KMC inducts 5 mobile medical units

Kolkata Municipal Corporation (KMC) inducted five mobile medical units recently with the aim of ensuring the reach of healthcare facilities to even the remotest corners of the city. Sixty wards have been identified which would be serviced by these mobile facilities.

The mobile medical units will have all the facilities of the KMC’s health units, and will be equipped with a doctor, a pharmacist, a laboratory technician, a pathologist and a driver-cum-helper. They will cater to both communicable and non-communicable diseases.

Along with mobile healthcare facilities, the corporation also inaugurated advanced pathological tests at its health units. The tests will include blood tests to detect kidney-related ailments, liver function tests and cholesterol tests. Also, importantly, these expensive tests will be done for free.

Six such centres for advanced tests have been opened, for ward numbers 11, 36, 62, 57, 96 and 132. These centres will soon be opened at the KMC’s 15 dengue detection centres too.

Source: Millennium Post

Bengal Govt to rope in folk artistes under Lok Prasar Prakalpa to spread dengue awareness

The Bengal Government has decided to take the help the beneficiaries of the Lok Prasar Prakalpa for spreading awareness about dengue.

The mosquito-borne disease occurs certain times of the year, ever year and the State Government has set up an effective mechanism to fight it, from employing extra doctors to setting up special blood-testing facilities to running health camps to spraying anti-mosquito medicines.

And now, it has come up with another initiative – to employ the services of the folk artistes (singers and dancers) who are beneficiaries of the Lok Prasar Prakalpa to spread awareness about the diseases through their songs, dances and street theatres throughout the state – from the big towns to the remotest of villages.

These artistes have been very successfully used till now to spread information about the various government schemes, and hence, the decision was taken to employ them for fighting dengue.

The script for the songs and poems related to fighting dengue would be written by the Health Department and these would be handed over to the folk performers.

Source: Ebela

 

রাজ্য সরকারের ডেঙ্গি সচেতনতার প্রচার করবে লোকশিল্পীরা

ডেঙ্গি সচেতনতা বাড়াতে ‘লোকপ্রসার প্রকল্পের’ শিল্পীদের কাজে লাগানোর ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন।

ইতিমধ্যেই মানুষের মধ্যে সচেতনতা প্রচারের কাজ শুরু করেছে সরকার। সচেতনতা প্রচারে বৈচিত্র্য আনতে চাইছে রাজ্য। প্রায় দু’লক্ষ লোকশিল্পীর একটি অংশকে এবার প্রচারের কাজে লাগাতে চায় রাজ্য।

স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই নবান্নের সঙ্গে আলোচনা করেছে। ঠিক হয়েছে, ডেঙ্গি সচেতনতার প্রচারের জন্য ছড়া-গান লিখবে স্বাস্থ্য দপ্তর। সেই ‘স্ক্রিপ্ট’ তুলে দেওয়া হবে লোকশিল্পীদের। তার পরেই শিল্পীরা নিজেদের মতো করে এলাকাভিত্তিকভাবে প্রচার করবেন। ডেঙ্গি মোকাবিলায় সাধারন নাগরিকের কি করণীয়, তাও জানাবেন তারা।

No need to panic: Mamata Banerjee on dengue situation in Bengal

Chief Minister Mamata Banerjee on Monday said that some people were trying to create panic regarding dengue outbreak in the state and asserted that her government was taking adequate measures to combat the situation. She said that so far 40 people have died in the state due to vector-borne diseases.

“There is no need to panic. Some people are trying to create a panic with a vested interest. We are monitoring the situation 24 hours. The government is taking all measures to control the situation and provide relief to the people. Some doctors are also working 24 hours. We have also alerted all municipalities to launch special drive to kill mosquitoes,” Mamata Banerjee said after holding a meeting with state health department officials at state secretariat.

The Chief Minister said that so far 13 dengue deaths have been verified by the state government and examining other potential dengue deaths reports. “So far 13 people have been died due to dengue in government hospitals. These deaths have been verified as dengue deaths. We have also received a report of 20 deaths which were caused by malaria, dengue or swine flu. These deaths occurred in private hospitals and we are yet to verify the reports” she said.

The Chief Minister informed that deaths caused by vector-borne diseases in West Bengal were less compared to other states:

  • Gujarat: 435
  • Maharashtra: 695
  • Rajasthan: 230
  • Uttar Pradesh: 165
  • Madhya Pradesh: 141
  • Kerala: 111
  • Assam: 87
  • Odisha: 83

 

The Chief Minister said that she will not hesitate to take action against municipalities which will be seen not taking measures to combat the dengue outbreak despite receiving funds from the state health department.

“Taking care of the people is my priority. I will not compromise on that. The Opposition is trying to take political mileage out of it. We have to be human first,” she added.

 

 

অকারণে আতঙ্কিত হবেন নাঃ বাংলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে ডেঙ্গু সহ বিভিন্ন অজানা জ্বর নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

ব্লকে ব্লকে ডেঙ্গু সচেতনতা কর্মসূচী নেওয়া হচ্ছে। দমদম বিধাননগর, ভাঙ্গড় সহ কিছু কিছু জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আমাদেরও সচেতন হতে হবে। ফুলের টব, বালতি, বাগান – কোথাও জল জমতে দেবেন না । সংবাদমাধ্যমকেও অনুরোধ করব সচেতনতা প্রচার করার।

অকারণে প্যানিক করার কারণ নেই, আবহাওয়া, বৃষ্টিও ডেঙ্গুরর জন্য কিছুটা দায়ী।

ডেঙ্গু চরিত্র বদল করেছে। কোথাও ডেঙ্গু, কোথাও অজানা জ্বর, কোথাও ম্যালেরিয়া, কোথাও সোয়াইন ফ্লু হচ্ছে, আরও রিসার্চ করা দরকার।

স্বাস্থ্য রাজ্যের বিষয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে। সব রাজ্যে ব্যাপক হারে হচ্ছে এই রোগগুলি, আমরা এর জন্য কাউকে দায়ী করছি না।

  • গুজরাত – ৪৩৫ জন
  • মহারাষ্ট্র – ৬৯৫ জন
  • রাজস্থান – ২৩০ জন
  • উত্তরপ্রদেশ – ১৬৫ জন
  • মধ্যপ্রদেশ – ১৪১ জন
  • কেরালা – ১১১ জন
  • তামিলনাড়ু – ১২০ জন
  • অসম – ৮৭ জন
  • ওড়িশা – ৮৩ জন
  • বাংলা – ১৩ জন (সরকারি) + ২০ জন (বেসরকারি) = ৩৩ জন

 

যেখানে দায়িত্বশীলতার প্রয়োজন সেখানে মানুষকে দায়িত্বশীল হতে হবে। পুরসভা, পঞ্চায়েত, আশা কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছে। এটা আমাদের সকলের কাছে priority।

অনেক সময় মানুষ জানে না, কি করতে হয় কি করতে হয় না, তাই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা পাবলিক সার্ভিস। আমরা ২৪ ঘণ্টা মনিটারিং করছি। একটা মৃত্যুও দুঃখের।

কয়েকটা রাজনৈতিক দলের কোন কাজ নেই, তারা নোংরা রাজনীতি করছে। ওরা কোন কাজ করতে চায় না।

 

Bengal CM attacks Opposition over dengue politics

Bengal Chief Minister Mamata Banerjee today attacked the Opposition on the dengue issue.

She said, “We do not have a control over diseases. We have to remain alert and maintain cleanliness. We must take care. Chairmen and councilors of various municipalities must visit their areas regularly. Awareness drives must be conducted.”

She added, “Instead of standing by the people at this point of time, they are indulging in politics. Let them share the statistics of the States ruled by them first.”

She stated the number of deaths in 2017 due to vector-borne diseases and swine-flu in different States:

  • Maharashtra – 685
  • Gujarat – 434
  • Rajasthan – 230
  • Uttar Pradesh – 165
  • Madhya Pradesh – 141
  • Tamil Nadu – 120
  • Kerala – 111
  • Odisha – 83
  • Assam – 87
  • Bengal – 34

 

The CM said that special anti-Dengue drives were undertaken in Bengal since January, or else the casualty figures would have been higher. She also added that Bengal has set up several dengue detection centres.

ডেঙ্গু ইস্যুতে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ বর্ধিত কোর কমিটি মিটিংএ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গু ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের।

তিনি বলেন, “রোগ আপনার আমার হাতে নেই, কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সঠিক সময়ে সঠিক কেয়ার নিতে হবে। মিউনিসিপালিটির চেয়ারম্যানরা কাউন্সিলরদের নিজের এলাকায় বারবার ভিজিট করতে বলুন। জেলা পরিষদরাও ভিজিট করবেন। কাউন্সিলর, এমপি, এমএলএরা প্রশাসনকে সাথে নিয়ে সচেতনতা প্রোগ্রাম করুন। নিজেদের এলাকা ভালো রাখুন, সজাগ থাকুন।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিপিএম কংগ্রেস বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে, নিজের রাজ্যের হিসেবটা ফার্স্ট নিতে বলুন।”

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন কন রাজ্যে ২০১৭ সালে Vector-Borne Diseases & Swine Flu-র কারণে কত মৃত্যু হয়েছেঃ

  • মহারাষ্ট্র – ৬৮৫
  • গুজরাট – ৪৩৪
  • রাজস্থান – ২৩০
  • উত্তর প্রদেশ – ১৬৫
  • মধ্যপ্রদেশ – ১৪১
  • তামিলনাড়ু – ১২০
  • কেরল – ১১১
  • ওড়িশা – ৮৩
  • আসাম – ৮৭
  • বাংলা – ৩৪

 

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জানুয়ারী মাস থেকেই ডেঙ্গুরোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় নয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশী হতে পারত। তিনি এও বলেন এই রাজ্যের মত এতগুলো ডেঙ্গু ডিটেকশন ল্যাবোরাটরি আর কোন রাজ্যে নেই।

Do not panic or spread rumours about dengue: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a meeting at the State secretariat, Nabanna today to take stock of the State’s preparedness to combat dengue and other diseases which have been occurring recently.

After the meeting she held a press conference, where she asked the district authorities as well as the people to be alert. She said that at the meeting she came to know that in Deganga only one person had died due to dengue. But news reports give the impression that there has been a death parade, and people are running away from their homes.

“If there is an outbreak of a disease, it is our duty to take preventive measures. But one should not spread canards. Spreading rumours is a crime,” the CM added.

The Chief Minister also shared statistics on deaths due to dengue in various States in the last few months:

  • In Gujarat 430 people died due to swine flu
  • In Tamil Nadu 642 people died due to swine flu and 40 died due to dengue
  • In Maharashtra, 437 people died due to swine flu
  • In Kerala, 36 people have died due to dengue.
  • In Lucknow, 141 people and in Delhi, 21 people have died due to dengue.
  • In Bengal, 14 people have died due to dengue in recent times and during the last seven to eight months, 30 people in all have died due to dengue.

 

She also said that two people in Bidhannagar died due to dengue. However, she clarified that these incidents took place in areas where construction for the metro railway is going on, and where a lot of garbage had accumulated. The areas are under the control of Central Government and they are not allowing the local bodies to clean them.

The CM reiterated, “We organised this meeting today because even one death is something to take note of. Our duty is to ensure that people do not get scared, that they get access to proper treatment.”

 

 

ডেঙ্গু নিয়ে অপপ্রচার করে মানুষকে ভয় দেখাবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে ডেঙ্গু ও অজানা জ্বরের মোকাবিলা করার জন্য একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সতর্ক থাকার, নিজেদের যত্ন নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,অপপ্রচার করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, “মিটিং করতে গিয়ে দেখলাম সংবাদমাধ্যমের একাংশ বলছে দেগঙ্গায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মানুষ নাকি ঘর ছেড়ে চলে যাচ্ছে। রোগ হলে তা প্রতিকার করা আমাদের দায়িত্ব কিন্তু অপপ্রচার করে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। গুজব ছড়াবেন না। এটা একটা অপরাধ।”

গত কয়েক মাসের পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন:

  • গুজরাতে ৪৩০ জন সোয়াইন ফ্লু-তে মারা গেছে
  • তামিলনাড়ু তে ৬৪২ জন সোয়াইন ফ্লু তে ও ৪০ জন ডেঙ্গুতে মারা গেছে,
  • মহারাষ্ট্রে ৪৩৭ জন মারা গেছে সোয়াইন ফ্লু-তে
  • কেরালায় ৩৬ জন মারা গেছে ডেঙ্গুতে
  • লখনৌ তে ১৪১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • দিল্লিতে ২১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • বাংলায় সম্প্রতি ১৪ জন এবং গত ৭-৮ মাসে মোট ৩০ জন মারা গেছেন ডেঙ্গুতে

 

তিনি আরও বলেন, “বিধাননগরে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন কারণ ওখানে মেট্রোর কাজ হচ্ছে, ময়লা জমা হচ্ছে। ওই এলাকা কেন্দ্রীয় সরকারের আওতায়, ওরা পরিষ্কার করতে দেয় না।”

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “একজনের মৃত্যুটাও খারাপ, তাই আমাদের এই পর্যালোচনা বৈঠক। মানুষ যাতে ভয় না পায়, সঠিক চিকিৎসা পায় সেদিকে নজর দেওয়াই আমাদের কর্তব্য।”

State Health Dept to introduce SMS alert system to fight dengue

The State Health Department is developing an SMS alert system to improve the monitoring and effective implementation of house-to-house surveillance for prevention and control of dengue.

Rs 12.2 lakh has been allocated for the first phase of the project, to be implemented by the State Urban Development Agency (SUDA).

People throughout the state will be able to avail various services in this regard through SMS messages. The Health Department will be able to send messages to people, especially important in dengue-prone areas, and vice versa, suspected victims of dengue and their family members will also be able to get in touch with the Health Department.

Patients will get to know information about treatment facilities available in State Government-run health centres, blood testing facilities, etc.

Kolkata Municipal Corporation (KMC) has taken up a similar initiative to check the spread of dengue, malaria and the other vector-borne diseases. KMC is also going to introduce a mobile application for providing information relating to the KMC-run health centres and the various health services that it provides.

 

ডেঙ্গুর প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়ে এল এসএমএস পরিষেবা

ডেঙ্গু প্রতিরোধ করতে একটি এসএমএস সচেতনতা সিস্টেম তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ।রাজ্য নগরোন্নয়ন সংস্থা এই প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ১২.২লক্ষ টাকা বরাদ্দ করেছে।

এই এসএমএস বার্তার মাধ্যমে রাজ্যবাসী ডেঙ্গু প্রতিরোধ সহ অন্যান্য পরিষেবা সংক্রান্ত অনেক পরিষেবা পাবে। স্বাস্থ্য দপ্তর সকলকে এসএমএস বার্তা পাঠাবে বিশেষত ডেঙ্গু প্রবণ অঞ্চলগুলিতে। পাশাপাশি ডেঙ্গু পীড়িত মানুষ ও তার পরিবার পরিজনও স্বাস্থ্য দপ্তরকে এসএমএস করে নানারকম অনুসন্ধান করতে পারবেন।

রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য ক্যাম্পগুলোতে রক্ত পরীক্ষা সহ আর কি কি পরিষেবা পেতে পারেন তা জানতে পারবেন জনসাধারন।

মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ করতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনও একই রকম উদ্যোগ নিয়েছে। তারাও খুব শীঘ্রই একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করতে চলেছে, যেখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে কি কি পরিষেবা পাওয়া যায়, তার বিস্তারিত বিবরণ থাকবে।

 

KMC to organise dengue awareness rally on Jan 7

Kolkata Municipal Corporation will organise a rally on January 7 to create awareness against dengue. This is a part of a year-long programme organised by the KMC.

This is for first time in KMC’s history when awareness campaign against dengue is being launched during winter.

The Mayor of Kolkata, Municipal Affairs minister and other MPs and MLAs along with celebrities will take part in the walk which will start from KMC headquarters on SN Banerjee Road. Invitation has been sent to people from all walks of life to take part in the awareness campaign against the dreadful disease.

Rallies will be held in all the 144 wards under KMC on that day. The Councillors will organise the rallies in their respective areas. There will be banners and posters to create awareness among the people.

KMC used to launch anti-dengue drive and campaign after the monsoon season which was considered to be the ideal breeding season for dengue bearing mosquitoes. But as the situation has changed, KMC has taken up a year-long programme to control the spread of the disease.

Dengue clinics have been set up in different parts of the city and civic health workers are visiting flats and individual houses to check underground reservoirs and overhead tanks and steps had been taken in case dengue larvae were found there.

Residents have been asked to clean the containers where water is stored at least once a week along with flower pots and vases. KMC is successful in bringing down the number of dengue cases in the areas under its jurisdiction drastically.

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ৭ই জানুয়ারী মিছিল করবে কলকাতা পুরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ৭ জানুয়ারি এক মিছিলের আয়োজন করবে এই কলকাতা পৌরসংস্থা।  এটি কলকাতা পুরসভা আয়োজিত বছরব্যাপী কর্মসূচির একটি অংশ।

এই প্রথমবার শীতকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করবে পুরসভা যা পুরসভার ইতিহাসে আগে কখনো হয়নি।

কলকাতার মেয়র, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং সেলিব্রিটিরা অংশ নেবে এই কর্মসূচিতে। এটি শুরু হবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয় থেকে। সব স্তরের মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নিজেদের এলাকায় সমাবেশের আয়োজন করবে। সেখানে ব্যানার ও পোস্টারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

সাধারণত বর্ষাকালে কলকাতা পুরসভা এই সচেতনতা মূলক প্রচারের আয়োজন করে যেহেতু বর্ষাকাল এসবের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কলকাতা পৌরসংস্থা তাই বছরব্যাপী এই সচেতনতা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে।

Govt not to tolerate any negligence in dengue cases: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee said that the State Government will not tolerate any kind of negligence to tackle dengue cases in the state. In her speech during the Assembly session, she said that everybody has to work together to prevent further spread of the disease.

“The State Government did not neglect diseases like dengue, malaria and encephalitis,” she said. She emphasised on taking preventive measures and asked the MLA s of the Opposition parties for helping the State Government to spread awareness of this disease.

She also said that the State Government has taken several drives to combat the deadly mosquito-borne virus. During this campaign, 87,000 additional workers have been deployed for cleaning of roads, drains, water bodies, regular lifting of waste and garbage from roads, markets,hospitals and major places of the town, scientific management of solid waste by way of using around 200 compactors.

Various cleanliness activities are being undertaken in each ward by involving councillors, health functionaries, self-help groups, ICDS workers, conservancy workers, schools, colleges, clubs, market committee members and various government organisations. In all, the 125 municipalities intensive awareness campaigns are being conducted to spread health awareness on vector-borne diseases.

 

ডেঙ্গু মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কর্তব্যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ এই সময়ে রাজ্যের পাশে থাকা উচিত বিরোধীদের’৷ অন্যদিকে, ডেঙ্গু মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা৷

তিনি বলেন, “রাজ্য সরকার ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফালাইটিসের মত রোগ অবহেলা করে না”। তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিরোধী দলের বিধায়কদের রাজ্য সরকারকে সাহায্য করার কথা বলেন।

তিনি আরও বলেন, যে সরকার মশাবাহিত বিভিন্ন রোগের বিরুদ্ধে অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। রাস্তা, ড্রেন, জলাশয়, বর্জ্য ও রাস্তাঘাট, বাজার, হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করার জন্য ৮৭,০০০ অতিরিক্ত শ্রমিক মোতায়েন করা হয়েছে এবং ২০০টি কম্প্যাক্টর বসানো হয়েছে।

বিভিন্ন কাউন্সিলরসহ স্বাস্থ্য কর্মকর্তা, স্বনির্ভর গোষ্ঠী, আই সি ডি এস কর্মী, শ্রমিক, স্কুল, কলেজ, ক্লাব, বাজার কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দ্বারা প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছনতার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে ১২৫টি পৌরসভায় মশা বাহিত বিভিন্ন রোগের জন্য সচেতনতামূলক কাজ শুরু হয়েছে।

KMC to open five more dengue detection centres

The Kolkata Municipal Corporation (KMC) will open five more dengue detection centres in the city in early September. This will take the total number of dengue detection centres in the city to 10.

The KMC is also considering a proposal to keep two centres open round the clock.

The civic authorities are likely to open five more dengue detection centres in near future. From January 1 to August 13, 290 people in the city have been afflicted with dengue, Ghosh said.

Massive Awareness Programme

  • The KMC has formed Rapid Action Team in the borough and central levels.
  • The health workers are going from house to house to launch anti-larvae drive.
  • The KMC was keeping in constant touch with the state health department.
  • KMC health department staff is visiting pathological laboratories and private nursing homes to know the names of patients who have been detected with dengue.
  • People should not panic and contact KMC ward health offices if they are found to be suffering from fever.

 

 

আরও ৫টি ডেঙ্গু রোগ নির্ণয় কেন্দ্র চালু করল কলকাতা পুরসভা

ডেঙ্গু মোকাবিলায় শহরে আরও ৫টি অতিরিক্ত ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্র চালু করবে পুরসভা। সেপ্টেম্বরের শুরুতেই চালু হবে এগুলো। এর ফলে সব মিলিয়ে শহরে মোট ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্রের সংখ্যা হল ১০টি।

এছাড়াও দুটি কেন্দ্র সর্বক্ষণ খোলা রাখার একটি প্রস্তাবও দেওয়া হয় কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে।

‘অদূর ভবিষ্যতে আরো পাঁচটি ডেঙ্গু সনাক্তকরণ কেন্দ্র খোলার সম্ভাবনা রয়েছে। ১লা জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যে প্রায় ২৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে’, জানান অতীন ঘোষ।

ব্যাপক সচেতনতা কর্মসূচি

  • কলকাতা পৌরসংস্থা বরো এবং কেন্দ্রীয় স্তরে র‍্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে।
  • স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাণ্টি লার্ভা ড্রাইভ কর্মসূচি চালাচ্ছে।
  • কলকাতা পৌরসংস্থা রাজ্যের স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
  • কলকাতা পৌরসংস্থা স্বাস্থ্য বিভাগের কর্মী আবেগপূর্ণ ল্যাবরেটরিজ এবং বেসরকারী নার্সিং হোম পরিদর্শন করা হয় রোগীদের যারা ডেঙ্গুতে সনাক্ত করা হয়েছে এর নাম জানতে.
  • জনগণকে অযথা আতঙ্কিত হতে বারণ করা হয়েছে এবং যদি কেউ জ্বরে আক্রান্ত হন তাহলে তাদের তৎক্ষণাৎ কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য অফিসের সঙ্গে যোগাযোগ করা উচিত।

 

 

Dos and Don’ts to prevent Dengue

Dengue is a viral fever and the virus is carried by Aedes mosquitoes. It is a largely preventable and manageable disease, doctors say, but precautions need to be taken to stay safe.

Here’s what you should (and should not) do to prevent Dengue:

 

Dos

  • Keep the areas around your house and the drains clean
  • Use mosquito repellents and nets; install screens on your doors and windows.
  • Wear light-coloured full-sleeve clothes to avoid mosquito bites.
  • Keep yourself hydrated throughout the day and carry water.
  • Any use-and-throw utensils should be cleared and put in bins.

 

Don’ts

  • Do not let water collect in open spaces and surroundings.
  • Do not self-medicate if you have symptoms of dengue like fever and body ache.
  • Do not panic. Most of the dengue patients can be cured with timely medical treatment.
  • Avoid giving steroids or antibiotics to dengue patients.
  • Avoid platelet transfusion unless there is an active bleeding or the platelet count is less than 10,000.

 

ডেঙ্গু প্রতিরোধে কি করণীয়, কি করণীয় নয়

ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত জ্বর এবং এডিস মশা এই ভাইরাসের বাহক। ডাক্তারদের মতে, ডেঙ্গু প্রতিরোধযোগ্য কিন্তু সেজন্য প্রয়োজন সচেতনতা এবং সাধারণ সাবধানতা অবলম্বন করা।

ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য কি করা উচিত (কি করা উচিত না):

 

কি করবেন: 

  • বাড়ির চারপাশের পরিবেশ, বাড়ি সংলগ্ন নর্দমা পরিষ্কার রাখুন।
  • দরজা-জানালায় মশা প্রতিরোধক জাল লাগান।
  • মশার কামড় এড়াতে গা-ঢাকা হালকা রঙের পোশাক পড়ুন।
  • সারাদিনে বেশি করে জল ও তরলজাতীয় খাবার খান।
  • বাড়ির আবর্জনা নিয়মিত পরিষ্কার করুন এবং নির্দিষ্ট জায়গায় জঞ্জাল ফেলুন।

 

কি করবেন না:

  • খোলা স্থানে জল জমতে দেবেন না।
  • জ্বর এবং গা-হাত-পা ব্যাথার মত ডেঙ্গুর লক্ষণ থাকলে নিজে নিজে ওষুধ খাবেন না।
  • অযথা আতঙ্কিত হবেন না। অধিকাংশ ডেঙ্গু রোগীই সময়মতো সাধারণ চিকিৎসায় সেরে যান।
  • রোগীদের স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেবেন না।
  • প্লেটলেট সংখ্যা ১০০০০ এর কম না হলে প্লেটলেট ট্রান্সফিউশন করবেন না।