A destructive party is selling off the country: Mamata Banerjee

Coming down heavily on the Centre on the issue of demonetisation and political vendetta, Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today said everyone is suffering due to ‘Super Emergency’.

“Modi Babu bulldozed his decision. Institutions were not allowed to do their job. Whoever is speaking up is being silenced with fear-mongering. Agencies are hounding them,” she said.

“Within hours of announcement of demonetisation I raised my voice. Why did they introduce Rs 2000 notes after banning Rs 1000? People will ban Modi Sarkar soon,” the CM added.

She thundered, “They promised situation will normalise within 50 days. Nothing has improved. Are 50 days not over? Why are restrictions on withdrawal limit still in place?”

She said Trinamool cannot be scared by fear-mongering tactics. “They thought TMC is made of soft mud so even rats can dig it. We fight with tigers, we won’t get rattled by a push from rats,” the Chief Minister said.

She reiterated that CBI has become ‘Conspiracy Bureau of India’.

Highlighting the sufferings of people across all strata of society, she said the protests will continue and the next course of action will be decided after Gangasagar Mela.

Trinamool tells President that country is now under Super Emergency

Meeting the President for the third time since demonetisation, Trinamool Congress (TMC) MPs accused the Modi government of having imposed a “super emergency” by launching the exercise and engaging in “vendetta politics” by arresting two party lawmakers after it opposed the “draconian” move.

Speaking to reporters after marching from South Avenue to Rashtrapati Bhawan to protest against the note ban, the MPs also held Prime Minister Narendra Modi responsible for the death of 120 people, caused allegedly by the move, and sought President Pranab Mukherjee’s intervention as the situation had turned “grim”.

The 30-member delegation, comprising MPs Sukhendu Shekhar Roy, Dola Sen, Dinesh Trivedi, Arpita Ghosh, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari among others, also submitted a memorandum to Mukherjee.

 

Memorandum to the President

Hon’ble Rashtrapati ji,

Six days after announcing demonetisation on 8 November 2016, the Prime Minister had asked for fifty days to meet the objectives of demonetisation and end the suffering caused to ordinary citizens. The people of this country have now borne this acute crisis for over sixty days and the situation has only got progressively worse.

120 lives have reportedly been lost because of demonetisation. We are deeply pained that this Government has not as much as acknowledged the loss of these innocent lives. The brunt of these irresponsible measures is being borne by India’s least fortunate and most honourable people – farmers, textile, construction and plantation workers, small business owners, trading communities, fishermen, housewives, students and large sections of the middle class.

In spite of a good monsoon, farmers were prevented from purchasing seeds and necessary inputs at the peak of the rabi sowing season. Food shortages and rural distress are looming large on the horizon. Everyday we are witnessing cash-starved farmers making distress sales or even throwing away perishable produce.

As you are aware, only 7% of India’s workforce is employed in the organized sector. Demonetisation has impoverished a vast majority of the 415 million workers who earn a daily wage through agriculture, construction, small-scale manufacturing and retail. Over 25 crores daily-wage workers have suffered loss of work. Micro and small-scale industries are reporting 35% job losses and 50% decline in revenue. As factories have shut, workers are returning to their villages in an unprecedented reverse migration. If restrictions on cash withdrawal are not removed immediately, job losses will increase manifold in the coming months.

We find it alarming that people’s right to withdraw their own money has been suspended indefinitely. Despite repeated requests, the Government has shared no timeline for the removal of restrictions on cash withdrawals. As the restrictions continue to be in effect, honest and upright citizens of this country are being prohibited from accessing their hard-earned money. Propriety demands that the Government explain under which provisions of law these restrictions on withdrawals have been imposed.

From the day of the draconian announcement of demonetisation and throughout this ill-conceived and poorly implemented exercise, this Government has served to deceive and ambush its own citizens. New and inconsistent notifications have been issued almost everyday, withdrawal limits and deposit deadlines altered with no prior notice, and financial incentives for digital transactions roll-backed at whim. Arbitrary and irresponsible conduct of this nature has shaken the people’s trust in the government irrevocably.

It is appalling that this Government has resorted to the politics of vendetta to conceal its own incompetence and inefficiency. Anyone who has opposed demonetisation has been branded anti-national, corrupt, a supporter of terrorism or a hoarder of black money. The Government is blatantly misusing power and using state agencies to stifle opposition and silence critics. This deplorable and vindictive politics dishonours the sacred principles of our constitutional democracy and is detrimental to national interest.

Sir, as the custodian of the Constitution of our country, we appeal to you to intervene to take care of our people and save them from harm. We look to you, Sir, to bring an end to this unprecedented super-emergency.

 

With regards.

Yours truly,

<Signed by Trinamool MPs>

Day 3 of Trinamool’s nationwide protests against demonetisation & political vendetta

Today was the third day of Trinamool’s nationwide protests against demonetisation and political vendetta by the Centre. A delegation of Trinamool MPs met the Honourable President today in Delhi.

From November 8, 2016, the day demonetisation was announced, Mamata Banerjee has been vocally protesting against the policy which has led to immense suffering of the people. She has been actively tweeting against the Narendra Modi government and has also addressed rallies in Delhi, Lucknow, Patna and Kolkata.

Trinamool MPs had been sitting on dharna for the last three days in Delhi. Similar dharnas were held in front of RBI office and CGO complex in Kolkata. Dharnas were held in Punjab, Manipur, Tripura, Bihar, Jharkhand, Odisha also.

Mamata Banerjee has given the slogan ‘Modi Hatao, Desh Bachao’ and demanded that a ‘National Government’ be formed to save the country from this mess.

 

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ তৃতীয় দিন

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ ছিল তৃতীয় দিন।

আজ দিল্লিতে দুপুর ২ টোয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। টুইটারেও তিনি মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে দিল্লি, লখনউ, কলকাতা ও পাটনার জনসভাতেও তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

গত ৩ দিন ধরে তৃণমূল সাংসদরা নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে ধর্ণায় বসছেন। ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলেছে প্রতিবাদ।

দেশকে রক্ষার স্বার্থে ইতিমধ্যেই জাতীয় সরকার গঠনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ‘মোদী হাঠাও, দেশ বাঁচাও’ স্লোগানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

CBI has become ‘Conspiracy Bureau of Investigation’: Mamata Banerjee

Today, during the inauguration of Mati Utsav in Bardhaman, Bengal Chief Minister Mamata Banerjee once again lashed out at the Centre’s decision to demonetise Rs 500 and Rs 1,000 currency notes last November. The decision has brought untold miseries upon the people.

“Farmers are suffering due to demonetisation. Daily wagers are starving”, said the Chief Minister. She pointed out to the futility of asking people to deposit the demonetised currencies into their bank accounts and exchange them with new ones, since “92% of the rural areas do not have banks or post offices”.

She then tore into the Central Government’s argument of striving for a cashless society and paying through cards.

“The Centre talks of a cashless society while the people cannot even withdraw their own money from banks” because “40% of the banks do not have money”. “They are talking of cashless India. But people have become ‘cash less’”; so “will people eat plastic money?”

Mamata Banerjee said, “Two months of Modi’s ‘note bandi’ has spelt doom for the people. Bengal has lost revenue worth Rs 5,500 crore in two months”.

On the failed promise of the Prime Minister to bring back black money stashed in foreign accounts, she said, “Modi has failed to bring back black money from abroad. Who gave the Centre the right to take away people’s white money?”

She said, “The Central Bureau of Investigation (CBI) has instead become ‘Conspiracy Bureau of Investigation’”.

“The current situation”, the Chief Minister said, “is worse than the Emergency. The economy has been bulldozed. Markets are on a downward spiral. This is a signal of bad times”.

During these times of dire straits, she said, “it is our responsibility to stand by the people and lend a voice to their problems,” at the same time, daring the Centre to “arrest” her for taking the side of the common people and protesting.

 

সিবিআই এখন ‘কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বর্ধমানে মাটি উৎসবের সূচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

তিনি বলেন, “নোট বাতিলের ফলে চাষিরা সমস্যার সম্মুখীন, ক্ষেত-মজুররা খেতে পাচ্ছেন না। যে দেশের ৯২ শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই”।

“কেন্দ্রীয় সরকার ক্যাশলেস অর্থনীতির কথা বলছে অথচ সাধারন মানুষ নিজের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছে না। কারন ৪০ শতাংশ বাঙ্কে টাকা নেই। মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। তাহলে মানুষ কি প্লাস্টিক মানি খাবে?” তিনি প্রশ্ন করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদীর নোটবন্দির ২ মাস আর জনগনের সর্বনাশ, ২৫ শতাংশ রাজস্ব কমে গেছে। ২ মাসে রাজ্যে ৫৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে”।

সিবিআই এখন “কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় “দেশের অবস্থা জরুরির থেকেও খারাপ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হয়েছে, বাজার এখন নিম্নমুখী, খুব খারাপ সময়ের দিকে এগোচ্ছি আমরা।”

সবশেষে তিনি বলেন, “বিপদের সময় সাধারন মানুষের পাশে দাঁড়ানো ও তাদের কষ্টের কথা তুলে ধরা এটা আমাদের কর্তব্য, সাধারন মানুষের পাশে থাকার জন্য ও তাদের হয়ে প্রতিবাদ করার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছে হলে তাঁকে গ্রেফতারও করতে পারে”।

It is time for President’s Rule at the Centre: Mamata Banerjee

It is time for President’s Rule at the Centre. This was the gist of what Bengal Chief Minister said at a press conference called at Town Hall today, calling on all Opposition to come together to oppose the anti-people policies of the Central Government.

With demonetisation causing havoc all over the country, playing with people’s lives, things have become unbearable. This arbitrary draconian decision has been widely condemned across the country, by well-known economists, both from India and abroad, politicians as well as the common people.

Mamata Banerjee slammed the way the Central Government was being run by the Prime Minister, saying that “in the current situation, a national Government should be formed with another BJP person at the helm”; however, “‘he’ has to go”, referring to Prime Minister Modi. Crucially, she said “the President and the Supreme Court have important roles to play”.

To buttress her viewpoint, she further said, “To save this country, let a national Government be formed: Advani ji, Rajnath ji or Jaitleyji could head it. This current situation just unacceptable”.

Giving the example of her own State to put forth the devastation that demonetisation has brought across vast swathes of India, she said, “We have lost Rs 5,500 crore of revenue due to demonetisation in the last two months”; and, “over 1.7 crore people in the State have been affected due to demonetisation”.

Moreover, in the unorganised sector, “81.5 lakh workers have lost their jobs due to demonetisation in various sectors like tea, jute, jewellery, beedi, etc.”

Coming down hard on demonetisation, Mamata Banerjee said, “They are talking of cashless economy while the people are ‘cash less’”.

Due to this “cash less” state of the people, among other things, “farmers could not sow Rabi crops because of which there will be an effect on the prices of food”.

Her words underlined the fact that the hardship on the people, which began on November 8 with the sudden announcement of the decision of demonetisation, continues: “Restrictions on cash withdrawal have not yet been taken back. People cannot withdraw their own money”.

She said that she and her party, the Trinamool Congress, “welcome” the statement of the Honorary President yesterday, voicing “his concern about demonetisation”.

The Chief Minister said, “The Prime Minister is behaving like Kalidas, trying to cut the branch he is sitting on”.

She rightly accused the Central Government of dismantling the Planning Commission and setting up NITI Ayog, peopling it with their own men, who, however, “do not understand the country”.

She accused the Centre of diverting the people’s attention from the crucial issues by raking up “terrorism and hallabazi in the name of governance at the Centre”. “Does the Centre want us to carry out development or perform Modi Puja?”

She said, “We appeal to the President to save the country from the mess. It is time for President’s Rule at Centre”.

She also hit out at the Centre’s poking its nose unnecessarily in certain matters: for example, she said, “They are deploying CRPF in the State without even informing the State”.

She called on all the Opposition parties to “set aside the political differences, draft a Common Minimum Agenda and form a National Government at the Centre”.

Another decision that the Centre has taken, and that has affected workers badly, is the doing away with the Board for Industrial and Financial Reconstruction (BIFR), which restructures poorly performing industries to profitability. “This”, she said, “will affect workers and labourers immensely”, who are already suffering the effects of demonetisation.

Mamata Banerjee said, “All the institutions are under attack”. She warned the country that “this is a dangerous game” the Centre was playing and exhorted all the Opposition parties to rise up together.

 

 

কেন্দ্রে রাষ্ট্রপতি শাসন জারি হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার টাউন হলে প্রশাসনিক বৈঠকের পর নোট বাতিল ইস্যুতে ফের নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ‘জাতীয় সরকার’ তৈরির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, “এই ‘জাতীয় সরকার ’-এর মাথায় যদি বিজেপি-র প্রবীণ সাংসদ লালকৃষ্ণ আডবাণী বা রাজনাথ সিংহ বা অরুন জেটলি জি কেও  বসানো হয়, তাতেও তৃণমূলের কোনও আপত্তি থাকবে না। কিন্তু নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতেই হবে”।

তিনি বলেন, “নোট বাতিলের ফলে গত দুমাসে আমাদের ৫৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। রাজ্যের ১.৭ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। চা, জুট, গয়না বিভিন্ন শিল্পে সব মিলিয়ে ৮১ লক্ষ ৫০ হাজার মানুষ কর্মহীন হয়েছেন। কৃষকরা রবি শস্য চাষ করতে পারছেন না এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। মানুষের কাছে যখন নগদ টাকা নেই তখন ওরা ক্যাশলেস অর্থনীতি চালু করছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “দেশে এখন কোনও সরকার নেই। গণতান্ত্রিক অধিকারের উপরে বুলডোজার চালানো হয়েছে। দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। দেশ চালানোর নামে শুধুই সন্ত্রাস আর হল্লাবাজি চলছে। রাজ্য সরকারকে না জানিয়ে গায়ের জোরে রাজ্যে সিআরপিএফ নামিয়ে দিচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। এটা একটা সাংঘাতিক খেলা”।

তাঁর বক্তব্য “ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন, দেশের স্বার্থে সকলে একত্র হয়ে সরকার গঠন করতে হবে। দেশকে সরবনাশের হাত থেকে বাঁচাতে প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা হোক। আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি দেশটাকে বাঁচান। রাজনৈতিক বিরোধ ভুলে আমাদের উচিত Common Minimum Agenda বানিয়ে জাতীয় সরকার গঠন করা”।

মোদীকে ‘কালীদাস’ বলেও কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ডালে বসে আছেন সেই ডালই কেটে ফেলছেন।

 

Trinamool MPs detained by Delhi Police, lady MPs manhandled by male police

Thirty-two Trinamool MPs staged a demonstration against demonetisation in front of the Prime Minister’s Office (PMO) in the South Block area of New Delhi earlier today. During the course of the protest, two female MPs of the party were manhandled by male police personnel of Delhi Police. Female police personnel were brought in only much later.

The MPs were detained by the police and taken to Mandir Marg police station. However, the MPs courageously continued their protest even at the police station, shouting slogans against Narendra Modi.

Trinamool will continue the protests against demonetisation and political vendetta by the Centre. The MPs will return to Delhi to continue their protests from January 9 to 11.

 

 

প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে আটক তৃণমূল সাংসদরা, মহিলা সাংসদদের গায়ে হাত পুরুষ পুলিশকর্মীদের 

আজ সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরের বাইরে প্রতিবাদ করেন ৩২ জন তৃণমূল সাংসদ। আচমকা কেন্দ্রীয় বাহিনী ও এস পি জি মোতায়েন করা হয়। প্রতিবাদ চলাকালীন দুই মহিলা সাংসদদের গায়ে হাত তুলেছেন পুরুষ পুলিশ কর্মীরা। তার অনেক পরে মহিলা পুলিশরা ঘটনাস্থলে আসে।

৩২ জন সাংসদকে মন্দির মার্গ থানায় আনা হয়। সাংসদরা থানার ভিতরেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ চালিয়ে যান।

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লিতে ৯-১১ জানুয়ারি প্রতিবাদ করবেন তৃণমূল সাংসদরা।

 

Modi Babu using CBI, ED to terrorise those who criticise him: Mamata Banerjee

Mamata Banerjee today slammed the Centre today and said that the Prime Minister Modi Babu is using central agencies like the CBI and ED against those who criticise him. She accused the Centre of being busy with note bandi, riot mongering and curtailing the rights of people.

She said she cannot be silenced by fear-mongering.

While criticizing Centre’s decision of demonetising 500 and 100 rupee notes, she said that from self help groups to small traders and workers who went to other states, all are suffering.

“Even business at fairs has declined. Small businesses are closing down,” she added. Jute mills are shutting down, tea garden workers are suffering. Do all farmers, mazdoors have debit and credit cards, she questioned.

“Democracy is by the people for the people of the people. The Centre has turned it to by the emergency, for the emergency, of the emergency,” Mamata Banerjee said.

She said that people will not accept the financial emergency imposed by the Centre. Bengal will lead the way in times of crisis, when all others are remaining silent, she said.

 

মোদী বাবুর বিরোধিতা করলে উনি তাকে সিবিআই ও ইডি দিয়ে ভয় দেখাচ্ছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান মোদী বাবুর সিদ্ধান্তের বিরোধিতা যেই করছে উনি তাকেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি দিয়ে ভয় দেখাচ্ছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নোটবাতিল, দাঙ্গা লাগানো ও জনগনের অধিকার কিভাবে কেড়ে নেওয়া যায় সেই নিয়ে ব্যস্ত আছে।

তিনি আরও বলেন, ভয় দেখিয়ে তাঁকে অন্যায়ের প্রতিবাদ করা থেকে পিছিয়ে আনা যাবে না।

৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন এই সিদ্ধান্তের ফলে স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র ব্যাবসায়ী ও কর্মীরাও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন মেলাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। চটকলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। সব কৃষক, মজুররা কি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যাবহার করে?

মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকার কেরে নেওয়ার চেষ্টা চলছে। গনতন্ত্র সাধারন মানুষের জন্য। কেন্দ্রীয় সরকার এই গণতন্ত্রে জরুরি অবস্থা তৈরি করেছেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই জোর করে চাপিয়ে দেওয়া অর্থনৈতিক জরুরি অবস্থা মানুষ গ্রহন করবে না, এই চরম দুরবস্থার সময় বাকিরা যখন নীরব, তখন বাংলাই সকলকে পথ দেখাবে।

 

Bengal gets Rs 700 crore investment in Haldia

One the second day of the New Year Bengal received an investment to the tune of Rs 700 crore from Exide industries. Bengal Chief Minister Mamata Banrjee today inaugurated India’s first punch-grid storage battery plant at Haldia. She also inaugurated an IT Park at Haldia.

Speaking on the occasion, the Chief Minister said, “In Bengal no mandays are lost due to bandhs now. We have a new policy for industry. We have a land bank, land map.” She said that a new international convention centre will come up at Digha.

Highlighting the woes of demonetisation, the CM added: “The industrial scenario in the country has worsened in the last 2 months. The MSME sector is going through turmoil. Even in America, economy is only 40% cashless. In India, 92% rural areas have no banks.”

She said in a democracy the government is of the people, by the people and for the people.

 

হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড 

ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে বাংলার জন্য সুখবর। হলদিয়াতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড। ভারতের প্রথম পাঞ্চ-গ্রিড স্টোরেজ ব্যাটারি প্লান্টের আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এখন বনধের কারণে শ্রম দিবস নষ্ট হয়না। রাজ্য সরকার নতুন শিল্প নীতি তৈরী করছে। ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপও তৈরী করা হয়েছে। তিনি জানান দিঘায় একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হবে।

নোট বাতিলের ফলে দেশের মানুষের কষ্টের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টালমাটাল অবস্থা। আমেরিকাতেও ৪০% অর্থনীতি মাত্র নগদহীন। ভারতের ৯২% গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবা পৌঁছায়নি।

তিনি আরও বলেন যে গণতন্ত্রে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ।

End of #Demonetization and Start of #DeModitization. Modi babu wanted 50 days, he failed: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Prime Minister after his year-end speech today evening.

Below is her statement:

End of #Demonetization and Start of# DeModitization. The year 2017 will mark the year of Demoditization. This will be the New Year Resolution of all 125 crore people of this great country. Where are the figures of #DeMonetisation? How much of black money recovered? What did the nation gain after 50 days of excruciating pain? The Prime Minister deviated from actual agenda of black money and #DeMonetisation. The Prime Minister just took over post of Finance Minister and made pre-Budget speech. So the Finance Minister was missing from this advance Budget Speech made by Prime Minister. Modi babu, empty vessels make the most noise. Modi Babu wanted 50 days to deliver promises. He badly failed. PM who runs nation in the name of Suddhikaran just underwent Buddhiharan. Promises broken. Promises derailed. People are not beggars. He has snatched common man’s  financial rights. Financial Emergency continues in the name of black money cleanup. Money not available in banks. Still no concrete solutions to problems. In the name of addressing the nation, Modi Babu is serving his selfish personal agenda. Heartless,baseless speech. Forgot to even pay respects to 112+ citizens who died in queues. Saying Nation Address and doing political vendetta.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

My life has been one of struggle. I’m not afraid of them: Mamata Banerjee, throwing down the gauntlet to the BJP

A day before the 50-day deadline for depositing demonetised Rs 500 and Rs 1,000 currency notes is due, Bengal Chief Minister Mamata Banerjee hit out strongly at this anti-poor policy of the Prime Minister.

She said that the “country went through a tumultuous situation” as a result of demonetisation yet the Prime Minister “has not been able to” “bring back black money” that he had promised.

“Poor people are suffering because the Centre wanted to help 50 families”, she said, referring to certain high-profile people who are alleged to have put their black money in foreign accounts. “This is an anti-poor Government”.

Mamata Banerjee thanked the President “for his comments on intolerance” as a “regime of fear has been created in the country”.

She also castigated the BJP’s using the state broadcaster for its own ends, saying “Doordarshan has become Modidarshan”.

Mamata Banerjee said that because of the wrong polices and wrong decisions of the BJP-led Central Government, “the country is not safe under this Government”.

She outlined in brief the widespread ill-effect that demonetisation has had on the economy of the country: “Recession has set in. Farmers are suffering. The unorganised sector is in crisis. The revenues of States have shrunk by 25%”.

She reiterated that she and her party “will fight for the people”. She prophesied the victory of people power: “Ultimately this Government will lose and the people will win”.

The Chief Minister also criticised the Reserve Bank of India (RBI) for “not disclosing how much money it has released to which State”.

She lambasted the BJP for conducting a politics of vendetta by “targeting everyone who are speaking against them”. As an example, she said: “They have raided Arvind Kejriwal’s officer. Even today they carried out raids in Delhi”.

She also reminded the people about the BJP patriarch Atal Bihari Vajpayee asking “Modi to follow Raj Dharma after the Gujarat riots”.

Mamata Banerjee further pointed out the complete lack of sympathy that the Central Government has had for the sufferings it has brought on to the people: “111 people have lost their lives. How many BJP leaders have visited their houses?”

Further, the BJP’s “political vindictiveness can boomerang on them“ as “they are in power today but tomorrow they will not be”.

She exhorted the people of the country to teach the BJP a lesson by “defeating them in UP, Punjab, Uttarakhand and wherever else elections are going to be held”.

Mamata Banerjee also questioned the Centre’s asking “a State (Bengal) to foot the bill” for its sending the CRPF to the State.

Mamata Banerjee though said that she is “not afraid of them” as her “life has been one of struggle”; she does not mind to put up a further struggle.

The Chief Minister ender her press conference by making an announcement that is sure to bring a smile to the faces of State Government employees: “The West Bengal Government will give 10% DA (dearness allowance) to employees in January”.

 

আমি জীবনে অনেক লড়াই করেছি, লড়াইকে আমি ভয় পাই নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলের পঞ্চাশ দিন পূর্তিতে মোদি সরকারকে গরীব বিরোধী সরকার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘোষণার যে উদ্দেশ্য ছিল, তা ব্যর্থ হয়েছে। উনি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে পারেননি।

তিনি ৫০ জন ধনীর জন্য ১১০ কোটি ভারতবাসীর দুর্দশার কারণ হয়েছেন। দেশের নিরাপত্তা বিক্রি করে দেওয়া হয়েছে। হাই প্রোফাইল লোকেরা যারা নিজেদের কালো টাকা বিদেশে রেখেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন ‘এই সরকার গরীব মানুষের বিরোধী”।

দেশের মানুষকে আজ ভয় দেখানো হচ্ছে, অসহিষ্ণুতার প্রতি রাষ্ট্রপতির মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

বিজেপির সমালোচনা করে তিনি বলেন, “দূরদর্শন এখন মোদীদর্শন হয়ে গেছে”।

তিনি আরও বলেন বিজেপি পরিচালিত সরকাররের ভুল নীতি ও সিদ্ধান্তের কথা  ফলে দেশ আজ চরম বিপদের সম্মুখীন। এই সরকারের অধীনে দেশ সুরক্ষিত নয়।

নোট বদলের জন্য দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এদিন  জাতীয় সরকার গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নোট বাতিল দেশের অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলেছে। অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। কৃষকরা ভুগছে। অসংগঠিত সংস্থাগুলো সংকটে। রাজ্যের অ্যায় ২৫ শতাংশ কমে গেছে। দেশে একটা সমান্তরাল অর্থীনীতি চালানোর চেষ্টা চলছে। সেই অর্থনীতিতে জনতার সর্বনাশ হবে। আগে ব্যাঙ্ক ছিল ন্যাশনালাইজড, এখন হয়েছে ডিমরালাইজড।

তিনি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত সরকার হারবে আর সাধারণ মানুষের জয় হবে। যারা ওদের বিরোধিতা করছে ওরা তাদের পেছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেন,  কয়েকদিন আগেই কেজরিওয়ালের অফিসে রেড করেছে ওরা।

মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের এই ড্রাকোনিয়ান সিদ্ধান্তের ফলে ১১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের কত জনের বাড়িতে গেছেন বিজেপি নেতারা এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতি বুমেরাং হয়ে তাদের কাছে ফিরে যেতে পারে কোনদিন। আজ তারা ক্ষমতায় আছে কিন্তু আগামীকাল নাও থাকতে পারে। জনসাধারণের কাছে আসন্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তাদের উচিত শিক্ষা দেওয়ার আবেদন জানান তিনি।

তিনি বলেন লড়াই করতে তিনি ভয় পান না এর আগেও তিনি অনেক সংগ্রাম করেছেন। নতুন সংগ্রামের জন্যও তিনি প্রস্তুত।

সাংবাদিক বৈঠকের শেষে তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারী কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডি এ) দেওয়া হবে।