#Nov8BlackDay 10 things Mamata Banerjee said about demonetisation

The disastrous measure of demonetisation that the Central Government promulgated on November 8, 2016 knocked the Indian economy unconscious. Getting back on its feet has been a herculean task. Many people lost their lives, and lakhs lost their jobs. Businesses in both the formal and informal sectors have been devastated.

Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee conducted protests against demonetisation across the country. Through her speeches and social media posts, she has proved that demonetisation was a huge scam by the BJP to hoodwink the people of the country, and serve its own interests. In fact, in a sign of her far-sightedness, she was the first political leader to speak out publicly against demonetisation, within an hour of the Prime Minister’s November 8 speech declaring the Centre’s decision.

The purported aim of demonetisation, of recovering black money, has been proved to be an empty boast. The Reserved Bank of India (RBI) has stated that 99 per cent of the demonetised Rs 500 and Rs 1,000 currency notes, which formed an overwhelming 86 per cent of the paper currency on circulation, has come back into the economy, yet no black money has been traced.

Here are 10 major points that Mamata Banerjee has made against demonetisation:

1. While we are strongly against black money and corruption, we are deeply concerned about the common people, the small traders. How will they buy essentials tomorrow? This is financial chaos, disaster let loose on the common people of India. He (the Prime Minister) could not get back the promised black money from abroad, hence so much drama.

2. We want to know from the Prime Minister how our poorest brothers and sisters, who’ve received their week’s hard-earned wages in one Rs 500 notes, will buy atta, rice, etc. tomorrow. This is a heartless and ill-conceived blow to the common people, middle class, agricultural cooperatives, tea garden workers, unorganised labour sector, shopkeepers, farmers and small businesses. All will suffer. There will be deaths due to starvation.

3. Trinamool means ‘grassroots’. Trinamool Congress is the voice of the people. More than 150 people have died. Lives have been ruined irrespective of caste, community and creed. This is not merely an inconvenience, this is the killing of the economy.

4. During a year, the three months from December to February are the most productive time for construction and development projects. Now everything is shut, progress is halted. The tea garden and jute mill workers are not receiving their salaries and are in distress. The transport sector has been hit.

5. The Centre has given exemption from demonetisation to all its sectors – railways, transport, petroleum – but the State Government-controlled agricultural cooperatives have not been permitted to exchange currency. This is not federalism; states have shut down.

6. Trinamool Congress raised the issue of black money in Parliament in 1998. Trinamool MPs staged a demonstration against black money both inside and outside Parliament in 2014. What is the Government doing about electoral reforms? We have been raising the issue of electoral reforms for two decades. Eighty per cent of donations received by parties are from ‘unknown sources’.

7. Demonetisation is a big black scandal. People are suffering. This is a grim situation. We have offered concrete suggestions. One of the suggestions offered is to allow old and new Rs 500 currency notes to function parallelly. If you had to keep demonetisation a secret, what prevented you from printing more Rs 100 notes and other smaller denominations?

8. Four out of five villages in India do not have a bank. We all want to have a cashless society. But 95 per cent of debit cards in India are not used to buy anything, only to withdraw cash. One minister may want to buy his vegetables and do his laundry with plastic, but not everybody can.

9. It is not that everyone who is opposing the government’s policy is supporting black money, is corrupt or anti-national. The Prime Minister thinks that he alone is the messiah and all of us are devils. We strongly oppose the Central Government because the poor are suffering and the economy is being killed off.

10. Try as you may, through your agencies, to hassle and harass us, it will embolden only our conviction to fight. You may even try to jail us, but that will only make our movement stronger because we are fighting for the people. This is not a political movement. This is a people’s movement.

 

এক বছর আগে নোট বাতিল সম্বন্ধে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী – জেনে নিনঃ

কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী, অমানবিক, অপরিকল্পিত নোটবাতিলের সিদ্ধান্তের বর্ষপূর্তি আজ। এর ফলে বিধ্বস্ত হয়েছে দেশের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারন মানুষ। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রাণ হারিয়েছেন শতাধিক দেশবাসী। কেন্দ্রের দাবি ছিল, কালো টাকা উদ্ধারের জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু, দেশের অর্থনীতিতে ফিরে এসেছে বাতিল হওয়া নোটের ৯৯ শতাংশ, হদিস মেলেনি কালো টাকার।

২০১৬–র ৮ নভেম্বর নোটবাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নোট বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০টি প্রতিক্রিয়াঃ-

১. আমরা কালো টাকার বিরুদ্ধে, কিন্তু সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীদের ব্যাপারেও চিন্তিত। কাল মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র কিনবে কি করে? এটা অর্থনৈতিক অরাজকতা। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে না পেরে এখন প্রধানমন্ত্রী প্রহসন করছেন।

২. আমাদের দরিদ্র, খেটে খাওয়া ভাই ও বোনেরা, যারা ৫০০ টাকার নোটে মাইনে পান, তারা কাল বাজারহাট কিভাবে করবেন? এই নিষ্ঠুর সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কৃষি–সমবায়, চা বাগান কর্মী, জুট মিল কর্মী, অসংগঠিত শ্রমিক, দোকানের মালিক, ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। অনাহারে মৃত্যু হবে।

৩. তৃণমূল মানে সাধারণ মানুষের কণ্ঠস্বর। ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবন জর্জরিত। এটা শুধুমাত্র সাময়িক অসুবিধা নয়, অর্থনীতিকে শেষ করে দিচ্ছে এই সিদ্ধান্ত।

৪. সারা বছরের মধ্যে এই তিন মাস (ডিসেম্বর – ফেব্রুয়ারী) সব থেকে উত্পাদন ভালো হয় সে নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক কাজ। কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে। চা বাগান কর্মী, জুট মিল কর্মীরা বেতন পাচ্ছেন না, তারা খুবই কষ্টে আছেন।

৫. রেল, পরিবহণ, পেট্রোলিয়াম সব ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যের কৃষি সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যগুলি ভুক্তভোগি।

৬. ১৯৯৮ সালে সংসদে তৃণমূল কংগ্রেস কালো টাকার বিষয়টি উত্থাপন করেছিল। ২০১৪ সালে আবারও সংসদের উভয়কক্ষে কালোটাকার বিষয়টি উত্থাপন করেছিলেন তৃণমূল সাংসদরা। নির্বাচনী সংস্কার নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? তৃণমূল দুই দশক ধরে এই নির্বাচনী সংস্কারের বিষয়টি উত্থাপন করে আসছে। দলগুলি দ্বারা গৃহীত অনুদানের ৮০ শতাংশ টাকার উৎস ‘অজানা’।

৭. বিমুদ্রাকরণ এখন এখন একটি (বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল) বড় কেলেঙ্কারি। এর ফলে দেশে জরুরী অবস্থা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত চরম আঘাত হিসেবে নেমে এসেছে সাধারণ মানুষের ওপর। আমাদের কিছু কংক্রিট পরামর্শ আছে। প্রথমত, পুরনো ও নতুন ৫০০ টাকার নোট সমানভাবে চালু রাখা উচিত। আপনাদের যদি এই নোট বাতিলের সিদ্ধান্ত গোপন রাখার ছিল তাহলে সরকার কেন প্রচুর পরিমাণে ১০০ টাকার নোট ছাপায়নি?

৮. ভারতবর্ষের প্রত্যেক পাঁচটি গ্রামের মধ্যে চারটিতে ব্যাঙ্ক নেই। আমরা সকলে cashless সমাজ চাই। কিন্তু ভারতে ৯৫ শতাংশ ডেবিট কার্ড কিছু কিনতে ব্যবহার করা হয় না, শুধুমাত্র টাকা তুলতে ব্যবহার করা হয়। একজন মন্ত্রী চাইলে কার্ড ব্যবহার করে তাঁর প্রয়োজনীয় জিনিস (যেমন–সবজি, ফল) কিনতে পারেন কিন্তু সকলের পক্ষে তা সম্ভব নয়।

৯. যিনি প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করবে, তিনিই কালো টাকার সমর্থক বা দেশদ্রোহী নন। প্রধানমন্ত্রী মনে করেন ‘তিনি একাই মসিহা আর আমরা সবাই খারাপ লোক?’ আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি কারণ সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন।

১০. যতইচ্ছে চেষ্টা করুন, যত খুশি এজেন্সিগুলি দিয়ে হয়রান করুন আমরা পিছু হঠব না। এমনকি আপনারা চাইলে মমতা দি কে জেলেও পাঠাতে পারেন কিন্তু তাতে আমাদের প্রতিবাদ থেমে যাবে না। কারণ আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি। এটা কোন রাজনৈতিক লড়াই নয়, এটা মানুষের লড়াই।

#Nov8BlackDay Trinamool to observe ‘Black Day’ to mark DeMonetisation anniversary

Today, on the occasion of the first anniversary of the announcement of demonetisation, the Trinamool Congress Government would be organising ‘Black Day’ or ‘Kaala Dibas’ through a series of protest marches from 2 to 3 pm in Kolkata as well as in all the districts.

In Kolkata, the marches would take place in Sealdah, Dharmatala, Hazra, Jadavpur, Behala, Garia and other places.

Also, till December 15, Trinamool will organise mass-contact programmes across the state.

Demonetisation has been a disaster for the country. Lakhs of people, more in the informal sector, lost their jobs, and tragically, more than 120 people were killed while standing in queues outside banks, trying to exchange demonetised currency or withdraw money in the newly-introduced currency.

 

নোট বাতিলের বর্ষপূর্তি-কালা দিবসে তৃণমূল কংগ্রেসের কর্মসূচী

৮ই নভেম্বর ২০১৬ সালে হঠকারী ভাবে সন্ধ্যাবেলা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট বাতিল করা হল।কারণ হিসেবে বলা হয়, এই নোট বাতিলের ফলে দেশে আর কোনও কালো টাকা থাকবে না, হবে না কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।

আজ সেই সিদ্ধান্তের বর্ষপূর্তিতে এসে দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল হওয়া নোটের ৯৯শতাংশ ফেরত পেয়েছে, কিন্তু, ধরা পরেনি কোনও কালো টাকা। সন্ত্রাসবাদী কার্যকলাপ এখনও পুরোমাত্রায় চলছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বীভৎস ভাবে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে প্রচুর পরিমানে। অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ছোট ব্যাবসায়ী আজ চূড়ান্ত দৈন্যদশায় জীবন নির্বাহ করছে।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নোট বাতিলের বর্ষপূর্তিকে দেশের কালা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে। মিছিলে অংশ নেওয়া প্রতি কর্মী সমর্থক কালো পতাকা হাতে নেবেন। স্লোগান দেবেন যে, নোটবাতিল দেশের সব থেকে বড় দুর্নীতি।

উত্তর কলকাতার মিছিলের নেতৃত্ব দেবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে হাজরা, শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুর, বেহালা, গড়িয়া ও অন্যান্য জায়গায়। কলকাতার দক্ষিনে যে মিছিল হবে, তার নেতৃত্ব দেবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। এই মিছিল হবে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।

এছাড়া, মুখ্যমন্ত্রীর আহ্বানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কর্মী সমর্থকরা তাদের ডিসপ্লে ফটো কালো করে রাখবেন আজ।

আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য ব্যাপী জনসংযোগ কর্মসূচী পালন করবে তৃণমূল।

20 things Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the extended core committee meeting at Nazrul Mancha.

In her speech, she attacked the Centre on demonetisation and hasty implementation of GST. She termed demonetisation “the biggest scam” and asked party workers to observe ‘Black Day’ on November 8 (the anniversary of demonetisation).

She also slammed the Opposition in Bengal for their negative politics.

 

Here are 20 things that Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting:

  • The festive season was peaceful without any untoward incident anywhere. Despite so many provocations and conspiracies, attempts to incite riots and violence were thwarted by the people. Credit must go to the local clubs, puja committees and administration.
  • Trinamool did not come power by sitting on armchairs. There is no room for complacency. Trinamool stands for mass movement. Trinamool stands for people. Trinamool stands for struggle. We lost thousands of our party workers. The new generation must be aware of the history of the party. I have documented our struggles in my books.
  • Listen to what people are saying on social media. Reach out to them. We are a pro-people party. We will never take any decision which is against the interests of the people.
  • There is no place for groupism or ego-fights in Trinamool. We will not tolerate anti-party activities. Party discipline is foremost. If you cannot follow it, you are free to leave. It is difficult to earn respect but very easy to lose it. A true leader is one who has people by their side. Workers are our biggest assets.
  • The media in Delhi is controlled by the ruling party at Centre. They cannot open their mouth against the Centre. If they dare to do so, they are threatened by the agencies like ED and CBI. The American can criticise Trump but the Indian media does not speak against Modi.
  • The Centre is running a dictatorial regime. They cannot break the TMC with intimidations and politics of coercion. We will speak out against any injustice.
  • The Opposition in Bengal does not play a constructive role. All the three parties have joined hands to fight us. Ram-Shyam and Ghanshyam have come together to form a ghont (unholy alliance).
  • There is blatant use of money power by the Centre. The ruling party is using black money to finish off all small parties. They want only one party to exist. They are now buying votes with money power in Gujarat.
  • We will observe ‘Kala Dibas’ (Black Day) in all blocks on November 8 to mark the anniversary of demonetisation. Rallies will be organised between 2-3 PM. Prepare slogans to reach out to people.
  • Demonetisation is the biggest scam. There must be an investigation into it. I had tweeted within 45 minutes of the announcement. Today Manmohan Singh, P Chidambaram, Arun Shourie are saying the same thing. Even eminent economists have spoken out against demonetisation.
  • What purpose did demonetisation serve? Did it weed out black money? No. Did it put an end to terrorism? No. Only one party converted its black money into white. They have also stashed away their black money abroad.
  • I have also received threats for speaking out. They threaten to use the CBI against me. Let them do whatever they want to. In Tagore’s words, this ‘monihar’ (necklace of gems) – referring to CBI – will turn into ‘bishhar’ (necklace of poison) once they are out of power.
  • They are coercing people to link their Aadhaar with their mobile number. This is their tactic. Even a private conversation between a husband and wife will now be pried on. Will there be no privacy left? I refuse to link my mobile number with Aadhaar. Left the service providers cut off my connection if necessary.
  • People are now scared of the phrase “mitron”. They keep harping on about their 56 inch ‘chhati’ (chest). We don’t need a ‘chhati’. We need a ‘chhata’ (umbrella) of unity that gives protection to people.
  • Despite a huge burden of debt (around Rs 2 lakh crore), we are carrying out all developmental programmes and schemes. 8.5 crore people receive rice at Rs 2/kg under Khadya Sathi. We have distributed 70 lakh cycles under Sabuj Sathi scheme. We have distributed scholarships under Siksha Shree scheme to 1.14 crore students. Over a crore minority students have received scholarships. We have distributed 15 lakh saplings under Sabuj Shree scheme. Healthcare is free in Bengal.
  • After the floods, Assam and Bihar got financial aid from the Centre. We don’t begrudge them. But Bengal was not given a single penny. Why? Because BJP is in power in these States and not in Bengal? They are systematically destroying the federal structure.
  • Bengal has been vocal against the hasty implementation of GST. But the Centre did not listen to us. And now the small and medium enterprises have been badly hit. The system was not prepared at all. About 50% people could not do uplinking. Total system failure. Almost 1 lakh people lost their jobs in Surat alone.
  • The Centre is manipulating growth figures. The GDP growth has fallen from 7% to 5.7% in the last quarter. They have zero performance. They only speak the language of riots and violence.
  • We will keep raising the issues concerning people. We will bring them up in Parliament. They threaten to put us in jail; let them do it. We will not bow down.
  • We are a pro-people party. People are our strength. Trinamool is like a big banyan tree that gives shade to all. People are the ultimate judge in a democracy.

 

তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখে নিন এক নজরে

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের  বর্ধিত কোর কমিটি বৈঠকে বক্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে  কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

১. বাংলায় সব উৎসব আমাদের নিজেদের মতো করে পালন করি। সকলকে অনেক শুভেচ্ছা। এত চক্রান্ত, প্ররোচনা সত্ত্বেও উৎসবের দিনগুলি শান্তি পূর্ণ ভাবে কেটেছে। সেজন্য সকল লোকাল ক্লাব, পুজো কমিটি সহ সব সাধারণ মানুষকে ধন্যবাদ।

২. তৃণমূল কংগ্রেস আরাম কেদারায় বসে ক্ষমতায় আসেনি। অনেক সংগ্রাম, ত্যাগ করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। হাজার হাজার কর্মী প্রাণ হারিয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। তৃণমূল কংগ্রেস সংগঠিত, সুশৃঙ্খল দল। মানুষকে নিয়ে কাজ করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য।

৩. তৃণমূল কংগ্রেস মানে মা-মাটি-মানুষ, তৃণমূল কংগ্রেস মানে সংগ্রাম, আন্দোলন, জনগণ। তৃণমূল কংগ্রেস যা করেছে সমগ্র রাজনৈতিক ইতিহাসে কেউ করে দেখাতে পারবে না। তৃণমূল কংগ্রেস কেন তৈরি হয়েছিল, ১৯৯৩ সাল থেকে তার সংগ্রামের কথা আমি লিপিবদ্ধ করে রেখেছি ছাত্র যুবদের জন্য। আমরা প্রতি বছরের কার্যকলাপ লিপিবদ্ধ করে রাখি।

৪. সোশ্যাল নেটওয়ার্কে খোঁজ রাখতে হবে, মানুষ কি ভাবছে জানতে হবে। যে কাজ জনগণের পক্ষে সেটাই আমরা করব। যে কাজ জনগণের পক্ষে নয় তা আমরা করব না।

৫. তৃণমূল কংগ্রেসে গ্রুপ করার, দল বিরোধী কাজ করার কোন জায়গা নেই। আমরা প্রগতিশীল ভাবধারা নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। যার মধ্যে যা ভালো জিনিস আছে আমরা তা গ্রহণ করেছি। সুনাম অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু বদনাম করতে এক সেকেন্ড সময় লাগে। সবাইকে নিয়ে যে চলে সেই নেতা। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের সম্পদ।

৬. দিল্লি মিডিয়াকে কন্ট্রোলে রেখেছে কেন্দ্রীয় সরকার, তারা ওদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না; যদি কেউ বলে ফেলে তাকে জব্দ করার জন্য তার বাড়িতে ইনকাম ট্যাক্স বা সিবিআই বা ইডি পাঠিয়ে দেওয়া হয়। আমেরিকার মিডিয়া যেভাবে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছে ভারতের মিডিয়া তা করতে পারে না। কারণ তাদের ভয় দেখানো হচ্ছে, খুন করা হচ্ছে।

৭. যেভাবে কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক চাবুক চলছে, যারা স্বচ্ছতা, সাহসিকতা, সংগ্রামের সাথে রাজনীতি, আন্দোলন করে তাদের জন্য তা বিষময় হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা আর এজেন্সির জোরে, অত্যাচার, চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে পারবে না। আমরা অন্যায়ের প্রতিবাদ করবই।

৮. বাংলায় যে কটা বিরোধী দল আছে ওরা শুধু নেগেটিভ রোল প্লে করে। সব দল মিলিত হয়েছে আমাদের বিরুদ্ধে। ভোট এলেই রাম-শ্যাম-ঘনশ্যাম ৩টি দল এক হয়ে গেল।

৯. কাউকে প্রচুর টাকা দিয়ে, কাউকে ভয় দেখিয়ে কিনে নিচ্ছে। ভারতবর্ষকে নিয়ে কোটি কোটি টাকার, কালবাজারির খেলা চলছে যাতে সব ছোট রাজনৈতিক দলগুলি শেষ হয়ে যায় আর একমাত্র দাঙ্গাকারী দলটি বেঁচে থাকে। গুজরাতে ক্ষমতায় আসার জন্য টাকা দিয়ে ভোট কিনছে।

১০. আগামী ৮ই নভেম্বর দুপুর ২-৩ টেয় নোট বাতিলের এক বছর উপলক্ষে ব্লকে ব্লকে ‘কালা দিবস’ পালন করা হবে। নোটবাতিল ঘোষণার ৪৫ মিনিটের মধ্যে আমি টুইট করে যা বলেছিলাম আজ মনমোহন সিং, পি চিদাম্বরম, অরুন শৌরি সহ সব অর্থনীতিবিদরা একই কথা বলছে।

১১. নোটবাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি।এর তদন্ত হওয়া উচিত। এটি দুর্নীতির ধন্দ। কালো টাকা আজ পর্যন্ত উদ্ধার হয়নি। দুর্নীতি আজ পর্যন্ত রোখেনি। টেররিজম আজ পর্যন্ত রোখেনি। নোট বাতিলের ফলে সবার ক্ষতি হয়েছে, লাভ শুধু একটা দলেরই হয়েছে, যত ব্ল্যাক মানি সব সাদা হয়ে গেছে। নিজেদের টাকা বিদেশে মজুত করেছে।  

১২. আমাকেও থ্রেট করা হয় এটা ওটা বলা যাবে না। ট্যাক্টফুলি সারদা নারদা করা হয়েছে তৃণমূলকে হিউমিলিয়েট করার জন্য। আমাদের পেছনে সিবিআই, ইডি লাগায় তাও আমরা প্রতিবাদ করে যাই। আজ যে মনিহার গলায় পোরে বসে আছে, যেদিন ক্ষমতায় থাকবে না, এই মণিহার বিশধর হারে পরিণত হবে।

১৩. মোবাইলেও আধার কার্ড দিতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে কি কথা বলবে সেটা ট্যাপ করে পার্টি অফিসে পাঠিয়ে দেবে। মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মোবাইলের সঙ্গে আধার কার্ড নম্বর আমি দেব না, তাতে মোবাইল না থাকলে না থাকবে।

১৪. মিত্রোঁ বললেই মানুষ ভয় পেয়ে যাচ্ছে। কথায় কথায় কেউ বলছে আমার নেতার এত বড় ছাতি। আরে ছাতি চাই না, এই দেশকে একত্র করার ছাতা চাই।   

১৫. মাথায় এত (প্রায় ২লক্ষ কোটি টাকা) দেনা নিয়ে এত প্রকল্প কোন একটা রাজ্য করে দেখাক। ২ টাকা কিলো চাল ৮.৫ কোটি লোক পায় খাদ্য সাথীতে, সবুজ সাথী সাইকেল ৭০ লক্ষ ছেলেমেয়েরা পেয়ে গেছে। শিক্ষাশ্রী প্রায় ১ কোটি ২৪ লক্ষ, সংখ্যালঘু স্কলারশিপ ১.৫ কোটি হয়ে যাবে। সবুজশ্রী প্রায় ১৫ লক্ষ গাছের চারা ইতিমধ্যেই বিলি করা হয়েছে। আমাদের সরকার বিনা পয়সায় চিকিৎসা দেয়।

১৬. বন্যার পর আসাম, বিহার সঙ্গে সঙ্গে ত্রাণের টাকা পেল। কিন্তু বাংলা একটা টাকাও পেল না, যেহেতু বিজেপি সরকার নয়। টোটাল ডিস্ক্রিমিনেশন, ফেডেরাল স্ত্রাকচারে আননেসেসারিলি ইন্টারফেয়ারেন্স।

১৭. ৫০% লোক এখনও আপলিঙ্কিং করতে পারেনি জিএসটিতে। তার মানে সিস্টেম ফেলিওর। আমরা ছাড়া কেউ জিএসটির প্রতিবাদ করেনি। শুধু গুজ্রাটের সুরাটে ১লক্ষ লোক চাকরি হারিয়েছে। ছোট ও মাঝারি অনেক ব্যাবসা বন্ধ হয়ে গেছে।

১৮. দেশটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত বছর এই সময় ৭.৯% গ্রোথ ছিল আর আজ সেখানে ৫.৭% এই কোয়ার্টারে। কোনও পারফরমেন্স নেই। কেউ কেউ বলছে পালিশ করে দেব, মেরে দেব, এমন ভাষা ওদের নিজস্ব। ওদের ভাষা দাঙ্গা, গুন্ডামি করার।

১৯. আমরা মানুষের কথা তুলে ধরবই। পার্লামেন্টেও কথা তুলব। আমরা প্রতিবাদ করব। তাতে যদি সবাইকে জেলে পোরে, পুরুক। আমরা মাথা নত করব না।

২০. আমাদের সরকার জনগণের সরকার, আমরা প্রো-পিপল। মানুষই আমাদের শক্তি। তৃণমূল কংগ্রেস একটা বটবৃক্ষ। মানুষই তৃণমূলের একমাত্র গণ দেবতা।

 

Country is still searching for ‘Acche Din’: Dr Amit Mitra

Bengal’s Finance and Industry Minister Dr Amit Mitra, addressing the annual general meeting of Bengal Chamber of Commerce and Industry (BCCI) on September 12, said that the country is still searching for ‘Acche Din’ that was promised by the Prime Minister.

He buttressed his statement by presenting statistics about the fall in gross domestic product (GDP), gross value added (GVA), bank credit growth and other parameters at the national level during the financial year 2016-17.

Attributing demonetisation as one of the main causes for the decline in different growth parameters, Dr Mitra said that the GDP growth has declined from 8 per cent in the fourth quarter of 2015-16 to 7.1 per cent in 2016-17. The GVA has also fallen from 8.7 per cent in 2015-16 to 5.6 per cent in 2016-17.

The bank credit growth has been the lowest in the last 20 years, which is a clear indication that small traders have bore the brunt of demonetisation. From 10.3 per cent in the 2015-16 fiscal, the parameter has abruptly declined to 1.7 per cent in 2016-17.

The non-performing assets (NPAs) of public sector banks have also risen to a disturbing level during the 2016-17 fiscal. During 2015-16, NPA was 5.17 per cent, while during 2016-17 it rose to 11.97 per cent.

The figure for farmers’ suicide rose from 11,772 in 2013 to 12,602 in 2016.

The minister said that economists have predicted that the GDP in the next fiscal, that is, 2017-18, will fall further and will be in the range of 6.8 to 7.3 per cent.

 

দেশের মানুষ এখনও “আচ্ছে দিন”-এর খোঁজ করছে: অমিত মিত্র

মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র বলেন, দেশের মানুষ এখনও প্রধানমন্ত্রীর বর্ণনা করা “আচ্ছে দিন”-এর খোঁজ করছে। তিনি ২০১৬-১৭ সালের দেশের জিডিপি, জিভিএ, ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ও অন্যান্য তথ্য দিয়ে বলেন দেশের অর্থনীতি নিম্নমুখী।

অর্থনীতির এই হালের জন্য তিনি নোটবাতিলের সিদ্ধান্তকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ২০১৫-১৬ সালের চতুর্থ কোয়ার্টারের জিডিপি গ্রোথ ছিল ৮ শতাংশ যা ২০১৬-১৭তে কমে দাঁড়িয়েছে ৭.১ শতাংশে। ২০১৫-১৬ সালে জিভিএ গ্রোথ ছিল ৮.৭ শতাংশ যা ২০১৬-১৭ তে কমে দাঁড়িয়েছে ৫.৬ শতাংশে।

“ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০ বছরের সর্বনিম্ন স্থানে এসে পৌঁছেছে। ছোট ব্যবসায়ীরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০১৫-১৬ সালে ছিল ১০.৩ শতাংশ যা ২০১৬-১৭তে ১.৭ শতাংশে এসে দাঁড়িয়েছে” মন্ত্রী বলেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এনপিএ বেড়েছে অত্যাধিক হারে, যা ২০১৫-১৬সালে ছিল ৫.১৭ শতাংশ তা ১৬-১৭ তে বেড়ে হয়েছে ১১.৯৭ শতাংশ।

কৃষক আত্মহত্যার সংখ্যা ২০১৩ তে ছিল ১১৭৭২ টি যা ২০১৬ সালে বেড়ে হয়েছে ১২৬০২টি।

অমিত মিত্র বলেন, ২০১৭-১৮ সালে জিডিপি গ্রোথ কমে ৬.৮ থেকে ৭.৩ এর মধ্যে থাকবে। তিনি রিজার্ভ ব্যাঙ্কের পূর্ব গভর্নরকে উদ্ধৃত করে বলেন, এই সাময়িক ক্ষতিগুলো এত বিশাল আকার ধারন করেছে যে ভবিষ্যতের লাভ গুলো ঢাকা পরে যেতে পারে।

Source: Millennium Post

Trinamool’s Derek O’Brien speaks regarding the adverse effects of interest rate cut by SBI

FULL TRANSCRIPT

Sir, I am glad that the Finance Minister and Leader of the House is here; maybe he will give us an explanation.

The SBI reduced rates on savings in bank accounts, holding a balance of less than Rs 1 crore, by 0.5%. Sir, more than 90% of bank accounts in India are people who have less than Rs 1 crore. Sir, SBI, in their explanation, have said, that after demonetisation there was a huge inflow of funds; about 50,000 bank accounts were being opened every day, and about Rs 1.5 lakh crore was moved into the system. But there were no borrowers in the system because after demonetisation economic activity was low. This is the SBI’s view.

Sir, what impact has this had? Sir, the first impact, the obvious impact, is that small depositors, especially senior citizens, pensioners are all affected. When they are affected, what would they do as alternative? This is a sure fire way of opening up and encouraging chit funds. Everyone talks about chit funds but no one talks about Pearl Chit Fund.

Let us have an investigation on how many people were investigated in Pearl Chit Fund and which Government and which people were involved. What action was happening outside North Block in Delhi and in Punjab? It is very convenient to talk about Odisha and Bengal when it comes to chit funds. Sir, through you I want to caution the Government that this decision will also increase the infiltration of chit funds.

And worse still, the commercial banks also going to be affected. Sir, the rate for the fixed deposits in early 2014 was 10%. I was talking to some senior relatives of mine, they were getting 10%, 9% till a few years ago. Now that is down to less than 6%.

Sir, post demonetisation, 1.5 million jobs have been lost. Sir, now even the NITI Ayog Vice Chairman has suddenly resigned; we wish him luck in his new assignment. No matter what the Government tries to say, he has resigned after three years. Sir, these are the big issues post GST and demonetisation.

The Opposition parties have been trying to discuss these issues. NPAs worth Rs 7 lakh crore have still not been recovered and you are hurting the poor people. Sir, we need a discussion on this; the Government is running away from a discussion. For three weeks we have given notices, Sir, please look into this, take this up and let us discuss it.

 

 

Trinamool’s Derek O’Brien makes a Point of Order regarding discussion on ill-effects of GST and demonetisation

FULL TRANSCRIPT

Sir, I want to make a Point of Order under Rule 29 and Rule 33.

We are aware that the Business Advisory Committee can only allot time and nothing more than that, which is fair enough. But it was informally agreed at the Business Advisory Committee that there would a Short Duration Discussion on the ill-effects rollout of GST and demonetisation. It has not still being listed this week.

Can the Minister give us the assurance on the floor of this House that this Short Duration Discussion will be taken up next week? This is an important issue, so we just want to know. There are lot of things happened post GST rollout.

 

Sudip Bandyopadhyay speaks on The Supplementary Demands for Grants for 2017-18

FULL TRANSCRIPT

Hon Deputy Speaker Sir, the discussion is not on General Budget; it is limited within the supplementary proposals and so the scope of discussion on this Budget is not enough. But there are some key issues which I feel must be discussed and I expect a response from Hon Jaitley ji also.

In the Supplementary Demands for Grants, Government is asking for an additional financial support of Rs 11,166 crore for 2017-18. Along with that they are also asking for Demands for Excess Grants for the year 2014-2015. Both the issues have been taken up together. Out of this Rs 11,166 crore, the Hon Minister has categorically clarified which areas he is going to utilise this amount for expenditure.

Rs 7,000 crore would go to the Petroleum and Natural Gas Ministry, for providing additional Grants in Aid (general) for payment of differential royalty to the State Governments, for GST. Rs 386 crore would be spent for activities related to the Goods and Services Taxes, GST; Around Rs 250 crore would be used for publicity of GST and Rs 99.3 crore for digitisation for payment of advanced user charges of GST Network. Again an amount of Rs 37.09 crore would be spent for accounting of GST. So, it is easily understandable because GST has been newly introduced, the Government is asking GST-oriented supplementary demand.

I want to say a few things about these points. Two major issues had been announced by the Government – demonetisation and GST. In the last Winter Session, Sir, I proactively took part in debates and discussions on demonetisation in the Parliament; everyday we raised this issue. We being a regional political party we had our separate views, we never opposed the idea of demonetisation or even GST.

Demonetisation was an issue we extended our full support to but with some riders. We advocated a go-slow approach. We advised the Government not to ban both Rs 1000 and Rs 500 notes together but go about it slowly.

Parliament session was held from November 16, 2016, to December 16, 2016, and after that I could not take part in the General Budget discussion because in the meantime I was arrested in the first week of January and sent away to jail custody. For long time I was in jail and was looking for an opportunity to speak on Arun Jaitley Ji’s Budget. I take this opportunity to speak on the Supplementary Demand for Grants to ask the Government what are the good effects of demonetisation.

After demonetisation was implemented, what good signals has the nation received in the economic arena? What is the effect of the dramatic pronouncement of GST in the Central Hall of Parliament at midnight? It was not responded by all political parties. It was a decision taken by the Government.

What I feel, Sir, is that demonetisation has not risen to the level of expectation which Government intended. Small and medium businesses are not happy with GST; even in the textile industry. In my Parliamentary Constituency of Kolkata Uttar, there is the Chamber of Trade and Textile Industry; they are frantically trying to pursue me to communicate to Hon FM that their matter be taken care of sympathy and the decision to impose 5 per cent GST on textile be withdrawn.

I want to put on record here that this Supplementary Demands for Grants, which the Minister is asking for, will be passed and this will be taken up as per constitutional norms. Then the Appropriation Bill will come; it will also be passed. Then the Government will start its operation.

Here, I want to dwell on the issue of cooperative federalism. Sir, after independence we have seen that the eastern region – Bengal, Bihar, Odisha, Assam – were the worst victims of regional imbalances of economy. These States have been neglected in economic development. Maharashtra grew, Gujarat grew, but not the States in the eastern region. We suffer a lot. We have become the victims of regional imbalances and we should be provided with special economic packages and funds.

In our State, in particular, one party ruled for a long time. For 34 years. And the State actually become economically bankrupt. The present Government had to carry a huge debt burden. From the very beginning our State Government made an appeal and it was once decided Bengal, Kerala and Punjab will be given special packages. But nothing has been implemented. We are repeatedly asking for that.

Bengal Government is highlighting a few of its good projects. One of these projects is the Kanyashree scheme.Two days back Maneka Ji was here. She said in the ‘Beti Bachao Beti Padhao’ scheme that the Government of India had launched, Kolkata was performing the worst. We do not accept this project because it has a budget of only Rs 100 crore the Kanyashree scheme has a budget of Rs 1000 crore; this project has been acknowledged by the United Nations. Mamata Banerjee has received an award for the Kanyashree project just two months back in Netherlands. I would like to request the Government of India to accept proposals from different State Governments for the welfare and benefit of the common people.

Sir, now I would like to speak regarding the excess grants for 2014-2015 – safety funds for the railways. I would like to request Mr Arun Jaitley that our Railway Standing Committee has submitted a very good report on the safety and security of railways; so please go through it and the excess money which was spent in 2014-2015, has already been granted. You can accept it in that way.

Sir, I hope these two issues will be taken care of – demonetisation and GST. I want to hear from the Government about the good effects of demonetisation after its implementation.

GST has been implemented. We do not oppose the idea of GST; Dr Amit Mitra was the Chairman of the Empowered Committee of Finance Ministers for GST. He has very positively put across the ideas and suggestions of Bengal Government for the guidance of the Centre. He also spoke about the agony of the States; we are the worst sufferers.

The federal structure of the country must be respected in its proper spirit. Just like Modi Ji is an elected Prime Minister – and we have accepted that – a Chief Minister of a State is also elected with the support of the people. So why should the Centre and the State always fight each other and be in a warring mood? Why should I be afraid that if I criticise the Government, I may be taken into task? These assurance have to be categorically given from the Government.

Parliament is the temple of democracy; it is the forum where different political parties must coexist with their own idea, own faith, own belief. If objective criticism is done, I think that is to be taken with faith, love and with all humility and pride. I hope that the Finance Minister will certainly look after the problems of the different States, which are suffering a lot in different ways.

There is nothing to oppose in the Supplementary Demands for Grants that the Finance Minister has placed. We extend our support.

Thank you.

 

 

Even SBI says demonetisation hurt India

All India Trinamool Congress has put out a statement on the Placement Document released by the State Bank of India (SBI) that demonetisation has slowed down and may continue to slow down the Indian economy.

The SBI document basically confirms what Trinamool Congress has been saying right from November 8, 2016, the day demonetisation was announced – that the move would impact the Indian economy badly and would lead to more harm than good in the future. Right from that time, Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee has put together and led the Opposition protests right across the country.

According to the Placement Document, demonetisation has had a significant impact on the Indian economy. The ten key points from the document have been summarised in the report.

The spike in bank deposits due to the returning of demonetised currency notes has created large surplus liquidity conditions in the banking system, leading to an increase in the cost of aggregate deposits and a resultant lowering of term deposit rates.

Consequently, SBI may face increased competition from commercial banks and other lending institutions, and hence, suffer a loss in profitability. It could also potentially result in an increase in compliance costs and higher incidents of fraud.

 

The full statement is given below:

The recently released Placement Document by State Bank of India, states that demonetisation has and may continue to result in a slowing down of the Indian economy.

Here are 10 points from the document:

  • Demonetisation has had a significant impact on the balance sheet of scheduled commercial banks (SCBs), both in terms of size and composition.
  • Decline in currency in circulation on account of demonetisation led to a surge in bank deposits.
  • With the return of specified bank notes (SBNs) to the banking system, while currency in circulation contracted, deposits in the banking system increased. The sudden increase in deposits (given the gradual replacement of SBNs by new notes) created large surplus liquidity conditions in the banking system.
  • Post-demonetisation, sharp increase in the share of current account and savings account (CASA) deposits in aggregate deposits by 4.10% to 39.30% (as of February 17, 2017).
  • This has resulted in a reduction in the cost of aggregate deposits, and banks have correspondingly lowered their term deposit rates.
  • The median term deposit rate declined by 38 basis points (bps) during November 2016-February 2017.
  • The decline in the cost of funding resulted in decline in the one year median marginal cost of funds based lending rate by as much as 70 bps post-demonetisation.
  • SBI may face increased competition from commercial banks and other lending institutions.
  • Increased competition may have an adverse effect on the net interest margin and other income and if it is unable to compete successfully, its profitability may decline.
  • The move could also result in an increase in compliance costs and higher incidents of fraud.

 

Please click here to go to the Facebook page

 

Economy in one big mess due to demonetisation – Hard numbers tell the story

Bengal Chief Minister Mamata Banerjee had voiced her concern within an hour of the announcement of ‘demonetisation’ on November 8, 2016, that the country would have to face severe loss of jobs and drastic decline in productivity due to demonetisation. She had been leading the protest ever since. The recent figures announced by the RBI on Wednesday, June 7 are clear indicators that the Bengal Chief Minister had been right:

Here are the figures:

  • Real GVA pegged at 6.6% for 2016-17, lower than second advance estimates released in February 2017. This despite good monsoon and record foodgrain production.
  • Fall in GVA due to underperformance in construction, financial and professional services, and real estate during Q4 (Oct-Dec ’16).
  • Slowdown in activity in both industry and services set in as early as Q1 of 2016-17 and became pronounced in Q4.
  • Components of aggregate demand reflect a contraction in gross fixed investment, and production of capital goods in Q4.
  • Prices of vegetables fell markedly from July and bottomed out in January 2017, with fire sales during the demonetisation period accentuating the fall. RBI is admitting that demonetisation was behind the hardship faced by farmers.
  • All Mandis have reverted back to cash transactions. So what was the point in forcing people to go digital?
  • Monetary Policy Committee noted that effects of demonetisation have lingered on in price formations with respect to fruits and vegetables, pulses and cereals. Farmers not getting proper value for their produce.
  • Manufacturing purchasing managers’ index (PMI) moderated sequentially in May ’17 as employment contracted and new orders, both domestic and exports, slowed down.
  • Sales of commercial vehicles, two-wheelers and three-wheelers contracted.
  • Both steel consumption and cement production sluggish, pointing to continuing weakness in construction activity.

 

 

10 things Mamata Banerjee said about demonetisation

Trinamool Congress Chairperson Mamata Banerjee was the first person to raise her voice against this draconian demonetisation, and reacted to the decision – not ten days or fifteen days later, but within two hours.

These are ten things she said on demonetisation:

1. While we are strongly against black money, corruption, we are deeply concerned about common people, small traders, how will they buy essentials tomorrow? This is financial chaos, disaster let loose on the common people of India. He (Prime Minister) could not get back the promised black money from abroad, hence so much drama.

2. We want to know from the Prime Minister how our poorest brothers and sisters, who’ve received their week’s hard-earned wage in one Rs 500 note will buy atta, chawal tomorrow. This is a heartless and ill-conceived blow to the common people, the middle class, the agricultural cooperatives, the tea garden workers, the unorganised labour sector, shopkeepers, farmers, small businessmen. All will suffer, there will be starvation deaths.

3. Trinamool means grassroots. This is the voice of the people. More than 200 people have died. Lives have been ruined irrespective of caste, community and creed. This is not merely an inconvenience, it is killing the economy.

4. In a year, the three months from December to February are the most productive time for construction and development projects. Everything is shut, progress is halted. The tea garden and jute mill workers are not receiving their salary and are in distress. The transport sector has been hit.

5. The Centre has given exemption from demonetisation to all its sectors – railways, transport, petroleum – but state-controlled agricultural cooperatives have not been permitted to exchange currency. This is not federalism, States have shut down.

6. Trinamool Congress raised the issue of black money in Parliament in 1998. Trinamool MPs had a demonstration on black money both inside and outside Parliament in 2014. What is the Government doing about electoral reforms? We have been raising the issue of electoral reforms for two decades. 80% of donations received by parties are from “unknown sources”.

7. Demonetisation is a big black scandal. People are suffering. This is a grim situation. We have offered concrete suggestions. One of the suggestions offered is to allow old and new 500 rupee notes to function parallel to each other. If you had to keep demonetisation a secret, what prevented you from printing more Rs 100 notes and other smaller denominations?

8. Four out of five villages in India don’t have a bank. We all want to get to a cashless society. But 95% debit cards in India are not used to buy anything, they are used only to withdraw cash. One Minister may want to buy his vegetables and do his laundry with plastic, everybody cannot.

9. Anyone who opposes the Government policy is not supporting black money, is corrupt or anti-national. The PM thinks he alone is the messiah and all of us are devils. We strongly oppose the Government because poor are suffering and economy is being killed.

10. Try as you may, through your agencies, to hassle and harass us, it will embolden our conviction to fight. You may even try to jail us, but that will only make our movement stronger because we are fighting for the people. This is not a political movement. This is a people’s movement.

 

 

নোট বাতিল সম্বন্ধে দিদি যা বলেছিলেন 

২০১৬ –র ৮ ডিসেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নোট বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০টি প্রতিক্রিয়া

  1. আমরা কালো টাকার বিরুদ্ধে, কিন্তু সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীদের ব্যাপারেও চিন্তিত। কাল মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র কিনবে কি করে? এটা অর্থনৈতিক অরাজকতা। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে না পেরে এখন প্রধানমন্ত্রী প্রহসন করছেন।
  2. আমাদের দরিদ্র, খেটে খাওয়া ভাই বোনেরা, যারা ৫০০ টাকার নোটে মাইনে পান, তারা কাল বাজারহাট কিভাবে করবেন? এই নিষ্ঠুর সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কৃষিসমবায়, চা বাগান কর্মী, জুট মিল কর্মী, অসংগঠিত শ্রমিক, দোকানের মালিক, ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। অনাহারে মৃত্যু হবে।
  3. তৃণমূল মানে সাধারণ মানুষের কণ্ঠস্বর। ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবন জর্জরিত। এটা শুধুমাত্র সাময়িক অসুবিধা নয়, অর্থনীতিকে শেষ করে দিচ্ছে এই সিদ্ধান্ত।
  4. সারা বছরের মধ্যে এই তিন মাস (ডিসেম্বরফেব্রুয়ারী) সব থেকে উত্পাদন ভালো হয় সে নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক কাজ। কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে। চা বাগান কর্মী, জুট মিল কর্মীরা বেতন পাচ্ছেন না, তারা খুবই কষ্টে আছেন।
  5. রেল, পরিবহণ, পেট্রোলিয়াম সব ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যের কৃষি সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যগুলি ভুক্তভোগি।
  6. ১৯৯৮ সালে সংসদে তৃণমূল কংগ্রেস কালো টাকার বিষয়টি উত্থাপন করেছিল। ২০১৪ সালে আবারও সংসদের উভয়কক্ষে কালোটাকার বিষয়টি উত্থাপন করেছিলেন তৃণমূল সাংসদরা। নির্বাচনী সংস্কার নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? তৃণমূল দুই দশক ধরে এই নির্বাচনী সংস্কারের বিষয়টি উত্থাপন করে আসছে। দলগুলি দ্বারা গৃহীত অনুদানের ৮০ শতাংশ টাকার উৎসঅজানা
  7. বিমুদ্রাকরণ এখন এখন একটি (বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল) বড় কেলেঙ্কারি। এর ফলে দেশে জরুরী অবস্থা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত চরম আঘাত হিসেবে নেমে এসেছে সাধারণ মানুষের ওপর। আমাদের কিছু কংক্রিট পরামর্শ আছে। প্রথমত, পুরনো নতুন ৫০০ টাকার নোট সমানভাবে চালু রাখা উচিত। আপনাদের যদি এই নোট বাতিলের সিদ্ধান্ত গোপন রাখার ছিল তাহলে সরকার কেন প্রচুর পরিমাণে ১০০ টাকার নোট ছাপায়নি?
  8. ভারতবর্ষের প্রত্যেক পাঁচটি গ্রামের মধ্যে চারটিতে ব্যাঙ্ক নেই। আমরা সকলে cashless সমাজ চাই। কিন্তু ভারতে ৯৫ শতাংশ ডেবিট কার্ড কিছু কিনতে ব্যবহার করা হয় না, শুধুমাত্র টাকা তুলতে ব্যবহার করা হয়। একজন মন্ত্রী চাইলে কার্ড ব্যবহার করে তাঁর প্রয়োজনীয় জিনিস (যেমনসবজি, ফল) কিনতে পারেন কিন্তু সকলের পক্ষে তা সম্ভব নয়।
  9. যিনি প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করবে, তিনিই কালো টাকার সমর্থক বা দেশদ্রোহী নন। প্রধানমন্ত্রী মনে করেনতিনি একাই মসিহা আর আমরা সবাই খারাপ লোক?’ আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি কারণ সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন।
  10. যতইচ্ছে চেষ্টা করুন, যত খুশি এজেন্সিগুলি দিয়ে হয়রান করুন আমরা পিছু হঠব না। এমনকি আপনারা চাইলে মমতা দি কে জেলেও পাঠাতে পারেন কিন্তু তাতে আমাদের প্রতিবাদ থেমে যাবে না। কারণ আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি। এটা কোন রাজনৈতিক লড়াই নয়, এটা মানুষের লড়াই।