Without any big investment, Durga Puja is the biggest investment: Mamata Banerjee

Planning, preparations and resource mobilisation for Durga Puja, the biggest festival of Bengal, begins at least three months before the actual Puja begins. “It is an industry that becomes active for three months, where the involvement can’t be seen. But I feel that without any big investment, it is the biggest investment”, Chief Minister Mamata Banerjee said while inaugurating the Suruchi Sangha Puja in south Kolkata today.

So many people are involved right from forming the ideas and themes to procuring raw material, creating the pratimas and structures, the decorations, the lighting — the festival begins even before Mahalaya, she pointed out. The pandals in the city as well as the districts are “very beautiful this year, and the creativity of those involved is quite good”. A large number of clubs had been given items to promote the Football World Cup that begins in the country early next month, the semi-final and final of which will be held in Kolkata.

Urging the public to enjoy the festivities, she reiterated that people must not fall prey to conspiracies and rumours. “There are people who do not like our enjoyment and happiness and will try to disrupt through false Facebook posts and tweets. You must counter this and say that such things don’t happen in Bengal, where the people celebrate every festival and take part in every tradition”. She said some people in the past had resorted to lying, conspiring and spreading wrong information, but had not succeeded. “They have forgotten we are from Bengal, and proud to have been born here. We want the progress and happiness of its people”.

The Chief Minister said she had no objection over immersions taking place on all days. But usually, they don’t take place on Ekadoshi (the day after Vijaya Dashami), which this year coincides with the observation of Muharram. The people in Bengal respect all faiths and traditions — let them be carried out peacefully and in harmony, she implored. Assuring the public that everything will take place in an orderly manner, she said that the police and administration would be there all through to help out. “Enjoy the Pujas fearlessly and with happiness. See the creativity, the wide range of artistry and feel the goodness of Durga Puja in Bengal, which is famous all over the world”.

 

দুর্গাপুজো বিগ নয়, বিগেস্ট ইনভেস্টমেন্টঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী, তিনি ওই পুজোর থিম সঙও রচনা করেছেন।

তিনি আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ যার কিছু খেলা কলকাতায় অনুষ্ঠিত হবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার ফুটবলকে তথা খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। প্রতিটি ক্লাবে অনেক উপহার দেওয়া হয়েছে এই প্রতিযোগিতার প্রচার করতে। আগের তুলনায় এখন পুজোমন্ডপগুলি আগে উদ্বোধন হওয়ায় ট্রাফিক পুলিশের ওপর যে পরিমাণ চাপ বৃদ্ধি হয়েছে, সে কথাও মনে করিয়ে দেন।

এই পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বিনিয়োগ হয়, লক্ষ লক্ষ শ্রম দিবস তৈরি হয়। অগণিত শিল্পীদের জীবিকা নির্বাহ হয়, বিভিন্ন ধরনের শিল্পীরা যুক্ত থাকেন প্রতিটা পুজোতে। এর ফলে শিল্পের বিকাশ হয়, শিল্পীদের মধ্যে আরও ভালো কাজ করার প্রতিযোগিতা বাড়ে, ফলে শিল্পের উন্নতি হয়, বাড়ে রাজ্যের শিল্পের মান। তিনি বলেন পুজো শুধু বিগ নয়- ‘বিগেস্ট ইনভেস্টমেন্ট’। অনেক আইডিয়া এই প্যান্ডেল থেকে নিয়ে গিয়ে অনেকে ক্ষুদ্র শিল্পে কাজে লাগায়।বিভিন্ন পুজোর বিভিন্ন রকমের থিমের তিনি প্রশংসা করেন।

তিনি জনসাধারণকে সতর্ক করে বলেন, “কোনও চক্রান্তে ভুল বুঝবেন না। কিছু কিছু মানুষ ফেসবুককে ফেকবুক হিসেবে ব্যবহার করে, টুইট করে মিথ্যে কথা বলে, মানুষের সঙ্গে মানুষের সংঘাত লাগানোর চেষ্টা করে। অনেকে বাংলার আনন্দ সহ্য করতে পারে না, অনেকে নিরানন্দের ভূমিকা তৈরি করেন, আপনারা সবাই এটাকে কাউন্টার করুন। কাউন্টার করে বলুন, বাংলা এর জায়গা নয়, বাংলার বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাঁদের ছেড়ে কথা বলব না। সাড়া পৃথিবীতে একটা উৎসব দেখান যারা বাংলার মতো করে যেকোনো উৎসবকে উৎসাহিত করতে পারে। এখানে প্রচুর গণপতি পুজো হয়, কখনও কি ভাবি ওটা মহারাষ্ট্রের পুজো? গুরু নানকের জন্মদিন পালন করি, কখনও ভাবি ওটা পাঞ্জাবের পুজো? দেশনেতা কারা হয়? যাদের সারা দেশ নেতা বলে মনে করে। এ সমাজে কিছু ভালো লোক আছে, কিছু খারাপ লোক আছে, কিছু ‘গুডি গুডি’ আছে, যারা ভেরি ডেঞ্জারাস। এরা মিথ্যে বলবে, কুৎসা করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, একটা ভোজপুরি সিনেমার ছবি দিয়ে বলছে বাংলার ঘটনা, বাংলাদেশের একটা ঘটনার ফটো দিয়ে বলছে এটা বসিরহাটে হচ্ছে- পুরোটাই মিথ্যে কথা। বাংলায় এসব জিনিস হয় না। বাংলার মাটি কখনও অমানবিক, দানবিক হতে পারে না। এ মাটি কৃষ্টি, সংস্কৃতি, জাগরনের মাটি। বাংলা সাড়া বিশ্বকে পথ দেখায়, তাই, বাংলা- বিশ্ব বাংলা। বাংলার মাটিতে আমরা জন্মেছি, আমরা গর্বিত। অনেক বড় উৎসব আছে, কিন্তু, একটা রাজ্যের একটা উৎসবকে কেন্দ্র করে সাড়া বিশ্বে উৎসব হয়, কেউ দেখাতে পারবেন? প্রত্যেকটা দেশ থেকে লোক আসছে, পুজো দেখতে। মানুষে মানুষে এত মিল আর কোথাও কেঊ দেখাতে পারবে না।”

তিনি বিসর্জন প্রসঙ্গে বলেন, “আমার কোনও আপত্তি নেই, যে যবে খুশি বিসর্জন দিক, তবে বাড়ির পুজো কেউ একাদশীতে বিসর্জন দেয় না। আমি প্রচার করে ধর্ম মানি না, সব ধর্মকে ভালবাসি। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ ভাবে বিসর্জন ও মহরম পালন করা। একটা দাঙ্গা লাগানো খুব সহজ, এদের কাজ হল বাংলার বদনাম করা। বাংলায় দাঙ্গা হল, বাংলায় পুজো হল না, তাই এরা চায়। বলল, জগন্নাথদেবের মন্দিরে আমায় ঢুকতে দেওয়া হবে না, কারণ আমি হিন্দু না, তো সেখানে পুরোহিতরা আমাকে প্রায় আলিঙ্গন করে নিয়ে গেছে। যারা আমার জন্ম নিয়ে প্রশ্ন তোলে, তাদের বাংলার মাটি প্রশ্রয় দেয় না। এত নিম্ন রুচি, মানসিকতা, সঙ্কীর্ণতা, এটা রাজনীতি, সমাজ সংস্কার নয়, আমরা এগুলকে ঘৃণা করি, আমাদের এখানে পুরান, কোরান, বাইবেল, গ্রন্থসাহেব, ত্রিপিটক সব থাকবে।”

তিনি আরও বলেন যে -প্রতিটি পুজো কমিটির দায়িত্ব বেড়ে গেছে, আমি তাদের অভিনন্দন জানাই। কেউ কেউ চক্রান্ত করতে পারে, মানুষকে দুঃখী করার চেষ্টা করতে পারে, আমি চাই মানুষ যেন দুঃখী না হয়। আপনারা চিন্তা করবেন না, নিশ্চিন্তে ভালভাবে শান্তিতে পুজো করুন। প্রশাসন আপনাদের সঙ্গে আছে, পাড়ার ছেলেমেয়েদের সাহায্য চাই।

পুজোর দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ, বিদেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত মানুষকে শারদীয়ার শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী।

 

 

Patients of state-run hospitals to get special food during Pujas

Food has always been an important ingredient of Durga Puja celebrations, but for patients in hospitals, that isn’t so. Now there is good news for them too.The Bengal Health Department has come up with the idea of providing special food to the patients at all the State Government-run hospitals and medical college hospitals across the state during the days of the Durga Puja, that is, from Saptami to Dashami.

The Bengal Health Department has come up with the idea of providing special food to the patients at all the State Government-run hospitals and medical college hospitals across the state during the days of the Durga Puja, that is, from Saptami to Dashami. The decision was taken by the Health Department so that the patients can have something different at least during the four Puja days. It will break their monotony of having same food every day.

The decision was taken by the Health Department so that the patients can have something different at least during the four Puja days. It will break their monotony of having same food every day.It has been decided that on the day of Asthami all patients will be served vegetarian – gram curry, rice, dal and a vegetable curry for lunch, and paneer curry,

It has been decided that on the day of Asthami all patients will be served vegetarian – gram curry, rice, dal and a vegetable curry for lunch, and paneer curry, rice and dal for dinner. There will be chutney, papad and payesh for both the meals.

On the other three days, patients will have a choice between fish or chicken, and rice, dal and a vegetable curry. The Bengalis’ favourite payesh will be in the menu too.

 

উৎসবের দিনে সরকারি হাসপাতালগুলির রোগিরা পাবেন স্পেশ্যাল খাবার

পুজোর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে হরেক রকমের খাবার। ঠাকুর দেখতে বেরয়ে কিংবা বাড়িতে বন্ধুবান্ধব-আত্মীয়পরিজনের সাথে, পুজোর কটা দিন বাঙালির পেটপূজোও চলে।

য়ে কিংবা বাড়িতে বন্ধুবান্ধব-আত্মীয়পরিজনের সাথে, পুজোর কটা দিন বাঙালির পেটপূজোও চলে।

কিন্তু যারা অসুস্থতার কারণে অনুষ্ঠানের দিনগুলোতে হাসপাতালের চার দেওয়ালে বন্দী হয়ে থাকেন, তারা রকমারি স্বাদ থেকে বঞ্চিত থাকেন। এবছর রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলিতে পুজোর দিনে ভর্তি থাকা রোগীদের জন্য সুখবর আনল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

সূত্র্রের খবর, জেলা ও মহকুমা স্তরের হাসপাতালগুলিতে সপ্তমী থেকে বিজয়া পর্যন্ত স্পেশ্যাল খাবার দেওয়া হবে রোগীদের।

অষ্টমীতে দেওয়া হবে নিরামিষ খাবার, ছোলার তরকারি, ভাত, ডাল ও আনাজ। ডিনারে থাকবে ভাত ও ডালের সঙ্গে পনীরের তরকারি। চাটনি, পাঁপড় ও পায়েসও থাকবে দুবেলা।

অন্য তিন দিন ভাত, ডাল ও তরকারির সঙ্গে মাছ বা মুরগি এর মধ্যে একটা বেছে নিতে পারবেন রোগীরা।সঙ্গে থাকবে বাঙালীদের প্রিয় পায়েস।

এই অভিনব উদ্যোগের ফলে রোগীদের উৎসবের দিনে কিছুটা স্বাদবদল হবে।

 

Source: Millennium Post

 

State Govt to keep close watch on the power supply situation during Durga Puja

The Bengal Government would be keeping a close watch on the power situation in the state during Durga Puja.

To ensure smooth power supply, State Power Minister recently held a series of meetings with the West Bengal Power Development Corporation, West Bengal State Electricity Distribution Company, West Bengal Police, Kolkata Police, Calcutta Electric Supply Corporation (CESC) and Coal India Limited (CIL).

A task force has also been set up under the leadership of the chief secretary, which has already issued a series of instructions.

The State Government wants that during the festive days, despite the heavy demand for electricity, what with the thousands of pandals across Bengal, and of course, the regular domestic consumption, the people can have a peaceful time.

In recent times, the government has done a lot to improve the power distribution situation in the state. The government has a target to set up 125 sub-stations, of which 26 are already functioning. People are being hired on a contractual basis to secure the sub-stations. The old overhead cables are also being replaced with new ones.

 

পুজোর সময় বিদ্যুৎ বিভ্রাট রুখতে কড়া নজর রাজ্যের

এবার পুজোর দিনগুলিতে বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলা করতে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম বৈঠক করল সমস্ত বণ্টনকারী সংস্থার সঙ্গে। একই সঙ্গে কোল ইন্ডিয়া, সিইএসসি, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সঙ্গেও বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন মন্ত্রী। উৎসবের সময় রাজ্যে কোনও রকম বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ ঘাটতি যাতে না তৈরি হয় তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ চুরি রুখতেও পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সজাগ থাকতে বলা হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা ভোল্টেজ বৃদ্ধির জন্য এ বছর ২৬টি নতুন সাব স্টেশন তৈরি করেছি। আগামী বছরের মধ্যে আরও ২১৫টি সাব স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা রেখেছি। আমরা কোল ইন্ডিয়াকে বলেছি, এই সময়ে তারা যেন কয়লার জোগান ঠিক রাখে।’ নবান্ন সূত্রে খবর, বিদ্যুৎ পরিষেবার বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স ও বেশ কয়েকদফা নির্দেশিকা দিয়েছে উৎসব উপলক্ষে।

মন্ত্রী আরও বলেন, জেলার সাব স্টেশনগুলিতে দেখভাল ও নজরদারির জন্য এই সময়ে বাড়তি কর্মীর প্রয়োজন হয়, তাই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী সাব স্টেশনগুলি থেকে বিদ্যুৎ পরিবাহী পুরোনো কেবলগুলিকে বদল করে ফেলার কাজ শুরু করেছে বিদ্যুৎ সরকার। ওভার হেড কেবলের মধ্যে যেখানে পুরোনো কেবল রয়েছে, সেগুলিকেও বদল করে ফেলার কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তর।

Source: Khabar 365 Din

 

State Transport Dept’s day-long hop-on hop-off Durga Puja tours at just Rs 75 per person

At just Rs 75 per person per day, the State Transport Department will be organising hop-on hop-off tours in Kolkata for people wanting to visit Durga Puja pandals. A set of buses, trams and vessels would be covering the routes along the major pandals of the city.

The tours would start on the day of Chaturthi, that is, September 24. Tickets would be available at Jadavpur 8B Bus Stand, Garia, Galif Street, Howrah, Behala No. 14 Tram Depot and other places.

Those holding a ticket can get off at any pandal and then take the next bus or tram or even vessel to the nearest point of another pandal. The service would run from 12 pm till midnight.

For the purpose of the tours, Kolkata has been broken up into five zones – north, south, east, west and central. A set of modes of transport would be covering a pre-designated route to the well-known pandals of each zone.

The ‘bonedi bari pujas’, that is, pujas held at the old mansions of illustrious families, in central and north Kolkata, which have a special charm of their own, can be covered by trams, using the same tickets. The same tickets can also be used to travel on vessels too. For example, if one wants to visit the Durga Puja at Belur Math, the person can board from Baghbazar or any of the other designated ghats.

 

পরিবহণ দপ্তরের উদ্যোগে ঠাকুর দেখতে এক টিকিটেই বাস-ট্রাম-ভেসেল

খরচ করতে হবে মাত্র ৭৫টাকা। আর তা দিয়েই দেখে নেওয়া যাবে শহরের সমস্ত নামকরা পুজো। পায়ে হেঁটে নয়। এসি, নন-এসি বাসে। একদম প্যান্ডেলের দোরগোড়ায় নামিয়ে দেওয়া হবে। একটি ঠাকুর দেখে বেরিয়েই দেখবেন, পিছনের বাস এসে হাজির পরের প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য। তাতে পা দিয়েই আরামে পৌঁছে যাবেন অন্য পুজোয়।

পুজোর কদিনের জন্য পরিবহণ দপ্তরের তরফে আনা হচ্ছে হপ অন হপ অফ পরিষেবা। এক টিকিটেই ঘুরে বেড়ানো যাবে গোটা দিন। চড়া যাবে সরকারি বাসে, ট্রামে, ভেসেলে। বাসগুলো ঘুরে বেড়াবে বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া নয়া রুটে। দুপুর ১২টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলবে এই পরিষেবা।

কলকাতাকে ভাঙা হয়েছে চার-পাঁচটি ভাগে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য কলকাতা। প্রত্যেক দিকের বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে একেকটি রুট। শুধু বাসে নয়, মধ্য কলকাতার পুরনো এবং বনেদি বাড়ির পুজো দেখানো হবে ট্রামেও। ওই একই টিকিটে।

Source: Sangbad Pratidin

Bengal Transport Dept making plans for a pleasant Durga Puja

With Durga Puja almost at our doorsteps, the State Transport Department is gearing up to make the occasion a pleasant one for all concerned.

It is making plans to make it viable for people to avail bus services all without any hassle during the Puja days. During the four days, 1,100 buses would be operating in the city from 6 am to 12 midnight.

The department has also made plans for special ferry services for people to view the immersion ceremony of different Puja organisers. Two ferries have been added to the fleet run by the Water Transport Directorate, which would be made available for people to board to see the immersion of the goddess Durga.

পুজোর প্রস্তুতি শুরু পরিবহণ দপ্তরের

দুর্গা পুজোর কথা মাথায় রেখে সাজো সাজো রব পরিবহণ দপ্তরে। রাজ্যজুড়ে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে কিভাবে একইসঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি প্রতিমা দর্শনেরও সুযোগ করে দেওয়া যায় নগরবাসীদের তার পরিকল্পনা চলছে।

পুজোর সময় সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সরকারি বাস পাবেন যাত্রী ও দর্শনার্থীদের দল। পুজর কটা দিন ১১০০ সরকারি বাস চলবে।

বিসর্জন দেখার জন্য বিশেষ নৌকা বিহারেরও ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি জল পরিবহণ বিভাগের ভাণ্ডারে যোগ হয়েছে ২টি ভেসেল। এবার পর্যটক ও দর্শনার্থীদের কলকাতার বিসর্জন দেখার কাজে ব্যবহার করা হবে এই ২টি ভেসেলও।

Source: Ei Samay

Durga Puja Bishorjon Carnival on Red Road to be held on October 3 this year

Chief Minister Mamata Banerjee announced that carnival on Red Road with idols of goddesses Durga and her entourage will be held on October 3.

The Bishorjon Carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, is a unique show that gives people an opportunity to all to see the best pratimas at one place.

A special procession of about 39 Durga Puja committees, who won Biswa Bangla Sharad Samman, was organised last year on Red Road on the way to the bishorjon, or immersion.

 

আগামী ৩রা অক্টোবর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে রেড রোডে

জোরকদমে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ৩রা অক্টোবর রেড রোডে অভিনব নিরঞ্জনের শোভাযাত্রা হবে। সেই কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

গত বছর থেকে এই বিসর্জনের শোভাযাত্রা শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার যা সাধারণ মানুষকে একসঙ্গে সব বিখ্যাত প্রতিমা দেখার সুযোগ করে দিয়েছে। গত বছর ৩৯ টি পুজো এতে অংশগ্রহণ করেছিল।

 

Kanyashree Scheme inspires themes at Durga Puja pandals 

The Kanyashree Scheme, which recently won the United Nations Public Service Award for its huge success in promoting education and empowerment for girl children and preventing child marriage, has inspired Durga Puja organisers across the State to adopt it as their themes for lighting and decorations at the pandals this year.

This will enable the further spread of the knowledge of and benefits from the scheme, and expansion of the various collateral social advantages that are helping in overcoming ills, many of which have become woven into the social and cultural fabric of the country, not just the State.

While searching for positive themes, many Puja organisers in Kolkata and the districts chose the Kanyashree Scheme. It will be used in various ways, both in the lighting and decoration that adorn the pandals during the Puja, which is a major attraction for visitors from outside the State as well. Thousands of people will now get to know the different aspects of the scheme, leading to its replication in other areas.

Not just Kanyashree, but other schemes and programmes like Sabuj Sathi, Shishu Sathi and Safe Drive Save Life are also being planned as themes for decorations and lighting during Durga Puja this year.

This is being actively encouraged by the State Government. It wants to spread information about its award-winning schemes and programmes to the farthest corners of the State and beyond.

For the famous lighting artistes from Chandannagar, and the pandal decorators from other places, these new themes are a welcome challenge. According to some, the organisers of Sreebhumi Sporting Club, Baranagar Lowland, Budge Budge DN Ghosh Road and a club from Howrah have already decided on the Kanyashree Scheme as a theme. Ten more clubs from Kolkata have shown interest, they said.

A sample of the lighting skills is likely to be on display during the Kanyashree Utsav programme at Netaji Indoor Stadium on July 28, the lighting artistes added.

Source: Bartaman

 

এবার পুজোর আলোয় মমতার হাতে বিশ্বসেরা কন্যাশ্রী সম্মান

রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠানে ৬৩টি দেশের মধ্যে জনপরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’ সেরার পুরস্কার আদায় করে নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজের হাতে সেই পুরস্কার নিয়েছেন। তার পরেই শুধু দলীয় স্তরে প্রচারই নয়, আসন্ন দুর্গাপুজোতে কলকাতার নামী পুজোগুলিতে সবুজসাথি, শিশুসাথি, সেফ ড্রাইভ, সেভ লাইফসহ রাজ্য সরকারি প্রকল্পগুলিকে ছাপিয়ে গিয়েছে ‘কন্যাশ্রী’র চাহিদা।

রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পুরস্কার নেওয়ার মুহূর্তকে প্রায় ২০ হাজার এলইডি দিয়ে ৮ ফুট বাই ১২ ফুটের একটি নীল-সাদা ও সবুজ আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল।

বাবু বাবু বলেন, প্রতি বছর দুর্গাপুজোয় চন্দননগরের আলো মানেই নতুন চমক। যা দেখার জন্য পুজোর কয়েকটা দিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতায় হাজির হন। তাই মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ নিয়ে এই সাফল্যকে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য খবরটা শোনার পর থেকেই চিন্তাভাবনা শুরু করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দি হেগ শহরে পুরস্কার নিতে যাওয়ার আগেই আমরা এলইডির মাধ্যমে তাঁর ছবি আলোর বোর্ডে মকশো করে রেখেছিলাম। পুরস্কার নেওয়ার দৃশ্য দেখার পর থেকেই আমরা তা বোর্ডে ফুটিয়ে তোলার কাজ শুরু করি। ইতিমধ্যেই আমরা একটি বোর্ড সাজিয়ে তোলার কাজ শেষ করেছি। সামনে বিশ্ববাংলার প্রতীক গোলকটিকে রেখে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর জন্য রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে পুরস্কার প্রদানের দৃশ্যটি আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছি।

আলোকশিল্পী আরও বলেন, ২৫ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে কন্যাশ্রী উৎসবেও কন্যাশ্রীদের স্কুলে যাওয়া, প্রতিবেশীদের স্কুলে যেতে উৎসাহদানসহ আরও কিছু কর্মসূচি আলোর মাধ্যমে তুলে ধরা হবে।

 

 

Bengal Govt sets up a museum featuring artwork of award-winning Durga Puja pandals

Sangraha, a collection of handicrafts curated from award-winning Durga Puja pandals last year was inaugurated at Newtown’s Eco Park. Located at Visitors’ Plaza in Gate 4 of Eco Park, this was opened to public by Bengal CM Mamata Banerjee yesterday.

The Chief Minister had also initiated the Biswa Bangla Sharod Samman in 2014 to honour the best Durga Pujas not just in Bengal but across the world. She also started a grand ‘Bisarjan procession’ featuring award-winning Durga Puja committees at Red Road last year.

The CM has always maintained that the artwork of the Durga Puja pandals warranted preservation and had asked HIDCO to set up a museum of sorts at Newtown. Thus was born ‘Sangraha’.

 

সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প নিয়ে তৈরী হল ‘সংগ্রহ’

গত বছরের সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প নিয়ে তৈরী হল একটি সংগ্রহশালা। নিউটাউনে ইকোপার্কের ৪ নং গেটের কাছে গতকাল এই সংগ্রহশালাটির উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। গত বছর রেড রোডে প্রথমবার ‘বিসর্জন শোভাযাত্রা’র আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে।

সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প সংরক্ষণ করার জন্য হিডকোকে নিউটাউনে একটি মিউজিয়াম তৈরীর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইজন্যই তৈরী হল ‘সংগ্রহ’।

Bengal highlights Sharod Utsav at Republic Day parade

Bengal government’s theme for the tableau for this year’s Republic Day Parade in New Delhi was Sharod Utsav. The theme showcased how people from all communities in Bengal participate and rejoice during the biggest festival of the state, Durga Puja.

There was an idol of Goddesses Durga at one end of the tableau and artists from different areas starting from the hills to Sunderbans performing their traditional forms of dances to symbolise how each and everyone in the state turns to be the part of Sharod Utsav.

All the artists, who will be performing in the parade, are receiving the financial assistance of the state government under Lok Prashar Scheme. The state government provides financial assistance to 80,000 folk artists in the state that helped to revive many art forms which would have gone extinct.

Women dhakis mainly from North 24-Parganas played dhaks on the tableau. The rhythmic beat of dhaks is an integral part of Durga Puja. Traditional dancers from Darjeeling and folk dancers from Midnapore also performed on the tableau.

Bengal was awarded twice earlier for the being the best tableau in the Republic Day Parade. In 2014, the tableau that was based on the Chhau Dance of the state had won the prize and again in 2016, the state’s tableau was awarded the first prize.

 

দিল্লির প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে বাংলার থিম শারদ উ९সব

এবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের থিম ছিল শারদ উ९সব। দুর্গা পুজোয় সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে তাই এবছর এই উ९সবকে থিম করা হয়েছে।

ট্যাবলোর শেষে ছিল একটি দুর্গা প্রতিমা আর সামনে পারফর্ম করেন বাংলার লোকশিল্পীরা।

যেসকল লোকশিল্পীরা প্যারেডে অংশগ্রহণ করেন তারা রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রায় ৮০০০০ হাজার শিল্পীকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সরকারি অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও করে দেন।

এই ট্যাবলোতে উত্তর ২৪ পরগনা জেলার মহিলা ঢাকিরা অংশগ্রহণ করেন। দার্জিলিঙ ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার লোক শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন।

এর আগে গত দুবার ২০১৪ ও ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে বাংলার থিম হয়েছিল ছৌ নাচ। ২০১৬ সালে বাংলার ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছিল, থিম ছিল ‘বাংলার বাউল’।

 

Bengal CM gives away Biswa Bangla Sharad Samman 2016

Like past years, the Bengal Government honoured today the Best Durga Pujas with Biswa Bangla Sharad Samman 2016. Bengal Chief Minister Mamata Banerjee gave away the prizes to the Puja Committees at a programme in Nazrul Manch.

Dubai Bong Connection and Hong Kong Bengali Association along with Bangladesh Society for Puja and Culture in Sydney got Biswa Banga Sharad Samman 2016 for organising the best Durga puja overseas. This year, Durga pujas organised in foreign countries were included in the list of awardees.

This is the fourth year of the awards. Durga Puja committees participating from other states and foreign countries were also honoured.

Altogether 173 community puja committees coming from the district got prizes under three categories- best puja, best pandal and best idol.

Noted vocalist Pandit Ajay Chakraborty, Dwijen Mukhopadhyay and actress Madhabi Mukhopadhyay were on the dais. State Ministers, dignitaries, the Director General of Police and the Kolkata Commissioner of Police were also present in the function. Jit Ganguly sang a song penned by Mamata Banerjee.

The winners of different categories are –

For Kolkata:

Sherar Shera – Suruchi Sangha, Abosar, Bosepukur Talbagan, Samaj Sebi, 41 Pally, Barisa Club, 66 Pally, Bhawanipur 75 Pally, Ahiritola Sarbojanin, Shreebhoomi, Hindustan Park, Mudiali, Kashi Bose lane Sarbojonin, Santoshpur Avenue South Pally Mangal, Chetla Agrani

Shera Protima – Tridhara, 95 Pally, Behala Natun Dal, Badamtala Ashar Sangha

Shera Mondop – Naktala Udayan, Dumdum Park Tarun dal, AK Block Salt Lake

Shera Bhabna – Dokhhin Kolkata Sarbojonin Durga Puja, Ajeya Sanghati, Ballygunge Cultural, Khidirpur 25 Pally, Falguni Sangha, Rajdanga Naba Uday Sangha, Netaji Colony Lowland Durgotsav Committee

Shera Alok Shojja – Kalighat Milan Sangha, Ekdalia Evergreen, Babubagan Dahkuriya, Shibmandir, Jodhpur Park

Shera Poribesh Bandhab – Ultadanga Pally Shree , Kumartuli Sarbojonin , Sikdar Bagan , Kakurgachi Jubak Brinda , Ultadanga Jubok Brinda , Jubo Maitry , Priyonath Mullick Lane , Alipore Sarbojanin, Batam Club, Purbachal Shakti Sangha

Shera Abishkar – Behala Natun Sangha, Tala Park Prottoy

Shera Theme Song/Shera Aboho – Suruchi Sangha

Shera Shilpi – Behala Friends, 64 Pally Durgotsab Committee, Aalapi

Shera Dhakeshri – Tala Barowari, College Square, 21 Pally

Shera Biswa Bangla Branding – Swadhin Sangha, Haridebpur Vivekananda Park Atheletic Club, Sanghashree, Selimpur Pally, Kolahal Goshthi, Garia Sarbojonin Dugotsab Committee Nabadurga

 

বিশ্ব বাংলা শারদ সম্মান (২০১৬) পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করল রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্ব বাংলা শারদ সম্মান ও কলকাতা পুলিশ আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল মঞ্চে হয়এই অনুষ্ঠান।কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোরসেরাগুলিকে সম্মাননা প্রদান করা হল এবছর।

এটি এই পুরস্কার বিতরণের চতুর্থ বর্ষ। শুধু কলকাতাই নয়, জেলা, অন্য রাজ্য ও বিদেশের পুজো কমিটিগুলিকে পুরস্কার দিল রাজ্য সরকার। রাজ্য ও বিদেশ থেকে আসা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লন্ডন, হংকং, দুবাই, বাংলাদেশ ও সিডনি থেকে পুজোকর্তারা এসেছিলেন পুরস্কার নিতে। এছাড়া রাজ্য থেকেও পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৯টি জেলার ১৭৩টি কমিটি সেরা পুজো, সেরা প্যান্ডেল এবং সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে।

বিভিন্ন বিভাগে বিজয়ী যারা:

সেরার সেরা – সুরুচি সংঘ, অবসর, বোসপুকুর তালবাগান, সমাজসেবী, ৪১ পল্লী, বড়িশা ক্লাব, ৬৬ পল্লী, ভবানীপুর ৭৫ পল্লী, আহিরীটোলা, শ্রীভূমি,হিন্দুস্তান পার্ক, মুদিয়ালী, কাশীবোস লেন সর্বজনীন দুর্গোৎসব, সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লীমঙ্গল, চেতলা অগ্রণী

সেরা মণ্ডপ – নাকতলা উদয়ন, দমদম পার্ক তরুণদল, এ.কে.ব্লক, সল্টলেক

সেরা আলোক সজ্জা – কালীঘাট মিলন সংঘ, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান ঢাকুরিয়া, শিবমন্দির, যোধপুর পার্ক,

সেরা আবিষ্কার – বেহালা নতুন সংঘ, টালা পার্ক প্রত্যয়

সেরা শিল্পী – বেহালা ফ্রেণ্ডস, ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি, আলাপী

সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং – স্বাধীন সংঘ, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, সংঘশ্রী, সেলিমপুর পল্লী, কোলাহলগোষ্ঠী, গড়িয়াসর্বজনীন দুর্গোৎসব কমিটি (নবদুর্গা)

সেরা প্রতিমা – ত্রিধারা, ৯৫ পল্লী যোধপুর পার্ক, বেহালা নতুনদল, বাদামতলা আষাঢ় সংঘ

সেরা ভাবনা – দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা, অজেয় সংহতি, বালিগঞ্জ কালচারাল, খিদিরপুর ২৫ পল্লী, ফাল্গুনী সংঘ, রাজডাঙা নবউদয় সংঘ, নেতাজী কলোনি লো-ল্যান্ড দুর্গোৎসব কমিটি

সেরা পরিবেশবান্ধব – উল্টোডাঙা পল্লীশ্রী, কুমোরটুলি সর্বজনীন, শিকদারবাগান, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, যুবমৈত্রী, প্রিয়নাথ মল্লিক লেন, আলিপুরসর্বজনীন, বাটাম ক্লাব, পূর্বাচল শক্তি সংঘ

সেরা থিম সং/ সেরা আবহ – সুরুচি সংঘ

সেরা ঢাকিশ্রী – টালা বারোয়াড়ি, কলেজ স্কোয়ার, ২১ পল্লী