Death knell of BJP has been sounded: Abhishek Banerjee at Howrah

Speaking at the student-youth convention of Trinamool Congress, AITYC National President Asbhishek Banerjee today said that the death knell of BJP has been sounded. “They got two goals in Bengal and three goals in Rajasthan. Their downward spiral began in Gujarat. Du hajar unish (2019), BJP finish,” he commented.

He also had a message for the party workers: “Old workers are our assets. The new workers must learn about the struggles and movements of Mamata Banerjee. We all have to work unitedly.”

He took a dig at the Opposition. “For conducting bike rally in Bengal they are hiring workers/bikes from UP. They do not have any base here. Those who used to wear red jerseys for CPI(M) are seeking votes wearing saffron shirts today. People have rejected the negative politics of the Opposition. They only indulge in canards and conspiracies.”

He also said that those who gave the slogans ‘Bhaag Mamata Bhaag’ are nowhere to be seen today.

Regarding the upcoming Panchayat polls, he said, “We have to win people’s trust in Panchayat polls. Let the Opposition indulge in smear campaign, we will continue the surge of development.”

Abhishek maintained, “We never take any anti-people policies. On the other hand, Centre is bringing FRDI Bill. You will never no longer have any control over your savings.”

Abhishek Banerjee reiterated, “We will never bow our heads before anyone. We are answerable to the people. Mamata Banerjee is not in politics for votes. She is committed to the welfare and development of the people of Bengal.”

 

বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ায়

 

আজ তৃণমূলের ছাত্র যুব সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা যত মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছে, তত মুখ থুবড়ে পড়েছে। ৩ গোল খেয়ছে রাজস্থানে, ২ গোল খেয়েছে বাংলায়, গুজরাট থেকেই বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। ২০১৯ বিজেপি ফিনিশ।

দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পুরনো দিনের কর্মীরা আমাদের দলের সম্পদ। যারা নতুন এসছেন, তাদের তৃণমূলের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন সম্বন্ধে জানতে হবে। নতুন আর পুরনোর সংমিশ্রণেই একটা দল বলবান হয়, বুথে-ব্লকে পুরনো কর্মীদের চিনতে হবে।

বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বাইক র‍্যালি করতে হলে উত্তর প্রদেশ থেকে বাইক নিয়ে আসতে হচ্ছে, বাইক জোগাড় করতে পারে না, ভোট চায় কোন মুখে? যারা সিপিএমের হয়ে দুর্নীতি করত, দাদাগিরি করত, তারাই আজ বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছে, কুৎসা ও বিরোধিতার যোগ্য জবাব মানুষ দিয়েছে।

তিনি আরও বলেন, ভাগ মমতা ভাগ যারা বলেছিল, আজ তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বাংলার মাটিতে খুঁজে পাওয়া যায় না।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের সব জায়গায় গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমাদের মানুষের সমর্থন, ভালোবাসা, আস্থাকে পাথেয় করে সেটা অর্জন করতে হবে, মানুষকে আমাদের উন্নয়নে সামিল করতে হবে। যারা কুৎসা করছে, তাদের করতে দিন, আমরা উন্নয়নে ছিলাম, মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের পাশে থাকবো।

অভিষেক আরও বলেন, এফআরডিআই থেকে শুরু করে, নোটবাতিল, জিএসটি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এফআরডিআই বিল পাস হলে আপনার কর দেওয়া ব্যাঙ্কে রাখা গচ্ছিত টাকার উপর আগামীদিনে আপনার অধিকার থাকবে না।

তিনি বলেন, মানুষকে আঘাত করবে এরম কোনও সিদ্ধান্ত আমরা নিতে পারব না, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করেন না, আমরা উন্নয়নের পরিষেবা প্রতি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই।

CPI(M)-Congress and BJP have a secret understanding: Mamata Banerjee at Student-Youth Convention

Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed the party’s annual Student-Youth Convention at Dumurjola Stadium in Howrah district.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party were present at the convention.

 

Highlights of her speech:

Trinamool is a party of the people. We cannot function without their support. Maa, Mati, Manush are our driving force.

We registered an emphatic victory in Uluberia and Noapara. The credit goes to the people and the grassroots workers who have worked tirelessly.

Our workers are our assets. Every block president, student leader must become the pillar of support for the party. There is no place for arrogance.

Leaders do not drop from skies. There is no place for lobbying. Leaders have to be formed among the workers. Election tickets are not for sale in our party.

Food, shelter, clothing – these are the basic necessities of life. There is no place for greed in public life.

I admire the workers who dedicate themselves to the party and will never sell-out the party for selfish needs.

We are paying for the debt incurred by the Left. The amount of work we have done despite financial constraints, is unmatched.

Sabuj Shree, mid-day meal, scholarships, Sabuj Sathi, Samabyathi – from birth to death we have schemes for all phases of life.

Kanyashree girls are our pride. We have increased their monthly stipend. We have abolished khajna tax for farmers.

We have started crop insurance for farmers. 79 lakh Kisan Credit Cards have been distributed.

25 lakh houses have been built for the poor. We have constructed 23,000 km roads. We have generated 81 lakh jobs in 6 years.

We are no. 1 in 100 Days’ Work, MSME, e-tendering, skill development, agriculture, ease of doing business.

We have announced a new scheme ‘Ruposhree’. Six lakh girls will benefit from this initiative. We have started ‘Manobik’ scheme for the physically-challenged people.

BJP does not understand governance. 12,000 farmers have committed suicide. Why have they not waived off loans taken by farmers?

No mechanism, no funds allocated for the announcements. The budget shows the nervousness of the BJP.

BJP has been decimated in Rajasthan. BJP will disappear after 2019.

People have blessed us abundantly in Bengal. Even if all three parties get together, they cannot defeat us.

Dr Amit Mitra said this budget is big bluff. I called it a big flop.

Hinduism is an all-encompassing religion. It is not narrow and petty like the BJP.

Ramakrishna Paramhansa had said joto mot, toto poth. This is our guiding motto.

Trinamool believes in unity, harmony, development, credibility, culture, education, traditions, democracy, humanity.

Our only ideology is the welfare of the people.

BJP only understands the language of money. Bengal cannot be conquered by money power.

Central agencies target us because we oppose their brand of politics. Trinamool does not bow its head before anyone.

CPI(M) and Congress have an understanding with the BJP.

Youth and students must counter the BJP’s propaganda on social media. BJP spends crores on social media.

We do not have the money but we have the support of the youth. We have to focus on making our digital network strong in districts.

The next generation of leaders will emerge from the youth.

We had a traitor in our party. We are thankful to God he is no longer with our party. Trinamool has been saved.

Section of the media targets us. But they remain silent on the wrongdoings of the BJP.

I am committed to the development and welfare of people from all walks of life.

 

সিপিএম, বিজেপি, কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে, ছাত্র-যুব সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হবে।

দক্ষিণ বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হয় হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয় নি। আমাদের একমাত্র সম্পদ মা মাটি মানুষ।

নোয়াপাড়ার ও উলুবেড়িয়ার উপনির্বাচনে এই পরিমাণ ভোটে জেতা সহজ নয়। সব কৃতিত্ব মানুষের। আর ওই ভোট সংগ্রহ করতে যে কর্মীরা এলাকায় এলাকায় রৌদ্রে জ্বলে ঘাম ঝরিয়ে এলাকায় এলাকায় কাজ করে তাদের।

আমার দলীয় কর্মীরা আমাদের সম্পদ। একেকটা ব্লক প্রেসিডেন্ট, দলের একেকটা স্তম্ভ তৈরী হোক। আমি নেতা, এই নিয়ে অহঙ্কার করার জায়গা নেই।

নেতৃত্ব তৈরী করতে হয়, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। কে কোথাকার  নেতা, লবি করে বলতে হয় না, তৃণমূল একমাত্র দল যারা টাকা দিয়ে টিকিট বিক্রি করে না, লবি করে না।

নিজের জন্য একটু খাদ্য বস্ত্র বাসস্থান, এর বেশী কিছু লাগে না। লোভ সম্বরণ করা, রাজনীতির একটা বড় হাতিয়ার।

আমি সেই সব কর্মীদের প্রাণ দিয়ে ভালবাসি, যারা লোভ সম্বরণ করে দেখাতে পারে, যে আমরা দলের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্যও দলকে বিক্রি করি না।

সিপিএমের দেনা আমাদের শোধ করতে হচ্ছে, ওদের দেনায় আমরা জর্জরিত হয়ে গেছি। যে কাজ আমাদের সরকার করেছে, এই কাজ কোন সরকার করে দেখাতে পারবে না।

জন্মালেই সবুজশ্রী, স্কুলে গেলেই মিড ডে মিল, সংখ্যালঘু ভাতা, সবুজ সাথী, সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু আমাদের প্রকল্প আছে।

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, তাদের স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের জন্য খাজনা মুকুব করা হয়েছে।

বিনা পয়সায় ক্রপ ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে। ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

২৫ লক্ষ গরীব লোকের বাড়ি তৈরী করে দিয়েছি আমরা। ২৫০০০ কিঃমিঃ রাস্তা তৈরী করে দিয়েছি গ্রামে।

১০০ দিনের কাজে, ক্ষুদ্র-মাঝারি শিল্পে, ই-টেন্ডারে, কৃষি কর্মণে, ইজ অফ ডুয়িং বিজনেসে আমরা এক নম্বরে।

আমরা কণ্যাশ্রীর মত রুপশ্রী স্কিম তৈরী করে দিয়েছি। । ছয় লক্ষ মেয়েরা এই সুবিধা পাবে। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘মানবিক’ স্কিম শুরু করেছি।

বিজেপি কোনও গভর্নেন্স-ই জানে না। ১২,০০০ হাজার কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে। কেন আজ পর্যন্ত কৃষকদের ঋন মকুব করে নি?

বাজেটে কোনও মেক্যানিজম রাখেনি, কোনও টাকা সেভাবে দেওয়া হয়নি। হতাশার বাজেট, নার্ভাসনেসের বাজেট, ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়।

রাজস্থানে বিজেপি হেরে ভূত। এমন হার হারবে ২০১৯ সালে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

মানুষের আশির্বাদ আমরা অনেক পেয়েছি বাংলায়। তিনটে পার্টি ভোট একসঙ্গে করলেও আমাদের হারাতে পারবে না।

অমিত দা (ডঃ অমিত মিত্র) এই বাজেট-কে বিগ ব্লাফ বলেছে, আর আমি বলেছি সুপার ফ্লপ।

হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। বিজেপি-র মত সংকীর্ণ ও ক্ষুদ্রমণা নয়।  

রামকৃষ্ণ পরমহংস বলে গিয়েছিলেন ‘যত মত, তত পথ। সেটাই আমাদের চলার পাথেয়।

তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে একতা, সম্প্রীতি, উন্নয়ন,বিশ্বাসযোগ্যতা, সভ্যতা, শিক্ষা, সুস্থ-সংস্কৃতি, প্রকৃত গণতন্ত্র, মানবিকতা।      

আদর্শ আমাদের একটাই, আমরা জনগনের পক্ষে।

বিজেপি শুধুমাত্র টাকা ছাড়া আর কিছু চেনে না। কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না।

কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের টার্গেট করে, কারণ আমরা তাদের ব্র্যান্ডের রাজনীতির বিরোধিতা করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সামনে মাথা নোয়ায় না।

সিপিআই(এম) এবং কংগ্রেসের বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে।

ছাত্র-যুবদের সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্ররোচনার জবাব দিতে হবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করে।

চুরি করা হাজার টাকার থেকে ১ টাকার গুরুত্ব অনেক বেশী। জেলায় জেলায় সোশ্যাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে।

আগামী ৫০ বছরের জন্য জেনারেশন তৈরী করে দিয়ে যাব।

দু-একটা গদ্দার সব দলে থাকে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এরা গেছে আমি বেছে গেছি। আমার দল বেঁচে গেছে।

সংবাদমাধ্যমের একাংশ শুধু আমাদের টার্গেট করে। বিজেপি যে কোটি কোটি টাকা রোজ খরচা করে, সেটা নিয়ে কটা খবর বেরিয়েছে?

তৃণমূল কংগ্রেসের কেউ কোনদিন জনবিরোধী সিদ্ধান্ত নেবে না।

US companies show interest to partner with West Bengal for smart cities

With four smart cities coming up in West Bengal, US-based multinationals like HP, Cisco and Otis have shown interest in partnering with the state. The companies are actively looking into technological collaboration with the State Government agencies to get the proposed smart cities rolling.

“Hewlett-Packard has shown interest in health care and telemedicine while Pratt & Whitney in providing elevator services,” Dr Amit Mitra, State Finance and Industry Minister said at the Bengal Chamber of Commerce and Industry.

US-based Cisco has shown interest in e-learning and e-health solutions. Beverage firms CocaCola and Pepsi have also shown interest of further investment.

Dr Mitra said 25% of the allotted land in each of these theme townships will be kept to develop the “theme while the rest is to be dedicated for other purposes”.

He said in the recent roadshow held in New Delhi to attract investment for these theme townships, Kajaria Cements along with Hiranandanis and the Piramals have shown interest.

Giving an update over the progress of the Rs 2.43 lakh crore investment proposals concluded during the Bengal Business Summit in January this year, Mitra said around Rs.87,000 crore is already in process.

The West Bengal Government, which had organized a road show in New Delhi to attract investment and technological partners for the proposed smart cities, met the multinationals’ representatives on Monday at New Delhi. One of the multinationals has shown interest in the proposed smart city projects in Durgapur and Haldia as they already have a base there. Two officials of the US department of treasury had been to Kolkata to discuss the State’s plans to develop the smart cities. West Bengal Housing Infrastructure Development Corporation (HIDCO) is also working with the representatives of Future Cities Catapult (FCC), a UK-based urban planning agency, to chalk out how the smart cities can be developed. Bengal has signed an MoU with FCC in London during Chief Minister Ms Mamata Banerjee’s recent visit there.

The State is also developing theme-based cities in areas like Baruipur, Kalyani, Asansol, Siliguri, Dumurjola and Shantiniketan. FICCI has shown interest in partnering with the state for the proposed theme city project on 127 acres in Shantiniketan. At Asansol, the industry-themed city is likely to be promoted in association with the CII, while the Baruipur senior citizen-themed city will be promoted in association with the CREDAI, Bengal.

The State Government is also inviting bids for the cities till September 21.

Bengal to conduct road shows in Delhi to promote theme city project

The West Bengal Government has taken unique measures to set up the six theme cities in the State. Roadshows will be conducted at Delhi from today in order to attract investments for the theme cities in Asansol, Kalyani, Siliguri, Baruipir, Shantiniketan and Dumurjola.

The State Government has now associated itself with different chambers of commerces in order to promote the six theme cities.

The Asansol industry-themed city will be promoted in association with the CII.

The Kalyani IT-themed city will be promoted in association with the BCCI.

The Siliguri Education & Health-themed city will be promoted in association with the AHI

And the Baruipur senior citizen-themed city will be promoted in association with the CREDAI.

The two other cities, the culture-themed city at Shantiniketan and the sports-themed city at Dumurjola, will be also be promoted with different industry bodies.

WB Govt selects 8 sites for helipads

The government has selected eight sites across the state for setting up permanent helipads. Sources said that a fresh survey would also be conducted to identify more sites.Sources in the secretariat said the permanent helipads would be set up in Digha, Tarapith, Mayapur, Howrah’s Dumurjola and at four other sites, including in north Bengal.

Officials, however, said that the soil condition would have to be ex amined at some sites.

Earlier, the state government had planned to develop 21 permanent helipads across the state, possibly one helipad at each district, to facilitate smooth movement of the chief minister or other VVIPs. The district magistrates were asked to make site selections and prepare reports on where the helipads could come up in their respective jurisdictions.

Officials said that after conducting surveys in the 21 proposed sites, eight sites have so far been selected for setting up permanent helipads.

Bengal Govt to set up Sports City at Howrah’s Dumurjola

The West Bengal Government has identified a 50-acre plot at Howrah’s Dumurjola for developing a Sports City .

In the proposed Sports City, 25% land will be reserved for developing sports facilities such as football and cricket grounds, swimming pool and indoor games.

The Dumurjola Sports City is one of the six theme based townships that the state government plans to develop.

The 50 acres of land, where the Sports City would come up, belonged to Howrah Improvement Trust. The plot will shortly be allotted through e-auction for developing the sports township. The State urban development minister, the Howrah Mayor and senior urban development officials will shortly visit the spot.

The developers will have to follow the same guidelines that have been framed for the six proposed township projects. Out of the total area of the township, 25% will have to be kept reserved for people belonging to economically weaker sections whose earning is less than Rs 3 lakh a year.