We will set up a university in Jhargram district in the future: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee declared Jhargram the 22nd district of the State today.

On November 28, 2016, the Calcutta High Court had given the necessary permissions to set up three new districts — Kalimpong, Jhargram and Asansol. On the same day, the Chief Minister had announced that the new districts will be “officially” created before Poila Boishakh – the Bengali New Year – which falls on April 15.

Earlier, the Chief Minister had declared Kalimpong as the 21st district of the State, on February 14. A new district, Paschim Bardhaman, comprising the industrial zone of Bardhaman, will be declared the 23rd district of the State on April 7, 2017.

Mamata Banerjee addressed a large crowd during the inauguration ceremony today. The salient points of her speech are sas follows:

  • A long-standing demand of the people have been fulfilled today.
  • The days of violence are gone. Peace reigns in Jhargram now.
  • April 4 will be celebrated as Jhargram Dibas from now.
  • We organise sports tournaments involving the people of Jangalmahal every year.
  • 35,000 youths have been given jobs by the police.
  • 32 lakh SC/ST students receive scholarship under the Shikshashree Scheme.
  • We will set up a university in Jhargram district in the future.
  • We have set up 9 colleges, 6 multi super-speciality hospitals in Jhargram district.
  • One lakh artistes get a monthly stipend of Rs 1,000. We will register one lakh more artistes.
  • We have registered 14,000 new people under the scheme for giving pensions to widows.
  • We have started a pension scheme for kendu leaf collectors.
  • From birth to death, we have a scheme for every phase of life.
  • We have given recognition to the Ol Chiki language.
  • We have distributed 35 lakh bicycles under the Sabuj Sathi Scheme. This year 35 lakh more bicycles will be distributed.
  • We have made healthcare free at Government hospitals. ICDS and ASHA workers have been brought under the coverage of health insurance.
  • We started the scheme of providing rice at Rs 2 per kg from Jangalmahal. Eight crore people are now covered under the Khadya Sathi Scheme.
  • We have done away with khajna (tax) on agricultural land.
  • I again urge the Centre to waive farmers’ loans.
  • We have given land pattas to 3 lakh people.
  • People of Jangalmahal are famous across the country for the chhau dance and for archery.
  • We will set up an archery academy in Jhargram.
  • We have taken up a project worth Rs 500 crore to build check dams.
  • The major share of our revenue is taken away by the Centre to pay off the debt incurred by the Left Front Government.
  • Our youths and students are the future of our country.
  • We will make Bengal the best in the world.

 

 

ভবিষ্যতে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরী হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা জঙ্গলমহল। সেই জঙ্গলমহলের ৮টি ব্লককে নিয়ে পশ্চিম মেদিনীপুর ভেঙে গঠিত হচ্ছে ৩০২৪.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের পৃথক ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৪ টি বিধানসভাকেন্দ্র- ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বিনপুর।

আজ, মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের আদিবাসী-মূলবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, অনুন্নত এলাকার সুংসহত উন্নয়নের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম অংশকে নিয়ে আলাদা জেলা করা হোক। সেই দাবিকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ফেব্রুয়ারী মাসে কালিম্পঙকে রাজ্যের ২১তম জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ই এপ্রিল বর্ধমান শিল্পাঞ্চল এলাকাকে গঠিত নিয়ে ‘বর্ধমান পশ্চিম’ জেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ আমরা গর্বের সাথে বলি আমাদের নতুন জেলা ঝাড়গ্রাম যা দীর্ঘদিনের মানুষের স্বপ্ন
  • অনেক সাধারণ মানুষ খুন হয়েছেন ঝাড়গ্রাম, লালপাহাড়ি তে। আজ জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দিতে পেরে আমি গর্বিত
  • আজ থেকে প্রতি বছর ৪ এপ্রিল ঝাড়গ্রাম দিবস পালন করা হবে
  • জঙ্গলমহলের মানুষদের জন্য প্রতি বছর স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়
  • জঙ্গলমহলের ৩৫ হাজার ছেলেমেয়ে পুলিশে চাকরি পেয়েছে
  • ৩২ লক্ষ তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রীর স্কলারশিপের টাকা পায়
  • ভবিষ্যতে ঝাড়গ্রামের জন্য আমরা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করব
  • ঝাড়গ্রাম জেলায় ৯ টি কলেজ, ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • এক লক্ষ লোকশিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পায়। আরও ১ লক্ষ শিল্পীকে আমরা এই প্রকল্পের আওতায় আনব
  • বিধবা ভাতা প্রকল্পের আওতায় ১৪০০০ মানুষের নাম নথিভুক্ত হয়েছে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
  • অল চিকি ভাষা কে আমরা স্বীকৃতি দিয়েছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আইসিডিএস ও আশা কর্মীদের আমরা স্বাস্থ্য বীমার আওতায় এনেছি
  • দু টাকা কেজি চাল প্রকল্প আমরা জঙ্গলমহল থেকেই শুরু করেছিলাম। রাজ্যের ৮ কোটি মানুষ এখন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা জমির পাট্টা দিয়েছি
  • ছৌ নাচ ও তীরন্দাজির জন্য জঙ্গলমহলের মানুষ সারা দেশে জনপ্রিয়
  • ঝাড়গ্রামে আমরা তীরন্দাজির অ্যাকাডেমি তৈরী করব
  • চেক ড্যাম তৈরীর জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে
  • ছাত্র ও যুবরাই আমাদের দেশের সম্পদ
  • বাংলাকে আমরা বিশ্ব সেরা তৈরী করব

 

 

Bengal CM inaugurates host of developmental schemes for Bankura

Bengal Chief Minister Mamata Banerjee launched the Sabujshree scheme in Bankura district today during a public meeting at Fulkusuma in Raipur block. As part of the scheme, she said, “15 lakh families will get a sapling for every baby born every year”.

The Chief Minister also inaugurated a host of developmental projects for Bankura including power stations, Government buildings, tourism centres, hostels, new roads, bridges and veterinary centres.

From the same stage, she inaugurated SNCUs for Government hospitals in Murshidabad, Malda, Cooch Behar and South 24 Parganas districts, as well as water ATMs at several Government hospitals in Kolkata.

The Chief Minister laid the foundation stones for several developmental projects in the district including solar power stations, bridges, renovations of canals, mini indoor games complexes and road projects, among many others.

Besides inaugurating the Sabujshree scheme for the district, the Bengal Chief Minister distributed benefits under Sabuj Sathi and Kanyashree schemes, and solar lanterns, sports equipments and agricultural pattas.

During the speech, the Chief Minister also harped on communal harmony, and on distributing the fruits of development irrespective of religious denomination. She said, “Over 2,000 burial grounds of Muslims have been fenced. We will renovate the cremation ghats of Hindus also”. Continuing in the same vein, she said, “We have started Samabyathi scheme to offer financial aid to underprivileged people to enable them to perform the last rites of their near and dear ones”.

Among other things, “a water supply project worth Rs 1,100 crore has been taken up”, said the Chief Minister, which is an important scheme for the perennially dry district that Bankura is. Another project initiated to provide relief from the dry condition, she said, is a “project under the Jal Tirtha scheme to irrigate 32,000 hectares of farmland”.

Referring to her Government’s rainbow of developmental schemes, she said, “From Kanyashree to Yuvashree and Sikshashree, we have always made welfare of people our priority”.

Later she held the administrative review meeting for the district with State Government officials.

 

 

বাঁকুড়ায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর জেলা সফর। আজ বাঁকুড়ার রাইপুরের ফুলকুসুমায় একটি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওয়ার স্টেশন, সরকারি ভবন, পর্যটন কেন্দ্র, হোস্টেল, নতুন রাস্তা, সেতু, বাঁকুড়া জন্য সহায়ক কেন্দ্র সহ আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

একই মঞ্চ থেকে তিনি মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনার সরকারি হাসপাতালে এস এন সি ইউ উদ্বোধন করলেন। এছাড়া কলকাতার সরকারি হাসপাতালগুলির জন্য ওয়াটার এটিএমও উদ্বোধন করলেন।

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি সৌর বিদ্যুৎ কেন্দ্র, সেতু, খাল সংস্করণ, মিনি অন্দর গেম কমপ্লেক্স, সড়ক প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।

সবুজ শ্রী প্রকল্প চালু করার পাশাপাশি মুখ্যমন্ত্রী সবুজসাথি সাইকেল, কন্যাশ্রী, সোলার লণ্ঠন, কৃষি পাট্টা এসবও বিতরণ করলেন।

পরে তিনি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করলেন।

বক্তব্যের কিছু বিশেষ অংশ –

  • ভোটের আগে আমি কথা দিয়েছিলাম আমি রাইপুরে আসব, আমি আমার কথা রেখেছি
  • সকলের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ
  • আগে এখানে শুধু হিংসা ও অশান্তি ছিল। অনেক রক্ত ঝরেছে
  • এখন এই অঞ্চলে শান্তি রয়েছে। আমরা এখানে শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর
  • আজ এই সভামঞ্চ থেকে আমরা ‘সবুজ শ্রী’ প্রকল্পের উদ্বোধন করলাম
  • ‘সবুজ শ্রী’ প্রকল্পের আওতায় ১৫ লক্ষ পরিবারকে নবজাতক শিশুর জন্মের পর গাছের চারা দেওয়া হল
  • প্রায় ২০০০ কবর স্থান সংস্করণ করা হয়েছে। আমরা হিন্দুদের শশ্মানও সংস্করণ করার প্রকল্প গ্রহণ করেছি
  • আমরা ‘সমব্যাথী’ প্রকল্প চালু করেছি। এর মাধ্যমে গরীব-দুঃস্থ মানুষরা তাদের আত্মীয়দের সৎকারের জন্য আর্থিক সহায়তা পাবে
  • নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা সবুজ সাথী প্রকল্প চালু করেছি
  • অনেক গুলো স্বাস্থ্য কেন্দ্র, পলিটেকনিক কলেজ আর কর্মতীর্থ উদ্বোধন হল আজ
  • বাঁকুড়ায় আমরা বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। এই জেলার ছাত্রছাত্রীরা খুব মেধাবী
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়গনসটিক সেন্টার তৈরি করা হয়েছে বাঁকুড়া জেলায়
  • ১১০০ কোটি টাকার একটি জল্প্রকল্পের কাজ শুরু করা হয়েছে
  • ৩২০০০ হেক্টর জমি চাষের জন্য আমরা জল তীর্থ প্রকল্প চালু করেছি
  • আমরা একটি রাস্তা তৈরী করছি উত্তর ও দক্ষিণ বঙ্গকে জোড়ার জন্য। বাঁকুড়ায় সংযুক্ত হবে এই রাস্তায়
  • বাংলার সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে, আমরা এটা মেনে নেব না
  • বাংলা সাম্প্রদায়িক শান্তি, সম্প্রীতি ও প্রগতির জায়গা। হিন্দু-মুসল্মান-শিখ-খ্রিষ্টান সকলে এখানে একসাথে থাকে
  • আমি যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব

 

Bengal Chief Minister to resume her district visits from December 19

Bengal Chief Minister Mamata Banerjee will hold administrative review meetings in Bankura and East Midnapore districts next week. She will inaugurate a bouquet of projects during the district tour.

On December 19, she is scheduled to attend a public meeting at Fulkushna in Bankura where she will be inaugurating various projects and will also launch Sabuj Shree scheme for the district.

She will also visit Mukutmanipur where she would be holding the administrative review meeting for Bankura district.

The Chief Minister is also scheduled to take a stock of the development projects in East Midnapore district. She is slated to visit Digha and Mandarmani to take stock of the progress of various tourism projects.

The administrative meeting for East Midnapore district is scheduled take place in Digha. She will return to Kolkata thereafter.

MLAs and senior officials from each district will be present in these administrative review meetings.

 

১৯ ডিসেম্বর আবার জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর এই জেলা সফরে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

১৯শে ডিসেম্বর তিনি বাঁকুড়া জেলার ফুলকুশনায় একটি জনসভায় যোগ দেবেন। ওখানে তিনি নানা প্রকল্পের উদ্বোধন করবেন; একইসঙ্গে তিনি শুভ সূচনা করবেন বাঁকুড়া জেলার জন্য সবুজশ্রী প্রকল্প। বাঁকুড়া জেলার মুকুটমনিপুরে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

মুখ্যমন্ত্রী এরপর পূর্ব মেদিনীপুর যাবেন ওই জেলায় নানা প্রকল্পের কাজের অগ্রগতির খতিয়ান নিতে। তিনি দিঘা ও মন্দারমনিতেও যাবেন বিভিন্ন পর্যটন প্রকল্পের অগ্রগতি দেখতে। দিঘাতেই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর; এরপর তিনি কলকাতা ফিরে আসবেন।

এই প্রশাসনিক বৈঠকগুলিতে জেলার বিধায়ক ও আধিকারিকরা উপস্থিত থাকবেন।