Bengal Govt encouraging aromatic rice cultivation

The Trinamool Congress Government has, over the last few years, done a lot for increasing the cultivation of aromatic rice varieties, which have a high demand inside the State and in other parts of the country, as well as outside the country. Exports have seen a steady rise.

Another effort taken by the Government is the decision to distributed seeds of aromatic rice for free. They are being distributed by North Bengal Krishi Viswavidyalaya.

As of now three varieties have distributed – tulaipanji, kataribhog and kalonunia.

Seeds of tulaipanji are being distributed in Hemtabad, Raiganj, Kaliaganj and Itahar in Uttar Dinajpur district, in Balurghat and Kushmandi in Dakshin Dinajpur, and in Malda district. Kataribhog is being distributed in the district of Malda and in Kumarganj, Tapan, Hili and Balurghat in Dakshin Dinajpur, while kalonunia is being distributed in Jalpaiguri, Cooch Behar and Alipurduar districts.

Source: Millennium Post

Bengal Govt to encourage farmers to cultivate Chandramukhi potato for superior chips

The Chandramukhi variety of potato is well-known as being suitable for making superior variety of chips.

Hence, the Bengal Government’s Agriculture Department has taken up a project to encourage farmers, through the giving of subsidies, to cultivate the Chandramukhi variety of potato. At present, the variety is cultivated over 10 hectares in the state.

To achieve a higher production of the Chandramukhi variety, the department is also considering setting up soil testing centres in every subdivision. Currently, there are 18 soil testing laboratories in the state, of which 12 belong to the State Government.

The government would also set up workshops to educate farmers on this aspect, including training them on the aspects of cultivation.

 

চিপস তৈরীতে চন্দ্রমুখী আলু

চিপস তৈরীতে চাই চন্দ্রমুখী। সেই আলুর চাষ বাড়াতে তাই কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। গোটা রাজ্যে চন্দ্রমুখী আলুর উৎপাদন হয় ১০ হেক্টর মতো জমিতে। এই পরিস্থিতিতে চিপসের উৎপাদন বাড়াতে অনেক প্রস্তাব আসছে। জ্যোতি আলু চাহিদামতো সেই জোগান দিতে পারছে না, পাল্লা দিতে চাষিরাও চন্দ্রমুখীর ওপর ভরসা করছে।

এতে আখেরে লাভ চাষিদেরই, পাশাপাশি চিপস তৈরী করে খাদ্য উৎপাদনে জোগান বাড়িতে সরকারও রাজস্ব বাড়াতে আগ্রহী। তাই, প্রয়োজনে চাষিদের ভর্তুকি দিয়ে চন্দ্রমুখী আলু চাষে সহযোগিতার কথা জানিয়েছে রাজ্য সরকার।

মাটি ও চন্দ্রমুখী আলুর বীজ পরীক্ষাকেন্দ্র তৈরী করা হবে রাজ্য, জানিয়েছেন মন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে ১৮টি মাটি পরীক্ষাকেন্দ্র আছে, যার মধ্যে ১২টি সরকারি। মন্ত্রীর কথায়, প্রতি মহকুমায় একটি করে মাটি পরীক্ষাকেন্দ্র তৈরী করে চন্দ্রমুখী আলুর বাড়ন্ত চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা হয়েছে। কর্মশালায় চাষিদের এনে উৎসাহ ও প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনে দেওয়া হবে ভর্তুকিও।

Source: Sangbad Pratidin

Bengal Govt experimenting with fuel-saving rice varieties

The Bengal Government is giving a lot of stress on the cultivation of rice varieties that are quicker to cook, even some which can be cooked in cold water.

An example of the latter is ‘komal’, a variety of paddy that is being experimentally cultivated at Fulia in Nadia district and at Mohanpur in Paschim Medinipur district. Preparations are one to cultivate this variety in Siuri and Rampurhat blocks in Birbhum district too.

The huge advantage with komal is that soaking the grains for just half-an-hour in water at normal temperature will give you rice ready to eat. It saves completely on fuel.

This variety is derived from Assam. There are four types of komal rice, of which the ‘aghani nora’ and ‘maguri’ have been found suitable for Bengal. according to a senior Agriculture Department official in Fulia, the paddy has to be cultivated during the rainy season, and the paddy is boiled and then the rice extracted.

 

ঠাণ্ডা জলে চাল দিলেই হবে ভাত, এরাজ্যে বাড়ছে কোমল ধান চাষ

আর ভাত রান্নার জন্য গ্যাস বা কয়লার আঁচ বা কেরোসিনের প্রয়োজন নেই। এবার থেকে ঠাণ্ডা জলে আধ ঘণ্টা চাল ভিজিয়ে রাখলেই হবে ভাত। কোমল নামে এক প্রকার ধান থেকে এইরকমই চাল তৈরী হয়। এই রাজ্যেও এই ধানের চাষ বাড়ছে। পরীক্ষামূলক ভাবে, নদীয়ার ফুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে এই ধান চাষ হয়েছে। বীরভূমের সিউড়ি ও রামপুরহাট ব্লকেও এই চাষের প্রস্তুতি শুরু হয়েছে।

কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ধান মূলত অসমের কিছু অংশে চাষ হয়। এই ধান আবার তিন চার প্রজাতির হয়। তাঁর মধ্যে এ রাজ্যে অঘনী বোড়া এবং মাগুরি নামে দুটি প্রজাতির চাষ হচ্ছে। ফুলিয়ার কৃষি আধিকারিক বলেন, বর্ষাকালে এই ধান চাষ করতে হয়, ধান সিদ্ধ করে চাল তৈরী করতে হয়। এই চালের ভাত টক দই, গুড় মাখিয়ে খেলেই বেশী স্বাদ পাওয়া যাবে।

Source: Bartaman

Full-fledged cultivation of Singur land by February end

Cultivation of crops on the entire 997 acre of land in Singur will start in full swing by the end of February.

The state government had returned the plots in cultivable condition to farmers in Singur following the Supreme Court’s verdict. The Apex Court had directed the state government to return the land within 12 weeks. The Mamata Banerjee government had completed the task much ahead of the deadline.

Mamata Banerjee government took elaborate schemes to ensure cultivation of crops on the acre of the land that had almost turned barren with construction of sheds and other facilities of the automobile factory. A total of 56 submersible pumps were installed and irrigation facility has also been restored. There was already full-fledged cultivation of mustard, potato and pulses on 500 acre of land and the growth of the crops in record time has removed doubts from the mind of the farmers who were brainwashed by some people with vested interest that cultivation would be next to impossible on the “barren land”. Sowing of paddy seeds has also started on the land.

Now, by the end of February, the remaining work to help farmers for a better cultivation would get completed.

 

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে হল উচ্চপর্যায়ের বৈঠক

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হল রবিবার। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান কৃষি উপদেষ্টা, পিডব্লুডি–র প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য কৃষি দপ্তরের সহকারী আধিকারিক, জেলাশাসক, পুলিস সুপার, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না প্রমুখ। কাজের অগ্রগতি ছাড়াও কোথায় খামতি রয়েছে, কীভাবে তা কাটিয়ে ওঠা যায় তা নিয়েই হয় এদিনের বৈঠক।

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, ‘‌রবিশস্য চাষ শুরু হয়েছে। ৫০০ একরের বেশি জমিতে চাষ হচ্ছে। চাষের জমি আরও বাড়ানোর কাজ চলছে। আগামী সপ্তাহে আলু তোলা হবে। সেই সময় আমি উপস্থিত থাকব।’‌

সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততার সঙ্গে যাতে সিঙ্গুরের জমিতে উৎকর্ষ মানের চাষ সম্ভব হয়, সে–ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০০ একরের বেশি জমিতে চাষ শুরু হয়েছে। ৫৬টি অগভীর নলকূপ বসানোর কাজও শেষ। একই সঙ্গে সেই নলকূপগুলি চাষের কাজে ব্যবহার শুরু হয়েছে। ধাপে ধাপে বাকি জমিতেও চাষ শুরু হবে।

Sabujshree Scheme initiated in Singur

The Sabujshree Scheme, which is a brainchild of Chief Minister Mamata Banerjee, was initiated in Singur last Wednesday by State Education Minister, Partha Chatterjee by handing over saplings of mahogany and sandalwood to new mothers.

Sabujshree is an innovative scheme which connects two noble causes – protecting the environment and promoting girl children.

Under the scheme, the mother of a new-born girl child is handed over saplings for free to plant in some place where she or her family can take care of it – so the tree grows up under her care just like her girl child.

After the ceremony for Sabujshree, the Minister participated in an administrative meeting on agriculture.

At the press conference following the meeting, the Education Minister said that, after the Supreme Court had restored the land in Singur to the farmers who originally owned them, Mamata Banerjee had re-started cultivation there by planting mustard and potato seeds. Next, the Government is looking into ways to help the farmers to start planting crops for the boro season.

He also said that the Mamata Banerjee-led State Government is very keen that cultivation is re-started on the same scale as earlier. As an incentive, the State Government is giving Rs 10,000 as well as other benefits to the farmers who start cultivating their lands.

 

সিঙ্গুরে সূচনা হল সবুজশ্রী প্রকল্প

বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজশ্রী প্রকল্প চালু করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুরের বিডিও অফিসে একটি অনুষ্ঠানে সদ্যোজাত মায়েদের হাতে মেহগনি ও চন্দন গাছের চারা তুলে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সবুজশ্রী প্রকল্পের লক্ষ্য পরিবেশ রক্ষার পাশাপাশি কন্যা সন্তানদের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত করা এবং তাদের স্বনির্ভর করে তোলা।

এই প্রকল্পের আওতায় নবজাতকের নামে পরিবারকে একটি করে অর্থকরী গাছের চারা দেবে সরকার। শিশুটির নামেই গাছটিকে বড় করে তুলবে তার পরিবার। ২০-২৫ বছর পরে সেই গাছ বিক্রি করে যে-টাকা পাওয়া যাবে, সেটাই তখন সাবালক হয়ে ওঠা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে লাগবে।

অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী কৃষি সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক করেন।

বৈঠকে পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিঙ্গুরে জমি ফেরতের পর মুখ্যমন্ত্রী এখানে চাষের সূচনা করেছিলেন। এরপর এখানে সরষে ও আলু চাষ শুরু হয়েছে। এখন তাদের লক্ষ্য বোরো চাষ শুরু করা।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মা-মাটি-মানুষ সরকারের একান্ত ইচ্ছা কৃষকরা চাষ করুন। যারা চাষ করবেন তাদের ১০ হাজার টাকা ও অন্যান্য আনুষঙ্গিক সাহায্য দেওয়া হবে।

 

 

West Bengal Govt to set up watersheds in drought-prone areas

The West Bengal Government is setting up watersheds in the drought-prone areas of the State to enhance the infrastructure in cultivation and pisciculture.

The new project, which has been taken up for the drought-susceptible areas of Bankura, Purulia, Paschim Medinipur and some other districts, will strengthen the rural economy. A considerable volume of rainwater is wasted in these areas and hence, the State Fisheries Department has stressed on the setting up of watersheds in these areas. If the rainwater is harnessed by small dams it can be used for pisciculture and cultivation, as well as for domestic purposes during lean seasons.

The district of Bankura has been selected for delineating watershed boundaries and for building check dams for water harvesting on a pilot basis.

 

This image is representative (source)

 

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকারের

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে ও মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়নের জন্যও এই নতুন পরিকল্পনা।

বিশেষত বাঁকুড়া ও পুরুলিয়ার মত খরা প্রবণ এলাকায় এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া এই প্রকল্প পশ্চিম মেদিনীপুর ও কিছু অন্যান্য জেলার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এই এলাকায় অনেক পরিমান বৃষ্টির জল নষ্ট হচ্ছে। রাজ্যের মৎস্য বিভাগ এইসব এলাকায় ওয়াটারশেড তৈরি করার ওপর জোর দিচ্ছে।

এই বৃষ্টির জল ছোট বাঁধ দ্বারা সংগ্রহ করলে তা অন্যান্য মরসুমে রেশম চাষ, কৃষিক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।

এই ভিত্তিতে কাজ শুরু হয়ে হয়ে গেছে বাঁকুড়ায়।

Bengal Govt initiates various projects to make rural Bengal self reliant

The various projects taken up by the Panchayat and Rural development department to make rural populace self reliant is likely to change the economic scenario of rural Bengal in the next couple of years, one of them being fruit orchard farming.

Fruit orchard farming has brought financial stability to many families in many districts. Griha Samriddhi was an initiative of Nadia district by which the ‘Kool’ orchard farming was started.

As the ‘Kool’ orchard farming was found to be highly profitable, people with small agricultural lands have been inspired to such types of cultivation. Krishnaganj block is situated on the bank of three rivers, Ichhamati, Churni and Mathabhanga and so the land is very fertile.

The marginal farmers took interest in orchard cultivation and decided to grow varities of Kool. The farmers sold their produce at Majdia market which is situated close to Majdia railway station.

It was found that orchard cultivation can bring an additional income varying anything between Rs 20,000 and Rs 40,000 per family in a year.

It has helped 2400 families. A total of 3,74,990 saplings were planted on 1,339 bigha of land. The unskilled man days generated is 2,83,921.

 

গ্রাম বাংলাকে স্বনির্ভর করতে বিভিন্ন প্রকল্প সরকারের

গ্রাম বাংলার অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করার জন্য ও জনসাধারণকে স্বনির্ভর করতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামন্নয়ন বিভাগ বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে, তার মধ্যে একটি হল ফলের বাগান চাষ।

ফলের বাগান চাষ অনেক জেলায় অনেক পরিবারকে আর্থিক স্থিতিশীলতা দিয়েছে। নদিয়া জেলায় কুলের বাগান চাষ শুরু করার জন্য ‘গৃহ সমৃদ্ধি’ একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল।

যেহেতু ফলের বাগান চাষ অত্যন্ত লাভজনক তাই ছোট ছোট জমির মালিকরা এই ধরনের চাষে অনুপ্রাণিত হয়েছেন। কৃষ্ণগঞ্জ ব্লক ইছামতি, চূর্ণী এবং মাথাভাঙ্গা এই তিনটি নদীর তীরে অবস্থিত। তাই এই এলাকার জমি খুব উর্বর।

কৃষকরা বর্তমানে ফলের বাগান চাষের আগ্রহী এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন ধরনের কুল চাষের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য মাজদিয়া রেল স্টেশনের কাছাকছি অবস্থিত মাজদিয়া বাজারে বিক্রি করেন।

দেখা গেছে ফলের বাগান চাষ প্রতি পরিবার পিছু বার্ষিক আয় ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বাড়িয়ে দিয়েছে।

২৪০০টি পরিবার এর মাধ্যমে উপকৃত হবেন। ১,৩৩৯ বিঘা জমির ওপর প্রায় ৩,৭৪,৯৯০টি চারা গাছ লাগানো হয়েছে।