Bengal CM attacks Opposition over dengue politics

Bengal Chief Minister Mamata Banerjee today attacked the Opposition on the dengue issue.

She said, “We do not have a control over diseases. We have to remain alert and maintain cleanliness. We must take care. Chairmen and councilors of various municipalities must visit their areas regularly. Awareness drives must be conducted.”

She added, “Instead of standing by the people at this point of time, they are indulging in politics. Let them share the statistics of the States ruled by them first.”

She stated the number of deaths in 2017 due to vector-borne diseases and swine-flu in different States:

  • Maharashtra – 685
  • Gujarat – 434
  • Rajasthan – 230
  • Uttar Pradesh – 165
  • Madhya Pradesh – 141
  • Tamil Nadu – 120
  • Kerala – 111
  • Odisha – 83
  • Assam – 87
  • Bengal – 34

 

The CM said that special anti-Dengue drives were undertaken in Bengal since January, or else the casualty figures would have been higher. She also added that Bengal has set up several dengue detection centres.

ডেঙ্গু ইস্যুতে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ বর্ধিত কোর কমিটি মিটিংএ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গু ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের।

তিনি বলেন, “রোগ আপনার আমার হাতে নেই, কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সঠিক সময়ে সঠিক কেয়ার নিতে হবে। মিউনিসিপালিটির চেয়ারম্যানরা কাউন্সিলরদের নিজের এলাকায় বারবার ভিজিট করতে বলুন। জেলা পরিষদরাও ভিজিট করবেন। কাউন্সিলর, এমপি, এমএলএরা প্রশাসনকে সাথে নিয়ে সচেতনতা প্রোগ্রাম করুন। নিজেদের এলাকা ভালো রাখুন, সজাগ থাকুন।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিপিএম কংগ্রেস বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে, নিজের রাজ্যের হিসেবটা ফার্স্ট নিতে বলুন।”

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন কন রাজ্যে ২০১৭ সালে Vector-Borne Diseases & Swine Flu-র কারণে কত মৃত্যু হয়েছেঃ

  • মহারাষ্ট্র – ৬৮৫
  • গুজরাট – ৪৩৪
  • রাজস্থান – ২৩০
  • উত্তর প্রদেশ – ১৬৫
  • মধ্যপ্রদেশ – ১৪১
  • তামিলনাড়ু – ১২০
  • কেরল – ১১১
  • ওড়িশা – ৮৩
  • আসাম – ৮৭
  • বাংলা – ৩৪

 

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জানুয়ারী মাস থেকেই ডেঙ্গুরোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় নয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশী হতে পারত। তিনি এও বলেন এই রাজ্যের মত এতগুলো ডেঙ্গু ডিটেকশন ল্যাবোরাটরি আর কোন রাজ্যে নেই।

Govt not to tolerate any negligence in dengue cases: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee said that the State Government will not tolerate any kind of negligence to tackle dengue cases in the state. In her speech during the Assembly session, she said that everybody has to work together to prevent further spread of the disease.

“The State Government did not neglect diseases like dengue, malaria and encephalitis,” she said. She emphasised on taking preventive measures and asked the MLA s of the Opposition parties for helping the State Government to spread awareness of this disease.

She also said that the State Government has taken several drives to combat the deadly mosquito-borne virus. During this campaign, 87,000 additional workers have been deployed for cleaning of roads, drains, water bodies, regular lifting of waste and garbage from roads, markets,hospitals and major places of the town, scientific management of solid waste by way of using around 200 compactors.

Various cleanliness activities are being undertaken in each ward by involving councillors, health functionaries, self-help groups, ICDS workers, conservancy workers, schools, colleges, clubs, market committee members and various government organisations. In all, the 125 municipalities intensive awareness campaigns are being conducted to spread health awareness on vector-borne diseases.

 

ডেঙ্গু মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কর্তব্যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ এই সময়ে রাজ্যের পাশে থাকা উচিত বিরোধীদের’৷ অন্যদিকে, ডেঙ্গু মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা৷

তিনি বলেন, “রাজ্য সরকার ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফালাইটিসের মত রোগ অবহেলা করে না”। তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিরোধী দলের বিধায়কদের রাজ্য সরকারকে সাহায্য করার কথা বলেন।

তিনি আরও বলেন, যে সরকার মশাবাহিত বিভিন্ন রোগের বিরুদ্ধে অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। রাস্তা, ড্রেন, জলাশয়, বর্জ্য ও রাস্তাঘাট, বাজার, হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করার জন্য ৮৭,০০০ অতিরিক্ত শ্রমিক মোতায়েন করা হয়েছে এবং ২০০টি কম্প্যাক্টর বসানো হয়েছে।

বিভিন্ন কাউন্সিলরসহ স্বাস্থ্য কর্মকর্তা, স্বনির্ভর গোষ্ঠী, আই সি ডি এস কর্মী, শ্রমিক, স্কুল, কলেজ, ক্লাব, বাজার কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দ্বারা প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছনতার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে ১২৫টি পৌরসভায় মশা বাহিত বিভিন্ন রোগের জন্য সচেতনতামূলক কাজ শুরু হয়েছে।

KMC to open five more dengue detection centres

The Kolkata Municipal Corporation (KMC) will open five more dengue detection centres in the city in early September. This will take the total number of dengue detection centres in the city to 10.

The KMC is also considering a proposal to keep two centres open round the clock.

The civic authorities are likely to open five more dengue detection centres in near future. From January 1 to August 13, 290 people in the city have been afflicted with dengue, Ghosh said.

Massive Awareness Programme

  • The KMC has formed Rapid Action Team in the borough and central levels.
  • The health workers are going from house to house to launch anti-larvae drive.
  • The KMC was keeping in constant touch with the state health department.
  • KMC health department staff is visiting pathological laboratories and private nursing homes to know the names of patients who have been detected with dengue.
  • People should not panic and contact KMC ward health offices if they are found to be suffering from fever.

 

 

আরও ৫টি ডেঙ্গু রোগ নির্ণয় কেন্দ্র চালু করল কলকাতা পুরসভা

ডেঙ্গু মোকাবিলায় শহরে আরও ৫টি অতিরিক্ত ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্র চালু করবে পুরসভা। সেপ্টেম্বরের শুরুতেই চালু হবে এগুলো। এর ফলে সব মিলিয়ে শহরে মোট ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্রের সংখ্যা হল ১০টি।

এছাড়াও দুটি কেন্দ্র সর্বক্ষণ খোলা রাখার একটি প্রস্তাবও দেওয়া হয় কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে।

‘অদূর ভবিষ্যতে আরো পাঁচটি ডেঙ্গু সনাক্তকরণ কেন্দ্র খোলার সম্ভাবনা রয়েছে। ১লা জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যে প্রায় ২৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে’, জানান অতীন ঘোষ।

ব্যাপক সচেতনতা কর্মসূচি

  • কলকাতা পৌরসংস্থা বরো এবং কেন্দ্রীয় স্তরে র‍্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে।
  • স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাণ্টি লার্ভা ড্রাইভ কর্মসূচি চালাচ্ছে।
  • কলকাতা পৌরসংস্থা রাজ্যের স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
  • কলকাতা পৌরসংস্থা স্বাস্থ্য বিভাগের কর্মী আবেগপূর্ণ ল্যাবরেটরিজ এবং বেসরকারী নার্সিং হোম পরিদর্শন করা হয় রোগীদের যারা ডেঙ্গুতে সনাক্ত করা হয়েছে এর নাম জানতে.
  • জনগণকে অযথা আতঙ্কিত হতে বারণ করা হয়েছে এবং যদি কেউ জ্বরে আক্রান্ত হন তাহলে তাদের তৎক্ষণাৎ কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য অফিসের সঙ্গে যোগাযোগ করা উচিত।