Classes to start at Diamond Harbour Govt Medical College soon

The first academic session at Diamond Harbour Government Medical College and Hospital is set to start soon. It was constructed by the Trinamool Congress Government. As many as 87 doctor professors have been appointed at the medical college.

The medical college has obtained permission for an intake of 100 students per academic year from the Medical Council of India (MCI). With this, the total number of undergraduate medical seats in Bangla for the current academic year has seen a substantial increase by 650.

In 2016, Chief Minister Mamata Banerjee had taken up a major step to set up five medical colleges across the state, thereby increasing the number of undergraduate medical seats.

Source: Millennium Post

Bengal Govt to cultivate hilsa in ponds and rivers

In a significant stride towards becoming self-reliant in the production of hilsa (ilish), the State Fisheries Department will now take up the cultivation of the fish in ponds and rivers.

The department has signed an agreement with a Norwegian company. The company has been successful in cultivating salmon in pond and river water, and is helping the State Government in replicating that success for hilsa, according to the Fisheries Minister.

The department gradually wants to stop importing the fish from Myanmar, which is much more than gastronomy for a Bengali. Ilish, as hilsa is called in Bengali, is about identity, history and nostalgia.

Hilsa is a significant component of open-water capture fishery in Bengal, contributing about 19 per cent of the total fish landing in the Hooghly-Matla estuarine system.

Over the years, due to wanton exploitation, pollution and habitat destruction, there has been a decline in the availability of hilsa.
One of the measures to combat this was the setting up, inspired by the vision of Chief Minister Mamata Banerjee with regard to self-reliance in hilsa, of the country’s first ever dedicated Hilsa Conservation and Research Centre (HCRC) at Sultanpur in Diamond Harbour in December 2013 by the Fisheries Department.

The department is in the process of setting up two similar HCRCs in Tribeni in Hooghly district, located on the bank of the Hooghly, and Farakka in Murshidabad district, on the bank of the Ganga.

The catching, marketing and transportation of fishes less than 23 cm in length is banned in the state. The Fisheries Department has put in place vigilante teams in all the concerned districts for keeping regular vigil on markets and landing centres. Special raids are conducted during the designated ban period between September 15 and October 24 each year. The department also maintains coordination and synergy with laboratories and institutes working on hilsa fishery.

The department also takes awareness campaigns for hilsa conservation, by distributing leaflets, putting up banners and posters, and conducting boat and road rallies in areas where the fish is netted by fishermen.

The fish is anadromous, that is, migrates up rivers from the sea to spawn, during the periods from June to September and from January to April.

 

 

এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ করবে রাজ্য

ইলিশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ শুরু করবে রাজ্য সরকার। এই বিষয়ে নরওয়ের একটি সংস্থার সাথে চুক্তি করবে রাজ্য মৎস্য দপ্তর। এই সংস্থাটি তাদের দেশে পুকুর ও নদীতে স্যামন মাছ চাষে বিপুল সফলতা পেয়েছে।

ধীরে ধীরে মৎস্য দপ্তর মায়ানমার থেকে ইলিশ আমদানি বন্ধ করতে চায়। ইলিশ মাছ শুধুই বাঙালির রসনাতৃপ্তি করেনা, বাংলার সংস্কৃতি সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাই এই মাছ চাষে স্বনির্ভর হতে চায় রাজ্য।

সাধারনত ইলিশ মাছ চাষ হয় নোনা জলে, মোহনায়। এতদিন হুগলী-মাতলা নদীর মোহনায় যে মাছ চাষ হয়, তার ১৯ শতাংশই ইলিশ। কিন্তু, দূষণ ও অন্যান্য নানা কারণে দিনে দিনে এই পরিমাণ কমছে।

ইলিশ উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, মুখ্যমন্ত্রীরঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারের সুলতানপুড়ে দেশের প্রথম হিলসা কঞ্জারভেসন অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরী করা হয়। এই ধরণের কেন্দ্র আরও দুটি জায়গাতে তৈরী হয়েছে: হুগলী জেলার ত্রিবেণীর ধারে এবং মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গার ধারে।

২৩ সেন্টিমিটারের চেয়ে কম লম্বা ইলিশ মাছ ধরা, বিপণন এরাজ্যে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যথাযথ কার্যকর করতে বেশ কিছু আধিকারিকের অনেকগুলি দল রাজ্যজুড়ে পরিদর্শন করে। ১৫ই সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর প্রচুর রেড করা হয় প্রতি বছর।

ইলিশ মাছ সংরক্ষণের ব্যাপারে মৎস্য দপ্তর সচেতনতা কর্মসূচীরও উদ্যোগ নিয়ে থাকে। লিফলেট বিলি থেকে শুরু করে ব্যানার ও পোস্টার লাগানো, সচেতনতা মিছিল করা এবং মৎস্যজীবীদের সচেতন করা হয় দপ্তরের উদ্যোগে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে যায় ডিম পাড়তে। এই সময় মাছ ধরা বারন।

Source: Millennium Post

Bengal Govt to install sanitary napkin vending machines in 69 women’s institutions

The Bengal Government has decided to install sanitary napkin vending machines along with incinerators for proper disposal in 69 women-specific educational institutions in the State. Of the 69, 68 are colleges and the other is the Diamond Harbour Women’s University.

The State Higher Education Department would be implementing the programme. The monetary sanction for this was recently granted by the Finance Department.

The setup in each institution would cost Rs 65,696. The total amount to be spent on the machines is approximately Rs 45.33 lakh.

As per the notice issued by the Higher Education Department, approximately 1.07 lakh female students, teachers and other personnel would be benefited through the deployment of these machines.

 

৬৯টি মহিলা কলেজে বসছে স্যানিটারি ন্যাপকিনের মেশিন

৬৯টি কলেজে স্যানিটারি ন্যাপকিনের মেশিন বসানোর জন্য ৪৫ লক্ষের বেশি টাকা বরাদ্দ করল শিক্ষা দপ্তর। এই তালিকায় আছে একটি বিশ্ববিদ্যালয়ও। সেটি হল ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, পুরোপুরি মহিলা কলেজ বা বিশ্ববিদ্যালয়কেই এই মেশিন বসানোর টাকা দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তি জারি করে দপ্তর জানিয়েছে, অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পরই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

কলেজ পিছু একটি মেশিন বসানোর খরচ পড়বে ৬৫ হাজার ৬৯৬ টাকা। ৬৯টির মধ্যে কলকাতায় রয়েছে ৩০টি কলেজ। সরকারি উদ্যোগে এমন মেশিন বসানোর উদ্যোগ এই প্রথম।

River-side park of international standard to come up in Diamond Harbour

The State Government has decided to build a park in line with those seen in many well-known tourist places at Diamond Harbour in South 24 Parganas district.

The park will stretch along the bank of the Hooghly River, and will be a stretch of refreshing green.

The park will have steps going down to the river along the entire stretch of the park, with adequate safety measures like security personnel to keep watch. There will be two separate parks for children within the park.

Trees of various species will cover the whole area, including a row of palms. Manicured gardens will be set up at places. There will also be sculptures to beautify the park.

A large lake will be dug up in the middle of the park. There will be two entrance-cum-exits, connected to paths crisscrossing the entire park. Special viewpoints and benches for sitting will be constructed.

Four special picnic zones are part of the blueprint, so that the whole park does not become strewn with plates and other refuse. Last but not the least, there will be toilets located at convenient points inside the park.

 

Source: Bartaman

 

বিদেশের আদলে ডায়মন্ডহারবারে গড়ে উঠবে পার্ক, পিকনিক এরিনা

 

শীতের গোড়াতেই পর্যটক ও পিকনিক পার্টিদের জন্য সুখবর। একেবারে বিদেশি বিনোদন পার্কের আদলে এবার ডায়মন্ডহারবারে শ্রীহীন গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে একেবারে আধুনিক ছাঁচে ঢেলে সাজানো হবে।

প্রায় দু’কিমি এলাকা জুড়ে গঙ্গাতটে ফুল ও ফলের গাছগাছালির মধ্যে হাঁটার রাস্তার পাশাপাশি বসার জায়গা ছাড়াও পিকনিক স্পটের ব্যবস্থা থাকবে। যাতে অতিথিরা শহরে ঢোকার পর সেখানে দু’দণ্ড বসে নদীর স্পর্শ পেয়ে চোখ ও মনের তৃপ্তি পেতে পারেন। সকল বয়সিদের মনোরঞ্জনের কথা ভেবে সেই অনুসারে পরিকাঠামো তৈরি করা হবে। বিশেষত শিশুদের বিনোদনের জন্য রোপওয়ে করারও পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টো দিকে নদীর ধার ধরে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। তা শেষ হবে কেল্লার মাঠে গিয়ে। নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে। সেখানে নদীর জল পর্যন্ত পর পর সিঁড়ি থাকবে। যাতে কেউ মনে করলে নদীর একেবারে কাছে চলে যেতে পারেন। কেউ চাইলে সেখানে বসতেও পারেন। কোথাও কোথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মতো করে দেওয়া হবে। সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে। পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে। পার্কে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পালটানোর ঘরও। খাওয়ার জন্য বাইরে যেতে হবে না। ভিতরেই থাকবে মোবাইল ফুড স্টল।

বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কেল্লার মাঠকে। পুরো জায়গাকে পিকনিক করার উপযোগী করে তৈরি গড়ে তোলা হবে। সব মিলিয়ে পাঁচটি পিকনিক এরিনা করা হবে। এছাড়া বোটিংয়ের জন্য ব্যবস্থা হবে। পাশাপাশি একটি রোপওয়ে তৈরি করা হবে। ডায়মন্ডহারবার ব্যায়ামাগারের থেকে কেল্লার মাঠ পর্যন্ত রোপওয়েটি করা হবে।

সব মিলিয়ে, ডায়মন্ডহারবারকে সাজিয়ে তোলার এই উদ্যোগ এলাকার পর্যটনের বিকাশ ঘটাবে বলেই আশা করা যায়।

People will reject ideology-less CPM, directionless Congress and issue-less BJP: Abhishek at Barasat

Trinamool Youth Congress President and Lok Sabha MP Abhishek Banerjee today addressed a mega rally at Barasat Kacchari Maidan. This was his second public rally after recovering from the frightful car accident in October, 2016.

The first rally, which Abhishek termed as the beginning of a ‘second innings’, was held at Diamond Harbour SDO ground on April 2, 2017.

Abhishek slammed the Opposition calling the CPI(M) ideology-less, Congress as directionless and BJP as issue-less power greedy party. He said that more the attempts are made to malign Mamata Banerjee, the stronger Trinamool will become.

“We will not allow any communal violence in Bengal. We will not allow the peace and harmony of the State to be destroyed,” he said. He asked party workers to prepare posters warning people to beware of ‘chhoddobeshi’ CPI(M) and ‘poddobeshi’ BJP. He slammed the BJP saying Modi promised development but his party is full of rioters and child traffickers. He also said what someone wears or eats is their personal choice and no one should interfered.

On demonetisation he said that Trinamool wants black money to be recovered but not at the cost of the poor people. He slammed the BJP for not allowing obituary references in Parliament to those who died due to demonetisation. “People do not have the right to access their own money. What times are we living in? Our leader held protests across the country on this issue”.

Calling the BJP “Bangla Jalao Party” and “Bachcha Jharo Party”, Abhishek Banerjee said, Trinamool has fulfilled the promises made in the Manifesto and is working towards turning Bengal around. He asked the party workers to start preparing for Panchayat elections.

নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপিকে বাতিল করবে মানুষঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বারাসাতের কাছারি ময়দানে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর অক্টোবর মাসের দুর্ঘটনার পর এটা হবে তাঁর দ্বিতীয় জনসভা।

গত রবিবার ডায়মন্ড হারবারের এসডিও মাঠে অভিষেক নিজের রাজনৈতিক জীবনের “দ্বিতীয় অধ্যায়” শুরু করেন। সেই সভায় বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন অভিষেক।

“বাংলা কারো কাছে মাথা নত করে নি। যা করার করুক, আমরা দিল্লীর সামনে হারব না। ইস্যুহীন কংগ্রেস, চরিত্রহীন সিপিএম ও দিশাহীন ক্ষমতা লোভী বিজেপি একসঙ্গে হয়েছে,” বলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আপনাদের আশীর্বাদ দোয়া, প্রার্থনার জন্য আজ আমি আপনাদের সামনে এসেছি। উন্নয়নের রথ অব্যাহত রয়েছে সেটা আপনাদের জনসমুদ্রতেই প্রমাণিত
  • তৃণমূল সাধারণ মানুষের অহংকার, অলংকার, জেদ ও আবেগ। তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা হয় দল ততই শক্তিশালী হয়
  • আগামী পঞ্চায়েত নির্বাচনে পর উত্তর ২৪ পরগনার কোন গ্রামে সিপিএম-বিজেপি-কংগ্রেস কে খুঁজে পাওয়া যাবে না। এই রাজ্যে নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপি এক হয়ে তৃণমূল নেত্রীকে কলঙ্কিত করে চলেছে। মানুষ এটা মেনে নেয়নি আর নেবেও না
  • সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। এই বাংলাকে ভাগ হতে দেব না। কোন রকম সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না
  • নেতাজি বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব’।  বিজেপি বলে আমাকে কুর্সি দাও, আমরা বাংলায় রক্তের বন্যা বইয়ে দেব।
  • আগে ছদ্মবেশী সিপিএম মুখে লাল কাপড় বেঁধে মানুষকে অত্যাচার করত, এখন মুখে গেরুয়া কাপর বেঁধে পদ্মবেশী বিজেপি এই বাংলাকে হিন্দু-মুস্লিমে ভেঙে দিতে চাইছে।
  • যতই সিপিএম জঘন্য ভাষায় আমাদের আক্রমণ করুক, আমি আমাদের দলের কর্মীদের বলব ‘সংযত থাকো উত্তরটা ব্যালট বাক্সে ওরা পেয়ে যাবে’।
  • পোস্টার বানান, ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হইতে সাবধান’। বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্র। কেন্দ্র কোন টাকা পাঠাচ্ছে না।
  • মোদী প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়ন করবে। কিন্তু তিনি বাংলায় দুটি জিনিস দিয়েছেন। দাঙ্গাবাজ ও বাচ্চা চোর। শিশু পাচারে যারা জড়িত তার পূর্ণ তদন্ত হওয়া উচিত।
  • আমাদের সরকার কন্যাশ্রী, সবুজ সাথী, নতুন রাস্তা, খাদ্য সাথী, স্কলারশিপ, গীতাঞ্জলী, হাসপাতাল সব করেছে। আমাদের লক্ষ্য বাংলার মানুষের পাশে থাকা এবং বাংলার মানুষের হয়ে লড়াই করা।
  • আমাদের কর্মীরা আমাদের সম্পদ, পুরনো যেসব কর্মীরা লড়াই করে রক্ত দিয়ে সংগ্রাম করেছে, তাদেরকে সম্মান দিতে হবে। তৃণমূল যারা করবে তাদের দিদির সংগ্রামকে পাথেয় করে চলতে হবে।
  • কে কি পরবে, কে কি খাবে সেটা তাদের পার্সোনাল চয়েস, আমার টাকা আমার কাছে থাকতে পারছে না। এরকম খারাপ দিন আগে কখনও আসেনি। ২০১৯-এ বিজেপি এসবের ফল পেয়ে যাবে।
  • বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি আর বাচ্ছা ঝাড়ো পার্টি। আমরা চাই কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরীবের চোখের জল ফেলে নয়। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা একাধিক আন্দোলন করেছি সারা দেশে। ডেরেক ও ব্রায়েন রাজ্যসভাতে এক মিনিট নীরবতা চেয়েছিলেন যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে, কিন্তু, বিজেপি সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে।
  • আমাদের ইস্তেহারে যা বলা ছিল, আমরা তা করেছি। যেমন সিঙ্গুরের জমি আমরা ফেরত দিয়েছি। কিন্তু, বিজেপি তাদের কথা অনুযায়ী কালো টাকা ফেরত আনতে পারেনি।
  • আমাদের লড়াই বাংলার সোনালী দিন ফিরিয়ে আনার লড়াই। বিরোধীরা সব কিছুতেই কোর্টে চলে যায়, ওরা কোর্টে থাকুক আর আমরা ভোটে থাকবো। তৃণমূল বাংলার মানুষের মনের মধ্যে রয়েছে।
  • আপনারা এমন ভাবে লড়াই করুন যাতে আগামী পঞ্চায়েতে সিপিএম কংগ্রেস বা বিজেপি কোথাও মাথা তুলে না দাঁড়াতে পারে। সততার কোনও বিকল্প হয় না। উন্নয়নের বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিন। সবাইকে শুভ নববর্ষ।

 

 

People will give a fitting reply to the Centre democratically: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and Diamond Harbour MP Abhishek Banerjee addressed a huge public meeting at Diamond Harbour today. This was his first public meeting in six months, after he met with an accident last October.

During his speech he thanked the people for their love, support and blessings. He said he is back from near-death experience because of the wishes and prayers of people. Terming this as his ‘second innings’ in politics, Abhishek said we have to reach out to people with a renewed vigour.

“Even if all political parties come together against Trinamool in Panchayat polls, nobody can defeat us. People are with us. There is no alternative to Mamata Banerjee in Bengal. People have rejected the unholy nexus of CPI(M) and Congress,” he said.

Attacking the Centre for its step-motherly attitude, Abhishek said, “We will not bow our heads before Delhi.” He added that the Centre is misusing the agencies to intimidate Trinamool. “But they do not know Trinamool is different from other parties,” Abhishek commented, adding that people will give a fitting reply to the Centre democratically.

He came down heavily against a party that was involved in child trafficking. Demanding a thorough investigation into the issue, he said they have place in Bengal. “We will protect the rights of the people of Bengal,” the MP said.

Abhishek also gave out a strong message of communal harmony at the rally. “There is no difference between Hindus and Muslims. Our culture teaches us ‘Sarva Dharma Samannay’. Swami Vivekananda had said everyone has the freedom to eat what they please,” he said. Nobody has the right to dictate what people will eat, what they will wear, Abhishek added.

Sharpening the attack on BJP, he said Trinamool has fulfilled the promises it made during elections but the Centre has failed to live up to the promises they made.

 

মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দীর্ঘ ছয়মাস পর একটি জনসভা করলেন। গত বছর অক্টোবর মাসে একটি দুর্ঘটনার পর মৃত্যুর সাথে লড়াই করে সুস্থ হয়ে তিনি ফিরে এলেন জনতার দরবারে।

বক্তব্য রাখার সময় তিনি সকলকে ধন্যবাদ জানান তাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। তিনি বলেন মানুষের আশীর্বাদ ও প্রার্থনার জন্যই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছেন। আজকের জনসভাকে তিনি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন দলের কর্মীদের মানুষের কাছে নতুন উদ্যমে পৌঁছে যেতে হবে।

সব রাজনৈতিক দল এক হয়ে লড়লেও তৃণমূলকে হারাতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মানুষ সিপিএম ও কংগ্রেসের অনৈতিক জোটকে প্রত্যাখ্যান করেছে,” বলেন অভিষেক।

বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করায় কেন্দ্রকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “দিল্লির কাছে বাংলা হার মানবে না।” তিনি ও বলেন যে নানা এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমাতে পারবেনা কেন্দ্র। মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে, বলেন তিনি।

শিশু পাচার নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন শিশু পাচারের চাইতে ঘৃণ্য অপরাধ হয় না। পাচারচক্রের সাথে জড়িতদের কড়া শাস্তি দাবি করেন তিনি এবং বলেন যারা এই কাজে যুক্ত তাদের বাংলায় স্থান নেই।

জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেন তরুণ এই সাংসদ। তিনি বলেন, হিন্দু আর মুসলমানের কোনো তফাৎ নেই। আমাদের সংস্কৃতি শেখায় সর্ব ধর্ম সমন্বয়ের কথা। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সবার নিজের পছন্দের খাবার খাওয়ার স্বাধীনতা আছে। কেউ ঠিক করে দিতে পারে না কে কি খাবে বা কে কি পরবে।

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, তৃণমূল নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে কিন্তু কেন্দ্র এখনও নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ।

Three more police districts to be set up in Bengal

The Bengal Government has decided upon setting up three more ‘police districts’ after Jhargram.  All the new police districts will be set up in South 24 Parganas, in Kakdwip, Diamond Harbour and Baruipur.

The decision was approved during the State Cabinet meeting at Nabanna on Tuesday.

The Kakdwip police district will be setup with 19 police stations including 9 in the Kakdwip sub-division. The Diamond Harbour police district will include all the police station of the sub-division and that of the Alipore sub-division. The Baruipur police-district will include all the police stations of the Baruipur sub-division.

The move will ensure better communication and fast response by the police force in case of any emergency regarding law and order situation.

 

ঝাড়গ্রামের পরে তৈরি হচ্ছে আরও তিনটি পুলিশ জেলা

ঝাড়গ্রামের পরে রাজ্যে আরও তিনটি পুলিশ জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব ক’টিই হবে দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও বারুইপুর।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই তিন পুলিশ-জেলা অনুমোদন পেয়েছে। কাকদ্বীপ পুলিশ জেলা গড়া হচ্ছে কাকদ্বীপ মহকুমার ন’টিথানা-সহ ১৩টি থানা নিয়ে। ডায়মন্ড হারবার পুলিশজেলায় ওই মহকুমার সব থানা ছাড়াও থাকবে কলকাতার লাগোয়া আলিপুর মহকুমার থানাগুলি। আর বারুইপুর মহকুমার সব থানা নিয়ে হবে বারুইপুর পুলিশ জেলা।

প্রশাসনের একাংশ জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা হলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা।

 

 

Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।

 

Do not vote for the perpetrators of Nandigram: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Monday addressed a campaign rally for the 2016 Assembly Election at the Sarisha High School Ground in Diamond Harbour for the candidates of Diamond Harbour and Falta Assembly segments.

In his speech, the firebrand leader said that the candidates belonging to the Congress-CPI(M) alliance do not have the ethical right to ask for votes. The current Congress leaders fight for themselves and not for their party, he said. He asked the party workers present in the meet whether they will vote for the murderers of Nandigram and Netai.

The Trinamool Youth Congress President criticised the Leader of the Opposition saying that after 2011, he became a former minister and after 2016, he will become a former MLA.

Criticising the ongoing slander campaign taken up by the rainbow alliance of Congress-BJP-CPI(M) against the Trinamool Congress, he said that the opposition is having dreams to return to power will remain unfulfilled.

Abhishek Banerjee leads a historic padyatra in Diamond Harbour

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee participated in a Maha Michhil consisting thousands of people held from Kopathat to Station More in the Diamond Harbour constituency.  The padayatra was held to express solidarity against the vandalism and disturbance being attempted by the combined force of BJP and CPM in rural Bengal.

The firebrand TMYC leader said at the end of the meeting that Trinamool Congress has the ability to will all the 294 assembly seats in the forthcoming Assembly Election in 2016 in the basis of the developmental works done under Chief Minister Mamata Banerjee.

Mr Banerjee slammed the CPM saying that the Ministers in the Left era worked part-time and never bothered to mingle with common people. He said that Mamata Banerjee will remain a guard for the common people through thick and thin.

Talking about his constituency, Mr Banerjee said that the people of Diamond Harbour had the right to know what their elected representative had done for them and how the Rs 5 crore MPLAD has been spent. So a booklet has been published and has been sent at booth-levels for the information of all. He also announced a fund of Rs 1.5 crore for the restoration and reconstruction of the Diamond Harbour Zilla Hospital morgue.