State reception for President of India in Darjeeling

The West Bengal Government hosted a state reception in honour of the Hon’ble President of India at the Darjeeling Mall today.

The Hon’ble President of India reached Darjeeling today and was received by West Bengal Governor and the Chief Minister. He will be staying there till July 15.

While felicitating the President, WB CM chose to refer to him as ‘Pranab Da’ and wished for his long and healthy life. She said that Pranab ‘Da’ has strong ties with Bengal.

“The Hon. President of India is here in Hills. It is a proud moment for us,” the Chief Minister added.

Tomorrow, the Hon’ble President of India and the West Bnegal Chief Minister will be attending the birth anniversary celebrations of Nepali poet Bhanubhakta Acharya and later the state government will also host a dinner in his honour.

The Hon’ble President of India will also address the annual general meeting of Darjeeling Tea Association on July 14, in presence of the Chief Minister.

 

রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে দার্জিলিঙে সম্বর্ধনা দিল রাজ্য সরকার

আজ মাননীয়া রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রীয় অভ্যর্থনা জ্ঞাপন করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অনুষ্ঠানটি হয় দার্জিলিঙের ম্যালে।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ দার্জিলিঙে পৌঁছনোর পর তাকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল।

সম্বর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে রাষ্ট্রপতি দার্জিলিঙে আসাটা গর্বের ব্যাপার। তিনি আরো বলেন যে বাংলার মাটির সাথে ওনার নিবীড় টান।

আগামীকাল কবি ভানু ভক্ত-র জন্মদিন৷ এই উপলক্ষে দার্জিলিংয়ের ম্যালে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।

আগামী ১৪ জুলাই  দার্জিলিং টি-অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে যোগ দেবেন রাষ্ট্রপতি৷

Grand reception for Mamata Banerjee on her first visit to Darjeeling in second term as CM

West Bengal Chief Minister Mamata Banerjee received a rousing welcome in the Hills during her first visit to Darjeeling as Chief Minister for the second term.

The Chief Minister reached Darjeeling on Monday afternoon. Thousands of people gathered outside Bagdogra Airport to receive her. Representatives of the development boards in the hills felicitated her with khadi and bouquet of flowers at the airport.

There was not enough space for the Chief Minister’s car to move out of the airport as the area was crowded with people waiting to get a glimpse of the Chief Minister.

They even formed a human chain from Simulbari in Siliguri. People were seen standing on both sides of the road when the Chief Minister’s car was heading towards Darjeeling. Hundreds of people were shouting slogans to congratulate Didi as she waved at them.

On her way to Darjeeling, she had to take several stoppages as people felicitated her with khadi uttarios.

 

দার্জিলিং সফরে গিয়ে অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার দার্জিলিং সফরে গিয়ে অভ্যর্থনায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিল পাহাড়৷ পাহাড়জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ৷ পাহাড়ি পথের বাঁকে তোরণ, মুখ্যমন্ত্রীকে পাহাড়ে স্বাগত জানাতে ৬০ কিলোমিটার রাস্তাজুড়ে ছিল মানব-বন্ধন৷ রোহিণী বাজার থেকে দার্জিলিং পর্যন্ত পাহাড়ি রাস্তায় দিদিকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল দেখার মত৷

তৃণমূলের তরফেও দার্জিলিংয়ের পথে মুখ্যমন্ত্রীকে বিপুল অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হাজির ছিলেন  পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের সদস্যরাও৷

আজ, ১২ জুলাই, দার্জিলিং-এর চৌরাস্তায় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার।

WB CM begins four-day visit to North Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee has started her first visit to north Bengal after coming to power for a second term. Mamata Banerjee has visited north Bengal more than one hundred times, between 2011 and May 2016, much more than any other Chief Minister, concentrating on the development of the area.

Her three-day itinerary began with a visit to Alipurduar, where she participated in the second anniversary celebrations of the formation of the district. Later in the evening, she held an administrative meeting with district officials.

On Tuesday, the Chief Minister will hold another administrative meeting in Alipurduar following which she is likely to announce a host of development projects for the seven districts of north Bengal.

 

আজ চার দিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে মমতা ব্যানার্জী শতাধিক বার উত্তরবঙ্গে সফরে এসেছেন।   অন্য কোন মুখ্যমন্ত্রী তুলনায় এলাকার উন্নয়নের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন।

এদিন দুপুরে বাগডোগড়া বিমানবন্দরে নেমে সড়কপথে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন আলিপুরদুয়ারে। সন্ধ্যায় প্যারেড গ্রাউণ্ডে আলিপুরদুয়ার জেলা গঠনের দ্বিতীয় বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। পড়ে সন্ধ্যেবেলায়, জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন।

মঙ্গলবার হাসিমারার সুহাসিনী চা বাগানের মাঠে আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷  সেখানে তিনি উত্তরবঙ্গের সাতটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা করবেন।শিল্প থেকে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য থেকে পরিকাঠামো – রাজ্যের বিভিন্ন দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে নানা প্রকল্প৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সব নিয়ে পর্যালোচনা হওয়ার কথা৷

২৯ জুন শিলিগুড়িতে রাজ্যের শাখা সচিবালয় ‘উত্তরকন্যায়’ দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে৷ ৩০ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷

#RealBengal Real Stories – How #Poriborton transformed lives in Bengal

Over the last four and a half years there has been an unprecedented growth and development across West Bengal. From Darjeeling to Jangalmahal, Cooch Behar to Kakdwip, Sagar to Sitalkuchi – people are smiling.

Here are some genuine stories of how good governance has changed people’s lives. Real people have shared their experiences.

From teenage girls to housewives, from doctors and entrepreneurs to senior citizens, from women who have been empowered through self-help groups to folk artistes who have got due recognition, from farmers who have increased their productivity to Kolkatans who have more reasons to cheer…

This series of short films is a shining testimony of how dreams have been fulfilled in our state.

Here are some of the stories:

Puja Mahali from Alipurduar can now fulfil her dream of pursuing higher education in Hindi due to the establishment of Banarhat Hindi College.

Kalipada Mura, a wood cutter from Amlashole in West Midnapore is one of 8 crore people in Bengal receiving rice at Rs 2 per kg under the ‘Khadya Sathi’ scheme.

Jaladhar Karmakar of Purulia, a daily wage-earner benefited from ‘Sishu Sathi’ scheme which provides free treatment for children with heart problems.

Life has changed for the better for Nakul Pramanik, a tourist guide in Purulia with peace and normalcy returning to Jangalmahal.

Ramanath Singh Mura, a Chhau artiste from Purulia, got due recognition under the Lokprasar Prakalpa.

Sanjay Pramanik, a former extremist, has now returned to the mainstream.

Sadhan Mohanta from Bankura, a Baul singer has got due recognition now.

Lakshi Tudu from Bardhaman whose life changed after she received loan for her self-help group.

Sheikh Ratan from Bardhaman who did not have a pucca house but now has a reason to smile.

Sukhmati Rai from Kalimpong received all assistance and support after a landslide in 2015.

Md. Jargis Alamgir from Dakshin Dinajpur is happy now, the farmers are happy now.

Suchita Mandal from Birbhum is associated with a self-help group which received a loan, bought sewing machines and started a business.

Chandidas Majhi from Birbhum is a Baul singer who has received his due recognition.

Amit Nayek from Dooars is a driver whose life has become easier due to increase in tourist inflow.

Many artistes, like Shanti Sharma from Darjeeling, are now getting monthly stipends.

Hafijur Rahman from Dakshin Dinajpur did not have any land earlier, now he has a roof on his head and is living in peace and prosperity.

Sheela Oraon is a tea-garden worker of Alipurduar who gets amenities under our Social Security.

Nandita Das from Nadia goes to school faster now thanks to her Sabuj Sathi cycle.

Khokon Debnath from Nadia has benefited due to better irrigation facilities.

Dalim Jana from North 24 Parganas has benefited immensely due to huge thrust on pisciculture.

Bishwanath Jana from North 24 Parganas has benefited immensely due to organic farming.

Prashanta Maity of North 24 Parganas, who struggled in a mud house in the past, has a pucca house now.

Great strides in the health sector brought Dr Sushmita Roy Chowdhury back to Bengal.

Maya Panja from South 24 Parganas is receiving financial assistance and living with dignity.

Bappa Das, a fish-seller from South 24 Parganas, is living happily now.

Like lakhs of farmers in Bengal, Kazi Abu Sajjad from Hooghly, is smiling now.

Anirban Saha is a young entrepreneur from Kolkata who is happy with the developments in MSME sector.

Sports journalist Boria Mazumdar whose heart belongs in Kolkata.

Entrepreneur Malavika Banerjee has proven that great brands can be created in Kolkata.

Moukchora Bibi Hooghly received financial assistance to build her own pucca house.

Kalyani Debgupta received hen and goats due to our thrust on alternative livelihood and is happy now.

Kanchan Rang is an example of how Anandadhara scheme has helped in making women from rural areas self-reliant.

Environmentalist Sanchita Sarkar is happy with progress made in the field of environment conservation.

Somnath Mahapatra from East Midnapore is happy as he is earning well from fish-farming now.

Habibur Mia, a farmer from Coochbehar, is smiling like lakhs of farmers in Bengal.

Carine Lepcha is a teacher from Kalimpong where a new school for Lepcha kids has been set up.

Kanailal Maity from East Midnapore used to live on the streets. Now he lives happily in a pucca house.

Anjupa Khatun from Coochbehar received financial assistance under Kanyashree. She can now study law.

WB Govt to give food grains at 47 paise per kg to tea garden workers

Under the aegis of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has decided to give rice and wheat at 47 paise per kg to 12 lakh 9 thousand tea garden workers (including their families).

During the inauguration of the Khadya Sathi Scheme for food security a few days back, Chief Minister Ms Mamata Banerjee had announced that more than 7 crore of the State’s population would get rice and wheat at Rs 2 per kg. Among this 7 crore, for the tea garden workers and their families in Darjeeling, Jalpaiguri and Alipurduar districts, totaling 12 lakh 9 thousand, the State would give an additional subsidy of Rs 1.53. Thus, they would need to pay only 47 paise per kg for rice and wheat. Each family can get a maximum of 35 kg of subsidised food grains per month.

The decision was taken at a meeting involving the State’s Labour and Food Commissions yesterday evening. Food Minister Jyotipriya Mullick said, “Under the aegis of our Chief Minister Mamata Banerjee, the Government has taken this unprecedented decision. No other State could have even thought of taking such a decision. The way the Food Security Scheme has been implemented by West Bengal has become a model for other States.”

 

চা বাগানের শ্রমিকদের ৪৭ পয়সা কেজি দরে চাল দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের ৪৭ পয়সা কিলো দরে চাল, গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে প্রায় ১২ লক্ষ ৯ হাজার শ্রমিক উপকৃত হবেন।

কয়েকদিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী ‘খাদ্য সাথী’ প্রকল্পের সূচনা করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের ৭ কোটির বেশি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হবে। ৪৯ লক্ষ মানুষ ১৩ টাকা দরে চাল ও ৯ টাকা দরে গম পাবেন। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চা বাগান অধ্যুষিত ১২ লক্ষ ৯ হাজার মানুষের জন্য প্রতি কেজিতে বাড়তি ১ টাকা ৩৫ পয়সা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে পরিবার পিছু মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য।

গতকাল এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের শ্রম দপ্তর ও খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আর কোনও রাজ্য এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারে না। রাজ্যে যেভাবে খাদ্য সুরক্ষা প্রকল্প নেওয়া হয়েছে তা অন্য রাজ্যের কাছে মডেল”।

State organises tourism summit to promote Bengal

After the mega success of Bengal Global Business Summit, it now time for another major summit. Tourism summit ‘Destination East’, being jointly organised by West Bengal Government, is going to start in Kolkata today.

As part of the drive to make West Bengal one of India’s most tourist-friendly states, representatives of well-known tour operators from 25 countries, who are participating in the summit too, would tour the state to find out ways to improve the tourism infrastructure of different places and also find out new places to promote.

The team of 35 representatives would go to Gajaldoba, Darjeeling, the Dooars, Santiniketan, Bishnupur, Digha, Murshidabad, Purulia and other places.

Tourism using the State’s waterways, especially along the Hooghly from Kolkata to Murshidabad, is also being promoted.

The State Government has allotted an initial amount of Rs 100 crore to improve the tourism infrastructure of West Bengal.

The team of representatives of the tour operators would tour the State summit till February 6.

বিশ্বের পর্যটকদের আগামী গন্তব্যই হল পশ্চিমবঙ্গ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে ‘ট্যুরিজম সামিট’। ‘ডেসটিনেশন ইস্ট’ এই স্লোগানকে সামনে রেখে এই সামিট শুরু হচ্ছে কলকাতায়।

বিশ্বের ২৫টি দেশের বিখ্যাত ট্যুর অপারেটর কোম্পানির প্রতিনিধিরা রাজ্যজুড়ে ঘুরে বেড়াবেন এবং এই পরিকাঠামোকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আরও কিছু স্থান খুজে বের করবেন যা পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা যায়।

গাজলডোবা, দার্জিলিং, ডুয়ার্স, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, দিঘা, মুর্শিদাবাদ ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যাবে ৩৫ জনের একটি প্রতিনিধি দল।

স্থলপথে পর্যটনের পাশাপাশি জলপথে পর্যটনকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। গঙ্গাপথে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জলপথ ব্যবস্থাটিও উন্নত করার কথা ভাবা হচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গার ট্যুরিজম বিভাগের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবেন।

WB CM launches Khadya Sathi Scheme

West Bengal Chief Minister Ms Mamata Banerjee launched the Khadya Sathi Scheme today.

On the occasion a colourful parade was held on Red Road.

Under the Khadya Sathi Scheme, 7 crore 49 lakh people, that is, almost 80% of the State’s population, would get rice and wheat at Rs 2 per kg each. A family can get a maximum of 35 kg of food grains per month at subsidised rates.

Recipients would include 33 lakh people of the Jangalmahal region, 12 lakh drought-affected people of Purulia district, 11.24 people, including tea garden workers and their families, 3.11 lakh Cyclone Aila-affected people, 3569 people of Singur who had lost their land, 1700 homeless people of Kolkata and the people living in the Hills region of Darjeeling.

The parade included workers of the Health & Family Welfare Department’s ASHA Scheme with their newly-given bicycles, and new mini-fire tenders, double-decker buses and commercial vehicles bought under the Gatidhara Scheme.

The Chief Minister also inaugurated Watgunge, Amherst Street, Tollygunge and Patuli women’s police stations.

 

The salient features of her speech are as follows:

  • From today, almost 7 crore people out of the 9 crore in Bengal will receive rice and wheat at Rs 2 per kg.
  • I am thankful to the farmers of Bengal for contributing to the stock of grains required for Khadya Sathi.
  • 15 lakh metric tonnes of rice have already been procured, which is more than our target of 10 lakh metric tonnes.
  • The Krishak Mandis have been instrumental in the procurement process.
  • Out of 176 Krishak Mandis, 120-130 are already up and running.
  • We have been providing the people of Singur who lost their land with help until they get their land back.
  • 16 lakh Kanyashree and 40 lakh Sabuj Sathis are part of the development we have made.
  • With Khadya Sathi Scheme, there will be people who will receive benefits from multiple programmes.
  • The Central Government has reduced the allotments for most important social programmes like ICDS.
  • The Central Government can stop them but we cannot stop the benefits being extended to the people of our State.
  • It is our responsibility towards the people, we cannot step back on that promise and commitment.
  • There are people who are busy spreading slandering the developments in Bengal. Who stopped them from working when they were in power?
  • We are aiming for all-around development, from infrastructure to transport, many in collaboration with foreign countries like Japan and Germany.
  • Today the people of the Hills are happy. We are proud of them for the hard work they do.
  • Bengal is surging ahead in medium-scale and small scale business.
  • The people who criticise us should take note of the truth and accept it and not speak without getting their facts right.
  • In four years we have completed work that cannot be normally completed in 40 years.
  • We have worked for the development of every community and caste in Bengal.
  • West Bengal is the perfect example of tolerance where Hindus, Muslims, Sikhs, Christians and others live in peace and harmony.

 

খাদ্য সাথী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে চালু হল ‘খাদ্য সাথী’ প্রকল্প। সকলের জন্য খাদ্য – আমাদের সংকল্প।

আজ রেড রোডে এই প্রকল্পের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। একটি কুচকাওয়াজের মাধ্যমে সূচনা হবে এই প্রকল্পের।

রাজ্যের ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে এই প্রকল্পের আওতায় আসছেন। এর ফলে রাজ্যের ৭ কোটির অধিক মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন।

রাজ্যের ৩৩ লক্ষ জঙ্গলমহলবাসী, পুরুলিয়া জেলায় খরা-কবলিত ১২ লক্ষ আধিবাসী, রাজ্যের সমস্ত আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষ, চা বাগানের ১১.২৪ লক্ষ শ্রমিক ও অশ্রমিক পরিবার, আয়লা-বিধ্বস্ত ৩.১১ লক্ষ মানুষ, সিঙ্গুরের ৩৫৬৯ জন জমিহারা কৃষক, কলকাতায় ১৭০০ গৃহহীন পথবাসী এবং দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের সকল আদিবাসী ২ টাকা কেজি ফরে চাল ও গম পাবেন।

উপরোক্ত গণবণ্টন ব্যবস্থার জন্য রাজ্য সরকার বছরে ৪২৮২ কোটি টাকা ব্যয় করবে।

এই অনুষ্ঠান উপলক্ষে মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্য সাথী’ প্রকল্পের ট্যাবলো।

ওয়াটগঞ্জ, আমহার্স্ট স্ট্রিট, পাটুলি ও টালিগঞ্জ এই ৪টি মহিলা থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন
  • আজ খাদ্য সাথী প্রকল্পের উদ্বোধন করা হল, আমি সকলকে অভিবাদন জানাচ্ছি
  • বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৭ কোটি লোক এসেছেন এই প্রকল্পের আওতায়
  • ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • ধান উ९পাদনে বাংলা সেরা
  • মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৫ লক্ষ মেট্রিক টন বাড়ানো হয়েছে
  • খাদ্য মানুষের বাঁচার প্রধান উ९স
  • ১৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে
  • শুধু জঙ্গলমহল নয় সব এলাকার আদিবাসী, তপশিলি ও গরিব মানুষ এই ২ টাকা কিলো দরে চাল ও গম পাবে
  • ১৭৬ টি কৃষক বাজার তৈরি হচ্ছে, এর মধ্যে ১২৩ টির কাজ শেষ হয়ে গেছে
  • বাম আমলে বঞ্চিত চা বাগানে বিনামূল্যে চাল দিচ্ছে রাজ্য সরকার
  • কোনও চালু প্রকল্প বন্ধ হবে না
  • ৩১ লক্ষ কন্যাশ্রী, ৪০ লক্ষ সবুজ সাথী, ১৬ লক্ষ শিক্ষাশ্রী প্রকল্পের আওতায়
  • চা শ্রমিকদের জন্য ১০০ কোটির প্যাকেজ চালু করব
  • আমি কথা কম বলে কাজ করে যাই
  • আজ বাংলায় জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, আর কি চান আপনারা?
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে
  • খাদ্য-বস্ত্র-বাসস্থান মানুষের বাঁচার অধিকার
  • নগরোন্নয়নে বিশ্বের দরবারে স্থান বাংলার
  • ধর্ম মানেন না বলে আপনারা চান উ९সব বন্ধ হয়ে যাক
  • বড় শিল্পের ক্ষেত্রে বাংলাই গন্তব্য
  • বাম আমলে স্বাস্থ্য কেন্দ্র গুলি পরিণত হয়েছিল যমালয়ে, এখন সেগুলোর প্রভূত উন্নতি হয়েছে
  • প্রায় ৯০টি থানা তৈরি হয়েছে এই ৪ বছরে
  • ৪ বছরে ৪০ বছরের কাজ করেছে এই সরকার
  • ইয়োকোহমার সাথে একগুচ্ছ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে, এর ফলে হাওড়া শহর নতুন ভাবে সেজে উঠবে
  • যারা কাজ করে তারা এগিয়ে চলে
  • সহিষ্ণুতার বড় উদাহরণ হল পশ্চিমবাংলা
  • শিল্প মানে কি মুখ ভরা গল্প?
  • জঙ্গলমহলে আর অশান্তি ছড়াবেন না
  • পরিবর্তন এসেছে, পরিসংখ্যান সেকথা বলে

 

Mamata Banerjee overwhelmed at the warmth of the people of the Hills

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has been overwhelmed by the love and respect she received from the people Darjeeling during her recent trip there. She addressed a few party rallies and announced new development boards for some Hills communities.

The Chief Minister was in a relaxed mood on the last day, that is, yesterday. A part of the morning was spent at the Mall in Darjeeling. After taking a short walk under the soothing sun there, she paid a visit to Mahakal Temple. She then went to Richmond Hill.

Hundreds of people had lined up the streets with flowers in hands to greet Mamata Banerjee as she returned to Siliguri. It was obvious that the fervent request for the Chief Minister to come back was there in everybody’s hearts.

On the way back, the Chief Minister made an impromptu visit to a community programme of the Khambu Rais as well, where she was felicitated.

 

পাহাড়ের মানুষের সংবর্ধনায় আপ্লুত মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার দার্জিলিং সফরে পাহাড়ের মানুষদের থেকে পাওয়া ভালবাসা ও শ্রদ্ধায় আপ্লুত। এই সফরে তিনি দার্জিলিংএ কয়েকটি জনসভা করেন এবং পাহাড়ের জনসম্প্রদায়ের জন্যও উন্নয়ন পর্ষদ বোর্ডের ঘোষণা করেন।

গতকাল সকাল থেকেই খুব প্রাণোচ্ছল ছিলেন মুখ্যমন্ত্রী। সকালবেলা কিছু সময় তিনি দার্জিলিংএর ম্যালে কাটান। ম্যালে রোদে কিছুক্ষণ হেঁটেই চলে আসেন মহাকাল মন্দিরে৷ তারপর তিনি রিচমণ্ড হিলে চলে যান।

শিলিগুড়ি ফেরার পথে রাস্তায় বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর একঝলক দেখা পাওয়ার জন্য ফুল হাতে অপেক্ষারত ছিলেন শয়ে শয়ে পাহাড়বাসী৷ সবাই যেন বলছিলেন আবার এসো দিদি।

ফেরার সময়  লিম্বু রাইদের একটি অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী৷ লিম্বু সম্প্রদায়ের লোকজন এসে মুখ্যমন্ত্রীকে খাদা পরিয়ে সম্মান জানান৷

The humane face of Mamata Banerjee

The humane face of West Bengal Chief Minister Ms Mamata Banerjee came to the fore once again in Darjeeling, where she had gone to address a Trinamool Congress rally on Friday. When she was on the dias, she suddenly noticed a little girl standing in the front row, shivering. She immediately got off the stage and wrapped the child up in the warmth of her shawl, and made her sit beside her.

Everyone was surprised. In the biting cold of Darjeeling, with a cold wave on for the last few days, nobody expected this. But then this is Mamata Banerjee, the chief minister with a heart of gold; and what better way to prove it!

 

মমতার মমতাময়ী রূপ

গতকাল পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বদ্যপাধ্যায়ের মমতাময়ী রূপ দেখল দার্জিলিং।

শুক্রবার রাতে হঠা९ই মমতা ব্যানার্জি পৌঁছে গেলেন দার্জিলিংয়ের ম্যালে, যেখানে উত্তরবঙ্গ  উ९সব চলছিল৷ হঠা९ই মুখ্যমন্ত্রী দেখলেন, প্রচন্ড ঠান্ডায় মঞ্চের সামনের দিকে বসা এক শিশু কাঁপছে৷  এগিয়ে গিয়ে নিজের গায়ের শালটি জড়িয়ে দিলেন ওই শিশুর গায়ে৷

মঞ্চে আর দর্শকাসনে থাকা সবাই অবাক৷ এই ঠা‍ন্ডায় নিজের গায়ের শালটি খুলে দেওয়া  কারও পক্ষে সম্ভব নয়।  এটি শুধুমাত্র মমতা বদ্যপাধ্যায়ের পক্ষেই সম্ভব।

 

Preserving the legacy of Netaji – Bengal shows the way

Today is the 119th birth anniversary of Netaji Subhas Chandra Bose. West Bengal Chief Minister Ms Mamata Banerjee has always been a great believer in the teachings of the great leader, and has imbibed them in her daily life and activities.

West Bengal is the first and so far the only State to release all classified files on Netaji for public access. The Chief Minister had released all the 64 classified files (which were in the possession of the Kolkata police and the West Bengal police) on September 18, 2015. The files are being kept at the Kolkata Police Museum on APC Road.

Not only that, Mamata Banerjee has been exhorting the Centre and many foreign countries as well to release all secret files related to Netaji.

On January 15, the Chief Minister had inaugurated a plaque, commemorating the 75th anniversary of the ‘Great Escape,’ as the great leader’s escape in 1941 from house arrest (in Netaji Bhawan) is called, and a statue of Netaji at Netaji Bhawan.

Netaji Subhas Chandra Bose continues to inspire all of us.

 

পশ্চিমবঙ্গ সরকার নেতাজির আদর্শ উজ্জীবিত করে চলেছে 

আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৯ তম জন্ম বার্ষিকী। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই নেতাজির মহান আদর্শে বিশ্বাসী এবং তিনি এই আদর্শকে তার দৈনন্দিন জীবনে আত্মস্থ করেছেন।

পশ্চিমবঙ্গই প্রথম নেতাজি ফাইল প্রকাশ করেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বর নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে কলকাতা পুলিশ মিউজিয়ামে ফাইল গুলি রাখা আছে।

নেতাজি ফাইল প্রকাশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্র এবং অন্যান্য দেশের ও কথা হয়েছে।

১৫ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তার বাসভবন নেতাজি ভবনে একটি ফলক উদ্বোধন করেন যেখান থেকে ১৯৪১ সালে তিনি অন্তর্ধান করেছিলেন।

নেতাজি সুভাষ চন্দ্র বসু সবসময় আমাদের অনুপ্রাণিত করেন।