Kolkata Municipal Corporation (KMC) has decided to take up a project to make biogas and organic fertilizers from the tons of garbage it collects daily.
Biogas is a source of cheap fuel while organic fertilizers are environment-friendly.
The project would start as a pilot project, with the garbage to be collected from some of the bigger dumps like the ones at Jodhpur Park, Lansdowne Market and a few others. The infrastructure for the conversion of the garbage would be set up at Dhapa, the site of Kolkata’s dumping ground.
To get the project off the ground would cost Rs 5 crore approximately, the first tranche of which has already been released.
Daily, almost 4,500 metric tonnes of garbage is generated in the area under KMC, with almost 20 per cent being generated in the various markets.
Source: Ebela
জঞ্জাল থেকে বায়ো গ্যাস ও জৈব সার
শহরের বাজারের জঞ্জাল থেকেই এবার বায়ো গ্যাস ও জৈব সার তৈরির পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। জঞ্জাল থেকে উৎপন্ন বায়ো গ্যাস পুরসভার ছোট গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেমনই জৈব সারের বাণিজ্যিক বিপণনও করা হবে। যোধপুর পার্ক, ল্যান্সডাউন মার্কেটের মতো কয়েকটি বাজারের ক্ষেত্রে এই পাইলট প্রজেক্ট গ্রহণ করা হবে।
শহরে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন জঞ্জাল উৎপন্ন হয়। ওই জঞ্জালের প্রায় ২০ শতাংশই বাজার এলাকার জঞ্জাল। প্রায় পাঁচ কোটি টাকার ওই প্রকল্পের প্রথম পর্যায়ের অর্থও পুর দপ্তরের তরফে বরাদ্দ করা হয়েছে। তাঁর পরেই প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের প্রাথমিক ধাপ হিসেবে পরিষদের বৈঠকে প্রস্তাবটি গ্রহণ করা হয়।
বায়ো গ্যাস ও জৈব সার উৎপাদনের জন্য বাজারের সংগৃহীত জঞ্জালের প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে ধাপাতেই।