Materials & supply chain park coming up in Bangla

Encouraged by the sales in the affordable housing segment in Bangla, the State Government is ready to allocate 100 acres in Panagarh, Paschim Bardhaman for an exclusive industrial park for construction materials and supply chain. The land is owned by West Bengal Industry Development Corporation (WBIDC).

This was announced recently by the Industry, Commerce & Enterprise Minister, Dr Amit Mitra at a conference by the CII in Kolkata. The minister further informed that if the demand is higher, then another 100 acres can be offered.

Interestingly, while the rest of India has undergone a slump in the real estate sector, low-cost housing has picked up in the past few years in Bangla.

However, the minister informed, while 35-odd building materials are manufactured in Bangla, real estate developers still have to import some 25 more from other places. The park will have facilities for manufacturing every single building material.

The minister also stressed upon scaling up the facilities at the existing industrial park in Panagarh to woo investors. It has already seen an investment of Rs 770 crore. Matrix Group has invested 100 million US dollars there and Emami has come up with its cement plant.

Dr Mitra also informed that 2,666 acres have been given for another industrial park in Raghunathpur, beside the Amritsar-Dankuni Freight Corridor, with another 800 acres ready if demand escalates.

Source: Millennium Post, The Statesman

1.5 lakh weavers benefitted from State Govt projects

As many as 1.5 lakh weavers have benefitted through the four integrated ‘Tanter Haat’ projects undertaken by the Bangla Government, said the Commerce and Industries Minister Dr Amit Mitra recently in the Assembly. A total of 5.83 crore person-days have also been created. Mamata Banerjee, right after becoming Chief Minister, has taken a leading role in reviving the fortunes of traditional weavers.

The Minister told the House that sales at Tantuja outlets have increased manifold, transforming it into a profitable organisation. Elaborating, he said that while financial year (FY) 2010-11 saw it incur a loss of Rs 12.6 crore, after eight years under the Trinamool Congress Government, in FY 2018-19, it turned a profit of Rs 14.37.

During his speech in the House, the Minister gave information on several other projects of the Government for weavers and other traditional artisans.

Initiatives for weavers:
5.83 crore person-days created
4 Tant Haats set up to help market products, benefitting 1.5 lakh weavers
6,300 Tant Ghars set up
Project in Bishnupur, Bankura, with 1,800 weavers to revive baluchari sarees
23 common service centres set up
1.02 lakh given skills development training
1.08 lakh weavers given pit looms or frame looms
Baluchari and dhanekhali saree showroom on Park Street

Tantuja becomes profitable:
FY 2018-19: Sales worth Rs 252.58 crore, profit of Rs 14.37 crore
Compared to FY 2010-11: Sales worth Rs 55 crore, loss of Rs 12.6 crore

Handloom clusters:
84,564 weavers integrated into 176 handloom clusters
Number of clusters increased by 6 times in 8 years

GI certification:
Food items: Rosogolla, moa of Joynagar, sitabhog and mihidana of Bardhaman
Fruits: Fazli, himsagar and lyangra mangoes
Foodgrains: Tulaipanji and Gobindobhog rice
Crafts: Dokra, patachitra, wooden mask of Kushmandi, madurkathi
Dance forms: Chhau of Purulia

Source: Millennium Post, Aajkaal

Bengal leading in cooperative movement

Bengal is a leader when it came to cooperative movement in the country, said the State Finance Minister, Dr Amit Mitra at the joint inauguration of the Samabay Mela and the centenary celebrations of the State cooperative banks on November 19.

He said Nadia district has excelled in this field and has won recognition from the Union Government. He also highlighted the stellar growth achieved under the Trinamool Congress Government in terms of disbursals to cooperatives and self-help groups (SHG).

Dr Mitra said the credit deposit ratio of the West Bengal State Cooperative Agriculture & Rural Development Bank was 81.16 per cent, which was extremely good.

Cooperative banks play a crucial role in agriculture and rural development. The banks extended a total crop loan of Rs 3,300 crore, a massive rise from the Rs 1,388 crore extended during financial year 2010-11. In the same period, loans to SHGs have increased from Rs 129 crore to Rs 612 crore and paddy procurement has jumped from 1.97 lakh metric tonnes (MT) to 5.08 lakh MT.

The Cooperation Department Minister said the government has taken initiatives to expand cooperative banks to 710 more gram panchayats. Fifty of these were inaugurated on that day.

Source: Millennium Post

Distribution of forms for Ruposhree scheme begins

The distribution of forms for Bengal Government’s Ruposhree Scheme started on March 28, 2018. Under the scheme, families whose annual income is Rs 1.5 lakh or less would receive financial assistance of Rs 25,000 from the State Government for the wedding of their daughters. Close to six lakh poor families will benefit from the scheme.

This is an idea conceived by Chief Minister Mamata Banerjee and was announced by the Finance Minister, Dr Amit Mitra, during the presentation of the State Budget.

The Trinamool Congress Government had started the Kanyashree Scheme in Bengal, another brainchild of Mamata Banerjee, in 2011 to enable girls to complete their education. This was later extended to the university level. The scheme has been a huge success and has been awarded by as high an international organisation as the United Nations.

Now, the Government has decided to help facilitate the marriage of poor girls too. Rs 1,500 crore has been allocated for the project.

Given below are the important details for availing the scheme:

Eligibility

  • Residents of Bengal
  • Annual income of bride’s family has to be Rs 1.5 lakh or less
  • The minimum age of the bride has to be 18 years, and of the groom, 21 years
  • Beneficiaries of Kanyashree can apply for Rupashree too

 

Availability of form

The form for the Ruposhree Scheme would be available at the offices of block development officers (BDO), sub-divisional magistrates (SDM) and commissioners of municipal corporations.According to government sources, later on, forms would be available online too.

  • Documents to be submitted along with the form
  • Photocopy of birth certificate
  • Details of the groom
  • Wedding card or any other proof of the wedding to be held
  • A signed undertaking saying that the bride is marrying of her own will
  • Electoral Photo Identity Card (EPIC), that is, Voter’s Card
  • Details of the bride’s bank account

 

How to obtain the grant

After all the documents along with the form are submitted, State Government officials will scrutinise them. If everything is found in order, Rs 25,000 would be deposited in the account of the bride.

 

 

রুপশ্রী প্রকল্পের জন্য এবার আবেদন করা যাবে

শুরু হল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিতরণ। যে সব পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা তার কম, এমন পরিবারের প্রাপ্তবয়স্ক তরুণীরা বিয়ে করলে এই প্রকল্পের অধীনে এককালীন ২৫ হাজার টাকা করে পাবেন। আর পাত্রের ন্যুনতম বয়স হতে হবে ২১ বছর।

২০১৮-১৯ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যে নারীকল্যানের জন্য তৎপর হয় রাজ্য সরকার। ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাল্যবিবাহ রুখতে ও কন্যা সন্তানদের স্কুলে পাঠাতে বিশেষ সহায়ক হয়েছে এই প্রকল্প। সাফল্যের নিরিখে বিশ্বের দরবারে স্বীকৃতিও পেয়েছে কন্যাশ্রী। এবার দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে প্রত্যক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে। সেই ফর্ম যাচাই করে বিয়ের ৫ দিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে প্রাপ্য টাকা।এই প্রকল্পের জন্য আবেদনের ফর্ম মিলবে বিভিন্ন সরকারি দপ্তরে। যেমন,

১. বিডিও অফিস
২. মহকুমা শাসকের দফতর
৩. পুর নিগমের কমিশনারের দফতর রূপশ্রী প্রকল্পের ফর্মের সঙ্গে জমা দিতে হবে বেশ কিছু নথি।
১. জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত প্রতিলিপি।
২. জমা দিতে হবে পাত্রের বিস্তারিত তথ্য
৩. বিয়ের কার্ড বা অন্য কোনও প্রমাণ
৪. আবেদনকারী স্বেচ্ছায় বিয়ে করছেন বলে স্বীকারোক্তি দিতে হবে
৫. ভোটার আইডি কার্ড ও আধার কার্ড
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত

আবেদনপত্র ভর্তি করে ও সঙ্গে সমস্ত নথিসহ আবেদনপত্র জমা দিলে তা খতিয়ে দেখবেন সরকারি আধিকারিক। সব তথ্য নির্ভুল হলে বিয়ের ঠিক ৫ দিন আগে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা।আপাতত শুধুমাত্র সরকারি অফিসে ফর্ম মিললেও কিছুদিনের মধ্যে অনলাইনেও মিলবে রূপশ্রী প্রকল্পের ফর্ম।

Source: Zee News

‘Synergy’ meet organised to boost MSMEs in Hills

On the heels of the two-day long Hill Business Summit, a “Synergy” meet was organised in Darjeeling by the Micro Small and Medium Enterprises (MSME) department in collaboration with the Confederation of Indian Industries (CII).

Proposals amounting to a sum of around Rs 9 crore have been submitted by different enterprisers in the micro and small sector.

“Synergy”, a one stop destination provides logistical support to MSMEs by providing single point contact; scheme procedures; schemes for startups; upgradation of existing old industries; know how on formation of industrial cooperatives and market access.

Stalls were put up by different departments under the State Government and the Gorkhaland Territorial Administration including MSME, Land, Labour, Power, Fire and Emergency Services, Finance, Tourism, Horticulture. Around 200 entrepreneurs visited.

 

পাহাড়ে অনুষ্ঠিত হল ‘সিনার্জি’ বৈঠক

দার্জিলিং পাহাড়ে উত্পাদিত চকোলেট, নুডলস, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী বিশ্ব বাংলা স্টলের পাশাপাশি বিভিন্ন শপিংমলের বিপণনকেন্দ্রে রেখে বিক্রিতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পেতে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেগুলিরও দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটিরশিল্প বিভাগের ডিরেক্টর।

দার্জিলিঙে স্থানীয় উদ্যোগপতিদের নিয়ে ‘সিনার্জি’ নামে আলোচনা সভায় তিনি জানান, পাহাড়ের ছোটো উদ্যোগপতিদের তৈরি জিনিসপত্র বিক্রিতে ‘এক জানালা’ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এই বৈঠকে ৯ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সব পরিষেবা প্রদানই হল সিনার্জি বৈঠকের লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য থেকে শুরু করে, স্টার্টআপগুলির জন্য কি কি প্রকল্প আছে সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয় সিনার্জিতে। তাছাড়া, পুরোনো শিল্পের আপগ্রেড, শিল্প সমবায় তথা মার্কেট এক্সেস সম্বন্ধেও জানা যায় এখানে।

পাহাড়ের ‘সিনার্জি’’ বৈঠকে রাজ্য সরকার ও জিটিয়ের বিভিন্ন দপ্তর স্টল দিয়েছিল। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন উদ্যোগপতি।

You give us peace, we will give you prosperity: Mamata Banerjee at Hill Business Summit

Chief Minister Mamata Banerjee today inaugurated a two-day industrial meet in Darjeeling. In her speech, she highlighted the potential of the region in the eco-friendly sectors of IT, tourism, horticulture, agro industries, medicinal plants, food processing and education.

There will be sessions from 11 AM to 3 PM tomorrow. The Chief Minister will be present during the sessions on the second day also. Finance Minister Dr Amit Mitra is also present at the meet.

This is for the first time that such a meeting is taking place in the Hills.

Highlights of the Chief Minister’s speech:

It is our proud privilege that we are organising this kind of summit in the Hills for the first time

Darjeeling Hills have a huge potential. Tea, trade, tourism, transport are its mainstay. Horticulture, food processing, skill development and software industry sectors can also be explored.

This kind of initiative (business summit) will go a long way in job creation.

Arrangements were made for this summit within a month. We thank GTA for all the cooperation.

Bengal is going ahead. Bengal means business.

We are No. 1 in India in ease of doing business, e-reforms, e-governance, skill development, agriculture and other sectors.

You give us peace, we will give you prosperity.

Darjeeling lost more than Rs 1000 crore in the strike last year. People of Darjeeling were the biggest sufferers.

Let us make a new beginning. Let us prepare a plan of action. Government will provide all support and cooperation.

The young generation has immense potential. The youth of Darjeeling are very skilled, and can be used in any industry.

Two IT Parks are coming up in Kalimpong and Darjeeling.

We are coming up with proper plan regarding harnessing the horticulture sector – orchids, herbs, even cinchona medicine plant.

An education hub is coming at Kurseong. A new medical college will be set up.

A lot can be done for the development of Darjeeling. We are developing some cottages at Tiger Hill. There are plans for the development of Sandakphu, Kurseong, Mirik and Kalimpong also.

We want to set up industry and folk centre at Mirik. Steel hub, horticulture hub, health hub – a lot can be done in the Hills.

We must ensure Darjeeling is green and clean.

We must shun violence. Political leaders might gain from violence, not the common people.

There is enough scope in tourism sector. In Bengal, we have hill, forest and even sea.

Earlier, Darjeeling was neglected and not taken care of. Now, I come to the Hills every two or three months.

Our government will give you Rs 100 crore for promotional development and job-oriented industries.

Let us compete on the agenda of development.

We want the people of Darjeeling to prosper. I would request the Centre not to play divisive politics in the Hills for the sake of one Lok Sabha seat.

I thank my industry friends for taking interest and coming to the Hills. After the rains yesterday, Kanchenjunga is smiling today.

 

শান্তি থাকলেই সমৃদ্ধি, পাহাড়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

আজ দার্জিলিঙে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল এই সম্মেলন চলবে সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম পাহাড়ে এরকম একটি সম্মেলন হচ্ছে।

তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে – তথ্যপ্রযুক্তি, পর্যটন, উদ্যানপালন, কৃষি শিল্প, ঔষধি গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ও শিক্ষা – পাহাড়ের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

এই প্রথমবার পাহাড়ে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দার্জিলিংবাসীকে অভিনন্দন জানাই।

দার্জিলিংএ বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। চা, বাণিজ্য, পর্যটন, পরিবহণ এগুলোতে তো সুযোগ আছেই। এছাড়া, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, দক্ষতা উন্নয়ন, সফটওয়্যার এগুলোতেও সম্ভাবনা আছে।

এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এরকম উদ্যোগ খুব প্রয়োজন।

জিটিএ এই সম্মেলন করার আবেদন করেছিল, আমরা তার এক মাসের মধ্যে এই সম্মেলন করেছি। জিটিএ কে ধন্যবাদ সবরকম সহযোগিতা করার জন্য।

বাংলা নিজেকে প্রমাণ করেছে, বাংলা এগিয়ে চলেছে। বাংলা মানেই বাণিজ্য।

শিল্প করার সুবিধা, দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কৃষিতে, ই-টেন্ডার, ই-রিফর্ম, ই-গভর্নেন্স – সবেতেই আমরা দেশে শীর্ষে।

পাহাড়ে শান্তি থাকলেই সমৃদ্ধি আসবে।

গত বছর ৬ মাসের বন্ধে দার্জিলিঙের ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। জনগণের সব থেকে বেশী ভোগান্তি হয়।

আসুন নতুন করে শুরু করি, শান্তিতে শুরু করি। আমাদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে।

দার্জিলিঙের যুব সম্প্রদায়ের দক্ষতা আছে। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। বিভিন্ন শিল্পে তাদের কাজে লাগানো যেতে পারে।

আমরা দার্জিলিং ও কালিম্পঙে দুটি আইটিপার্ক তৈরী করছি।

আমরা কৃষি ও উদ্যানপালনের জন্য পরিকল্পনা করছি। অর্কিড, ফুল, সিঙ্কোনা মেডিসিন প্ল্যান্ট কীভাবে কাজে লাগানো যায়, দেখা হচ্ছে।

কার্শিয়ঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। নতুন মেডিক্যাল কলেজও তৈরী হচ্ছে।

দার্জিলিঙের অনেক জায়গার আরও উন্নয়ন করা যায়, টাইগার হিলেও কয়েকটা কটেজ তৈরীর পরিকল্পনা আছে। সান্দাকফু, কার্শিয়ং, মিরিক, কালিম্পঙের উন্নয়ন করা যায়।

আমরা মিরিকে শিল্প ও লোককেন্দ্র গড়তে চাইছি। স্টীল হাব, উদ্যানপালন হাব, হেলথ হাব, এখনও অনেক কিছু করা বাকি আছে।

দার্জিলিঙকে স্বচ্ছ এবং সবুজ রাখতে হবে।

এখানে যেন আর কোনও অশান্তি না হয়। এই অশান্তিতে কিছু রাজনৈতিক নেতার ফায়দা হয়, সাধারন মানুষের না।

পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে।

আগে দার্জিলিঙকে অনেক উপেক্ষা ও অবহেলা করা হত। এখন তো আমি দু-তিন মাসে একবার পাহাড়ে আসি।

দার্জিলিঙে কর্মসংস্থান-মুখী শিল্প গড়ে তোলার জন্য আমাদের সরকার ১০০ কোটি টাকা দেবে।

উন্নয়নের কাজে প্রতিযোগিতা করুন।

দিল্লীর কাছে একটাই অনুরোধ, দার্জিলিংকে সুস্থ থাকতে দিন, দার্জিলিংকে টুকরো করতে কাউকে সাহায্য করবেন না। রাজনীতির জন্য দার্জিলিংকে ভাগ হতে দেব না।

সকল শিল্পপতিকে ধন্যবাদ এখানে আসার জন্য, গতকাল শিলাবৃষ্টির পরও আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।

 

 

Tea industry: Bengal gives with open hands, Centre denies

The Bengal Government is trying its best to make life easier for everyone linked to the tea industry. Chief Minister Mamata Banerjee takes a special interest in ensuring that this agricultural heritage of the state gets all the help possible, despite all the troubles, some linked to miscreant elements, in recent years.

This was once again proved when Dr Amit Mitra, the State Finance Minister, announced fresh incentives for the tea industry. This is in contrast with the Central Budget presented a day later, which had nothing for it.

Dr Mitra, during the course of his Budget speech, proposed to fully exempt tea gardens from agricultural income tax for the financial years 2018-19 and 2019-20.

Apart from this, he also announced the exemption of education cess and rural employment cess on green tea leaves for 2018-19.

As it is, the government gives a special package of foodgrains under the Khadya Sathi Scheme for tea garden workers and their families in the sick and closed gardens, among other affected groups. For the workers and non-workers and their families in the other tea gardens, which includes the three Hill subdivisions of Darjeeling district, there is the normal subsidy through the Khadya Sathi Scheme.

চা শিল্পঃ উদার হস্ত রাজ্যের

চা শিল্পের সঙ্গে জড়িত সকলের জীবনের মান উন্নত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আগ্রহ নিয়েছেন এই হেরিটেজ কৃষিকাজকে সবরকমের সাহায্য করতে।

অর্থ মন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেটে নতুন ইনসেন্টিভ ঘোষণা করেন চা শিল্পের জন্য। ঠিক তার পরের দিন কেন্দ্রীয় বাজেট পেশ হয়, যেখানে চা শিল্পের জন্য কিছুই ছিল না।

অর্থ মন্ত্রী ২০১৮-১৯ ও ২০১৯-২০ সালের জন্য চা বাগানের সমস্ত কর মুকুব করে দেন। এর পাশাপাশি শিক্ষা সেস ও গ্রামীণ কর্মসংস্থান সেস প্রত্যাহার করেন চা পাতার ওপর।

দুস্থ ও বন্ধ চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের জন্য খাদ্য সাথী প্রকল্পে স্পেশ্যাল খাদ্য শস্য প্যাকেজ দিচ্ছে। দার্জিলিং জেলার ৩ মহকুমার চা বাগান গুলোর কর্মী ও অকর্মীদের ও পরিবারের লোককে খাদ্য সাথী প্রকল্পের আওতায় ভর্তুকি দিয়ে খাদ্য শস্য বিতরণ করা হয়।

Source: Millennium Post

Gems & jewellery sector to get State Govt support, assures Dr Mitra

The Bengal Government will help make the gems and jewellery industry the best in India as well as the world. This was stated by the Bengal Finance Minister, Dr Amit Mitra during a discussion with a delegation of the All India Gems and Jewellery Trade Federation (GJF) on the sidelines of the 2018 Bengal Global Business Summit (BGBS).

During the round table conference, Dr Mitra assured a space of 20,000 square feet (sq ft) to the gems and jewellery industry to start a common facility centre (CFC). This space is in addition to the 25,000 sq ft space already allotted to GJF by the State Government for skilling and training artisans.

He also discussed leading a delegation of jewellers to Italy, a top fashion hub, to enable tie-ups between Italian jewellery clusters and Indian jewellers.

Later, during a press conference at the end of BGBS, he said one lakh jobs will be created in the sector.

The GJF expects that, with support of the Bengal Government, the industry would be able to produce products of a quality at par with international standards.

 

গয়না শিল্পকে সবরকম সাহায্যের আশ্বাস অর্থমন্ত্রীর

শুধু দেশেই না বিদেশেও এরাজ্যের গয়না শিল্পকে প্রসারিত করতে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার। চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের’ এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর একথা বলেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র।

গয়না শিল্পের জন্য কমন ফেসিলিটি সেন্টার গড়ে তুলতে ২০০০০ বঃফুঃ জমি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এর আগে এই ফেডারেশনকে ২৫০০০ বঃফুঃ জমি দেওয়া হয়েছে শিল্পীদের প্রশিক্ষন দেওয়ার জন্য।

জেমস ও জুয়েলারি হাবের এক প্রতিনিধি দলকে ইতালি নিয়ে যেতে আগ্রহী মন্ত্রী। এর ফলে ইতালীয় ও ভারতীয় গয়না শিল্পের এক মেলবন্ধন ঘটবে।
বাণিজ্য সম্মেলনের শেষে এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, গয়না শিল্পে এক লক্ষ কর্মসংস্থান হবে।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন আশাবাদী রাজ্য সরকারের এহেন সহযোগিতার ফলে তাদের উৎপাদনের মান আন্তর্জাতিক স্তরের হয়ে উঠবে।

Source: Millennium Post

GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

Dr Amit Mitra to inaugurate 5th North Bengal Conclave

The fifth edition of North Bengal Conclave is taking place today in Siliguri. The State Finance and Industry & Commerce Minister, Dr Amit Mitra will inaugurate it.

The conclave will host a series of business-to-business (B2B) meetings between industry representatives from Bangladesh, Nepal, Bhutan and those from the districts of Darjeeling, Alipurduar, Cooch Behar, Jalpaiguri, Kalimpong, Malda, Dakshin Dinajpur and Uttar Dinajpur. These districts comprise north Bengal.

Through the bringing of all stakeholders under one roof, the conclave aims to turn the huge investment opportunities that North Bengal holds into a reality.

Every since the Trinamool Congress Government came to power six year ago, the region of north Bengal as a business destination has been promoted widely through various forums. The North Bengal Conclave is a result of that effort.

The north Bengal division of the premier business federation, Confederation of Indian Industry (CII) is organising it, in close cooperation with the Bengal Government.

The North Bengal Conclave is a focussed attempt to highlight the potential of the region and convince prospective investors of the long-term reward they can reap by investing their money in a range of sectors.

 

Source: Millennium Post

 

 

‘নর্থ বেঙ্গল কনক্লেভের’ উদ্বোধনে অমিত মিত্র

আজ পঞ্চম ‘নর্থ বেঙ্গল কনক্লেভের’ উদ্বোধন করবেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। সিআইআইয়ের উত্তরবঙ্গ ডিভিশন ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কনক্লেভটি অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে।

বাংলাদেশ, ভুটান, নেপাল থেকে প্রতিনিধিরা আসবেন এই কনক্লেভে। থাকবেন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পঙ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শিল্পপতিরা। কনক্লেভে হবে নানা বিটুবি বৈঠক। আশা করা যায় এই কনক্লেভের ফলে উত্তরবঙ্গে বিনিয়োগের নতুন দিগন্ত খুলে যাবে।

ছ’বছর আগে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বিনিয়োগ টানার সচেষ্ট প্রয়াস করেছেন।

 

Source: Millennium Post