Business club coming up in New Town

A business club is being developed by the New Town Kolkata Development Authority (NKDA), the body responsible for rendering various civic services and amenities within New Town, Kolkata.

According to NKDA chairman, Debashis Sen, the business club will be thrown open in April this year. The move strives to build upon the success of the Bengal Global Business Summit, the ease of doing business and the plug-n-play smart infrastructure of New Town. The idea is to attract talent and businessmen through a strong social infrastructure.

The construction of the business club is almost complete. A full-time supervisor of facilities has been posted to look after the operational matters.

 

নিউটাউনে আসছে নতুন বিজনেস ক্লাব

কলকাতার মধ্যে বিভিন্ন নাগরিক পরিষেবা এবং সুযোগ দেওয়ার জন্য নিউটাউন কলকাতা উন্নয়ন পরিষদ শীঘ্রই একটি বিজনেস ক্লাব স্থাপন করতে চলেছে।

এন কে ডি এ চেয়ারম্যান দেবাশিস সেনের কথা অনুযায়ী এবছরের এপ্রিল মাসে চালু হবে এই বিজনেস ক্লাব। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যকে হাতিয়ার করে নিউটাউনকে ব্যবসা বান্ধব করে তুলতে এবং স্মার্ট পরিকাঠামো গড়ে তুলতে এই পদক্ষেপ।একটি শক্তিশালী সামাজিক পরিকাঠামোর মাধ্যমে ব্যবসায়ীদের আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য।

নতুন বিজনেস ক্লাব তৈরির কাজ প্রায় শেষ। কয়েকজনকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করার জন্যও নিয়োগ করা  হয়েছে।