Bengal Tourism launches new tour packages

West Bengal Tourism Development Corporation has come up with two new tour packages. One is for Kolkata, called ‘New City Tour’ and the other is for the Dooars region.

The ‘New City Tour’ is exactly that – a day trip through some of the newer places of interest. The spots include Nicco Park, Arts Acre, Mother’s Wax Museum and Eco Park (Prakriti Tirtha). It would start from and end at the Tourism Centre in BBD Bag. The tour is priced at Rs 1050 per head (including vegetarian lunch and tax).

The Dooars tour – named ‘Dooars Package Tour’ – is a two nights-three days package for Rs 9200 per heard (including tax). It would start and end in Siliguri, covering the wildlife havens of Jaldapara, Gorumara and Buxa, and Cooch Behar.

 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম ২ টি নতুন ভ্রমণ ব্যবস্থা চালু করতে চলেছে। একটি কলকাতার জন্য যার নাম ‘নিউ সিটি ট্যুর’ এবং দ্বিতীয়টি ডুয়ার্স এর জন্য।

‘নিউ সিটি ট্যুর’ হল একদিনের একটি প্যাকেজ যেখানে নতুন কিছু জায়গা দেখানো হবে। এখানে নিকো পার্ক,আর্টস একর, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক ঘোরানো হবে। এই ভ্রমণ যাত্রা শুরু এবং শেষ হবে বিবাদী বাগে। মাথাপিছু ১০৫০ টাকা ধার্য (কর এবং নিরামিষ মধ্যাহ্নভোজ সমেত)।

‘ডুয়ার্স ভ্রমণ ব্যবস্থা’ এটি ২ রাত ৩ দিনের একটি প্যাকেজ, মাথাপিছু ৯২০০ টাকা (কর সমেত)। এই ভ্রমণ যাত্রার  শুরু এবং শেষ হবে শিলিগুড়িতেই। জলদাপারা, গরুমারা, বক্সা ও কুচবিহার ভ্রমণও রয়েছে এই প্যাকেজের মধ্যেই।

 

WB Govt allocates Rs 100 Cr for the welfare of tea garden workers

A group of ministers (GoM) formed by chief minister Mamata Banerjee has decided to extend a series of benefits in the areas of food, health, power and education for the employees of not only closed or abandoned tea gardens but also of the stressed ones.

The GoM has decided to allocate a Rs 100 crore Tea Garden Employees’ Welfare Fund (formed in early 2015) as corpus for the benefit of the ailing tea garden workers.

The GoM headed by finance and industries minister Dr Amit Mitra had an hourlong meeting with the officials of education, food, health, PHE and power departments on Friday to discuss the strategy and modalities.

The other members of GoM also include power minister Manish Gupta, rural development minister Subrata Mukherjee, education minister Partha Chatterjee, north Bengal development minister Gautam Deb, labour minister Moloy Ghatak and agriculture minister Purnendu Bose.

It was decided that a task force will be formed under the district magistrates of Jalpaiguri and Alipurduar to oversee the implementation of the relief measures on a day-to-day basis. The state government has set a deadline of seven days to supply power directly to the workers houses in all the 234 Dooars gardens.

Besides free power, the state is organising a free kitchen in over 30 stressed gardens in Dooars.

WB CM Mamata Banerjee on 4-day visit to north Bengal

West Bengal Chief Minister Ms Mamata Banerjee’s visit to North Bengal is scheduled with a slew of programmes in the next three days. The West Bengal Chief Minister, who is stationed at Jayanti will be visiting different locations from the place.

The Chief Minister is scheduled to would be attending a meeting at Jaigaon, on Indo-Bhutan border on November 3. The West Bengal Chief Minister said it will be attended by a big delegation from Bhutan including their ministers. Besides there will be a slew of meetings at Coochbehar, Dooars, Terai, Alipurduar, Jalpaiguri, Mal where public projects will be discussed, she said.

Stressing that she believed in regularly monitoring projects in north Bengal, the Chief Minister said, “I do hold meetings in every three-four months in different places of North Bengal. My programmes will start from today itself after we reach Bagdogra airport near Siliguri.”

WB CM launches new forest cottages at Jayanti

The call of the mountains. Lush green forest. The glittering waters of Jayanti river at sunrise. An encounter with bisons and deer (may be elephants and tiger too, if you are lucky). And butterflies – the main attraction of Jayanti forests. The butterflies are the reason why Buxa-Jayanti forests are called Queen of Dooars.

If you want to escape into the lap of nature, you must visit Jayanti. The newly renovated forest bunglow at Jayanti was inaugurated by West Bengal Chief Minister Ms Mamata Banerjee on Wednesday. She also launched seven newly-built cottages at the Jayanti forest. Online booking of these cottages will be made available by the Forest Department soon.

In a fire accident in 2011, the forest bungalow at Jayanti was destroyed. WB CM Mamata Banerjee, during her visit to Dooars had instructed that the bungalow be renovated. Clearly, the newly opened cottages and bungalow will boost tourism in Dooars ahead of the festive season.

WB Govt woos investors for tourism in north Bengal

To rope in solvent investors, north Bengal development minister Gautam Deb has asked the tourism department to start campaigning by showcasing the Eco Tourism Project at Gazoldoba in the Dooars.

Addressing the investors the minister said, “This is a unique project been developed by the Tourism Department”. It may be noted that the Tourism Department has changed the land policy for investors and decided to lease out land for 30 years.

“I will talk to the chief minister for massive campaigning of the project”, Mr. Deb said, “We hope that the investors will come here and set up tourism projects. The state has already allotted Rs 100 crore to develop the infrastructure and 200 acres of land. The infrastructure is almost ready to be showcased globally.”

The investors will be able to access the basic needs through a single window system.

100 new motels to give tourism in Bengal a boost

The West Bengal Tourism Department has decided to associate with the Public Works and Forest departments in order to modernize and expand infrastructural facilities and give a boost to tourism in the State.

While the PWD will construct more than 100 ‘Pather Sathis’ (attractive motels) alongside almost all the national and state highways across the state at a cost of more than Rs 20 crore, all forest ‘rest houses’ will be upgraded with essential gadgets like air-conditioners, LED television sets, geysers and refrigerators.

Motels facilitating pleasant connectivity to tourist spots would be handed over to the Tourism department by the PWD on completion for maintenance and formation of joint ventures wherever possible for quick recovery of costs.

Revenues earned by the Forest department would be shared by all stakeholders, including private partners, who would promote sales and guarantee upkeep of the facilities for weekend travelers.

Yet another novel method of attracting travelers– both domestic and foreign, would be the arrangement of short ‘home-stays’ deep inside forests with picturesque surroundings.

Promoted through enterprising ‘Forest Protection Committee’ members, these cosy nooks mostly in North Bengal, Dooars and Darjeeling (in places like Tagda, Chimney and Pokriata) would give private entrepreneurs, especially tea garden owners, a run for their money.

However, the most frequented facilities like Mirik, Jaldapara, Gorumara, Holong, Digha and Gangasagar will not be given lesser importance.

WB CM takes stock of tourism facilities around Suntalekhola in Dooars

On her three-day visit to North Bengal, West Bengal Chief Minister Ms Mamata Banerjee took a walk around Suntalekhola in Dooars.

The West Bengal Chief Minister trekked around six km up to Mouchuki in the Neoravalley Reserve Forest. She expressed her desire to plan to develop a large scale tourism circuit comprising the entire area consisting Mouchuki, Suntalekhola, Samsing and Rocky Island. She met the local people and spent time with the children. She also had interactions with the local MLA.

The West Bengal Chief Minister took stock of the roads and the facilities in the area and pointed out to the officials present the measures to be taken. She also expressed the need of setting up a youth hostel in the area.

Later she expressed her desire to visit Lava and Lolegaon during her next trip to North Bengal.

Incidentally, Ms Mamata Banerjee is probably the first Chief Minister to visit these interior areas of Dooars and take stock of the facilities.

মঙ্গলবার সুনতালেখোলায় প্রায় ১৪ কিলোমিটার হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারই ফাঁকে সেরে ফেললেন এলাকার পর্যটন শিল্পকে ঢেলে সাজার পরিকল্পনাও।

দু’দফায় প্রায় গোটা এলাকা পায়ে হেঁটে ঘুরে ফেলেন তিনি। একটানা দীর্ঘ পথ হাঁটতে পারেন। তা সে সমতলেই হোক বা পাহাড়ে। প্রথম দফায় সাত কিলোমিটার। তার পর আধ ঘণ্টার বিরতি নিয়ে ফের সাত কিলোমিটার।

পর্যটন এবং বন দফতরের আধিকারিকদের নিয়ে প্রথমে ওই এলাকায় প্রায় সাত কিলোমিটার ঘোরেন। এর পর আধ ঘণ্টা বিরতি নিয়ে ফের বেরিয়ে পড়েন। এ বার লক্ষ্য, নেওড়া ভ্যালি প্রকল্পের আওতায় থাকা প্রায় আড়াই হাজার মিটার উঁচু মৌচুকি। খাড়াই এবং রুক্ষ পাথুরে ঠেঙিয়ে এক সময় সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী।

এই গোটা পথ-পরিক্রমার পরে বোঝা গেল, পর্যটন শিল্পকে ঢেলে সাজতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লামাহাটা, তাগদার পর এ বার দার্জিলিং জেলার সুনতালেখোলাকে ঘিরে একটি বড় পর্যটন প্রকল্প হাতে নিচ্ছে তাঁর সরকার। পর্যটন, বন এবং যুবকল্যাণ দফতরের সঙ্গে স্থানীয় প্রশাসনকে সঙ্গে রেখে ওই প্রকল্প গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

সুনতালেখোলায় ঘোরার সময় ওই জায়গাকে ঘিরে ছয়-সাত কিলোমিটার এলাকা জুড়ে একটি বড় পর্যটন প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। পর্যটন ও বন দফতরের আধিকারিকদের এ বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মোবাইলে কথা বলেন যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও।

এলাকায় অনেক নতুন নতুন ভিউ পয়েন্ট তৈরি করতে হবে। কটেজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গড়ে তুলতে হবে সুইস কটেজও। ঠিক করতে হবে এলাকার রাস্তাঘাট। তবে, পরিকাঠামো ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চেয়েছেন তিনি। অরূপবাবুকে ওই এলাকায় একটি যুব আবাস গড়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যেখানে ডর্মেটরিতে কম খরচে পর্যটকেরা থাকতে পারবেন। এর আগে লামাহাটা ও তাগদায় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই ধরনের পর্যটন প্রকল্প গড়ে তোলা হয়। কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে বছরখানেকের মধ্যেই পুড়ে যায় তাগদা ক্যান্টনমেন্ট ক্লাবের বাংলো।

এমনিতে কালিম্পং মহকুমার মধ্যে পড়ে সুনতালেখোলা। কিন্তু, আলিপুরদুয়ার থেকেও খুব বেশি দূরে নয় এই পর্যটনকেন্দ্রটি। এই মুহূর্তে বন উন্নয়ন নিগমের আটটি কটেজ আছে এখানে। আছে দু’টি হনিমুন কটেজ এবং ২৮টি তাঁবু। চালসা পেরিয়ে সামসিং হয়ে সুনতালেখোলা পৌঁছতে হয়। এখানে যেমন চা-বাগান, পাহাড় রয়েছে, তেমনই মূর্তি নদী বা জঙ্গল এলাকাও খুব একটা দূরে নয়। কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্য। সুনতালে মানে কমলালেবু এবং খোলার অর্থ নদী। সেই সুনতালে নদীর উপরের ঝুলন্ত ব্রিজ পেরিয়ে যেতে হয় বন উন্নয়ন নিগমের কটেজগুলিতে। ভুটান সীমান্তও এখান থেকে বেশ কাছে।

আন্তর্জাতিক পর্যটকদের কাছে এই প্রকল্পকে তুলে ধরতে চেয়ে মুখ্যমন্ত্রী আঞ্চলিক পর্যটকদেরকেই বেশি গুরুত্ব দিতে চেয়েছেন। বছরের বিভিন্ন সময়ে কলকাতা-সহ এ রাজ্যের নানা জায়গা থেকে পর্যটকরা ভিড় জমান পাহাড় ও ডুয়ার্সে। বাদ যান না অন্য রাজ্যের পর্যটকরাও। পর্যটন মরসুমে দেশি-বিদেশিদের চাপে এই এলাকার সব ক’টি থাকার জায়গাই প্রায় ভর্তি থাকে। অনেকে জায়গা না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। মরসুম বাদে অন্য সময়েও প্রায় ৫০ শতাংশ জায়গা ভর্তি থাকে। মুখ্যমন্ত্রী সে জায়গা থেকেই এই প্রকল্প গড়ে তোলার বিষয়ে জোর দিয়েছেন। যাতে বাণিজ্যিক ভাবে প্রকল্পটি সফল হয়। শুধু সরকারি উদ্যোগ নয়, মুখ্যমন্ত্রী ‘হোম স্টে’র সংখ্যাও বাড়াতে বলেছেন। যার ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বলে তাঁর আশা।