Café Ekante to host special programmes to celebrate World Cup Football

Café Ekante, the popular restaurant at Eco Park in New Town, will organise a host of programmes to celebrate World Cup football in a befitting manner. The programmes will be inaugurated today, when the World Cup begins in Russia.

The restaurant, named by Chief Minister Mamata Banerjee, has been decorated with flags of the participating countries, lights and jerseys to create an apt ambience. There will be a mini goalpost and the guests who can score two goals will get discount on food.

The guests will have mouth-watering dishes that are specialties of the countries that are participating on that day. For example, on the day when England will face its opponent, there will be fish and chips. Similarly, there will be special dishes from Brazil, Argentina, France and Germany.

The guests will be given coupons where they can write the name of the team that they think will lift the World Cup. If their prediction comes true, they will get a 20 per cent discount on their bill, within one month from the day of the final.

A giant screen will be put up at Café Ekante during the semi-finals and final. Another giant screen will be put up at New Town Business Club during those days, to help the members enjoy football. The Business Club too, like the restaurant, will be decorated with jerseys, lights and photos of the heroes of the World Cup.

Café Ekante has become a very popular restaurant in a very short time for its quality and variety of food, and ambience. And Kolkata has always been the ‘Football Capital of India’. The passion for the game in the city is well-known, both in India and in many places outside. These two aspects combined is expected to make the festivities at Café Ekante a big hit.

Source: Millennium Post

Image is representative

 

A slice of rural Bengal at Eco Park

Eco Park in New Town, one of the most popular weekend destinations in Bengal, now boasts of yet another attraction – Banglar Gram (Bengal Village). Chief Minister Mamata Banerjee recently visited the place and christened the project.

Eco Park has become one of the most popular tourist destinations in Kolkata and one of the finest urban parks in the country. Covering 482 acres, Mamata Banerjee has termed it a Prakriti Tirtha, or ‘nature’s pilgrimage’.

The latest addition, Banglar Gram, is a re-creation of a model village of Bengal. It has come up on three acres and is situated between the herbal garden and the musical fountain. It will be opened to the public before the Bengali New Year in mid-April.

The place will be an oasis far from the hustle and bustle of urban life. The peacefulness and serenity of the area are bound to attract the visitors.

A palki or palanquin, an ancient mode of transport in villages, and a rath or chariot, once kept in many villages and pulled during the festival of Rath Yatra, will adorn the village.

Almost every hut in the village will have a ‘tulsi mandap’, as is still found in many rural households, where a tulsi plant is worshipped every day. A chandi mandap will be set up in every locality, where the idols of various gods and goddesses will be kept and worshipped during different pujas and fairs, like the Charak festival.

Mud houses with replicas of farmers holding ploughs made of fibreglass have been set up. The houses have seasonal vegetables planted in the surrounding open spaces. Gardeners have been engaged for their cultivation. Steps have been taken to ensure that the houses are actual replicas of those in rural Bengal.

Banglar Gram will give an idea of actual village life. This will be a big attraction for tourists not only from Bengal but from other parts of the country and from other countries too.

 

ইকো পার্কে তৈরী হল মুখ্যমন্ত্রীর ‘বাংলার গ্রাম’

ইকো পার্কে তৈরী হওয়া গ্রাম্য পরিবেশের নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। নাম দিলেন, ‘বাংলার গ্রাম’। ইংরাজিতেও নাম দেওয়া হয়েছে ‘বেঙ্গল ভিলেজ’। ২০১৬ সাল থেকে এই পরিবেশ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়।

শিল্পীরা এখানে গড়ে তুলেছেন তুলসিতোলা থেকে লাঙল, বাজার, গ্রাম্য বাড়ি, কৃষকের মূর্তি, কুমোরের মূর্তি। এই গ্রামে ঢুকতে গেলে কুলোর তৈরী গেট পাড় হতে হবে। চারধারে আছে তালপাতার পাখা। এক একটি বিশাল পাখা দিয়ে সেই গেটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

ইকো পার্কের উত্তর-পশ্চিম কোণে ইকো পার্ক অফিস সংলগ্ন জায়গায় প্রায় ৫ একর জায়গায় তৈরী করা হয়েছে এই গ্রাম। এখানে আগের মতোই ধান চাষ করা হচ্ছে, তাই, গ্রামের দৃশ্য ফোটাতে অসুবিধে হয়নি। ফাইবার গ্লাস দিয়ে তৈরী হয়েছে মানুষের মূর্তি। শহরের যান্ত্রিক জীবনের তাড়াহুড়োর মধ্যে এই গ্রাম যেন মানুষকে তাপমুক্ত হতে সহায়তা করবে।

সারা বিশ্বের কাছে পরিচিত এই ইকো পার্কে সারা বছরই বহু বিদেশী মানুষ এসে থাকেন। তবে আগামী দিনে এই জায়গায় প্রবেশ করতে কিঞ্চিৎ অর্থ খরচ করতে হতে পারে।

Source: Millennium Post

Mobile app-based hired bicycle service to start in New Town

New Town is getting a new pollution-free public transport service – mobile app-based hired bicycles. The service will be launched on Christmas Day (December 25) by Housing Infrastructure Development Corporation (HIDCO) in collaboration with a private organisation.

This is the first time in Bengal that a State Government organisation will be running such a service. Environmentalists have welcomes this decision to introduce a green transport service.

Bicycle stands will be set up at 10 important spots in New Town, like Rabindra Tirtha, Akansha More, Narkelbagan More, Eco Park and others. Each bicycle will have a number. On the app, the hirer has to key in the starting point and the destination. The charge also has to be paid through the app, which is Rs 10 per kilometre.

As soon as a bicycle is booked, a message will come on the person’s mobile phone containing the number of the bicycle. After the vehicle is parked at the destination stand, it will automatically lock. The bicycles have to be drives on the specified bicycle lanes in New Town. Helmets have to be worn for safety, which would be provided to the riders.

Initially, 150 bicycles will be launched. The number will be increased in stages, depending on the demand. Two routes would be available initially – from gate number 1 to gate number 4 of Eco Park and from Technopolis Building to Nazrul Tirtha.

 

অ্যাপ -নির্ভর সাইকেল চালু হচ্ছে নিউ টাউনে

 

দূষণমুক্ত রেখে পরিবহণ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এ বার হিডকো একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় অ্যাপ নির্ভর সাইকেল চালু হতে চলেছে নিউ টাউনে৷ আগামী ২৫ ডিসেম্বর থেকে উপনগরীতে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। রাজ্যে নিউ টাউনেই সরকারি সংস্থার উদ্যোগে প্রথম এই ধরনের সাইকেল পরিষেবা চালু হচ্ছে বলে দাবি এক অধিকর্তার৷ এই উদ্যোগের প্রশংসা করেছেন পরিবেশবিদরাও।

ঠিক হয়েছে রবীন্দ্রতীর্থ, আকাঙ্ক্ষা মোড় , নারকেলবাগান মোড় , ইকো পার্ক-সহ ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় সাইকেল স্ট্যান্ড গড়ে তোলা হবে৷ সেখানে থাকবে সাইকেল৷ মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে৷ অ্যাপের মাধ্যমে সাইকেল বুক করা যাবে৷ দিতে হবে বুকিংয়ের জায়গা ও গন্তব্যের নাম৷ টাকাও মেটানো যাবে অনলাইনে৷ বুক হয়ে গেলেই সংশ্লিষ্ট সাইকেলের নম্বর যাত্রীর কাছে মেসেজ মারফত পৌঁছে যাবে৷ খুলে যাবে সাইকেলের লক৷ এর পরে সেই সাইকেলে যাত্রী গন্তব্যে পৌঁছলে নিজে থেকে সাইকেলটি লক হয়ে যাবে৷ প্রতি কিলোমিটারের জন্য ১০ টাকা ভাড়া বরাদ্দ করা হয়েছে৷

হিডকো জানাচ্ছে , প্রথম ধাপে ১৫০টি সাইকেল নামানো হলেও , ধাপে ধাপে এই সাইকেল সমগ্র নিউ টাউনেই চালানোর পরিকল্পনা রয়েছে৷ ইতিমধ্যেই নয়া উপনগরীতে সাইকেল চালানোর জন্য পৃথক লেন তৈরি করেছে হিডকো৷ ওই লেন দিয়েই চালাতে হবে সাইকেল৷ নিরাপত্তার স্বার্থে মাথায় পরতে হবে হেলমেট৷ তা দেওয়া হবে সংস্থার পক্ষ থেকেই৷ আপাতত ইকো পার্কের ১ থেকে ৪ নম্বর গেট এবং টেকনোপলিস থেকে নজরুল তীর্থ এই পরিষেবা মিলবে৷

Source: Ei Samay

Replicas of ‘Seven Wonders of the World’ inaugurated at Eco Park

State Urban Development minister inaugurated the replicas of the Seven Wonders of the World at Eco Park on Saturday.

It may be mentioned that Chief Minister Mamata Banerjee had urged the Housing Infrastructure Development Corporation (HIDCO) authorities to set up replicas of the Seven Wonders which will be appreciated by those who love to travel. The replicas have come up on a three acre land.

The park houses the replicas of Taj Mahal, Christ — the Redeemer, the Colosseum, the Great Wall of China, the Easter Island statues, the Petra Jordan and the Pyramid. The facia of all the structures are made of fibre reinforced polymer which have been fixed on RCC and steel frames.

 

পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি এবার ইকো পার্কে

শনিবার নিউটাউনের ইকো পার্কে পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

ইকো পার্কে তিন একর জমিতে গড়ে তোলা হয়েছে এই পপ্রতিলিপিগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পটি শুরু করে হিডকো।

প্রতিলিপিগুলির মধ্যে রয়েছে আগ্রার তাজ মহল, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, রোমের কলোসিয়াম, ইস্টার আইল্যান্ডের মূর্তিসমূহ, পেত্রা জর্দান, এমং মিশরের পিরামিড।

স্টিলের ফ্রেমের ওপর বসানো পলিমার-যুক্ত ফাইবারের তৈরী এই প্রতিলিপিগুলি দেখতে দর্শকদের ৩০ টাকা প্রবেশমূল্য দিতে হবে।

Rich display of Bengal’s cultural heritage at FIFA meet in Eco Park

The Federation of International Football Association (FIFA) is organising a get-together at Eco Island inside Eco Park today. The get together is being held a day before the final of Under-17 World Cup football which will be played at the Swami Vivekananda Yuva Bharati Krirangan.

The president of FIFA Gianni Infantino has arrived in the city to attend the final. Bengal Chief Minister Mamata Banerjee and her council of ministers along with former players and Olympians are likely to attend the get-together.

To display the richness of Bengal’s cultural heritage, the State Government is organising a 45-minute cultural performance that will include dance performances, classical songs and fusion music by noted artistes.

Incidentally, in order to display Bengal’s heritage, the Swami Vivekananda Yuva Bharati Krirangan will showcase a giant ‘alpona’ in front of the VIP entrance near Gate No. 5 on the day of the final match. A team of around 200 artistes, mostly students of different art colleges of the State are already on to the job.

 

আজ ফিফার সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলার ধ্রুপদি নৃত্য

আজ ফিফার ২৫০ টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে বাংলার সঙ্গীত ও নৃত্যের কলাকৌশল।

আজ এই অনুষ্ঠান হবে ইকো পার্কে এবং রাজ্য সরকারের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এর মধ্যে ৪৫ মিনিট বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরবে বাংলার শিল্পীরা। তুলে ধরা হবে বাংলার ধ্রুপদি সঙ্গীত, নৃত্য ও যন্ত্র সঙ্গীত।

বিশ্বকাপের জন্য আমূল বদলে ফেলা হয় যুবভারতীকে। রাজ্য সরকারের অনুরোধে স্থানীয় অর্গানাইজিং কমিটি এবার সাধের স্টেডিয়ামের ভোলবদলের জন্য ‘আশ্রয়’ নিল আল্পনার। যুবভারতীয় ৫ নম্বর গেটের ভিআইপি এন্ট্রান্স থেকে শুরু হয়েছে এই আল্পনা। ফাইনালের আগে বৃহস্পতিবার ও শুক্রবার ২৫০ জনের টিম এই সৌন্দর্যায়নের কাজে যুক্ত। বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, গর্ভনমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান আর্ট কলেজের বাছাই করা ২১০ জন শিল্পী এনে শুরু করা হয়েছে এই আল্পনা অঙ্কণ।

Rediscovery of the history of Bengal at Eco Park

The history of Bengal has come alive at the Eco Park in New Town, through the Sculpture Garden on History of Bengal, which was inaugurated yesterday by the Urban Development Minister.

The nature park is the idea of Chief Minister Mamata Banerjee – it was her idea to convert the huge area surrounding a lake into Eco Park, which she formally named Prakriti Tirtha.

The sculpture garden is meant to celebrate the glorious legacy of the history and culture of Bengal. Young and talented artistes have made beautiful life-like relief sculptures. The garden would also host daily 45-minute light-and-sound shows in English and Bengali in the evenings.

The murals depict personalities, events and time periods intrinsically linked with Bengal. They are titled as the following: Shri Chaitanya and the Middle Age Renaissance of Bengal; The Battle of Plassey; Shri Aurobindo – India and International Spiritualism; Satyajit Ray and his World; Santhal Rebellion; Ram Mohun Roy and the Renaissance of Bengal; Swami Vivekananda – Call of Youth and his Activities; Anandamath – Bankim Chandra, The Awakening of Bengal and India; Netaji Subhas Chandra Bose – Azad Hind Fauj and his Revolution; From Lalan Fakir to Kazi Nazrul Islam – A Different Spirit of Revolution and Culture; Rabindranath Tagore – Viswabharati Movement.

 

বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান উদ্বোধন হল ইকো পার্কে

ইকো পার্কে উদ্বোধন হল বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান। উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

২০১১ তে ক্ষমতায় আসার পর এই বিশাল অঞ্চলকে সুসজ্জিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তোলেন ইকো পার্ক; নাম দেন প্রকৃতি তীর্থ।

এই উদ্যানে থাকছে নানা রকম ভাস্কর্য্যের নিদর্শন। থাকছে বাংলার মধ্য যুগের নবজাগরণের অন্যতম পথিকৃৎ শ্রী চৈতন্য, ভারতীয় ও আন্তর্জাতিক অধ্যাত্মবাদ, থাকবেন ঋষি অরবিন্দ, অস্কার বিজয়ী সত্যজিৎ রায় ও তাঁর জগত।

এছাড়া থাকছে বাংলার নবজাগরণের রুপকার রাজা রামমোহন রায়, যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দ, থাকবে আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র, বাংলা ও ভারতের নবজাগরণ, নেতাজী সুভাষ চন্দ্র বসু-আজাদ হিন্দ ফৌজ ও তাঁর বিদ্রোহ, লালন ফকির থেকে কাজী নজরুল ইসলাম-বিদ্রোহ ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতী।

এছাড়া আরেকটি বড় আকর্ষণ থাকছে; প্রতি সন্ধ্যায় ৪৫মিনিটের বাংলা ও ইংরাজিতে একটি লাইট ও সাউন্ড শো হবে এখানে।
Source: The Statesman

HIDCO to welcome tourists during Pujas

West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO, in short, HIDCO), which is developing New Town into a smart city, has chalked out elaborate plans to welcome visitors to the city on the occasion of Durga Puja.

On the day of Panchami (Sept.25), a panchapradeep, a type of special lamp designed by famous architect Prabir Mitra, will be lit up at Akhanksha More in New Town, renamed Mangaldeep by Chief Minister Mamata Banerjee. Lighting a panchapradeep is an old custom, meant to welcome those returning home to join the festival. Dhakis will also be present to greet tourists.

The whole of New Town will be lit up. An increasing number of tourists, including foreigners, have been coming to New Town over the past few years, attracted by Eco Park (renamed Prakriti Tirtha by the Chief Minister), Mother’s Wax Museum and other attractions. Keeping this in mind, HIDCO has drawn up plans to make Durga Puja a memorable occasion for them.

At Eco Park, dhakis in coloured attire will also play dhols to give the entire area a festive mood.

Food is intimately connected with the Durga Puja festival. To make this year’s festival a special one, Café Ekante (also named by the Chief Minister), the speciality restaurant at Eco Park serving Bengali cuisine would be preparing mouth-watering menu for the days of the Puja. Bhoger khichdi, along with a vegetable dish, fried fish, chutney and papad for Rs 199 plus taxes per plate. The famous bhuna khichdi, traditionally of Dhaka, will be available for Rs 329 plus taxes per plate. Other khichdi-specific fries will also be available.

The menus have been prepared to cater to all sorts of clients. Café Ekante has become very popular and it is expected to be packed during the Puja days.

 

দুর্গা পুজোয় অতিথি আপ্যায়নে চমক দিতে চলেছে হিডকো

সকল পর্যটক ও প্রবাসীদের দুর্গা পুজোয় অনন্যভাবে আপ্যায়ন জানাতে উদ্যোগ নিল হিডকো কর্তৃপক্ষ। নিউটাউন সাজবে নতুন ভাবে পুজো উপলক্ষে। মহালয়ার দিন, চতুর্থী থেকে ষষ্ঠী রংবেরঙের পোশাক পরিহিত ঢাকিরা ধাক বাজিয়ে অতিথিদের আপ্যায়ন করবেন।

চারটি স্টেজ তৈরি করা হবে চারটি জায়গায়, আকাঙ্খা মোড়, ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, অ্যাকশন এরিয়া ১-এর বাসস্ত্যান্ডে।নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

হাউসবোট রেস্তরাঁও জনপ্রিয়। প্রসঙ্গত, এই ক্যাফে একান্তে তাঁদের একটি শাখা খুলেছে অ্যাকশন এরিয়া ১-এর বাস টার্মিনাসের কাছে যেখানে পাওয়া যায় শুধু দক্ষিণ ভারতীয় খাবার।

হিডকো, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি রাজ্য পরিবহণ দপ্তর এবং বিধান নগর কমিশনারেট একটি বৈঠক করেন নিউ টাউন ও বিধান নগরে যান চলাচল নিয়ন্ত্রণ করার পুজোর দিন ও তার পরে পরেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের চলাকালীন।

Source: Millennium Post

 

 

Replica of village coming up at Eco Park

In a bid to acquaint the visitors with the beauty and uniqueness of rural Bengal, a replica of a village is being set up at the Eco Park in New Town on the outskirts of Kolkata. It is likely to be opened in December.

The village will come up on three acres of land. There will be 40 huts, many of which have been constructed so far.

There will be 70 statues of village men along with a tulsi mandap, a rath and a palki, the traditional mode of transport in rural Bengal for centuries.

A replica of an actual paddy field will be built. Hand fans taller than man’s height will be put up at the front boundary wall. An eatery shaped like the musical instrument, dhamsa will be constructed keeping in mind the rural ambience.

It may be mentioned that since its inception in January 2012, the footfall at Eco Park has reached over 80 lakh, including both domestic and foreign visitors, with hundreds coming each year. The nature park was the brainchild of Chief Minister Mamata Banerjee, who named it Prakriti Tirtha.

Source: Millennium Post

 

এক টুকরো গ্রাম বাংলা এবার ইকো পার্কে

রুপসী বাংলার রুপ ও বৈচিত্র মানুষের কাছে তুলে ধরতে এবার ইকো পার্কে তৈরী হচ্ছে গ্রাম বাংলার এক টুকরো রেপ্লিকা। জোরকদমে চলছে কাজ; ডিসেম্বর মাসের মধ্যেই জনগণের জন্য খোলা হবে ইকো পার্কের এই অংশটি।

গ্রাম বাংলার এই রেপ্লিকাতে থাকছে ৪০টি কুঁড়েঘর; আর থাকবে গ্রাম বাংলার মানুষের ৭০টি মূর্তি। থাকবে রথ ও পালকির প্রতিরুপ। থাকবে ধানক্ষেত, হাতে টানা পাখা। থাকবে তুলসীতলাও। ধামসার আদলে একটি খাবারের জায়গাও তৈরি হবে।

হিডকো কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশী ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে গ্রাম বাংলার রুপ তুলে ধরার জন্যই এই উদ্যোগ।

প্রসঙ্গত, ২০১২ সালে ইকো পার্ক তৈরী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৮০ লক্ষ মানুষ এখানে এসেছেন। এই পার্কের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন ‘প্রকৃতি তীর্থ’।

Eco Park joins list of World Urban Parks

Eco Park, or Prakriti Tirtha, in New Town, Kolkata has crossed another milestone by getting highlighted by World Urban Parks, a Wellington, New Zealand-based international organisation dedicated to sharing knowledge and providing a platform for people and organisations engaged in green cities, open spaces and related activities.

The ecological garden is the only urban park in the country that has been accommodated in the World Parks Week 2017 event, being held from April 29 to May 7 across the globe.

The organisation has mentioned that “Eco Park is a large urban park in India” on its official Facebook page.

World Urban Parks champions urban park outcomes for city liveability, conservation and access. It provides networking services by connecting and supporting diverse countries across urban parks, open space and recreation communities, and allied sectors.

At Eco Park, the World Parks Week celebrations were inaugurated on Saturday, April 29, with an angling completion that received overwhelming success.

All through the nine days of World Parks Week, various events have been lined up.

The events already held are a kayaking race on April 30 and a photography competition on May 1.

Today, that is, on May 2, a paddle boat competition is going to be held. From May 3 to May 7, the events to be held are sit-and-draw competition, slow cycling competition, segway tour, speed skating competition, and a speed cycling competition and a cultural programme, respectively.

There are prizes for the best competitors.

Eco Park stands on 480 acres of land and contains a large water body as well. It was inaugurated by Chief Minister Mamata Banerjee in January 2013, who renamed it Prakriti Tirtha. It was declared the first-of-its-kind ecological garden in eastern India.

Since then, it has recorded a footfall of over 75 lakh, and has become a favourite weekend destination for people from Kolkata and its suburbs.

 

একমাত্র ভারতীয় পার্ক হিসাবে কলকাতার ইকো পার্কের ‘ওয়ার্ল্ডক্লাস’ স্বীকৃতি

ইকো ট্যুরিজম পার্কের মুকুটে পালক। বিশ্বের তাবড় শহুরে পার্কের সঙ্গে এক সারিতে জায়গা করে নিল ইকো ট্যুরিজম পার্ক। ভারত থেকে একমাত্র ওয়ার্ল্ডক্লাস পার্ক হিসাবে স্বীকৃতি। সপ্তাহভর সেলিব্রেশন ইকো পার্কে। নানা প্রতিযোগিতায় বিশ্ব পার্ক সপ্তাহ পালন।

কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাচ্ছে সবুজ। মাথা তুলছে বড় বড় ইমারত। শহর কলকাতাকে ঘিরে ফেলছে ইট-কাঠ-পাথরের দঙ্গল। অক্সিজেনের খোঁজে হন্যে শহুরে জীবন। তার মাঝেই একফালি জল-জঙ্গলের আস্তানা। সুস্থ নিঃশ্বাসের দমকা হাওয়া। ইকো ট্যুরিজম পার্ক।

আন্তর্জাতিক আঙিনায় পা রাখল কল্লোলিনী তিলোত্তমার সাধের সবুজ। বিশ্ব পার্ক মানচিত্রে স্থান করে নিল ইকো ট্যুরিজম পার্ক। ভারত থেকে একমাত্র পার্ক। অনন্য স্বীকৃতি। জাপান, চিন, ব্রিটেনের অনন্যসুন্দরের মাঝে অনাসায়ে পা ফেলছে ইকো ট্যুরিজম পার্ক।
আল্পস আজুমিনো পার্ক, মুসাশি কুর্য পার্ক, কোনানের ফ্লাওয়ার পার্ক, সিলেসিয়া পার্ক, মিচিনকু পার্ক, টাকিনো সুজুরান হিলসাইড পার্ক- বিশ্বের সেরা এই শহুরে পার্কগুলির সঙ্গে একই সারিতে জায়গা করে নিল ইকো ট্যুরিজম পার্ক। ২৯ এপ্রিল থেকে ৭ মে। বিশ্ব পার্ক সপ্তাহ। বিশ্বের সেরা পার্কগুলির সঙ্গে সেলিব্রেশনে মেতেছে ইকো পার্কও। একঝাঁক প্রতিযোগিতা। ছুটির রবিবারে ঝড় উঠল ইকো পার্কের জলে। কায়াকিং প্রতিযোগিতায় মেতে উঠল কলকাতা। দুনিয়ার সেরা পার্কের তালিকায় জায়গা করে নেওয়াটা কি চাট্টিখানি কথা। খুশিতে তো ভাসবেই কলকাতা। মাতবেই সাত থেকে সত্তর।

 

 

Japanese restaurant to be launched at Eco Park

A Japanese restaurant will be launched at the Japanese Forest that has come up at Eco Park today. The Japanese garden is the only-of-its-kind in eastern India. The restaurant is the first-of-its kind in New Town and adds to the few Japanese restaurants in the city. Mouth-watering sushi will be served to the guests.

Eco Park, renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee which has already become a major tourist attraction with the footfall crossing 75 lakh since its opening in January 2013, is also gaining popularity among the foodies in the city who love the cuisine served at Café Ekante and the house boat restaurant.

The Japanese Garden, which is one of the 500 such gardens outside Japan, has a wish pond and a pagoda along with an area where people meditate. Japanese experts had visited the garden before its inauguration and appreciated the venture.

The Japanese Garden had been constructed keeping in mind the ambience so that the people could have a taste of Japan. Now, replicas of seven wonders of the world are being constructed at Eco Park.

 

ইকো পার্কে উদ্বোধন হবে জাপানী রেস্তরাঁর

 

আজ নিউটাউনে ইকো পার্কার জাপানী গার্ডেনে উদ্বোধন হতে চলেছে জাপানী রেস্তরাঁর । এই ধরনের বাগান পূর্ব ভারতে এই প্রথম তৈরী হয়েছে। এই শহরে গুটিকয় জাপানী রেস্তরাঁর সঙ্গে নিউটাউনের এই রেস্তরাঁটিও যুক্ত হল। জিভে জল আনা সুসি পাওয়া যাবে এখানে।

২০১৩ সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয় ইকো পার্কের। এখন পর্যন্ত ৭৫ লক্ষেরও বেশী মানুষ এসেছেন এখানে; ইকো পার্ক এখন কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছেন প্রকৃতি তীর্থ।

এখানকার ক্যাফে একান্তে ও হাউস বোট রেস্তোরাঁ ইতিমধ্যেই ভোজনরসিক বাঙালির মন জয় করেছে।