Rescue op training for village youth under Apat Mitra project

The State Government has taken up a project named Apat Mitra for providing training to youth in villages so that they can voluntarily support rescue operations at the time of any disaster.

Initially, the project has been started in South 24-Parganas and Purba Medinipur districts as pilot projects. Two hundred youths are undergoing training in each of these districts. Later the project will be implemented in all the districts.

Area-specific training will be provided to volunteers, as the state has a diverse landscape with hills in the extreme north, sea in the south and forests in the western part. So, local youth will get trained as per the requirement in their respective areas.

During an emergency, for carrying out a rescue operation, it is often found that support of local people is needed, besides the personnel of the Disaster Management Department and Fire and Emergency Services Department. And anyway, the local people of an area are the first responders in case there is any emergency situation. So, it is always better if some of them are well-trained.

 

দুর্ঘটনা-বিপর্যয়ে উদ্ধারে ঝাঁপাবে ‘আপদ মিত্র’

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর অঞ্চল ভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আপদ মিত্র’। প্রাথমিক ভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় পাইলট প্রোজেক্ট হিসেবে আপদ মিত্র প্রকল্প শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর আপাতত ২০০ জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এই দুই জেলায়।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক শীর্ষ অধিকর্তার মতে, সব থেকে কম সময়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করে মৃত্যুর হার বা ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কম করা যায় তাঁর জন্যই অঞ্চলভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব বলেন, আমাদের এই প্রকল্প সফল হলে আগামী দিনে রাজ্যের প্রতি জেলাতেই ‘আপদ মিত্র’ তৈরী করা হবে।

অঞ্চলভিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রকারভেদে এবার অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিপর্যয় স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক তৈরী করছে। এই দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, বিপর্যয়ের প্রকৃতি ভেদে পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে অনেকখানি।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই সিভিল ডিফেন্সে ২০ থেকে ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নিয়ে থাকে।

Source: Millennium Post

Website to track missing persons at Gangasagar Mela

Tracking of missing persons at Gangasagar Mela is all set to get easier this year with the State Disaster Management Department, state police, state Inter Agency Group (IAG) and National Institute of Amateur Radio joining hands to develop a website that is solely dedicated to trace out missing persons.

It is for the first time in the country when such a portal, thoroughly dedicated for tracing a missing person, is being introduced in a fair. This is another first at this year’s Gangasagar Mela, like the State Government’s giving 16 satellite phones to police personnel at critical locations to ensure uninterrupted connectivity, even if there is an earthquake or a tsunami or any other emergency.

The details of the missing person along with description and contact number will be immediately uploaded in the portal and a docket number will be generated. The missing person’s relatives will have the option of tracking them by entering the docket number.

The site will also have the option of uploading voice recording of the missing person, which will be automatically translated through a tool. This will be of immense help for cases when it is difficult to decipher the accent of pilgrims.

It may be mentioned that the site has been developed by a member of the West Bengal Radio Club (Amateur Club), an organisation of amateur radio enthusiasts in the state. A team of 45 HAMs from the Club will be working at Gangasagar Mela this year.

গঙ্গাসাগর মেলায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করবে ওয়েবসাইট

 

গঙ্গাসাগর মেলাকে উদ্দেশ্য করে রাজ্য পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাজ্য ইন্টার এজেন্সি গ্রুপ এবং ন্যাশানাল ইন্সটিটিউট অফ অ্যামেচার রেডিও হাত মিলিয়েছে একটি ওয়েবসাইট তৈরী করার জন্য। এই ওয়েবসাইটের মাধ্যমে গঙ্গাসাগর মেলায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করা হবে আরও সহজ।
নিরুদ্দেশ ব্যাক্তির নাম, বিবরন, যোগাযোগের নম্বর এই ওয়েবসাইটে আপলোড করা হবে, এবং একটি ডকেট নম্বর দেওয়া হবে। নিরুদ্দেশ ব্যাক্তির আত্মীয় পরিজনরা এই ডকেট নম্বরের মাধ্যমে নিরুদ্দেশ ব্যাক্তির ব্যাপারে যাবতীয় তথ্য পাবেন।
এই সাইটে নিরুদ্দেশ ব্যাক্তির গলার স্বরও আপলোড করা যাবে। এই স্বরটিও মুহূর্তে অনুবাদিত হবে। ভাষার সমস্যার ক্ষেত্রে এই টুলটি খুব কাজে দেবে।
কোনও মেলাকে কেন্দ্র করে নিরুদ্দেশ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তৈরী করা পোর্টাল দেশে এই প্রথম। গঙ্গাসাগরে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে ও পাশাপাশি পুন্যার্থিদের দেখভালের জন্য এই প্রথম রাজ্য সরকার ১৬টি স্যাটেলাইট ফোন ব্যবহার করবে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও যোগাযোগ ব্যবস্থার কোনও অসুবিধে না হয়।

Source: Millennium Post