The Bengal Government has decided to revive the lost glory of Darjeeling as an education hub. Gorkhaland Territorial Administration (GTA) is working hand-in-hand with the government on this venture.
New schools and colleges are being built in the district. Fifty-six new school buildings – 20 primary schools and 36 upper primary – are being constructed in Darjeeling district at a cost of Rs 26.48 crore. Forty-three more school buildings will be built by the State Government.
Two colleges are coming up in Siliguri sub-division within the new academic session – a Hindi-medium college at Hatighisha in Naxalbari block and another one in Ghoshpukur. Two industrial training centres (ITI) are also coming up in Siliguri sub-division, which will equip youths for the future with proper training.
The schools will come up in far-flung areas, from where students have to walk long distances to reach schools.
Incidentally, the State Government has plans to develop the town of Kurseong as an education hub. A campus of Presidency University will be opened there, along with a medical college. For proper development in all respects, Chief Minister Mamata Banerjee had last year made Kurseong a separate district.
দার্জিলিঙে শিক্ষার প্রসারে উদ্যোগী রাজ্য
দার্জিলিঙে শিক্ষার প্রসারে উদ্যোগী রাজ্য, পাশে জিটিএ। অনেক নতুন স্কুল ও কলেজ তৈরী করা হচ্ছে এই জেলায়।
সর্বশিক্ষা অভিযানের অধীনে জিটিএ অঞ্চলে ৫৬টি (২০টি প্রাথমিক ও ৩৬টি উচ্চ প্রাথমিক) স্কুল তৈরী করা হচ্ছে। আরও ৪৩টি স্কুল তৈরী হবে এখানে। স্কুলগুলি তৈরী হবে প্রত্যন্ত এলাকায় যাতে ছেলেমেয়েদের পড়াশোনার স্বার্থে খুব দূরে যেতে না হয়।
শিলিগুড়িতে দুটি নতুন কলেজ তৈরী করা হচ্ছে। তৈরী হচ্ছে দুটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। নতুন শিক্ষাবর্ষে শিলিগুড়ির দুটি নতুন কলেজে পঠনপাঠন শুরু হবে। কার্শিয়াঙে ইতিমধ্যেই গড়ে উঠছে একটি শিক্ষা হাব। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটি সেন্টার ও একটি মেডিক্যাল কলেজ নির্মাণ হবে কার্শিয়াঙে।
নক্সালবাড়ি ব্লকের হাতিঘিশায় একটি হিন্দী মাধ্যম কলেজ তৈরী করা হবে। অন্য একটি কলেজ তৈরী হচ্ছে ঘোষপুকুরে। এই কলেজটির জন্য ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর কলা ও বাণিজ্য বিভাগ চালু করার অনুমোদন দিয়েছে।
Source: Millennium Post