Construction of bridge over Muriganga to begin this year

The Mamata Banerjee-led Bengal Government is undertaking yet another initiative to connect Sagar Island with the mainland. A 3-km long bridge over Muriganga river will be constructed soon. The DPR (detailed project report) is currently being prepared, and construction work will begin later this year.

The bridge will be built by the National Highway Infrastructure Development Corporation. The Public Works Department of the State will extend all help and cooperation.

Two approach roads (2-km long each) will be constructed on either side of the bridge. The entire length of the bridge – from Lot Number 8 till Kochuberia – will be around 5 km. The total cost of the project will be Rs 3,000 crore.

Normally, during high tide, it takes 5-6 hours to reach Sagar Island from Babu Ghat near Dharmatala. The journey takes much longer during low tide, as ferries or barges cannot navigate during that time. The bridge will bring down journey time to 3 hours.

 

মুড়িগঙ্গার ওপর সেতু তৈরীর কাজ শুরু এবছরেই

সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মুড়িগঙ্গার ওপর ৩ কিঃমিঃ সেতু তৈরীর কাজের ডিপিআর তৈরীর কাজ শুরু হল। সেতু তৈরীর কাজ শুরু হবে এবছরেই। ন্যাশানাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই নির্মাণের দায়িত্বে আছে। এই সংস্থাকে সবরকম সাহায্য করবে পূর্তদপ্তর।

এই সেতুর দুই মুখে অ্যাপ্রোচ রোড তৈরী হবে প্রায় ২ কিঃমিঃ। সব মিলিয়ে লট নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত সেতুর দৈর্ঘ্য হবে ৫ কিঃমিঃ। প্রকল্পে মোট খরচ হবে ৩০০০ কোটি টাকা। জোয়ারের সময় ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগে ৫/৬ ঘণ্টা, ভাঁটার সময় কোনও সময়ের ঠিক থাকে না। কারন ভাঁটার সময় বার্জ বা ফেরি কিছুই চলাচল করতে পারে না। এই সেতু তৈরী হলে সড়কপথে ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগবে ৩ ঘণ্টা।

#Nov8BlackDay Trinamool to observe ‘Black Day’ to mark DeMonetisation anniversary

Today, on the occasion of the first anniversary of the announcement of demonetisation, the Trinamool Congress Government would be organising ‘Black Day’ or ‘Kaala Dibas’ through a series of protest marches from 2 to 3 pm in Kolkata as well as in all the districts.

In Kolkata, the marches would take place in Sealdah, Dharmatala, Hazra, Jadavpur, Behala, Garia and other places.

Also, till December 15, Trinamool will organise mass-contact programmes across the state.

Demonetisation has been a disaster for the country. Lakhs of people, more in the informal sector, lost their jobs, and tragically, more than 120 people were killed while standing in queues outside banks, trying to exchange demonetised currency or withdraw money in the newly-introduced currency.

 

নোট বাতিলের বর্ষপূর্তি-কালা দিবসে তৃণমূল কংগ্রেসের কর্মসূচী

৮ই নভেম্বর ২০১৬ সালে হঠকারী ভাবে সন্ধ্যাবেলা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট বাতিল করা হল।কারণ হিসেবে বলা হয়, এই নোট বাতিলের ফলে দেশে আর কোনও কালো টাকা থাকবে না, হবে না কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।

আজ সেই সিদ্ধান্তের বর্ষপূর্তিতে এসে দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল হওয়া নোটের ৯৯শতাংশ ফেরত পেয়েছে, কিন্তু, ধরা পরেনি কোনও কালো টাকা। সন্ত্রাসবাদী কার্যকলাপ এখনও পুরোমাত্রায় চলছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বীভৎস ভাবে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে প্রচুর পরিমানে। অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ছোট ব্যাবসায়ী আজ চূড়ান্ত দৈন্যদশায় জীবন নির্বাহ করছে।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নোট বাতিলের বর্ষপূর্তিকে দেশের কালা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে। মিছিলে অংশ নেওয়া প্রতি কর্মী সমর্থক কালো পতাকা হাতে নেবেন। স্লোগান দেবেন যে, নোটবাতিল দেশের সব থেকে বড় দুর্নীতি।

উত্তর কলকাতার মিছিলের নেতৃত্ব দেবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে হাজরা, শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুর, বেহালা, গড়িয়া ও অন্যান্য জায়গায়। কলকাতার দক্ষিনে যে মিছিল হবে, তার নেতৃত্ব দেবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। এই মিছিল হবে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।

এছাড়া, মুখ্যমন্ত্রীর আহ্বানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কর্মী সমর্থকরা তাদের ডিসপ্লে ফটো কালো করে রাখবেন আজ।

আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য ব্যাপী জনসংযোগ কর্মসূচী পালন করবে তৃণমূল।

All roads lead to Dharmatala today

Today is historic July 21. On this day in 1993, 13 valiant workers lost their lives at Mayo Road in Kolkata, after the police opened fire on them.

They were marching to Writers’ Building, led by current Chief Minister Mamata Banerjee, then a firebrand Opposition leader, demanding that the voters’ identity card be made the only valid document to verify voters in order to stop the rampant ‘scientific rigging’ by the ruling party. Writers’ Building was then the state secretariat.

To commemorate the martyrdom of the 13 political activists, along with other martyrs who were killed during the Left Front rule, lakhs of people have converged from all the districts in Kolkata for the public meeting at Dharmatala.

As part of the preparations for Shahid Dibas rally, National President of Trinamool Youth Congress, Abhishek Banerjee held several public meetings across the State, all of which saw huge turnouts.

As in the past, this year too lakhs of party supporters have been put up at various places in Kolkata in eager anticipation of this special day. They have been accommodated by the party in places like the Geetanjali Stadium, Milan Mela grounds and various places in north Kolkata, where local leaders and party workers have been looking after them.

All roads lead to Dharmatala today. Camps have been set up at various places across the city to provide assistance to people. Commemorative gates have also been put up at important intersections in the city. Proper arrangements have been made for fire-safety, drinking water. Arrangements have also been made for medical emergencies.

 

আজ ধর্মতলায় শহীদ স্মরণ

আজ ঐতিহাসিক ২১শে জুলাই। ১৯৯৩ সালে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার কার্ডের ভিত্তিতে নির্বাচনের দাবী জানাতে গিয়ে বাম সরকারের পুলিশের গুলিতে কলকাতার রাজপথে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুবক। তার পরের বছর থেকে প্রতি বছর এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন শহীদ দিবস।

আজকের সভাকে উদ্দেশ্য করে রাজ্যের প্রতি জেলা থেকে এসেছেন অগণিত কর্মী, সমর্থক ও সাধারন মানুষ। সকল ধর্ম বর্ণের মানুষের গন্তব্য ধর্মতলা। বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মত এবছরেও ২১শে জুলাইয়ের সভার জন্য প্রস্তুতি সভা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সভা করেছেন এই উদ্দেশ্যে। পুরনো কর্মীদের সম্মান প্রদান করার কথাও বলেছেন তিনি। প্রতিটি সভায় ভিড় ছিল চোখে পড়ার মত।

প্রতিবারের মতো বেশ কয়েকদিন আগে থেকেই কর্মী সমর্থকরা এসে জমা হয়েছেন কলকাতার বিভিন্ন অঞ্চলে। তাঁদের রাখা হয়েছে গীতাঞ্জলী স্টেডিয়াম, মিলন মেলা প্রাঙ্গন সহ বিভিন্ন জায়গায়। প্রতিটি শিবিরে আগতদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছেন নেতা ও কর্মীরা।

শহরের বিভিন্ন প্রান্তর থেকে ধর্মতলায় যাওয়া ও ধর্মতলা যাবে বহু মিছিল। আগত মানুষের সুবিধার্থে খোলা হয়েছে বিভিন্ন ক্যাম্প। শহরের নানা জায়গায় গেট তৈরি করা হয়েছে।​ ব্যবস্থা রয়েছে ফার্স্ট এইড এর। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পানীয় জলের দিকেও নজর দেওয়া হয়েছে।

 

 

Message of 21 July: Always be at the side of the people

At today’s 21 July Martyrs Day rally, senior Trinamool leadership asked party workers and supporters to always be by the side of the people and maintain discipline.

Here are the excerpts of their speeches:

Subrata Bakshi:

For 23 long years Mamata Banerjee has been observing Martyrs Day on 21 July. She against the misrule and oppression of CPI(M) even when she was alone. Our next target is Tripura.

Sudip Bandyopadhyay:

We got 211 seats because people received fruits of development from Trinamool. Bengal has become a model for rest of India.

Abhishek Banerjee:

The turnout today shows that even two Brigades would have been less for this 21 July Sahid Dibas rally.In November 2014, BJP had called for “Bhaag Mamata Bhaag” from this location. They have been decimated by people. MLAs of Bishnupur and Gajole have joined us today. Congress cannot manage its own house and wants to fight Didi.

Partha Chatterjee:

We have to reach out to people, maintain discipline. There is no place for the errant in Trinamool Congress.

Suvendu Adhikari:

Development has won, smear campaign and conspiracies have been defeated in 2016 Assembly election.

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মানুষের পাশে থাকার বার্তা

আজ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সিনিয়র তৃণমূল নেতারা দলের কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছেন।

সুব্রত বক্সি

দীর্ঘ ২৩ বছর ধরে ২১শে জুলাই পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের অত্যাচারের বিরুদ্ধে তিনি একা লড়াই করেছেন। আমাদের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়

আমরা ২১১টি আসন পেয়েছি কারণ মানুষ তৃণমূলের উন্নয়নের ফল পেয়েছেন। বাংলা এখন ভারতের একটি মডেল হয়ে উঠেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজকের এই বিপুল জনসমাগম দুটি ব্রিগেডের সমাবেশের সমান। ২০১৪ সালের নভেম্বরে বিজেপি এখান থেকে বলেছিল ‘ভাগ মমতা ভাগ’। মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে। বিষ্ণুপুর ও গাজলের এর বিধায়ক আজ যোগদান করেছে। কংগ্রেস নিজের ঘর সামলাতে পারে না তারা দিদির সাথে লড়াই করতে এসেছে।

পার্থ চট্টোপাধ্যায়

আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যারা অন্যায় করবে তাদের তৃণমূলে কোন জায়গা নেই।

শুভেন্দু অধিকারী

উন্নয়নের জয় হয়েছে। ২০১৬র বিধানসভা নির্বাচনে কুৎসা ও অপপ্রচার পরাজিত হয়েছে।

Trinamool’s next target is Tripura: Mamata Banerjee at 21 July rally

Trinamool Chairperson Mamata Banerjee said that she will be visiting the north-eastern state of Tripura on August 9, to consolidate the ground for Trinamool Congress in the State.

She said that she wanted to work for the development of the people of Tripura, which has been facing Left tyranny for decades.

In her speech today at the the Trinamool Chairperson said, “Many people from Tripura are here today. I will visit Tripura on 9 August. We want to work for development. In the next Assembly Election in Tripura, we will form the Government there.”

In the recent past, many leaders from the Tripura Assembly have joined Trinamool Congress. Some of them were present here at the Martyr’s Rally today at Dharmatala.

 

তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা: ২১শে জুলাইয়ের জনসভায় বললেন মমতা

তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জী বলেন, আগামী ৯ই আগস্ট তিনি ত্রিপুরা সফরে যাচ্ছেন। তিনি বলেন তিনি ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। ত্রিপুরার মানুষ কয়েক দশক ধরে বাম স্বৈরশাসন সহ্য করেছেন।

তৃণমূল সভানেত্রী আজ তার বক্তৃতায় বলেন, “আজ ত্রিপুরা থেকে অনেক মানুষ এখানে এসেছেন। আমি ৯ই আগস্ট ত্রিপুরা সফরে যাব। আমরা উন্নয়নের জন্য কাজ করতে চাই। ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনের মধ্যে, তৃণমূল কংগ্রেস সরকার সেখানে গঠন করবে”।

কয়েকদিন আগেই  ত্রিপুরা বিধানসভা থেকে অনেক নেতা তৃণমূলের যোগদান করেছেন। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে এখানে শহীদ সমাবেশে ধর্মতলায় আজ উপস্থিত ছিলেন।

Looking back at 21 July, 1993

The 21 July Martyrs’ Day rally is organised by All India Trinamool Congress in remembrance of 13 people shot dead by West Bengal Police in Kolkata during a protest movement led by Ms Mamata Banerjee on 21 July, 1993.

Ms Banerjee had organised Writers’ Chalo Abhiyan (March towards Writers’ Building) demanding that the voters’ identity card be made the only valid document to verify voters in order to put a stop to rampant ‘scientific rigging’.

Bloody history

The party workers gathered at five different points across the city on that fateful day. They began marching towards their destination along Brabourne Road and were stopped by a large contingent of police officials near the Tea Board office, barely few minutes away from the Writers’ Building. The police force started beating up the crowd mercilessly in order to drive them away from the vicinity of Writers’ Building.

The youth activists who were peacefully rallying refused to stop and walked ahead. Many rounds of teargas shells were fired but the supporters kept moving forward. Despite Ms Banerjee’s efforts to establish peace, the police went berserk in a spate of revenge and did not even spare her.

The place transformed into a battle zone. People started running across Curzon Park. The police opened fire, killing 13 supporters and leaving hundreds severely injured. Since then, an annual rally is held on this day every year, dedicated to the memory of these 13 martyrs.

Remembering martyrs

On the political significance of this day, the Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee writes in her book ‘My Unforgettable Memories’:

“It is the day when we remember and offer our respect to the hundreds of people who are fighting death every day, whose lives are a living death, who have lost life and limb in this struggle. For us, it is a day of sorrow and shame.”

“Ever since 1993, every year July 21 brings back excruciating pain and agony to our memory, of the barbaric act of violence and brutal firing meted out by the previous Left Front government,” recalls the Trinamool Chairperson.

“The voice of democratic demand raised in a peaceful procession was stifled with bullets and violence… Every year, 21st July is dedicated to ‘Shahid family’ (martyrs family) belonging to different democratic movements,” the Trinamool Congress Chairperson said.

“Let us bow our heads down, pay obeisance and remember their invaluable sacrifice and also take a pledge to rededicate ourselves to continue to fight for the cause of ‘Maa Mati Manush’ and build a harmonious, peaceful and prosperous Bengal,” she said.

Eight things Mamata Banerjee said at 21 July Rally

Trinamool Chairperson Mamata Banerjee today addressed lakhs and lakhs of party workers, supporters and common people at Sahid Dibas rally in Dharmatala, Kolkata.

During her speech she lashed out at a section of people trying to foment communal tension in the state and warned them of dire consequences.

She also said that Trinamool’s next target is to work for the development of the people of Tripura. She asked the Trinamool activists to rise above selfish motives and work for the party.

Excerpts of her speech today at Dharmatala:

On Sahid Dibas

 l welcome the families of martyrs who are present here. Martyr families from Netai, Nandigram, Singur, Sainbari, Nanoor and even Marichjhanpi are present here. While coming to the venue I saw lakhs and lakhs of people still coming here. We thank the Maa, Mati, Manush of Bengal for electing us to office for the second time. 21 July is not just a word or date. It has a deeper meaning. It signifies movement. It signifies emotions. 21 July has a connection with our hearts. 13 innocent lives were lost on 21 July, 1993. Many people were killed during the CPI(M) rule. Next year will mark the 25th year of the 21 July Sahid Dibas. We will take up programmes throughout the year.

On Maa Mati Manush

 We believe humanity is the biggest religion. We have to love people, serve them. To earn the trust of the people is the biggest challenge of a political party. Trinamool is a party of the people. Trinamool stands for poriborton, development, unity, progress, working for people. Workers are the biggest assets of Trinamool Congress.

 On Trinamool’s victory

 Despite all the conspiracies and smear campaigns, Trinamool won 211 seats. There were unprecedented canards against us. Our party, our government is always pro-people. We will not allow anti-people actions. The more you try to scare us, the stronger our resolve becomes. We have not learnt to bow our heads. We cannot be defeated with fear tactics.

On party dicipline

 A few bad people bring bad repute to the entire party. We have to rise above selfish motives and work for the party. We have distributed direct government services to 85-90 per cent people in every district. The party must help the administration in maintaining law and order in the State. I am your guardian, your protector. I am here to ensure your well-being. We will use the talent of our youth to convert Bengal into Biswa Bangla.

On communal politics

 When the Centre cannot fight us politically they use agencies like ED and CBI. The infrastructure created in the last five years will be an asset for the posterity. Although we have increased our revenue, a large amount money is being spent on paying off debt incurred by CPI(M). A lot of States are in debt trap because of the wrong economic policies of the Centre. The Centre is destroying the federal structure and interfering in the work of the States. The Centre does not give funds but claims credit for schemes and projects through advertisements. Centre is bringing down its share in most schemes. They do not even consult States whether we can pay our share. The top four districts in India under Swachh Bharat Mission are from Bengal. Centre wants to make Aadhar compulsory. They must first ensure everyone gets an Aadhar card. The Centre talks of direct benefit transfer. But first set up banks in every village. Black money has not come back to the country. White money is going away from the country

On harmony

We condemn terror attacks of all forms. Dalits were tortured in Gujarat recently. Some organisations are trying to incite communal violence in the name of cow protection. I eat veg, someone eats chicken while some other person eats cow meat. What is wrong in that? It is personal choice. Who are you to decide who will eat what? We will not allow communal tension in the name of cow protection. We stood in solidarity with Bangladesh after terror attacks in Dhaka. You cannot take people for granted. Today you are in power. Tomorrow you may be thrown out of office.

On Tripura

 Many people from Tripura are here today. I will visit Tripura on 9 August. We want to work for development. Mamata Banerjee does not seek power. I want federal structure to be strengthened.

On Bengal

 Festive season is coming. We have maintained communal harmony in the State. Youth and students are our assets. You will build a better Bengal tomorrow. We have started free healthcare at govt hospitals. We are giving rice at Rs 2/kg. We started Kanyashree, Sabuj Sathi. We are giving monthly stipends to folk artistes. We have to uphold our culure and heritage Frontal organisations, panchayats, Zilla Parishads, municipalities must keep working for the people. Our target is to convert Bengal into Biswa Bangla.

 

২১ শের জনপ্লাবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

বিধানসভা নির্বাচনে ২১১ আসন নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার পর আজ ২১ জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস দল। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য রাজনৈতিক সভা৷ একুশে জুলাই নিহত ও আহতদের পরিজনদের পাশাপাশি ছিলেন নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই ও রাজ্যের বহু জায়গায় শোষিত অত্যাচারিত মানুষের পরিবার৷

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • এখানে উপস্থিত সকল শহিদ পরিবারের সদস্যদের ও বিশিষ্ট জনদের আমার অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি
  • নন্দিগ্রাম, সাঁইবাড়ি, সিঙ্গুর, নানুর ও মরিচঝাঁপির সকল শহিদের পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন
  • আসার সময় আমি দেখলাম লাখ লাখ মানুষ আসছেন এখনও
  • দ্বিতীয়বার আমায় সমর্থন করার জন্য মা-মাটি-মানুষকে আমার ধন্যবাদ
  • ২১শে জুলাই কোন একটি শব্দ বা তারিখ নয়, এর এক গভীর মানে। এটি একটি আন্দোলন, এটি একটি আবেগ
  • ২১শে জুলাইয়ের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক
  • ১৯৯৩ সালের ২১শে জুলাই ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। সিপিএমের আমলে অনেক মৃত্যু হয়েছে
  • আমরা বিশ্বাস করি মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম. আমরা মানুষকে ভালোবাসি তাই তাদের জন্য কাজ করি
  • আগামী বছর ২১শে জুলাইয়ের ২৫ বছর পূর্ণ হবে। সারা বছর ধরে আমরা এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করব
  • জনগণের আস্থা অর্জন করা রাজনৈতিক দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃণমূল মানুষের দল
  • তৃণমূল মানে পরিবর্তন, উন্নয়ন, একতা ও প্রগতি
  • কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সম্পদ
  • অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও তৃণমূল ২১১ টি আসন পেয়েছে
  • আমাদের দল, আমাদের সরকার জনগণের সরকার। আমরা গণবিরোধী কাজ বরদাস্ত করব না
  • আমরা আমাদের মাথা নত করতে শিখিনি। ভয় দেখিয়ে আমাদের দমন করা যাবে না
  • যত আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন আমরা ততই শক্তিশালী হব
  • কিছু লোক সমগ্র দলের ভাবমূর্তি নষ্ট করছে
  • নিজেদের স্বার্থ ভুলে গিয়ে আমাদের দলের জন্য কাজ করতে হবে
  • আমরা প্রতি জেলায় ৮৫-৯০ শতাংশ লোকের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সাহায্য করতে হবে
  • আমি আপনাদের অভিভাবক,আপনাদের রক্ষক
  • বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে আমরা যুবশক্তিকে কাজে লাগাব
  • কেন্দ্র যখন আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না তখন তারা ইডি এবং সিবিআই এর মত সংস্থা গুলিকে ব্যবহার করছে
  • গত পাঁচ বছরে যা পরিকাঠামো তৈরি হয়েছে তা দেশের সম্পদ
  • আমরা আমাদের রাজস্ব বৃদ্ধি করেছি। সিপিএমের দেনা এখনও আমরা শোধ করছি
  • অনেক রাজ্য ঋণে ডুবে রয়েছে কেন্দ্রের ভুল অর্থনৈতিক নীতির কারণে
  • রাজ্যের কাজে হস্তক্ষেপ করে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করছে কেন্দ্র
  • কেন্দ্র আমাদের ফান্ডের টাকা দেয় না
  • রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র সমস্ত প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে
  • স্বচ্ছ ভারত মিশনের তালিকায় শীর্ষে রয়েছে বাংলার ৪টি জেলা
  • কেন্দ্র আধার বাধ্যতামূলক করতে চায়। তার আগে সবাই আধার কার্ড পেয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে
  • কালো টাকা দেশে ফিরছে না, বরং সাদা টাকা দেশ থেকে চলে যাচ্ছে
  • সব সন্ত্রাসবাদী হামলাই নিন্দনীয়
  • সম্প্রতি গুজরাটে দলিতদের ওপর নির্যাতন হয়েছে। কিছু প্রতিষ্ঠান গরু সুরক্ষার নামে সাম্প্রদায়িক হিংসার উদ্রেক করার চেষ্টা করছেন
  • আমি নিরামিষ খাই, কেউ আমিষ খান, এটা যার যার ব্যক্তিগত পছন্দ
  • কে কি খাবেন তা আপনি ঠিক করার কে? সুরক্ষার নামে সাম্প্রদায়িক উত্তেজনা বরদাস্ত করব না
  • বাংলাদেশের ঢাকায় সন্ত্রাসবাদী হামলার পর আমরা তাদের পাশে দাঁড়িয়ে ছিলাম
  • আপনারা মানুষকে অবহেলা করতে পারেন না, আজ আপনি ক্ষমতায় আছে, কিন্তু কাল নাও থাকতে পারেন
  • আজ ত্রিপুরা থেকে অনেকে এখানে এসেছেন।. আমি ৯ই আগস্ট ত্রিপুরা যাব
  • মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা চান না। আমি চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করতে
  • উ९সবের মরশুম আসছে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে
  • আমরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিতসার ব্যবস্থা করেছি, মানুষকে ২টাকা কেজি চাল দিচ্ছি
  • কন্যাশ্রী, সবুজ সাথী চালু করেছি আমরা। লোকশিল্পীদের মাসিক ভাতা দিচ্ছি
  • পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সকলকে মানুষের জন্য কাজ করতে হবে
  • বাংলাকে বিশ্ববাংলায় পরিণত করাই আমাদের লক্ষ

 

 

 

 

 

 

 

Start preparing for 2016 elections from now: Mamata Banerjee at 21 July rally

Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee addressed probably the biggest ever rally on the occasion of 21 July Sahid Divas at Dharmatala today.

The Party Chairperson stressed on the forthcoming assembly elections in 2016 and urged the activists to work unitedly. She said that Maa Mati Manush are the biggest pillars of 21 July Sahid Divas. The party Chairperson said that youth, women, struggle, development, progress symbolise 21 July, which was a black day for democracy under CPM rule.

On communalism and divisive politics

The Trinamool Chairperson said that some people are spreading canards and poison of communalism and Trinamool does not support them.

“Bengal cannot be divided, Hindu-Muslim-Christian-Sikh-Buddhist-Jains all are our brothers and sisters,” she said. “An eye for an eye, a riot for a riot is not our ideology, loving people across all lines is our policy,” the party Chairperson added. She slammed the Centre for humiliating Bengal and said people will teach them a lesson.

 

ekushe 1

Mamata Banerjee arrives at Dharmatala

 

On opposition parties

The AITC Chairperson said that for 34 years, CPM was blind to people’s sufferings and deaf to the cries of poor.

“Congress-CPM-BJP are engaged in malicious campaign of lies and have no ideology in Bengal, they are like Ha Ja Ba Ra La (nonsense),” the party Chairperson said. She added that the Congress-BJP-CPM are all same and people will defeat their ideology.

She said that Trinamool’s struggle is against negligence by the Centre and the politics of hatred and communalism. “Trinamool Congress is not afraid of agencies and will not bow its heads before Centre,” she said.

The AITC Chairperson said that Trinamool did not relent before CPM and will not be scared by the ideology of hate and intolerance of the party at Centre. “Trinamool Congress does not fear any power and even if CPM-BJP-Congress unites in 2016, people will shower their blessings on TMC,” she said.

She also added that CPM will lose whatever little (seats) they have.

 

ekushe 3

Mamata Banerjee addressing the crowd at Dharmatala

 

On Development of Bengal

  • The Trinamool Government has given scholarships to 82 lakh students, have opened new colleges and universities
  • We have started marketing hubs, fair price medicine shops and has made hospital beds free
  • Our Government has started Sikkhashree scheme for SC students and have been giving rice at Rs 2/kg to people of Jangalmahal
  • 3.2 crore people in the State get rice at Rs 2/kg now in Bengal and by next year 3 crore more will be covered
  • Already 22 lakh girls are registered under Kanyashree scheme and 2 lakh more will registered on 14 August, Kanyashree Divas
  • From the UNICEF to the World Bank and UNESCO – Everyone is honouring Bengal’s schemes
  • Though the Centre is doing publicity for Swachh Bharat, Bengal’s Nadia district shows the way in action. Nadia is the best district in India in cleanliness scheme while Hooghly is second and Birbhum is fourth
  • Centre has started Beti Padhao scheme but have allotted only Rs 100 Cr while Bengal allotted Rs 1000 Cr for Kanyashree
  • The State Government has increased the number of medical seats in Bengal as well as the number of hospital beds
  • The fair price medicine shops, which offer up to 70% discount, are models for entire country
  • 350 SNSUs and SNCUs, 13 universities and 45 colleges have been set up in the State
  • The small scale sector has already generated 47 lakh jobs and 23 lakh jobs will be created in the next 2 years. 70000 teachers will be recruited soon
  • 41 multi super speciality hospitals are coming up in Bengal
  • Tanti Sathi, a project for weavers, has been started
  • The Government has started 731 days of child care leave for women employees of educational institutes, panchayats and municipalities

 

mamata 21she july

Didi waving at people

On organisational work

The Chairperson reiterated that she has no affinity for power and that she is here for people. She urged the party activists to strengthen the organization and to stand by the people.

She said that there is no place for self-centredness in Trinamool Congress and no place for syndicates, illegal mining in the party. “We are a party of the poor and want to stay like that,” she said.

Trinamool will be fighting alone and will win in the 2016 Vidhan Sabha elections, the Chairperson added. She urged all workers to start preparing for 2016 elections from now and asked the party activists to reach out to people.

Workers’ workshops will begin in every block after festive season, she informed.

“Trinamool Congress is like a joint family and we will continue to work for the people, she said. We are party of Maa Mati Manush, our grassroots workers are our strength, not our leaders,” she added before concluding her speech.

ekushe 6

Thousands of people listen eagerly as Didi speaks

 

Slice of mini Bengal at Dharmatala

There was a slice of mini Bangla at the Shahid Mancha of 21 July rally at Dharmatala. The stage hosted stalwarts from various fields of arts, sports and culture. People from all walks of life came to the rally in huge numbers to pay tributes to the martyrs of 21 July 1993 police firing.

While celebrity singers like,Indranil Sen and Nachiketa Chakraborty enthralled the crowd with theirpatriotic folk songs, the newly elected MP from Ghatal, Deepak Adhikari (Dev)drew applauds from the young generation for his short inspiring speech.

The rally saw faces like Bhaichung Bhutia,Mehtab Hussain, Bidesh Bose, Lakshmiratan Shukla, Jhulan Goswami, Mantu Ghosh,Manas Bhattacharyya and Dibyendu Baruah. Theatre activist and MP Arpita Ghoshalong with State tourism Minister Bratya Bose was present on the occasion.

Authors, poets and artists – MahashwetaDebi, Subodh Sarkar, Arindam Sil, Amiya Chowdhury, Debesh Chattapadhyay, JogenChowdhury, Suvaprasanna – were present on the occasion. Several actors ofBengali film and television fraternity were also present.

The Trinamool Chairperson Ms MamataBanerjee spoke to each of them individually. She said she will bring back the goldenera of Bengal.

Among the audience, the ProgressiveDoctor`s Association set up a camp near the rally site to provide freetreatment to all and provided free medicines when required.

The Esplanade East area saw a colourfuldance performance from the Tusu dancers, who came all the way from Ranibandh inBankura to attend the rally. Performance by Ronpa dancers of Bankura wasanother sight to watch out for. Even tribal dancers and musicians from Jangalmahal won the hearts of the people.

 

DSC04022

Facebook supporters community

 

DSC04011

The beats of Dhamsa Madol from Purulia

 

DSC04006

Discipline is the pillar of Trinamool

 

DSC03965

Supporters from Jangalmahal

 

DSC03966

Supporters of the tribal community 

DSC03960

Women – one of the main pillars of Trinamool

 

DSC03983

Supporters from the newly created district of Alipurduar

DSC03963

Various musical instruments of Bengal also made a presence

DSC03934

The cultural diversity of Bengal

 

IMG_20150721_103751

Tribal musical instruments at the 21se July Rally

IMG_20150721_120305

Supporters from Darjeeling district

Mamata Banerjee gives directions to party workers at 21 July rally

Kolkata has geared up for Tuesday’s massive mobilisation of Trinamool Congress supporters in and around the Esplanade-CR Avenue crossing on the occasion of “Martyrs’ Day” to commemorate the death of 13 Youth Congress supporters who had fallen to police bullets on 21 July in 1993.

Chief Minister Mamata Banerjee, who supervised the arrangements at the venue on Monday evening, sought an “apology in advance’’ from the people who will be greatly incovenienced as traffic in all the city’s arterial roads will be thrown out of gear.

“We would have shifted the venue to the Brigade Parade Ground though the huge ground would be too small to accommodate the mammoth crowd that would turn up. But, we have to stick to the spot where the killings took place. We don’t take out processions every now and then unlike many political parties. But, only on 21 July every year we all gather here to pay homage to our martyrs. I request the people to bear with us only for one day,” Banerjee told the media.

Without naming any political party, she said : “One political party leader, who has hardly any supporter, often blocks the road with a handful of demonstrators. But we never do that.’

Trinamool supporters coming from the Shyamabazar five-point crossing would take Central Avenue to reach the venue and those coming from Howrah and Sealdah stations will move along Brabourne Road and SN Banerjee Road, respectively, to reach Esplanade. A large number of party activists will also arrive from Salt Lake via Beliaghata.

Lakhs and thousands of supporters have arrived from across districts to listen to Mamata Banerjee who will give directions for the future from the dais today.