Opposition parties stage dharna outside Parliament to protest against demonetisation

Members of Parliament belonging to the Opposition Parties, including MPs from Trinamool Congress, today staged a dharna near the Gandhi statue outside Parliament. Around 200 MPs from different Opposition Parties were present.

“Not a surgical strike, but carpet bombing on people”, “Stop the persecution of common people” and “Save poor people”, were some of the slogans on the placards held by the leaders.

Demanding relief for common people who are suffering due to demonetisation, Opposition Parties formed a human chain.

Bengal Chief Minister Mamata Banerjee has appealed to other opposition parties to register their protest on the roads. She has said that Trinamool will support any movement against the draconian decision of demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে একজোট বিরোধী শিবির, ধর্ণা সংসদের বাইরে

তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা আজ সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে আজ নোট বাতিল ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। আনুমানিক ২০০ জনেরও সাংসদ এই ধর্নায় অংশগ্রহণ করেন।

“নট এ সার্জিকাল স্ট্রাইক, বাট কার্পেট বম্বিং ও পিপল”, “স্টপ দা পারসিকউশন অফ কমন পিপল” ও “সেভ কমন পিপল” সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে ছিলেন সাংসদরা। নোট বাতিলের ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা থেকে স্বস্তি চেয়ে বিরোধী নেতারা একটি মানববন্ধন তৈরী করেন।

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিরোধী দলকে আর্জি জানিয়েছেন, এই ইস্যুতে প্রতিবাদ করতে। তিনি আশ্বাস দিয়েছেন এই নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদকে তাঁর দল তৃণমূল কংগ্রেস সমর্থন করবে।

Country not in safe hands under Modi: Mamata Banerjee at Jantar Mantar

Bengal Chief Minister Mamata Banerjee, backed by JD-U, SP, NCP and AAP, Wednesday held a demonstration against demonetisation in Delhi and ramped up attack on Prime Minister Narendra Modi, alleging the country was not safe in his hands.

Addressing the gathering at Jantar Mantar, Banerjee alleged that abolition of high-value currency notes had heaped pain on people and snatched away democratic rights of almost every section of the society including farmers, youth, women, labourers and traders, besides halting the country’s economic growth.

Accusing the BJP-led dispensation of “looting” the common man, she wondered why those having Swiss bank accounts were “not touched at all”, and warned that people will teach a “good lesson” to the ruling party in the upcoming assembly polls for implementing a “black law”.

“I can challenge that no one will vote for BJP. If I were you (PM), I would have apologised to the public. Why you are so egoistic? You have branded everyone in the country a black marketeer and have yourself turned into a saint ,” Banerjee said.

In his address, JD-U leader Sharad Yadav questioned the legality of the demonetisation exercise and challenged the Prime Minister to explain to the Parliament how the decision will benefit the country.

The street protest was also addressed by SP’s Dharmendra Yadav, AAP’s Raghav Chadha and NCP’s Majid Memon.

Referring to Tuesday’s bypoll results, the TMC chief said BJP’s victory margins have come down significantly in Madhya Pradesh and that Modi has left the country in the lurch (Modiji ne desh ka barah baja diya).”

Didi said she will continue her fight till woes of the people are not addressed, adding she will also support a country-wide protest called by the Opposition parties on November 28 against demonetisation.

 

এর শেষ দেখে ছাড়বো: যন্তর মন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়

জেডিইউ, সপা, এনসিপি, পিএনএস, ও আপের উপস্থিতিতে আজ যন্তর মন্তরে ধর্ণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদির হাতে দেশ সুরক্ষিত নেই।

যন্তরমন্তরে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে দিদি বলেন, এই সরকার ৫০০ ও ১০০০ টাকা মূল্যের নোট বাতিল করে মানুষকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কৃষক, যুব, মহিলা, শ্রমিক, ব্যবসায়ী সকলেই ভুক্তভোগী।

বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সুইস ব্যাংকে রাখা কালো টাকার দিকে কেন হাত বাড়ানো হচ্ছে না? তিনি চ্যালেঞ্জ করে বলেন আগামী নির্বাচনগুলোতে মানুষ বিজেপিকে উপযুক্ত শাস্তি দেবে।

“আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আপনাদের ভোট দেবে না। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি করজোড়ে ক্ষমা চাইতাম জনগণের কাছে। ওনার এত অহংকার কিসের? আপনি দেশের সবাইকে কালোবাজারির তকমা লাগিয়ে দিয়েছেন, আপনি নিজে কি সাধু?” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

জেডিইউ নেতা শরদ যাদব এই নোটবাতিল সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রধানমন্ত্রীকে সংসদে এসে বিমুদ্রিকরণ নিয়ে বিবৃতি দিতে বলেন।

আজ ধর্নায় সপার ধর্মেন্দ্র যাদব, আপের রাঘব চাড্ডা ও এনসিপির মজিদ মেমন, পিএনএসের অখিলেশ কাটিয়ারও বক্তব্য রাখেন।

গতকাল প্রকাশিত হওয়া উপনির্বাচনের ফলাফলের তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মধ্যপ্রদেশে বিজেপির জেতার মার্জিন একদম তলানিতে এসে ঠেকেছে; মোদীজি সারা দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, তিনি এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন।

 

 

Running the House is the responsibility of the Govt: Sudip Bandyopadhyay

In conversation with Sudip Bandyopadhyay, Leader of the party in Lok Sabha

1. Trinamool have been in the forefront of the movement against demonetisation. How did Mamata Banerjee react so correctly and so fast after the announcement?

Sudip Bandyopadhyay: The moment you are asking me this question, I am watching the results of three bypolls in Bengal. What a massive victory. She enjoys the support of the people. I believe, Mamata Banerjee is the only leader in the whole country who can gauge the pulse of the people.

Mamata Banerjee was the first person to raise her voice against the draconian decision of demonetisation. And now, as we can see, several Opposition parties have come together to protest on this matter of national importance.

2. More than a dozen parties are in a dharna tomorrow at Gandhi statue outside Parliament. What is the objective?

Sudip Bandyopadhyay: We want to expose the government. In the name of a good cause (curbing the use of black money) they have hastily and shoddily implemented the demonetisation of 500 and 1000 rupees notes.

The downtrodden people of the society – the farmers, the labourers, tea garden workers, jute mill workers among others – are suffering. The common people have been severely affected. It is unimaginable. People are forced to stand in queues to collect their own money from banks and ATMs.

3. You spoke in Lok Sabha today. Please update us what happened in the Lower House.

Sudip Bandyopadhyay: I categorically demanded to know why the government is not ready for a discussion on demonetisation under adjournment motion. I requested the Hon. Speaker to rise to the occasion. Even the MPs of AIADMK supported the demand for discussion under adjournment motion.

There is unequivocal support for the adjournment motion. This is on record on the floor of the House. Normally the support of 50 MPs is required for an adjournment motion. Right now, almost double the number of MPs want a discussion under adjournment motion. I fail to understand why it is not being allowed. In my long experience as a lawmaker, I have never seen this kind of a situation.

4. With due respect to the Constitutional position of Lok Sabha Speaker, we have observed that the Lok Sabha Speaker normally does not like to adjourn the House even if people are in the well. This time we noticed she is adjourning the House quite easily. Why do you think so?

Sudip Bandyopadhyay: The impression we have gathered is that the government is building pressure on the Speaker. They have a positive role to play in the House, which they have failed to do. When people are suffering and many lives have been lost, it is incumbent on the Parliament to hold a discussion. It is the responsibility of the government to see that the House runs properly.

In this situation, only Mamata Banerjee’s movement is showing us a ray of hope.

Today several Opposition leaders met and decided to hold joint protests tomorrow near the Gandhi statue outside Parliament. Our leader and Hon. Chief Minister of Bengal, Mamata Banerjee has extended her full support to these protests.

5. One last question. Opposition parties are joining the protests tomorrow. What is the message do you want to give through these protests?

Sudip Bandyopadhyay: The government must have a much broader outlook while dealing with demonetisation. We believe sustained protests will bring results. Tomorrow is just a beginning. The instruction from our leader Mamata Banerjee is that whichever political party sends us a proposal to launch a movement against demonetisation, Trinamool Congress will try to stand by them and extend all possible help and support.

Catch the cheaters and black money hoarders but spare the common people: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, today announced that she will be visiting Delhi tomorrow. Stating that she will be on road, again, protesting against the public distress resulted due to the note ban policy, she said that she is ready to join any political program over the issue.

She will also address rallies in Lucknow, Bihar and Punjab. “I have no personal interests. I am doing this for the sake of the people of the country,” Didi added.

Mamata Banerjee also said that the central government is confused over the demonetisation policy as they have rolled back at least 15 decisions since the implementation of the policy on November 8. She suggested the Centre to come up with a proper plan of action instead of the announcement of changes on a daily basis.

Accusing the Modi-implemented note-ban policy of depriving the common people of their white money, the West Bengal CM said, “Black money has turned more black and the lower middle class, traders, daily wagers, housewives are the worst sufferers.”

“Catch the cheaters and black money hoarders but spare the common people,” she appealed to the Centre.

 

কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ মানুষকে রেহাই দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলকে কেন্দ্র করে দেশের জনসাধারণকে যে অসীম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, তারই প্রতিবাদে দিল্লির রাজপথে নেমে আন্দোলনে নামার কথা আজ ঘোষণা করলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান এই ইস্যুতে তিনি যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রস্তুত। আগামীকাল তিনি দিল্লি পৌঁছাবেন।

দিল্লির পর লখনউ, বিহার ও পাঞ্জাবেও সভা করবেন দিদি। তিনি বলেন “এই আন্দোলনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি এই আন্দোলন করছি শুধুমাত্র দেশের মানুষের জন্য।”

নোট বাতিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে দিশাহীনতার পরিচয় দিয়েছে, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “৮ তারিখ নোট বাতিল ঘোষণার পর থেকে আজ অবধি অন্তত ১৫টি সিদ্ধান্ত তারা বদলে ফেলেছে।” তিনি কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান যথাযত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই সিদ্ধান্ত কার্যকর করতে, প্রতিদিন নিজেদের ঘোষণা না বদলাতে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কালো টাকা আরো কালো হয়ে যাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত, ব্যবসায়ী, দিন মজুর, গৃহবধূরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

কেন্দ্রীয় সরকারকে তিনি আর্জি জানান, “কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ অসহায় মানুষকে রেহাই দিন।”

Trinamool MPs protest against ‘financial emergency’ in Parliament

Trinamool MPs from Lok Sabha and Rajya Sabha today protested at the entrance of Parliament today raising slogans against the ‘financial emergency’ unleashed by Centre due to demonetisation.

Wearing placards saying ‘Financial Emergency’ the MPs demanded rollback of demonetisation and asked the Centre to bring back all the black money stashed abroad.

‘Modi Sarkar Financial Emergency Vapas Lo, Vapas Lo’, ‘Tanashahi nahin chalegi’ and ‘Videsh se kala dhan vapas lao, vapas lao’ were some of the slogans raised by the MPs.

 

অর্থনৈতিক অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের সাংসদদের

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশে যে অর্থনৈতিক জরুরি অবস্থা তৈরী হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদে তৃণমূল সাংসদরা আজ সংসদের প্রবেশ দ্বারে বিক্ষোভ প্রদর্শন করেন।

সাংসদরা দাবি করেন নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক ও বিদেশ থেকে সব কালো টাকা ফেরত নিয়ে আসা হোক।

“অর্থনৈতিক জরুরি অবস্থা” লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তারা “মোদী সরকার ফিনান্সিয়াল ইমার্জেন্সি বাপাস লো বাপাস লো”, “তানশাহী নেহি চলেগি”, “বিদেশ সে কালা ধন বাপাস লাও, বাপাস লাও” সহ আরও অনেক স্লোগান দেন।

 

Demonetisation: Mamata Banerjee pens another poem to protest against the draconian decision

Mamata Banerjee has penned another poem to register her protest against demonetisation and highlight the apathy of the government towards the suffering of the people.

Published on her Facebook Page on Sunday, the poem describes the pain of the poor and questions the necessity of this sudden move. She also criticised the Government for patronizing demonetisation.

She had written another poem earlier on this issue.

 

নোট বাতিলের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কলম ধরলেন মমতা বন্দ্যপাধ্যায়

নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তার প্রতিবাদে আবারও কলম ধরলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি কবিতার মাধ্যমে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করলেন।

রবিবার ফেসবুকে তিনি যে কবিতাটি ‘পোস্ট’ করেন তাতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলেন এবং কেন্দ্রের জানতে চান নোট বদলের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কি?

এই ইস্যুতে এর আগেও তিনি একটি কবিতা লেখেন

 

ছিঃ

নোট বাতিলের বাতুলতা

গরিব মানুষের আকুলতা

মানসিক বিষাদগ্রস্ত মানবিক প্রাণ।

নবান্ন? আসার আগেই

অগ্রহায়ণের বিসর্জন।

জানি না কেন এ হঠাৎ আকাল

কোন বাধ্যতার? সকালেই বিকাল?

উদাস চোখে উষ্ণ তীক্ষ্ণতা

অপেক্ষা জানে না, প্রতীক্ষার একাগ্রতা।

তুমি মহারাজ, ভুগছে জনতা

জ্ঞানের দর্শনে ফুলঝুরি! দাম্ভিকতা

কেউ দেখেনি এ আগ্রাসী উগ্রতা!

ছিঃ ধিক্ সরকার, সর্বনাশের বারতা।

PM equating corruption with anyone who opposes his policy: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said that the Prime Minister was attacking anyone who opposes his policy, retorting to his charge that political leaders behind multi-crore chit fund scams are attacking him  over demonetisation.

“Pradhan Mantriji, you are equating corruption with anyone who opposes your policy. Are you the only magician?” Mamata Banerjee said in a tweet this evening, reacting to Modi’s remarks seen as sharp attack on the Trinamool Congress Chairperson.

“Listen to the voice of the people. Feel their pain. People will not forgive you for this. They are suffering,” she said in another tweet.

She also posted a poem on her Facebook page.

 

প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেই দুর্ণীতিগ্রস্তের তকমা দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার নোট বাতিল ইস্যুতে কড়া  ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  যারাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করেন, তাদের দুর্ণীতিগ্রস্তের তকমা দেওয়া হয়, রবিবার ট্যুইট করে বলেন মুখ্যমন্ত্রী।

কড়া ভাষায় প্রধানমন্ত্রীর নিন্দা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী, আপনার সিদ্ধান্তের যারাই বিরোধিতা করছেন তাদের আপনি দুর্নীতিগ্রস্তের তকমা দিচ্ছেন, আপনি কি একাই জাদুকর?”

তিনি আরও বলেন, “”মানুষের কথা শুনুন, তাদের দুঃখ বুঝুন। জনগণ তাদের এই চূড়ান্ত দুর্ভোগের জন্য আপনাকে কখনো ক্ষমা করবে না।”

Not a single new Rs 500 note has been circulated in Bengal: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee visited the Reserve Bank of India (RBI) office in Kolkata to take stock of the situation following the demonetisation of Rs 500 and Rs 1000 currency notes.

Mamata Banerjee asked RBI officials to provide details of currency notes despatched to Bengal, as senior citizens were complaining that even they were not getting cash on a day designated for them.

She said, “Not a single new Rs 500 note has been circulated in Bengal”. As a result, and as a result of demonetisation in general, the people are suffering. Long queues are seen every day outside banks and ATMS.

Mamata Banerjee said, “People cannot access their savings accounts”, and questioned whether even their money in the savings accounts is safe.

She further said, “The whole of rural India is crying, farmers are crying. If food is not available what will the common people eat? Plastic?”

Reflecting the sentiment of the people, she raised the slogan, “Ghar ghar mein shor hai, aam janta ro raha hai!” Continuing in the same vein, she said, “How will people and families survive? There is an acute shortage of notes in the society”.

She complained that demonetisation has caused bankruptcy.

She said, “It is very painful that people are unable to purchase medicines”. She also raised serious concerns about the agricultural sector as farmers were unable to buy seeds for sowing crops.

The Chief Minister requested the Centre to “keep all the Rs 10, 100 and 500 notes in circulation”, and most importantly, “to help the people in the rural areas where there are no banks and post offices”.

Mamata Banerjee also empathized with the over-worked bank officials. She said, “My heart goes out to bank employees and officers. All are under severe stress. Sadly, they are victims of circumstance”. She also offered her “condolences to the bereaved families”.

After this, she paid a surprise visit to Asia’s biggest market, Burrabazar, in central Kolkata, where she interact with the people and reviewed the situation first-hand.

Following the Burrabazar visit, the Chief Minister said that “all have expressed deep anguish” about the current market situation.

“People of all castes, communities and creeds belonging to all states, especially Uttar Pradesh, Bihar and Punjab, spoke about the big problems they are facing”.

According to her, they said that “for the last 10 days everything is down to almost zero”.

She expressed her deep anguish about the enormous problems created as a result of the decision of demonetisation by the Central Government, saying, “It is a very sad situation”.

 

 

 

 

এখনও পর্যন্ত একটাও ৫০০ টাকার নতুন নোট বাংলায় এসে পৌঁছয়নি

 

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতার শাখায় যান এটা জানতে যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর তাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে।

মুখ্যমন্ত্রী ব্যাঙ্কের আধিকারিকদের কাছে জানতে চান কলকাতার জন্য কত নতুন নোট তাদের শাখায় পাঠানো হয়েছে কারণ বহু বৃদ্ধ মানুষ অভিযোগ করছেন আজ তাদের নোট পাল্টে দেয়ার কথা থাকলেও তাদের ব্যাঙ্ক কিছুই দিতে পারছে না।

তিনি বলেন “একটা নতুন ৫০০ টাকার নোটও কলকাতায় পাঠানো হয়নি এখনও পর্যন্ত।”এই নোট বাতিলের ফলে মানুষকে চরম এখনো

ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ও সারাক্ষন ব্যাঙ্ক ও এটিএমের বাইরে বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে।

মানুষ তাঁর নিজের জমানো টাকাও তুলতে পারছে না, তাদের টাকা আদৌ সুরক্ষিত আছে তো?

তিনি আরও বলেন পুরো দেশের গ্রামাঞ্চলের মানুষ হাহাকার করছে। যদি খাবার পাওয়া না যায়, মানুষ খাবে কি? প্লাষ্টিক?

মানুষের চরম ভোগান্তির কথা স্মরণ করে তিনি বলেন “ঘর ঘর মে শোর হ্যায়, আম জনতা রো রাহা হ্যায়।” আরো বলেন, এই মুহূর্তে চরম সংকট হচ্ছে নোটের, মানুষ বাঁচবে কিকরে?

তিনি বলেন এই নোট বাতিলের ফলে দেশের মানুষ পুরো দেউলিয়া হয়ে গেছে।

অসুস্থ মানুষ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। তিনি গম্ভীর উদ্বেগ প্রকাশ করেন কৃষিকার্যের প্রতি কারণ কৃষকরা বীজ কিনতে ও বপন করতে পারছে না।

মুখ্যমন্ত্রী অনুরোধ করেন কেন্দ্রের কাছে ১০, ১০০ ও ৫০০ টাকার নোটের যোগান বাড়াতে। যেসব প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই, সেই সকল অঞ্চলের মানুষকে সাহায্য করার আবেদন জানান।

সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে থাকা ব্যাঙ্ক কর্মীদের প্রতিও তিনি সমবেদনা জানান। তিনি বলেন ব্যাঙ্ক কর্মচারীরা প্রচন্ড চাপের মধ্যেও প্রচন্ড পরিশ্রম করে চলেন। তিনি সেই সকল পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা জানান যারা এই তুঘলকি সিদ্ধান্তের ফলে তাঁদের স্বজন হারিয়েছেন।

এরপর তিনি এশিয়ার বৃহত্তম বাজার, মধ্য কলকাতার বড়বাজারে যান ও প্রতি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের অসুবিধের কথা শোনেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানান, প্রতিটি ব্যবসায়ীই এই কান্ডজ্ঞানহীন নোট বাতিলের জন্য ক্ষুব্ধ।

সকল রাজ্যের সকল জাতির সকল ধর্মের মানুষ তাদের দুর্দশার কথা বলছেন বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার ও পাঞ্জাবের জনগণ।

তিনি বলেন এই ১০ দিনে সকলে প্রায় নিঃস্ব হয়ে গেছে।

তিনি কেন্দ্রের নোট বাতিলে এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ করে বলেন পরিস্থিতি খুবই দুঃখজনক।

 

Trinamool corners Centre over demonetisation

Trinamool Congress cornered the Centre over the issue of demonetisation in both the Lok Sabha and the Rajya Sabha during the opening week of the Winter Session of Parliament.

On the opening day, that is, November 16, Trinamool Congress parliamentarians from both houses of Parliament staged a demonstration outside the Parliament in New Delhi, opposing the move of demonetisation by the Centre and demanding its rollback.

On the third day too, that is, November 18, too, the party’s MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to stage a dharna, highlighting the plight of the common people due to demonetisation.

Trinamool Congress was the first political party to give a notice of suspension in the Rajya Sabha.

On November 17, in the Rajya Sabha, Derek O’Brien demanded voting after discussion on the issue of demonetisation. He said, “We think that beyond the debate there should be a voting”.

On the same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay moved an Adjournment Motion under Rule 56 on the issue. He said, “Let this decision be withdrawn temporarily to chalk out a final plan”.

On November 18, Sudip Bandyopadhyay once again demanded a discussion under Rule 56 to censure the Central Government on demonetisation.

Thus ended an eventful week for the party, in which Trinamool Congress dominated the parliamentary proceedings.

 

 

কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস

 

চলতি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই কেন্দ্রীয় সরকারকে পুরো কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস।

শীতকালীন অধিবেশনের প্রথম দিন মানে ১৬ই নভেম্বর পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এই নোট বাতিলের বিরুদ্ধে।

তৃতীয় দিনেও একই ভাবে পার্লামেন্টের বাইরে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের সদস্যরা নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল কংগ্রেস প্রথম পার্টি যারা মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভায়।

১৭ই নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন আলোচনার পর ভোটের দাবি জানান।

একই দিনে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী মুলতুবি প্রস্তাব আনেন ও বলেন একটি সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই নোট বাতিল কার্যকর করা হোক।

পরের দিনও লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দাবি তোলেন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হলো, যেখানে দাপিয়ে বেড়াল তৃণমূল কংগ্রেস।

 

Sudip Bandyopadhyay demands discussion under Rule 56 to censure government on demonetisation

Madam, we are totally in favor of discussion taking place on the on the floor of the House, but with adjournment motion. Why are you not allowing that? Why is the government not agreeing? The debate happened in Rajya Sabha, why cannot it happen in Lok Sabha? Why not in this House?