Sundarban’s Chowringhee cooperative – A model for eastern India

Sundarban Cooperative Milk & Livestock Producers Union Limited’s brand, Sundarini Naturals has been awarded by the National Dairy Development Board (NDDB) for its superior quality dairy products. Sundarini has set a benchmark in terms of using organic fertilizers for producing its products.

The group of cooperatives, based in villages of the Sundarbans in South 24 Parganas district, is run by women. More than 3,000 women, across 65 cooperative societies, have earned their much-awaited financial independence through Sundarini. The State Government (Animal Husbandry Department) is directly depositing the money earned by selling the products through cooperatives, in the account of these women.

Now, Chowringhee, a cooperative under Sundarban Cooperative Milk & Livestock Producers Union, and thus a producer of Sundarini Naturals products, has been selected a model for eastern India by NDDB. It is located in Basanti. A training hub would be located in Basanti where people from across eastern India would be trained in superior environment-friendly ways of manufacturing products.

An integrated organic approach has been adopted by the Chowringhee cooperative. Each family raises cows for milk, and their dung is used to produce biogas in a mini-plant. That biogas is used cook meals for the entire family, and the waste product from the plant, in the form of slurry, is used as organic fertilizer in farming. The fertilizer helps in producing grass for the cows as well as rice and pulses. Again, the leftover stalks after cutting the paddy and pulse crops are used as feed for the cows, hens and ducks being raised by the family. Hence, the eggs also become organic products.

Source: Bartaman

Bengal Govt to train rural women towards sustainable self-employment

The Trinamool Congress Government has taken up the development of another avenue for mass employment. It would be training women and men to raise cows, goats, chickens and ducks and distributing poultry birds and animals as well.

At the same time, it would also build individual small farms for the members. The farms would be built alongside their homes so that they can look after the farms as well as carry out household chores.

The Government has instructed the block development officers (BDOs) to ensure that more women get the training and the other facilities. Women empowerment has always been one of the cornerstones of the Government’s developmental programmes ever since Chief Minister Mamata Banerjee came to power.

Along with these, the Government will also organise some women from the Self Help Groups into clusters and distribute incubators for producing birds from the chicken and duck eggs.

গ্রামীণ মহিলাদের স্বরোজগারে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস-মুরগি দেবে সরকার

একের পর এক কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নিচ্ছে তৃণমূলের রাজ্য সরকার। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস, মুরগি বিলির পাশাপাশি পৃথক পৃথক সদস্যকে খামারও তৈরী করে দেওয়া হবে। একই সঙ্গে গোষ্ঠীর কয়েকজন সদস্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করে মুরগী বা হাঁসের ডিম থেকে ছানা বের করার যন্ত্রও বিনামূল্যে দেওয়া হবে।

এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক বেশি আর্থিকভাবে স্বনির্ভর হবেন বলেই স্বরোজগার নিগমের অফিসাররা মনে করছেন। এই প্রকল্পে হাজার হাজার মহিলা স্বনির্ভর হতে পারবেন। আর এর জন্য ওই মহিলাদের বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে না। তাঁদের বাড়ির পাশেই খামার করে দেওয়া হবে। ফলে ঘরের কাজের পাশাপাশি পশুপালন করে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

প্রতিটি ব্লকেই স্বরোজগার নিগমের একজন সুপারভাইজার আছেন। তাঁদের কাছে গিয়ে আবেদন করলেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সুবিধা পাবেন। এই নতুন প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতে শেখানো হবে কীভাবে মড়ক ঠেকাতে গোরু, ছাগল, হাঁস বা মুরগিকে ইনজেকশন দিতে হয়। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে কী কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি।

৬ মাসের এই প্রশিক্ষণ হয়ে গেলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে হাঁস, মুরগী, গোরু ও ছাগল বিতরণ করা হবে। যার যেমন প্রয়োজন, তিনি ততগুলি করেই পাবেন। এরপর স্বরোজগার নিগম ওই মহিলার বাড়ির কাছের কোনও জমিতে খামার তৈরি করে দেবে। প্রতিটি খামার তৈরির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

গত বছর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মালদহের কয়েকটি ব্লকে এই পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হয়েছিল। তাতে বহুজন প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। ইতিমধ্যেই স্বরোজগার নিগম পাইলট প্রজেক্টেই ৫০০ খামার তৈরী করে দিয়েছে।

Image is representative

 

Nothing wrong with eggs in Bengal: CM

Following the anxiety of the public over the issue of “artificial eggs” having plastic-like quality, Chief Minister Mamata Banerjee has encouraged people of Bengal to consume eggs with any fear.

“I had a discussion with the Bengal poultry foundation. I have given them the responsibility to label eggs produced in Bengal. Bengal produces 80 lakh eggs. There is no problem with eggs produced in Bengal. Just check that they should be Bengal eggs,” she said.

The CM said action will be taken if something is discovered. “We will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens,” she said.

 

বাংলার ডিম নির্ভয়ে খান: মুখ্যমন্ত্রী

প্লাস্টিক ডিম নিয়ে রাজ্য তোলপাড়। এই অবস্থায় অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। সোমবার খড়্গপুরের জনসভায় তাঁর ঘোষণা, ‘‘বাংলার ডিমে কোনও সমস্যা নেই। বাংলার ডিম নির্ভয়ে খান।’’

মুখ্যমন্ত্রী বলেন, “আদৌ প্লাস্টিক ডিম হয় কি না, কোনটাকে প্লাস্টিক বলা হচ্ছে, এটা আমাকে একটু দেখে নিতে হবে। বাইরে থেকে যে ডিম আসছে তা একটু দেখে নিতে হবে। সব দিক দেখে নিতে আরও তিন-চার দিন সময় লাগবে।”

রাজ্যের ডিম যাতে সহজে চেনা যায়, সে জন্য দোকানিদের ‘বাংলার ডিম’ লেখা সাইনবোর্ড ঝোলানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ম্যাগি-বিতর্ক টেনে তিনি বলেন, “যখন ম্যাগি নিয়ে খুব অভিযোগ উঠল, সবাই ভয়ে ম্যাগি খাওয়া বন্ধ করে দিল। পরে জানলাম, রাজ্যে এ নিয়ে কোনও অভিযোগ হয়নি।“ তবে প্লাস্টিক ডিমের বিষয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সন্দিহান। তাঁর কথায়, “আমি জানতে চেয়েছিলাম, এটা কে রটালো? আমার কাছে যতদূর খবর, তাঁরা না কি বাংলার নয়।”

HIDCO to develop Eco Village in Rajarhat

After Eco Park, now Eco Village, a replica of reality. Those who do not have the opportunity of visiting rural Bengal will be able to experience how an ideal village is – Mud houses, naturally, without AC, ponds with fish in them and which you can fish as well. You can even cook the fish you catch at the new facility.

How about a boat-ride? HIDCO is planning to introduce only paddle and shikara boats instead of motor ones. Ample food options will also be available.

Urban Village

HIDCO’s Urban Eco Village is coming up on an 84 acre plot opposite the Eco Park. A village ecosystem is being developed by HIDCO with bamboo, hay and wood surrounding a huge water body. Here you will be able to go out for fishing, bird-watching or boating, you will also be able to see and taste the dishes of native Bengal.

As souvenirs you will be able to purchase handicrafts. Just as the Maidan acts as the lungs of Kolkata, Eco Park is the same for New Town. Eco Village will be an added oxygen supplier to those lungs”.

Prime location

A broad road stretches from the middle of gates 2 and 3 of the Eco Park starting from the Biswa Bangla Sarani till the end of Action Area 2, various apartments are located here. Opposite that, a huge plot of land has been identified beside Nababpur and Famerhati villages.

Eco Village is being developed around a water-body. Except for the washrooms, nothing else will be made of concrete here. The ducks will be introduced in the pond and various flowering plants and fruits will be grown on its sides.

Tourist attractions

A bird-watching tower is also a part of the plans, apart from the local birds, various migratory birds will be seen here. Open bill bird from Indonesia comes here.

Huts will be made available for resting in the afternoon. People can get a feel of Santiniketan or Darjeeling. Apart from that, village experience from North and South India will be available. Kids will also get a park in this facility.

When seen from the sky, the village will be in the shape of the English alphabet ‘B’. HIDCO has already begun their work as per the schedule.