Tourist hotspots in Bengal beckon revellers during Dol break

With massive infrastructure development undertaken in the past six years by the Mamata Banerjee government in tourism sector, tourist spots in Bengal have turned out to be ideal destinations for the four-day-long holiday in the coming week.

The holiday will start with Dol and Holi on March 1 and 2 respectively, followed by Saturday and Sunday. Visiting Santiniketan during Dol always bears a special significance. This year, there is also demand at places like Bankura, Purulia, West Midnapore and Cooch Behar. Hotel owners in tourist spots including Mukutmanipur, Ayodhya Hills and Jhargram have been getting several calls for booking.

A large number of people have also chosen Digha and Mandarmoni as their all time favourite to visit during Dol. Many are also going to visit Darjeeling and other tourist spots in north Bengal.

Soon after coming to power, Chief Minister Mamata Banerjee directed the state tourism department to take necessary steps to ensure that Bengal comes up as the number one tourism destination across the globe.

Development of necessary infrastructure including roads, basic amenities, better lodging facilities have been carried out, besides promoting the local art forms.

 

দোলের ছুটিতে জমজমাট পশ্চিমবঙ্গ পর্যটন

এবছর দোল উপলক্ষে টানা ৪ দিন ছুটি। আর তাই ভ্রমণপ্রিয় বাঙালী পেয়ে গেছে ঘুরতে যাওয়ার আরেকটা সুযোগ। অন্যান্য রাজ্য বা বিদেশ নয় – পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রের চাহিদাই তুঙ্গে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। তার ফলস্বরূপ, গত ছয় বছরে পর্যটনে উন্নতিও হয়েছে চোখে পড়ার মতো।

দোলের সময় শান্তিনিকেতন যাওয়ার ঝোঁক থাকে সকলেরই। কিন্তু এবছর অন্যান্য জেলাতেও – যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার – প্রচুর মানুষ বেড়াতে যাবেন এই ছুটিতে।

মুকুটমণিপুর, অযোধ্যা পাহাড়, ঝাড়গ্রামের মত পর্যটন কেন্দ্রের হোটেল মালিকরা অসংখ্য ফোন পাচ্ছেন ওই চার দিন তাদের হোটেলে ঘর বুকিং-এর জন্য।

অনেকে আবার দীঘা-মন্দারমনিকেও বেছে নিয়েছেন এই চারদিনের ছুটির জন্য। অনেকে আবার পা বাড়িয়েছেন দার্জিলিং ও উত্তরবঙ্গের দিকে।সব মিলিয়ে দোলের ছুটি জমজমাট।

 

 

Organic ‘aabir’ to make this Dol even more colourful

Organic colours (aabir) made from natural materials, like flowers, have been known to be health-friendly compared to artificial colours, which can cause a lot of issues like rashes, itches and other harmful diseases of the skin and eyes.
In view of this, the Bengal Government’s Food Processing Industries and Horticulture Department has tied up with a self-help group (SHG) to sell this type of aabir from its Mayukh Bhawan headquarters. Outlets would soon be opened at the City Centre 1 and 2 malls, and mobile outlets (that is, vans) would travel the streets of Rajarhat, New Town and Salt Lake.
The 15 women of the SHG have been trained by Jadavpur University, which has done pioneering work in this field. The aabir has been branded ‘Krishnendu Bheshaj Aabir’ (‘Krishnendu Organic Colours’).
The colours are being made by processing the petals of primarily rose, flame of the forest (palash), butterfly pea (aparajita) and marigold (genda). Rose water is being used to provide the fragrance.
Since the SHG is buying the flowers directly from flower cultivators, both the cultivators as well as the women of the SHG are earning through the selling of the colours.

 

ভেষজ আবির বিক্রীতে সরকারি উদ্যোগ

 

বাজারে চলতি রাসায়নিক মিশ্রিত আবিরে চোখ ও চামড়ার নানা সমস্যা দেখা দেয়, তাই ভেষজ আবিরের চাহিদা গত কয়েক বছর ধরেই বেড়েছে। এবার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আসন্ন দোলে সেই আবির ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং উদ্যানপালন উন্নয়ন নিগম।
ময়ুখ ভবনে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে এই আবির বিক্রি করা হবে। ওই স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১৫ জন মহিলা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বৈদ্যবাটিতে তাদের কারখানায় তৈরী করছেন এই আবির। নাম দেওয়া হয়েছে, ‘কৃষ্ণেন্দু ভেষজ আবির’।
মূলত গোলাপ, পলাশ, অপরাজিতা ও গাঁদা এই চারটি ফুলের পাপড়ি থেকে তৈরী হচ্ছে এই আবির। রাসায়নিক নয়, আবিরে গন্ধ আনার জন্য ব্যবহার করা হচ্ছে আসল গোলাপ জল। কয়েক দিনের মধ্যেই দপ্তরের অফিস সহ সিটি সেন্টার ১ ও ২, রাজারহাট, নিউ টাউন ও সল্টলেকে মোবাইল ভ্যানে ভেষজ আবির বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
দপ্তরের তরফ থেকে দামের দিকটাও নজর রাখা হবে। চাষির ঘর থেকে সরাসরি ফুল কিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই আবির তৈরী করছেন, লাভবান হচ্ছে দু পক্ষই।

Source: Anandabazar Patrika