PM must take moral responsibility and resign, says Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee addressed a press conference in New Delhi today after the all-party meet to decide on the future steps to continue the constructive opposition to demonetisation.

Mamata Banerjee had already announced a State-wide ‘Modi Hatao Desh Bachao’ campaign last week, while addressing the media in Kolkata. The eight-day campaign will begin from January 1, coinciding with the foundation day of the Trinamool Congress, and will continue for a week.

At the press conference, Mamata Banerjee said that the Opposition parties are together on the issue of opposing the Central Government on demonetisation.

Regarding the future course of action, she said, “We will make a common minimum agenda on corruption and demonetisation and work together in the future”.

Commenting on the devastating effect that demonetisation has had on the country, she said, “The economy is totally shattered. From exports to MSME, from farmers to labourers to traders, everyone is crying. Tea garden and jute workers are not getting wages. Workers under the 100 Days’ Work Scheme are not getting wages from banks”.

Then, “the tribal people in remote areas, who are the poorest of the poor, are suffering” because transactions in cash have come down drastically.

She said that “banks and ATMs are cashless” yet “the Centre is spending crores on advertisements”.

She gave a suitable retort to Narendra Modi’s war cry of ‘achhe din’ when she said, “Modi ji said he will bring ‘achhe din’ – is this (referring to demonetisation) the example of ‘achhe din’?”

In fact, referring to the Modi Government’s promise of bringing back black money stashed in foreign countries’ banks, she said, “Let them bring back black money from foreign accounts, we will support them”. However, that is not happening.

Mamata Banerjee said that the prolonged pain of demonetisation has hurt people so much that they “are losing faith on banks”. In fact, she accused the Centre of “looting people to pay the NPAs (non-performing assets) of banks”, NPAs which have been mounting day by day over the last few years.

She then came down hard on the “false promises” of the Prime Minister to ease monetary restrictions after 50 days: “Will restrictions be eased after 50 days? Why then did the Prime Minister make false promises to the nation?”

Taking a dig at Narendra Modi, she said, “From a chaiwala the PM has become a fakir now”, fakir indeed in ideas, so much so that demonetisation has “moved the country back by 20 years”.

Referring to demonetisation as a “big scam”, she said that the country, however, “will see through it in the future”. She even hinted at a “hidden agenda” behind the scheme.

Stressing on the fact that an economy can never be totally cashless, a term the Central Government has been using left, right and centre over the last 47 days since demonetisation was announced, the Chief Minister of Bengal said, “Even the America economy is 40% dependent on cash”.

In fact, “in the name of cashless, the Narendra Modi Government has become baseless”, losing its locus standi as the conscience keeper of the nation, as a democratically-elected Central Government must be. As she rightly said, “The Government must lead the people, not instil fear in them”.

The Government has “unleashed its agencies on Opposition parties”. By thus trying to destroy State Governments led by Opposition parties, the Government is “destroying the federal structure of the country”, a system which is constitutionally mandated.

Mamata Banerjee also hit out on the selective help that the Centre has been providing to the States to cope with demonetisation, referring, as an example, to BJP-ruled Assam getting more financial benefits than many other equally or more deserving States, which are ruled by parties opposed to the BJP.

She referred to the currently desperate financial state of the country as “super-emergency”.

She also criticised the Central Government for neither laying a statement in Parliament during the recently-concluded Winter Session on demonetisation nor allowing the Opposition to discuss the issue, grievous offence given that Parliament is the “temple of democracy”.

She demanded accountability from the Government regarding demonetisation. She said, “We want a solution. A hundred and seven people have already died due to the crisis situation brought about by demonetisation. There will be starvation deaths next. Who is responsible?”

Continuing in the vein of accountability, she warned, “If you do not fulfil your promises then people will vote you out”.

She ended her comments by laying stress on the fact that the Opposition parties, including the Trinamool Congress, will “continue the movement against demonetisation as long as possible”; they will not give up.

“Common people”, said Mamata Banerjee, “are not black marketeers. We will keep raising their issues”.

 

নোটবাতিল বিপর্যয়ের নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলকে কেন্দ্র করে সারা দেশব্যাপী অর্থনৈতিক অরাজকতার বিরুদ্ধে দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ভবিষ্যতে দুর্নীতি ও নোট বাতিলের প্রতিবাদে বিরোধী দলগুলি একটি যৌথ কর্মসূচি তৈরি করবে কারন নোটবাতিলের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। শ্রমিক, কৃষক ব্যবসায়ী সহ সকল মানুষ চরম সংকটে।

এই অর্থনৈতিক অরাজকতার প্রসঙ্গে তিনি বলেন, “মোদী’জি বলেছিলেন ‘আচ্ছে দিন’ আনবেন। এই কি ‘আচ্ছে দিন’ এর নমুনা? মানুষ ব্যাঙ্কের ওপর থেকে আস্থা হারাচ্ছে। কেন্দ্র মানুষের টাকা লুঠ করে ব্যাংকের NPA মেটাতে চাইছে। ইতিমধ্যেই এই বিগত ৪৭ দিনে ২০ বছর পিছিয়ে গেছে দেশের অর্থনীতি। চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছে না।”

তিনি এও বলেন, নোট বাতিল একটি বড় দুর্নীতি। এর পেছনে গোপন কর্মসূচি কি? কেন প্রধানমন্ত্রী দেশবাসীকে জানাচ্ছেন না এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল?

প্রধানমন্ত্রীর এই তুঘলকি নীতি কে কটাক্ষ করে তিনি বলেন, ক্যাশলেসের নামে মোদী এখন বেসলেস, ওনার নীতি ও দল সবই এখন ভিত্তিহীন হয়ে পড়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে সকল রাজনৈতিক দল এই তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদ করছে, কেন্দ্রীয় সরকার তাদের পেছনেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করছে। সারা দেশে সুপার জরুরি অবস্থা চলছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ কালো বাজারি করে না। তাদের কোনও কালো টাকা নেই, কিন্তু, এই নোটবাতিলের ফলে তাদের চরম দুর্গতি ভোগ করতে হচ্ছে।

 

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

Trinamool Chairperson today came down heavily on the Narendra Modi government at Centre over the issue of demonetisation and said that a man who does not even trust his own countrymen, is not fit to lead the nation. She announced that Trinamool will launch statewide protests across 1 January and 8 January, 2017 with the slogan ‘Modi hatao, Desh bachao’.

Addressing the media after a meeting of the party’s core committee at Trinamool Bhavan, Mamata Banerjee said the Nadrendra Modi government has lost credibility and had no moral right to remain in office. “A person who started his career with riots, cannot govern the country,” she added.

Calling demonetisation the biggest scam since independence, Mamata Banerjee said it was a matter of concern that people were losing their trust on the banks. India is on the brink of an economic disaster, she added.

Upping the ante against the Centre, the Chairperson said, “They have modified their decision from dawn to dusk. Who is running the country? Alibaba and his four associates are bulldozing their opinion on the country.”

“We understood the dangerous effects of demonetisation and reacted in 40 minutes. Good others have joined. More will. Better late than never,” Mamata Banerjee said.

 

মোদি হাটাও দেশ বাঁচাও আমাদের স্লোগানঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আবারও নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষ সরকার চালাচ্ছেন যে নিজের দেশের মানুষকেই বিশ্বাস করে না। তিনি ঘোষণা করেন যে আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে, স্লোগান হবে মোদি হাটাও দেশ বাঁচাও।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, মোদি সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যিনি দাঙ্গার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছে তিনি দেশ চালাতে পারে না”।

স্বাধীনতার পর থেকে নোট বাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন “মানুষ ব্যাঙ্কের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনরাত ওরা নিয়ম বদল করছে, দেশটা চালাচ্ছে কে? আলিবাবা ও তাঁর চার সাঙ্গপাঙ্গ জোর করে নিজেদের মতামত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের বিপজ্জনক প্রভাবের কথা বুঝতে পেরে আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি।এখন আরও অনেকে বিরোধিতা শুরু করেছেন। বেটার লেট দ্যান নেভার”।

 

Mamata Banerjee dares the Prime Minister to arrest her

Intensifying her attack against the Narendra Modi government, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday said the Centre’s demonetisation decision was the biggest scam and it must be thoroughly investigated.

“I want to know how big a deal was stuck over this decision. How many crores worth is the deal. Demonetisation is a big big scam,” she said while addressing a public meeting at Kolaghat in East Midnapore.

“The government at the Centre has turned everyone into a thief, while the Narendra Modi government and Amit Shah’s party are the biggest thieves,” she claimed. Throwing a “challenge” at Mr Modi, Ms Banerjee said if he had the power, he should arrest her. “I will say this not once but a thousand times that you have stolen money. You do not have to touch anybody. If you have the courage then send us to jail,” she said.

Mamata Banerjee said that the Modi-Shah duo has destroyed the country. “In this country either Modi or the people can live,” said the state chief minister. Claiming that the Modi government was functioning in an unconstitutional manner and trying to impose undeclared Emergency in the country, she said: “ They are trying to weaken a state government by targeting its bureaucrats. The BJP has amassed the maximum amount of money. Why no action has been taken against the party?”

At the Kolaghat rally, directly addressing Mr Modi she said she wanted an investigation against the prime minister, his government and his party. “The cat is out of the bag. We want to know what was the cause behind demonetisation?” she asked. Launching an all-out attack, Ms Banerjee warned Mr Modi that the people of India will not forgive them.

 

প্রধানমন্ত্রীর দুর্নীতির তদন্ত চাই: মুখ্যমন্ত্রী

নোট বাতিলকে একটি বড় কেলেঙ্কারি এর বিরুদ্ধে পূর্নাঙ্গ তদন্ত হওয়া দরকার বলে এদিন  আবারও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানতে চাই এই সিদ্ধান্তের আগে কি ডিল হয়েছিল? কত কোটি টাকার লেনদেন হয়েছিল? নোট বাতিল একটা বড় কেলেঙ্কারি”।

তাঁর সরাসরি আক্রমণ, “‌অমিত শাহ আর বি জে পি চোর!‌ সব থেকে বড় চোর নরেন্দ্র মোদির সরকার!‌ একটা গুন্ডা আর একটা পান্ডা দেশকে জ্বালিয়ে–পুড়িয়ে তছনছ করে দিচ্ছে!‌ কেন্দ্রীয় সরকার সবাইকে চোর বানিয়ে নিজেরা সাধু সাজছে!‌”

মুখ্যমন্ত্রী বলেন মোদি-শাহ মিলে ধ্বংস করে দিচ্ছে দেশটাকে। তিবি বলেন, হয় মোদি থাকবে, নয় ভারত থাকবে।’‌ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “অজানা উৎস থেকে বিজেপি–‌র তহবিলে টাকা এসেছে সবচেয়ে বেশি। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?‌” অসাংবিধানিক কাজকর্ম করে দেশে জরুরি অবস্থা জারি করেছে মোদী সরকার। এখন রাজ্য সরকারের অফিসারদের টার্গেট করছে।

এদিন কোলাঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যে তিনি প্রধানমন্ত্রী, তাঁর দল ও তাঁর সরকারের বিরুদ্ধে তদন্ত চান। তিনি বলেন,“ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, আমরা জানতে চাই নোট বাতিলের পেছনে আসন কারণ কি ছিল?” মোদি সরকারকে সতর্ক করে এদিন তিনি বলেন ভারতবর্ষের মানুষ তাঁকে কোনদিন ক্ষমা করবে না।

 

Prime Minister is blind to the sufferings of people: Mamata Banerjee

Maintaining her attack on the Centre over the issue of demonetisation, Bengal Chief Minister Mamata Banerjee today accused the Prime Minister of being blind to the sufferings of common people. She was addressing a public meeting in Bankura.

“Farmers are suffering. People do not have cash to buy supplies. Traders are also suffering but PM fails to see their woes. By the time realisation dawns on him, nation will be destroyed,” she said.

“There are long queues outside banks. Labourers are not getting wages under 100 days work. How will their families run?” the CM said. “Even Venezuela started demonetisation but when they saw people are suffering, the decision was withdrawn,” she added.

She also warned against attempts being made to disturb the peace in the State. “Bengal is a land of harmony, peace & progress. Hindus, Muslims, Sikhs, Christians all live together here,” she said.

The CM added that she will continue to work for the people as long as she is alive.

 

মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পাচ্ছেন না প্রধানমন্ত্রীঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল নিয়ে আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন সাধারণ মানুষ চরম দুর্ভোগে অথচ প্রধানমন্ত্রী নিশ্চুপ।

তিনি বলেন, “কৃষকরা ভুগছে, তারা চাষের জন্য বীজ কিনতে পারছেন না। সাধারণ মানুষের কাছে টাকা নেই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার। ক্ষুদ্র ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ব্যবসা বন্ধ, কিন্তু প্রধানমন্ত্রী এসব কিছুই দেখতে পাচ্ছেন না। যখন তিনি বুঝতে পারবেন ততদিনে দেশ ধ্বংস হয়ে যাবে”।

তিনি আরও বলেন, “ব্যাংকে লম্বা লাইন। ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছে না। তারা কিভাবে তাদের সংসার চালাবে? ভেনেজুয়েলা নোট বাতিল করেছিল, কিন্তু যখন তারা দেখেছে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন তখন তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে”।

তিনি বলেন বাংলার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও প্রগতির জায়গা। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকে”।

সবশেষে তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব”।

Same rules should apply to everyone: Mamata Banerjee on demonetisation

Bengal Chief Minister Mamata Banerjee today strongly criticised the recent decision by the Centre of allowing donations to political parties to be made through old Rs 500 and Rs 1,000 currency notes.

She gave a statement on this today afternoon.

She said, “It is most unfortunate how there are confusing and misleading statements coming from senior Government officials”.

She further said, “Even the timing of these statements show that there may be an ulterior motive”. The way she has stood by the common people all through since the decision on demonetisation was announced became apparent once again. She made it clear that “they need to clarify that demonetisation means it is demonetisation for all”, which meant the “same rules should apply for everyone”.

She said that, when it came to the rules related to the policy of demonetisation, there should be no distinction between common people and political parties: “If Rs 500 and Rs 1,000 are illegal tender, then how are they trying to show that there is a division between common people and political parties?”

Mamata Banerjee made it clear that this is a highly undesirable decision, and said that there might be an ulterior motive, saying, “Is there a motive? Are they trying to give a hidden message to the cadre of one political party?”

The Chief Minister stressed that the Centre must clarify the reason behind this latest decision: “Why these confusing and misleading statements now? They must clarify’.

 

 

 

 

Full Text of the Memorandum submitted to the President of India

MPs belonging to several Opposition parties today met the President of India, Pranab Mukherjee and apprised him of how they were not allowed to speak in the House.

The delegation that came together to oppose the Government’s demonetisation move included MPs from Congress, Trinamool Congress,  CPI, CPI-M, JDUand RJD.

While the Opposition initially demanded a discussion under an adjournment motion entailing voting, the ruling side was adamant on a debate under Rule 193. However, an understanding was reached and it was decided that a discussion will be held without any Rule. But, the treasury benches disrupted the Parliament in the last week, for which no discussion could take place.

After the meeting with the President, Leader of the Party in Lok Sabha, Sudip Bandopadhyay said, ” The poorest of the poor in the country are suffering. The Government is avoiding a discussion in Parliament,, he said adding that they have not yet categorically explained why the discussion could not take place.”

“We stand by the common people of the country. Today’s delegation is a very powerful delegation to President, Sudip Bandopadhyay added. We expect the government to honour our demands, he maintained.

The MPs submitted a memorandum to the Hon. President in which they detailed how the ruling party did not allow the Opposition to speak in Parliament.

 

FULL TEXT OF THE MEMORANDUM TO PRESIDENT

We would like to bring to your attention the process by which all voices of the Opposition have been continuously stifled throughout this Parliamentary Session. As you are aware, the announcement by the Government on 8th November, 2016 regarding the Demonetization  of 500 and 1000 Rupee notes has had a devastating and crippling effect on the common people across the country. It was our expectation that after such a disastrous decision by the Prime Minister himself, he, as the architect of this announcement, would personally make a Suo Moto statement on the first day of the Parliament regarding this issue, thereby informing all law makers of the rationale behind this announcement, the process of the roll out and the efficacy by which the pain of the common people at large would be alleviated.  We were shocked when no such statement was forthcoming from the Prime Minister, as is the normal convention in Parliamentary procedure.

The Parliament was convened on 16 November 2016. The combined Opposition moved an adjournment motion under Rule 56. We were taken aback when the Government did not agree to discuss the matter under Rule 56 in Lok Sabha and thereby created an impasse. This impasse continued over ten days. The combined Opposition was eager to put forward their views on the Floor of the Lok Sabha throughout this period. Realizing that the Government  was not at all interested to resolve this deadlock, the combined Opposition, desirous of an urgent discussion on this issue, suggested a solution by proposing a discussion under Rule 184. This too, was continuously blocked and not accepted by the Government.

Then as a last resort, we suggested a discussion in Lok Sabha setting aside all the Rules.  Even though there had been multiple suggestions by us indicating our fervent desire to initiate the debate, not only was the Government adamant on preventing a discussion, but they did not even approach Opposition Benches to facilitate a discussion to resolve the logjam that the House was confronted with.

The opposition parties considered it their duty to raise a discussion on the adverse fallout of Demonetization and the suffering inflicted on millions of citizens who have been denied access to their own money by banks. The Opposition initiated the discussion on 16 November 2016 in Rajya Sabha and senior leaders of major opposition parties participated in the debate. Unfortunately, the Prime Minister chose not to come to the Rajya Sabha even though the Lok Sabha was adjourned and the Prime Minister was present in the precincts of Parliament. The Opposition parties have been urging upon the Government for the Prime Minister to participate in the debate and answer any queries the Opposition may have regarding the decision, the process and the provisions made for printing of new currency to replace the old, illegal tender. The refusal of the Government and the insistence that the Prime Minister will only ‘intervene’ in the debate, but not respond to questions, led to the stalemate.

It is unfortunate and unprecedented that the Government itself has been deliberately disrupting and forcing adjournments of both Lok Sabha and Rajya Sabha.  This is being done at the behest of senior Ministers. Moreover, the Prime Minister has misled the nation by blaming the Opposition.

We are extremely pained by this trampling of our democratic rights and the suppression of our right to present our views and make our voices heard in Parliament. We are deeply concerned that the Parliamentary democratic system itself is under severe threat.

There is a deep crisis in the country, millions are affected. Small and medium enterprises have been hit hard. Traders are suffering losses in business. Crores of workers in the unorganized sector, e-commerce, leather, jute, textiles, glass, beedi, gems and jewellery sectors, farmers, shopkeepers and daily wage earners under government schemes like MNREGA have either lost jobs or have been seriously affected due to cash crunch. They are facing severe wage-earning problems, leading to starvation in several cases, even leading to deaths. More than 97 people have lost their lives across States while queuing up outside banks and ATMs. Students, housewives and the young generation are bearing the brunt of an ill-conceived policy.

The Demonetization decision has brought about a disastrous situation in the nation.

We beseech you, as the protector of the Constitution, to kindly intervene to save the people from economic disaster.

 

Week 5: Despite the Opposition’s efforts, Treasury benches prevented discussion on demonetisation

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended today, that is, on December 16.

 

 

শীতকালীন অধিবেশনের পঞ্চম সপ্তাহে সংসদ চলতে দিল না সরকারপক্ষ
সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।”

রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন

ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন।

ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

 

We can initiate a discussion on demonetisation today: Sudip Bandyopadhyay | FULL TRANSCRIPT

Madam, there is one more day left before the end of the Session. A discussion could have been initiated, without any Rules. We can continue the debate today and tomorrow. I would request you to convince the govt side to start the debate on demonetisation.

Trinamool protests outside RBI office in Kolkata against demonetisation

Trinamool Congress legislators staged a demonstration outside RBI office in BBD Bag over the ever-increasing ordeal of common people even after one month of demonetisation of high value notes.

The Trinamool MLAs, led by party secretary general Partha Chatterjee and senior leaders Firhad Hakim, Sovan Chatterjee and Sobhandeb Chatterjee, marched towards RBI building on BBD Bag. The MLAs held posters and placards highlighting the ordeal of people.

Partha Chatterjee said that one month had lapsed but no relief had been given to the people. Long queues are still seen in front of ATMs and banks and there was shortage of notes. “People are standing in the queues for hours to get their own money. More than 100 people have died and RBI is not informing about the exact amount of notes it has given in different banks in the state. This is most unfortunate. RBI should come out with a statement,” he said.

Trinamool Congress will hold meetings and rallies all over the state for the next three days to protest against demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অভিযান তৃণমূলের

নোট বাতিলের প্রতিবাদে কলকাতার বুকে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সুর চড়াল।

বুধবার তৃণমূলের মন্ত্রী ও বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে রিজার্ভ ব্যাঙ্কের সামনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ দেখান; অন্যদিকে, বাংলার সব ব্লকে নোটবন্দীর প্রতিবাদে মিটিং–‌মিছিল করেন তৃণমূলের নেতার ও কর্মীরা। তাঁরা স্লোগান তোলেন, মোদি হঠাও, দেশ বাঁচাও। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বুধবার সকালে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ঠিক করে বিধানসভা থেকে হেঁটে বিধায়কেরা বিক্ষোভ দেখাতে যাবেন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে যান রিজার্ভ ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্কের সামনে একটি ছোট লরিও রাখা হয়। সেখান থেকে মাইক্রোফোনে বক্তব্য পেশ করেন পার্থ চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি, সুব্রত বক্সি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, অসীমা পাত্র, বিধায়ক সুজিত বসু, নির্মল ঘোষ, তাপস রায়, নার্গিস বেগম, গুলশান মল্লিক, মালা সাহা, বৈশালী ডালমিয়া–‌সহ অনেকে। স্লোগান দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারও বেলা সাড়ে ১২টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের সামনে একইভাবে বিক্ষোভ দেখানো হবে। তৃণমূল ভবনে খবর এসেছে, বিভিন্ন জেলায় এদিনের কর্মসূচি সফল হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি পালন করা হবে। চলবে শুক্রবার পর্যন্ত।‌

 

 

Week 4 in Parliament: Opposition organises Black Day protest, ruling party disrupts LS

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

Thus, demonetisation was again the focus during the fourth week of the 2016 Winter Session of Parliament, which saw Opposition MPs staging protests against the issue, including the Black Day protest of December 8, and ruling party MPs disrupting the Lok Sabha to prevent a discussion in the Lok Sabha on the same issue.

 

সংসদের চতুর্থ সপ্তাহঃ বিরোধীদের কালা দিবস পালন, শাসক দল বিঘ্নিত করল লোকসভা

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান।

চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের নয় তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন।

ডিসেম্বরের পাঁচ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের সাত তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন।

ডিসেম্বরের আট তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক।

ডিসেম্বরের নয় তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন।

পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের নয় তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সব মিলিয়ে বলা যায়, শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহেও মুল কেন্দ্রবিন্দু হয়ে থাকল নোটবাতিল। যেখানে বিরোধীরা ধর্নার পর ধর্না করে গেল, আট তারিখ কালা দিবসও পালন করল ও অন্যদিকে শাসকদল সংসদ চলতে দিল না যার ফলে নোটবাতিল নিয়ে কোনও আলোচনা না হয়।