooms” in universities, colleges and schools. State Finance Minister Dr Amit Mitra said in the Assembly that the initiative has been taken to let students, even from the remotest part of the state, access information related to education and developments taking place in this sector across the globe.

They will be provided high speed internet connectivity capable of handling live streaming of videos. There will also be facility for projection and audio system for better viewing of the facts. The project will come up at a cost of Rs 100 crore. “This is one of the dream projects of the Chief Minister Mamata Banerjee,” said Dr Mitra.

Explaining the usefulness of the project, Dr Mitra said that a student in a village does not get the opportunity to interact with an expert in a particular subject from the city. However, with the introduction of the e-classrooms, he or she can even interact with educationists and experts from educational institutions abroad.

Partha Chatterjee, the state education minister, said that e-classrooms will be set up in 732 state-aided universities and government colleges and 2000 secondary schools in the first phase. There will be two e-classes in every institution.

 

The image is representative

Free WiFi service in Bengal colleges soon

To make the students in the State more tech-friendly, the West Bengal Higher Education department has decided to launch free WiFi service in all government colleges in the State.

In the first phase, the service would be launched in 60 government colleges, the Education Minister, Partha Chatterjee said.

The government has already allotted funds worth Rs 25 crore to the University of Calcutta for developing the required infrastructure. After Sabuj Sathi cycles, Kanyashree scholarship, free shoes in primary schools, the free WiFi service in colleges is another feather in Bengal’s cap.

Admission procedure in colleges across the State are carried out online now.

 

সব কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে রাজ্য

উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের তথ্যপ্রযুক্তিমুখী করার পাশাপাশি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য সমস্ত সরকারী কলেজে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্যত সরকার।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “প্রথমে ৬০টি কলেজে এই পরিষেবা দেওয়া হবে।

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়কে সরকারের তরফে এই পরিকাঠামো তৈরির জন্য ২৫ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী স্কলারশিপ, প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে জুতা প্রদানের পর কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা অর্থাৎ বাংলার মুকুটে যুক্ত হল আরও একটি পালক।

সারা রাজ্যের সব কলেজে বর্তমানে অনলাইনে ভর্তির পরিষেবা চালু হয়ে গেছে।

WB CM directs Education Dept to prepare vision document for the next five to ten years

West Bengal Chief Minister Mamata Banerjee last Monday reviewed the performance of the State Higher and Primary Education Departments and asked Education Minister Partha Chatterjee to prepare a vision document for the next five to ten years. Joint secretaries of the Education Department were also present in the meeting.

During the review meeting, the Chief Minister asked the Department to lay stress on quality of education, use technology and improve teaching methodologies.

Later, the Education Minister said the rate of admission to graduate-level courses has increased to 17.5%. “The rate of admission was 11% earlier and now it has increased to 17.5%. The national average is 21% and we want to achieve that,” he said.

Overall there has been an increase of four lakh graduates and 36,000 engineering students in the state, the Minister said adding that both students and seats have increased both in higher education and at the Madhyamik level.

 

শিক্ষা দপ্তরকে আগামী দশ বছরের ভিশন ডকুমেন্ট তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে শিক্ষার মনোনয়ন ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন আগামী ১০ বছরের জন্য একটি ভিশন তৈরি করার।

এই ভিশনের মধ্য দিয়ে শিক্ষা কমিশনের সুপারিশ মেনে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের নিয়মানুবর্তিতার ওপর আরও জোর দিতে হবে। পর্যালোচনা বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও নির্দেশ দেন।

পরে শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষায় ছাত্র ভর্তির হার চার বছর আগে যেখানে ছিল ১১ শতাংশ এখন তা বেড়ে হয়েছে ১৭.৫ শতাংশ। এখানে জাতীয় ক্ষেত্রের লক্ষ্যমাত্রাতেই পৌঁছতে চায় রাজ্যের শিক্ষা দপ্তর। সেই লক্ষ্যমাত্রাটি হল ২১ শতাংশ।

তিনি আরও বলেন, “এ রাজ্যে বিগত চার বছরে উচ্চমাধ্যমিক ও প্রাথমিকে ছাত্র সংখ্যা বৃদ্ধি ও পরিকাঠামোও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। স্নাতকস্তরে বিগত চার বছরে আসন সংখ্যা হয়েছে ৪ লক্ষ ও ইঞ্জিনিয়ারিঙে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার।

Bengal Govt planning to provide school bags to primary school students

The West Bengal Government is planning to provide free schoolbags to students from classes I to IV. The School Education Department has been instructed by West Bengal Chief Minister Mamata Banerjee to prepare a tentative budget.

Earlier, Mamata Banerjee had planned the Sabuj Sathi Scheme to provide 40 lakh bicycles to school students so that they can come to school even from distant places.

She also took the measure to provide school shoes to students from classes I to IV, after she noticed some students coming to school barefeet.

The world-acclaimed Kanyashree Scheme encourages girl students to complete school education and pursue higher education.

 

প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রায় ৬১ লক্ষ ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন একটি সম্ভাব্য  বাজেট তৈরি করার।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় “সবুজ সাথী” প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে প্রায় ৪০ লক্ষ সাইকেল বিতরণ করা হয়েছে ছাত্রছাত্রীদের। এর ফলে তারা দূর দূরান্ত থেকে সহজেই স্কুলে আসতে পারছে।

স্কুল ছাত্রছাত্রীদের খালি পায়ে স্কুলে আসতে দেখে এর আগেই তিনি প্রাইমারি (প্রথম-পঞ্চম শ্রেণি) ছাত্রছাত্রীদের স্কুলের জুতো প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিশ্ব প্রশংসিত “কন্যাশ্রী” প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে আগ্রহী করে তোলা হয়েছে। এই প্রকল্প তাদের স্কুল শিক্ষা সম্পন্ন করার এবং উচ্চ শিক্ষার খোঁজে উত্সাহ দিচ্ছে। এর মাধ্যমে বাল্যবিবাহ আটকানো সম্ভবপর হয়েছে।