Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

53 gram panchayats in Birbhum to be declared Nirmal Gram Panchayats on Nov 30

Birbhum district administration will declare 53 gram panchayats as “Nirmal gram panchayat” on November 30. This was announced on Wednesday by the DM. These gram panchayats are situated in 19 blocks where toilets have been built in every house.

Four panchayats are situated in Bolpur block while Ilambazar and Labpur blocks have four gram panchayats each. The construction of toilets in five gram panchayats under Suri blocks I and II has been completed. Apart from these, toilets are ready in Dubrajpur, Khoirasole, Rajnagar, Rampurhat and Mayureshwar blocks. Out of 167 gram panchayats in the district construction of toilets in 53 gram panchayats are ready and they would be declared Nirmal Gram panchayats on November 30.

Nadia was the country’s first district which was declared Open Defecation Free by the Centre. The other districts that have been declared ODF are East Midnapore, Hooghly and North 24 Parganas. Work has been taken up on a war footing to declare Burdwan, South 24 Parganas, South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF in 2017-18.

The State Government has decided to construct toilets in all the village homes by March 2019.

The District Magistrate of Murshidabad said steps had been taken to declare the district as ODF by March, 2017. Campaign has been launched all over the district to create awareness among people against Open Defecation.  In the district, blue toilets will be constructed. As the toilets are painted in blue they have been called “blue toilet.” There will be a water storage tank and running water supply. The cost of each blue toilet is Rs 13,000.

The construction cost of toilets under Nirmal Bangla Mission is Rs 10,900. Of this amount, the State Government gives Rs 10,000 while the remaining Rs 900 is given by the house owner. Campaign has also been launched to create awareness among people about how to use the toilet. In addition to the state government, several NGOs have been involved to create awareness among people.

আগামী ৩০শে নভেম্বর বীরভূমের ৫৩টি গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে

আগামী ৩০শে নভেম্বর বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর ৫৩টি গ্রাম পঞ্চায়েতকে “নির্মল গ্রাম পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করা হবে, গত বুধবার জানালেন বীরভূমের জেলাশাসক । এই গ্রাম পঞ্চায়েতগুলি ১৯টি ব্লকে ছড়িয়ে আছে, এই পঞ্চায়েতের অন্তর্গত সব বাড়িতে শৌচালয় আছে।

বোলপুর, ইলামবাজার ও লাভপুর ব্লকগুলির মধ্যে চারটি করে পঞ্চায়েত পড়ছে। সিউড়ির ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বাথরুম তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো ছাড়া দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, রামপুরহাট ও ময়ূরেশ্বর ব্লকেরও সব শৌচালয় তৈরী হয়ে গেছে। মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট বীরভূম জেলায় ৫৩টি পঞ্চায়েতে সমস্ত শৌচালয় তৈরী, যারা নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে আগামী ৩০ তারিখ।

কেন্দ্রের স্বীকৃতি পাওয়া নদীয়া জেলা দেশের মধ্যে প্রথম জেলা যেখানে সব ঘরে বাথরুম উপস্থিত। বাকি নির্মল জেলাগুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলী। যুদ্ধকালীন তত্পরতায় বর্ধমান, দক্ষিন ২৪ পরগনা, উত্তর ও দক্ষিন দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাকে ২০১৭-১৮র মধ্যে নির্মল জেলা করে তোলার কাজ চলছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সকল গ্রামের সকল ঘরে বাথরুম তৈরী করার।

মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে তাঁর জেলাকেও এই আওতায় আনার সকল প্রস্তুতি তাঁরা নিয়েছেন। উন্মুক্ত স্থানে শৌচকার্য করায় কত ধরণের সমস্যা আছে, তা জনসাধারণকে বোঝাতে তারা পথে পথে সচেতনতা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। নীল রং করা এই শৌচালয়গুলোকে “নীল শৌচালয়” বলা হচ্ছে। এই শৌচালয়গুলোর মধ্যে জল ধরে রাখার জন্য ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে সারাদিন জলের যোগান থাকবে। একেকটি নীল শৌচালয় খরচ ১৩,০০০ টাকার মতো।

নির্মল বাংলা প্রকল্পে প্রতিটি শৌচালয়ের খরচ ধরা হয়েছে ১০,৯০০ টাকা। এই টাকার মধ্যে রাজ্য সরকার দিচ্ছে ১০,০০০ টাকা ও বাকি ৯০০ টাকা দেবে বাড়ির মালিক। এই নীল শৌচালয় কিভাবে ব্যবহার করা উচিত, সেই ব্যাপারেও সচেতনতা বাড়ানো হচ্ছে জনসাধারণের মধ্যে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই জনচেতনা বাড়ানোর কাজে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।

Purba Medinipur: Surging ahead

In the last five years, East Medinipur has seen a surge of development, keeping up with other districts in Bengal. Around 85% of the people in the district are getting aid from government schemes.

 

 

 

Health and Family Welfare

  • Nandigram will be developed as a separate district
  • Four Fair Price Medicine Shops have been opened in Kanthi, tamluk, haldia and Egra. This has benefitted more than five and a half crore people in the district with a discount of Rs 11.58 crore
  • Fair Price Diagnostic Centre started in Tamluk district hospital
  • Two SNCUs opened in Tamluk and Egra hospital
  • 20 SNSUs have opened in the district. CCU opened in Tamluk district hospital
  • Multi super-specialty hospital opened in Panskura

 

Education

  • A new building has been erected in Shahid Matangini Hazra Women’s College
  • Two ITIs established in Egra-1 and Kathi-2 blocks
  • Kolkaghat Polytechnic is operational
  • More than 1.55 lakh students have received bicycles under Sabuj Sathi Scheme
  • 12 primary schools and 342 upper primary schools have been established in the last five years
  • 47 primary schools have been upgraded to upper primary schools and 157 secondary schools have been upgraded to higher secondary schools
  • Mid-day meals in all schools have led to the children becoming healthier and has reduced the number of absentees

 

Agriculture and Animal Husbandry

  • Around 6.20 lakh (97%) farmers have received Kisan Credit Cards
  • Five farmers’ markets established in Panskura-1, Nandigram, Bhagwanpur-2, and Patashpur-1A blocks
  • More than 9,000 landless families have been awarded NGNB patta
  • Due to the work done by the Fisheries department, more than 30 thousand fishermen have benefitted
  • The Animal Husbandry department has distributed more than 13.5 lakh chieckens and ducklings

 

Panchayat and Rural Development

  • In the last four-and-a-half years, more than Rs 1400 crore have been spent to create 6 crore man days under 100 days work
  • Under rural road scheme 312 km of roads have been constructed
  • More than 78,000 houses have been built under Indira Awaas Yojana
  • Under Mission Nirmal Bangla, around 1.40 lakh toilets have been built

 

Minority Welfare

  • More than 2 lakh students from minority classes have received scholarships worth Rs 30 crore
  • Around Rs 14 crore have been given to youth from minority classes to help them become self-sustained
  • More than Rs 5 crore has been spent under various MSDP schemes for development of the minority community
  • Karma Tirthas are being developed in Panskura-1, Panskura-2, Patashpur-2, and Sutahata-1 blocks

 

Backward Classes Welfare and Adivasi Development

  • Almost 47,000 students receiving assistance under the Sikshashree Scheme
  • Around 1.44 lakh SC/ST/OBC certificates have been given out

 

Women and Child Development

  • 2.25 lakh students are receiving aid under the Kanyashree Scheme

 

Khadya Sathi

  • More than 38 lakh people in the district are getting foodgrains at Rs. 2 per kg

 

Industry

  • An Industrial Growth Centre is being set up in Haldia on more than 10 acres of land, which will bring employment to more than three thousand people
  • 25 clusters have been set up in the district to aid micro, small and medium enterprises
  • Industrial Estate established in Haldia

 

PWD and Transport

  • Digha-Kolkata helicopter service has started
  • The PWD Department has taken up 130 projects out of which 94 have been completed at a cost of Rs 256 crore
  • More than 578 km of roads constructed/repaired/renovated

 

Power

  • 100% electrification of rural areas under the Shobar Ghore Alo Scheme

 

Irrigation

  • 234 km of irrigation dams have been renovated
  • Kalaghai-Kapaleshwari-Bagai canal renovated at a cost of Rs 650 crore
  • 7.5 km of the Digha-Shankarpur beach has been beautified

 

Public Health Engineering

  • 66 drinking water-related projects taken up, out which 30 have been completed at a total cost of Rs 103 crore

 

Tourism

  • Digha Gate has been constructed in a record time of just 18 months at a cost of Rs 6.5 crore
  • Watch towers set up in Didha, Shankarpur, Tajpur, and Mandarmani

 

Labour

  • Around 6.21 lakh unorganised workers receiving assistance under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers
  • More than 22,000 transport workers registered under West Bengal Transport Workers’ Social Security Scheme
  • More than 3,000 youth receiving assistance under Yuvashree Scheme

 

Self-Help Groups

  • 7,400 self help groups created under Anandadhara Scheme
  • A total of 13 Karma Tirthas established in the district

 

Urban Development

  • Rs 175 crore have been spent on various schemes in five municipalities

 

Information and Culture

  • More than 5000 artistes are getting a retainer fee and pension at present

 

In the last five years, the Trinamool Congress Government has ensured developments in all areas across all districts. Projects have been completed covering all departments of the administration.

 

পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়ন এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই পূর্ব মেদিনীপুর জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :

নন্দীগ্রামকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে ।

কাঁথি, তমলুক, হলদিয়া ও এগরা হাসপাতালে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। দীঘা মহকুমা হাসপাতালে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুব শীঘ্রই চালু হয়ে যাবে।

জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে সাড়ে ৫ লক্ষের বেশি মানুষ ১১ কোটি ৫৮ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।

তমলুক জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র চালু হয়ে গেছে।

তমলুক ও এগরা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।

জেলায় ২০টি SNSU চালু হয়ে গেছে।

তমলুক জেলা হাসপাতালে একটি ইইঞ চালু হয়ে গেছে।

পাঁশকুড়ায় একটি নতুন মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে।

তমলুক জেলা হাসপাতালে একটি নার্সিং ট্রেনিং স্কুল নির্মিত হচ্ছে।

শিক্ষা :

শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজের নতুন ভবন নির্মিত হয়েছে এবংপঠন-পাঠন শুরু হয়ে গেছে।

এগরা-১ ও কাঁথি-২ (দেশপ্রাণ) ব্লকে ২টি নতুন আইটি আই নির্মান সম্পূর্ণ হয়েছে।

পাশাপাশি কাঁথি-৩, নন্দীগ্রাম-১ ও মহিষাদল ব্লকে ৩টি নতুন আইটি আই গড়ে তোলা হচ্ছে। খেজুরি, রামনগর-১ ও চন্ডীপুরে আইটি আই গড়ে তোলা হবে।

কোলাঘাট পলিটেকনিক চালু হয়ে গেছে।

এই জেলায় প্রায় ১ লক্ষ ৫৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৪২টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

কৃষি, ভূমি সংস্কার,মৎস্য পশুপালন :

এই জেলার প্রায় ৬ লক্ষ ২০ হাজার (৯৭%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে, ৯ হাজারেরও বেশি ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয় করে প্রায় ৬ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৩১২ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।

গত সাড়ে ৪ বছরে জেলায় ৭৮ হাজারেরও বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ১ লক্ষ ৪০ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে, ২ লক্ষেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৩০ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৫৫ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৪ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও ৪ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।

খজঈঙ-তে ৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে  বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

পাঁশকুড়া-১, পাঁশকুড়া-২, পটাশপুর-২ ও সূতাহাটা-১ কর্মতীর্থ নির্মাণের কাজ চলছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

প্রায় ৪৭ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ১ লক্ষ ৪৪ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন:

পূর্ব মেদিনীপুর জেলায় ২ লক্ষ ২৫ হাজার ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী – খাদ্য সাথী:

জেলায় প্রায় ৩৮ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২৫টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।

হলদিয়াতে ১টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৪৫৩০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ৬৬০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

পূর্ত পরিবহন :

যাত্রী সুবিধার্থে কলকাতা-দীঘা হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে।

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৩০টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৯৪টি প্রকল্পের কাজ প্রায় ২৫৬ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৫৭৪ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যুঅচিরাচরিত শক্তি:

সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

সেচ:

২৩৪ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

পাঁশকুড়া-১ ও ২ ব্লক সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১২টি ব্লকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদিত হয়েছে।

দীঘা-শঙ্করপুর সৈকতে ১০.৫ কিমি সমুদ্র ভাঙ্গন প্রতিরোধ ও ৭.৫ কিমি সৌন্দর্যায়ন প্রকল্প রূপায়িত হয়েছে। এই প্রকল্প রূপায়িত হওয়ার ফলে পর্যটকদের কাছে দীঘার আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে।

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ময়না ব্লকের চন্ডিকা নদীর উপরে এজমালিচক ও শ্রীধরপুরে ২টি সেতু এবং নন্দকুমার ব্লকের প্রতাপখালি খালের উপরে দক্ষিণ-নারিকেলদা সেতুর নির্মান করা হয়েছে।

প্রায় ৪ কোটি ব্যয়ে এগরা-২ ব্লকের বালিঘাই-বারোমাইল খাল এবং দেশপ্রান ব্লকের মীর্জাপুর খালের পুনঃখননের কাজ শুরু হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী:

বিগত সাড়ে চার বছরে ১০৩ কোটি টাকা ব্যয়ে ৬৬টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৩০টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরও ১০টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

পর্যটন:

মাত্র আঠারো মাসের রের্কড সময়ে দীঘা গেট (সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে) নির্মান করা হয়েছে।

এছাড়া দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মান্দারমনিতে ওয়াচ্‌ টাওয়ার, দীঘায় বিশ্ববাংলা উদ্যান, দীঘা যুব আবাসের অধুনিকীকরণ, নয়াকালী মন্দির পর্যন্ত সমুদ্র তীরবর্তী রাস্তা, দীঘা-মোহনা রাস্তা সহ মোট ৯টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে।

আড়াই কোটি টাকা ব্যয়ে দীঘায় বিশ্ববাংলা উদ্যান-এর সমম্প্রসারন সহ গাড়ী পার্কিং ও সংশ্লিষ্ট অন্যান্য সকল পরিষেবা নির্মানের কাজ চলছে।

দীঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবার সূচনা হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী:

আনন্দধারা প্রকল্পে ৭৪০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৩২০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

জেলায় মোট ১৩টি কর্মতীর্থ গড়ে তোলা হচ্ছে ; এর মধ্যে ২টির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৭ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর নগরোন্নয়ন :

পূর্ব মেদিনীপুর জেলায় ৫টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ১৭৫ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৩৩০০টি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৫ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ২৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

পূর্ব মেদিনীপুর জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় সাড়ে ৮ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ৫ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে।

ক্রীড়া যুব কল্যান :

পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রথম পর্যায়ের কাজও কাঁথিতে অরবিন্দ স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়েছে।

ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৮২৬টি ক্লাবকে অর্থ সাহায্য করেছে।

জেলায় ১০৭টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ২ কোটি ১৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র :

জেলায় নতুন থানা হিসাবে কাঁথি মহিলা থানা ও হলদিয়া মহিলা থানা এবং মন্দারমণি উপকূলীয় থানা, জুনপুট উপকূলীয় থানা ও নয়াচর উপকূলীয় থানা স্থাপন করা হয়েছে।

 

 

WB Govt plans to launch houseboat services in the Sunderbans

The West Bengal Tourism Development Corporation (WBTDC) is working on plans to launch houseboat services at different places in the Sunderbans and in the creeks from the Hooghly in East Midnapore district to boost back water tourism in West Bengal, based on the model of Kerala.

The West Bengal Chief inister Mamata Banerjee has been giving stress to develop tourism infrastructure across the state. The State tourism department has been working to identify new places and boost the infrastructure at existing tourism spots.

WBTDC is expected to procure eight maintenance-free fibre-reinforced plastic (FRP) house boats for the Sunderbans and the water bodies East Midnapore district. The house boats should comprise of two bed rooms with attached bath and toilet facilities along with a conference room with sitting arrangements for 20 persons. A bar, kitchen, restaurant, lounge and four bedded rooms along with an open space will al so be available onboard.

The objective is to provide the house boats and bring upon a Kerala like house boat model.

The WBTDC authorities are working on the process to invite online bids from reputed house boat fabricators for drawing, design, development, fabrication and delivery of the house boats. The firm who will be selected for the job will need to obtain the drawing and design approval and the necessary clearances for fabrication of the house boats from government agencies and departments concerned.

A proposal for financial approval has also been sent to the Centre for procuring two cruisers on the Hooghly River. The plan is to have budget category cruise tourism on the Hooghly. The concept is that the tourists should be able to visit the heritage sites along the river side.

The tourism department is also working on the tourism circuit plan stretching from Jangalmahal area to Sagar islands.

 

সুন্দরবনে ‘হাউস বোট’ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম পশ্চিমবঙ্গের জলপথ ভ্রমণ আরও জনপ্রিয় করতে সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের হুগলী নদীর খারি থেকে ‘হাউস বোট’ চালু করার পরিকল্পনা নিয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের পর্যটন শিল্পের ওপর জোর দিচ্ছেন। রাজ্য পর্যটন বিভাগ পর্যটনের নতুন স্থান খোঁজা এবং পর্যটন স্থান গুলিকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর কাজ করছে।

সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের জলপথের জন্য পর্যটন নিগম ৮ টি বিশেষ ফাইবার সম্বলিত প্লাস্টিক হাউস বোট কিনতে চলেছে। হাউস বোট গুলিতে ২ টি শোবার ঘর, বাথরুম, এবং ২০ জনের বসার একটি ঘরের ব্যবস্থা থাকবে। বার, রান্নাঘর, রেস্টুরেন্ট এবং ৪ টি শোবার ঘর সহ একটি খোলা জায়গার ব্যবস্থা ও থাকবে বোট গুলিতে।

কেরালার আদলে হাউস বোট টি তৈরির করার পরিকল্পনা রয়েছে।

হুগলি নদীর ওপর ২টি প্রমোদতরি তৈরির আর্থিক অনুমোদন চেয়ে একটি অনুরোধ পত্রও পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কম খরচেও যাত্রীরা এই বোটে ভ্রমণ করতে পারবেন। পর্যটকরা যাতে নদীর পাড় থেকেই ঐতিহ্যপূর্ণ জায়গাগুলি পরিদর্শন করতে পারে এটাই মূল উদ্দেশ্য।

রাজ্যের পর্যটন বিভাগ জঙ্গলমহল থেকে সাগর দীঘি পর্যন্ত ট্যুরিজম সার্কিট পরিকল্পনার ওপর কাজ করছে।

WB CM mulls eco-tourism, fisheries village at Nayachar

The West Bengal government was considering several projects, including a fisheries village, eco-tourism hub and a solar plant for Nayachar, an island on the Hooghly river in East Midnapore district, Chief Minister Mamata Banerjee said on Monday.

On Monday, Mamata Banerjee went around Nayachar with a group of industrialists trying to figure out the island’s suitability for eco-tourism or other similar projects.

Later, addressing a rally at Nandigram in East Midnapore, the Chief Minister said her government was planning to promote an eco-tourism project on the island.

“We will see what can be done at Nayachar. We are working on several ideas like a fisheries village, an eco-tourism project and a solar plant. We will discuss and take a decision,” she said.

Banerjee, however, firmly ruled out construction of a chemical hub. “We won’t allow any chemical hub there.”

WB CM plans to boost eco-tourism at Nayachar

In her three-day visit to East Midnapore, starting today, West Bengal Chief Minister Ms Mamata Banerjee visited Nayachar. The West Bengal Chief Minister traveled to Nayachar taking the water route.

The West Bengal Chief Minister was accompanied by a team of industrialists. The Chief Minister and the team of the industrialists scouted the place as a possible eco-tourism destination. From Nayachar the Chief Minister headed for Tekhali in Nandigram.

She later held an administrative review meeting at Nandigram.

On Tuesday, WB CM will attend an administrative meeting in Digha and will launch the helicopter service from there to Kolkata on Wednesday. After the launch, she will return to Kolkata in a helicopter.

Nandigram a milestone in my life: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today inaugurated 106 projects and lay the foundation stone of 42 more in East Midnapore district. She also launched the ‘Sabuj Sathi’ project in the district during a public meeting at Nandigram.

WB CM distributed different agriculture and fishing equipment, pattas, cycles, loans to the beneficiaries. Besides this, many people received financial assistance under different schemes. Students got bicycles under Sabuj Sathi scheme.

The Chief Minister laid the foundation stones for the office the district magistrate and an administrative building, water supply projects, bus stands, godowns, road projects, irrigation projects, State Welfare Home at Contai, animal welfare centres, health centres and some other projects.

The CM inaugurated Matangini Hazra Women’s College (Phase I), district training centre, water supply projects, public welfare training centre, road projects, renovation of canals, bridges, several new attractions at Digha, besides some other projects.

Highlights of WB CM’s speech:

  • We have inaugurated and laid the foundation stones for several projects in different sectors today.
  • Three new ITIs will come up in East Midnapore. 4 new multi super speciality hospitals will come up in this State.
  • We are developing Krishak Bazars for our farmers. We have given compensation to 7 lakh people after floods in Midnapore.
  • 1.5 lakh students will get cycles under Sabuj Sathi scheme in this district. By January, 25 lakh students will get cycles.
  • From 27 January, 2016, 7 crore people in Bengal will get food grains at Rs 2/kg. We are ensuring ‘Food For All’.
  • 100% coverage has been achieved for mid-day meal, rural electrification in East Midnapore.
  • 30 lakh girls have been registered under Kanyashree scheme.
  • We have registered 14 lakh SC/ST students under Sikshashree scheme.
  • We are providing loans and subsidies to self-help groups in the state.
  • I have never forgotten Nandigram. Singur-Nandigram have been milestones in my life.
  • I can never forget the sacrifices made by people of Nandigram. We can never forget the atrocities in the name of sunrise.
  • The atrocities carried out in Nandigram were a dark chapter in the history of Bengal. We will never allow them to repeat.
  • We have approved Ghatal Master Plan for flood prevention.
  • We have taken several initiatives in education sector for Nandigram.
  • We are planning to promote environment-friendly, eco-tourism at Nayachar. We will not allow chemical hub there.
  • We are allocating Rs 10 crore for a new higher secondary school here.
  • We will build a Martyr’s Memorial and a Cultural Convention Centre here.
  • It is because of your struggle that we came to office in 2011.
  • We have not achieved financial freedom till now. We increased our revenues but Centre takes away major share of our taxes.
  • The Left incurred huge debt. We inherited their legacy. Neither Congress nor BJP govt at Centre helped us.
  • We have introduced reservation for OBCs and minorities without reducing the no. of seats for general category.
  • We believe in ‘Health for All’. Beds and medicines at govt hospitals are free. We have set up fair price medicine shops.
  • The logo of Sabuj Sathi scheme was made by me. It signifies the power of youth. They will win over the world one day.
  • Despite all the financial hardships, the amount of work we have done in the last four years is unmatched.
  • আর নেই দরকার বামফ্রন্ট সরকার। চাই মা-মাটি-মানুষের সরকার।
  • ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রামের আরেক নাম সংগ্রাম, সংগ্রাম।
  • I am happy to be back in Nandigram. Stay safe, stay healthy.

ADB loan push for state corridor

The Mamata Banerjee government has got another big boost before the chief minister’s London visit on July.

The screening committee of the Department of Economic Affairs under the union Finance Ministry has cleared loan approval of receiving $500 million Asian Development Bank (ADB) loan to the West Bengal government for setting up the 231 km long North South corridor from East Midnapore to Murshidabad that will cross six districts and move parallel to NH-34.

This is the highest amount of ADB loan granted for any ADB-assisted single project in the country. The total cost of the project, to be executed by the West Bengal Highway Development Corporation Limited (WBHDCL) is estimated as Rs 4,696 crore.

The corridor would help to remove the critical bottlenecks in freight movement not only from the northern parts of the state and north eastern states of the country but also from the neighbouring countries like Bhutan and Nepal to Haldia and Paradeep.

About the corridor

According to the plan, the corridor will run across six districts on the western side of the Ganges parallel to NH-34 and would serve at least 40% of the total population of the state, connecting a 231 km stretch from Mechogram near Haldia in East Midnapore to Morgram near Jangipur in Murshidabad.

The corridor will connect the important national highways of NH-6, NH-2, NH-60 and NH-34. The corridor will also reduce travel distance of Morgramm – Haldia port for about 60 km and will reduce about three hours of travel time in comparison to NH-34.

Kharagpur and the south west part of the country will get shorter connectivity to north east in addition to the faster connectivity to Haldia from states like Bihar, Jharkhand and the north eastern states along with Nepal and Bhutan.

 

The story was originally published in The Times of India on 10 June, 2015