Bengal CM declares Kalimpong as 21st district of the State

Today Bengal Chief Minister Mamata Banerjee announced Kalimpong as 21st district of the State.

“I am in the Hills because Kalimpong is becoming a new district. In April, Jhargram and Asansol will become districts,” she said on Monday.

The State Government recently created 15 development and cultural boards for different hill communities. The boards are to ensure all-round development of these communities.

On December 18, 2015, the West Bengal Cabinet gave a nod to the formation of Kalimpong district and Mirik sub-division.

At today’s public meeting, the CM laid the foundation stones several developmental projects including the development of Nature Interpretation Centre at Kalimpong, renovation of roads, Anjuman-E-Islamia Community Hall in Kurseong, Subhas Ghising Memorial Community Hall in Dow Hill, renovation of Raj Rajeshwari Hall in Kurseong, renovation of infrastructure in Naxalbari.

 

Excerpts of her speech:

  • Today is Kalimpong Day. I congratulate all of you
  • People of Kalimpong wanted a new ray of light. Valentine’s Day has become Kalimpong Day now
  • Five years ago when I started coming to the Hills, I wanted to develop the Hills. We formed the GTA
  • GTA and local municipalities have the power to carry out development in the Hills. I wanted to give extra support
  • We formed 15 developmental boards. We have taken initiatives to promote tourism
  • We developed Morgan House, Hill Top tourism circuit. We have done a lot of work and will continue to do so
  • Kalimpong did not have full administrative support. People had to go all the way to Darjeeling for work
  • We are proud of our students. They are our assets. They are our future
  • We will take up a new water supply project for Kalimpong
  • We will develop the Kalimpong-Sikkim Silk Route at a cost of Rs 220 crore
  • Those who indulge in violence do not want peace in the Hills
  • We don’t want violence in Hills.We believe unity is strength.Will not tolerate if someone tries to incite violence
  • Those who cannot fight us politically try to incite violence. We will not allow any violence between any community
  • Hum Kalimpong ka unnati chahanche. Hum Maa-Behen ka izzat chahanche. Hum naujawan ke liye naukri chahanche

 

২১তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল কালিম্পঙ

আজ কালিম্পঙের মেলা গ্রাউন্ডে মঞ্চে দাঁড়িয়ে মমতা কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করলেন। শহর আবেগে ভাসছে। চারদিকে পতাকা–‌ফেস্টুন যেন উৎসব শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কালিম্পঙে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী হাত নাড়িয়ে তাঁদেরও পাল্টা অভিনন্দন জানান। রাস্তার দু’‌ধারে ছিলেন অসংখ্য মানুষ। শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, তোরণ।

মহকুমা শাসকের অফিসে বসেই আপাতত নতুন জেলার কাজ হবে। এই বাড়িটি সংস্কারের কাজ হচ্ছে। ২০১১–‌য় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বহুবার কালিম্পঙে এসেছেন। চারিদিকে ঘুরেছেন। কালিম্পংকে আরও সাজিয়ে তোলার ইচ্ছে আছে তাঁর।

মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন তিনি পাহাড়কে কিছুতেই ভাগ হতে দেবেন না। ২০১১–‌র পর থেকে এ পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫টি বোর্ড তৈরি করেছেন।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ কালিম্পং দিবস। আমি সকলকে অভিনন্দন জানাই
  • কালিম্পঙের মানুষ একটি নতুন আশার আলো চেয়েছিল। ভ্যালেনটাইনস ডে এখন কালিম্পং ডে
  • পাঁচ বছর আগে আমি পাহাড়ে আসা শুরু করেছিলাম, আমি পাহাড়ের উন্নয়ন চাই। আমরা জিটিএ তৈরি করেছি
  • জিটিএ এবং লোকাল কর্পোরেশনের হাতেই পাহাড়ের উন্নয়নের ক্ষমতা। রাজ্য সরকার যথাসাধ্য সাহায্য করেছে
  • আমরা ১৫টি উন্নয়ন পর্ষদ গঠন করেছি। পর্যটন বিকাশের জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি
  • আমরা হিল টপ ট্যুরিজম সার্কিট, মরগ্যান হাউসের উন্নয়ন করেছি।আমরা অনেক কাজ করেছি আর ভবিষ্যতেও করব
  • কালিম্পঙের মানুষকে সব কাজের জন্য দার্জিলিং যেতে হত
  • আমরা আমদের ছাত্রছাত্রীদের জন্য গর্বিত। ওরা আমাদের সম্পদ, ওরাই দেশের ভবিষ্যৎ
  • কালিম্পঙে নতুন জল সরবরাহ প্রকল্প হবে
  • ২২০ কোটি টাকা খরচ করে আমরা কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়ন করব
  • যারা পাহাড়ে হিংসা ছড়াচ্ছে, তারা পাহাড়ে শান্তি চায় না
  • আমরা পাহাড়ে কোনরকম অশান্তি চাই না। আমরা বিশ্বাস করি একতাই বল
  • আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে অশান্তি ছড়াচ্ছে। সরকার কোন অশান্তি বরদাস্ত করব না
  • আমরা কালিম্পঙের উন্নতি চাই, মা-বোনেদের সম্মান চাই, যুব সম্পদায়ের জন্য কর্মসংস্থান চাই

 

 

Bengal Govt to revive four Darjeeling trekking trails

Tourists visiting the Hills this April or May will get to walk through the original forest area of Darjeeling.. The wildlife division is set to revive four popular trekking routes that have now become mostly unused.

An initiative of chief minister Mamata Banerjee, the wildlife division is working on a project to renovate the Nature Interpretation Center (NIC) at Tiger Hill and revive the four trekking paths.

The trekking routes to be revived are:

  • 5.5 km Tiger Hill-Rambhi path, which is one of the oldest of the region,
  • 7 km Tiger Hill-Chatakpur,
  • 6 km 3rd Mile-Dabaipani and
  • Keventer’s Road-Tiger Hill, butterfly trail.

 

The routes offer birding experience and, if lucky, one can catch glimpses of wild animals too. The wildlife division has started training locals as guides to help tourists with the trails that will officially be open to the public from May.

 

রাজ্য সরকারের উদ্যোগে দার্জিলিঙে পুনরুজ্জীবিত হতে চলেছে ট্রেকিং

পর্যটকদের জন্য সুখবর। এবছরের মে মাস থেকে দার্জিলিঙে থাকছে নতুন চমক। এবার থেকে পর্যটকরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে পারবেন। বন্যপ্রাণ বিভাগ ৪টি প্রায় অবলুপ্ত ট্রেকিং রুটকে পুনরুজ্জীবিত করতে চলেছেন।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বন্যপ্রাণ বিভাগ টাইগার হিলের নেচার ইন্টারপ্রিটেশান সেন্টারের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে।

যে ৪টি ট্রেকিং রুট নতুন করে চালু হবে সেগুলি হলঃ-

  • ৫.৫ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-রাম্ভি পথ
  • ৭ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-চতকপুর
  • ৬ কিঃ মিঃ দীর্ঘ থার্ড মাইল-ডাবাইপানি
  • কেভেন্টার্স রোড-টাইগার হিল বাটারফ্লাই ট্রেল

 

এই রুটগুলিতে নানারকম পাখির পাশাপাশি বন্য প্রাণীরও দেখা মিলতে পারে। বন্যপ্রাণ বিভাগ ইতিমধ্যেই স্থানীয় লোকজনদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে যাতে মে মাসে আনুষ্ঠানিকভাবে রুটগুলি চালু হলে তারা পর্যটকদের জন্য গাইডের কাজ করতে পারে।

 

 

Netaji had a clear vision for the country: Mamata Banerjee

West Bengal Government is celebrating ‘Subhas Utasav’ to commemorate the 120th birth anniversary of Netaji Subhas Chandra Bose. The festival is being organised by the Department of Youth Affairs, Govt of West Bengal. The festivities began on 22nd January and will also continue today.

The official function of the State government to observe Netaji’s birth anniversary took place at Darjeeling Mall today at 12 noon. Chief Minister Mamata Banerjee and other dignitaries were present.

Speaking on the occasion, the Chief Minister said: “Netaji’s birthday is as important for us just like Independence Day or Republic Day.”

“The birth anniversary of Netaji is observed every year but nobody knows about his death. This is a tragedy,” she said

The Chief Minister said, “Netaji was a leader of the country and a true leader does not discriminate but works for all. Netaji had a very clear vision for the country, he conceived the Planning Commission.” She also paid her respects to those who served in the Indian National Army.

The Chief Minister reiterated that the State Government had declassified all Netaji Files in possession with the government. She announced that the Government has allotted Rs 10 lakh for the renovation of the house where Netaji stayed in the Hills.

Celebrations in the past took place in Kolkata but on the initiative of Chief Minister Mamata Banerjee, the official celebration of Netaji’s birth anniversary is held in Darjeeling since 2014.

Many programmes and competitions including processions, exhibitions on the life and work of Subhas Chandra, quizzes on him, debates, sit & draw competition, essay writing and other events are being organised across the State to mark Netaji’s 120th birth anniversary.

 

দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট: মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘সুভাষ উ९সব’। রাজ্য যুবকল্যান দপ্তরের উদ্যোগে গতকাল শুরু হয়েছে এই উ९সব।

অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মত নেতাজীর জন্মদিনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমরা প্রতি বছর নেতাজীর জন্মদিন পালন করি কিন্তু তাঁর মৃত্যুদিন সম্পর্কে কোন তথ্য আমাদের জানা নেই। এটা একটা ট্রাজেডি”।

তিনি আরও বলেন, “নেতাজী দেশের নেতা ছিলেন। প্রকৃত নেতা কখনো বিভেদ করে না। কোনো বিভেদকারী দেশের নেতা হতে পারে না।নেতাজী দূরদর্শী ছিলেন। দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট। তিনি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন”। আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান, নেতাজী পাহাড়ে যে বাড়িতে থাকতেন তা সংস্কারের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং নেতাজীর ফাইলও প্রকাশ করেছে রাজ্য সরকার।

এর আগে সরকারি অনুষ্ঠান হত কলকাতায়; মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৪ সাল থেকে নেতাজীর জন্মবার্ষিকী দার্জিলিঙে পালন করা হয়। নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যজুড়ে বসে আঁকো, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, পদযাত্রা, প্রদর্শনী, ক্যুইজ ও বিতর্কসভার আয়োজন করা হয়েছে।

 

 

I want the Hills to prosper: Mamata Banerjee in Kurseong

Chief Minister Mamata Banerjee today inaugurated the sixth edition of Uttar Banga Utsab. The inaugural ceremony was held at Kurseong.

The CM inaugurated the 100-bedded ESI Hospital at Siliguri, HDU at Kurseong sub-divisional hospital, SNCU at Darjeeling hospital, and the newly-renovated blood bank at Siliguri District Hospital. The CM also launched the tiger safari at Bengal Safari Park in north Bengal.

Speaking on the occasion, she said: “We want Hills to prosper. We want peace. Violence will bear no fruit. GTA Board and local municipalities are not run by us or else we could have done much more work for the people.”

She added, “We have already formed 12 development boards in the Hills. Three more (Gurung, Khas and Hill Minority) will be set up. We have allotted Rs 264.78 crore to the various boards for carrying out developmental work. I will come back to the Hills again. I want my brothers and sisters in the Hills to be happy.”

She will also be holding the administrative review meeting for the district on January 24 where she will take a stock of the progress of the development works undertaken by the state government. She will return to Kolkata on January 25.

 

আমি পাহাড়ের উন্নতি চাইঃ কার্শিয়াঙে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গে ষষ্ঠতম উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান হয় কার্শিয়াঙে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমি পাহাড়ের উন্নতি চাই, পাহাড়ে শান্তি বজায় থাকুক। জিটিএ এবং স্থানীয় পুরসভা আমাদের হাতে থাকলে আমরা মানুষের জন্য আরও কাজ করতে পারতাম”।

তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনি বিভিন্ন জনজাতির জন্য ১২টি উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছেন। আজ আরও ৩টি উন্নয়ন বোর্ডের ঘোষণা করলেন। সেগুলি হল – গুরুং ডেভেলপমেন্ট বোর্ড, খস হিতকারি ফাউণ্ডেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড ও পাহাড়িয়া মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড। তিনি বলেন, আমি আবারও পাহাড়ে আসব। আমি চাই আমার পাহাড়ের ভাই-বোন খুশি থাকুক।

রবিবার সন্ধ্যেবেলায় তিনি দার্জিলিং পৌঁছবেন। প্রতি বছরের মত এবারও ২৩ জানুয়ারি দার্জিলিং ম্যালে নেতাজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষের জনসমাগম হবে এই অনুষ্ঠানে।

পাহাড়ের জাতীয় এবং রাজ্য সড়ক সংস্কারের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গল মহলের মতোই পুলিশের হিমাল, তরাই ডুয়ার্স স্পোর্টসের বিভিন্ন খেলায় জয়ীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৪ জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী সেখানে জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা হবে। আগামী ২৫ জানুয়ারি তিনি কলকাতা ফিরবেন।

Bengal ranks fifth in preferred tourist states

Ranking fifth among the states in terms of foreign tourists’ destination, Bengal is climbing up in the tourism sector.

The State has turned out to be a preferred destination among foreign tourists than domestic tourists. Recording a higher percentage of foreign tourists, Bengal has drawn 6.4 per cent of foreign tourists compared to 4.9 per cent of domestic tourists, according to a report published by the Ministry of Tourism.

Of the 2.06 crore foreign tourists that the country has recorded in a year, 14.8 lakh came to Bengal. Among the top five states, Tamil Nadu has drawn the maximum number of 20.1 per cent foreign tourists.

It has ranked eighth among the top 10 states with 7.01 scrore with Indian tourists visiting Bengal out of the total 119.7 crore domestic tourists visiting the 10 states.

Stressing on the various initiatives that are being taken for promoting Bengal as a prospective destination for tourism in the domestic market, the State Tourism Minister said that roadshows are being conducted regularly in other states.

It is a sustained effort and it will take some more time to get the outcome, the State Tourism Minister said adding that the law and order situation in the state is an added advantage for tourism. Along with promoting Bengal tourism through the website and social networking sites, a series of advertisements featuring brand ambassador Shah Rukh Khan will be released during the Bengal Global Business Summit in January 2017, he said.

The Tourism Department has also prepared pamphlets on 20 prominent tourist spots along with detailed information on accommodation, booking and other essentials. The list of places to visit include the Himalayan delights of Darjeeling, the verdant Dooars, the historic midland of Murshidabad and Malda, colonial structures of Kolkata, mangrove forests of Sundarbans, tribal hinterland of ‘Jangalmahal’.

 

পর্যটনে বাংলা এখন পঞ্চম স্থানে

পর্যটনে রাজ্য এখন দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ভারতীয় পর্যটকদের থেকেও বিদেশী পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের রাজ্য। পর্যটন মন্ত্রক থেকে পেশ করা এক রিপোর্ট অনুযায়ী বাংলায় বিদেশী পর্যটক আসেন ৬.৪ শতাংশ আর ভারতীয় পর্যটক আসেন ৪.৯ শতাংশ।

এই তালিকার শীর্ষে আছে তামিলনাড়ু যেখানে ২০.১ শতাংশ বিদেশী পর্যটক যায়।

ভারতীয় পর্যটকদের হিসেবে বিচার করলে বাংলার স্থান অষ্টম। ভারতীয় পর্যটকদের এখানে আসার জন্য আরো উত্সাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন মন্ত্রী জানান পর্যটকদের আরও উত্সাহিত করতে বিভিন্ন রাজ্যে রোড-শো করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটনের উন্নতির জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা একটি অন্যতম কারণ। ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি ২০১৭ সালের জানুয়ারী মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ফটো সম্বলিত আরো অনেক বিজ্ঞাপনও প্রকাশ করা হবে।

পর্যটন দফতরের বাছাই করা ২০টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ওপর যাবতীয় সব তথ্য দিয়ে প্যামফ্লেটও তৈরী করা হয়েছে।

 

No shutdown in Hills: Mamata Banerjee

In a bid to foil the bandh called by the Gorkha Janmukti Morcha (GJM) in Darjeeling Hills, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said there will be no shut down in the hills.

“Bengal’s economy was affected by bandhs. There was enough bandh politics. There should be no more bandhs and blockades,” she said at a gathering in Murshidabad.

Three ministers of the West Bengal Cabinet, Goutam Deb, Rabindranath Ghosh and James Kujur are in the Hills to monitor the situation. The Bengal Government has also decided to enforce a three-day pay cut for it’s employees in Darjeeling who will not attend their offices during the bandh in the Hills.

Trinamool Congress organised a rally yesterday requesting people to maintain normalcy of life during the bandh.

 

পাহাড়ে বনধ বরদাস্ত নয়: মমতা

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে নস্যা९ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন পাহাড়ে বনধ বরদাস্ত করব না।

মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বনধের কারণে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এতদিন অনেক বনধের রাজনীতি হয়েছে। আর কোন বনধ নয়”।

পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার তিনজন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং জেমস কুজুরকে পাহাড়ের পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। বনধের কারণে দার্জিলিঙে যেসকল রাজ্য সরকারী কর্মচারী অনুপস্থিত থাকবে তাদের তিন দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বনধের সময় জনজীবন স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে গতকাল একটি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস।

We will not tolerate any trouble in hills: Mamata Banerjee

In a stern warning to the Gorkha Janmukti Morcha (GJM), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said her government would not tolerate any attempt to foment trouble in the Darjeeling hills.

“Whenever there is an election, they talk of violence and bandhs. We will not tolerate this,” she said at a programme of Tamang development board.

The Chief Minister said that instead of working for development, they are indulging in politics. “We want peace in hills. We will not allow violence. Enough is enough. We must work for development. We have developed Lamahatta, Mirik, Tiger Hill, Lava Lolegaon. But they want to destroy it all by violence,” she said.

“We will not stop the process of development in the hills. We want people to get employment. We are here to address the issues of the hills. If the hills smile, we will smile,” she said.

Referring to her frequent visit to the hills which some Opposition parties had objected to, the Chief Minister expressed surprise why they are “angry” over her visits to the hills. “We never feel angry if they visit Siliguri,” she pointed out.

She said that bandh politics should stop in the hills as it would stall all the development projects. Praising the work done by Lepcha board she said that the board had worked for the development of the Lepchas and asked why the GTA hadn’t done anything.

The CM said she wanted the hills to develop and youth to get employment. She made it clear that if the boards worked for the people then more assistance would be made available.

 

পাহাড়ের শান্তি নষ্ট হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও গোর্খা জনমুক্তি মোর্চাকে সতর্ক করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে কেউ কোনরকম সমস্যা সৃষ্টি করলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না।

এদিন তামাং উন্নয়ন পর্ষদের বর্ষপূর্তি  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “যখনই নির্বাচন আসে তখনই ওরা বনধ্‌ ও হিংসার রাজনীতি শুরু করে, আমরা এসব সহ্য করব না”।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজের বদলে তারা রাজনীতি করছে। তিনি বলেন, “আমরা পাহাড়ে শান্তি চাই। হিংসা আমরা বরদাস্ত করব না। যথেষ্ট হয়েছে। উন্নয়নমূলক কাজ করতে হবে আমাদের। লামাহাটা, মিরিক, টাইগার হিল, লাভা, লোলেগাঁও  এর উন্নয়ন করেছি আমরা। কিন্তু ওরা এসব নষ্ট করে দিচ্ছে”।

তিনি আরও জানান, “পাহাড়ের উন্নয়নের কাজ আমরা বন্ধ হতে দেব না। আমরা চাই পাহাড়ের মানুষের কর্মসংস্থান হোক। পাহাড়ের সব সমস্যা সমাধান করতে প্রস্তুত সরকার”।

“যদি আমি পাহাড়ে আসি তাতে ওদের রাগ কিসের? ওরা শিলিগুড়ি গেলে আমরা তো রাগ করি না”। তিনি বলেন, “পাহাড়ে বনধে্‌র রাজনীতি বন্ধ হওয়া উচিত, এতে পাহাড়ের উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

এদিন তিনি লেপচা বোর্ডের কাজের জন্য অনেক প্রশংসা করেন। তিনি আরও বলেন, সরকার পাহাড়ের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে, কিন্তু জিটিএ কোনও কাজ করেনি কেন।

মুখ্যমন্ত্রী জানান, তিনি চান পাহাড়ে আরও উন্নয়নমূলক কাজ হোক, এবং সেজন্য সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।

 

 

Armed struggle is not expected in democracy: WB CM

“Not armed struggle but all round development is the key issue in the hills”, said Chief Minister Mamata Banerjee after warning people who were engaged in creating disturbance saying that “law will take its own course”.

“Such armed struggle is not expected in democracy and any attempt to weaken law and order situation will be dealt with seriously,” she said before leaving Sukna on her way back to Kolkata.

She said: “I want hill to come forward. But despite wishing for something we cannot do many things. The reason being there is GTA. But we are doing as much as work we can do from outside.”

Taking a dig at the Centre once again, Banerjee said: “Sometimes Delhi also extends support. But I am not in favour of armed struggle. I always favour nothing but development. Often, there were attempts to create such problems in the hills. But we must keep in mind that these are not expected in democracy and law will take its own course.”

সশস্ত্র আন্দোলন কাম্য নয়ঃ মুখ্যমন্ত্রী

যারা আন্দোলন করে পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সশস্ত্র সংগ্রাম নয়, পাহাড়ের উন্নয়নই মূল লক্ষ”।

এদিন সুকনা থেকে কলকাতা ফেরার আগে মুখ্যমন্ত্রী বলেন,”এই ধরনের সশস্ত্র সংগ্রাম গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার কোনরকম চেষ্টাকে বরদাস্ত করা হবে না”।

তিনি বলেন, “আমি চাই পাহাড়ের মানুষ মূলস্রোতের সঙ্গে থেকে পাহাড়কে ভালবাসুন, সামাজিক সব কাজে অংশ নিন। পাহাড়ের আরও উন্নয়ন হোক। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমরা তা করতে পারছি না জি টি এ র কারণে। কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব ততটা কাজ আমরা করছি”।

কেন্দ্র প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কখনো দিল্লিও ওদের সমর্থন করছে। কিন্তু আমি সশস্ত্র সংগ্রামের পক্ষে নই। আমি উন্নয়নের পক্ষপাতী। প্রায়ই পাহাড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে এই ধরণের কাজ গণতন্ত্রে এটা আশা করা যায় না। সশস্ত্র আন্দোলন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

WB CM once again shows her humanistic side

En route to Bagdogra Airport from Darjeeling today, in Sonada in Darjeeling district, one of the cars in the Hon’ble President Pranab Mukherjee’s convoy, a convoy which included West Bengal Chief Mamata Banerjee, skidded off a hilly highway into a gorge. Six among the President’s security team were travelling in that car.

The Hon’ble President and the Chief Minister were thankfully unharmed.

The Chief Minister, ever the helping hand, immediately got into the act of overseeing the rescue operation. Wielding a mike, she walked around the accident site and passed about instructions to ensure a coordinated response to the accident. All the six people inside the car were rescued and taken to hospital. There were no serious injuries – a few cuts and bruises, and a fractured arm.

This incident has once again highlighted the humanistic side of Mamata Banerjee. She has time and again got into such selfless acts, of helping people needing attention, a recent incident being ensuring a man injured in an accident near the Akashvani Bhawan in Kolkata got proper medical attention.

 

আরও একবার মমতার মমতাময়ী রূপ

আজ দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দর ফেরার সময়ে দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়ের এসকর্ট কার। পিছনেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সোনাদার কাছে মুখ্যমন্ত্রীর গাড়ির ঠিক আগে থাকা একটি গাড়ি খাদে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় নিরাপত্তাকর্মী।

সৌভাগ্যক্রমে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী অক্ষত রয়েছেন।

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজের তদারকি করেন। একটি মাইক নিয়ে পুরো উদ্ধারকাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নির্দেশ দেন উদ্ধারকারী দলকে। যে ছয়জন আহত হয়েছেন তাদের সকলকে উদ্ধার করা হয়েছে এবং সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনরকম গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।

এই ঘটনা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিককে তুলে ধরেছে। সাধারণ মানুষের জন্য তার উদ্বেগ চিন্তা ও সচেতনতা এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল। কয়েকদিন আগেই কলকাতার আকাশবাণী ভবনের কাছে একটি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তিনি এসএসকেএমে নিয়ে গিয়ে তার যথাযথ চিকিৎসা করান।

West Bengal Govt celebrates Bhanu Bhakta Acharya’s Birth Anniversary at Darjeeling

The State Government celebration of the 202nd Birth Anniversary of poet Bhanu Bhakta Acharya was held today at Chowrasta in Darjeeling in presence of the Hon’ble President of India, who was the Hon’ble Guest on the occasion.

Hon’ble West Bengal Governor K N Tripathi was present on the occasion.

The celebration of the Birth Anniversary of poet Bhanu Bhakta Acharya is being organised in a grand scale on the initiative of the Chief Minister Mamata Banerjee.

Bhanubhakta Acharya is among the eminent literary personalities in Nepal and also the first Nepali poet who translated the great Indian epic `Ramayana` from Sanskrit to Nepali. Adi Kavi as he is popularly called Bhanubhakta Acharya, was born in 1814 A.D in Chundi Ramgha, Tanahu district and was educated at home by his grandfather, Shri Krishna Acharya. His father Dhananjaya Acharya was a government official who worked for General Amar Singh Thapa Governor of Palpa in western Nepal. He was one of the greatest poet in history of Nepal.

দার্জিলিঙে কবি ভানু ভক্তের জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার

আজ কবি ভানু ভক্তের ২০২ তম জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার। অনুষ্ঠানটি হয়েছে দার্জিলিঙের চৌরাস্তায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাননীয়া মুখ্যমন্ত্রীকবি ভানু ভক্তের জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেছে মহাসমারোহে।

ভানু ভক্ত নেপালের কবি ও লেখকদের মধ্যে খুব জনপ্রিয় ব্যক্তি। তিনি প্রথম নেপালি কবি যিনি রামায়ণ কে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। ভানু ভক্ত আদি কবি হিসেবে বেশি পরিচিত। তিনি ১৮১৪ সালে জন্মগ্রহণ করেন তানাহু জেলায়। তার বাবা ধনঞ্জয় আচার্য ছিলেন একজন সরকারী কর্মী। তিনি পশ্চিম নেপালের রাজ্যপাল অমর সিং থাপার সঙ্গে কাজ করেছিলেন।