Augmentation of drinking water supply

The Bengal Government has taken numerous measures to make drinking water available in every part of the State. Efforts are continuously on towards achieving this. Piped Water Supply Schemes (PWSS) have been taken up across the State to make for healthy and happy lives.

The Public Health Engineering (PHE) Department Minister, in his departmental budget for financial year (FY) 2018-19, has outlined a number of measures to achieve self-sufficiency in generation, storage and distribution of drinking water.

District-wise special achievements during 2017-18

Bankura: A comprehensive water supply scheme covering a population of 30.15 lakh in 14 fluoride-affected blocks has almost been fully commissioned, at a cost of Rs 1,011.12 crore.

Purulia: PWSS covering a population of 15.3 lakh across nine blocks of the district at a cost of Rs 1,173.1 crore are being implemented, and will be commissioned by March 2019. The second phase of the project would cover the remaining 11 blocks, at a cost of Rs 4,289 crore.

South 24 Parganas: A surface water-based water supply scheme has been taken up for the 10 saline blocks of Kulpi, Diamond Harbour I and II, Falta, Joynagar II, Kultali, Magrahat I, Mandirbazar, and Mathurapur I and II, at an estimated cost of Rs 1,332.41 crore, covering a population of 32.87 lakh. Partial commissioning of the project will be done by April 2018.

North and South 24 Parganas: A surface water-based water supply scheme has been taken up, at an estimated cost of Rs 686.95 crore, for a population of 5.26 lakh, for the arsenic-affected areas of Haroa and Rajarhat blocks in North 24 Parganas district and Bhangar-II block in South 24 Parganas district.

Howrah: Bally-Jagachha Surface Water-Based Project Phase I has been taken up at an estimated cost of Rs 150.68 crore, covering six towns and a population of 2.86 lakh. Phase II of the project has been taken up at a cost of Rs 45.88 crore in Domjur block, covering a population of 98,782.

Purba Medinipur: Two surface water-based water supply schemes have been taken up for Panskura II block (at a cost of Rs 241.72 crore, based on the River Rupnarayan, to be commissioned in June 2018) and for the saline-affected areas of Nandakumar, Chandipur, Nandigram I and Nandigram II blocks at an estimated cost of Rs 811.38 crore, to benefit a population of 7.82 lakh.

Bankura: PWSS have been taken up for the blocks of Mejia, Gangajalghati, Indpur, Taldangra, Joypur, Kotulpur, Patrasayar and Sonamukhi as part of the Bankura District Phase II project, at an estimated cost of Rs 833.79 crore for a population of 11.03 lakh.

 

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জেলাভিত্তিক সাফল্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য জল সরবরাহে বদ্ধপরিকর।

পানীয় জল যাতে এই রাজ্যের সব জায়গায় সহজে পাওয়া সেজন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার দপ্তরের ২০১৮-১৯ সালের বাজেটে পানীয় জল সংরক্ষণ এবং সঠিক ভাবে বন্টন করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন।

২০১৭-১৮ অর্থবর্ষে জেলাভিত্তিক সাফল্য

বাঁকুড়াঃ ১৪টি ফ্লোরাইড কবলিত ব্লকে ৩০.১৫ লক্ষ মানুষের জন্য একটি বিস্তারিত জল সরবরাহ প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে। এতে ব্যয় হয়েছে ১০১১.১২ কোটি টাকা।

পুরুলিয়াঃ এই জেলার নটি ব্লকে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহ প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা ১৫.৩০ লক্ষ। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১১৭৩.১০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০১৯ সালের মার্চ থেকে জল পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পে উপকৃত হবে ১১টি ব্লকের মানুষ, খরচ হবে ৪২৮৯ কোটি টাকা।

দক্ষিণ ২৪ পরগনাঃ কুলপি, ডায়মন্ড হারবার-I & II, ফলতা, জয়নগর-II, কুলতলি, মগরাহাট-I, মন্দিরবাজার, মথুরাপুর-I & II এর মত লবণাক্ত জলের ব্লকগুলিতে ভূপৃষ্ঠস্থ জলের সরবরাহ প্রকল্প ১৩৩২.৪১ কোটি টাকা ব্যয়ে গ্রহণ করা হয়েছে। উপকৃত হবেন ৩২.৮৭ লক্ষ মানুষ। এই প্রকল্প আংশিক ভাবে ২০১৮ সালের এপ্রিল মাসে শুরু হয়ে যাবে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাঃ ভূপৃষ্ঠস্থ জল সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৬৮৬.৯৫ কোটি টাকা ব্যয়ে। এতে আর্সেনিক কবলিত অঞ্চলের (যেমন উত্তর ২৪ পরগণার হাড়োয়া, রাজারহাট ব্লক এবং দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়-II ব্লক) ৫.২৬ লক্ষ মানুষ উপকৃত হবেন।

হাওড়াঃ বালি জগাছা ভূ-পৃষ্ঠস্থ জলপ্রকল্পের কাজ (ফেজ – ১) নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫০.৬৮ কোটি টাকা। এই প্রকল্প চালু হলে ৬ টি শহরের প্রায় ২.৮৬ লক্ষ মানুষ উপকৃত হবে। (ফেজ – ২) প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫.৮৮ কোটি টাকা। এর ফলে ডোমজুড় ব্লকের ৯৮,৭৮২ জন মানুষ উপকৃত হবেন।

পূর্ব মেদিনীপুরঃ এই জেলার জন্য ২টি ভূ-পৃষ্ঠস্থ জলপ্রকল্পের কাজ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি পাঁশকুড়া ২ ব্লকের জন্য, এতে বরাদ্দ অর্থের পরিমাণ ২৪১.৭২ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্পটি নেওয়া হয়েছে নন্দকুমার, চাঁদিপুর, নন্দীগ্রাম ব্লক-১ ও নন্দীগ্রাম ব্লক – এইসব নোনা জলের এলাকার জন্য। এর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৮১১.৩৮ কোটি টাকা এবং এর মাধ্যমে ৭.৮২ লক্ষ মানুষ উপকৃত হবে।

বাঁকুড়াঃ পাইপের মাধ্যমে জল সরবরাহ করার ১ টি প্রকল্প নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলার ফেজ ২ প্রজেক্টের আওতায় রয়েছে মেজিয়া, গঙ্গাজলঘাঁটি, ইন্দপুর, তালডাঙ্গা, জয়পুর, কোতোলপুর, পত্রসায়র ও সোনামুখী। এই প্রকল্পের জন্য ৮৩৩.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১১.০৩ লক্ষ মানুষ এর মাধ্যমে উপকৃত হবে।

 

Bengal Govt taking steps to ensure sufficient drinking water supply in rural areas

In a bid to ensure sufficient supply of drinking water in major parts of Basirhat and Bongaon in North 24-Parganas, the state government is planning to engage an international firm that will set up water treatment plants to produce potable water from salt water.

Subrata Mukherjee, minister, state Public Health Engineering department, said: “There is a necessity to take steps to ensure sufficient supply of potable water in areas including Basirhat, Taki, Hingalganj and Bongaon. There is no scarcity of salty water in the area. But they need to be recycled to potable condition so that they can be supplied to the people.”

Lakhs of people will be benefitted as there would be no shortage of water with setting up of the treatment plants. At the same time, the state government has taken initiative to ensure sufficient supply of drinking water in Bankura and Purulia. Water is supplied in half of the Bankura district from the Damodar River.

Initiatives have been taken to ensure supply of safe drinking water in the remaining parts of the district. ADB is funding the project for Bankura district. Quite a similar project has been taken up for Purulia district to ensure that scarcity of potable water becomes a thing of the past in the district. Japan International Cooperation Agency is funding the project in Purulia.

With implementation of the projects, people of the area would not have to face any trouble due to short supply of water.

 

গ্রামীণ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী রাজ্য

উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত বাবু বলেন, সুন্দরবন এলাকার পানীয় জল সমস্যা চিরদিনের। সেই সমস্যা দূর করতে পরিকল্পিতভাবে এগোচ্ছে রাজ্য। বসিরহাট এলাকায় বিশেষ প্রকল্প নেওয়া হবে। এখানে জলে ৪০ শতাংশ লবণ রয়েছে। সেই জল শোধন করে মানুষকে দেওয়া হবে। এডিবি আর্থিক সাহায্য করবে। হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদ নিজে গিয়েছি, সমস্যা বুঝেছি। একটি বিদেশী সংস্থা এই ধরনের প্রকল্প গড়ে। ওই সংস্থার সাহায্য নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পুরুলিয়া ও বাঁকুড়ার মত রুখাশুখা এলাকার জন্যও জলপ্রকল্প নেওয়া হচ্ছে। বাঁকুড়ার একটি অংশে জল দিচ্ছে ডিভিসি। বাকি অংশের জন্য এক হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে। পুরুলিয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে জাইকা। রাজ্যে ৮৩টি ব্লক আর্সেনিক, ফ্লোরাইড প্রবণ। সেই সমস্যাও মিটিয়ে ফেলা হচ্ছে। কাজ চলছে।

নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সর্বত্র জলদি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

Promises delivered: Behala gets new booster pumping station

People of wards 129, 130 and 131 of Behala, Kolkata, are likely to get rid of drinking water woes as a booster pumping station was inaugurated today at Senpally in Ward No 129.

The pumping station was inaugurated by Mayor of Kolkata, Sobhan Chatterjee. State Urban Development Minister Firhad Hakim, Education Minister Dr Partha Chatterjee, AITC general secretary Subrata Bakshi were present at the occasion.

With inauguration of this 3 lakh gallon capacity pump, people of the area, including that of mayor’s ward are likely to get rid of water crisis, which has been a local issue for long.

Tate Education Minister Dr Partha Chatterjee said that the Government under Trinamool Congress is delivering the promises it made to the people.

The State Urban Development Minister Mr Firhad hakim said that Bengal is setting example for other States.

The Kolakata Mayor said water crisis in the city has been largely eradicated. There will be a time when the city will be100% tube-well free, he said.

The booster pumping station was today named after eminent lyricist Mohini Chowdhury.

 

নতুন বুস্টার পাম্পিং স্টেশন বেহালায়

বেহালা ১২৯ নং ওয়ার্ডের সেনপল্লীতে একটি নতুন বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন হয়েছে। ওয়ার্ড নং ১২৯, ১৩০ এবং ১৩১ এর অধিবাসীরা পানীয় জলের জন্য তৈরি হল এই বুস্টার পাম্পিং স্টেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী।

এই পাম্পের জলধারণ ক্ষমতা প্রায় ৩ লাখ গ্যালন। মেয়রের এলাকা সহ সব এলাকার পানীয় জলের সমস্যার সমাধান হবে এর মাধ্যমে।

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন যে তৃণমূল সরকার তাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন পশ্চিম বাংলা অন্যান্য রাজ্যের কাছে একটি দৃষ্টান্ত।

কলকাতার মেয়র বলেন, “শহরে পানীয় জলের অভাব মূলত নির্মূল হয়েছে। এরপর এমন একদিন আসবে যেদিন শহরকে ১০০ শতাংশ নলকূপ মুক্ত করা সম্ভব হবে”।

প্রয়াত গীতিকার মোহিনী চৌধুরীর নামে এই বুস্টার পাম্পিং স্টেশনের নামকরন করা হয়েছে।