Kolkata will be a top financial hub: Dr Amit Mitra

Within a few years, Kolkata will become one of the biggest financial hubs in India, according to Bengal Finance and Commerce & Industries Minister, Dr Amit Mitra.

While talking to reporters at an international trade fair in New Delhi, he said that 27 banks are taking land in Bengal to create a financial hub. The State Bank of India is constructing its largest training centre on 11 acres, adjacent to the hub. Not only that, HSBC back office is in Kolkata today.

Bengal’s core competence of human capital is gradually becoming known to industry in India, resulting in more and more major investments coming to the state. Dr Mitra said that the industrialists now feel that Bengal is the state to invest in.

He said that the financial cluster that is coming up in Kolkata for various activities like banking, insurance, mutual funds, spread over more than 100 acres, is a unique example of how Bengal is progressing.

He also said that 81 lakh people in the state have been provided jobs since the Trinamool Congress came to power in 2011.

As far as the ease of doing business is concerned, Bengal has climbed up remarkably from 15th to 3rd, and is on its way to the top, stated the minister.

 

Source: Business Today

 

কলকাতা হয়ে উঠবে ভারতের অন্যতম শীর্ষ ফিনান্সিয়াল হাব: অমিত মিত্র

 

ভবিষ্যতে ভারতের অন্যতম শীর্ষ ফিনান্সিয়াল হাব হয়ে উঠবে কলকাতা। এমনটাই বললেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র।

দিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৭তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২৭ টি ব্যাঙ্ক ইতিমধ্যেই রাজারহাটে গড়ে ওঠা ফিনান্সিয়াল হাবে জমি চেয়েছে। এর অদূরেই ১১ একর জমির ওপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সবথেকে বড় প্রশিক্ষণ কেন্দ্র খুলছে। এছাড়া এইচএসবিসির ব্যাক অফিসও এই মুহূর্তে কলকাতায় রয়েছে।

বাংলার মানব সম্পদ ও দক্ষতা সারা বিশ্বে স্বীকৃত। এর ফলে শিল্পপতিরা বুঝেছেন বাংলায় বিনিয়োগ করা উচিত।

অমিত মিত্র বলেন, এই ১০০ একর জমির ওপর যে ফিনান্সিয়াল ক্লাস্টারটি তৈরী হচ্ছে সেখানে ব্যাঙ্কিং, ইনস্যুরেন্স, মিউচুয়াল ফান্ড প্রভৃতি ক্ষেত্রে কাজ হবে। এর থেকেই বোঝা যায় বাংলা এখন অগ্রগতির পথে।

অর্থমন্ত্রী আরও বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর গত ছয় বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে। শিল্প গড়ার সুবিধের মাপকাঠিতে ১৫নম্বর স্থান থেকে সরাসরি তিন নম্বরে উঠে এসেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

Overwhelming response from British, Scottish investors: Amit Mitra

Dr Amit Mitra, state Finance minister expressed immense satisfaction over the response of the British and Scottish businessmen who attended the meetings with the Chief Minister in the past one week.

Talking to newsmen here on Friday afternoon, Dr Mitra said: “There was an overwhelming response from the investors. We have invited them to come to Bengal Global Business Summit scheduled to be held in January, 2018. They have shown interest in education, water purification and healthcare.”

Dr Mitra said Presidency University has already shown interest to collaborate with Edinburgh University in Life Science. “The Vice-Chancellor of Presidency University called up and has shown keen interest to collaborate in various fields of Life Science like Genetics. There will be joint research programmes and scholar exchange programmes.”

Dr Mitra said some firms have shown interest in water management like generation of electricity from tidal waves and supply of clean drinking water. “We have exchanged our views with them and their response is highly satisfactory,” he maintained. Edinburgh is developed in healthcare system and in two areas the businessmen present at the meeting had shown keen interest.

“One is the training programme for nurses and the other is providing expertise through video conferencing of medical treatment and surgery. In remote areas, we can take help of this technology,” he added. The British and Scot businessmen had B2B meetings with their counterparts in India.

Mamata Banerjee had addressed the businessmen at FICCI UKIBC roundtable at St. James Court Hotel in London on Monday. Again on Thursday, she addressed Scottish businessmen who attended a meeting organised by the Scottish Development International in collaboration with Asia Scotland Institute and Edinburgh Chambers of Commerce.

Highlighting Bengal as an emerging business destination, recovering from the rigours of 34-years of misrule by the erstwhile Left Front government, the Chief Minister was extremely passionate and proficient in her case studies which projected the sea changes that have been brought about by her government since she came to power in 2011.

In both the meetings, Mamata Banerjee had argued strongly in favour of investing in Bengal. She had said that the economic scenario in Bengal had improved over the past few years and it is now the ideal destination for investment. She had explained to the businessmen and investors about the land use policies, industrial policies framed by Bengal government and assured that availability of land will not be a problem.

 

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফরে প্রাপ্তি অনেক: শিল্পমন্ত্রী

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফর সফল। লগ্নির একাধিক ইতিবাচক সম্ভাবনা নিয়েই রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর বাণিজ্য প্রতিনিধিদল। সাতদিনের সফরে এগুলিই প্রাপ্তি বলে শনিবার এডিনবরারহোটেলে জানালেন রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী অমিত মিত্র।

সফরের শেষদিন দুপুরে গোটা সফরের সারসংক্ষেপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত মিত্র। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে যে ৩০ জন শিল্পপতি এসেছেন, তাঁরা প্রত্যেকেই রাজ্যের বাণিজ্যেসবস্তরের  প্রতিনিধিত্ব করেন। ব্রিটেন-ভারত বিজনেস কাউন্সিলের বৈঠকে যে ব্রিটেনের সবচেয়ে বড় সংস্থা ব্রিটিশ টেলিকম সহ এত বড় বড় সংস্থার কর্ণধাররা উপস্থিত ছিলেন, সেটা অবশ্যই বড় প্রাপ্তি। কারণ, আমরা ভেবেছিলাম, ক্ষুদ্র এবং মাঝারি সারির সীমিত কিছু সংস্থা ওই বৈঠকে উপস্থিত থাকবে।”

“এছাড়া আরও বড় প্রাপ্তি হল, ওই সভায় স্বয়ং ব্রিটেনের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী তথা স্ট্যান্ডার্ড চাটার্ডের প্রাক্তন চেয়ারম্যান ও সিইও লর্ড ডেভিসের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা। এই প্রথমভারতের কোনও অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। এটা অবশ্যই স্পেশাল। শিল্পমহলের এই উচ্ছ্বসিত সাড়ায় আমরা অভিভূত। আমরা এখন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাঁদের স্বাগত জানানোর জন্যঅপেক্ষা করছি,” বলেন অমিত মিত্র।

স্কটল্যান্ড সফরের ক্ষেত্রেও নিজেদের সাফল্য তুলে ধরতে মন্ত্রী বলেন, “আমরা ভেবেছিলাম এডিনবরার শিল্পবৈঠকে ২০-২৫টি সংস্থা থাকবে। কিন্তু বৃহস্পতিবার সেখানে ৮০টি সংস্থা উপস্থিত ছিল। এখান থেকেআমাদের তিনটি নতুন প্রাপ্তি। প্রথম, জল পরিশোধনের গবেষণাপ্রাপ্ত ফল স্কটল্যান্ড রাজ্যের সঙ্গে বিনিময় করতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, জোয়ার-ভাটা কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, তাতে সিদ্ধহস্তস্কটল্যান্ড। সেই প্রযুক্তিও আমাদের সঙ্গে তারা বিনিময় করবে বলে জানিয়েছে। তৃতীয়ত, ডান্ডির নার্সিং স্কুলে যাতে রাজ্যের পড়ুয়ারা নিজেদের উন্নত করতে আসতে পারে, সেজন্য ইতিবাচক কথাবার্তা হয়েছে।”

তিনি আরও বলেন, “এখানে শিল্পসংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের মুখোমুখি আলোচনা হয়েছে। এবার পালা, সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সব সংস্থা রাজ্যে কাজ করছে, তাদের সঙ্গে এই কোম্পানিগুলিকে মুখোমুখিআলোচনার রাস্তা তৈরি করে দেওয়া। আশা করছি, আসন্ন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনেই সেই ব্যবস্থা করে ফেলতে পারব আমরা। কারণ, ইতিমধ্যে ডব্লুবিআইডিসি সেই তালিকা তৈরি করে ফেলেছে।”

Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman

Call urgent meeting of GST Council: Bengal FM Dr Amit Mitra to Centre

Bengal Finance Minister Dr Amit Mitra has written to Union finance minister Arun Jaitley urging him to convene an urgent meeting of the GST Council to address the problems being faced by small taxpayers, including access to the IT network which has suffered technical glitches.

In his letter, Dr Mitra also reiterated his demand for a white paper to enable the council to take note of the situation on the ground and suggest guidelines for the future. “You will recall that I had repeatedly pointed out the unpreparedness to roll out GST on July 1, but to no avail,” Dr Mitra said in his letter. The next meeting of the GST Council is on September 9 in Hyderabad.

“You will also recall my repeated request to provide a white paper on the state of preparedness, also containing the shortfalls on different elements of the complex GST system being envisioned, once again to no avail,” he said.

Dr Mitra drew Jaitley’s attention to the technical glitches experienced by the Goods & Services Tax Network — the IT backbone of the ambitious tax reform measure.

The last date for filing of returns and payment of GST has been extended to August 25 amid reports of a technical glitch in GSTN. The network faced heavy rush of returns on Saturday and several traders and businesses said they were unable to access the system. GSTN officials had said they were working to fix the problem but asserted that it was not a problem linked to capacity.

“Apart from access to the GSTN itself, problems were reported regarding payment through banks. The RBI gateway failed at times. Banks refused to receive over-the-counter challans in many places and the troubles of small taxpayers knew no end,” Dr Mitra said in his letter.

He said the system will received more than 1.5 core hits next month around the 20th and this is bound to lead to “major pains” for businesses, particularly small and medium enterprises. “Therefore, I have serious reservations whether the system is prepared for this. We saw the registration module which took over 20-25 days to stabilise and even now features like appeal, restoration of application form etc are not in place,” the West Bengal FM said.

He said the enrolment of GST practitioners, cancellation of applications and amendments have not yet taken place. Dr Mitra said taxpayers who have migrated from the VAT regime with turnover of less than Rs 20 lakh have not been able to cancel their registration and are thus liable to file returns. “The module for carrying over old credit is being activated today as per information available, and the last date for returns is 28th in such cases. I have serious doubts on whether this entire process can be streamlined in such a short span of time. Once again, the problems of today in the implementation of GST, may get exacerbated,” he said.

 

জরুরি ভিত্তিতে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার দাবী জানালেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রকে

জিএসটি লাগু হওয়ার পর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত দিক থেকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এই কারণে খুব তাড়াতাড়ি একটি জিএসটি কাউন্সিলের বৈঠক প্রয়োজন। এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র।

এই চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রী পুনরায় শ্বেতপত্রের দাবি জানান, যাতে এই মুহূর্তে বাজারের কি অবস্থা সেটা বুঝে পরবর্তী নির্দেশিকা জারি করতে পারে। “আমি বার বার বলেছিলাম ১লা জুলাই জিএসটি লাগু করার মত পরিকাঠামো এখনও তৈরি হয় নি।”

“আমি এর আগেও শ্বেতপত্রের দাবি জানিয়েছিলাম জিএসটি পরিকাঠামো কতটা তৈরি তা জানার জন্য। পাশাপাশি এই জটিল জিএসটি ব্যবস্থাতে ব্যবসায়ীরা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। এটাও মানা হয় নি” তিনি বলেন।প্রযুক্তিগত সমস্যা থাকার কারণে জিএসটি’র পেমেন্ট-এর শেষ তারিখ ২৫শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। শনিবারে এই রিটার্ন দাখিল করতে খুব সমস্যা হয় ব্যবসায়ীদের।

“জিএসটিএন-এর সমস্যার পাশাপাশি, ব্যাঙ্কের মাধ্যমে রিটার্ন জমা দিতেও সমস্যা হচ্ছে। আরবিআই গেটওয়ে মাঝে মাঝে ফেল করে। ব্যাঙ্কগুলি অনেক জায়গায় কাউন্টারে চালান নিতে অস্বীকার করছে, ছোট ব্যাবসায়ীরা সমস্যায় পড়ছেন” চিঠিতে লেখেন অমিত মিত্র।
তিনি বলেন, এই সিস্টেমে আগামী মাসের ২০ তারিখ দেড় কোটির বেশী মানুষ ঢুকতে চাইবেন, যার ফলে ব্যবসায় এক বিরাট সমস্যা দেখা দেবে, বিশেষ করে মাঝারি ও ছোট ব্যবসায়। “তাই আমার এখনও চিন্তা এই সিস্টেম কি আদৌ তৈরি? আমরা দেখেছি রেজিস্ট্রেশন মডিউল যা স্টেবেল হতে ২০-২৫ দিন সময় লাগে, এখনও পর্যন্ত অ্যাপিল, রিস্টরেশন অফ অ্যাপ্লিকেশন এইসব সঠিক অবস্থায় নেই” রাজ্যের অর্থমন্ত্রী বলেন।

তিনি বলেন, জিএটি ব্যবহারকারীদের নাম নথিভুক্তকরন, অ্যাপলিকেশনের ক্যান্সেল ও সংশোধন এখনও হয় নি। অমিত মিত্র বলেন, যেসকল ব্যবসায়ীর ব্যবসা বার্ষিক ২০ লক্ষের নিচে ও আগে ভ্যাট ব্যবহার করতেন, তারা অনেকেই এখনও আগের রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারেন নি, তাই তারা রিটার্ন জমা দিতে বাধ্য। “প্রাপ্ত খবর অনুযায়ী ক্যারিং ওভার ওল্ড ক্রেডিটের মড্যুল আজ শুরু হয়েছে, ও রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮শে আগস্ট। এই অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে কি না আমার সন্দেহ আছে। আবারও বলছি, আজ জিএসটি’তে যে সমস্যা ভবিষ্যতে তা আরও বাড়বে” তিনি লেখেন।

জিএসটি কাউন্সিলের আগামী বৈঠক হায়াদ্রাবাদ-এ ৯ই সেপ্টেম্বর।

 

Will do everything to ease GST woes: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Centre for destroying the federal structure of the country as the state governments were being forced to follow their (Centre’s) policies despite having objections.

The West Bengal Assembly on Tuesday passed the State Goods and Services Tax (SGST) Bill, 2017. Trinamool’s ideological position on GST would not alter, the Bengal CM said. “The common people are facing problems and since we value democracy the party will stand behind the masses,” she said speaking in the Assembly after the passing of the Bill.

“The Centre could have fed many poor people with the money which had gone in the ad spend for creating awareness about GST… The country is now in an acute crisis,” she said. The state had issued an ordinance in June end to facilitate treasury operations by the government from July 1, the date of implementation of the new tax regime across the country.

The Bengal CM said that the state government had “no option” but to issue the ordinance on GST as otherwise, the state would not have been able to conduct any treasury operation. “The state government is sitting before the nozzle of a gun and the central government machinations forced us to do that,” she said.

The Bengal Chief Minister said the state government was clearly against the hasty implementation of the new tax regime and had urged the Centre to postpone it by two months. “But we were really hard-pressed and so the ordinance had to be issued.” The government, she said, needed money to pay salaries, make developmental expenditure and others. As the ordinance had a definite lifetime, it had to be ultimately ratified by the Assembly. She said owing to many objections raised by state finance minister Amit Mitra at the GST Council meetings, taxes on many items of common use had been lowered.

On Trinamool’s stand, she said, “Previously we had supported GST as it was portrayed to be uniform across the nation, but the experience is totally different.” The textile sector, medicine shops, small businessmen had been affected by the new tax law, she said, adding that demonetisation and GST were “two big scandals” perpetrated by the BJP-led government at the Centre.

 

বাধ্য হয়ে মানছি জিএসটি: মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের জন্য বাধ্য হয়ে রাজ্য পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা মেনে নিয়েছি কিন্তু গরিব মানুষের স্বার্থে এই কর সম্পর্কে আমাদের যে লড়াই, তা যেমন ছিল, তেমন চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ বিল অনুমোদন করাতে গিয়ে এই কথা বলেছেন।

তিনি বলেন, “পণ্য পরিষেবা করের ব্যাপারে আমরা কখনওই আমাদের অবস্থান থেকে সরে আসেনি। এক দেশ এক কর ব্যবস্থা, আমরা সমর্থন করেছি। কিন্তু, সবসময় বলেছি, দেখতে হবে এর ফলে গরিব মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। উপযুক্ত পরিকাঠামো সারা দেশে গড়ে তোলার জন্যে, বিষয়টি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য, তাড়াহুড়ো না করতে অনুরোধ করেছিলাম। তা সত্ত্বেও ওরা তাড়াহুড়ো করেছে। গরিব মানুষের কথা ভাবেনি। এরপরেও গরিব মানুষের যেটুকু সুবিধা আছে তা আমাদের লড়াইয়ের জন্যই। আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র অনেক সময়ই একা লড়াই করেছেন। জয়ললিতা ছাড়া কেউ পাশে ছিলেন না। এর আগে আমরা অধ্যাদেশ জারি করেছি, এখন আইন করেছি। না–হলে কেন্দ্রের অসহযোগিতায় সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যেত। আমাদের টাকা আমরাই ব্যবহার করতে পারতাম না। জিএসটি আইন হয়ে যাওয়ার পর এখন তো আর এমপাওয়ার্ড কমিটি নেই। কাউন্সিল হয়েছে। তার চেয়ারম্যান অরুণ জেটলি। তবুও আমরা সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দ্রব্য ও পরিষেবায় করের হার কমানোর জন্যে লড়াই চালিয়ে যাচ্ছি।”

অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটিতে প্রচণ্ড লড়াই করেছি বলেই রাজ্যগুলো কিছুটা সুবিধা পাচ্ছে। সুজন চক্রবর্তী জানান, বাংলার বঁড়শি সারা ভারতে এমনকী দেশের বাইরেও রপ্তানি হয়। বঁড়শি ও পোশাক শিল্পে যাতে করের বোঝা কমে তা দেখতে হবে। এবং ওষুধের ওপর বিশেষ করে জীবনদায়ী ওষুধের ওপর কর যাতে ৫ শতাংশের বেশি না হয় তা নিয়ে কেন্দ্রকে চাপ দেওয়া হোক।”

 

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Bengal fought hard to protect cooperative federalism during the formulation of GST: Trinamool

Trinamool Congress MP Kalyan Banerjee today said in the Lok Sabha that “Bengal fought hard to preserve and protect cooperative federalism in the process of the formulation of the GST”. He was speaking during a discussion of the GST Bills in Parliament.

In his speech he highlighted the proactive role taken by the Finance Minister of Bengal, who is the Chairman of the Empowered Committee. “Bengal Finance Minister was instrumental in bringing about a broad consensus amongst states on single control in the hands of the State below Rs 1.5 crore turnover of small business in its meeting in the great city Calcutta many months ago,” he said.

He reiterated that Mamata Banerjee had in-principle supported the concept of GST as early as 2009 in our party-manifesto. Kalyan Banerjee said, “Bengal engaged uncompromisingly in a spirit of cooperative federalism and fiscal autonomy of the States.”

He cautioned the government against rushing ahead with the legislation; he said steps must be taken to make the system fully error free or else the whole indirect taxation system would collapse. He pitched for an e-based taxation system and said industry must be given sufficient time to prepare themselves for the new system.

Kalyan Banerjee also reminded the government that GST is the result of the hard work by all and no one should claim credit for it alone.

Also speaking on the issue, Saugata Roy cautioned the government against the “technological nightmare” that GSTN could bring and asked the government not to hurry. “If there will be any breakdown in the server, all over the country GST will go flat. So, Sir, I want the Government to be very careful. Government has said that they will train 60,000 officers for this job. For that, at least six months are necessary,” he said.

He also reminded the government that prices should not rise during the transition period. He wanted to know why the government was in a hurry o pass GST when the rates of individual commodities have not yet been decided. He wanted to know from the Centre where would the extra money come from to compensate the States.

Click here to read the full transcript of Kalyan Banerjee’s speech

Click here to read the full transcript of Saugata Roy’s speech

40% investment proposals of Bengal Global Business Summit being implemented: Dr Amit Mitra

Around 40 per cent of the total investment proposals in Bengal Global Business Summits (BGBS) in 2015 and 2016 were being implemented through various projects, state Finance Minister Dr Amit Mitra said in the Assembly on Tuesday. In reply to the questions of the MLAs of the Opposition parties, Dr Mitra on Tuesday told the House that nearly Rs 1.87 lakh crore worth of proposals have been implemented in the state during the two BGBS.

The State Government had received investment proposals of Rs 4.5 lakh crore. In terms of investment Bengal emerged to be the most of accepting destination, Dr Mitra said. The implementation rate of Bengal is 40 per cent while in the state like Gujarat, the implementation rate is 1 per cent. The Finance Minister has proposed planned expenditure of Rs 905 crore and non-planned expenditure of Rs 87.23 crore for the financial year 2017-18.

Dr Mitra also said that state government has already drafted a maritime policy which is going to be finalised soon. A land for setting up a port near Tajpur in West Midnapore has already been identified. The proposed site has a draft of 12 metre plus with tidal support of 3.9 channel length of 18 km which can harbour ships having capacity of Rs 1 lakh Dead Weight Tonnage (DWT). He also said that the state government has also given land of around 2,650 acre land for setting up industrial corridor which has already got approval from the Central government.

The Excise department has invested Rs 700 crore at Haldia. The minister also said that government has decided to simplify procedure for setting up industries in the state. Amongst all the states, West Bengal has been recognized for the introducing online solutions for registrations, payments and returns for VAT, CST, PT, Entertainment Tax, Entry Tax, Single window (Shilpa Sathi) for large industries and MSME Facilitation Centre (MFC) to monitor the progress and expedite clearance.

A Garment Park is being developed on 9.5 acres of land in Budge Budge. The State Government is also setting up a new Industrial Park in Goaltore in West Midnapore over an approximate are of 950 acres of land.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছেঃ ডঃ অমিত মিত্র

২০১৫ এবং ২০১৬ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত মোট বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১৫ থেকে ২০১৭-য় এ রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে তার মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হওয়ার পথে।

রাজ্য সরকার ৪.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিনিয়োগ বাস্তবায়নের নিরিখে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। ডঃ মিত্র বলেন গুজরাতে শিল্প সম্মেলনে আসা লগ্নি-প্রস্তাবের মধ্যে ১% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার প্রায় ৪০%। ২০১৭-১৮ আর্থিক বছরে পরিকল্পনা খাতে ব্যয়ের জন্য ৯০৫ কোটি টাকা এবং ‘নন-প্ল্যান’ খাতে ৮৭.২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সামুদ্রিক নীতির খসড়া তৈরী করেছে যা শীঘ্রই চূড়ান্ত হবে। পশ্চিম মেদিনীপুরের তাজপুরে একটি বন্দর স্থাপনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। শিল্প করিডোর তৈরীর জন্য রাজ্য সরকার প্রায় ২,৬৫০ একর জমি দিয়েছে, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অনুমোদনও দিয়ে দিয়েছে।

আবগারি বিভাগ হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মন্ত্রী আরও বলেন, রাজ্যের শিল্প কারখানা স্থাপনের জন্য পদ্ধতি সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। VAT, CST, PT ও অন্যান্য ট্যাক্স এর ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর জন্য পশ্চিমবঙ্গ সবজায়গায় সমাদৃত হয়েছে। বৃহৎ,ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সিঙ্গল উইন্ডো সিস্টেম ও শিল্পা সাথীর মাধ্যমে অতি সহজেই শিল্পে লগ্নির ছাড়পত্র হচ্ছে।

বজবজে ৯.৫ একর জমির ওপর একটি বস্ত্র পার্ক তৈরী হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ৯৫০ একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করছে রাজ্য সরকার।

Dr Amit Mitra moves Finance Bill that would benefit 1.06 lakh traders

State Finance minister Amit Mitra on Friday tabled the West Bengal Finance Bill, 2017 which is likely to give benefit to 1.06 lakh traders.

Tabling the Bill, Dr Mitra said it would give relief from payment of tax to dealers having turnovers more than Rs 10 lakh and upto Rs 20 lakh by increasing the threshold of the turnover for VAT liability from the present Rs 10 lakh to Rs 20 lakh. So long, traders having turnovers upto Rs 50 lakh used to enjoy the benefit of the composition scheme.

From now onwards, small manufacturing dealers with upto Rs 50 lakh turnovers have been brought under the scheme. The mandatory VAT audit report has been removed and this is going to benefit businessmen immensely. Mitra said that the state government would give benefit those dealing with biodiesel by completely exempting tax.

Similarly, those doing business with hairbands and hairclips would not have to pay tax. Such benefits would be extended to those dealing with water heaters, kerosene stoves, leaf plates and cups and terracotta tiles. The rate of tax has been lowered from 14.5 percent to 5 percent on sale of machinery for generation of electricity from waste.

Dr Mitra said the steps would help small traders and manufacturers whose number would be around 1.06 lakh. The Bill also seeks to amend the Indian Stamp Act, 1899 and the West Bengal Taxation Tribunal Act, 1987. Also, the West Bengal Tax on Entry of Goods into Local Areas Act 2012 was sought to be amended.

Dr Mitra also said as an effect of demonetisation, middle class people were finding it difficult to buy flats as they have to pay seven per cent stamp duty on the value of the property on the date of booking a flat or a housing property. It may be recalled that the state government has decided to give Rs 50,000 to 50,000 craftsmen who used to work in other states in the gems and jewellery industry and those who lost jobs due to demonetisation.

The state government has also enhanced the remuneration of anganwadi and Asha workers by Rs 500. The West Bengal Appropriation Bill was passed by the state Assembly on Friday with the House approving Rs 14,708 crore as additional expenditure for social infrastructure projects.

Moving the Appropriation Bill 2017, state Finance minister Amit Mitra said a sum of Rs 14,708 crore would be spent for social infrastructure projects like housing, rural electrification and supply of rice to APL and BPL families. A sum of Rs 3,137 crore would be spent on supplying rice to families belonging to the APL and BPL categories, Mitra said, adding Rs 1,022 crore was proposed to be spent for rural electrification.

 

বিধানসভায় ফিনান্স বিল পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

‘‌মা–‌মাটি–‌মানুষের বাজেট পাখির চোখে দেখতে হবে। ৩৫ মিটার উঁচু থেকে দেখুন। বুঝতে পারবেন সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবিলার লক্ষ্য নিয়ে আমরা বাজেট করেছি।’‌ বৃহস্পতিবার বাজেট আলোচনায় বিরোধীদের সমালোচনার জবাব এভাবেই দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

ফের বিরোধী সদস্যদের তিনি বোঝালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার পরিচালনার চিন্তাভাবনার কথা মাথায় রেখেই এই বাজেট করেছেন তিনি। বোঝালেন, নোটবন্দীতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত একেবারে নিচুতলার মানুষ। তাঁদের একটু সাহারা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে ভর করেই বাংলা নতুন দিশায় পা বাড়াবে, ভারতসেরা হয়ে উঠবে।

অর্থমন্ত্রী তাঁর ভাষণে জোর দিয়েছেন নোটবন্দী দশায় অসহায় শ্রমিক–‌কৃষকের সহায়তার প্রশ্নে। বলেছেন, এটা মমতা ব্যানার্জির সরকারের বাজেট, তাই মানবিকতাকে বিশেষ জোর দিয়েছেন তিনি। কীভাবে রাজ্যের জিডিপি বছরের পর বছর বাড়ছে আর তা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের গড়কে ছাপিয়ে গিয়েছে, তার তথ্য, হিসেব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নোটবন্দীর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভিনরাজ্যে কাজ হারিয়ে ফেরা শ্রমিকরা। এমন ৫০ হাজার শ্রমিকের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাখা হয়েছে ১০০ কোটি টাকা। আইসিডিএস কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে ৫০০ টাকা করে। সবই করা হয়েছে মানবিক দৃষ্টিতে। অর্থমন্ত্রী বলেন, ধারের সঙ্গে গড় অভ্যন্তরীণ উৎপাদনের অনুপাত অর্থনীতির গুরুত্বপূর্ণ মাপকাঠি। সেটাই আমরা এই ৬ বছরে কমিয়ে আনতে পেরেছি। এটা আমাদের সাফল্য। এই সাফল্যের ও মানবিকতার পথ ধরেই বাংলা দেশের সেরা রাজ্য হওয়ার দিকে।

Chambers of commerce laud State Budget

The Chambers of Commerce and Business Confederations lauded the Budget statement 2017-18 by state Finance minister Amit Mitra. The state Budget was placed at the Assembly on Friday. They believe that this Budget after demonetisation can help the state’s growth.

Talking on the Budget, Rakesh Shah, President, Bharat Chamber of Commerce, Kolkata, said it is a balanced Budget.

Chandra Sekhar Ghosh, President-Designate, The Bengal Chamber of Commerce and Industry, said he believes this Budget is a welfare oriented exercise in the aftermath of demonetisation.

 

Confederation of Indian Industry (CII) also welcomed the proposals to earmark Rs 50 crore for Small and Medium Enterprises and Rs 100 crore for farmers.

The State Finance Minister’s announcement on salary increase for Anganwadi workers and Asha workers reflect the State Government’s “sincere will” to improve health and education at the grassroots level, said Rupali Basu, Vice Chairperson, CII Bengal.

In a statement released by Merchants’ Chambers of Commerce and Industry (MCCI), they said: finance minister proposed a number of steps in relation to VAT which will be subsumed over GST, is put in place.

 

রাজ্য বাজেটের প্রশংসা চেম্বার্স অফ কমার্সগুলির

অর্থমন্ত্রীর রাজ্য বাজেটের (২০১৭-১৮) প্রশংসা করল শিল্পমহল। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাদের বিশ্বাস নোটবাতিলের পর এই বাজেট রাজ্যের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

রাজ্য বাজেট সম্পর্কে কলকাতার ভারত চেম্বার অফ কমার্সের রাকেশ শাহ বলেন, এটা একটি সুষম ব্যালেন্সড বাজেট।

দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির ডেজিগনেটেড সভাপতি চন্দ্রশেখর ঘোষ বলেন, নোট বাতিলের পর এটি একটি কৌশলপূর্ণ বাজেট।

ক্ষুদ্র মাঝারি শিল্পের কারিগরদের জন্য ৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

সি আই আই এর ভাইস চেয়ারপার্সন রূপালী বসু বলেন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, অতএব সরকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে বিশেষ জোর দিচ্ছেন।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রীর ভ্যাট সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ  নিয়েছেন যা জি এস টি চালু হলে তার অন্তর্ভুক্ত হবে।