You give us peace, we will give you prosperity: Mamata Banerjee at Hill Business Summit

Chief Minister Mamata Banerjee today inaugurated a two-day industrial meet in Darjeeling. In her speech, she highlighted the potential of the region in the eco-friendly sectors of IT, tourism, horticulture, agro industries, medicinal plants, food processing and education.

There will be sessions from 11 AM to 3 PM tomorrow. The Chief Minister will be present during the sessions on the second day also. Finance Minister Dr Amit Mitra is also present at the meet.

This is for the first time that such a meeting is taking place in the Hills.

Highlights of the Chief Minister’s speech:

It is our proud privilege that we are organising this kind of summit in the Hills for the first time

Darjeeling Hills have a huge potential. Tea, trade, tourism, transport are its mainstay. Horticulture, food processing, skill development and software industry sectors can also be explored.

This kind of initiative (business summit) will go a long way in job creation.

Arrangements were made for this summit within a month. We thank GTA for all the cooperation.

Bengal is going ahead. Bengal means business.

We are No. 1 in India in ease of doing business, e-reforms, e-governance, skill development, agriculture and other sectors.

You give us peace, we will give you prosperity.

Darjeeling lost more than Rs 1000 crore in the strike last year. People of Darjeeling were the biggest sufferers.

Let us make a new beginning. Let us prepare a plan of action. Government will provide all support and cooperation.

The young generation has immense potential. The youth of Darjeeling are very skilled, and can be used in any industry.

Two IT Parks are coming up in Kalimpong and Darjeeling.

We are coming up with proper plan regarding harnessing the horticulture sector – orchids, herbs, even cinchona medicine plant.

An education hub is coming at Kurseong. A new medical college will be set up.

A lot can be done for the development of Darjeeling. We are developing some cottages at Tiger Hill. There are plans for the development of Sandakphu, Kurseong, Mirik and Kalimpong also.

We want to set up industry and folk centre at Mirik. Steel hub, horticulture hub, health hub – a lot can be done in the Hills.

We must ensure Darjeeling is green and clean.

We must shun violence. Political leaders might gain from violence, not the common people.

There is enough scope in tourism sector. In Bengal, we have hill, forest and even sea.

Earlier, Darjeeling was neglected and not taken care of. Now, I come to the Hills every two or three months.

Our government will give you Rs 100 crore for promotional development and job-oriented industries.

Let us compete on the agenda of development.

We want the people of Darjeeling to prosper. I would request the Centre not to play divisive politics in the Hills for the sake of one Lok Sabha seat.

I thank my industry friends for taking interest and coming to the Hills. After the rains yesterday, Kanchenjunga is smiling today.

 

শান্তি থাকলেই সমৃদ্ধি, পাহাড়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

আজ দার্জিলিঙে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল এই সম্মেলন চলবে সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম পাহাড়ে এরকম একটি সম্মেলন হচ্ছে।

তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে – তথ্যপ্রযুক্তি, পর্যটন, উদ্যানপালন, কৃষি শিল্প, ঔষধি গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ও শিক্ষা – পাহাড়ের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

এই প্রথমবার পাহাড়ে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দার্জিলিংবাসীকে অভিনন্দন জানাই।

দার্জিলিংএ বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। চা, বাণিজ্য, পর্যটন, পরিবহণ এগুলোতে তো সুযোগ আছেই। এছাড়া, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, দক্ষতা উন্নয়ন, সফটওয়্যার এগুলোতেও সম্ভাবনা আছে।

এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এরকম উদ্যোগ খুব প্রয়োজন।

জিটিএ এই সম্মেলন করার আবেদন করেছিল, আমরা তার এক মাসের মধ্যে এই সম্মেলন করেছি। জিটিএ কে ধন্যবাদ সবরকম সহযোগিতা করার জন্য।

বাংলা নিজেকে প্রমাণ করেছে, বাংলা এগিয়ে চলেছে। বাংলা মানেই বাণিজ্য।

শিল্প করার সুবিধা, দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কৃষিতে, ই-টেন্ডার, ই-রিফর্ম, ই-গভর্নেন্স – সবেতেই আমরা দেশে শীর্ষে।

পাহাড়ে শান্তি থাকলেই সমৃদ্ধি আসবে।

গত বছর ৬ মাসের বন্ধে দার্জিলিঙের ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। জনগণের সব থেকে বেশী ভোগান্তি হয়।

আসুন নতুন করে শুরু করি, শান্তিতে শুরু করি। আমাদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে।

দার্জিলিঙের যুব সম্প্রদায়ের দক্ষতা আছে। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। বিভিন্ন শিল্পে তাদের কাজে লাগানো যেতে পারে।

আমরা দার্জিলিং ও কালিম্পঙে দুটি আইটিপার্ক তৈরী করছি।

আমরা কৃষি ও উদ্যানপালনের জন্য পরিকল্পনা করছি। অর্কিড, ফুল, সিঙ্কোনা মেডিসিন প্ল্যান্ট কীভাবে কাজে লাগানো যায়, দেখা হচ্ছে।

কার্শিয়ঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। নতুন মেডিক্যাল কলেজও তৈরী হচ্ছে।

দার্জিলিঙের অনেক জায়গার আরও উন্নয়ন করা যায়, টাইগার হিলেও কয়েকটা কটেজ তৈরীর পরিকল্পনা আছে। সান্দাকফু, কার্শিয়ং, মিরিক, কালিম্পঙের উন্নয়ন করা যায়।

আমরা মিরিকে শিল্প ও লোককেন্দ্র গড়তে চাইছি। স্টীল হাব, উদ্যানপালন হাব, হেলথ হাব, এখনও অনেক কিছু করা বাকি আছে।

দার্জিলিঙকে স্বচ্ছ এবং সবুজ রাখতে হবে।

এখানে যেন আর কোনও অশান্তি না হয়। এই অশান্তিতে কিছু রাজনৈতিক নেতার ফায়দা হয়, সাধারন মানুষের না।

পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে।

আগে দার্জিলিঙকে অনেক উপেক্ষা ও অবহেলা করা হত। এখন তো আমি দু-তিন মাসে একবার পাহাড়ে আসি।

দার্জিলিঙে কর্মসংস্থান-মুখী শিল্প গড়ে তোলার জন্য আমাদের সরকার ১০০ কোটি টাকা দেবে।

উন্নয়নের কাজে প্রতিযোগিতা করুন।

দিল্লীর কাছে একটাই অনুরোধ, দার্জিলিংকে সুস্থ থাকতে দিন, দার্জিলিংকে টুকরো করতে কাউকে সাহায্য করবেন না। রাজনীতির জন্য দার্জিলিংকে ভাগ হতে দেব না।

সকল শিল্পপতিকে ধন্যবাদ এখানে আসার জন্য, গতকাল শিলাবৃষ্টির পরও আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।

 

 

Four new universities in Bengal

The state government has decided to set up four more universities in South Dinajpur, Alipurduar, Darjeeling and Murshidabad.

Partha Chatterjee, the state Education minister, spoke in the Assembly about the plan to set up the universities in the state. It may be mentioned that students of the area will be immensely benefitted from setting up of the university in Darjeeling and the three other places, as they would no longer need to travel long distances to continue with their higher studies.

The Mamata Banerjee government has already ensured a major expansion in the sector of higher education. After the change of guard in the state in 2011, eight new state-aided and nine private universities have come up in the state. At present, there are a total of 20 state-aided universities and nine private universities in Bengal. Moreover, in the 2017-18 fiscal, the planned budget for the state-aided universities was Rs 162.5 crore.

Besides setting up of four more universities in the state, the state government has also taken initiatives to increase the number of colleges, mainly in the backward areas. There were only 35 government colleges in the state in 2011 and now in the past few years till 2017, the total number of colleges has gone up to 65. Similarly, the number of government-aided degree colleges has also gone up to 450 and it includes 18 teachers training colleges.
With the increase in number of institutions for higher education, a total of around 4 lakh seats have increased at the graduation and post-graduation levels. Moreover, the gross enrolment ratio has gone up to 18.5 percent in 2017, compared to that of 12.6 percent in 2011.

Apart from the increase in number of educational institutions, 303 higher education institutions in the state have obtained NAAC accreditation and 292 of them are either government or government-aided colleges and 11 are state-aided universities. Moreover, 25 undergraduate courses and 3 post-graduate courses in eight private engineering and technology colleges have also been accredited by the National Board of Accreditation.

The minister also stressed on the steps taken to ensure that outsiders are not allowed inside the campus of educational institutions.

 

রাজ্যে আরও ৪টি নতুন বিশ্ববিদ্যালয়

বাংলায় আরও চারটি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং ও মুর্শিদাবাদ জেলায় গড়া হবে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলি।
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় একথা জানান। এই জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে ওই জেলার মানুষরা প্রভূত উপকৃত হবেন। এখানকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে আর যেতে হবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ৮টি নতুন সরকারি অনুদানপ্রাপ্ত ও ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে ২০টি সরকারি অনুদানপ্রাপ্ত ও নটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। ২০১৭-১৮ অর্থবর্ষে সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬২.৫ কোটি টাকা পরিকল্পিত বাজেট ধার্য করা হয়েছে।

পাশাপাশি, আরও কলেজ নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সাল পর্যন্ত রাজ্যে ৩৫টি সরকারি কলেজ ছিল; ২০১৭ সালে এই সংখ্যাটি বেড়ে হয়েছে ৬৫। পাশাপাশি, সরকারি অনুদানপ্রাপ্ত ডিগ্রী কলেজের সংখ্যা হয়েছে ৪৫০; এর মধ্যে আছে ১৮টি টিচার ট্রেনিং কলেজ।

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বেড়েছে ৪ লক্ষ, গ্রস এনরোলমেন্ট রেসিও বেড়ে হয়েছে ১৮.৫ (যা ২০১১ তে ছিল ১২.৬ শতাংশ)। ৩০৩টি উচ্চশিক্ষা কেন্দ্র ন্যাকের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে ২৯২টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত ও ১১টি স্টেট-এডেড কলেজ। আটটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২৫টি স্নাতক পাঠ্যক্রম ও তিনটি স্নাতকোত্তর পাঠ্যক্রম ন্যাকের স্বীকৃতি পেয়েছে।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তার জন্য সিসিটিভি বসানোর পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও করা হচ্ছে।

 

Put an end to the politics of bandh: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee attended the prize distribution ceremony of the Himal-Tarai-Dooars Sports Festival today in Darjeeling. The festival was organised by the Youth Affairs and Sports Department.

A total of 805 clubs and 18,500 athletes (both men and women) participated in martial arts, archery, football and volleyball tournaments.

Sportspersons from the districts of Darjeeling, Alipurduar, Jalpaiguri and Kalimpong along with those from the areas under the jurisdiction of Siliguri Police Coimmissionerate participated in the festival.

 

Highlights of her speech:

  • My heartiest congratulations to all the participants. Successful participants will be inducted as civic volunteers.
  • Bengal Government does not interfere in the workings of the GTA. We respect people of all castes, creed, communities and religion.
  • GTA was created for the development of the region. Local leaders are running the GTA and Bengal Government is providing all the cooperation.
  • We have to maintain peace in the region. If tourists do not come to the Hills, how will the economy of the region prosper?
  • Put an end to the politics of bandh. You can always make your demands.
  • During the Left Front rule, the Chief Ministers hardly visited the Hills. But I visit Darjeeling every 2-3 months.
  • I do not come to only seek votes. I work for the people.
  • You must maintain peace in the region for a better future, for the youth, for students, for everyone.
  • Darjeeling is a popular tourist destination all over the world.
  • Unrest in Darjeeling benefits Sikkim. Sections with vested interests do not want people of Darjeeling to be happy.
  • Whenever we work for the development of the Hills, someone creates violence and the process is pushed back by 10 years.
  • No one can buy-out Darjeeling with money power. You have to win hearts.
  • I believe Darjeeling has a potential to become an industry hub, an IT hub. There is potential in horticulture also.
  • We want development of the Hills. We want welfare of the people. We do not want votes. We want peace. We want jobs for the youth.
  • We will set up a university in the Hills. We have already sanctioned ITI, polytechnic and other drinking water projects for the Hills.
  • We do not want divide-and-rule politics.
  • Thank you to all the people for restoring peace in the Hills. Tourists are coming back. This is a good sign.
  • Let Kanchenjunga keep smiling.

 

বনধের খেলা বন্ধ হওয়া উচিত, দার্জিলিঙে বললেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ৭ মাস পর পাহাড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি রোহিণীতে সুভাষ ঘিসিং মার্গের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তিনি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তথা দার্জিলিং জেলা পুলিশ আয়োজিত হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব ২০১৮-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

এই উৎসবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আওতাধীন এলাকা সহ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার মোট ৮০৫টি ক্লাব ও ১৮৫০০ জন যুবক-যুবতী মার্শাল আর্ট, তিরন্দাজি, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • উপস্থিত সকলকে আমার ধন্যবাদ। সফল খেলোয়াড়দের প্রতি বছর আমরা পুরস্কার বিতরণ করি। যারা সফল হয়েছেন তাদের সিভিক ভলেন্টিয়ারের পদে নেওয়া হবে।
  • বাংলার সরকার কখনও দার্জিলিঙের ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমরা সব ধর্ম, জাতি, শ্রেণী ও বর্ণের মানুষকে শ্রদ্ধা করি।
  • আপনার দার্জিলিং আপনাকেই সামলাতে হবে, সেইজন্যই সকলে মিলে জিটিএ তৈরি হয়েছে। বাংলার সরকার তাদের সব রকম সহযোগিতা করে।
  • আমাদের শান্তি রক্ষা করতে হবে। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। দার্জিলিঙে পর্যটকরা না এলে আপনাদের অর্থনীতি চলবে কি করে?
  • বনধের খেলা বন্ধ হওয়া উচিত। আপনাদের যা দাবি আপনারা নিশ্চয়ই তা চাইতে পারেন।
  • বাম আমলে মুখ্যমন্ত্রী পাহাড়ে আসতেন না। অথচ আমি ২-৩ মাস পর পরই পাহাড়ে আসি।
  • আমি ভোট পাওয়ার জন্য আসি না। আমি মানুষের জন্য কাজ করি।
  • আপনাদের ভবিষ্যতের জন্য শান্তিতে দার্জিলিং সামলানো উচিত। ছাত্র-যুব, মা, ভাই-বোনেদের জন্য আপনাদের শান্তি বজায় রাখা উচিত।
  • দার্জিলিং বাংলার অঙ্গ। দার্জিলিং পর্যটনের জন্য সারা বিশ্বে বিখ্যাত।
  • সিকিমে পর্যটক গেলে সিকিমের লাভ বেশি, দার্জিলিঙে সমস্যা হলেও সিকিমের লাভ হয়। কিন্তু ওরা টাকা দিয়ে দার্জিলিং এর শান্তি নষ্ট করতে চায়। সিকিমের তুলনায় দার্জিলিঙের সৌন্দর্য কম নয়।
  • যখনই আমরা পাহাড়ের জন্য উন্নয়ন করি তখনই ওরা এসে আমাদের লোকসান করে দিয়ে যায়। এর ফলে আমরা ১০ বছর পিছিয়ে পরি। আমরা এটা চাই না।
  • টাকা দিয়ে দার্জিলিং কে কেনা যাবে না। দার্জিলিং কে মন দিয়ে জয় করতে হবে।
  • আমি বিশ্বাস করি দার্জিলিং-এ ভালো শিল্প হাব, পর্যটন হাব, আইটি হাব হতে পারে। অর্কিড, ফুলের চাষ ভালোভাবে হতে পারে।
  • আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা পাহাড়ের মানুষের প্রগতি চাই। পাহাড়ের জন্য চাকরি চাই।
  • পাহাড়ে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আমরা ইতিমধ্যেই আই টি আই, পলিটেকনিক ও জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছি।
  • আমরা বিভেদের রাজনীতি চাই না।
  • দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পর্যটকরা এখানে ফিরে আসছেন। এটা খুব ভালো লক্ষণ। দার্জিলিঙে আরও অগ্রগতি হোক।
  • আমরা চাই কাঞ্চনজঙ্ঘার হাসি যেন অমলিন থাকে।

Didi in Hills, inaugurates road named after Subash Ghisingh

Bengal CM today visited the Darjeeling Hills after a gap of seven months. During her visit, she attended a function naming Rohini Road after Subash Ghisingh. The CM recounted that Mr Ghisingh had a huge role in the construction of Rohini Road.

The CM said, “I am happy to be back in the Hills after seven months. Earlier I used to visit the Hills every two-three months. Darjeeling is a beautiful place.”

“Peace is prevailing in the Hills now. We have to work together, irrespective of ideological, political, religious or caste differences, for development,” she added.

The Chief Minister assured of all cooperation for the welfare of the people of the Hills and said she wants Darjeeling to keep smiling.

 

 

পাহাড়ে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করলেন সুভাষ ঘিসিংয়ের নামাঙ্কিত রাস্তা

 

সাত মাস পর আজ আবার পাহাড়ে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুভাষ ঘিসিংয়ের নামাঙ্কিত রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। সুভাষ ঘিসিং দার্জিলিঙের জন্য অনেক দিন ধরে কাজ করেছেন, এই রোহিণীর রাস্তা তৈরীতে ওনার অনেক অবদান ছিল। ভালো কাজের জন্য সকলের একসঙ্গে কাজ করা উচিত। আমরা শান্তিপূর্ণ ভাবে কাজ করলে দার্জিলিং আরও উন্নতি করবে।”

তিনি আরও বলেন, “দার্জিলিং আমার রাজ্যের সুন্দর একটি এলাকা। আপনাদের যা চাই, আমরা সেটা দিতে চেষ্টা করব, একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে সবাই কাজ করলে। ঝগড়া করা, সব ভেঙে টুকরো করা, খুব সহজ কাজ কিন্তু সবাই একসঙ্গে কাজ করা, অনেক বড় ব্যাপার। জাত, ধর্ম, দল, মত, ভাষা নির্বিশেষে আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন, ভালো কাজ করার জন্য। সবাই মিলে একসঙ্গে উন্নয়নের কাজ করুন। আমি চাই দার্জিলিং হাসতে থাক।”

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Mega tourism push for north Bengal

As part of the Destination East tourism conference, being jointly organised by the Bengal Tourism Department and the CII North Bengal Zonal Council, all the 52 foreign delegates from 30 countries will be taken on familiarisation trips to Darjeeling, and the Terai and Dooars regions.

The visits will start from January 21, and are also being organised by the Tourism Department and CII (Confederation of Indian Industry). They are meant to get the delegates acquainted with these places and get a first-hand experience, so that they can promote them in their respective countries.

Destination East is being organised from January 18 to 25 at Biswa Bangla Convention Centre in Kolkata. One hundred and two delegates from the travel industry, including from India and 30 other countries, will be attending the summit.

First they will be taken to ‘Bhorer Alo’, the eco-tourism destination developed at Gajoldoba in Jalpaiguri district, in the Dooars region, by the Bengal Government. At Bhorer Alo, various activities for tourists like forest safaris, boating, cycling trails, orchid park walks, angling, elephant rides, scenic walkways, tethered hot air balloons are being developed, along with an eco-park, an amphitheatre, a 10-bed tourist health clinic, a mini fire station, a tourist police station, a helipad, resorts and a youth hostel.

After Gajoldoba, the foreign delegates will be divided into groups. Eleven will be visiting the Bengal Himalaya Circuit (Kalimpong and Darjeeling), 19 will be visiting the Hills and Forests Circuit (Darjeeling and the Dooars), eight will be visiting the Darjeeling Heritage Circuit, six will be visiting the Tea Heritage Circuit (Darjeeling and Glenburn Tea Estate) and eight will be visiting the Hills and Lakes Circuit (Darjeeling and Mirik).

Similar familiarisation trips are also being organised for south Bengal too, where the delegates will be taken along circuits like Sunderbans, Purulia, Beaches of Bengal and Kolkata Heritage.

 

এবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন

আগামী ২১ জানুয়ারি ৩০ দেশের ৫২ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছে। গন্তব্যস্থল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা মেগা ট্যুরিজম হাব। সেখান থেকে ৫২ জনের প্রতিনিধি দল ৫টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করতে যাবে। সেখানকার সম্ভাবনা দেখবেন। তার ওপরে ভিত্তি করেই উত্তরবঙ্গের পর্যটনে আসবে বিদেশি বিনিয়োগ।

যে ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেদারল্যান্ড, কলম্বিয়া ইত্যাদি। যে ৫টি সার্কিটে প্রতিনিধি দল ভাগ করা হয়েছে তা হল বেঙ্গল হিমালয়া, হিল অ্যান্ড ফরেস্ট, দার্জিলিং হেরিটেজ, দার্জিলিং টি এবং দার্জিলিং, মিরিক লেক।

বেঙ্গল হিমালয়ার মধ্যে রাখা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি। সেখানে ১১ জন প্রতিনিধি পাঠানো হবে। হিল অ্যান্ড ফরেস্টের মধ্যে দার্জিলিং এবং ডুয়ার্স। সেখানে প্রতিনিধি যাচ্ছেন ১৯ জন। দার্জিলিঙের হেরিটেজ বাড়ি, মন্দির, হোটেল–‌সহ নানা বিষয় পরিদর্শন করবেন ৮ জন প্রতিনিধি। চা পর্যটনের সম্ভাবনা দেখবেন ৬ জন প্রতিনিধি। মিরিক লেক পরিদর্শনে থাকবেন ৮ প্রতিনিধি।

আরো বেশি বিদেশি পর্যটক এখানে আসতে আকৃষ্ট হবে কারণ, ওই প্রতিনিধি দলে বিনিয়োগকারীদের সঙ্গে থাকছেন বিভিন্ন দেশের ট্যুর অপারেটর এবং ভ্রমণ–‌লেখক।

এর ফলে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে উত্তরবঙ্গের পর্যটন।‘ডেস্টিনেশন ইস্ট ২০১৮’–র মাধ্যমে এভাবেই তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গাজলডোবাকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যার রূপকার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটনকে নতুন করে প্রাণ দেবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। বিশ্বের মানচিত্রে উত্তরবঙ্গ আরও বেশি করে পরিচিতি পাবে।
Source: Millennium Post

Trinamool Congress turns 20 – Looking back at the journey

It is now 20 years since All India Trinamool Congress was formed. From a small regional party in 1998, when it was formed under the leadership of the firebrand leader, Mamata Banerjee, Trinamool Congress is now a force to reckon with in national politics.

Over these 20 years, there have been numerous memorable moments, and it would not be a feasible idea to list all of them here. However, let us take a look at 20 crucial events along the timeline of 20 years, events which have proved to all and sundry that Trinamool Congress always strives to serve the common people, come hell or high weather.
1. Formation of the party

Trinamool Congress was founded on January 1, 1998, and Mamata Banerjee was chosen as the leader of the party. In that year too, the party fought the general elections for the first time and significantly, won eight seats in the Lok Sabha from Bengal.

2. Railways Minister

After the 1999 general election, Mamata Banerjee became the Union Railways Minister, which she remained till 2001.

3. Winning the Kolkata Municipal Corporation (KMC)

In 2000, Trinamool Congress fought in the election for the Kolkata Municipal Corporation for the first time, and won overwhelmingly. For the first time, the Kolkata Mayor was a Trinamool candidate.

4. First Assembly elections

In 2001, Trinamool Congress fought the State Assembly election for the first time, and won in 60 seats.

5. Keshpur and Garbeta massacres

On January 4, 2001, Trinamool workers were massacred in Chhoto Angariya by the workers of CPI(M).

6. Jago Bangla

In 2004, the official mouthpiece of All India Trinamool Congress, Jago Bangla was first published. It is a weekly publication.

7. Singur Movement

In 2006, the then State Government forcibly acquired 1,000 acres of prime farmland from farmers in Singur for a car factory. Trinamool Congress, led by Mamata Banerjee, started a huge movement to compel the government to return the plots to the unwilling farmers.

8. 26-day hunger strike

Trinamool Congress Chairperson Mamata Banerjee undertook a hunger strike, which lasted for 26 days, against the forcible acquisition of 1,000 acres of farmland in Singur for a car factory by Tata Motors.

9. Nandigram Movement

In a re-run of Singur, in 2007 in Nandigram, the then State Government, tried to forcibly acquire agricultural land. A movement built up, again led by Trinamool Congress. On March 14 of that year, police fired indiscriminately on protesters, killing 14 people.

10. Panchayat election win

In the 2008 Panchayat election, Trinamool Congress put up a great show, forming the Zilla Parishad in East Midnapore and South 24 Parganas districts.

11. Lok Sabha win

In the 2009 general elections, Trinamool Congress won 19 of the 42 Lok Sabha seats from Bengal.

12. Second KMC win

In 2010, Trinamool Congress won the Kolkata Municipal Corporation for a second time, winning handsomely.

13. Assembly election win

In 2011, Trinamool Congress won a historic Assembly election, bringing to an end 34 years of Left Front rule. It formed the first Ma-Mati-Manush Government in Bengal under the leadership of Mamata Banerjee.

14. Decimation of Left in Panchayat polls

In 2013, Trinamool Congress won 13 out of 17 Zila Parishads in the State, decimating the Left Front completely.

15. Winning majority of the seats in Lok Sabha from Bengal

Achieving another milestone, in 2014, Trinamool Congress won 34 of the 42 seats in the Lok Sabha election, which is currently the fourth highest in the Lok Sabha.

16. 33% female MPs in Lok Sabha

In the 2014 election for the Lok Sabha, Trinamool Congress hit another milestone – 12 women became Members of Parliament (MP).

17. Victory in Municipal polls

In 2015, Trinamool Congress retained the Kolkata Municipal Corporation, as well as winning 77 other civic body elections. Trinamool Congress has thus proved its name – ‘trinamool’ means ‘grassroots’ – as it now has holds power in the majority of elected bodies in Bengal at all levels, and has brought about a golden reign of governance.

18. Second Assembly win

In 2016, Trinamool Congress won the Assembly election for a second consecutive time, this time more overwhelmingly than ever. The party, under the strident leadership of Mamata Banerjee, won 211 of the 294 seats, decimating the opposition with the power of the people. Mamata Banerjee became the Chief Minister for a second consecutive term.

19. Singur land returned

After the historic judgment by Supreme Court on August 31, 2006, the land acquisition at Singur was termed unconstitutional. Fulfilling her promise, Mamata Banerjee returned the land deeds to farmers in Singur in September.

20. National party

In recognition of the growing influence that Trinamool Congress is having in national politics, in 2016, the Election Commission recognised the party as a national party. Trinamool Congress thus became the seventh national party.

 

২০ বছরের স্মৃতি রোমন্থন

দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০ বছর পেরিয়ে গেল। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরী করে নিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, বিগত সাড়ে ছয় বছর ধরে বাংলার শাসনভারে গ্রহণ করে মা,মাটি, মানুষের সেবায় নিমজ্জিত তৃণমূল। বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, প্রায় নিজের জন্মলগ্ন থেকেই।

২০ বছরে এই দলের ইতিহাসে আছে অগণিত স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক সেরকমই ২০টি অবিস্মরণীয় মুহূর্ত।

১. দল গঠন

১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নির্বাচিত হন। প্রথম বার লোকসভা ভোটে অংশ নিয়ে ৮টি আসনে জয়লাভ করে এই দল।

২. রেল মন্ত্রীত্ব

১৯৯৯ সালের পুনরায় লোকসভা নির্বাচন হয়। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেল মন্ত্রী হন, তিনি ২০০১ সাল পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন।

৩. কলকাতা পুরসভা জয়

২০০০ সালে কলকাতা পুরসভা ভোটে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এই প্রথম কলকাতার মহানাগরিক হন এক তৃণমূল সদস্য।

৪. প্রথম বিধানসভা ভোট

২০০১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে অংশগ্রহণ করে ও ৬০টি আসনে বিজয়ী ঘোষিত হয়।

৫. কেশপুর ও গড়বেতার নারকীয় হত্যাকান্ড

২০০১ সালের ৪ঠা জানুয়ারী মেদিনীপুর জেলার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের কুপিয়ে খুন করে হার্মাদরা।

৬. জাগো বাংলা

২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ প্রথম প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

৭. সিঙ্গুর আন্দোলন

২০০৬ সালে টাটা কোম্পানির গাড়ির কারখানা তৈরীর জন্য সিঙ্গুরের ১০০০ একর জমি বলপূর্বক অধিগ্রহণ করে নেয় তৎকালীন সরকার। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. ২৬ দিনের অনশন

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের স্বার্থে এবং গ্রামবাসীদের ওপর সিপিএম হার্মাদবাহিনীর নারকীয় অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী ধর্মতলায় অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন। ২৬ দিন পর, মাননীয় রাজ্যপাল ও বিদ্বজ্জনদের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তিনি।

৯. নন্দীগ্রাম আন্দোলন

সিঙ্গুরের মতো নন্দীগ্রামেও বেসরকারি কেমিক্যাল হাব তৈরী করার জন্য অনিচ্ছুক কৃষকদের থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। ১৪ই মার্চ ২০০৭ সালে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে (সরকারি হিসেবে) ১৪ জন গ্রামবাসীর প্রাণ কেড়ে নেয়।

১০. পঞ্চায়েত জয়

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে সারা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল।

১১. লোকসভায় জয়

২০০৯ সালে বামবিদায়ের ঘন্টা বাজিয়ে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে বিজয়ী হয়।

১২. পুরসভা জয়

২০১০ সালে বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় কলকাতা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস।

১৩. বিধানসভা জয়

৩৪ বছরের অপশাসন ঘুচিয়ে, বাম সরকারকে পর্যুদস্ত করে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শাসনভার গ্রহণ করে।

১৪. জেলা পরিষদ জয়

২০১৩ সালে বামেদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস।

১৫. লোকসভা নির্বাচনে বিপুল জয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দেশের চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে আসে তৃণমূল।

১৬. ৩৩ শতাংশ মহিলা সাংসদ

২০১৪ সালের তৃণমূলের নির্বাচিত লোকসভার সাংসদদের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সাংসদ। সংসদে মহিলা সংরক্ষণ বিল বহু বছর ধরে আটকে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

১৭. পুরসভা জয়

২০১৫ সালে কলকাতা পুরসভা সহ রাজ্যের ৭৮টি পুরসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১৮. দ্বিতীয়বার বিধানসভা জয়

২০১৬ সালে ২৯৪ আসনের মধ্যে ২১১ আসন জিতে দ্বিতীয় বারের জন্য বাংলার শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

১৯. সিঙ্গুরে জমি ফেরত

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ আগস্ট, ২০১৬ তে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর মমতা ববন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেন। সিঙ্গুর ফিরে আসে শস্যের ভাণ্ডারে।

২০. সর্বভারতীয় দলের স্বীকৃতি

২০১৬ সালে দেশের সপ্তম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস।

 

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Master plans to control floods in north Bengal

The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.

While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”

One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.

The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.

Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.

The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.

 

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”

উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।

অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।

ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।

New Hill Area Development Committee constituted

The Home and Hill Affairs Department through a notification has constituted a “Hill Area Development Committee” for Darjeeling and Kalimpong districts.

The notification states that this supplementary development body will supervise progress work in specific sectors in Darjeeling and Kalimpong respectively. The committee will be headed by Mann Ghising as the Chairperson.

“The committee shall work in such areas/subjects as the state government may assign to them from time to time” stated the notification with immediate effect.
In the past, the government of Bengal had constituted 15 community-based cultural and development boards.

পাহাড়ের উন্নয়নের জন্য গঠিত হল ‘হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি’

পাহাড়ের উন্নয়নে গঠিত হল আরও একটি সংস্থা। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংস্থার নাম ‘হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি’। দার্জিলিং ও কালিম্পঙ পার্বত্য এলাকায় কাজ করবে এই কমিটি।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে সহায়ক উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে এই কমিটি। মন ঘিসিং এই কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, পাহাড়ের বিভিন্ন জনজাতির উন্নয়নের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ১৫টি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে।