Bengal Chief Minister Mamata Banerjee during the Assembly session on Wednesday lashed out at CPI(M) for not doing anything in past 34 years. In reply to the question in the Assembly, the Chief Minister said that her government has increased allowances of 14,000 people.
Various social schemes have been started for the Self Help Groups, school students and various others. She slammed the erstwhile Left Front government for not doing any development works during their regime. She also blamed the previous government for the loan burden of crores of rupees. The state government has decided to increase the allowances of the MLAs by Rs 5,000 for which a Bill will be passed in the Assembly on Thursday.
The Bengal Chief Minister once again reiterated that the previous Left Front government failed to do any development works which would benefit the people and improve the economic condition of the people in the villages. Instead of this, they left a huge debt burden on the present government. Fighting all odds, the Mamata Banerjee government has successfully implemented various schemes for the benefit of the people in the state.
Chief Minister Mamata Banerjee also extended good wishes to the women on the occasion of International Women’s Day. She said that her government has provided 50 per cent reservation for women at all levels of the three-tier panchayat system in the state. In College Service Commission, 38 per cent seats have been reserved for women.
After coming to power, the present government has introduced various schemes to improve the socio-economic condition of women in various sectors. The school students have been brought under Kanyashree scheme.
৩৪ বছর কোনও উন্নয়ন না হওয়ায় বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী
বিধানসভার অধিবেশন চলাকালীন বুধবার সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি। এদিন তিনি বলেন, তাঁর আমলে ১৪ হাজার মানুষের ভাতা বৃদ্ধি হয়েছে।
স্বনির্ভর গোষ্ঠী, ছাত্রছাত্রী ও অন্যান্যদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। বিধায়কদের ভাতা ৫০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বুধবার এই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়।
গ্রামের মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য পূর্বতন বাম সরকার ৩৪ বছর ধরে কোন উন্নয়ন করেনি। তার পরিবর্তে আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করছে এবং সেগুলি সফলভাবে বাস্তবায়িতও করছে।
আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, তাঁর সরকার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সব স্তরে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রেখেছেন। কলেজ সার্ভিস কমিশনে নারীদের জন্য ৩৮ শতাংশ স্থান সংরক্ষিত করা হয়েছে।
ক্ষমতায় আসার পর, বর্তমান সরকার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। স্কুল ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।