Chief Minister Mamata Banerjee introduced the hugely popularly Swasthya Sathi Scheme in 2016. The notification for the group insurance scheme was issued on February 25 of that year. Almost all State Government employees, including part-time and contractual workers, have been included in this scheme.
Like many other schemes, Swasthya Sathi is entirely information technology (IT)-based. It is a paperless, cashless, smart card-based scheme. Online e-health records (e-HR) are captured and kept accessible for future reference.
The scheme has enrolled 44.5 lakh government employees and their families so far, who have been provided 64KB smart cards. So far, 96,088 patients have availed of this cashless healthcare benefit scheme from the network of about 850 hospitals and nursing homes in the state.
The total estimate approved by the Finance Department for the group insurance scheme is Rs 1,363.72 crore.
Bengal has also performed remarkably under the Rashtriya Swasthya Bima Yojana (RSBY). The scheme is active in all the districts. The number of beneficiaries who have availed healthcare using the RSBY Smart Cards is 2,86,027.
স্বাস্থ্য সাথী – এক দৃষ্টান্তমূলক স্বাস্থ্যবীমা প্রকল্প
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে জনপ্রিয় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। ওই বছরেরই ২৫ শে ফেব্রুয়ারি এই বীমার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় সমস্ত সরকারি কর্মী, অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী সকলকেই এই বীমার আওতায় আনা হয়।
অন্যান্য প্রকল্পের মতো এই স্বাস্থ্য সাথী প্রকল্পও তথ্য প্রযুক্তি নির্ভর। এই প্রকল্প কাগজপত্র বিহীন, ক্যাশলেস, স্মার্ট-কার্ড নির্ভর। অনলাইনে ই-হেলথ রেকর্ডে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে যা পরে দেখা যাবে। এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে রাজ্যের ৮৫০ সরকারি হাসপাতাল ও নার্সিং হোমে।
এই প্রকল্পের আওতায় ৪৪.৫ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আনা হয়েছে এখন পর্যন্ত। তাদের ৬৪ কিলোবাইটের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৯৬০৮৮ জন এই প্রকল্পে সুবিধা নিয়েছেন।
এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ১৩৬৩.৭২ কোটি টাকা বরাদ্দ করেছে।বাংলা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতেও ব্যাপক সফলতার সঙ্গে কাজ করেছে। এই প্রকল্পের সুবিধা রাজ্যের সবকটি জেলায় পাওয়া যায়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতে উপকৃত মানুষ যারা ইতিমধ্যেই স্মার্ট কার্ড পেয়েছেন, তার সংখ্যা ২৮৬০২৭।