Bengal Govt to distribute e-rickshaws to unemployed rural youths

Bengal Government has taken up a project to distribute e-rickshaws to unemployed youths in rural areas. The State Self Help Groups and Self Employment department has taken up this initiative and will provide assistance through the SVSKP (Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa) scheme. The scheme is already used to provide help to unemployed youths. In the first phase, 500 such eco-friendly e-rickshaws will be distributed.
The Government is already in talks with companies that manufacture e-rickshaws. They run on batteries and are eco-friendly. The SHG department is coordinating with the Panchayat department regarding the implementation of this project.
The Minister of the SHG Department said that distribution of e-rickshaws will help boost transport infrastructure in rural areas.

 

স্বনিযুক্তি প্রকল্পে গ্রামের বেকার যুবকদের ই-রিকশ দেবে রাজ্য

গ্রামের বেকার যুবকদের এবার ই-রিকশ দেবে রাজ্য সরকার। স্বনিযুক্তি প্রকল্প দপ্তরের পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনেই এই সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে বেকার যুবকদের নানাভাবে সহায়তা দেওয়া হয়। এবার পরিবেশবান্ধব ই-রিকশ দিয়ে তাদের কাজের সুযোগ বাড়াতে চায় রাজ্য সরকার। প্রাথমিকভাবে শুরুতে ৫০০ জনকে ই-রিকশ দেওয়া হবে।
গ্রামীণ এলাকার পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নানা ধরনের কর্মসূচি বা প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কুল পড়ুয়াদের সাইকেল প্রদান পুরোমাত্রায় সফল। এর আগে স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত মহিলাদের ধান সংগ্রহের কাজে নামানো হয়েছে। তাদের জন্য উল্টোডাঙায় শপিং মলও করে দেওয়া হচ্ছে। যার জন্য কেআইটি’র থেকে ১০ কাঠা জায়গা পাওয়া গিয়েছে। সেই জমি কিনে নিয়েছে স্বনিযুক্তি প্রকল্প দপ্তর। এবার ই-রিকশ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য যেসব কোম্পানি ই-রিকশ বানায়, তাদের সঙ্গে কথা চলছে। টেন্ডার করেই সেই অর্ডার দেওয়া হবে। তবে ই-রিকশ’র পুরো টাকা রাজ্য সরকার দেবে না। মোট দামের ৩০ শতাংশ দেবে স্বনিযুক্তি প্রকল্প দপ্তর।
ওই দপ্তরের মন্ত্রী বলেন, আমরা স্বনির্ভর গোষ্ঠীকে নানাভাবে সাহায্য করছি। কারিগরি শিক্ষা দপ্তরের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর আড়াই লক্ষ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। কেউ যদি প্রশিক্ষণ শেষে ব্যবসা করেন, তাহলে তাঁকে আর্থিক সাহায্য দেওয়া হবে। ছাগল, গোরু, মুরগি পালন করলেও আর্থিকভাবে সাহায্য করা হয়। এবার গ্রামের বেকার যুবকদের ই-রিকশ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের দপ্তর ভর্তুকি দেবে। গ্রামীণ এলাকায় রাস্তার হাল এখন অনেক ভালো। ফলে ই-রিকশ যাত্রী পরিবহণে কার্যকর হবে। চালকও লাভবান হবেন।
ই-রিকশ অনেকটা ব্যাটারি চালিত অটো বা টোটোর মতো হবে। পঞ্চায়েত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই ই-রিকশ দেওয়া হবে। স্বনিযুক্তি প্রকল্প দপ্তরের প্রধান সচিব একইসঙ্গে পঞ্চায়েত দপ্তরেরও প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন। ফলে পঞ্চায়েতের নানা কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং গ্রামের যুবদের যুক্ত করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার ই-রিকশ প্রদান করা হচ্ছে। তার পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছে।

State Govt to launch 10,000 e-rickshaws

The Bengal Government has decided to launch 10,000 e-rickshaws in the State before the panchayat elections in 2018. It would entail a cost of Rs 365 crore on the part of the State Government.

The primary aim of this scheme is giving a means of employment to the youth in rural areas. The scheme is part of the Swami Vivekananda Swanirbhar Prakalpa, one of the glittering successes of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

These e-rickshaws are battery-run and hence environment-friendly. Each charge lasts for a few days, depending on the usage.

Of the cost of Rs 1.25 lakh for each e-rickshaw, 30 per cent would be borne by the Government as a grant, 55 per would be given as loan by banks and 5 per cent would have to be given directly by the buyer.

The Department of Self-Help Group & Self Employment would be in charge of running this scheme.

The State Government is also thinking of permitting e-rickshaws to run in the suburbs of Kolkata.

 

১০হাজার ই -রিকশা নামাতে তৎপর রাজ্য সরকার

রাজ্য জুড়ে জেলাগুলিতে মোট ১০ হাজার ই -রিকশা নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ন ‘মাসের মধ্যে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩৬৫ কোটি টাকা।

গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষেই সরকারের এই অভিনব উদ্যোগ। সরকারি সূত্রের খবর ,স্বামী বিবেকানন্দ স্ব -নিযুক্ত কর্মসংস্থান প্রকল্পে বেকার যুবকদের হাতে ই – রিকশা তুলে দেওয়া হবে।

চিনা প্রযুক্তিতে তৈরী ই -রিকশা কিনতে গড়ে খরচ পড়বে ১ লক্ষ ২৫ হাজার টাকা। তার মধ্যে ৩০ % টাকা রাজ্য অনুদান হিসাবে দেবে। ৫% টাকা গ্রাহককে মেটাতে হবে। বাকি ৫৫% অর্থ ব্যাঙ্ক দেবে ঋণ হিসাবে। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে স্ব -নিযুক্তি দপ্তর।

 

 

Bengal Govt to convert totos to e-rickshaws

In the ongoing operation to replace the totos plying in the state, one thousand e-rickshaws were introduced in North 24 Parganas on Friday.

State Transport minister Suvendu Adhikari officially introduced the vehicles at an event in Barasat. So far, 4,000 totos have been replaced by e-rickshaws all over Bengal.

This is a major step by the state government towards promoting e-vehicles. There are around one lakh totos and another one lakh vanos, both of which are indigenously-built passenger ferrying vehicles, in the state. Steps have already been taken to replace the vanos by e-carts.

Chief Minister Mamata Banerjee had asked the Minister to ensure that no toto driver is rendered jobless after the totos are replaced.

 

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করবে রাজ্য সরকার

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই লক্ষ্যে গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে ১০০০টি ই-রিক্সা চালু করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র বাংলায় ৪০০০ টোটোর বদলে ই-রিক্সা নামানো হয়েছে।

সারা রাজ্য জুড়ে ১ লক্ষ টোটো এবং ১ লক্ষ ভ্যানো চলাচল করে। ভ্যানোর জায়গায় ই-কার্ট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পথ নিরাপত্তার স্বার্থেই চালু করা হয়েছে এই ই-রিক্সা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টোটোচালকদের স্বার্থ রক্ষা হবে এবং কেউ রোজগার হারাবেন না।

 

D Bandyopadhyay speak on Motor Vehicles (Amendment) Ordinance, 2015 | Transcript

Full transcript:

I rise to support this Bill. This Bill brings e-carts and e-rickshaws under the ambit of Motor Vehicles Act for carrying goods and passengers. It also relaxes condition for obtaining license for a public service vehicle. To get a learner’s license for a public service vehicle you need one year experience of driving a light motor vehicle. This Bill relaxes that condition.

Possibility is that this Bill will result in employment for a large number of people. Drivers would now have a smooth transition from manual rickshaw to electric power seal-wheel vehicles.

In West Bengal our Chief Minister Mamata Banerjee has introduced a unique scheme that will bring 6000 manually‐pulled rickshaws in Kolkata under green rickshaw i.e. solar power e‐cart or e‐rickshaw to provide employment as well as to provide pollution free environment to our new generation.

Central Government should consider starting a scheme for providing easier loans to drivers so that they can procure e-carts, otherwise they will be debarred and new people will continue to use these e-carts.

Ratna De Nag speaks on Motor Vehicles (Amendment) Ordinance, 2015 | Transcript

I would like to express my thanks to the Chair for giving me this opportunity to speak on Motor Vehicles (Amendment) Ordinance, 2015.

The Bill was brought to the House, against the Ordinance promulgated by the Government. By going through the Bill I could find that it has come a bit late due to the Government’s inability to get it passed in Rajya Sabha; in spite of its introduction on 22 December, 2014, due to its position. But better late than never.

It is of utmost importance to regulate the rules with regard to the speed and dimensions under the Motor Vehicles Act. This Bill is aimed at providing relief to the drivers of the e-rickshaw and e-carts. I welcome it. To streamline the drivers of the e-rickshaw and e-carts there is a need to relax the condition of learners license for driving transport vehicles.

I support this Bill as it results in employment for a large number of people. Drivers will now have a smooth transition from manual rickshaw to electric power seal-wheel vehicles. I hope with the passage of time  e-rickshaw and e-carts are streamlined in every respect.

Sir, before I conclude I would like to make a request to the Hon’ble Minister, please help the poor drivers of the e-rickshaw and e-carts, either in getting a loan from the bank in zero interest or less interest or by giving them some subsidy.

Thank you.