Mamata Banerjee hits out at BJP for brandishing swords at Ram Navami rally

Bengal Chief Minister on Thursday Mamata Banerjee hit out at the BJP for brandishing swords during Ram Navami procession.

At a public rally in Purulia, the CM said: “It is not the culture of the Hindus to carry swords in religious processions and some BJP leaders and workers were found carrying swords and other weapons in the Ram Navami procession on Wednesday. The law will take its course as carrying weapons in Hindu religious processions is illegal. What will happen if people belonging to other religions want to carry weapons in processions,”

She added, “As BJP is in power at the Centre, its followers in the state feel that they can do whatever they like. But this will not be tolerated and law will take its own course as no one is above law,” Mamata Banerjee said the way BJP had carried out Ram Navami procession it appeared as if they had some sort of monopoly over Lord Rama. “For generations, Rama Navami has been observed in Ramrajatala in Howrah and I observed Basanta Puja before I left my home in Kolkata,” the Chief Minister said.

Didi said, “The weapons look good in the hands of Goddess Durga as she used them to kill evil. But, they do not look good and proper in the hands of those who are using religion to divide people.” She added: “Lord Rama had used flowers to worship and his so called followers are using weapons to scare people.”

The CM said people in Bengal believed in the philosophy of love and cooperation. “If I meet with an accident and two men run to the blood bank to donate blood for me then will the doctor ask them which religion they belong to,” she asked. She said the people would foil any effort to divide Bengal on the basis of religion. She asked people not to get provoked by those who “use religion for political benefit.”

 

অস্ত্রের হুঙ্কার বাংলার সংস্কৃতি নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। বুধবার বাংলার বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে যে সব মিছিল করা হয়েছে সে সম্পর্কে মমতা বলেন, ‘‌এবার থেকে রাজনৈতিক নেতারা অস্ত্র নিয়ে মিছিল করলে, আইন আইনের মতো ব্যবস্থা নেবে। তরোয়াল দেখিয়ে মিছিল করা চলবে না। রাম রাবণ বধ করেছিলেন তরোয়াল দিয়ে নয়। রাম পুজো করেছিলেন ফুল দিয়ে।’‌

মমতা বলেন, ‘‌এরা ধমকাতে এবং চমকাতে মিছিল করেছেন। আমাদের ভদ্রতার সুযোগ নিয়েছেন। কাল যদি অন্য ধর্মের মানুষ তরোয়াল নিয়ে মিছিল করেন তখন কী হবে?‌ দুজনের মধ্যে তো তখন মারামারি লেগে যাবে। ঘরে ঘরে আগুন লাগবে। শিখদের সঙ্গে কৃপাণ, সেটা আমরা বহুকাল ধরে দেখে এসেছি। তঁাদের কখনও এভাবে রাস্তায় দেখিনি। ওটা তো ওঁদের ধর্মের একটা প্রতীক। মা দুর্গার হাতে যে অস্ত্র শোভা পায়, আজ যে নেতারা রাস্তায় সন্ত্রাস করতে নেমেছেন, তাঁদের হাতে অস্ত্র শোভা পায় না।’‌

মমতা আক্রমণ করেন সিপিএম, বিজেপি ও কংগ্রেস–‌কে। তিনি বলেন, ‘‌এরা কিন্তু একে অপরের কোলে বসে দুলছে। সিপিএম, বিজেপি বাংলা থেকে শেষ হয়ে যাবে। ভবিষ্যতে বিজেপিও ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। গেরুয়া ফেট্টি পরে দলের সংগঠন বাড়ানো যায় না। বাংলার সংস্কৃতিকে আগে চিনতে হবে। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না।’‌ মমতা বলেন, আমার বাড়িতেও রামনবমীর দিন পুজো হয়েছে। কোথাও আমি আমার বাড়ির পুজোর কথা তো বলিনি। লোকের বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছে। রামনবমীর দিন বিজেপি কোনও পুজো করল না। গেরুয়া ফেট্টি লাগিয়ে স্লোগান দিল, চিৎকার করল। মিছিল করে বলল, আমরা কারা— দাঙ্গা করি। আমরা কারা—ভেদাভেদ করি।’‌

মমতা রামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘‌এরা যখন বাংলার সংস্কৃতি শিখিয়েছেন, তখন বিজেপি কোথায় ছিল?‌ তখন তো ওদের দলটাই ছিল না। আমরা কেউ কখনই বলি না যে, আমরাই একমাত্র পুজো করি। এটা আমাদের ধর্ম নয়। আমি হিন্দু ধর্ম নিয়ে গর্ববোধ করি। শুধু তাই নয়, শিখ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্ম নিয়ে আমি গর্ববোধ করি। আমি যেমন দুর্গাপুজোর উদ্বোধনে যাই, ঠিক তেমনি বড়দিনে গির্জায় যাই, ইদে যাই। এটাই তো বাংলার সংস্কৃতি। রামকৃষ্ণ, বিবেকানন্দ শিখিয়েছেন সকলকে ভালবাসতে হয়। সব ধর্মকে সম্মান করতে।’‌

মমতা এদিন বলেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। রাম যেমন অশুভ শক্তি রাবণকে পরাজিত করেছিলেন, আসুন আমরা সকলে মিলে এই রাবণদের (‌গেরুয়াধারীদের)‌ ধ্বংস করার কাজে নামি। আপনারা ঐক্যবদ্ধ হন। ভয় পাবেন না। আদিবাসী ভাই ও বোনেরা কোনও গুজবে কান দেবেন না। আমার ওপর ভরসা রাখুন।

Don’t fan communalism in Bengal: Mamata Banerjee warns BJP

Coming down heavily on the BJP, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday slammed the party for “appropriating festivals” and accused it of insulting the ‘Om’ symbol by using it in political rallies.

“Do not hold Ram Navami programme claiming the festival to be your exclusive thing. Do not try to incite unrest. For thousands of years, various religious organisations have been carrying on Ram Navami rallies,” she said at a public rally in Bankura.

“A party is planting flags and placing ‘Om’ symbols. You can sit at home and chant ‘Om’. How can they (BJP) use religious symbols in political rally? In UP, they (BJP) talk of ‘Sabka Saath, Sabka Vikas’ and in Bengal they play divisive politics.. they want to divide the Hindus-Muslims… the Sikhs-Christians, she added.

“One day if the Banerjees say that they have no relation with Chatterjees… if the tribals will say we will not live with Hindus… so on and so forth…. what will happen? Everything will shatter to pieces. The country will not remain united,” she said, adding Basanti Puja was always celebrated in Bengal.

 

ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মের নাম ভেদাভেদের রাজনীতিকে উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় একটি জনসভায় তিনি বলেন:

• ভারতে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে। কেউ রামের পুজো করে, আবার কেউ রহিমের।
• আগেও বাংলায় বাসন্তী পূজো ছিল। নবমীর দিন রামনবমী পালন করা হতো। একে নিজেদের (বিজেপি) প্রোগ্রাম বলে চালাবেন না। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই।
• কোনও কাজ নেই, বিজেপি শুধু ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। পার্টির মিটিং-এ ধর্মের কথা বলছে। এখন বিজেপি উৎসব-ধর্মীয় অনুষ্ঠান নিয়েও রাজনীতি করছে।
• পার্টির পতাকায় ‘ওঁ’ লিখে দিচ্ছে। ধর্মগুরুরা ‘ওঁ’ লেখে। পলিটিক্যাল পার্টির পতাকায় ‘ওঁ’ লিখছে। কী ভাবে ধর্মীয় প্রতীক রাজনৈতিক মিছিলে ব্যবহার করছে? তাহ লে প্রতীক পরিবর্তন করে নিন।
• উত্তরপ্রদেশে বলছে ‘সবকা সাথ সবকা বিকাশ’। বলছে মুসলমানদের ভোট পেয়েছে। আর এখানে এসে হিন্দু-মুসলমান ভাগ করছে।
• সিপিএম-এর মন্ত্রে চলছে বিজেপি। এরা দিনে সিপিএম, রাতে বিজেপি। দিনে বিজেপি, রাতে সিপিএম। আসলে সিপিএম-এর কোলে বিজেপি দোলে।
• আমরা যেমন ঈদ পালন করি, তেমনই ক্রিসমাসও পালন করি। আমার বাড়িতে গত ৪০ বছর ধরে কালী পুজো হয়ে আসছে।

Always cross-check information you see on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today strongly condemned the politics of riots and communal violence at a public meeting in Kharagpur. She said that Bengal will never tolerate politics of hate.

“I believe in equality of all religions. Just like I participate in Durga Puja, I participate in Eid and Christmas also. I was born in a Hindu family. I do not need lectures in Hinduism from people who use religion for politics,” she said.

She also said that she will pray to Maa Durga to teach a lesson to the Ravans who are harassing people. She said a mother never discriminates between her children.

Referring to rumours of a ban on Mangal Aaroti at Dakkhineshwar temple, the CM said: “One Union Minister posted on FB that we have banned Mangal Aaroti at Dakkhineshwar. How can an Union Minister spread misleading information? What country are we living in? I pray to Maa Bhabotarini to give them (BJP) some good sense. We never indulge in politics over Maa Kali.”

She asked people to always cross-check the information you see on social media. “Do not believe in rumours,” the CM advised.

 

 

সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পড়লে সর্বদা তা যাচাই করে নেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

প্রতিহিংসার রাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আজ আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের একটি জনসভায় তিনি বলেন বাংলা কোন রকম হিংসার রাজনীতি বরদাস্ত করবে না।  

“আমি বিশ্বাস করি সব ধর্ম এক। আমি যেমন দুর্গা পুজোয় যাই, তেমনই ঈদ ও ক্রিসমাসেও অংশগ্রহণ করি। আমি হিন্দু পরিবারে জন্মেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে আমি হিন্দু ধর্মের পাঠ চাইনা”, বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন, যে সব রাবণ মানুষকে হয়রান করছে তাদের যেন তিনি শিক্ষা দেন।

দক্ষিণেশ্বরে মা কালীর আরতি বন্ধ হওয়ার গুজব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলে, “একজন কেন্দ্রীয় মন্ত্রী গুজব রটিয়েছেন আমরা নাকি দক্ষিণেশ্বরে মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছি।  একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এরকম গুজব রটাতে পারেন? আমরা এ কোন দেশে বাস করছি? মা ভবতারিণী ওদের সুমতি দিন। মা কালী কে নিয়ে আমরা রাজনীতি করি না”।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পড়লে আগে যাচাই করে নেবেন। গুজবে কান দেবেন না”।

 

Sudip Bandyopadhyay suggests including Belur-Dakkhineshwar in religious tourism circuit

Hon’ble Minister has placed names of 13 pilgrimage sites identified for development and beautification under your scheme. Why have you not inducted under this scheme Dakkhineshwar and Belur Math? Belur is Swami Vivekananda’s dream; Ramakrishna Paramhansa Dev’s name is associated with Dakkhineshwar.

Even our Prime Minister Hon’ble  Modi Ji before election went to take blessings from Belur Math. After election he went to visit the present President Swami Atmasthananda Ji Maharaj who is very ill and is admitted at Golpark Ramakrishna Mission Hospital.

My question is that whether the list you have declared can induct Belur Math and Ramakrishna Mission? There is Nimtala Ghat on the river Ganges side where Kabiguru Rabindranath Tagore was cremated; Ramakrishna Paramhansa Dev and Swami Vivekananda were cremated at Ratan Babu Ghat. These are all on the same area. I think that these spots can be very positive spiritual places for the tourists.

I am surprised to see that in 2013-2014 & 2014-15 you have not allotted a single rupee for the state of West Bengal. It is no more a communist state. Religious and spiritual places are there in Bengal. Why can’t the government consider further allocation for the two states in a bigger way?

Thank you.