Demonetisation a man-made disaster, Modi looted taxpayers’ money: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday again lashed out at Prime Minister Narendra Modi as a month passed since the government announced that old Rs 1,000 and Rs 500 notes will cease to be legal tender.

Mamata Banerjee, who has been staunchly against the move since the start, on Thursday, claimed that people have been subjected to harassment and financial insecurity in the one month since demonetisation.

Urging the Prime Minister to clarify the situation and take entire responsibility for it, she alleged that ever since demonetisation, government’s every move has been shrouded in mystery.

“Everything is done in huge secrecy, like he (PM Modi) is some Ali Baba. He should realise he is occupying a constitutional post,” the Chief Minister said.

Earlier in the day, she tweeted a list of 90 people who have died due to hardships following demonetisation of high value notes.

“One month of harassment, pain, hopelessness, financial insecurity and utter chaos,” she wrote on her Facebook page, “that is all that the common people has got after the black decision on demonetisation announced a month back on November eight”. “PM must clarify the situation to the nation and take entire responsibility,” she said.

Mamata Banerjee, who has been spearheading protests against demonetisation outside the Parliament termed it a “man made disaster” and “financial emergency”. Hitting out at Modi, she said that he has “looted people’s money”.

“Where is the black money? This is public money that you have taken, without consulting anybody before making the decision,” she said lashing out at Modi. “He (Modi) thinks as if he is a tiger, and the only one who is right,” Mamata Banerjee added in disdain.

Claiming that no black money has been recovered, the Trinamool Congress Chairperson said, “Only white money of the common people has been snatched away.”

Mamata also questioned the motives behind the government’s move, alleging that nobody but the prime minister and his aides have benefited from the scheme.

“Even no black money has been recovered from foreign countries. In the name of recovery of so called black money, the ruling party at the Centre has created assets in the form of land, bank deposits, gold, diamonds and has become more and more capitalist,” the CM said.

She also hit out at the Prime Minister over his absence from the House. “Many prime ministers have assumed office but nobody did this what Narendra Modi has done… Parliament is liable to people. That was not taken into account,” she added.

She said in her statement, “Production has nosedived, agricultural activities have been shattered, buying and selling is down drastically, the economy is in shambles – the entire country is passing through an unprecedented financial emergency.

“Untold sufferings have come down in the lives of farmers, labourers, workers of unorganised sectors, tea garden, beedi and jute workers, employed class, students, sick, old and infirm people,” the chief minister said in her statement.

“The common man is helpless. Mothers and sisters have been forced to give away their small personal savings to run the family in the face of serious cash crunch.”

“No one knows when this unfortunate ordeal will end. No one knows when good senses will prevail to stop this mindless harassment and sufferings of common people. No one knows what good has happened to the country and its people with this big, black decision,” the chief minister said.

Calling for immediate action to restore trust and confidence of the people on banking and financial sectors, Banerjee said, “People must have hassle-free access to their own money and feel secure that their money is safe with banks and financial institutions.”

“We have raised the issue repeatedly in Parliament and in different other platforms. Leading economists have criticized this mindless demonetisation. But there is no response yet,” she added.

 
সাধারণ মানুষের টাকা লুঠ করছে মোদী সরকার: নোট বাতিলের পূর্তিতে বললেন মুখ্যমন্ত্রী

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে ঘোষণা প্রধানমন্ত্রী নভেম্বর মাসে করেছিলেন, তার এক মাস পূর্ণ হল আজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন।

মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আজও বলেন নোটবাতিল ঘোষণার এক মাস পরেও জনসাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, এই সিদ্ধান্তর ফলে দেশবাসীর যে চরম দুর্ভোগ হয়েছে, তার দায়ভার যেন তিনি গ্রহন করেন। তিনি বলেন, এই নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপই রহস্যে মোড়া।

মুখ্যমন্ত্রী বলেন, সব কিছু গোপনীয়তার সঙ্গে করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেকে কোনও আলিবাবা ভাবছেন, তার সঙ্গে এটা ভুলে যাচ্ছেন যে তিনি সাংবিধানিক কোনও পদে আসিন।

নোটবাতিলের ফলে সাধারন মানুষের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরতে তিনি তার কিছুক্ষন আগে টুইট করেন যে ৯০ জন মানুষ এই নোটবাতিলের ফলে মারা গিয়েছেন তাঁদের নামের তালিকা দিয়ে।

তিনি ফেসবুকে লেখেন, “এক মাস ব্যাপী দুর্ভোগ, যন্ত্রণা, আশাহীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অরাজকতা, নোটবাতিল ঘোষণার পর এই এক মাসে এটাই মানুষের প্রাপ্তি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে বলেন “ম্যান মেড ডিসাস্টার” ও “অর্থনৈতিক অরাজকতা” আখ্যা দেন। তিনি মোদীর ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উনি জনসাধারনের টাকা লুঠ করেছেন।”

“কোথায় কালো টাকা? এটা জনসাধারনের টাকা যেটা আপনি তাঁদের থেকে কেড়ে নিয়েছেন। এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে উনি কারও পরামর্শ নেওয়ারও প্রয়োজন মনে করেন নি।“ মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নিজেকে বাঘ ভাবেন ও একমাত্র নিজে যা করছেন, সেটাই ঠিক।“

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনও কালো টাকা উদ্ধার হয়নি। তিনি বলেন, “শুধুমাত্র করদাতা ও গরিবমানুষের টাকা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে।“ তিনি প্রশ্ন তোলেন এই পদক্ষেপের ফলে কারা লাভবান হয়েছে? একমাত্র প্রধানমন্ত্রী ও তার অনুগতরা ছাড়া আর কাউর কোনও উপকার হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “বিদেশ থেকে কোনও কালোটাকা উদ্ধার হয় নি, কালো টাকা উদ্ধারের নাম করে শাসক দল নিজেদের সম্পত্তি কিনে গেছে, জমি, বাঙ্কের টাকা, সোনা, হিরে আরও কত কিছু, ধনীরা আরও ধনী হয়ে উঠেছে।“

প্রধানমন্ত্রীর সংসদে না থাকার কথাও বলেন, তিনি বলেন,”অনেক প্রধানমন্ত্রী এর আগে অল্পবিস্তর গড়হাজির থেকেছেন, কিন্তু, নরেন্দ্র মোদী যা করছেন, সেটা নজিরবিহীন, সংসদ জনগনের কাছে দায়বদ্ধ, এটা তিনি ভুলে গেছেন।“

তিনি জানান, উৎপাদন প্রায় বন্ধ, চাষের কাজ বন্ধ, কেনা বেচা অসম্ভব কমে গেছে। সারা দেশের অর্থনীতি এক ভীষণ রকম অরাজকতার সম্মুখীন হয়েছে।

কৃষক, শ্রমিক, অসংগঠিত খেত্রের কর্মী, চা বাগানের শ্রমিক, বিড়ি ও পাট শ্রমিক, চাকুরীজীবী মানুষ, ছাত্র, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, দুর্বল মানুষ সকলের জীবনেই চলছে অবর্ণনীয় কষ্ট।

“সাধারন মানুষ অসহায়, মা-বোনেদের বিপদের সংসারের সময় সামাল দেওয়ার সামান্য পুঁজিও সরকার জোর করে তাদের থেকে কেড়ে নিয়েছে“ তিনি বলেন।

ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোর ওপর থেকে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে কেন্দ্রর এখনি কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, “মানুষের নিজের টাকার ওপর যথেষ্ট অধিকার থাকা উচিত ও তাদের এটা বোঝা উচিত যে তাদের টাকা ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোয় সুরক্ষিত আছে।“

“আমরা সংসদ ও অন্যান্য জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সওয়াল করেছি, এই সিদ্ধান্তের বিরোধিতা নামকরা অর্থনীতিবিদরাও করছেন, কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।”

Bengal Finance Minister Amit Mitra slams note ban

“Only an authoritarian government can calmly cause such misery to people,” said Nobel Laureate Amartya Sen on the government’s demonetisation move. Concurring with this thought Amit Mitra, Finance Minister of Bengal said no democracy with a money market has withdrawn 86 percent money from the market.

Dr Mitra said FMCG sales have fallen by 35-40 percent. About 70 percent of secondary steel plants in Bengal are not working after demonetisation. India is seeing recessionary tendency due to this move, he added. It will take six months for the government to remonetise the economy, Dr Mitra said. Economists have also agreed that gross domestic product (GDP) will decline by 100-300 bps due to demonetisation.

Joining the crusade against the currency ban, Dr Mitra said the government was not prepared to implement this scheme. Due to the cash clean-up, informal sector in all states is in deep trouble, he said. On deposits made in Jan Dhan account, he said for political purposes government had leaked that West Bengal ranked number one when on the contrary, the state is ranked number 10.

Talking about the Income Tax Amendments Bill announced by the government on Monday, the economist said the government has admitted its failure by introducing an amnesty scheme for the black marketeers.

Dr Mitra, who is also the Chairman of the Goods and Services Tax (GST) Panel, said the indirect tax regime is the biggest fiscal reform in the country and it not a tax rate issue. Since the roll-out of the demonetisation scheme, there are serious concerns over GST rules. The scheme is a second whammy for the states, much bigger than GST process, Dr Mitra said.

Point of Order | Sudip Bandyopadhyay | Discussion on demonetisation | November 28, 2016 | FULL TRANSCRIPT

Madam, our target and our aim is to see that the House runs smoothly. We want the House to run, so the ruling party has a role to play. My submission to the ruling party and also to the Government is that we must try to find a way out to ensure that the House runs smoothly and a discussion takes place on the floor. The Prime Minister must reply so that a healthy debate takes place.

Madam, today in Kolkata, Mamata Banerjee has now started a rally with more than 5 lakh people. Madam, what is the Parliament for if we don’t discuss people’s sufferings on the floor of the House? If people are not aware what the Government is thinking, and if the Prime Minister is not addressing the House, then what will they feel about the Parliament?

Madam, the sufferings of the common people have skyrocketed; there is nobody to give them relief. The government must do something so that they can get relief. This is something for which Mamata Banerjee has been fighting since the beginning, for the poor people. We support any move to recover black money. Let black money be recovered but in a systematic way.

The whole situation has become very serious due the hasty decision. The government should have held discussions. Let Rs 500 notes be allowed to be used for a few months. This is our party’s decision, we are trying to stick to it. Let the Adjournment Motion be adopted and let the discussion start.

Week 2: Trinamool Congress leads the Opposition’s charge against demonetisation

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

Thus, the second week of the Winter Session was one in which the Opposition parties came together in a major way to oppose a policy of the Centre which has brought untold hardships on the common people of the country.

দ্বিতীয় সপ্তাহ : নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সকল বিরোধী দলকে নেতৃত্ব দিল তৃণমূল কংগ্রেস

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে।

তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন।
২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

সব মিলিয়ে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সকল বিরোধী দল একজোট হয়ে কেন্দ্রের এই নোট বাতিলের তুঘলকি নীতি ও তার ফলে অগণিত দেশবাসীর অসীম কষ্টের বিরুদ্ধে সোচ্চার হন।

 

Thousands join Trinamool rally against demonetisation in Kolkata

Thousands of people from all walks of life on Wednesday joined the rally organised by Trinamool Congress to protest against the hasty and arbitrary decision of the Prime Minister to demonetise high value notes that has caused untold misery to common people.

The rally started from College Square and ended at Dorina crossing and passed through Nirmal Chandra Street, Raja Subodh Mullick Square and SN Banerjee Road to reach the destination.

Senior Trinamool Congress leaders Firhad Hakim, Subrata Bakshi, Subrata Mukherjee, Amit Mitra, Sobhandeb Chatterjee and Sashi Panja led the march.

As the rally progressed, more and more common people including small traders, labourers, auto and rickshaw pullers joined the procession.

 

নোট বাতিল ইস্যুতে তৃণমূলের মিছিলে মানুষের ঢল

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ এদিন এই মিছিলে যোগদান করেন।

প্রতিবাদ মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এবং এস এন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিং-এ।

বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি, অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী পাঁজা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে।

অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও রিক্সাচালক সহ আরো বহু সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন।

Opposition parties stage dharna outside Parliament to protest against demonetisation

Members of Parliament belonging to the Opposition Parties, including MPs from Trinamool Congress, today staged a dharna near the Gandhi statue outside Parliament. Around 200 MPs from different Opposition Parties were present.

“Not a surgical strike, but carpet bombing on people”, “Stop the persecution of common people” and “Save poor people”, were some of the slogans on the placards held by the leaders.

Demanding relief for common people who are suffering due to demonetisation, Opposition Parties formed a human chain.

Bengal Chief Minister Mamata Banerjee has appealed to other opposition parties to register their protest on the roads. She has said that Trinamool will support any movement against the draconian decision of demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে একজোট বিরোধী শিবির, ধর্ণা সংসদের বাইরে

তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা আজ সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে আজ নোট বাতিল ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। আনুমানিক ২০০ জনেরও সাংসদ এই ধর্নায় অংশগ্রহণ করেন।

“নট এ সার্জিকাল স্ট্রাইক, বাট কার্পেট বম্বিং ও পিপল”, “স্টপ দা পারসিকউশন অফ কমন পিপল” ও “সেভ কমন পিপল” সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে ছিলেন সাংসদরা। নোট বাতিলের ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা থেকে স্বস্তি চেয়ে বিরোধী নেতারা একটি মানববন্ধন তৈরী করেন।

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিরোধী দলকে আর্জি জানিয়েছেন, এই ইস্যুতে প্রতিবাদ করতে। তিনি আশ্বাস দিয়েছেন এই নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদকে তাঁর দল তৃণমূল কংগ্রেস সমর্থন করবে।

Running the House is the responsibility of the Govt: Sudip Bandyopadhyay

In conversation with Sudip Bandyopadhyay, Leader of the party in Lok Sabha

1. Trinamool have been in the forefront of the movement against demonetisation. How did Mamata Banerjee react so correctly and so fast after the announcement?

Sudip Bandyopadhyay: The moment you are asking me this question, I am watching the results of three bypolls in Bengal. What a massive victory. She enjoys the support of the people. I believe, Mamata Banerjee is the only leader in the whole country who can gauge the pulse of the people.

Mamata Banerjee was the first person to raise her voice against the draconian decision of demonetisation. And now, as we can see, several Opposition parties have come together to protest on this matter of national importance.

2. More than a dozen parties are in a dharna tomorrow at Gandhi statue outside Parliament. What is the objective?

Sudip Bandyopadhyay: We want to expose the government. In the name of a good cause (curbing the use of black money) they have hastily and shoddily implemented the demonetisation of 500 and 1000 rupees notes.

The downtrodden people of the society – the farmers, the labourers, tea garden workers, jute mill workers among others – are suffering. The common people have been severely affected. It is unimaginable. People are forced to stand in queues to collect their own money from banks and ATMs.

3. You spoke in Lok Sabha today. Please update us what happened in the Lower House.

Sudip Bandyopadhyay: I categorically demanded to know why the government is not ready for a discussion on demonetisation under adjournment motion. I requested the Hon. Speaker to rise to the occasion. Even the MPs of AIADMK supported the demand for discussion under adjournment motion.

There is unequivocal support for the adjournment motion. This is on record on the floor of the House. Normally the support of 50 MPs is required for an adjournment motion. Right now, almost double the number of MPs want a discussion under adjournment motion. I fail to understand why it is not being allowed. In my long experience as a lawmaker, I have never seen this kind of a situation.

4. With due respect to the Constitutional position of Lok Sabha Speaker, we have observed that the Lok Sabha Speaker normally does not like to adjourn the House even if people are in the well. This time we noticed she is adjourning the House quite easily. Why do you think so?

Sudip Bandyopadhyay: The impression we have gathered is that the government is building pressure on the Speaker. They have a positive role to play in the House, which they have failed to do. When people are suffering and many lives have been lost, it is incumbent on the Parliament to hold a discussion. It is the responsibility of the government to see that the House runs properly.

In this situation, only Mamata Banerjee’s movement is showing us a ray of hope.

Today several Opposition leaders met and decided to hold joint protests tomorrow near the Gandhi statue outside Parliament. Our leader and Hon. Chief Minister of Bengal, Mamata Banerjee has extended her full support to these protests.

5. One last question. Opposition parties are joining the protests tomorrow. What is the message do you want to give through these protests?

Sudip Bandyopadhyay: The government must have a much broader outlook while dealing with demonetisation. We believe sustained protests will bring results. Tomorrow is just a beginning. The instruction from our leader Mamata Banerjee is that whichever political party sends us a proposal to launch a movement against demonetisation, Trinamool Congress will try to stand by them and extend all possible help and support.

Demonetisation causing loss of Rs 25,000 crore of GDP per day: Amit Mitra

Echoing Chief Minister Mamata Banerjee’s words, Bengal Finance minister Dr Amit Mitra on Wednesday said that the demonetisation had caused a loss of around Rs 25,000 crore of Gross Domestic Product (GDP) per day from country’s exchequer.

“The country’s GDP per day is around Rs 45,000 crore. The Chief Minister estimated the loss of GDP per day at around Rs 25,000 crore. This is a huge loss. The nation’s economy will be affected by the Centre’s decision of demonetisation,” Dr Mitra said on the sidelines of the Global Mining Summit and International Mining and Machinery Exhibition, organised by the CII and supported by Coal India Ltd, Ministry of Mines, Coal, Steel, and some other stakeholders.

“The loss is increasing day-by-day. Stranded truckers are waiting for solution in border areas, the traders cannot find any way to do business, and fish markets are empty as there are no buyers. Where we are going?” Dr Mitra asked.

 

 

নোট বাতিলের ফলে দেশের জিডিপির দৈনিক ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে: অমিত মিত্র

বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র বুধবার জানান, নোট বাতিলের যে হঠকারী সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার ফলে প্রতিদিন দেশের জিডিপির ২৫০০০ কোটি টাকা করে লোকসান হচ্ছে।

তিনি বলেন, “সারা দেশের দৈনিক জিডিপি প্রায় ৪৫০০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর হিসেব মত, এই নোট বাতিলের ফলে প্রতিদিন প্রায় ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। দেশের কাছে এটা খুবই বড় একটি ক্ষতি।”

তিনি আরো বলেন “এই ক্ষতি দিন দিন বেড়ে চলেছে। রাজ্যগুলির সীমানায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে শুধু সমাধানের অপেক্ষায়। ব্যবসায়ীরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের ব্যবসা চালানোর। মাছের বাজার পুরো ফাঁকা পড়ে আছে কারণ কোনো ক্রেতা নেই।”

Mamata Banerjee gives ultimatum to Centre to withdraw demonetisation decision

Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre, urging it to withdraw the decision to demonetise Rs 500 and Rs 1000 notes. She was addressing a rally at Azadpur Mandi in Delhi, where Delhi CM Arvind Kejriwal was also present.

In her speech, she highlighted the sad plight of the general public due to the sudden move of demonetisation. Mamata Banerjee said that before the election, the ruling party had said “good days are on their way”, while in reality, the poor are in tears. People have run out of supply of vegetables, she said, while accusing the Centre of inaction despite the plight of the people.

The Bengal Chief Minister pointed out that there has been a huge loss in GDP due to the Centre’s sudden decision. She referred to her interaction with the Punjabi community which has suffered a huge loss in the transportation sector. All the trucks carrying food and other goods are stalled at State borders, she said. She pointed out that the farmers have nothing to do and nothing to eat.

“Every day, the Government is coming out with new rules. This is an economic emergency and the entire country is suffering”, the CM said.

The Bengal Chief Minister strongly criticised the move by the Centre to mark the fingers of the common people who are depositing money with indelible ink and said that the people will blacken the Centre’s face for the mistrust being shown towards them. She maintained that joint parliamentary committees (JPC) are useless as seven such JPCs have been formed till date, none of which have yielded any results.

The Bengal Chief Minister pointed out that the Central ministers spend so much time in foreign countries that they have forgotten the country. She stated that the ruling party is out of sync with reality as it is talking about plastic economy. She also questioned the BJP on funds received from unknown sources.

Mamata Banerjee added that Trinamool Congress will cooperate with the Central Government if it is serious about bringing back black money from foreign countries. She also demanded to know what steps the Government is going to take regarding non-performing assets (NPA) of banks.

The Bengal Chief Minister said she has the people’s support in her struggle, which has made her fearless. The Chief Minister reiterated that it was not an ego battle; this is a fight for the people, she maintained. “We will not allow them to sell the country, we will not allow poor people to suffer”, said Mamata Banerjee while concluding her speech.

 

 

নোট বাতিল ইস্যুতে আজাদপুরে কেন্দ্রকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ইস্যুতে আজ একটি জনসভার আয়োজন করে আম আদমি পার্টি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  ভাষণ দেন এই জনসভায়।

জনসভাটি হয় দিল্লির সবচেয়ে বড় সবজি ও ফলের পাইকারি বাজার আজাদপুর মাণ্ডিতে।

কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি স্মারকলিপিও জমা দেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • নির্বাচনের আগে ওরা বলেছিল আচ্ছা দিন আ রাহা হ্যায়। কিন্তু এখন গরীবরাও কাঁদছে
  • ওরা বলছে গরীবরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে,অথচ সাধারণ মানুষ ভোগান্তির শিকার
  • ঘরে সবজি না থাকলে কি এটিএম এ কি করবে মানুষ? রোটি-কাপড়া-মাকান, ইয়ে হ্যায় হিন্দুস্তান
  • মানুষ কাঁদছে আর ওরা মজা দেখছে
  • নোট বাতিলের জন্য জিডিপি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত
  • পাঞ্জাবী কমিউনিটি আমায় জানিয়েছে পরিবহন ব্যবস্থা সমস্যার সম্মুখীন, সব ট্রাক আটকে রয়েছে
  • কৃষকরা কি করবেন? তারা কি খাবেন? প্রত্যেকদিন সরকার নতুন নতুন নিয়ম আনছে। এটা কি তামাশা হচ্ছে?
  • নোট বাতিল সমস্যা অর্থনৈতিক বিপর্যয়ের সমান। সমগ্র দেশ এই সমস্যায় জেরবার
  • ওরা চায় সাধারণ মানুষের হাতে কালি লাগিয়ে দিতে। মানুষ ওদের মুখে কালি দেবে
  • ওরা মনে করে সবাই চোর আর ওরা সাধু
  • আজ অবধি সাতটা জেপিসি গঠিত হয়েছে কিন্তু কোনো ফল হয়নি
  • ওরা বিদেশে গিয়ে দেশের কথা ভুলে যাচ্ছে
  • ওরা প্লাস্টিক অর্থব্যবস্থার কথা বলছে। ওরা দেশের অবস্থা জানে না
  • কেন্দ্র সংবিধান বিরোধী কাজ করছে। দেশে জরুরি অবস্থার চেয়েও খারাপ অবস্থা
  • বিজেপি বলুক অজানা উৎস থেকে কত টাকা পেয়েছে তারা পার্টি তহবিলে?
  • কালো টাকা ওরা ফিরিয়ে আনুক বিদেশ থেকে। আমরা ওদের সাথে সহযোগিতা করব
  • ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং অ্যাসেট এর ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র
  • মানুষ আমাদের সাথে আছে। আমরা কাউকে ভয় পাইনা
  • এটা অহংকারের লড়াই নয়, এটা মানুষের লড়াই। আমরা লড়তে ভয় পাই না
  • আমরা লড়াই করি। আমাদের দমানো যাবে না। আমাদের জেলে পুড়লেও না, গুলি করে মেরে ফেললেও না
  • সরকারের উচিত আরও টাকার যোগান দেওয়া। বাজার খোলার জন্য ওদের পদক্ষেপ নেওয়া উচিত
  • আমরা ওদের দেশকে বিকিয়ে দিতে দেবনা। সাধারণ মানুষকে আর কষ্ট সহ্য করতে দেবনা

Demonetisation: Mamata Banerjee slames Centre for “black mechanism” with indelible ink

Bengal Chief Minister Mamata Banerjee said that she will be meeting the President of India tomorrow, no matter what.

“Old Rs 500/1000 notes are being allowed in railways, petrol pumps. NHAI too have been exempted. But no exemption for state sector agriculture, co-operatives… No exemption for patients in private hospitals, nursing homes or for non-prescription medicines. Why this discrimination? The situation is serious. Very grim. People are suffering. We will meet the Hon. President tomorrow, no matter what,” Mamata Banerjee tweeted.

The Bengal Chief Minister lashed out at the Government’s decision to mark the depositors with indelible ink.

“Desperate attempt to start a ‘black mechanism’ with indelible ink shows this Govt distrusts the common people… Also, there are by-elections on Nov 19. What will the EC say about this decision to put indelible on prospective voters?” the Bengal CM tweeted.

নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামীকাল নোট বাতিল সমস্যা নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, “পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট রেল এবং পেট্রোল পাম্প, ন্যাশনাল হাইওয়েতে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের অধীন কৃষিক্ষেত্র  ও সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি কেন? বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমে রোগীদের জন্য ওষুধে কোন ছাড় নেই। কেন এই বৈষম্য? পরিস্থিতি খুবই সংকটজনক ও ভয়াবহ। সাধারণ মানুষ এর জন্য চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা আগামীকাল যেভাবেই হোক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব”।

নোট বদলের পর হাতে কালি লাগানোর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তাঁর টুইট, “কেন্দ্রীয় সরকার কি মানুষকে বিশ্বাস পর্যন্ত করে না? সাধারণ মানুষের হাতের কালি এবারে ওদের মুখে পড়বে। আগামী ১৯ নভেম্বর উপ-নির্বাচন। নির্বাচন কমিশন সরকারের এই সিদ্ধান্তকে কি বলবেন?”