Bengal Govt committed to conservation of forests

The Department of Forests, Bengal manages 11,879 sq km of forests in the state, i.e. 13.38% of the total geographical area.

The forest cover of the State has been on the increase. Between 2011 & 2014, it has gone up by 3810 sq.km, 4.29%, the highest in the country.

Some of the notable achievements, between 2011-2017, are:

  • Between 2011-17, The Department has afforested 72,697 hectares of forest area, besides extensive soil & moisture conservation works. It has also created production capacity of 2 crore planting stock through ‘Modern Nurseries’, thereby replacing almost entire capacity of conventional nurseries.
  • Inspired by the Hon’ble Chief Minister, the ‘Sabuj Shree’ program was launched with effect from 27 May, 2011 to provide a sapling to every new born child in the state to inculcate emotional bonding between the child and nature and also to provide an incentive of economic benefit in the future. Being implemented at the block level throughout the state, nearly 15 lakh seedlings were distributed to mothers of newborns.
  • The Wild Life Wing of Forest Directorate manages 4692 sq km of protected area network, i.e. 5.28% of geographical area of state, up from 4.56% prior to 2013. Emphasising the importance of conservation, two new wildlife sanctuaries have been created:
    1) the ‘West Sunderbans WLS’ in 2013 over 556 sq km in Dakshin 24 Parganas for keystone species of Sunderbans; and,
    2) ‘Pakhibitan Wildlife Sanctuary’ over 14.09 sq. km of water body for aquatic and migratory birds at Gajoldoba, Jalpaiguri in North Bengal.
  • W.B. State Forest Development Agency was institutionalised in 2014. It is implementing plantation programme of WB Pollution Control Board and MPLAD funding programme in forestry sector.
  • Online reservation & payment gateway for 20 eco-tourism centres in the state was started in May, 2015.

 

বন সংরক্ষণে প্রতিবদ্ধ মা-মাটি-মানুষের সরকার

পশ্চিমবঙ্গের বনদপ্তর রাজ্যের ১১,৮৭৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অরণ্য অর্থাৎ মোট ভৌগলিক এলাকার ১৩.৩৮% দেখাশোনা করে।

২০১১-২০১৪ সালের মধ্যে এই রাজ্যের বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির পরিমাণ ৩৮১০ বর্গকিলোমিটার অর্থাৎ ৪.২৯% যা দেশের মধ্যে সর্বোচ্চ।

২০১১-২০১৭ সালের মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য হলঃ-

  • ২০১১-২০১৭ সালের মধ্যে এই দপ্তর অরণ্য এলাকার মধ্যে ৭২,৬৯৭ হেক্টর বনাঞ্চল বৃদ্ধি করেছে। পাশাপাশি ব্যবহারে মৃত্তিকা ও আর্দ্রতা সংরক্ষণের কাজও হয়েছে। চিরাচরিত নার্সারিগুলির প্রায় সম্পূর্ণ মজুত খমতার পরিবর্তে এই বিভাগ ২ কোটি রোপণযোগ্য চারা উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ‘আধুনিক নার্সারি’ নির্মাণ করেছে।
  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ২০১১ সালের ২৭ মে থেকে ‘সবুজশ্রী’ প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে রাজ্যের প্রত্যেক নবজাতককে গাছের চারা উপহার দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল, শিশুর সাথে পরিবেশ-প্রকৃতির একটা আবেগের বন্ধন তৈরী করা এবং ভবিষ্যতে এই গাছটি থেকেই আর্থিক সাহায্য পাওয়ার পথ সুগম করা। রাজ্যের প্রতিটি ব্লক স্তরে চালু হওয়া এ প্রকল্পে, ২০১৭-র মার্চ পর্যন্ত, ২ লাখেরও বেশী চারা বিলি হয়েছে।
  • বন-অধিকার এর অধীনে বন্যপ্রাণ বিভাগ রাজ্যের ৪৬৯২ বর্গকিলোমিটার সংরক্ষিত এলাকা দেখাশোনা করে, যা রাজ্যের মোট ভৌগলিক এলাকার ৫.২৮%। ২০১৩ সালে এই সংরক্ষিত এলাকার পরিমাণ ছিল ৪.৫৬%। সংরক্ষণের গুরুত্বের কথা চিন্তাভাবনা করে দুটি নতুন বন্যপ্রাণ অভয়ারন্য তৈরী করা হয়েছে।

 

১. ‘ওয়েস্ট সুন্দরবন ডবলু এল এস’ সুন্দরবনের মূল প্রজাতির বন্যপ্রাণ সংরক্ষণের জন্য দক্ষিণ ২৪ পরগনায় ৫৫৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২০১৩ সালে তৈরী হয়।

২. ‘পাখিবিতান বন্যপ্রাণ অভয়ারন্য’ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গাজলডোবায় জলচর ও পরিযায়ী পাখিদের জন্য ১৪.০৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তৈরী হয়েছে।

  • ২০১৪ সালে রাজ্য বন উন্নয়ন এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছে। অন্য সমস্ত কাজের সঙ্গে এটি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সাংসদ তহবিলের অর্থে বনাঞ্চলে চারা লাগানোর কাজ করছে।
  • ২০১৫র মে থেকে রাজ্যের ২০টি ইকো-ট্যুরিজম কেন্দ্রের অনলাইন সংরক্ষণ এবং অর্থপ্রদানের পথ চালু হয়েছে। তাকদা, পোখরিয়াতার এবং চিম্নিতে ইকো ট্যুরিজম ইউনিট চালু হয়েছে।

 

Sabujdwip set to be Bengal’s latest eco-tourism hotspot

Bankura’s Sabujdwip, one of the popular tourist spots at Raipur block is turning to be an eco-tourism hotspot. The river Kanshabati has bifurcated in a place here and reunites again after going some distance. The island in between two bi-furcated streams is known as Sabujdwip.

With ‘sal’ forest on one side and the gushing Kanshabati river on the other, the place is not very far away from Kolkata. The eco-tourism there has gathered huge popularity among those who visit Bankura. The area, surrounded by ‘sal forest’ on one side and a stream of Kanshabati on the other, is also near to Mukutmanipur and Jhilimili — two famous tourist destinations. Susunia hills are also close to the area.

The state government has framed an adventure tourism policy in some areas of Bankura and Purulia. The state Tourism department began to work on a draft plan following the instruction from the CMO. Bengal Chief Minister had announced to promote tourism in these sectors during her district visit to Bankura. She had particularly mentioned the areas around Susunia hills to be promoted.

 

বাঁকুড়ার সবুজদ্বীপে ইকো ট্যুরিজমের বিকাশের উদ্যোগ রাজ্যের

বাঁকুড়ার মানচিত্রে জুড়ল নতুন পর্যটন কেন্দ্র – সবুজদ্বীপ। বাঁকুড়ার রায়পুর ব্লকের সবুজদ্বীপ অন্যতম একটি জনপ্রিয় জায়গা। এটিকে ইকো ট্যুরিজম হটস্পট করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য পর্যটন দপ্তর। শাল জঙ্গলে ঘেরা কংসাবতী নদীর কোলে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। কংসাবতী দু’ভাগে বিভক্ত হয়ে গিয়ে আবার একটু দূরেই মিশে গেছে। এই দ্বীপের অংশটুকুর নামই সবুজদ্বীপ।

এক পাশে রয়েছে শাল বন এবং অন্যদিকে কংসাবতি নদী – জায়গাটি কলকাতা থেকে খুব দূরে নয়। এই ইকো-ট্যুরিজম সেখানে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এলাকাটির, এক পাশে শাল বন এবং অন্যদিকে কংসাবতি নদীর একটি প্রবাহ রয়েছে, যা মুকুটমানপুর ও ঝিলিমিলি – এই দুটি বিখ্যাত পর্যটন স্থলের কাছেই। শুশুনিয়ার পাহাড় এই এলাকার বেশ কাছাকাছি অবস্থিত।

বাঁকুড়া ও পুরুলিয়ার বেশ কিছু জায়গায় পর্যটনে জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য পর্যটন বিভাগ একটি খসড়া পরিকল্পনার কাজও শুরু করেছে। বাঁকুড়া জেলা সফরে এসেই এই অঞ্চলে পর্যটনকে আরও উন্নীত করার কোথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষভাবে শুশুনিয়ার পাহাড়ের কথাই উল্লেখ করেন তিনি।

 

Image source

 

 

Bengal ready with ‘homestay policy’ for tourism

Bengal Government is ready with the new homestay policy and it is ready to be placed in next state Cabinet meeting, state Tourism minister said.

The idea was conceptualised by Chief Minister Mamata Banerjee while she was travelling in North Bengal. She instructed the state Tourism department to frame the policy as soon as possible.

“The Homestay permits tourists to board and lodge with local residents and get an instant feel of the society and culture there. This gives a chance for the residents to have a mean of livelihood as well,” the minister said.

“The intention is to spread the homestay culture in Bengal only for a growing footfall of foreign tourists,” the minister added.

The families involved in the homestay would be brought under Bread & Breakfast Scheme, which will help them by having a tie-up with Incredible India. Also, plans are going on to start community development and organic farming in places – Darjeeling, Lamahata, Purulia, Bankura, Mandarmoni and in many other places.

 

পর্যটনের বিকাশের জন্য নয়া ‘হোম স্টে নীতি’ তৈরী রাজ্যের

বাংলাকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই পেশ করা হবে নতুন ‘হোম স্টে নীতি’ জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী।

নতুন ‘হোম স্টে’ নীতি তৈরির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেন এবং পর্যটন দপ্তরকে দ্রুত এই কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।

মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যেই বাংলায় এই হোম স্টে কালচার আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে পর্যটকরা এই এলাকার সংস্কৃতি সম্পর্কে যেমন অবগত হবেন তেমনই বেশ কিছু কর্মসংস্থানও তৈরি হবে এর ফলে।

ইতোমধ্যেই দার্জিলিং ও ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে ‘হোম স্টে’ পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে৷

দার্জিলিং, লামাহাটা, পুরুলিয়া, বাঁকুড়া, মন্দারমনি এবং অনেক অন্যান্য স্থানে – হোম স্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ৷

Rs 300-cr tourist hub to come up in Gajoldoba

The State Tourism Department will set up a tourism hub in Bhorer Aalo, formerly known as Gajoldoba, in North Bengal, the State Tourism Minister, Goutam Deb, said on Wednesday.

He called this the biggest such hub in the country and said that the estimated cost of the project would be around Rs 300 crore, of which Rs 200 crore would be spent to improve the infrastructure. The total area of the hub is 208 acres.

Chief Minister Mamata Banerjee had renamed the area Bhorer Aalo. Tourists can enjoy the sight of Kanchenjungha on a bright sunny day, the rivers Teesta and Torsa, and the beautiful forests.

The place is likely to be a major tourist destination in the State by 2017. Development will be carried out in phases, Goutam Deb said. A star hotel will also come up. There will be a mini golf course and facilities for adventure sports, including rafting on the river Teesta.

 

৩০০ কোটি টাকায় একটি পর্যটন হাব তৈরি হবে গাজলডোবায়

রাজ্য পর্যটন বিভাগ একটি পর্যটন হাব গঠন করবে যার নাম ‘ভোরের আলো’। এটি তৈরি হবে উত্তরবঙ্গের গাজলডোবায়। বুধবার পর্যটন মন্ত্রী গৌতম দেব একথা জানান।

তিনি জানান, এটি দেশের বৃহত্তম পর্যটন হাব। এই প্রকল্পের জন্য বরাদ্দ খরচের পরিমান প্রায় ৩০০ কোটি টাকা। যার মধ্যে ২০০ কোটি টাকা পরিকাঠামো উন্নত করার জন্য ব্যয় করা হবে। এটি তৈরি হবে ২০৮ একর জমির ওপর।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার নামকরণ করেছেন ‘ভোরের আলো’। পর্যটকরা রোদজ্জ্বল দিনে তিস্তা, তোর্সা নদী, বন জঙ্গলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।

২০১৭ সালের মধ্যে এই জায়গাটি একটি জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হবে। গৌতম দেব জানান, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একটি হোটেলও এবং একটি মিনি গলফ কোর্সও তৈরি হবে।

Govt set to promote home stays in north Bengal

Two thousand rooms and increasing, home stays are the new craze for tourists visiting north Bengal. Home tourism in Darjeeling Hills is set to get another boost. The State government has decided to promote organic farming in areas promoting home stays.

The move is also aimed to streamline the services and to have a data base on home stay facilities and to categorise them as per their standard. The concept started during the last Commonwealth Games in Delhi to provide world class services to tourists and to supplement the availability of accommodation in the metros and tourist destinations.

Home stays have become very popular in remote tourist destinations in Dooars and Darjeeling hills where many unemployed youths and families have made them their main source of income.

“There are more than 2,000 home stay rooms and the number is increasing rapidly,” said Goutam Deb, West Bengal tourism minister. “The State government will religiously and seriously promote home stays. We will also promote organic farming in the areas coming up with home stay facilities. Organic food would be another attraction,” said the Minister.

 

উত্তরবঙ্গে হোম-স্টে পর্যটনে নতুন উদ্যোগ রাজ্যের

দার্জিলিঙের হোম ট্যুরিজম একটি নতুন দিশা পেতে চলেছে। উত্তরবঙ্গ পরিদর্শনে আসা পর্যটকদের জন্য ২০০০ এর বেশি হোম ষ্টে রুমের ব্যবস্থা করা হয়েছে। হোম স্টে প্রমোট করার পাশাপাশি চারপাশের এলাকায় জৈব চাষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

দার্জিলিং আর ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে হোম ষ্টে পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এগুলি এখানকার বেকার যুবক ও তাদের পরিবারগুলির আয়ের প্রধান উৎস।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “এখনও পর্যন্ত ২০০০ এর বেশি হোম ষ্টে রুম আছে এবং এর সংখ্যা আরও বাড়ানো হবে”।

তিনি আরও জানান, “রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে হোম ষ্টে-র উন্নয়নের উদ্যোগ নিয়েছে। হোম ষ্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ”।

Palaces turned into heritage hotels boosting tourism in Bengal

In recent times, the West Bengal Government has been turning many old palaces into heritage hotels. The palaces being located in picturesque spots is an added benefit.

The State Tourism Department has done commendable job in this respect. All the heritage hotels have a very high occupancy rate, especially during the weekends.

The heritage project at the Jhargram Palace, in Jhargram in Paschim medinipur district, that threw open its gates in November last year, has been a huge hit. The Rs 8-crore project has been 80% occupied ever since.

Several other palaces are being developed into heritage hotels for tourists. Mahishadal Rajbari in Purba Medinipur district is one of them. A tourism complex is being constructed on the 60 acres of the palace, at an investment of Rs 20 crore.

Similar development of the Chilkigarh Rajbari, 15 km from Jhargram, is in the pipeline too.

All the above are being developed by the State Tourism Department. The department is also promoting other such projects which are being developed by their owners.

The Chief Minister Mamata Banerjee-led government has been very active in promoting West Bengal as a tourists’ paradise. A new Tourism Incentive Policy – 2015 has been introduced, covering concepts like eco tourism, home tourism and tea tourism.

Work on iconic projects like Gajoldoba Mega Tourism Project, Jharkhali Eco Tourism Project and Sabujdweep Eco Tourism Project, in PPP mode, is on in full swing. Home tourism in the Ayodhya Hills region of Purulia distrcit and in other places has become very popular. The innovative Tea Tourism Policy has been framed in order to generate local employment and augment local income by using the lands of tea gardens where tea plantation is not possible.

A lot of tourist infrastructure has been created in North Bengal and in the Sundarbans under the Trinamool Congress Government.

The tourist potential of the grand festival of Durga Puja has been recognised for the first time by the present government and it is being promoted in a major way. The State Tourism Department has also been very active in participating in major tourism fairs and conclaves all over the world and in India too, to promote West Bengal as, as the marketing slogan of the department says, ‘the sweetest part of India.’

 

আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে তৈরি হয়েছে বিভিন্ন হেরিটেজ হোটেল

 

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার অনেক পুরনো জায়গায় বেশকিছু হেরিটেজ হোটেল তৈরি করেছে। জায়গাগুলি যেন ছবির মত সুন্দর করে সাজানো হয়েছে। এক্ষেত্রে রাজ্য পর্যটন দপ্তর যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছে। প্রত্যেকটি হোটেলেই সপ্তাহের শেষে যথেষ্ট লোক সমাগম হয়।

পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম রাজবাড়ির গেট খোলা হয়েছে গত বছর নভেম্বর মাসে। ৮ কোটি টাকার এই প্রকল্পের প্রায় ৮০% সম্পন্ন হয়ে গেছে।

পর্যটকদের জন্য আরও বেশ কিছু হেরিটেজ হোটেল তৈরি করা হয়েছে। এর মধ্যে আর একটি হল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি। এটি তৈরি হয়েছে ৬০ একর জমির ওপর এবং এতে বরাদ্দ অর্থের পরিমাণ ২০ কোটি টাকা।

চিলকিগড় রাজবাড়িরও যথেষ্ট উন্নয়ন হয়েছে, সেখানে ঝাড়গ্রাম থেকে প্রায় ১৫ কিমি পাইপলাইন তৈরি হয়েছে।

সব কটি উন্নয়নই হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। পর্যটন দপ্তর আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা নিয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার পর্যটন উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ২০১৫ সালে একটি নতুন ট্যুরিজম ইনসেনটিভ পলিসি তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে ইকো ট্যুরিজম, হোম ট্যুরিজম এবং টি ট্যুরিজম।

পিপিপি মডেলের গাজোলডোবা মেগা ট্যুরিজম, ঝড়খালি ইকো ট্যুরিজম, সবুজদ্বীপ ইকো ট্যুরিজম প্রজেক্ট গুলির কাজ পুরদমে চলছে। পুরুলিয়া জেলা ও অযোধ্যা পাহাড়ের বিভিন্ন পর্যটন স্থান গুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার উত্তরবঙ্গে ও সুন্দরবনে অনেকগুলি পর্যটন পরিকাঠামো গঠন করেছে।

Image: mapio.net

 

WB CM mulls eco-tourism, fisheries village at Nayachar

The West Bengal government was considering several projects, including a fisheries village, eco-tourism hub and a solar plant for Nayachar, an island on the Hooghly river in East Midnapore district, Chief Minister Mamata Banerjee said on Monday.

On Monday, Mamata Banerjee went around Nayachar with a group of industrialists trying to figure out the island’s suitability for eco-tourism or other similar projects.

Later, addressing a rally at Nandigram in East Midnapore, the Chief Minister said her government was planning to promote an eco-tourism project on the island.

“We will see what can be done at Nayachar. We are working on several ideas like a fisheries village, an eco-tourism project and a solar plant. We will discuss and take a decision,” she said.

Banerjee, however, firmly ruled out construction of a chemical hub. “We won’t allow any chemical hub there.”

WB CM plans to boost eco-tourism at Nayachar

In her three-day visit to East Midnapore, starting today, West Bengal Chief Minister Ms Mamata Banerjee visited Nayachar. The West Bengal Chief Minister traveled to Nayachar taking the water route.

The West Bengal Chief Minister was accompanied by a team of industrialists. The Chief Minister and the team of the industrialists scouted the place as a possible eco-tourism destination. From Nayachar the Chief Minister headed for Tekhali in Nandigram.

She later held an administrative review meeting at Nandigram.

On Tuesday, WB CM will attend an administrative meeting in Digha and will launch the helicopter service from there to Kolkata on Wednesday. After the launch, she will return to Kolkata in a helicopter.

Eco Park, WB CM’s brainchild, wins top urban landscape honour

The central Housing and Urban Development Corporation (HUDCO) has voted Eco Park at New Town as one of the top two projects in the country for innovative planning and design, bringing new accolades for the city in urban landscaping.

The project, developed by West Bengal Housing Infrastructure Development Corporation Limited (HIDCO), has won the second position under the ‘Landscape Planning and Design’ category.

Off the arterial road in New Town, Eco Park is spread over 480 acres, a 104-acre water body in its middle. On July 19, 2011, on her way from airport, Mamata Banerjee reportedly alighted from her car as the water body caught her attention. On her instruction, the HIDCO converted the area into an ecological garden.

New attractions, such as the Biswa Bangla Haat, a children’s play area, a butterfly garden, a musical fountain, a bamboo garden, a replica of the Ghum station and an adda zone, were added.

WB CM launches new forest cottages at Jayanti

The call of the mountains. Lush green forest. The glittering waters of Jayanti river at sunrise. An encounter with bisons and deer (may be elephants and tiger too, if you are lucky). And butterflies – the main attraction of Jayanti forests. The butterflies are the reason why Buxa-Jayanti forests are called Queen of Dooars.

If you want to escape into the lap of nature, you must visit Jayanti. The newly renovated forest bunglow at Jayanti was inaugurated by West Bengal Chief Minister Ms Mamata Banerjee on Wednesday. She also launched seven newly-built cottages at the Jayanti forest. Online booking of these cottages will be made available by the Forest Department soon.

In a fire accident in 2011, the forest bungalow at Jayanti was destroyed. WB CM Mamata Banerjee, during her visit to Dooars had instructed that the bungalow be renovated. Clearly, the newly opened cottages and bungalow will boost tourism in Dooars ahead of the festive season.