Bengal CM criticises Opposition for fanning tension in the Hills, bats for talks

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Opposition for fanning tensions in the Hills just for their vested interests. She gave a statement in the State Assembly on Tuesday in connection with the situations in the Hills.

She once again requested parties in Darjeeling Hills to shun violence so that common people could get some respite from the indefinite shutdown.

Urging the parties to hold discussions with the state government over its demand for a separate state of Gorkhaland, the CM told the Assembly that schools, offices and tourism have come to a halt due to the bandh in the Hills and the region has suffered a loss of Rs 550 crore.

Mamata, according to PTI, said that Darjeeling had been a part of West Bengal and she will not allow its division, adding that time has come for election to the Gorkhaland Territorial Administration as its five-year-term comes to an end.

 

বন্‌ধ প্রত্যাহার করলেই আলোচনা, দার্জিলিং প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং পাহাড়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাজ্য সরকার। তবে আন্দোলনকারীদের আগে হিংসা ও বন্‌ধ প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতির যে সুষ্ঠু মীমাংসা সম্ভব, সেটা আবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার বিধানসভায় জিটিএ এবং দার্জিলিঙের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত রিপোর্ট পেশ করতে গিয়ে বিধানসভায় এমন মনোভাব প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত পাহাড়ে ৫৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিং ইস্যুতে বামপন্থীরা চিরকালই মানুষকে বিভ্রান্ত করছে। ভাষা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ওটা বামপন্থীদের রটনা। দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি বা অন্যান্য আন্দোলন বহুকাল আগে থেকেই চলছে। আমরা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক করেছি। প্রতি ১০ বছর অন্তরই ওদের একটা আন্দোলন চাগিয়ে ওঠে। সাম্প্রতিক অতীতে গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে সমর্থন হারাচ্ছিল। পুর নির্বাচনে তার ছায়া পড়েছিল। চুক্তি অনুসারে জিটিএ–‌র পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে। এবার সেখানে নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চা হারানো জমি পুনরুদ্ধারের জন্য গোর্খাল্যান্ডের দাবিতে নতুন করে আন্দোলন করছে। রাজ্য প্রশাসন যথেষ্ট সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি মানুষের প্রাণহানি। তা–‌ও আমরা ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দরজা খোলা রেখেছি।”

The law will take its own course: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee spoke to the media today at Uttarkanya, the secretariat for North Bengal in Siliguri.

She reiterated that peace has returned to the Hills, and said, “Let the Hills people be happy”.

About bringing the situation in Darjeeling under control, Mamata Banerjee said, “The law will take its own course”.

Heeding a long-standing demand of transporters and tourists, the Chief Minister said, the State Government has decided to allow cars registered in Darjeeling to be driven to the other districts in North Bengal, which was not the case till now

She said, for the sake of the stranded tourists, “we are continuing with the free bus services from Darjeeling for another 24 hours”.

Since tourism is the main industry in the Hills, it should never be affected by any untoward incidents, she said. “Trade, commerce and tourism need to be strengthened”

She reassured everyone that “I am continuing to monitor the situation from here”.

She said, “Bandh has been declared illegal by the court. Only those who can’t do anything else take recourse to bandhs; it is simply harassment of the people. Hope they realise their mistakes”. Later, on the same topic, she said, “We are not in favour of bandhs; during CPI(M) rule, 78 lakh man-days were lost”. Further, “We will declare the bandh called on June 13 by the tea workers illegal”.

About dealing with the situation through negotiations, Mamata Banerjee said, “There have been enough compromises; enough is enough. Compromise can happen for the sake of living a peaceful life, for the sake of negotiations. But compromise can’t happen when threatened with bombs and lathis”.

“We will bring complete peace and normalcy. In politics, you have to take the people along with you, not deceive them”. “There may be a few bad apples, but most are good”.

About the GTA elections, she said, “GTA elections can be held any time now; the new Board has to take oath before August 2. What work has been done during the last five years, the people will give their opinion on them”.

She reiterated, “I love the Hills, so I will come here again and again, whatever anyone says”; the reason also being that she has to “think about the whole State”. “I come to the Hills every month to know the situation first-hand, which never happened before”.

She said, “The CPI(M), Congress and BJP are doing negative politics”.

About the tea gardens, she criticised the BJP, saying, “Before the elections, the BJP had said the Centre would take over seven tea gardens, but even after one year, nothing has been done”.

On the other hand, she said, “Our Government has provided a lot of benefits to the tea gardens. We have helped the tea workers by giving them three months’ wages, rice at Rs 2 per kg and mobile ambulances. What we have done for the tea gardens, none had done before us”.

She warned that “if the tea industry closes down due to politics of hate, the CPI(M), Congress and BJP have to take responsibility. The State Government wants to negotiate while keeping the tea gardens working open”.

“I am in favour of trade unions in general, not for any particular union”.

About the army’s presence in Darjeeling, she said, “How long the Army stays, the administration will decide”

She also announced the dates of a few administrative review meetings – “for Bardhaman on June 30 and for Medinipur, on July 2 or 3”

 

 

আইন আইনের মতো চলবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আমরা বারবার বলছি, পাহাড়ে শান্তি ফিরে এসছে, পাহাড় শান্ত থাকুক, ভালো থাকুক। যারা দোষ করেছে, তারা শাস্তি পাবে। আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের কর্তব্য পালন করবে।

আটকে পড়া পর্যটকদের ব্যাপারে তিনি বলেন, যেহেতু অনেক রাস আছে, আগামী ২৪ ঘন্টা আরও ফ্রি বাস সার্ভিস থাকবে।

দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ ওখানের এসপি চেঞ্জ হয়েছে, অখিলেশ চতুর্বেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রওনা হয়েছেন। এ ছাড়া হাইয়ার অফিসিয়াল জাভেদ শামিম, অজয় নন্দা ও সিদ্ধিনাথ গুপ্তা ওখানেই দায়িত্বে আছেন। বরুন রায়কে অ্যাডিশানাল চার্জ দিয়ে জিটিএ’র দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখছি। সেনা কতদিন মোতায়েন থাকবে, তা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উন্নয়নের স্বার্থে ও পাহাড়বাসি ও পর্যটক, পর্যটন শিল্পে যুক্ত মানুষদের সুবিধার্থে তিনি বলেন, বাম আমলের জারি করা বিধি নিষেধ ছিল, ওখানকার ট্রান্সপোর্টার ও পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ মেনে ওখানকার গাড়ি সব জায়গায় যাওয়ার আনুমাতি দেওয়া হলো।

পাহাড়বাসির উদ্দেশ্যে তিনি বলেন, ট্যুরিসম একটি বড় শিল্প, পাহাড়ে ট্যুরিসম মূল শিল্প। ট্রেড, কমার্স, ট্যুরিসম এই জায়গাটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। কয়েকজন খারাপ হতে পারে, কিন্তু, ভালো মানুষের ওপর ভরসা রাখতে হবে।

বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে বলেন, নিজে কিছু করতে পারছি না বলে, বার বার বনধ ডেকে মানুষের ক্ষতি করব, এটা ঠিক নয়। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। কম্প্রোমাইসের ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কম্প্রোমাইস হয় শান্তির স্বার্থে, নেগসিয়েসানের স্বার্থে, ভালো থাকার স্বার্থে। কিন্তু, কম্প্রোমাইস সবসময় হয় না, কম্প্রোমাইস কখনও বোমা দিয়ে লাঠি দিয়ে হয় না। সম্পূর্ণ শান্তি রক্ষা করেই আমরা সবাই চলব। রাজনীতিতে মানুষকে ভুল বুঝিয়ে নয়, মানুষকে সাথে নিয়ে চলতে হয়। ওরা ব্লক নিয়ে চিন্তা করে, আমি পুরো বাংলা নিয়ে চিন্তা করি। আমি পাহাড়ে রোজ যাব, পাহাড়কে আমি খুব ভালবাসি, পাহাড়ে আমরা সিএমও-ও করছি। পাহাড়ও আমার প্রিয়, জঙ্গলও প্রিয়, পুরো বাংলাই আমার প্রিয়। পাহাড়ে আমি প্রতি মাসে আসি, তাতে অনেকের রাগ, আগে কেউ যেত না, লুটেপুটে খেত।

জিটিএ নির্বাচন নিয়ে তিনি বলেন, ৫বছরে কি কাজ করেছে, এটা জনতা ঠিক করবে। ২রা অগস্ট-এর মধ্যে নতুন বোর্ডকে শপথ নিতে হবে, তার আগে নির্বাচন হয়ে যাবে। পাহাড় হাস্তে রহে, পাহাড় মে শান্তি রহে।

অন্যান্য রাজনৈতিক দল যারা পরোক্ষ ভাবে পাহাড়কে অশান্ত করতে চাইছে, তাদের ব্যাপারে বলেন, সিপিএম কংগ্রেস বিজেপি নোংরা রাজনীতি করছে। ইলেকশনের আগে বিজেপি বলেছিল সাতটা চা বাগান অধিগ্রহণ করবে, এক বছর হয়ে গেছে, একটাও করেনি। নোংরা রাজনীতিতে চা শিল্প বন্ধ হলে তার দায়িত্ব সিপিএম, কংগ্রেস, বিজেপিকে নিতে হবে। যদি চা বাগান বন্ধ হয়ে যায়, চা বাগান শ্রমিকরা ছেড়ে কথা বলবে না।

চা শিল্পের ব্যাপারে বলেন, আমরা চা শিল্পে সাহায্য করছি, তারা তিন মাসে টাকা পায়, দু’টাকা কিলো চাল পায়, মোবাইল আম্বুলেন্স দিয়ি। এই সরকার অনেক সুবিধে বাড়িয়েছে। আমরা চা বাগানের জন্য যা করেছি, কেউ এর আগে করেনি।

আগামী ১৩ তারিখের বন্ধের ব্যাপারে বলেন, সরকার বন্ধের পক্ষে নয়, খোলা রেখে আলোচনা করতে পারে। সিপিএম আমলে ৭৮ লক্ষ ম্যানডেজ নষ্ট হয়েছে। আমরা ১৩তারিখের বনধকে সাপোর্ট করব না ও বেআইনি ঘোষণা করব। হাই কোর্টও বনধকে বেআইনি ঘোষণা করেছেন।

তবে ট্রেড ইউনিয়নগুলিকে আশ্বস্ত করে বলেন, আমি ট্রেড ইউনিওনের পক্ষে কিন্তু কাউর একার ট্রেডের পক্ষে না। আমি ক্ষমতায় আছি বলেই নিজেকে সুপারপাওয়ার ভাবা উচিত না।

বৈঠকের শেষে তিনি ঘোষণা করেন, বর্ধমানে প্রশাসনিক বৈঠক হবে ৩০সে জুন, মেদিনীপুরে হবে ২রা বা ৩রা জুলাই।

 

What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words: Bengal CM

Chief Minister Mamata Banerjee today interacted with the media in Darjeeling, in the aftermath of the senselessly violent protests in Darjeeling yesterday.

Mamata Banerjee told the press that the bandh has not had much effect in the Government offices. Attendance in the SDO and BDO offices in Kalimpong, Kurseong, Darjeeling and Mirik were 98-99 per cent.

She said, “Some shops are closed because of fears of damages being caused by miscreants”; however, “the situation is under control and it’s peaceful now” and wished “the people of the Hills remain happy and peaceful”.

Many tourists are still enjoying here the sights of Darjeeling

She loathed the incidents that happened yesterday: “What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words. One can only stage such protests during the prime tourist season if one is bereft of good ideas”. Yesterday, for one-and-a-half to two hours, there was senseless destruction; the protesters had illegally accumulated arms and stones.

This year more than a lakh tourists have come to Darjeeling – both from other States and other countries. The Chief Minister said, “The protesters don’t realise that if anything happens to a foreign tourist, it is India that would get a bad name”.

For this reason, people are very angry with such protests, she said.

Tourism is the mainstay here. “Without tourism, there would be no income for the people, and without vehicles (many of which were burnt down), no trade or tourism”.

“Those who are doing this cannot do anything themselves, so create trouble whenever elections come every five years”. She said that the real reason for the protests was “the loss suffered by GJM in the recent municipal polls”, and that “Bengali being made a compulsory subject in schools was a complete non-issue”.

Mamata Banerjee said that all arrangement have been made to help stranded tourists. The State Government has set up a helpline for tourists as well as for others. It has arranged, at its own cost, special AC buses and Tata Sumos for transporting tourists back. The Government has also requested the Railways to provide additional trains and additional coaches. Airlines have also been requested to provide additional flights since many tourists are stranded in Bagdogra Airport.

The protesters didn’t even spare women, the Chief Minister said. Sixty to 70 police personnel were beaten up; tourists and media personnel were harassed too.

However, Mamata Banerjee said, “the Hills are peaceful now”. “We have shown a lot of restraint since we want peace to reign in the Hills”.

She further said, “We don’t want to encourage any separatist movements; those who do, do not love the State. For us, the whole State is like a family”.

The people of Bengal attach a lot of sentiment is the Hills; the people of the Hills too work all over the State. So everyone should live together happily.

“Hence, I appeal to everyone to maintain peace”

She made another important point, “Let politics have its own place, let people not link personal issues with politics”

Mamata Banerjee warned that “both the Left Front Government and the Centre had compromised, but there is a laxman rekha to compromising too”. “We will take suitable measures to bring the law and order situation under control; the law will take its own course”.

She also stressed that Trinamool supporters were not involved in any untoward activity.

About the CPI(M)’s criticism of the Government’s actions, she said, “The CPI(M) should look at themselves first before criticising us – how they neglected the Hills during their rule”

“The Government’s job is to protect the common people of the Hills, and not to encourage protesters. The police and the Army are now in control of the situation”.

She also thanked the media for portraying the reality.

 

 

কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি তথ্যও তুলে ধরে জানান, এই বনধ-এ সরকারি দপ্তরে কোনও সাড়া মেলেনি। কালিম্পঙ এসডিও-বিডিও অফিসে উপস্থিতির হার ছিল ৯৮%, কার্শিয়ং এসডিও অফিসে উপস্থিতি ৯৯%, দার্জিলিঙে ৯৯%, মিরিকে ১০০%।

তিনি বলেন, এখানের বেশির ভাগ দোকান যাদের তাঁরা লিঙ্গুইস্টিক মাইনোরিটি, তারা মূলত ইট, ঢিল ছোঁড়া বা আগুন লাগিয়ে দেওয়ার ভয়ে দোকান বন্ধ রেখেছে। পাহাড়বাসী ও পর্যটক কেউ অশান্তি চায় না, মানুষ ভয় পেয়ে দোকান বন্ধ রাখে।

এক পর্যটকের পরিবার, যারা রাজস্থান থেকে এসেছেন তাদের এক শিশুর পা ভেঙ্গেছে খাট থেকে পড়ে, তারা ওই শিশুকে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন। তাদের দেখামাত্র গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেন মুখ্যমন্ত্রী।

গতকালের দার্জিলিঙের অশান্তি সম্পর্কে তিনি বলেন, মহিলা পুলিশকর্মীদের জামা পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। আমরা জানি কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই। তা সত্ত্বেও দার্জিলিং ভালো আছে, দার্জিলিং ভালো থাক, বাংলা ভালো থাক, দেশ ভালো থাক।

জনগণকে বিশেষ করে আটকে পড়া পর্যটকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা হেল্পলাইন খুলেছি, আমরা এসি বাস ও টাটা সুমো করে মানুষদের পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ বিনামুল্যে, রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অতিরিক্ত বগি ও ট্রেন দেওয়ার জন্য। বাগডোগরায় প্রচুর মানুষ আটকে আছেন, তাই কিছু প্লেন কোম্পানিকে অনুরোধ করেছি অতিরিক্ত প্লেন দিতে। পুরোপুরি শান্তিপূর্ণ ভাবে পুরো অবস্থা নিয়ন্ত্রণে আছে, অনেক পর্যটক এখনও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও রাজ্য থেকে লক্ষাধিক পর্যটক এবার দার্জিলিং এসেছে, এইরকম পরিস্থিতি তৈরি করে যারা মানুষকে বিপদে ফেলছে তারা নিজেকেই দেউলিয়া করা ছাড়া কিছু করছে না। মুখ্যমন্ত্রী বলেন, সাধারন মানুষ ও পাহাড়ের মানুষ খুব রেগে আছেন। পর্যটকরা লক্ষ্মী, লক্ষ্মী না থাকলে আয় হবে কোথা থেকে? ট্রেড না থাকলে ট্রেড অ্যান্ড কমার্স চলবে কোথা থেকে? পর্যটক না থাকলে ট্রেড, কমার্স, ট্রান্সপোর্ট চলবে কি করে?

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুলে বাংলা ভাষাটা কোনও ইস্যুই নয়, পাঁচ বছরে যারা কিচ্ছু করতে পারে নি, তাই ভোটের আগে মনে পড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিই। কাল ঘণ্টা দেড় দুই যাচ্ছেতাই করেছে হঠাত করে, আগের থেকে বন্দুক বোমা, পাথর জমায়েত করে রেখেছিল। পুলিশের প্রায় ৬০-৭০ জন গুরুতর আহত, মেয়েদের পিটিয়েছে, পুলিশকে মেরেছে, সাংবাদিকদেরও তেড়ে যাওয়া হয়েছে। আমরা কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেও চাই না, প্রশ্রয় দিতেও চাই না। ৯ লক্ষ পাহাড়বাসী ও পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, কোনও চোর, গুণ্ডাকে নয়। এই নির্বাচনে মানুষের রায় দেখে ভয় পেয়ে গেছে, ৫ বছর কিছু করে নি। রাজনীতি রাজনীতির কারনে হোক, কোনও হঠকারী রাজনীতি নয়। আগের সরকার ও দিল্লীর সরকার কম্প্রমাইস করে এদের এত বাড়িয়েছে, লক্ষণ রেখা অতিক্রম করলে আইন আইনের পথে চলবে। আইনের যা যা সিদ্ধান্ত নেওয়ার শান্তির স্বার্থে মানুষের স্বার্থে যা যা করার সরকার করবে। যারা সাপোর্ট করছে তাদের বোঝা উচিত বিদেশী পর্যটকদের গায়ে একটু টাচ লাগলেও বাংলা নয় ইন্ডিয়া হিসেবে গ্রাহ্য হবে। যে সকল রাজনৈতিক দল পরোক্ষ ভাবে উস্কানি দিচ্ছে, তাদের তিনি বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূলের কেউ ছিল না। ঘোলা জলে মাছ ধরতে না নেমে নিজেদের দিকে তাকান একটু, ৩৪ বছর কিছু উন্নয়ন করেনি পাহাড়ে শুধু কম্প্রমাইস করা ছাড়া।

পুলিশ, সেনা ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাল এত কিছুর পরেও পুলিশ অনেক সহনশীলতা দেখিয়েছে, পুলিশ ও আর্মিকে ধন্যবাদ পরিস্থিতি ২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার জন্য। মিডিয়াকে থ্যাংকস জানাই নিজের চোখে দেখে সব করেছে বলে।

সবশেষে তিনি বলেন, আমি চাই পাহাড় শান্তিপূর্ণ থাকুক, ভালো থাকুক। সারা পৃথিবীটাই সবার জন্য এক বাংলার মানুষ পাহাড়কে খুব ভালবাসে; পাহাড়ের মানুষও রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করেন। সবটাই সবার দেশ, সবাই ভালো থাকুক। সমস্ত জায়গা শান্ত আছে, সবাই ভালো আছে ও সবাইকে শান্তি রক্ষা করার জন্য আবেদন করছি।

Tourism Hub to come up in Tiger Hill

Bengal Chief Minister Mamata Banerjee today marked the setting up of a Tourism Hub at Tiger Hill in Darjeeling. The Hub will be a boost to people of the area with more and more tourists being attracted to the place, famous for observing sunrise. Once this Hub is complete, people of the Hills living in the surrounding areas will be financially benefited, directly or indirectly.

The Bengal Government under Mamata Banerjee has provided primary focus on the tourism industry. New infrastructure has been created and as a result, the state has gain an increase in revenue through the increasing number 0f footfalls by the tourists, national and international.

The Bengal Chief Minister is on a visit to the Hills. On Monday, she held a meeting in Mirik and today she will be holding the State Cabinet meeting in the Hills for the first time.

 

পর্যটন হাব হবে টাইগার হিলে

বুধবার টাইগার হিল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চালু হয়া প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখার পাশাপাশি নিজের হাতে চারাগাছও রোপণ করেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি ঘোষণা করেন পর্যটন হাব হবে টাইগার হিলে । এই হাবটি তৈরী হলে শুধু যে উত্তরবঙ্গ বা রাজ্যের পর্যটন শিল্পে রাজ্যের আয় বাড়বে তাই নয়, পাশাপাশি আর্থিক সচ্ছলতা পাবে মিরিকবাসি ও পাহাড়ের অন্যান্য মানুষ জন যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই পর্যটন শিল্পে জড়িত।

২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই সমগ্র পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে পর্যটন শিল্পে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের মাধ্যমে এসেছে প্রচুর রাজস্ব ও পাশাপাশি দেশী ও বিদেশী পর্যটকের সংখ্যাও এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সদ্যসমাপ্ত মিরিকে পৌর নির্বাচনে বোর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস।

ঠিক তার পরেই মুখ্যমন্ত্রী মিরিকে যান পাহাড়বাসীকে অভিনন্দন জানাতে। গত সোমবার তিনি মিরিকে জনসভা করেন ও মিরিকের উন্নয়নের জন্যও বহু কর্মসূচীর কথা ঘোষণা করেন। পাশাপাশি মিরিকবাসীকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে  জোর দেন পর্যটন শিল্পে।

 

 

We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি

 

 

 

Bengal Transport Dept to introduce 270 buses; Darjeeling, Dooars in main focus

To ensure better connectivity between different points in tourist spots, the Bengal  Transport department has decided to introduce a set of new buses in Darjeeling, Dooars and Murshidabad.

Suvendu Adhjikari, the state Transport minister, said in the Assembly: “Decision has been taken to buy a total number of 270 buses. Out of these buses, eight will be plying in Darjeeling and four each in Dooars and Murshidabad.”

The 270 buses will be operated by the West Bengal Transport Corporation (WBTC), South Bengal State Transport Corporation (SBSTC) and North Bengal State Transport Corporation (NBSTC). The 270 buses include air-conditioned mini-buses, air-conditioned deluxe buses, 10 CNG buses and four electric buses. Mainly mini-buses that can easily ply on the hilly terrain will be bought for Darjeeling.

Thousands of people visit the places round the year and with several steps taken by the state government in the past six years, these locations have become immensely popular among people from different states and even abroad. The footfall has increased in all the these places and at the same time, Chief Minister Mamata Banerjee has taken different measures to ensure an overall development of the Hills.

Thus, beside tourists, common people of the area will also be immensely benefitted with the decision to introduce the additional fleet of buses. It may be mentioned that most of the buses will be having all modern arrangements to avoid any untoward incident in the bus. There will be panic button using which a passenger can alert policemen or concerned authorities if he or she falls in any untoward situation while travelling or if there is any emergency situation in the bus. There will also be CCTV cameras inside the buses. Notably, the buses will be GPS-enabled. Thus tracking of the realtime location of the buses will be an added advantage.

 

পর্যটন কেন্দ্রগুলির জন্য চালু হবে আরও ২৭০ টি নতুন বাস

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, ডুয়ার্স ও মুর্শিদাবাদের জন্য বেশ কিছু নতুন বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

বুধবার বিধানসভায় পরিবহণ মন্ত্রী জানান, সব মিলিয়ে ২৭০ টি নতুন বাস চালু হবে। এর মধ্যে ৮ টি বাস চলবে দার্জিলিং-এ, ৪টি ডুয়ার্স ও ৪টি মুর্শিদাবাদে চালানো হবে।

২৭০ টি বাসের মধ্যে বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত মিনি বাস, শীততাপ নিয়ন্ত্রিত ডিলাক্স বাস ও ১০ টি CNG বাস এবং ৪ টি ইলেকট্রিক বাস রয়েছে। পাহাড়ি এলাকায় মিনি বাস সহজেই চলাচল করতে পারে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পাহাড়ের অনেক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন এর ফলে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শুরু থেকেই পাহাড়ের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। এই নতুন সিদ্ধান্তের ফলে পর্যটকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অনেক উপকৃত হবেন।

উল্লেখ্য, দুর্ঘটনা এড়ানোর জন্য বাসগুলির আধুনিকিকরণও করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য একটা করে প্যানিক বাটন থাকবে। সিসিটিভি ক্যামেরাও থাকবে বাসগুলিতে। বাসগুলিতে জিপিএস ও বসানো হবে।

 

 

 

I come to the Hills every month. This is my home: Mamata Banerjee

Bengal CM Mamata Banerjee began her visit to north Bengal today with a programme in Mirik.

She addressed an administrative review meeting at  Mirik today. She laid foundation stones and inaugurates a bouquet of developmental projects from today’s programme.

Trinamool Congress became the first mainstream political party to win an election in the Hills in almost three decades when it won the Municipal Board election in Mirik last month.

Recently, Kalimpong was declared the 21st district of the State and then Mirik was declared a sub-division.

Excerpts of her speech: 

  • Many many thanks and congratulations to the people of Mirik
  • Shanta Chhetri is becoming an MP of Rajya Sabha. My congratulations to her also
  • My best wishes and congratulations to all the development boards in the Hills
  • Common people want progress
  • I always fulfill the promises I make
  • Everyone in Mirik will get land pattas within a month
  • I am allocating Rs 12 crore for road project in Mirik
  • On 12 June, we will lay foundation stones for 18000 km roads across Bengal
  • We are allocating Rs 10 crore for drainage project in Mirik
  • We have inaugurated fire brigade in Mirik
  • We are allocating Rs 10 crore for the renovation of Mirik Lake
  • We have started a drinking water project in Mirik
  • We will lay stress on eco-tourism in Mirik. If tourism flourishes, economy will improve
  • We are allocating Rs 10 crore to beautify Mirik with lights
  • It is our Govt which gave recognition to Nepali language. Public service exam can also be taken in Nepali now
  • Those who want to study Nepali can do it. If you want to study English, do it. But let Bengali be one option
  • It is important to know Nepali is a Nepali area. In a Bengali area one must know Bengali
  • We have started 3 language formula. You can study any language as first language. But have Bengali as an option
  • I come to the Hills every month. This is my home
  • I want to make Darjeeling an international tourist attraction
  • We will conduct a Cabinet Meeting in the Hills
  • We started an institute of Presidency University in the Hills
  • Few days ago I met with the Nagaland CM. He was speaking to me in Hindi. I responded in Nagamese. He was very happy
  • We want to work for the people of the Hills but the powers are with GTA
  • Some leaders here think of themselves as Gods. They are ‘shaitan’ not God
  • Some people tried to intimidate me today. When confronted, they ran away
  • I cannot be intimidated even at gun point. Kanchenjunga cannot be hidden with black flags
  • Some people want to create divisions between communities. Do they know how many languages are there in the Hills?
  • Jo humse takrayega, chur chur ho jayega
  • They only seek votes in the name of Gorkhaland. From landslide to earthquake, I am always by your side
  • GTA elections are coming. They do not have any issue. So they are trying to drive a wedge between Nepali and Bengali
  • We never said Bengali will be compulsory in the Hills. This is a BIG LIE. We never lie in politics
  • They want to live in darkness. What do they want to do in darkness?
  • We will do special audit of the funds given to GTA. No one will be spared
  • They want hotels to close down, tourism to suffer. People will suffer losses, they will make commission
  • We do not believe in communal, divisive politics. We want people of Hills to smile
  • We do not believe in political vendetta. Law will take its own course

 

 

আমি প্রতি মাসে পাহাড়ে আসি, এটা আমার বাড়ি:  মুখ্যমন্ত্রী

আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর পাহার সফর। প্রায় তিন দশক পর পাহাড়ে কোনও পুরসভায় জয় পেয়েছে সমতলের কোন দল।

ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী হিসাবে যতবার পাহাড়ে গিয়েছেন, ততবারই পাহাড়বাসীর জন্য নিয়ে গিয়েছেন উন্নয়নের গুচ্ছডালি। এবারও তার ব্যতিক্রম হল না। তাঁর আহ্বানে সাড়া  দিয়েই এবার ‘সিলেকশন’ নয়, ‘ইলেকশনে’ অংশ নিয়ে গণতন্ত্রের প্রতি ভরসা দেখিয়েছে পাহাড়।

পাহাড়বাসীকে তাঁর প্রতি আস্থা রাখার জন্য এবং পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আগামী আজ মিরিকে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • মিরিক বাসীকে আমার অভিনন্দন
  • শান্তা ছেত্রী রাজ্যসভার সাংসদ হচ্ছেন, তাকেও আমার অভিনন্দন
  • সব উন্নয়ন পর্ষদগুলিকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন
  • সাধারণ মানুষ উন্নয়ন চায়
  • আমি কথা দিয়ে কথা রাখি
  • এক মাসের মধ্যে মিরিকের সকলে জমির পাট্টা পাবেন
  • মিরিকের রাস্তার জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হল
  • আগামী ১২ জুন আমরা ১৮০০০ কিমি রাস্তার শিলান্যাস করব
  • মিরিকের ড্রেনেজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • মিরিকে একটি দমকল কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে
  • মিরিক লেকের সংস্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • মিরিকের জন্য একটি পানীয় জল সরবরাহ প্রকল্প শুরু হয়েছে
  • মিরিকের ইকো ট্যুরিজমের ওপর গুরুত্ব দেওয়া হবে। পর্যটন উন্নত হলে অর্থনৈতিক ব্যবস্থাও উন্নত হবে
  • মিরিককে আলো দিয়ে সাজানোর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল
  • নেপালি ভাষাকে আমাদের সরকার স্বীকৃতি দিয়েছে। এখন পাবলিক সার্ভিস পরীক্ষাও নেপালি ভাষায় নেওয়া হয়
  • যারা নেপালি ভাষায় পড়াশোনা করতে চায় তারা তাই পড়বে। কেউ ইংলিশে পড়তে চাইলে পড়বে; সাথে বাংলাও পড়বে
  • নেপালে থাকলে যেমন নেপালি ভাষা জানা প্রয়োজন, তেমনই বাংলায় থাকলে বাংলা ভাষাও জানা দরকার
  • আমরা ত্রিভাষা নীতি চালু করেছি। যে কেউ তাঁর পছন্দমতো ভাষায় পড়তে পারেন কিন্তু সাথে বাংলাও পড়বে
  • আমি প্রতি মাসে পাহাড়ে আসি, এটা আমার বাড়ি
  • আমি চাই দার্জিলিং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হোক
  • পাহাড়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু করেছি
  • পাহাড়ে আমরা মন্ত্রীসভার বৈঠক করব
  • কয়েকদিন আগে আমি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি হিন্দিতে কথা বললেন আমি নাগামিসে উত্তর দিয়েছি, উনি খুব খুশি
  • আমরা পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু ক্ষমতা GTA র হাতে
  • এখানকার কিছু নেতারা নিজেদের ভগবান মনে করেন। ওরা ভগবান নয় ‘শয়তান’
  • আজ কেউ কেউ আমায় ভয় দেখাতে চেয়েছিল। আমি সামনাসামনি কথা বলতেই পালিয়ে গেল
  • আমায় বন্দুক দেখিয়েও ভয় দেখানো যাবে না। কাঞ্চনজঙ্ঘা কালো পতাকায় ঢাকা যাবেনা
  • কিছু মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ওরা কি জানে পাহাড়ে কত রকমের ভাষা আছে?
  • সামনেই GTA নির্বাচন আসছে। ওরা তাই নেপালি ও বাঙালিদের মধ্যে বিভেদ তৈরীর চেষ্টা করছে
  • আমরা কখনো বলিনি পাহাড়ে বাংলা বাধ্যতামূলক করা হবে। এটা পুরো মিথ্যে কথা। আমরা মিথ্যে কথার রাজনীতি করি না
  • আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। আইন আইনের পথে চলবে
  • ওরা বলছে লোডশেডিং করে দিতে। সবাইকে অন্ধকারে রাখবে। কেন?
  • ওরা গোর্খাল্যান্ডের নামে ভোট চায়। যে কোনো বিপর্যয়ের সময় আমি আপনাদের পাশে থেকেছি
  • ওরা চায় হোটেল বন্ধ হয়ে যাক, পর্যটকরা ফিরে যাক, সাধারণ মানুষের ক্ষতি হোক আর ওরা কমিশন পাবে
  • আমরা সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই পাহাড়ের মানুষ হাসুক
  • সরকার থেকে GTA যা টাকা পেয়েছে আমরা তার স্পেশাল অডিট করব। কাউকে রেয়াত করা হবে না

 

 

 

Verdict of Bengal: Trinamool all the way

Trinamool Congress swept the municipal polls held in seven municipalities, winning in Mirik , Domkal, Pujali and Raiganj. People of Bengal have yet again reposed their faith on the development initiatives of Mamata Banerjee.

For the first time in decades, a party which is not based in the Hills has won majority in a municipality of the Hills. Trinamool won Mirik municipality and won several seats in Kurseong, Darjeeling and Kalimpong.

Trinamool retained their hold on Pujali municipality and wrested Raiganj municipality from Congress. Domkal, which is a new municipality, also came this way.

The people of Bengal have yet again rejected the opposition forces and ploys to play divisive politics.

 

After the results were declared Mamata Banerjee tweeted:

Congratulations to Ma Mati Manush for again & again putting their trust in us. We are honored, privileged & humbled.

Congratulations to my brothers/sisters in hill areas of Darjeeling Kurseong Kalimpong Mirik for participating in the democratic process.

Special thanks to Mirik for reposing faith in us. We will work sincerely for you.After so many decades we begin a new era in the hills.

The hills are smiling.

 

সাত পুরসভার ভোটেও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত

সাতটি পুরসভার ভোটের ফলাফল বেরোতেই পাহাড় থেকে সমতল সব জায়গাতেই তৃণমূলের জয়জয়কার। সাতটির মধ্যে ৪টি পুরসভায় বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল। সমতলে পূজালি, রায়গঞ্জ ও ডোমকলে জয়ী দল।

পাহাড়ে এই প্রথম খাতা খুলল তৃণমূল। মিরিক পুরসভার দখল নিল দল। কার্শিয়ং, দার্জিলিং ও কালিম্পঙেও খাতা খুলেছে তৃণমূল।

বাংলার মা, মাটি, মানুষ আবারও বিরোধীদের কুৎসার রাজনীতিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই বেছে নিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী টুইট করে মা-মাটি-মানুষকে অভিনন্দন জানান।

আমাদের ওপর আস্থা রাখার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকের ভাই বোনেদেরও আমার শুভেচ্ছা। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য মিরিককে বিশেষ ধন্যবাদ। আমরা আপনাদের জন্য কাজ করব। কয়েক দশক পর পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। পাহাড় হাসছে।

 

We want peace and development in the Hills: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has instructed Information Technology, agriculture, horticulture and floriculture sectors to generate employment and economically uplift the people of Darjeeling and Kalimpong. The Tea Park in New Jalpaiguri will also become operational soon, she said.

An administrative review meeting of Kalimpong and Darjeeling districts was held at the Pintail Village on Wednesday. Addressing media persons after the meet, the Chief Minister stated: “Along with the circuit-wise review of tourism projects in great detail, we also feel that IT sector, agriculture, floriculture, horticulture and food processing have great prospects in employment generation and economic upsurge in the Hills.

I have asked the Agriculture, Animal Resource Development and Industries department to look into this. I have also instructed the Secretary of the Information Technology department to prepare IT projects for the Hills.”

The Chief Minister stated that tourism projects including the ones at Gajaldoba and Tiger Hill were discussed in detail in the presence of Tourism Minister Gautam Deb and the Chief Secretary.

“We have discussed different projects in connection to roads, drinking water and electricity,” stated the CM. As many as five road-over bridges will come up in Jalpaiguri and four in Siliguri. New electricity sub-stations will be constructed at Sonada, Bagdogra, Kawakhali and Purbo Karaibari.  “We are also improving road connectivity with bordering countries — Bhutan and Nepal. We have already spent Rs 750 crore on a four-lane highway,” she further stated.

 

আমরা পাহাড়ে শান্তি ও উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার দার্জিলিং জেলার পিন্টাইল ভিলেজে দার্জিলিং ও কালিম্পঙ জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রযুক্তি, কৃষি, উদ্যান পালন ও ফুল চাষে জোর দেন যাতে মানুষের কর্মসংস্থান হয়। নিউ জলপাইগুড়িতে টি-পার্কেও কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি জানান।

বৈঠকের শেষে সাংবাদিকের তিনি বলেন, “পর্যটনের ওপরেও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যটন সার্কিট গড়ার ভাবনা রয়েছে রাজ্যের। এ ছাড়াও, তথ্য প্রযুক্তি, কৃষি, ফুল চাষ, উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরন এই সকল ক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে।”

গাজোলডোবা ও টাইগার হিলের পর্যটন প্রকল্পগুলি নিয়েও আলোচনা হয় বৈঠকে।

“আমরা সড়ক যোগাযোগ, পানীয় জল ও বিদ্যুতের প্রকল্পগুলি নিয়েও আলোচনা করেছি” মুখ্যমন্ত্রী বলেন। সোনাদা, বাগডোগরা, কাওাখালি ও পূর্ব করাইবাড়িতে গড়া হবে ইলেকট্রিক সাব-স্টেশন। প্রতিবেশী দেশগুলির সাথেও সড়ক যোগাযোগে জোর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

Bengal CM declares Mirik as sub-division

The Chief Minister declared Mirik a sub-division of Darjeeling district at an official programme today.  Mirik was earlier a block under the Darjeeling district.

Mirik is an important tourist destination and several lakh tourists visit the hill town every year for its beautiful lake.

During her speech, the Chief Minister said that earlier people had to commute for hours to Kurseong or Darjeeling for administrative work. Hailing the day as ‘historic’ she said she wants development for the Hills and employment for the youth.

She also commented that while the State Government has provided all help to GTA, they have even failed to renovate the Mirik Lake. The CM said that her thrust is on tourism and Bengal is incomplete without the Hills. “We do not believe in speeches. We believe in actions.,” Mamata Banerjee added.

 

মিরিককে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ মিরিককে দার্জিলিং জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মিরিক দার্জিলিং জেলার একটি ব্লক ছিল।

মিরিক একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর বহু পর্যটক এখানে বেড়াতে আসেন।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, আগে মানুষকে যেকোন সরকারী কাজের জন্য কার্শিয়াং, দার্জিলিঙে যেতে হত, এখন সেই সমস্যা মিটবে। আজকের দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা পাহাড়ের উন্নয়ন চাই, আমরা চাই পাহাড়ের যুবসম্প্রদায়ের কর্মসংস্থান হোক”।

তিনি আরও বলেন উন্নয়নের জন্য জিটিএ কে সব রকম সাহায্য করা সত্ত্বেও ওরা এখনও মিরিক লেক সংস্কার করেনি। রাজ্য সরকার পর্যটনে জোর দিচ্ছে, মহোম-ট্যুরিজম, ইকো- ট্যুরিজমেও জোর দেওয়া হয়েছে। লামাহাটায় পর্যটনের বিকাশ হয়েছে। টাইগার হিলে নতুন প্রকল্প শুরু হয়েছে। তাঁর কথায়, “ভাষণ নয়, কাজ করে দেখাতে হবে”।