Ham Radio

Fisheries Dept to set up guest houses in Vellore, Delhi & the Sunderbans

The Bengal Fisheries Department has set up plans to open guest houses in Vellore (in Tamil Nadu), Delhi and the Sunderbans.

The guest houses would have affordable pricing, both for rooms and food. For food, good quality fish dishes would be available. Facilities would also be there to buy raw fish at these guest houses.

Similar guest houses managed by Benfish, the apex body of all the primary fishermen’s co-operative societies in the State, and which is a part of the department, are located across Bengal and in Puri, a popular tourist spot for people from Bengal, as well.

Another initiative of the Fisheries Department is doing well. The Benfish-run ‘Ekushe Annapurna’ mobile lunch vans are doing good business in Kolkata. They also did well during Durga Puja, when they were stationed near some of the popular pandals. These are already popular in the districts.

The latest initiative of establishing the guest houses in other states is an aim to let people experience the quality and affordability of food from Benfish.

Source: Aajkal

ভেলোর, দিল্লী ও সুন্দরবনে অতিথিশালা তৈরী করবে মৎস্য দপ্তর

ভেলোর, দিল্লী ও সুন্দরবনে অতিথিশালা গড়বে রাজ্য মৎস্য দপ্তর। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতির জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। শুরু হয়েছে অতিথিশালার জন্য প্রয়োজনীয় জমি খোঁজার উদ্যোগ। এ বছরের শেষের দিকে বা সামনের বছরের প্রথমে অতিথিশালা তৈরীর কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

কাকদ্বীপ থেকে কোচবিহার – রাজ্যের বেশ কিছু জায়গায় বেনফিশের তৈরি এই ধরনের অতিথিশালা আছে। রাজ্যের বাইরে পুরীতেও অতিথিশালা আছে এই সংস্থার। সাধারনের নাগালের মধ্যে এই অতিথিশালাগুলিতে ভিড়ের হারও মন্দ নয়।

অতিথিদের কথা মাথায় রেখে রাজ্যের বাইরে এই অতিথিশালাগুলিতে খাবারের বন্দোবস্তও রাখা হবে। যাতে সস্তায় খাবার পেতে পারেন তাঁরা। এই অতিথিশালাগুলিতে যাতে টাটকা মাছের সঙ্গে গরম ভাত পাওয়া যায়, সে ব্যাপারেও চিন্তাভাবনা চালানো হচ্ছে। চেষ্টা চালানো হচ্ছে যাতে এখানে কাঁচা মাছ কেনার সুযোগ থাকে।

ইতিমধ্যেই কলকাতায় ‘একুশে অন্নপূর্ণা’ চালু করেছে বেনফিশ। একুশ টাকায় মাছ-ভাত খাওয়ার সুযোগ করে দিতে কলকাতায় প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে এই ‘একুশে অন্নপূর্ণা’র গাড়ি। পুজোর সময় কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল ছাড়াও কিছু পুজো মণ্ডপের সামনেও এই গাড়ি থেকে মাছ-ভাত কিনে খেয়েছেন দর্শনার্থীরা।

Bengal Govt sets up a museum featuring artwork of award-winning Durga Puja pandals

Sangraha, a collection of handicrafts curated from award-winning Durga Puja pandals last year was inaugurated at Newtown’s Eco Park. Located at Visitors’ Plaza in Gate 4 of Eco Park, this was opened to public by Bengal CM Mamata Banerjee yesterday.

The Chief Minister had also initiated the Biswa Bangla Sharod Samman in 2014 to honour the best Durga Pujas not just in Bengal but across the world. She also started a grand ‘Bisarjan procession’ featuring award-winning Durga Puja committees at Red Road last year.

The CM has always maintained that the artwork of the Durga Puja pandals warranted preservation and had asked HIDCO to set up a museum of sorts at Newtown. Thus was born ‘Sangraha’.

 

সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প নিয়ে তৈরী হল ‘সংগ্রহ’

গত বছরের সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প নিয়ে তৈরী হল একটি সংগ্রহশালা। নিউটাউনে ইকোপার্কের ৪ নং গেটের কাছে গতকাল এই সংগ্রহশালাটির উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। গত বছর রেড রোডে প্রথমবার ‘বিসর্জন শোভাযাত্রা’র আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে।

সেরা দুর্গাপুজো প্যান্ডেলগুলির হস্তশিল্প সংরক্ষণ করার জন্য হিডকোকে নিউটাউনে একটি মিউজিয়াম তৈরীর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইজন্যই তৈরী হল ‘সংগ্রহ’।

Bengal highlights Sharod Utsav at Republic Day parade

Bengal government’s theme for the tableau for this year’s Republic Day Parade in New Delhi was Sharod Utsav. The theme showcased how people from all communities in Bengal participate and rejoice during the biggest festival of the state, Durga Puja.

There was an idol of Goddesses Durga at one end of the tableau and artists from different areas starting from the hills to Sunderbans performing their traditional forms of dances to symbolise how each and everyone in the state turns to be the part of Sharod Utsav.

All the artists, who will be performing in the parade, are receiving the financial assistance of the state government under Lok Prashar Scheme. The state government provides financial assistance to 80,000 folk artists in the state that helped to revive many art forms which would have gone extinct.

Women dhakis mainly from North 24-Parganas played dhaks on the tableau. The rhythmic beat of dhaks is an integral part of Durga Puja. Traditional dancers from Darjeeling and folk dancers from Midnapore also performed on the tableau.

Bengal was awarded twice earlier for the being the best tableau in the Republic Day Parade. In 2014, the tableau that was based on the Chhau Dance of the state had won the prize and again in 2016, the state’s tableau was awarded the first prize.

 

দিল্লির প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে বাংলার থিম শারদ উ९সব

এবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের থিম ছিল শারদ উ९সব। দুর্গা পুজোয় সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে তাই এবছর এই উ९সবকে থিম করা হয়েছে।

ট্যাবলোর শেষে ছিল একটি দুর্গা প্রতিমা আর সামনে পারফর্ম করেন বাংলার লোকশিল্পীরা।

যেসকল লোকশিল্পীরা প্যারেডে অংশগ্রহণ করেন তারা রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রায় ৮০০০০ হাজার শিল্পীকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সরকারি অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও করে দেন।

এই ট্যাবলোতে উত্তর ২৪ পরগনা জেলার মহিলা ঢাকিরা অংশগ্রহণ করেন। দার্জিলিঙ ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার লোক শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন।

এর আগে গত দুবার ২০১৪ ও ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে বাংলার থিম হয়েছিল ছৌ নাচ। ২০১৬ সালে বাংলার ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছিল, থিম ছিল ‘বাংলার বাউল’।

 

Bengal Govt to conserve Durga Puja artwork

HIDCO, the State Government agency which has already undertaken the mammoth task of beautifying New Town, will begin conservation of handicrafts and artworks that were created by various Durga Puja organisers.

It will also display the beautiful handicrafts and artworks across Eco Park in New Town.

While artworks made out of fibreglass, stone, steel and similar materials will be kept outdoors at Eco Park, those made out of wood, cotton and earth will be kept indoors.

For outdoor installations, a brick and cement foundation with spotlights and fencing would be built by HIDCO. For indoor objects, an air-conditioned facility would be set up at Mother’s Wax Museum-II, which is to be commissioned shortly: till then, these are to be kept in storage rooms within Eco Park.

 

দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প সংরক্ষণে উদ্যোগী রাজ্য

রাজ্য সরকারী সংস্থা হিডকো নিউ টাউনে নানা দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প–নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করবে। নিউ টাউনের ইকো পার্কে দুর্গাপুজো মণ্ডপগুলির বিভিন্ন হস্তশিল্প এবং কারুকার্য প্রদর্শন করা হবে।

ফাইবার গ্লাস, পাথর, ইস্পাত এবং অনুরূপ উপকরণ দিয়ে তৈরি হস্তশিল্পগুলি রাখা হবে ইকো পার্কের বাইরের অংশে। আর কাঠ, কাপড় এই জাতীয় হস্তশিল্পগুলি স্থান পাবে প্রদর্শনশালার ভিতরের অংশে।

বাইরে  ইনস্টলেশনের জন্য, স্পটলাইট এবং বেড়া দিয়ে একটি ইট ও সিমেন্ট ভিত্তিপ্রস্তর নির্মাণ করবে হিডকো। ভেতরের শিল্প–নিদর্শন মাদার অয়াক্স মিউজিয়াম -II তে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হবে। যতদিন না এগুলো ইকো পার্কের অন্য কোন স্থানে পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো ওখানেই রাখা থাকবে।

A slice of Bengal at Durga Puja Bisarjan carnival on Red Road

A special procession of about 39 Durga Puja committees who have won Biswa Bangla Sharad Samman was organised today on Red Road on the way to the bisarjan, or immersion.

This bisarjan carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, was an unique show that gave an opportunity to all to see the best pratimas at one place.

From the graceful, minimalist moves of Manipuri dancers to the energetic, exaggerated leaps of Chhau dancers; from the rhythmic beats of dhaks to the soul-stirring sounds of dhamsas and madals; from frames that captured Kolkata’s built heritage of a bygone era to the memories of the past – the inaugural edition of the bisarjan carnival on Red Road was a riot for the senses.

Puja organisers pulled out all stops to make the Mamata Banerjee-inspired event a show-stopper.

The programme was streamed live on Mamata Banerjee’s Facebook page too. You can watch the whole event here.

 

রেড রোডে দুর্গা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আজ কলকাতার রাজপথে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার জয়ী ৩৯টি দুর্গাপ্রতিমা বিসর্জনের এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরঅনুপ্রেরণায় এই অভূতপূর্ব শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যেখানে একই জায়গায় মানুষ এবারের সবকটি উত্কৃষ্ট প্রতিমা দেখার সুযোগ পেলেন ও কার্নিভালের আমেজ উপভোগ করলেন।

এখানে মনিপুরী নাচের সঙ্গে ছিল ছৌ নৃত্য, ঢাকের তালের সঙ্গে ছিল ধামসামাদল, কলকাতার আভিজাত্যের সঙ্গে ছিল অতীতের স্মৃতি , সব মিলিয়ে এই শোভাযাত্রাটি প্রানোচ্ছল হয়ে উঠেছিল।

সমগ্র অনুষ্ঠানটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও লাইভ দেখানো হয়েছিল

Post immersion, civic officials gear up clean-up process

Kolkata Municipal Corporation officials along with officials of other civic bodies are taking all measures to keep the environment clean post-immersion of the Durga idols.

As soon as civic workers immersed the idol into the Hooghly, a crane moved into action. Before the colourful countenance could disappear under water, the machine retrieved and moved it to an isolated corner. As the crane retreated, a large vehicle picked it up and loaded it onto a lorry.

The same sequence played out several hundred times throughout Thursday at Baje Kadamtala Ghat on Strand Road, where the immersions were on. The elaborate logistical arrangements that included a proper plan, several heavy vehicles, police deployment and co-operation from organizers ensured that the immersion of idols did not pollute the river.

Since morning, even before the immersions started, close to 50 KMC lorries lined up along Strand Road. A barge-mounted crane was stationed close to the ghat to chip in during emergencies. Eight cranes and six payloaders worked round the clock, picking up idols from the river and putting them on the lorries. Close to 200 civic workers were also present.

A MMIC who visited the ghats in the morning said the civic body has made adequate arrangements to expedite the immersion process without causing any pollution to the river. The idols are being retrieved as soon as they are immersed. Civic workers and divers are keeping an eye on them so that idols do not drift away, he said.

The civic body enforced rules strictly this time. Whenever a vehicle stopped at the road leading to Baje Kadamtala Ghat, a group of men rushed to the dismounted the idol. It was taken to a spot where leaves, flowers, garlands, earthenware and other accessories were dumped in an isolated area away from the river.

 

ভাসানের পর গঙ্গাকে দূষণমুক্ত করতে সক্রিয় পুরসভা

কলকাতা পৌরসভা ও অন্যান্য পৌরসভার অধিকর্তারা সব ধরণের প্রস্তুতি নিয়েছে যাতে দূর্গা প্রতিমা বিসর্জনের জন্য পরিবেশ কোনো ভাবে দূষিত না হয়।

নাগরিক সমিতি হুগলি নদীতে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে একটি বিশাল ক্রেন ওই মূর্তিটিকে তুলে একটি কোনে রাখবে যাতে কোনো ভাবেই প্রতিমার গায়ের রঙ জলে না মিশে যায়, ওই কোন থেকে পেলোয়াডর্স-এর মাধ্যমে প্রতিমাটিকে তুলে লরিতে বোঝাই করা হবে।
বাজে কদমতলা ঘাটে গতকাল কয়েকশো বার এই পুরো প্রক্রিয়াটি করা হয়েছে কারণ কাল ওই ঘাটে বিসর্জন হয়েছে বহু প্রতিমা।
এই সুবিশাল পরিকল্পনাটি নিশ্চিত করেছে যে এই বিসর্জন থেকে কোনো ভাবেই পরিবেশ দূষণ হবে না।

সকালে বিসর্জনের বহু আগে থেকে কর্পোরেশনের ৫০টি লরি স্ট্র্যান্ড রোডে মজুদ ছিল। আপত্কালীন ব্যবস্থা হিসেবে আরেকটি ক্রেন রাখা হয়েছে যেটি একটি বড় বজরাতে লাগানো থাকবে। আটটি ক্রেন, ছয়টি পেলোয়াডর্স ও ২০০জন পুরকর্মী ওখানে সর্বক্ষণ প্রস্তুত থাকবে।

একজন এমএমআইসি যিনি সকালবেলা ঘাট পরিদর্শন করেন তিনি জানান নাগরিক সমিতির এবারের যা প্রস্তুতি তাতে কোনো ভাবেই বিসর্জনের ফলে কোনো পরিবেশ দূষণ হবে না।

এবারে পৌরসভা খুব সক্রিয়, যে মুহূর্তে কোনো গাড়ি ঘাটে এসে দাঁড়াচ্ছে, পূরকর্মীরা ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিমা নামিয়ে নিচ্ছে ও ফুল, পাতা ও অন্যান্য সামগ্রী যা বিসর্জন করা হয়ে থাকে, সেগুলোকে গঙ্গা থেকে একটু দূরে একটা জায়গায় জমা করা হচ্ছে।

Mamata Banerjee to inaugurate Durga Puja pandals in Kolkata

With the beginning of Debipakkha, like past years, Bengal Chief Minister will inaugurate the Durga Puja of Chetla Agrani by performing the ‘Chokkhudan’ of the Durga idol. Incidentally, she had inaugurated the Durga Puja of Shreebhumi Sporting Club on September 28 .

The Chief Minister is scheduled to inaugurate Durga Pujas of Naktala Udayan Sangha, Ekdalia Evergreen, Singhi Park, Suruchi Sangha and many other clubs and organisations in the run up the Pujas.

Different schemes and projects like Safe Drive Save Life, Biswa Bangla, Mother Teresa’s canonisation, Mahashweta Devi’s life and works will adorn the themes of different Durga Puja pandals this year.

The Chief Minister has appealed to one and all to maintain peace and harmony during the festivities.

 

আজ থেকে দুর্গা পুজোর  উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ দেবী পক্ষের শুরু। প্রত্যেক বছরের মতই আজ চেতলা অগ্রণী ক্লাবে মা দুর্গার চোখ এঁকে পুজোর উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন।

এরপর নাকতলা উদয়ন সঙ্ঘ, একডালিয়া এভারগ্রীন, সিংহী পার্ক, সুরুচি সঙ্ঘ সহ আরও অনেক পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

এবছর বিভিন্ন পুজো মণ্ডপে সেফ ড্রাইভ-সেভ লাইফ প্রকল্প, মাদার টেরেসার সন্তায়ন, মহাশ্বেতা দেবীর জীবন, বিশ্ব বাংলা সহ নানা থিম এবারের পুজো প্যান্ডেল গুলোতে।

সব মিলিয়ে পুজোর দিনগুলিতে সকলকে শান্তি সম্প্রীতি বজার রাখার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী।

 

Maintain peace and harmony during Puja: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday gave a message to the people of the state urging to maintain peace and harmony during Durga Puja and Muharram. She also directed puja organisers to follow all norms to ensure safety of pandal hoppers and extended all sort of support for conducting their Puja.

The Chief Minister was speaking at an administrative and co-ordination meeting for conducting Durga Puja, Id-Ul-Zoha and Muharram smoothly.

She said: “There are some people who try to create trouble. Thus, I would like to urge people from all communities, clubs and youngsters to ensure peace and harmony during Durga Puja and Muharram. There are the brothers and sisters of Bengal to stop if they find anyone trying to play a spoilsport.”

“There are certain guidelines that are to be followed this time as well as Durga Puja and Muharram is at the same time. Like previous year, this year too immersion of Goddesses Durga and her entourage will take place on the mentioned dates.

For the first time, this year on October 14, idols of award winning Durga Puja will be passing in a procession while heading for immersion through Red Road with people watching from makeshift galleries to be set up on both sides of the road.

Chief Minister also launched the online based single window system to secure permission for organising Durga Puja. The online based system has been named ‘Aasan’ and puja orgnaisers just need to log into the website of the Kolkata Police to apply for permission.

Chief Minister directed the district police to introduce the same in their jurisdiction.

 

পুজোর সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন: মুখ্যমন্ত্রী

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ দুর্গাপুজোয় সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এবং মহরম এবং বিজয়া দশমী সুশৃঙ্খলভাবে পালন করার জন্য বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি পূজার আয়োজক ও কর্তৃপক্ষদের মণ্ডপ এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব নিয়ম অনুসরণ করারও নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশাবলীঃ 

  • সিঙ্গল উইনডো সিস্টেমে অনলাইনে পুজোর জন্য আবেদনপত্র পূরণ করে অনুমতিপত্র পাওয়ার ব্যবস্থা করল কলকাতা পুলিশ৷ ১৪ সেপ্টেম্বর থেকে ‘আসান’ নামে এই প্রক্রিয়া শুরু করবে তারা৷ রাজ্যজুড়ে সেই পদ্ধতিতেই পুলিশ অনুমতি দেবে পুজো কমিটিগুলিকে৷
  • কলকাতা পুরসভা পুজোর বিজ্ঞাপনের টাকা নেয় না৷ রাজ্যের অন্য পুরসভাগুলিও সেই বিজ্ঞাপনের টাকা নেবে না৷
  • বিদ্যুতের খরচবাবদ সিইএসসির থেকে এবার ১৮ শতাংশ ছাড় পাবে পুজো কমিটি গুলি৷
  • মহিলা পরিচালিত ২৫টি ক্লাব ও গরিব ২৫টি পুজোকমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার৷
  • কলকাতা পুরসভা ১০০টি মহিলা ক্লাব ও ১০০টি গরিব ক্লাবকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে৷
  • কলকাতার বড় ক্লাবগুলি ছোট ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করবে৷
  • পুজো করতে গিয়ে মাঠ পাওয়ার সমস্যা থেকে শুরু করে চেকবিলি নিয়ে যাবতীয় গোলমাল মেটাবেন স্থানীয় মন্ত্রী, সাংসদ, বিধায়করা৷
  • পুজোমণ্ডপের গেট চওড়া করতে হবে৷ পার্কে পুজো হলে পার্কের সব ক’টি গেট খোলা রাখতে হবে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে৷
  • দমকল, অ্যাম্বুল্যান্স ঢোকার জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে৷
  • মণ্ডপে ভিড় সামলাতে মোড়া দড়ি, বড় টর্চ মাইক্রোফোন রাখতে হবে৷
  • রাত জেগে পাহারার ব্যবস্থা রাখুন৷
  • রাজ্যের ‘বাংলা’ নামকে সর্বত্র প্রচারে আনতে হবে৷
  • সুস্থ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করতে হবে৷
  • ১১ অক্টোবর দশমী৷ বিকেল ৪ টের মধ্যে বাড়ি ও ছোট পুজোগুলির বিসর্জন দিয়ে দিতে হবে৷ তার পর বেরোবে মহরমের মিছিল৷ যদি একইসঙ্গে বিসর্জন ও মহরমের যাত্রা যাতে সুশৃঙ্খলভাবে বেরোয়, তা দেখবে পুলিশ৷
  • ১২ অক্টোবর একাদশী৷ ওই দিন মহরমও৷ ফলে ওই দিন কোনও বিসর্জন হবে না৷ পরদিন থেকে আবার হবে বিসর্জন৷ কোন পুজো কমিটি তাদের প্রতিমা কোথায় বিসর্জন দেবে, তা ঠিক করবে পুলিশ৷

 

 

Top Pujas of Kolkata in 2015 – Mahnavami

Mahanabami or Nabami is the third of the four days which comprise Durga Puja for most. After the euphoria of Saptami and Ashtami, Nabami brings about a certain sadness, the end of the grand carnival being at hand.

However, the day begins with a lot of expectations, like the rest of the days. The joy is still in the air. Like on the other days, people visit pandals in large numbers, dressed in all their finery.

The highlight of Nabami is the dhunuchi naach, or dance with a dhunuchi, which is held in the evenings. It follows the sandhya aarti, that is, the evening puja.

Let’s take a look at the some of the most talked about Barowari Pujas of Kolkata:

 

COLLEGE SQUARE

 

WHERE: College Square

NEAREST METRO: MG Road/ Central

THEME: It is a traditional puja. There is no theme as such. The College Square Durga Puja is especially famous for its lighting.

 

CHALTABAGAN LOHAPATTI

 

WHERE: Manicktala

NEAREST METRO: Girish Park/ Central

THEME: The theme is synthesis of tradition and modernity, which reflects the environment-friendly message of sustainable development. The theme is in keeping with the spirit of the new UN agenda of sustainable development goals. Bio-degradable materials like coconut shells have been used.

 

NALIN SARKAR STREET

 

WHERE: Manicktala

NEAREST METRO: Girish Park

THEME: The theme is ‘Theme: Uttorer Kolahol Abar Parimal ‘. The pandal is decked up with decorations made of bamboo, paper and clay. The gods and goddesses are in the form of big dolls.

 

DUM DUM PARK TARUN SANGHA

 

WHERE: Dum Dum Park

NEAREST METRO: Belgachia/ Dum Dum/ Sovabazar

THEME: The theme is the river Narmada and the famous places on its banks.

 

TELENGABAGAN SARBOJONIN

 

WHERE: Ultadanga

NEAREST METRO: Sovabazar

THEME: The theme depicts the balance of nature. The pandal has models of the sun, sunflowers, honeybees.

 

KUMARTULI PARK

 

WHERE: Abhay Mitra Street

NEAREST METRO: Sovabazar

THEME: Earthquake relief efforts by the Indian Army in Nepal.

 

Bonedi Bari Durga Puajs of Kolkata – 3

During Durga Puja festival at Bengal the star attraction are the different Barowari Pujas conducted by several clubs and associations. Generally overlooked by the Pandal hoppers are the Durga Pujas held privately in several families some of whom were affluent and stalwarts in yesteryear, especially during the Colonial Regime. These families till date perform Durga Puja with dedication maintaining all the rituals. The Pujas are all of 100+ years, some even 200+ and 300+ years old. Every one of the families gathers to celebrate Durga Puja with pomp and show as an annual get-together.

Let’s take a look at some of the Bonedi Bari Pujas:

 

BAISHNABDAS MALLICK FAMILY’S DURGA PUJA

Address

32 Darpanarayan Tagore Street, Kolkata – 700006

Location

(Coming from Girish Park, you have to walk quite a bit as it is an one way. After Crossing Rabindra Sarani, you will find Jadulal Mallick Road on your right. Enter the lRoad as then again take a left turn to enter Darpanaryan Street. The Mallick Bari will fall in your left.

Specialty

If you are not intersted in walking, use the driving directions given to reach Khelat Ghosh’s house ( Serial no 8). Drive straight through Jadulal Mallick Road and you will reach Darpanarayan Tagore Street on your right.)

The Durga Puja of Baishnab Das Mallick’s house is 235 years old. Originating from Chinsurah, Baishnab Das Mallick was Gold Merchant and later went into Real Estate too. The Durga Puja was started by him in 1785 after he saw the Goddess in his dream. The huge Mallick Residence has a large courtyard. The most interesting thing about the Durga Idol of this house is that there is no Lakhsmi and Saraswati Idol here, but two Jaya and Bijoya idols which are not only taller than Kartick and Ganesh idols and but they are taller than the Durga Idol too. Goddess Durga is seated here on the lap of Shiva.

NARASIMHA DAWN FAMILY’S PUJO

Address

20 Vivekananda Road, Kolkata – 700006

Location

(Just a few steps before Rabindra Sarani, while coming from Girish Park. The house falls on your left on the road. There is only two three houses between Shibkrishna Dawn Lane and Narasingha Dawn’s House. For Driving directions use the same instructions given in Jorasanako Dawn House (Serial No 9) )

Specialty

Descendants from Kotulpur in Bankura, the family of Narasingh Chandra Dawn celebrates Durga Puja from 1859 which was inaugurated by late Late Nandalal Daw. In Early Days, the family did trading on spices. At present they are leading Gun Makers and Merchants.

 

HAATKHOLA DUTTA BARIR PUJA

Address

78, Nimtala Ghat Street, Kolkata – 700006

Location

(From Central Avenue , you have to take a turn at Dani Ghosh lane – extension Of Beadon Street and drive straight. Cross Rabindra Sarani and drive straight into Nimtala Ghat Street just like street direction of Khelat Bhawan (Serial no 8). Only in this case you do not turn left. Instead you drive straight crossing a huge ruin on your right (which was once Scottish Church School). The Dutta Bari will fall on your right. )

Specialty

Hatkhola Dutta House was constructed by Dewan Jagataram Dutta in the late eighteenth century. His Grandfather Ramchandra Datta was employed in East India Comapany’s Export import Division in Patna Warehouse. A very conservative family who stayed away from the usual frivolities of wasting money has been carrying their Durga Puja since last 200 years.

 

CHATUBABU LATUBABU FAMILY’S DURGA PUJA

Address

“Ramdulal Nibas”, 67E Beadon Street ( Alias Dani Ghosh Street), North Kolkata

Location

(At the crossing of Dani Ghosh Street (extension of Beadon Street after Hedua) and Central Avenue. The location is so prominent that you cannot simply miss this house. )

Specialty

At his Beadon street residence,Ram Dulal Dey (Deb Sarkar) started organising Durga Puja from the year 1770. He was the first Bengali entrepreneur who became a millionaire. After his demise, the Puja was carried on by his sons Asuthosh Dey (Deb Sarkar) and Pramatha Nath Dey (Deb Sarkar), more commonly known as ‘Chatu babu and Latu babu’ which continues by his grandson Anath Nath Dey(Deb Sarkar).The highlight of the idol is presence of Jaya and Bijaya, the two companions of Parvati, who flank Durga poised on lotuses. They have no Veena or Pot but just have their hand raised

 

DARJIPARAR MITRA BARI

Address

19, Nilmani Mitra Street & 42, Beadon Row, North Kolkata

Location

( Walking on a few meters on Jatindra Mohan Avenue ( alias Central avenue) from Chatu Babu Laltu Babu’s house towards Sovabazar, Nilmani Mitra street falls in the right direction. The First house is the massive building Of the Mitras with a large and maintained Thakur Dalan, while the second is a small house with a small run down Thakururdalan)

Specialty

The palatial building of Mitras came into existence during the times of Durgacharan Mitra who had several business including being court jeweller of Nawab Siraj -ud -Daulah. His Nephew Nilmani Mitra continued the legacy. Later the family’s condition declined. but Nilmani Mitra’s grandson Radhakrishna bought back fortune in the family. It was Radhakrishna who started Durga Puja in 1807. This used to be one of the three top Banedi Pujas of Kolkata along with Jorasnako Dawn Bari and Sova bazar Rajbari. The rituals are interesting and very meticulously followed.