Homestay tourism boom in Dooars during festive season

The homestay facilities in Dooars region are all booked to full for the festive season. This is a huge shot in the arm for the Bangla Government, led by Mamata Banerjee, who has been working tirelessly for the last seven years to project the state as an ideal tourist destination.

All the homestay cottages in Lataguri and Dhupjhora region in Jalpaiguri district, and the hamlets in Kalimpong district, have full booking for the festive period. The homestay owners and tour operators have expressed their happiness over this development.

Lataguri and Dhupjhora are extremely popular tourist destinations. Every year during Durga Puja, tourists throng these places. Additionally, several new homestay facilities have opened near Jaldhaka and Gorubathan. The natural beauty of these places is too alluring for tourists to ignore.

In the last two-three years, there has been a considerable rise in the number of homestay facilities in the State. The government has also come up with a new homestay tourism policy. This has led to a tourism boom for north Bengal.

Parts of forests in Dooars to remain open for tourists during monsoon

Much to the delight of forest lovers, the State Forest Department, for the first time, has decided to keep selective portions of various forests in northern Bengal open for tourists during the monsoon season, that is, from mid-June to mid-September.

Usually, the entire forest areas remain closed for tourists from June 16 to September 15. On demand from many tour operators, resort owners and transport operators, who have in turn listened to requests by tourists, the department has decided to keep certain areas open.

There is something special about the natural beauty of forests during the rainy season and many tourists are keen to witness this. The green of the forests acquires a special glow during this time of the year.

Kalipur Jungle Camp, Dhupjhora Eco Tourism Camp under Gorumara National Park, Panjora Jungle Camp, Murti Jungle Camp, Hornbill Jungle Camp and Chukchuki Watchtower, which are also located in close proximity of Gorumara, will be kept open, including the route in Chapramari forest from the entrance gate to the watchtower.

The Dakshin Khayerbari Tiger Rescue Centre and Mendabari Jungle Camp under Jaldapara National Park and areas like Sikiajhora Eco Tourism Centre, Poro Eco Park, Buxa Fort, Jayanti, etc. under Buxa forest will also remain open for tourists.

It may be mentioned that the season from June to September is also the mating season for many animals. Hence, the department would ensure that no disturbance is created for the animals. Therefore, no jeep safari or elephant safari will be allowed inside the forests.

A number of species of animals like tigers, rhinoceros and elephants make their habitat in the forests of the Dooars. Other animals include various types of deer, bison, birds and reptiles.

Source: Millennium Post

Bengal Tourism’s big social media push

To increase its reach, especially among the younger generation, the State Tourism Department has decided to go all out to promote itself on social media. It has a fairly good presence on Facebook, Twitter and Instagram, and now it is aiming to strengthen its position with regard to content.

For this, it has divided the state into six regions, and has appointed professional photographers, videographers and agencies to visit each of these and create a database of images and videos for putting up on the social media vehicles.

The six regions are Hills, Dooars, Central Bengal, Rarh Bengal, Gangetic Bengal and Western Bengal. Five to ten-second video clips are also being planned for showing on television.

 

Source: Bartaman

Thanks to 7 years of Trinamool rule, the Hills are smiling again

Ever since assuming office, the development of the Hills has been a top priority for Mamata Banerjee. Unlike her predecessors, she visits the Darjeeling Hills very often, and has taken several initiatives for the welfare of the people of the region.

The Gorkha Territorial Administration (GTA) Act was notified in 2012. Thirty-five departments of the State Government have notified the setting up of their offices under GTA. More than Rs 3,925 crore has been allocated from the Hill Affairs Department for the Hills since then.

The situation in the region has remained peaceful due to the sustained efforts on the part of this government. Developmental measures aimed at benefiting the people in the Hill areas and Dooars have culminated in significant socio-economic improvement of the people residing in these areas.

 

Here are some of the development initiatives:

A. New District

  • Notable among the steps taken is creation of a separate district of Kalimpong and a separate sub-division of Mirik.

 

B. Development Boards

  • Sixteen development boards have been formed for the indigenous communities of the Hills and nearly Rs 320 crore has been disbursed to them for various developmental activities including the preservation and promotion of their ancient culture and traditions.

 

C. Infrastructure:

  • Renovation of NH-55 between Tindharia and Paglajhora and NH-10 between Sevoke and the Sikkim border, which were badly damaged due to landslides. has been taken up.
  • The construction of AH-2 and AH-48 is underway, which will improve the connectivity of Bengal with Sikkim, Nepal, Bangladesh and Bhutan.
  • Construction of Bailey bridge at Bijanbari, Darjeeling has been completed.
  • Construction of two-storey building of Garidhura Police Outpost in Kurseong completed.
  • Special repair and renovation of Richmond Hill ( official residence of Chief Minister) in Darjeeling has been completed.

 

D.Tourism

  • In Kalimpong, eight cottages have been constructed within the premises of Morgan House Tourist Lodge.
  • NBDD, in collaboration with the Tourism and Forest Departments has established a tourism hub at Lamahata, Darjeeling district.
  • Two Cultural Tourism Centres are being developed in Kalimpong-I and Sukhiapokhri blocks for focusing of Lepcha culture and heritage.
  • One hundred-bedded youth hostel is under construction in Kalimpong.
  • Four executive class buses for foreign tourists as well as four small vehicles for local sightseeing have been introduced at a cost of Rs 2 crore.
  • In Darjeeling, an eco-friendly tourist lodge is being developed at Tiger Hill. The Siliguri Royal Tiger Safari has been introduced, which will be the first tiger safari in Bengal.

 

E. Education

  • Model schools in Sukna, Mongarjung and RKSP in Darjeeling district have been established. The model Schools have been commissioned.
  • Two degree colleges have been established in Pedong and Gorubathan.
  • An ITI and a polytechnic college are being built up in Kalimpong. Another ITI is being set up at Gorubathan.
  • In Kurseong, Dow Hill is being developed as an education hub. The Himalayan Centre of Presidency University is also being established at the same place.

 

F. Health

  • In Kalimpong, one high-dependency unit (HDU) has been set up. Eight SNSUs have been set up in the district of Darjeeling. Two CCUs have been established in Siliguri and Darjeeling.
  • Four fair price medicine shops have been set up in Darjeeling, Siliguri, Kurseong and Naxalbari.
  • In Kurseong, a medical college is being set up. Moreover, four sub-centres are ready to be commissioned.

 

G. Other initiatives

  • The government has decided to lay emphasis on eco and village tourism, setting up of new health centres, agriculture and horticulture as well as skill development schemes in the areas of hospitality, security services (unarmed), handloom, handicrafts etc.
  • The Himal-Terai-Dooars sports festivals are being held to encourage the youth of the region to participate in sports and games.
  • Rs 182.06 lakh allotted to Ram Krishna Sewa Ashram for the renovation of Roy Villa in Darjeeling. Memoirs of Sister Nivedita, during her stay at Darjeeling, and other valuable records have been kept there.
  • Residents of the Hills, including both workers and non-workers and their families of the tea gardens, have been included in the Khadya Sathi Scheme through which they get foodgrains at highly subsidised rates.

 

সাত বছরে পাহাড়ের সার্বিক উন্নয়নঃ এক নজরে

বিগত ৩৪ বছরের বাম আমলে কার্যত পাহাড় ছিল অবহেলিত। না ছিল কোনও উন্নয়নের প্রকল্প, না ছিল উন্নয়ন করার কোনও সদিচ্ছা বা পরিকল্পনা। ২০১১ সালে ক্ষমতা বদল হয়ে তৃণমূল কংগ্রেস শাসনভার গ্রহণ করার পর থেকে পাহাড় হাসছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাহাড়ের উন্নয়নকে পাখির চোখ করে একের পর এক প্রকল্প নেওয়া হয়েছে, পাহাড়ের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে আসার সুযোগ করে দেওয়া হয়েছে।

২০১২ সালে জিটিএ অ্যাক্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের ৩৫টি দপ্তর জিটিএ অ্যাক্টের অধীনে নিজেদের অফিস তৈরীর কথা ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গ সরকারের পার্বত্য বিষয়ক বিভাগ গত ছয় বছরে পার্বত্য এলাকার উন্নয়নের জন্য ৩৯২৫ কোটি টাকা বরাদ্দ করে।

সরকারের দীর্ঘকালীন প্রচেষ্টার ফলে দার্জিলিং জেলা ও ডুয়ার্স অঞ্চলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। উন্নয়নমুখী নানা প্রকল্পের ফলে পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠেছে। ফলে সমগ্র অঞ্চলে বর্তমানে শান্তির পরিবেশ বজায় রয়েছে।

 

একনজরে দেখে নেওয়া যাক গত ছয় বছরে পাহাড়ের উন্নয়নের জন্য নেওয়া সরকারের কিছু পদক্ষেপঃ-

নতুন জেলা

  • একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কালিম্পং-কে একটি পৃথক জেলা ও মিরিক-কে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

বোর্ড গঠন

  • স্থানীয় জনগোষ্ঠীগুলির উন্নয়নের কথা মাথায় রেখে ১৬টি বোর্ড গঠন করা হয়েছে। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষন-সহ অন্যান্য উন্নয়নমুখী প্রকল্পে ইতিমধ্যেই ৩২০ কোটি টাকা প্রদান করা হয়েছে।

 

পরিকাঠামো উন্নয়ন

  • পার্বত্য এলাকায় সড়ক পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
  • ধসে ক্ষতিগ্রস্ত তিনধরিয়া এবং পাগলাঝোরার মধ্যবর্তী ৫৫নম্বর জাতীয় সড়ক, সেবক ও সিকিমের মধ্যবর্তী ১০ নম্বর জাতীয় সড়কের সংস্কার চলছে।
  • এএইচ ২ এবং এএইচ ৪৮ এর নির্মাণের কাজ চলছে। এই দুটি সড়ক চালু হলে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিম, নেপাল, বাংলাদেশ এবং ভুটানের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে।
  • দার্জিলিঙের বিজনবাড়িতে বেইলি সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

 

পর্যটন

  • পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশের জন্য পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করে চলেছে।
  • কালিম্পং-এ মর্গ্যান টুরিস্ট সংলগ্ন এলাকায় ৮টি কটেজ গড়ে তোলা হয়েছে।
  • লেপচা সংস্কৃতির ঐতিহ্যকে কেন্দ্র করে কালিম্পং-১ এবং সুখিয়াপোখরি ব্লকে ২টি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
  • কালিম্পং-এ ১০০টি আসনসম্পন্ন একটি ইয়ুথ হোস্টেল তৈরী করা হচ্ছে। নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজে ইতিমধ্যেই ২৯.৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
  • ২কোটি টাকা খরচ করে বিদেশী পর্যটকদের সুবিধার্থে ৪টি একজিকিউটিভ শ্রেণীর বাস এবং স্থানীয় জায়গাগুলি ঘুরে দেখার জন্য ৪টি ছোট গাড়ি কেনা হয়েছে।
  • দার্জিলিঙের টাইগার হিলে একটি পরিবেশবান্ধব টুরিস্ট লজ গড়ে তোলা হচ্ছে।
  • পশ্চিমবঙ্গের প্রথম টাইগার সাফারি হিসাবে শিলিগুড়ি রয়্যাল টাইগার সাফারি গড়ে উঠেছে।
  • দার্জিলিং-এর লামাহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ, পর্যটন ও বোন দপ্তরের সহায়তায় একটি পর্যটন হাব স্থাপন করেছে এবং সেটি মাননীয়া মুখ্যমন্ত্রী ২৭শে জানুয়ারি ২০১৩-এ উদ্বোধন করেছেন।
  • কালিম্পং-এ মর্গ্যান হাউস, হিলটপ এবং তাসিডাঙা টুরিস্ট লজের মেরামতি ও সংস্কার কাজ এবং জলদাপাড়া ও মূর্তিতে তাঁবু তৈরীর কাজ সম্পূর্ণ হয়েছে।

 

শিক্ষা

  • সুকনা ও মোঙ্গরজঙেম, ডেলস্কুল, দার্জিলিং-এ আরকেএএসপি গড়ে তোলা হয়েছে।
  • ২০১৭-১৮’র শিক্ষাবর্ষে মডেল স্কুলগুলিতে পঠন-পাঠন চালু হবে।
  • পেডং এবং গরুবাথানে দুটি ডিগ্রী কলেজ গড়ে তোলা হয়েছে।
  • কালিম্পং-এ একটি নতুন আইটিআই এবং একটি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। গরুবাথানে আরও একটি আইটিআই তৈরীর কাজ চলছে।
  • কার্শিয়াং-এর ডাওহিলকে একটি শিক্ষাকেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ চলছে। এই অঞ্চলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিমালয়ান সেন্টার গড়ে তোলার কাজ চলছে।

 

স্বাস্থ্য

  • কালিম্পং-এ একটি হাই ডিপেনডেন্সি ইউনিট (HDU) গড়ে তোলা হয়েছে।
  • দার্জিলিং জেলায় ৮টি এসএনএসইউ গড়ে তোলা হয়েছে।
  • শিলিগুড়ি এবং দার্জিলিং-এ ২টি সিসিইউ গড়ে তোলা হয়েছে।
  • দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং এবং নকশালবাড়িতে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরী করা হয়েছে।
  • কার্শিয়াং-এ একটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি ১০০ বেডের ইএসআই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে শিলিগুড়িতে। এছাড়াও ৪টি উপকেন্দ্র কাজ শুরুর অপেক্ষায় রয়েছে।

 

অন্যান্য কর্মসূচি

  • স্থানীয় ছেলেমেয়েদের খেলাধূলায় উৎসাহ দেওয়ার জন্য হিমল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
  • দার্জিলিং-এর রায়ভিলার সংস্কার কাজের জন্য রামকৃষ্ণ সেবা আশ্রমকে ১৮২.০৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দার্জিলিং-এ থাকাকালীন ভগিনী নিবেদিতার স্মৃতি এবং অন্যান্য মূল্যবান রেকর্ডসমূহ সেখানে রাখা হয়েছে। এটি দার্জিলিং-এর ভ্রমণ ম্যাপের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • দার্জিলিং-এর কার্শিয়াং-এ টয়লেট ব্লকসহ গাড়িধুরা পুলিশ ফাঁড়ির দোতলা ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

Mega tourism push for north Bengal

As part of the Destination East tourism conference, being jointly organised by the Bengal Tourism Department and the CII North Bengal Zonal Council, all the 52 foreign delegates from 30 countries will be taken on familiarisation trips to Darjeeling, and the Terai and Dooars regions.

The visits will start from January 21, and are also being organised by the Tourism Department and CII (Confederation of Indian Industry). They are meant to get the delegates acquainted with these places and get a first-hand experience, so that they can promote them in their respective countries.

Destination East is being organised from January 18 to 25 at Biswa Bangla Convention Centre in Kolkata. One hundred and two delegates from the travel industry, including from India and 30 other countries, will be attending the summit.

First they will be taken to ‘Bhorer Alo’, the eco-tourism destination developed at Gajoldoba in Jalpaiguri district, in the Dooars region, by the Bengal Government. At Bhorer Alo, various activities for tourists like forest safaris, boating, cycling trails, orchid park walks, angling, elephant rides, scenic walkways, tethered hot air balloons are being developed, along with an eco-park, an amphitheatre, a 10-bed tourist health clinic, a mini fire station, a tourist police station, a helipad, resorts and a youth hostel.

After Gajoldoba, the foreign delegates will be divided into groups. Eleven will be visiting the Bengal Himalaya Circuit (Kalimpong and Darjeeling), 19 will be visiting the Hills and Forests Circuit (Darjeeling and the Dooars), eight will be visiting the Darjeeling Heritage Circuit, six will be visiting the Tea Heritage Circuit (Darjeeling and Glenburn Tea Estate) and eight will be visiting the Hills and Lakes Circuit (Darjeeling and Mirik).

Similar familiarisation trips are also being organised for south Bengal too, where the delegates will be taken along circuits like Sunderbans, Purulia, Beaches of Bengal and Kolkata Heritage.

 

এবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন

আগামী ২১ জানুয়ারি ৩০ দেশের ৫২ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছে। গন্তব্যস্থল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা মেগা ট্যুরিজম হাব। সেখান থেকে ৫২ জনের প্রতিনিধি দল ৫টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করতে যাবে। সেখানকার সম্ভাবনা দেখবেন। তার ওপরে ভিত্তি করেই উত্তরবঙ্গের পর্যটনে আসবে বিদেশি বিনিয়োগ।

যে ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেদারল্যান্ড, কলম্বিয়া ইত্যাদি। যে ৫টি সার্কিটে প্রতিনিধি দল ভাগ করা হয়েছে তা হল বেঙ্গল হিমালয়া, হিল অ্যান্ড ফরেস্ট, দার্জিলিং হেরিটেজ, দার্জিলিং টি এবং দার্জিলিং, মিরিক লেক।

বেঙ্গল হিমালয়ার মধ্যে রাখা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি। সেখানে ১১ জন প্রতিনিধি পাঠানো হবে। হিল অ্যান্ড ফরেস্টের মধ্যে দার্জিলিং এবং ডুয়ার্স। সেখানে প্রতিনিধি যাচ্ছেন ১৯ জন। দার্জিলিঙের হেরিটেজ বাড়ি, মন্দির, হোটেল–‌সহ নানা বিষয় পরিদর্শন করবেন ৮ জন প্রতিনিধি। চা পর্যটনের সম্ভাবনা দেখবেন ৬ জন প্রতিনিধি। মিরিক লেক পরিদর্শনে থাকবেন ৮ প্রতিনিধি।

আরো বেশি বিদেশি পর্যটক এখানে আসতে আকৃষ্ট হবে কারণ, ওই প্রতিনিধি দলে বিনিয়োগকারীদের সঙ্গে থাকছেন বিভিন্ন দেশের ট্যুর অপারেটর এবং ভ্রমণ–‌লেখক।

এর ফলে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে উত্তরবঙ্গের পর্যটন।‘ডেস্টিনেশন ইস্ট ২০১৮’–র মাধ্যমে এভাবেই তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গাজলডোবাকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যার রূপকার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটনকে নতুন করে প্রাণ দেবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। বিশ্বের মানচিত্রে উত্তরবঙ্গ আরও বেশি করে পরিচিতি পাবে।
Source: Millennium Post

Biswa Dooars Utsav is bigger and better this year

The Biswa Dooars Utsav is bigger and better in 2018. It started on December 29 at Parade Ground in Alipurduar and will continue till January 7, 2018.

Bhutanese mask dancers have been invited. This is a the biggest attraction this year. Besides, freedom fighters involved in Bangladesh’s war of independence, commonly called muktijoddhas, have been invited. Another new aspect of this year’s Dooars Utsav is the inclusion of sportspersons from the Dooars region.

The festival has four stages – the main stage for the important performances, and three more for folk artistes, for child performers (Shishu Mancha), and for quiz competitions and symposia.

 

আরও বেশী জাঁকজমকপূর্ণ এবারের বিশ্ব ডুয়ার্স উৎসব

বিশ্ব ডুয়ার্স উৎসব এবার আরও বেশী জাঁকজমকপূর্ণ হচ্ছে।

বিশ্ব ডুয়ার্সের উৎসবের মাঠে এবার থাকছে সেলফি জোন। এছাড়া এবার বিশ্ব ডুয়ার্স উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে প্রতিবেশী দেশ ভুটানের মাস্ক ড্যান্স বা মুখোশ নৃত্য। এবার উৎসবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া থাকবে ভুটান ও নেপালের প্রতিনিধিরাও।

এবারই প্রথম ডুয়ার্স উৎসবে ডুয়ার্সের খেলাধুলাকে অন্তর্ভুক্তও করা হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে ২৯শে ডিসেম্বর সূচনা হয় এই উৎসবের, চলবে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত।

এ বছর প্রথম বিশ্ব ডুয়ার্স উৎসবে সামিল হচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকার ক্রীড়া প্রতিযোগিতা। পুরো ডুয়ার্স অঞ্চল থেকে খেলোয়াড়রা তাদের প্রতিভার প্রকাশ দেখাবেন এই উৎসবে। এছাড়া এই মেলাতে চারটি স্টেজ থাকবে। স্টেজ হবে লোকশিল্পীদের জন্য, শিশুদের জন্য থাকবে মঞ্চ, এছাড়া ডুয়ার্স উৎসবের মূল মঞ্চ ছান্যা কুইজ সিম্পোজিয়ামের জন্য থাকবে আলাদা একটি মঞ্চ।

প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা তাদের সাংস্কৃতিক নাচ, গান, কবিতা, আবৃত্তি পরিবেশন করবেন।

 

Source: Khabar 365 Din

Bengal Transport Dept to introduce 270 buses; Darjeeling, Dooars in main focus

To ensure better connectivity between different points in tourist spots, the Bengal  Transport department has decided to introduce a set of new buses in Darjeeling, Dooars and Murshidabad.

Suvendu Adhjikari, the state Transport minister, said in the Assembly: “Decision has been taken to buy a total number of 270 buses. Out of these buses, eight will be plying in Darjeeling and four each in Dooars and Murshidabad.”

The 270 buses will be operated by the West Bengal Transport Corporation (WBTC), South Bengal State Transport Corporation (SBSTC) and North Bengal State Transport Corporation (NBSTC). The 270 buses include air-conditioned mini-buses, air-conditioned deluxe buses, 10 CNG buses and four electric buses. Mainly mini-buses that can easily ply on the hilly terrain will be bought for Darjeeling.

Thousands of people visit the places round the year and with several steps taken by the state government in the past six years, these locations have become immensely popular among people from different states and even abroad. The footfall has increased in all the these places and at the same time, Chief Minister Mamata Banerjee has taken different measures to ensure an overall development of the Hills.

Thus, beside tourists, common people of the area will also be immensely benefitted with the decision to introduce the additional fleet of buses. It may be mentioned that most of the buses will be having all modern arrangements to avoid any untoward incident in the bus. There will be panic button using which a passenger can alert policemen or concerned authorities if he or she falls in any untoward situation while travelling or if there is any emergency situation in the bus. There will also be CCTV cameras inside the buses. Notably, the buses will be GPS-enabled. Thus tracking of the realtime location of the buses will be an added advantage.

 

পর্যটন কেন্দ্রগুলির জন্য চালু হবে আরও ২৭০ টি নতুন বাস

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, ডুয়ার্স ও মুর্শিদাবাদের জন্য বেশ কিছু নতুন বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

বুধবার বিধানসভায় পরিবহণ মন্ত্রী জানান, সব মিলিয়ে ২৭০ টি নতুন বাস চালু হবে। এর মধ্যে ৮ টি বাস চলবে দার্জিলিং-এ, ৪টি ডুয়ার্স ও ৪টি মুর্শিদাবাদে চালানো হবে।

২৭০ টি বাসের মধ্যে বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত মিনি বাস, শীততাপ নিয়ন্ত্রিত ডিলাক্স বাস ও ১০ টি CNG বাস এবং ৪ টি ইলেকট্রিক বাস রয়েছে। পাহাড়ি এলাকায় মিনি বাস সহজেই চলাচল করতে পারে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পাহাড়ের অনেক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন এর ফলে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শুরু থেকেই পাহাড়ের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। এই নতুন সিদ্ধান্তের ফলে পর্যটকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অনেক উপকৃত হবেন।

উল্লেখ্য, দুর্ঘটনা এড়ানোর জন্য বাসগুলির আধুনিকিকরণও করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য একটা করে প্যানিক বাটন থাকবে। সিসিটিভি ক্যামেরাও থাকবে বাসগুলিতে। বাসগুলিতে জিপিএস ও বসানো হবে।

 

 

 

Bengal ranks fifth in preferred tourist states

Ranking fifth among the states in terms of foreign tourists’ destination, Bengal is climbing up in the tourism sector.

The State has turned out to be a preferred destination among foreign tourists than domestic tourists. Recording a higher percentage of foreign tourists, Bengal has drawn 6.4 per cent of foreign tourists compared to 4.9 per cent of domestic tourists, according to a report published by the Ministry of Tourism.

Of the 2.06 crore foreign tourists that the country has recorded in a year, 14.8 lakh came to Bengal. Among the top five states, Tamil Nadu has drawn the maximum number of 20.1 per cent foreign tourists.

It has ranked eighth among the top 10 states with 7.01 scrore with Indian tourists visiting Bengal out of the total 119.7 crore domestic tourists visiting the 10 states.

Stressing on the various initiatives that are being taken for promoting Bengal as a prospective destination for tourism in the domestic market, the State Tourism Minister said that roadshows are being conducted regularly in other states.

It is a sustained effort and it will take some more time to get the outcome, the State Tourism Minister said adding that the law and order situation in the state is an added advantage for tourism. Along with promoting Bengal tourism through the website and social networking sites, a series of advertisements featuring brand ambassador Shah Rukh Khan will be released during the Bengal Global Business Summit in January 2017, he said.

The Tourism Department has also prepared pamphlets on 20 prominent tourist spots along with detailed information on accommodation, booking and other essentials. The list of places to visit include the Himalayan delights of Darjeeling, the verdant Dooars, the historic midland of Murshidabad and Malda, colonial structures of Kolkata, mangrove forests of Sundarbans, tribal hinterland of ‘Jangalmahal’.

 

পর্যটনে বাংলা এখন পঞ্চম স্থানে

পর্যটনে রাজ্য এখন দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ভারতীয় পর্যটকদের থেকেও বিদেশী পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের রাজ্য। পর্যটন মন্ত্রক থেকে পেশ করা এক রিপোর্ট অনুযায়ী বাংলায় বিদেশী পর্যটক আসেন ৬.৪ শতাংশ আর ভারতীয় পর্যটক আসেন ৪.৯ শতাংশ।

এই তালিকার শীর্ষে আছে তামিলনাড়ু যেখানে ২০.১ শতাংশ বিদেশী পর্যটক যায়।

ভারতীয় পর্যটকদের হিসেবে বিচার করলে বাংলার স্থান অষ্টম। ভারতীয় পর্যটকদের এখানে আসার জন্য আরো উত্সাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন মন্ত্রী জানান পর্যটকদের আরও উত্সাহিত করতে বিভিন্ন রাজ্যে রোড-শো করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটনের উন্নতির জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা একটি অন্যতম কারণ। ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি ২০১৭ সালের জানুয়ারী মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ফটো সম্বলিত আরো অনেক বিজ্ঞাপনও প্রকাশ করা হবে।

পর্যটন দফতরের বাছাই করা ২০টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ওপর যাবতীয় সব তথ্য দিয়ে প্যামফ্লেটও তৈরী করা হয়েছে।

 

Bengal tourism set to form separate policy for Home Stays

The Bengal Tourism Department is all set to formulate separate policy for Home Stays in the State. The new policy will ensure proper arrangements for stay, food quality as well as security of the guests in the Home Stays.

When the policy is framed, the families which are involved in Home Stays will be brought under Bread & Breakfast Scheme, which will benefit them by having a tie-up with Incredible India. Also, plans are afoot to start community development and organic farming in these places.

Home Stays allow travelers to board and lodge with locals and get a first-hand feel of the regional customs and culture. This gives an opportunity to the residents to earn a livelihood as well.

Several Home Stays have come up in the hamlets in north Bengal, particularly in the Dooars region (the floodplains and foothills of the eastern Himalayas in northeast India around Bhutan). Home Stays are a hit with international tourists.

 

 

নতুন হোম-স্টে নীতি আনতে চলেছে পর্যটন দপ্তর

হোম-স্টে-র ব্যবস্থা জনপ্রিয় হওয়ায় এবার এক পৃথক নীতি প্রণয়ন করছে রাজ্য পর্যটন বিভাগ। আগামী তিন-চার মাসের মধ্যেই সেই নীতি তৈরি হয়ে যাবে। নতুন নীতির মাধ্যমে পর্যটকদের থাকার জন্য যথাযথ ব্যবস্থা, খাদ্যের মান সেইসাথে অতিথিদের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা করবে পর্যটন দপ্তর।

নতুন নীতি তৈরির সময় হোম-স্টে-র সঙ্গে যুক্ত পরিবারগুলিকে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট প্রকল্পের আওতায় আনা হবে। সে ক্ষেত্রে ইনক্রেডিবল ইন্ডিয়া-র আওতায় সারা দেশের মানুষের কাছেই তাঁদের কথা পৌঁছাবে। কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্গানিক ফার্মিংয়ের মত বিষয়গুলিও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গে বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে (প্লাবনভূমি ও ভুটানের প্রায় উত্তর-পূর্ব ভারতে পূর্ব হিমালয়ের পাদদেশে) প্রায় ১০০টি হোম-স্টে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটকদের কাছে এই হোম-স্টে খুবই আকর্ষণীয়।

 

 

State organises tourism summit to promote Bengal

After the mega success of Bengal Global Business Summit, it now time for another major summit. Tourism summit ‘Destination East’, being jointly organised by West Bengal Government, is going to start in Kolkata today.

As part of the drive to make West Bengal one of India’s most tourist-friendly states, representatives of well-known tour operators from 25 countries, who are participating in the summit too, would tour the state to find out ways to improve the tourism infrastructure of different places and also find out new places to promote.

The team of 35 representatives would go to Gajaldoba, Darjeeling, the Dooars, Santiniketan, Bishnupur, Digha, Murshidabad, Purulia and other places.

Tourism using the State’s waterways, especially along the Hooghly from Kolkata to Murshidabad, is also being promoted.

The State Government has allotted an initial amount of Rs 100 crore to improve the tourism infrastructure of West Bengal.

The team of representatives of the tour operators would tour the State summit till February 6.

বিশ্বের পর্যটকদের আগামী গন্তব্যই হল পশ্চিমবঙ্গ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে ‘ট্যুরিজম সামিট’। ‘ডেসটিনেশন ইস্ট’ এই স্লোগানকে সামনে রেখে এই সামিট শুরু হচ্ছে কলকাতায়।

বিশ্বের ২৫টি দেশের বিখ্যাত ট্যুর অপারেটর কোম্পানির প্রতিনিধিরা রাজ্যজুড়ে ঘুরে বেড়াবেন এবং এই পরিকাঠামোকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আরও কিছু স্থান খুজে বের করবেন যা পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা যায়।

গাজলডোবা, দার্জিলিং, ডুয়ার্স, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, দিঘা, মুর্শিদাবাদ ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যাবে ৩৫ জনের একটি প্রতিনিধি দল।

স্থলপথে পর্যটনের পাশাপাশি জলপথে পর্যটনকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। গঙ্গাপথে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জলপথ ব্যবস্থাটিও উন্নত করার কথা ভাবা হচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গার ট্যুরিজম বিভাগের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবেন।